কবিদের জন্ম মৃত্যু

কবিদের জন্ম মৃত্যু


> অক্ষয়কুমার দত্ত জন্ম- ১৮২০ খ্রি:, মৃত্যু- ১৮৮৬ খ্রি: জন্মস্থান- বর্ধমানের টুপিগ্রাম সাহিত্যকর্ম- অনঙ্গমোহন, ভূগোল, পদার্থবিদ্যা, বাহ্যবস র সাথে মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, চারূপাঠ (১-৩খন্ড), ভারতীয় উপাসক সমপ্রদায় (১ম ও ২য় খন্ড),ধর্মনীতি ইত্যাদি।

> অক্ষয়কুমার মৈত্রেয় জন্ম- ১৮৬১ খ্রি:, মৃত্যু-১৯৩০ খ্রি: জন্মস্থান- সিমলা, নদীয়া। পিতা- রথুরানাথ মৈত্রেয় ঐতিহাসিক গ্রন্থ- সমর সিংহ, সীতা রাম,সিরাজউদ্দৌলা, মীর কাসিম, গৌরলেখমালা,ফিরিঙ্গি বণিক ইত্যাদি।

> অমৃতলাল বসু জন্ম- ১৮৫৩ খ্রি:, মৃত্যু-১৯২৯ খ্রি: জন্মস্থান- কলকাতা প্রহসন- ব্যাপিকা বিদায়, কৃপণের ধন, ডিসমিস, চোরের উপর বাটপারী ইত্যাদি। নাটক- তরুবালা, বিমাতা বা বিজয় বসন্ত, হরিশ্চন্দ্র, নবযৌবন, তিতল বর্ণ, আদর্শ বন্ধুহীরক চূর্ণ, বজ্রলীলা ইত্যাদি।

> অবনীন্দ্রনাথ ঠাকুর জন্ম- ১৮৭১ খ্রি:, মৃত্যু- ১৯৫১ খ্রি: জন্মস্থান- জোড়সাকো, কলকাতা কাব্যগ্রন্থ- শকুনত্মলা, রাজকাহিনী, বুড়ো আংলা, জোড়সাঁকোর ধারে।

> অমিয় চক্রবর্তী জন্ম- ১৯০১ খ্রি:,মৃত্যু-১৯৮৬ খ্রি: জন্মস্থান- শ্রীরামপুর , হুগলি কাব্যগ্রন্থ-খসড়া, একমুঠো,মাটির দেয়াল, পরাপার,পালাবদল ইত্যাদি।

> অচিন্তআকুমার সেনগুপ্ত জন্ম-১৯০৩ খ্রি:, মৃত্যু-১৯৭৬ খ্রি: জন্মস্থান- নোয়াখালি. কাব্যগ্রন্থ- অমাবস্যা,প্রিয়া ও পৃথিবী,অন্তরঙ্গ,প্রথম কদম ফুল,জীবন চরিত্র। উপন্যাস- কাক জোৎস্না, বেদে, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর ইত্যাদি।

> অজিতকুমার গুহ জন্ম-১৪১৯ খ্রি:, মৃত্যু-১৯৬৯খ্রি: জন্মস্থান- কুমিল্লা সাহিত্যকর্ম- মেধদূত, কৃষ্ণকান্তের উইল, গল্পগুচ্ছ, সোনার তরী ইত্যাদি গ্রন্থ সম্পাদনা করেন।

> অসিতকুমার বন্দ্যোপাধ্যায় জন্ম- ৩ জুন ১৯২০ খ্র্রি: জন্মস্থান-বকফুল, বনগ্রাম, চব্বিশ পরগনা প্রবন্ধ- প্রাচীন বাঙালী ও বাংলা সাহিত্য,বাংলা সাহিত্যে বিদ্যাসাগর ও বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত ইত্যাদি। .

> অক্ষয়কুমার বড়াল জন্ম-১৯৬০খ্রি:, মৃত্যু-১৯১৯ খ্রি: জন্মস্থান-কলকাতার চোরাবাগান। পিতা-কালিচরন বড়াল। কবিতাগ্রন্থ- রজনীর মৃত্যু, এষা, প্রদীপ,কনকাঞ্জলি, ভুল, শঙ্খ ইত্যাদি।

> অদৈত মল্লবর্মণ জন্ম-১৯১৪খ্রি:, মৃত্যু-১৯৫১ খ্রি: জন্মস্থান- ব্রাহ্মণবাড়ীয়া উপন্যাস- তিতাস একটি নদীর নাম গ্রন্থ-নয়াবসত, রামধনু,সাদা হাওয়া।

> আখতারুজ্জামান ইলিয়াস জন্ম-১৯৪৩খ্রি:, মৃত্যু-১৯৯৭খ্রি: জন্মস্থান-গাইবান্ধা উপন্যাস- চিলেকোঠার সেপাই;খোয়াবনামা। গল্প- অন্য ঘরে অন্য স্বও,খোঁয়ারী, দুধ ভাতে উৎপাত, দোজখের ওম।

> আজিজুর রহমান জন্ম-১৯১৭ খ্রি:, মৃত্যু-১৯৭৮খ্রি: জন্মস্থান- হাটস, হরিপুর গ্রাম, কুষ্টিয়া। গানের বই- এই দেশ এই মাটি, উপলক্ষর গান। কিশোর গল্প-ডাইনোসারের রাজ্যে,জীবজনর কথা ইত্যাদি।

> আবদুল কাদির জন্ম-১৯০৬খ্রি:, মৃত্যু-১৯৮৪খ্রি: জন্মস্থান- আরাইসিধা গ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া কাব্যগ্রন্থ- দিলরুবা, উত্তর বসন্ত। গবেষণা গ্রন্থ- ছন্দ সমীক্ষণ। প্রবন্ধ পুসত্মক- বাংলা কাব্যের ইতিহাস, মুসলিম সাধনার ধারা,কবি নজরুল ইত্যাদি।

> আবু জাফর শামসুদ্দীন জন্ম- ১৯১১খ্রি:, মৃত্যু-১৯৮৮ খ্রি: জন্মস্থান- দক্ষিণবাগ গ্রাম, কালিগঞ্জ, ঢাকা উপন্যাস-পরিত্যক্ত স্বামী, পদ্মা মেঘনা যমুনা, ভাওয়াল গড়ের উপাখ্যান, মুক্তি ইত্যাদি। নাটক- শনি গ্রহ ও পৃথিবী ইত্যাদি।

> আ.ন.ম বজলুর রশীদ জন্ম- ১৯১১খ্রি:, মৃত্যু-১৯৮৬খ্রি: জন্মস্থান-ফরিদপুর শহর উপন্যাস-পথের ডাক,নীল দিগন্ত। নাটক- ঝড়ের পাখি। প্রবন্ধ- স্কুলে মাতৃভাষা শিড়্গণ।

> আবদুল গণি হাজারী জন্ম- ১৯২৬ খ্রি: জন্মস্থান- শিরঙ্গল,ফরিদপুর। উপন্যাস- সূর্য- দীঘল-বাড়ি গল্পগ্রন্থ- হারেম, মহাপতঙ্গ ইত্যাদি।

> আব্দুস ছাত্তার জন্ম- ২০ জানুয়ারী ১৯২৭ খ্রি: জন্মস্থান- গোরলা গ্রাম, কালোহা, টাঙ্গাইল কাব্যগ্রন্থ- বৃষ্টির মুখর, অন্তরঙ্গ ধ্বনি, আমার বনবাস ইত্যাদি।

> আনোয়ার পাশা জন্ম- ১৯২৮ খ্রি:, মৃত্যু-১৯৭১ খ্রি: জন্মস্থান- ডবকাই গ্রাম, বহরমপুর, মুর্শিবাদ উপন্যাস- নীড় সন্ধানী, নিশুতি রাতের গাথা, রাইফেল রোটি আওরাত। গল্পগ্রন্থ- নিরূপায় হরিণী।

> আনিস চৌধুরী জন্ম- ১৯২৯ খ্রি:, মৃত্যু-১৯৯০ খ্রি: জন্মস্থান- কলকাতা উপন্যাস- সরোবর, শখের পুতুল, সৌরভ ও ঐ রকম একজন। নাটক- মানচিত্র, এ্যালবাম ইত্যাদি। ছোটগল্প- সুদর্শন, ডাকছে, মধুগড়।

> আবদুল্লাহ আল মুতি শরফুদ্দীন জন্ম- ১ জানুয়ারি ১৯৩০ খ্রি:, মৃত্যু-১৯৯৯ খ্রি: জন্মস্থান- ফুলবাড়ি, সিরাজগঞ্জ প্রবন্ধপুস্তক- এসো বিজ্ঞানের রাজ্যে, অবাক পৃথিবী, রহস্যের শেষ নেই,

জানা- অজানার দেশে আবিষ্কারের নেশায়, সাগরের রহস্যপুরী, বিজ্ঞান ও যুগের বিজ্ঞান ইত্যাদি। অনুবাদ- শিক্ষা ও জাতীয় উন্নয়ন।

> আবদুল মান্নান সৈয়দ জন্ম- ১৯৪৩ খ্রি: জন্মস্থান- চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ কাব্যগ্রন্থ- মাতাল মানচিত্র, নির্বাচিত কবিতা, একরাত্রি ইত্যাদি। গল্পগ্রন্থ- সত্যের মত বদমাস, মৃত্যুর অধিক লাল ক্ষুধা, সংবেদন ও জলতরঙ্গ।

> আবদুল গাফফার চৌধুরী জন্ম- ১৯৩৪ খ্রি: জন্মস্থান- উলানিয়া, বরিশাল উপন্যাস- শেষ রজনীর চাঁদ গল্পগ্রন্থ- সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর ইত্যাদি।

> আবু বকর সিদ্দিক জন্ম- বৈটপুর, বাগেরহাট, খুলনা কাব্যগ্রন্থ- ধবল দুধের স্বরগ্রাম, বিনিদ্র কালের ভেলা ইত্যাদি।

> আবু জাফর ওবায়দুল্লাহ জন্ম- ৪ ফেব্রুয়ারী ১৯৩২ খ্রি:, মৃত্যু- ২০০১ খ্রি: জন্মস্থান- বরিশাল। পিতা- বিচারপতি আবদুল জব্বার খান কাব্যগ্রন্থ- সাত নারীর হার, আমি কিংবদন্তির কথা বলছি, কখনো রং কখনো সুর, সহিষ্ণু প্রতীক্ষা, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্যপ্রতীক্ষা, কলমের চোখ ইত্যাদি।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "কবিদের জন্ম মৃত্যু"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে