প্রস্তুতি যাচাই করার জন্য চেষ্টা করুন-০৪

প্রস্তুতি যাচাই করার জন্য চেষ্টা করুন-০৪


১. বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি?
ক) বিষবৃক্ষ 
খ) শ্রীকান্ত
গ) আলালের ঘরের দুলাল 
ঘ) গোরা

২. “ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা- এই দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
ক) অতুল প্রসাদ সেন
খ) দ্বিজেন্দ্র লাল রায় 
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়

৩. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার কে?
ক) মীর মশাররফ হোসেন 
খ) কাজী নজরুল ইসলাম
গ) আবুল ফজল
ঘ) শওকত ওসমান

৪. ভাষার জগতে বর্তমানে বাংলা ভাষার স্থান কোথায়?
ক) অষ্টম
খ) নবম
গ) দশম
ঘ) সপ্তম

৫. ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনিকে বলা হয়-
ক) স্পর্শ ধ্বনি 
খ) উষ্ম ধ্বনি
গ) পরাশ্রয়ী ধ্বনি
ঘ) জিহ্বামূলীয় ধ্বনি

৬. “অনল প্রবাহ” কাব্যের রচয়িতা কে?
ক) বন্দে আলী মিয়া
খ) ইসমাইল হোসেন সিরাজী 
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মীর মশাররফ হোসেন

৭. “কালবেলা” নাটকটির লেখক কে?
ক) আনিস চৌধুরী
খ) সাঈদ আহমদ 
গ) মু্নীর চৌধুরী
ঘ) কল্যাণ মিত্র

৮. “মেঘ থেকে বৃষ্টি হয়”- এই বাক্যের “মেঘ থেকে” কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তৃকারকে ২য়া বিভক্তি
খ) অপাদানে ৫মী বিভক্তি 
গ) কর্মকারকে তৃতীয়া বিভক্তি
ঘ) অধিকরণে ৭মী বিভক্তি

৯. অনুসর্গ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) পূর্বে
খ) মধ্যে
গ) পরে 
ঘ) কোনোটাতেই নয়

১০. সমাস নিষ্পন্ন পদের নাম কি?
ক) ব্যাস বাক্য 
খ) সমস্ত পদ 
গ) বিগ্রহ বাক্য
ঘ) সমস্যামান পদ

১১. কোন বানানটি শুদ্ধ?
ক) বেতিত
খ) ব্যাতিত
গ) ব্যতীত ১
ঘ) ব্যতিত

১২. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক) সোনার তরী
খ) সেঁজুতি
গ) পূরবী
ঘ) ফাল্গুনী

১৩. “কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই”-উক্তিটি কোন লেখকের?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর 
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

১৪. “একাত্তরের দিনগুলো”-স্মৃতিকথার গ্রন্থকার কে?
ক) শওকত ওসমান
খ) জাহানারা ইমাম ১ 
গ) সিরাজুল ইসলাম
ঘ) সৈয়দ সামসুল হক

১৫. “ভাষা প্রকাশ বাঙ্গলা ব্যাকরণ” কে রচনা করেন?
ক) সুনীতি কুমার চট্রোপাধ্যায় 
খ) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) মুহম্মদ এনামুল হক

১৬. দোভাষী পূঁথি বলতে কি বোঝায়?
ক) দুই ভাষায় রচিত পুঁথি
খ) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি 
গ) আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি
ঘ) তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি

১৭. “পরাজয়ের”-এই শব্দটিতে কোনটি উপসর্গ?
ক) জয়ের
খ) এর
গ) পরা 
ঘ) জয়

১৮. কোনটি হযরত মুহম্মদ (স)-এর জীবনী গ্রন্থ?
ক) মরুমায়া
খ) মরুভাস্কর 
গ) মরুতীর্থ
ঘ) মরুকুসুম

১৯. “হ্ম” যুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ সংযুক্ত হয়েছে?
ক) স+হ
খ) হ+ম 
গ) ম+ম
ঘ) ক+খ

২০. “অভয়া” চরিত্রটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে?
ক)পথের দারী 
খ) শ্রীকান্ত 
গ) পল্লীসমাজ
ঘ) চন্দ্রনাথ

২১. কবর কবিতায় কয়টি পংক্তি রয়েছে?
ক) ১১৮ 
খ) ১১৯
গ) ১২০
ঘ) ১২১

২২. ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মূখ্যমন্ত্রী কে ছিলেন?
ক) আবু হোসেন সরকার
খ) নরুল আমীন
গ) খাজা নাজিমুদ্দিন
ঘ) আতাউর রহমান খান

২৩. “হরতাল” কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
ক) পর্তুগিজ
খ) গুজরাটি 
গ) হিন্দি
ঘ) ফারসী

২৪. গীতগোবিন্দ কোন ভায়ায় রচিত?
ক) প্রাচীন বাংলা 
খ) সংস্কৃত
গ) হিন্দি
ঘ) ব্রজবুলি 
Raysul Islam Redoy
২৫. বাংলা ভাষায় ঞ-হরফটির উচ্চারণ কত প্রকারের হয়?
ক) এক
খ) দুই 
গ) তিন
ঘ) চার
ইংরেজি
২৬. I saw him once before.
ক) Noun
খ) Pronoun
গ) Verb
ঘ) Adverb

২৭. I was debarred from------- the examination.
ক) sitting 
খ) appearing
গ) taking
ঘ) regard

২৮. “Cut and dry” means-
ক) secret
খ) already decided 
গ) humorous
ঘ) brief

২৯. Which is the noun of the word “Vary”?
ক) very
খ) veriable
গ) variety
ঘ) variance

৩০. “উলুবনে মুক্তা ছড়িও না”-Translation- 
ক) Do not cast pearls before swine 
খ) Do not help the bad people
গ) Do not advice the wicked people
ঘ) Do no cast pearls in the forest

৩১. Choose the correct sentence:
ক) Did they wrote books?
খ) Did they write books? 
গ) Did they writing books?
ঘ) Did they have written books?

৩২. You will know the truth-
ক) on good time
খ) in good time 
গ) at good time
ঘ) in the good time

৩৩. Report the following in “Indirect speech”: “You will say, “I am ill”.
ক) You will say that you are ill 
খ) You will say that I am ill
গ) You will say that you were ill
ঘ) You would say that I was ill

৩৪. Report the following in “Indirect speech”: “He said to me, “How did you do it”.
ক) He enquired of me if I had done it?
খ) He enquired of me how I had done it 
গ) He said to me if I had done it
ঘ) He said to me that I had done it

৩৫. The correct spelling-
ক) fulfill 
খ) fullfil
গ) fulfill
ঘ) fullfill

৩৬. The correct spelling-
ক) Privilege
খ) Mortgage
গ) Conjurer
ঘ) Rejoyce

৩৭. My birthday is ------- February.
ক) in 
খ) on
গ) at
ঘ) by

৩৮. My friend -----before I came.
ক) would be leaving
খ) had been leaving
গ) had left 
ঘ) will leave

৩৯. Identify preposition in the sentence “A fair little girl sat under a tree”?
ক) fair
খ) little girl
গ) under 
ঘ) tree

৪০. There is a bridge -----the river.
ক) on
খ) over 
গ) for 
ঘ) above

৪১. Do you ------earthquakes in your country?
ক) see
খ) have
গ) feel 
ঘ) know

৪২. “Moby Dick” is written by-
ক) Mark Twain 
খ) T.S. Eliot
গ) O-Henry
ঘ) Herman Melville

৪৩. George Bernard Shaw is-
ক) a play wright 
খ) a film-maker
গ) a historian
ঘ) a modern painter

৪৪. Which is the first English tragedy?
ক) polyolbion
খ) Ferrex and Porrex
গ) Beowufl 
ঘ) Miscellany

৪৫. A paragraph must have-
ক) an object 
খ) a single idea or topic
গ) topcis 
ঘ) more than on para

৪৬. Nobody likes a liar. (Affairmative)
ক) Everybody dislikes lying
খ) Everybody hates a liar 
গ) All people dislike a liar
ঘ) Everybody likes the truth

৪৭. What is the plural of “Sheep”?
ক) Sheep 
খ) Sheeps
গ) Sheepses
ঘ) Sheepes

৪৮. Verb of the word “New” is-
ক) Renew 
খ) Anew
গ) Newly
ঘ) Newness

৪৯. The antonym of “Gigantic” is-
ক) Huge
খ) Magnificent
গ) Solossal
ঘ) Small

৫০. What is the synonym of “Indignant” is-
ক) Angry
খ) Unskilled
গ) Improper 
ঘ) Note distinct
গণিত
৫১. 2x^2-x-3 এর উৎপাদক কোনটি?
ক) (2x+3) (x+1)
খ) (2x+3) (x-1)
গ) (2x-3) (x-1)
ঘ) (2x-3) (x+1)

৫২. 9x^2+16y^2 রাশিটির সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?
ক) 12xy
খ) 24xy 
গ) 36xy
ঘ) 144xy

৫৩. কোন দুটি সংখ্যার যোগফল ১০ এবং গুণফল ২৪?
ক) -৪, -৬
খ) -৬, -৪
গ) ১২, -২
ঘ) ৪, ৬

৫৪. কোনো আসল ৮% হার সুদে ৩ বছরে সুদে-আসলে ১৮৬০ টাকা হয়। কত বছরে তা সুদে-আসলে ২০৪০ টাকা হবে?
ক) ৪১/২ 
খ) ৫
গ) ৬
ঘ) ৭১/২

৫৫. কোন লঘিষ্ঠ সংখ্যা সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
ক) ৮৯
খ) ১৪১ 
গ) ২৪৮
ঘ) ১৭০

৫৬. স্রোতের প্রতিকূলে যেতে সে সময় লাগে, স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ২৪ ঘন্টা সময় লাগে, তবে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে?
ক) ৪ ঘন্টা
খ) ৬ ঘন্টা
গ) ৮ ঘন্টা 
ঘ) ১২ ঘন্টা

৫৭. এক ব্যক্তি তাঁর স্ত্রীর চেয়ে ৩ বছরের বড় এবং তাঁর স্ত্রীর বয়স তাঁদের ছেলের বয়সের ৪ গুণ। ৪ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে, লোকটির বর্তমান বয়স কত?
ক) ৩০ বছর
খ) ৩৫ বছর 
গ) ৪০ বছর
ঘ) ৪৫ বছর

৫৮. এক কিলোমিটার এক মাইলের কত অংশের সমান?
ক) ০.৬৭
খ) ০.৬২ 
গ) ০.৭০
ঘ) ০.৭২

৫৯. একটি সরল রেখার উপর অংকিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ?
ক) দ্বিগুণ
খ) তিন গুণ
গ) চতুর্গুণ 
ঘ) পাঁচ গুণ

৬০. শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো আসল ৫ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
ক) ২৫%
খ) ২০% 
গ) ১৫%
ঘ) ১০%

৬১. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম চারটির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
ক) ৬৪ 
খ) ৬০
গ) ৫০
ঘ) ৬২

৬২. a-{a-(a+1)} এর মান কত?
ক) a
খ) 1
গ) -1
ঘ) a+1

৬৩. x –y = 3 এবং x+y = 6 এটি একটি-
ক) সরল সমীকরণ
খ) সহ-সমীকরণ 
গ) জোড় সমীকরণ
ঘ) দ্বিঘাত সমীকরণ

৬৪. একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
ক) ১২০ মি.
খ) ১২০ বর্গ মি.
গ) ১২১ মি.
ঘ) ১২১ বর্গ মি.

৬৫. ৩০ থেকে ৮০-এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান কত? 
ক) ২৮
খ) ৩৮
গ) ৪৮ 
ঘ) ৫৮

৬৬. ক, খ ও গ যথাক্রমে ৬০০, ৮০০ এবং ৯০০ টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করল। কয়েক মাস পর ক আরও ৩০০ টাকা নিয়োগ করল। বছর শেষে ৩০০ টাকা কত মাস পর বিনিয়োগ করেছিল?
ক) ৩ মাস পর
খ) ৪ মাস পর 
গ) ৫ মাস পর
ঘ) ৬ মাস পর
Raysul Islam Redoy
৬৭. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭:৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩:৫। বর্তমানে কার বয়স কত?
ক) ৫৬ বছর, ৩৪ বছর
খ) ৬৬ বছর, ৩৪ বছর
গ) ৫৬ বছর, ২৪ বছর 
ঘ) ৪৬ বছর, ৩৬ বছর

৬৮. ৪ বর্গফুট একটি বর্গাকার জায়গা ঢাকতে ৪ বর্গফুট ক্ষেত্রবিশিষ্ট কয়টি পাথর লাগবে?
ক) ১টি 
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি

৬৯. পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে চার অংকের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত?
ক) ১০০
খ) ৯৯
গ) ১ 
ঘ) ১০

৭০. a+b=8 এবং a-b =2 হলে ab এর মান কত?
ক) 4
খ) 8
গ) 15 
ঘ) 30

৭১. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গ মিটার হলে, পরিসীমা কত মিটার?
ক) ৪০
খ) ৬০
গ) ৮০ 
ঘ) ১০০

৭২. পাঁচটি গরুর মূল্য কুড়িটি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৫০০০ টাকা হলে, পাঁচটি ছাগলের মূল্য কত টাকা?
ক) ১২৫০
খ) ২২৫০
গ) ৪২৫০
ঘ) ৬২৫০

৭৩. একটি ক্রিকেট দলে যতজন ‘স্ট্যাম্প আউট’ হয়েছে তার দেড়গুণ ‘কট আউট’ হয়েছে এবং অর্ধেক ‘বোল্ড আউট’ হয়েছে। মোট কতজন ‘কট আউট’ হয়েছে?
ক) ২
খ) ৩ 
গ) ৪
ঘ) ৫

৭৪. একটি গাড়ির সামনের চাকার পরিধি ৭ ফুট, পেছনের চাকার পরিধি ৯ ফুট। সামনের চাকা যখন পেছনের চাকার চেয়ে ১০ বার বেশি ঘোরে কখন গাড়িটি কত ফুট যায়?
ক) ১০০
খ) ১১৫
গ) ২১৫
ঘ) ৩১৫

৭৫. যদি জ্বালানি তেলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত ভাগ কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
ক) ২০% 
খ) ২৫%
গ) ৩০%
ঘ) ৩৫%
সাধারণ জ্ঞান
৭৬. বাংলায় প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি কোনটি?
ক) সূর্য দীঘল বাড়ী
খ) আসিয়া
গ) সিরাজদ্দৌলা
ঘ)মুখ ও মুখোশ

৭৭. লালবাগের কেল্লা কোন থানায় অবস্থিত?
ক) রমনা
খ) কোতওয়ালী
গ) লালবাগ 
ঘ) ধানমন্ডি

৭৮. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়?
ক) ১৯৯০
খ) ১৯৯২ 
গ) ১৯৯৪
ঘ) ১৯৯৬

৭৯. সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদে গঠিত হয়?
ক) ২৯
খ) ১৩৭ 
গ) ১০৯
ঘ) ১৫০

৮০. পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে?
ক) চাঁদপুর ১খ) গোয়ালন্দ 
গ) নগরবাড়ী
ঘ) সিরাজগঞ্জ

৮১. প্রাইজবন্ডের সর্বনিম্ন ইউনিট কত টাকার?
ক) ৫০ টাকা
খ) ১০০ টাকা ১
গ) ৫০০ টাকা
ঘ) ১০০০ টাকা

৮২. পুলিশ ট্রেনিং একাডেমী কোথায়?
ক) ঢাকা
খ) খুলনা
গ) টাঙ্গাইল 
ঘ) সারদা

৮৩. ভারতে প্রথমে লোকসভা গঠিত হয়েছিল কবে?
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৭২ সালে
গ) ১৯৫০ সালে
ঘ) ১৯৫২ সালে

৮৪. জাতিসংঘ সনদ (১৯৪৫) এ মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল?
ক) ৫০টি 
খ) ৫১টি
গ) ৫২টি
ঘ) ৫৩টি

৮৫. শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয়-
ক) যকৃত
খ) হৃৎপিণ্ড
গ) কিডনি 
ঘ) ফুসফুস

৮৬. হামাস কোন দেশে গেরিলা সংগঠন?
ক) লেবানন
খ) সিরিয়া
গ) ফিলিস্তান 
ঘ) ইরাক

৮৭. চিনির চাইতে মিষ্টি ‘স্যাকারিন’ প্রস্তুত করা হয়-
ক) বেনজিন হতে
খ) কয়লা হতে
গ) টলুইন হতে 
ঘ) ফেনল হতে

৮৮. প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়?
ক) কোয়াশিয়রকর 
খ) ডিপথেরিয়া
গ) বেরিবেরি
ঘ) রিকেটস

৮৯. কারবালা কোন নদীর তীরে অবস্থিত?
ক) টাইগ্রিস
খ) নীল
গ) ইউফ্রেটিস 
ঘ) সিন্ধু

৯০. আল জাজিরা টিভি চ্যানেলের মূলকেন্দ্র কোথায়?
ক) কুয়েত
খ) দোহা 
গ) দুবাই
ঘ) আম্মান

৯১. জাপানের আইন সভার নাম কি?
ক) ডায়েট 
খ) পার্লামেন্ট
গ) কংগ্রেস
ঘ) জাতীয় গণ কংগ্রেস

৯২. বর্ণালী এবং শুভ্র কী/
ক) উন্নত জাতের ভুট্রা 
খ) উন্নত জাতের গম
গ) উন্নত জাতের আম
ঘ) উন্নত জাতের চাল

৯৩. প্রথম মহিলা জাতীয় অধ্যাপিকার নাম-
ক) ড. নীলিমা ইব্রাহিম
খ) ড. সুফিয়া আহমেদ 
গ) ড. শায়লা সুলতানা
ঘ) ড. তাহমিনা খানম

৯৪. বাংলাদেশের খাসিয়া সম্প্রদায়ের প্রধান আবাসস্থল-
ক) বগুড়া
খ) দিনাজপুর
গ) পার্বত্য চট্রগ্রাম
ঘ) সিলেট

৯৫. নিচের কোনটি মৌলিক লজিজ গেট?
ক) NAND
খ) NOR
গ) XOR
ঘ) NOT

৯৬. গুগল নিউজ (Google News) চালু হয় কখন?
ক) ২০০১ সালের মার্চে
খ) ২০০২ সালের মার্চে
গ) ২০০৩ সালের মার্চে
ঘ) ২০০০ সালের মার্চে

৯৭. মূল্যবোধ শিক্ষা কোন ধরনের জ্ঞান দান করে?
ক) ১টি
খ) ২টি 
গ) ৩ট
ঘ) ৪টি

৯৮. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হল-
ক) ৫:২:১
খ) ৫:৩:২
গ) ৪:২:১ 
ঘ) ৪:১:১

৯৯. আকুপাংচার হলো-
ক) জাপানের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
খ) চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি 
গ) প্রীসের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
ঘ) মিসরের প্রাচীন চিকিৎসা পদ্ধতি

১০০. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
ক) ৮:৩২ মিনিট 
খ) ৯:১২ মিনিট
গ) ৭:৫৪ মিনিট
ঘ) ৭:২২ মিনিট

উত্তরপত্রঃ ১। (গ); ২। (খ); ৩। (ক); ৪। (ঘ); ৫। (ক); ৬। (খ); ৭। (খ); ৮। (খ); ৯। (গ); ১০। (খ); ১১। (গ); ১২। (ঘ); ১৩। (ক); ১৪। (খ); ১৫। (ক); ১৬। (খ); ১৭। (গ); ১৮। (খ); ১৯। (খ); ২০। (খ); ২১। (ক); ২২। (গ); ২৩। (খ); ২৪। (ঘ); ২৫। (খ); ২৬। (ঘ); ২৭। (ক); ২৮। (খ); ২৯। (খ); ৩০। (ক); ৩১। (খ); ৩২। (খ); ৩৩। (ক); ৩৪। (খ); ৩৫। (ক); ৩৬। (ঘ); ৩৭। (ক); ৩৮। (গ); ৩৯। (গ); ৪০। (ঘ); ৪১। (গ); ৪২। (ঘ); ৪৩। (ক); ৪৪। (গ); ৪৫। (গ); ৪৬। (খ); ৪৭। (ক); ৪৮। (ক); ৪৯। (ঘ); ৫০। (গ) ৫৫। (খ); ৫৬। (গ); ৫৭। (খ); ৫৮। (খ); ৫৯। (গ); ৬০। (খ); ৬১। (ক); ৬২। (ঘ); ৬৩। (খ); ৬৪। (ঘ); ৬৫। (গ); ৬৬। (খ); ৬৭। (খ); ৬৮। (গ); ৬৯। (গ); ৭০। (গ); ৭১। (গ); ৭২। (গ); ৭৩। (খ); ৭৪। (গ); ৭৫। (ক); ৭৬। (ঘ); ৭৭। (গ); ৭৮। (খ); ৭৯। (খ); ৮০। (ক); ৮১। (খ); ৮২। (ঘ); ৮৩। (ঘ); ৮৪। (ক); ৮৫। (গ); ৮৬। (গ); ৮৭। (গ); ৮৮। (ক); ৮৯। (গ); ৯০। (খ); ৯১। (ক); ৯২। (ক); ৯৩। (খ); ৯৪। (ঘ); ৯৫। (ঘ); ৯৬। (ঘ); ৯৭। (খ); ৯৮। (ঘ); ৯৯। (খ); ১০০। (ক);।।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রস্তুতি যাচাই করার জন্য চেষ্টা করুন-০৪"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে