সমাজসেবা অধিদপ্তরে সহকারী শিক্ষক পদের পরীক্ষার সমাধান
পদের নাম: সহকারী শিক্ষক,
পরীক্ষার তারিখ: ১৬ জুন ২০১৭,
# প্রশ্ন # সমাধান
===============================
1. বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি
উত্তরঃ-বাংলাদেশী
2. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্থান
উত্তরঃ-গোপালগঞ্জ
3. বাংলাদেশ টেস্ট ক্রিকেট এর অধিনায়ক
উত্তরঃ-মুশফিকুর রহিম
4. কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেক্ষণ থাকে
উত্তরঃ-শর্করা
5. নিচের কোনটি সর্বনাম
উত্তরঃ-কী
6. স্ক্যানার কি ধরনের ডিভাইস-
উত্তরঃ-ইনপুট
7. OMR- Optical mark reader
8. Ram কি
উত্তরঃ-অস্থায়ী মেমরি
9. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট-
উত্তরঃ-ইমানুয়েল ম্যাখোঁ
10. বাঙ্গালি জাতীয়তাবাদের ভিত্তি
উত্তরঃ-ঐক্য ও সংহতি
11. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা
উত্তরঃ- ই-কমার্স
12. অর্থ কোন ধরনের সম্পদ
উত্তরঃ-মানবীয়
13. কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির লোকেরা বাড়িতে চা-পান ও সুপারি দিয়ে আপ্যায়ন করে
উত্তরঃ-খাসিয়া
14. কোনটি সৌরজগতের বস্তু নয়-
উত্তরঃ-গ্যালাক্সি
15. জান্ক ফুডে অধিক থাকে
উত্তরঃ- চর্বি
16. বছরের বৃহত্তম দিন
উত্তরঃ-২১ জুন
17. চির বসন্তের শহর
উত্তরঃ-কিটো
18. জাতীয় স্মৃতি সৌধের স্থপতি-
উত্তরঃ-মইনুল হোসেন
19. মাকড়সার পা
উত্তরঃ-৮টি
20. বাংলাদেশের স্বাধীনতার বার্তাটি প্রচার করেছিল
উত্তরঃ-ইপিআর
21. নামায, রোজা
উত্তরঃ-ফারসী শব্দ
22. কোনটি দেশী শব্দ
উত্তরঃ-কুলা
23. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি
উত্তরঃ-হামিদুর রহমান
24. কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল
উত্তরঃ-পদ্মা
25. পদ্মরাগ লিখেছেন
উত্তরঃ-বেগম রোকেয়া
26. একুশে ফেব্রুয়ারি
উত্তরঃ-হাসান হাফিজুর রহমান
27. দক্ষিণ এশিয়ার দীর্ঘতম ঢোলা- সাদিয় সেতু
উত্তরঃ-ভারত
28. ক্যালকুলাস আবিষ্কার করেন-
উত্তরঃ-নিউটন
29. টপ্পা
উত্তরঃ-এক ধরনের গান
30. নিষ্ঠা এর সন্ধি বিচ্ছেদ
উত্তরঃ-নিঃ +ঠা
31. ঐচ্ছিক এর বিপরীত
উত্তরঃ-আবশ্যিক
32. একটি দেশে উৎপাদন বাড়লে-
উত্তরঃ-কর্মসংস্থান বাড়বে
33. খাঁটি বাংলা উপসর্গ
উত্তরঃ-২১ টি
34. নিত্য স্ত্রী বাচক
উত্তরঃ-সতীন
35. বিস্ময় এর উচ্চারণ
উত্তরঃ-বিশ্শয়
36. বন্ধুর এর বিপরীত
উত্তরঃ-মসৃণ
37. শরতের শিশির
উত্তরঃ-ক্ষণস্থায়ী
38. কর্মে ক্লান্তি নেই-
উত্তরঃ-অক্লান্তকর্মী
39. বাংলা বর্ণমালায় মাত্রাহীণ বর্ণ
উত্তরঃ-১০ টি
40. সন্ধি এর সন্ধি বিচ্ছেদ
উত্তরঃ-সম্+ ধি
41. শুদ্ধ বানান
উত্তরঃ-পিপীলিকা
42. আমার টাকা ছিল না
উত্তরঃ-I had no money
43. He died by an accident
44. ক্ষ এর যুক্তরুপ
উত্তরঃ-ক+ষ
45. কোনটি Verb
উত্তরঃ- Feed
46. Beautify শব্দটি
উত্তরঃ-Verb
47. আমি কোন লিঙ্গ-
উত্তরঃ-উভয় লিঙ্গ
48. Ten years is a long time to wait.
49. Each learner of English needs a good
dictionary
50. I don’t have much furniture
51. Ten thousand dollar is a lot of money
52. He is an MBBS
53. He did not go home yesterday
54. লুপ্ত সংখ্যাটি কত?৮১,২৭........৩,
উত্তরঃ-১- ৯
55. I know him এর Passive
উত্তরঃ- He is known to me.
56. ৯০ ডিগ্রী কোণের পূরক কোণ
উত্তরঃ- ০ ডিগ্রী
57. ১ ঘন্টা ৪০ মিনিটি ৫ ঘন্টার
উত্তরঃ- ১/৩ অংশ
58. ১,৯,২৫,৪৯,৮১........ ধারাটির পরবর্তী সংখ্যা
উত্তরঃ-১২১
59. কোন ভংগ্নাশটি ২/৩ থেকে বড়-
উত্তরঃ-৮/১১
60. কোনটি মৌলিক সংখ্যা
উত্তরঃ- ৭
61. টাকায় ৩ টি লেবু কিনে টাকায় ২টি বিক্রি করলে শতকরা লাভ
উত্তরঃ-৫০%
62. কোন সংখ্যার ৮গুন থেকে ২গুণ বিয়োগ করলে ৭২ হয়
উত্তরঃ-১২
63. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি-
উত্তরঃ- ৭০
64. যদি a+b= 2, ab= 1 হয় তবে a , b এর মান যথাক্রমে
উত্তরঃ- ১,১
65. x>y এবং z<0 তবে কোনটি সঠিক
উত্তরঃ-xz<yz
66. 3,9, 4এর চতুর্থ সমানুপাতি কত
উত্তরঃ-১/৯ (অপশন ছিল: ১১/৮০, ১১/২০, ১/৯, ১/৮)
67. একটি নৌকা স্রোতের অনুকূলে ৮ কি.মি স্রোতের প্রতিকূলে ৪কি.মি যায় তবে নৌকার বেগ কত- ৪ কি.মি
উত্তরঃ-(নৌকার গড় বেগ চাইলে উত্তর ৬.কি.মি হতো)
68. বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অংক ব্যবহৃত হয়
উত্তরঃ- ২টি
69. ব্যংকে কত টাকা রাখলে ৮ শতাংশ হারে মুনাফায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন ৫২০০ টাকা হবে? উত্তরঃ-৪৪৫৮.১৬ টাকা
70. লুপ্ত সংখ্যাটি কত?
উত্তরঃ- ৮১,২৭........৩,
১- ৯
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সমাজসেবা অধিদপ্তরে সহকারী শিক্ষক পদের পরীক্ষার সমাধান"
Post a Comment