কবিদের জন্ম মৃত্যু
> অক্ষয়কুমার মৈত্রেয় জন্ম- ১৮৬১ খ্রি:, মৃত্যু-১৯৩০ খ্রি: জন্মস্থান- সিমলা, নদীয়া। পিতা- রথুরানাথ মৈত্রেয় ঐতিহাসিক গ্রন্থ- সমর সিংহ, সীতা রাম,সিরাজউদ্দৌলা, মীর কাসিম, গৌরলেখমালা,ফিরিঙ্গি বণিক ইত্যাদি।
> অমৃতলাল বসু জন্ম- ১৮৫৩ খ্রি:, মৃত্যু-১৯২৯ খ্রি: জন্মস্থান- কলকাতা প্রহসন- ব্যাপিকা বিদায়, কৃপণের ধন, ডিসমিস, চোরের উপর বাটপারী ইত্যাদি। নাটক- তরুবালা, বিমাতা বা বিজয় বসন্ত, হরিশ্চন্দ্র, নবযৌবন, তিতল বর্ণ, আদর্শ বন্ধুহীরক চূর্ণ, বজ্রলীলা ইত্যাদি।
> অবনীন্দ্রনাথ ঠাকুর জন্ম- ১৮৭১ খ্রি:, মৃত্যু- ১৯৫১ খ্রি: জন্মস্থান- জোড়সাকো, কলকাতা কাব্যগ্রন্থ- শকুনত্মলা, রাজকাহিনী, বুড়ো আংলা, জোড়সাঁকোর ধারে।
> অমিয় চক্রবর্তী জন্ম- ১৯০১ খ্রি:,মৃত্যু-১৯৮৬ খ্রি: জন্মস্থান- শ্রীরামপুর , হুগলি কাব্যগ্রন্থ-খসড়া, একমুঠো,মাটির দেয়াল, পরাপার,পালাবদল ইত্যাদি।
> অচিন্তআকুমার সেনগুপ্ত জন্ম-১৯০৩ খ্রি:, মৃত্যু-১৯৭৬ খ্রি: জন্মস্থান- নোয়াখালি. কাব্যগ্রন্থ- অমাবস্যা,প্রিয়া ও পৃথিবী,অন্তরঙ্গ,প্রথম কদম ফুল,জীবন চরিত্র। উপন্যাস- কাক জোৎস্না, বেদে, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর ইত্যাদি।
> অজিতকুমার গুহ জন্ম-১৪১৯ খ্রি:, মৃত্যু-১৯৬৯খ্রি: জন্মস্থান- কুমিল্লা সাহিত্যকর্ম- মেধদূত, কৃষ্ণকান্তের উইল, গল্পগুচ্ছ, সোনার তরী ইত্যাদি গ্রন্থ সম্পাদনা করেন।
> অসিতকুমার বন্দ্যোপাধ্যায় জন্ম- ৩ জুন ১৯২০ খ্র্রি: জন্মস্থান-বকফুল, বনগ্রাম, চব্বিশ পরগনা প্রবন্ধ- প্রাচীন বাঙালী ও বাংলা সাহিত্য,বাংলা সাহিত্যে বিদ্যাসাগর ও বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত ইত্যাদি। .
> অক্ষয়কুমার বড়াল জন্ম-১৯৬০খ্রি:, মৃত্যু-১৯১৯ খ্রি: জন্মস্থান-কলকাতার চোরাবাগান। পিতা-কালিচরন বড়াল। কবিতাগ্রন্থ- রজনীর মৃত্যু, এষা, প্রদীপ,কনকাঞ্জলি, ভুল, শঙ্খ ইত্যাদি।
> অদৈত মল্লবর্মণ জন্ম-১৯১৪খ্রি:, মৃত্যু-১৯৫১ খ্রি: জন্মস্থান- ব্রাহ্মণবাড়ীয়া উপন্যাস- তিতাস একটি নদীর নাম গ্রন্থ-নয়াবসত, রামধনু,সাদা হাওয়া।
> আখতারুজ্জামান ইলিয়াস জন্ম-১৯৪৩খ্রি:, মৃত্যু-১৯৯৭খ্রি: জন্মস্থান-গাইবান্ধা উপন্যাস- চিলেকোঠার সেপাই;খোয়াবনামা। গল্প- অন্য ঘরে অন্য স্বও,খোঁয়ারী, দুধ ভাতে উৎপাত, দোজখের ওম।
> আজিজুর রহমান জন্ম-১৯১৭ খ্রি:, মৃত্যু-১৯৭৮খ্রি: জন্মস্থান- হাটস, হরিপুর গ্রাম, কুষ্টিয়া। গানের বই- এই দেশ এই মাটি, উপলক্ষর গান। কিশোর গল্প-ডাইনোসারের রাজ্যে,জীবজনর কথা ইত্যাদি।
> আবদুল কাদির জন্ম-১৯০৬খ্রি:, মৃত্যু-১৯৮৪খ্রি: জন্মস্থান- আরাইসিধা গ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া কাব্যগ্রন্থ- দিলরুবা, উত্তর বসন্ত। গবেষণা গ্রন্থ- ছন্দ সমীক্ষণ। প্রবন্ধ পুসত্মক- বাংলা কাব্যের ইতিহাস, মুসলিম সাধনার ধারা,কবি নজরুল ইত্যাদি।
> আবু জাফর শামসুদ্দীন জন্ম- ১৯১১খ্রি:, মৃত্যু-১৯৮৮ খ্রি: জন্মস্থান- দক্ষিণবাগ গ্রাম, কালিগঞ্জ, ঢাকা উপন্যাস-পরিত্যক্ত স্বামী, পদ্মা মেঘনা যমুনা, ভাওয়াল গড়ের উপাখ্যান, মুক্তি ইত্যাদি। নাটক- শনি গ্রহ ও পৃথিবী ইত্যাদি।
> আ.ন.ম বজলুর রশীদ জন্ম- ১৯১১খ্রি:, মৃত্যু-১৯৮৬খ্রি: জন্মস্থান-ফরিদপুর শহর উপন্যাস-পথের ডাক,নীল দিগন্ত। নাটক- ঝড়ের পাখি। প্রবন্ধ- স্কুলে মাতৃভাষা শিড়্গণ।
> আবদুল গণি হাজারী জন্ম- ১৯২৬ খ্রি: জন্মস্থান- শিরঙ্গল,ফরিদপুর। উপন্যাস- সূর্য- দীঘল-বাড়ি গল্পগ্রন্থ- হারেম, মহাপতঙ্গ ইত্যাদি।
> আব্দুস ছাত্তার জন্ম- ২০ জানুয়ারী ১৯২৭ খ্রি: জন্মস্থান- গোরলা গ্রাম, কালোহা, টাঙ্গাইল কাব্যগ্রন্থ- বৃষ্টির মুখর, অন্তরঙ্গ ধ্বনি, আমার বনবাস ইত্যাদি।
> আনোয়ার পাশা জন্ম- ১৯২৮ খ্রি:, মৃত্যু-১৯৭১ খ্রি: জন্মস্থান- ডবকাই গ্রাম, বহরমপুর, মুর্শিবাদ উপন্যাস- নীড় সন্ধানী, নিশুতি রাতের গাথা, রাইফেল রোটি আওরাত। গল্পগ্রন্থ- নিরূপায় হরিণী।
> আনিস চৌধুরী জন্ম- ১৯২৯ খ্রি:, মৃত্যু-১৯৯০ খ্রি: জন্মস্থান- কলকাতা উপন্যাস- সরোবর, শখের পুতুল, সৌরভ ও ঐ রকম একজন। নাটক- মানচিত্র, এ্যালবাম ইত্যাদি। ছোটগল্প- সুদর্শন, ডাকছে, মধুগড়।
> আবদুল্লাহ আল মুতি শরফুদ্দীন জন্ম- ১ জানুয়ারি ১৯৩০ খ্রি:, মৃত্যু-১৯৯৯ খ্রি: জন্মস্থান- ফুলবাড়ি, সিরাজগঞ্জ প্রবন্ধপুস্তক- এসো বিজ্ঞানের রাজ্যে, অবাক পৃথিবী, রহস্যের শেষ নেই,
জানা- অজানার দেশে আবিষ্কারের নেশায়, সাগরের রহস্যপুরী, বিজ্ঞান ও যুগের বিজ্ঞান ইত্যাদি। অনুবাদ- শিক্ষা ও জাতীয় উন্নয়ন।
> আবদুল মান্নান সৈয়দ জন্ম- ১৯৪৩ খ্রি: জন্মস্থান- চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ কাব্যগ্রন্থ- মাতাল মানচিত্র, নির্বাচিত কবিতা, একরাত্রি ইত্যাদি। গল্পগ্রন্থ- সত্যের মত বদমাস, মৃত্যুর অধিক লাল ক্ষুধা, সংবেদন ও জলতরঙ্গ।
> আবদুল গাফফার চৌধুরী জন্ম- ১৯৩৪ খ্রি: জন্মস্থান- উলানিয়া, বরিশাল উপন্যাস- শেষ রজনীর চাঁদ গল্পগ্রন্থ- সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর ইত্যাদি।
> আবু বকর সিদ্দিক জন্ম- বৈটপুর, বাগেরহাট, খুলনা কাব্যগ্রন্থ- ধবল দুধের স্বরগ্রাম, বিনিদ্র কালের ভেলা ইত্যাদি।
> আবু জাফর ওবায়দুল্লাহ জন্ম- ৪ ফেব্রুয়ারী ১৯৩২ খ্রি:, মৃত্যু- ২০০১ খ্রি: জন্মস্থান- বরিশাল। পিতা- বিচারপতি আবদুল জব্বার খান কাব্যগ্রন্থ- সাত নারীর হার, আমি কিংবদন্তির কথা বলছি, কখনো রং কখনো সুর, সহিষ্ণু প্রতীক্ষা, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্যপ্রতীক্ষা, কলমের চোখ ইত্যাদি।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "কবিদের জন্ম মৃত্যু"
Post a Comment