বিরাম চিহ্ন বা যতি/ছেদ চিহ্ন নিয়ে যত সাধারণ জ্ঞান

বিরাম চিহ্ন বা যতি/ছেদ চিহ্ন নিয়ে যত সাধারণ জ্ঞান


যতিচিহ্ন, বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় ২০টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন ৪টি; বাক্যের ভিতরে ব্যবহার্য ১০টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য ৬টি।

১/ "কমা" কোথায় বসে?
★উঃ- সম্বোধন পদের পর।
-
২/ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণ করতে হলে কোন চিহ্ন ব্যবহার হয়?
★উঃ- ড্যাস।
-
৩/ কোনটি প্রান্তিক চিহ্ন?
★উঃ- দাঁড়ি।
_
৪/ তারিখ লেখতে কোন যতি চিহ্ন ব্যবহার হয়?
★উঃ- কমা।
-
৫/ বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
★উঃ- ১২টি।
-
৬/ নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
★উঃ-ঢাকা,২১ফেব্রুয়ারি১৯৫২।
-
৭/কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নেই?
★উঃ-বন্ধনী চিহ্ন/
হাইফেন বা সংযোগ চিহ্ন/বিলুপ্তি বা লোপ চিহ্ন।
-
৮/ বাংলা গদ্যে বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন-
★উঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
-
৯/কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
★উঃ-কোলন।
-
১০/নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
★উঃ-হাইফেন।
-
১১/যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন
বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
★উঃ-ড্যাস।
-
১২/ ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়-
★উঃ- বিলুপ্ত বর্ণের জন্য।
-
১৩/"উদ্ধৃতি চিহ্ন" কত প্রকার?
★উঃ- দুই প্রকার।
-
১৪/ প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
★উঃ- প্রশ্নচিহ্ন।
-
১৫/ সম্বোধন পদে কোন যতি চিহ্ন বসে?
★উঃ- কমা।
-
১৬/ বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন যতি চিহ্ন বসে?
★উঃ- কমা।
-
১৭/ একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?
★উঃ- সেমিকোলন।
-
১৮/ বাক্যে "কমা" অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
★উঃ- সেমিকোলন।
-
১৯/ হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?
★উঃ- বিস্ময় চিহ্ন।
-
২০/ বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
★উঃ- ১বলার দ্বিগুণ সময়।
-
২১/ বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
★উঃ- বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য।
-
২২/ ( ), { }, [ ] এগুলো কি চিহ্ন?
★উঃ- বন্ধনী চিহ্ন।

যতি বা ছেদ চিহ্ন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ

প্রশ্ন-উত্তরঃ

প্রশ্নঃ হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?
উত্তরঃ বিস্ময়

প্রশ্নঃ হাইফেন এ কতটুকু থামতে হয়?
উত্তরঃ থামার প্রয়োজন নেই

প্রশ্নঃ এক কথার সাথে অন্য কথার, এক বাক্যের সাথে অন্য বাক্যের অবিচ্ছেদ্য সম্পর্ক থাকলে যে চিহ্ন হয়, তার নাম কি?
উত্তরঃড্যাশ

প্রশ্নঃ সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
উত্তরঃ কমা

প্রশ্নঃ কোন কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে বসে–
উত্তরঃ ড্যাশ

প্রশ্নঃ বিস্ময় চিহ্ন কোনটি?
উত্তরঃ !

প্রশ্নঃ যতি বা ছেদ চিহ্ন কয়টি?
উত্তরঃ১২টি

প্রশ্নঃ প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
উত্তরঃপ্রশ্নচিহ্ন

প্রশ্নঃ ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় না–
উত্তরঃ সম্বোধন বোঝাতে

প্রশ্নঃ দাড়ি (পূর্ণচ্ছেদ) এ কত সময় থামতে হয়?
উত্তরঃ এক সেকেন্ড

প্রশ্নঃ দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে?
উত্তরঃ সেমিকোলন

প্রশ্নঃ সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোন চিহ্ন বসে?
উত্তরঃ কোলন

প্রশ্নঃ কোন যতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
উত্তরঃ দাঁড়ি

প্রশ্নঃ কমার(,) বিরতিকাল কতক্ষণ?
Ans: ১ বলতে যে সময় লাগে

প্রশ্নঃ ‘দেখ আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয়’- বাক্যটিতে বিরামচিহ্ন বসবে–
উত্তরঃ ৪ টি

প্রশ্নঃ কোনটির বিরতিকাল কোলন ড্যাশ -এর বিরতিকালের সমান?
উত্তরঃ কোলন

প্রশ্নঃ পরবর্তী রূপবোধক চিহ্নে কত সময় বিরতির প্রয়োজন?
উত্তরঃ থামার প্রয়োজন নেই

প্রশ্নঃ কোনটি ‘কোলন’?
উত্তরঃ :

প্রশ্নঃ লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
উত্তরঃ বিরামচিহ্ন

প্রশ্নঃ বাক্যে দৃষ্টান্ত প্রয়োগের জন্য কোন চিহ্ন বসে?
উত্তরঃ কোলন

প্রশ্নঃ কমা চিহ্ন কোনটি?
উত্তরঃ ,

প্রশ্নঃ চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
উত্তরঃ দাঁড়ি

প্রশ্নঃ একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?
উত্তরঃ সেমিকোলন

প্রশ্নঃ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়? উত্তরঃকোলন

প্রশ্নঃ বাংলা ভাষায় কতটি যতি চিহ্নের প্রচলন রয়েছে?
উত্তরঃ ১২টি

প্রশ্নঃ পূর্ণবাক্য শেষে ব্যবহৃত চিহ্নকে কি বলে?
উত্তরঃ দাঁড়ি

প্রশ্নঃ বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু? উত্তরঃএক সেকেন্ড
প্রশ্নঃ কোনটির বিরতিকাল নেই? উত্তরঃ হাইফেন

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বিরাম চিহ্ন বা যতি/ছেদ চিহ্ন নিয়ে যত সাধারণ জ্ঞান"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে