প্রস্তুতি যাচাই করার জন্য চেষ্টা করুন-০৩
ক. ৬ মে ২০১৫
খ. ৭ মে ২০১৫
গ. ৮ মে ২০১৫
ঘ. ৯ মে ২০১৫
২. ৭ মে ২০১৫ ব্যবসায় অবদানের স্বীকৃতি স্বরূপ কতজনকে সিআইপি মর্যাদা দেওয়া হয়?
ক. ৫৬ জন
খ. ৬২ জন
গ. ৬৫ জন
ঘ. ৭২ জন
৩. ৩০ এপ্রিল ২০১৫ দেশের কোন বিশ্ববিদ্যালয়ে ৩০ ফুট উঁচু বৌদ্ধ মূর্তি উদ্বোধন করা হয়?
ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
৪. সম্প্রতি চট্টগ্রাম সমুদ্রবন্দর সংলগ্ন পতেঙ্গায় নির্মিতব্য ‘মিনি’ বন্দরের নাম কী?
ক. বে-টার্মিনাল
খ. গালফ-টার্মিনাল
গ. সি-টার্মিনাল
ঘ. সাপোর্টিং পোর্ট
৫. ৮ মে ২০১৫ কোথায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়?
ক. শাহজাদপুর, সিরাজগঞ্জ
খ. কেরানীগঞ্জ, ঢাকা
গ. ফতুল্লা, নারায়ণগঞ্জ
ঘ. কাহালু, বগুড়া
৬. ৭ মে ২০১৫ অনুষ্ঠিত ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কে?
ক. রুপা হক
খ. টিউলিপ সিদ্দিক
গ. রুশনারা আলী
ঘ. সবাই
৭. ৭ মে ২০১৫ পাস হওয়া বাংলাদেশ-ভারত সীমান্ত সম্পর্কিত বিলটি ভারতের সংবিধানের কততম সংশোধনী ছিল?
ক. ১০৫তম
খ. ১০০তম
গ. ৯৫তম
ঘ. ১১০তম
৮. সম্প্রতি নির্বাচন কমিশন কত বছর বয়সে জাতীয় পরিচয়পত্র প্রদানের সিদ্ধান্ত নেয়?
ক. ১৫ বছর
খ. ১৮ বছর
গ. ১২ বছর
ঘ. ১৬ বছর
৯. ১৩ মে ২০১৫ নির্বাচন কমিশন কতটি উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য নির্বাচনে তফসিল পেশ করে?
ক. ৪৮৩টি
খ. ৪৮৭টি
গ. ৪৭৮টি
ঘ. ৪৬৫টি
১০. ১৪ মে ২০১৫ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের মাথাপিছু আয় কত?
ক. ১৩২০ মা. ডলার
খ. ১৩১৪ মা. ডলার
গ. ১৩৫০ মা. ডলার
ঘ. ১৩৯০ মা. ডলার
১১. ১৪ মে ২০১৫ জাতীয় অর্থনৈতিক পরিষদ ২০১৫-১৬ অর্থবছরে কত টাকার এডিপি অনুমোদন দেয়?
ক. ৯৭ হাজার কোটি
খ. ৯৬ হাজার কোটি
গ. ৯০ হাজার কোটি
ঘ. ৮৫ হাজার কোটি
১২. ৬ মে ২০১৫ মার্কিন কোস্টগার্ড বাংলাদেশ নৌবাহিনীকে কোন হাজাজ হস্তান্তর করে?
ক. কাটার রাশ
খ. স্পার্ট সি
গ. সিল
ঘ. নেভাল রাশ
১৩. ১৯ মে ২০১৫ বাংলাদেশে কোন দেশের অনারারি কনস্যুলেট উদ্বোধন করা হয়?
ক. রুমানিয়া
খ. ইউক্রেন
গ. কসোভা
ঘ. লিথুয়ানিয়া
১৪. ৩০ এপ্রিল ২০১৫ ভিয়েতনামে যুদ্ধ সমাপ্তির কততম বর্ষপূর্তি পালিত হয়?
ক. ৪০তম
খ. ৫০তম
গ. ৬০তম
ঘ. ৩০তম
১৫. ৯ মে ২০১৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের কত বছর পূর্তি পালিত হয়?
ক. ৬০ বছর
খ. ৭০ বছর
গ. ৮০ বছর
ঘ. ৫০ বছর
১৬. ৯ মে ২০১৫ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ কোন দেশকে ইবোলামুক্ত ঘোষণা করে?
ক. নাইজেরিয়া
খ. বুরুন্ডি
গ. শাদ
ঘ. লাইবেরিয়া
১৭. ১৩ মে ২০১৫ কোন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়?
ক. সৌদি আরব
খ. ইরান
গ. ভ্যাটিকান সিটি
ঘ. ইতালি
১৮. সম্প্রতি সুন্নী ইসলামপন্থী গ্রুপ আইএস ইরাকের কোন শহর দখল করে নেয়?
ক. রামাদি
খ. ইরবিল
গ. বসরা
ঘ. কিরকুক
১৯. ৭ মে ২০১৫ অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন দেশটির কততম নির্বাচন?
ক. ৫৬তম
খ. ৫৭তম
গ. ৫৮তম
ঘ. ৫৯তম
২০. ৩০ এপ্রিল ২০১৫ কামানের গোলার আঘাতে মৃত্যুদ- কার্যকর হওয়া উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর নাম কি?
ক. রোমিয়ুন বাক
খ. হায়ুন ইয়ং চোল
গ. হো চি লিয়ুন
ঘ. মো রা হায়ুন
২১. সম্প্রতি রাশিয়ায় প্রদর্শিত নতুন প্রজন্মের ট্যাংকের নাম কী?
ক. রিয়ান-১৫
খ. আরমাতা-১৪
গ. রাজিস-৫
ঘ. নাজারিয়া-১০
২২. ৩০ মে ১ জুন ২০১৫ দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. থিম্পু, ভুটান
খ. কলম্বো, শ্রীলংকা
গ. নয়াদিল্লি, ভারত
ঘ. ঢাকা বাংলাদেশ
২৩. ৩০ এপ্রিল ২০১৫ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন-এর চেয়ারম্যান নিযুক্ত হন কে?
ক. বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
খ. বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিয়া
গ. বিচারপতি নাজমুন আরা সুলতানা
ঘ. বিচারপতি মো. ইমান আলী
২৪. ২৯ এপ্রিল ২০১৫ সৌদি আরবের নতুন ক্রাউন প্রিন্স মনোনীত হন কে?
ক. মুকরিন বিন আবদুল আজিজ
খ. মোহাম্মদ বিন নায়েফ
গ. জারিফ বিন আবদুল আজিজ
ঘ. খালেদ বিন সালেহ আল-আব্বা
২৫. ৬ মে ২০১৫ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন কে?
ক. অধ্যাপক শাহজাহান খান
খ. অধ্যাপক আবদুল মান্নান
গ. ড. শরীফ এনামুল কবির
ঘ. ড. সেলিম মোহাম্মদ
২৬. ১১ মে ২০১৫ নবগঠিত ব্রিক্স ব্যাংকের প্রদান যিুক্ত হন কে?
ক. কে ভি কামাথ
খ. বি এন আদারকার
গ. সি ভি দেশাই
ঘ. অমিতাভ ঘোষ
২৭. ১৮ মে ২০১৫ মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব নেন কে?
ক. আবদুল হালিম
খ. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল
গ. লিম কিট সিয়াং
ঘ. আনোয়ার ইব্রাহিম
২৮ ৫ মে ২০১৫ মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অবস্টাফের চেয়ারম্যান পদে মনোনীত হন কে?
ক. জেনারেল জোসেফ ডানফোর্ড
খ. জেনারেল মার্টিন ডেম্পসি
গ. জেনারেল উমার ব্রাডলি
ঘ. জেনারেল মার্ক ওয়েলশ
২৯. ১ মে ২০১৫ কিরগিজস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কে?
ক. জুমার্ট ওটারবায়েভ
খ. তেমির সারায়েভ
গ. আলমাজভেক আটমবায়েভ
ঘ. ওলগা লাভরভা
৩০. ১১ মে ২০১৫ মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন কে?
ক. পিটার এম ক্রিস্টিয়ান
খ. ম্যানি মোরি
গ. সার্জ সার্গসান
ঘ. ব্যারি কোহেন
৩১. ১৬ মে ২০১৫ গায়নার ৯ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. মোজেস নাগামোতো
খ. ডোনাল্ড রামোটার
গ. ফোরবেস বুরহাম
ঘ. ডেভিড গ্রেনজার
৩২. ৫ মে ২০১৫ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হন কে?
ক. ফজলে কবির
খ. রেজাউল কবির
গ. ড. কুদরাত খান
ঘ. আবদুস সামাদ
৩৩. ২৭ এপ্রিল ২০১৫ যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হন কে?
ক. অ্যাডভোকেট সালমা ইসলাম
খ. হাসান ফেরদৌস
গ. মো. সিরাজুল ইসলাম ভরসা
ঘ. মো. সেলিম উদ্দীন
৩৪. ৪ মে ২০১৫ সৌদি আরবের রাজকীয় অনুষ্ঠানের নতুন প্রধান নিযুক্ত হন কে?
ক. কালেদ বিন সালেহ আল-আব্বাদ
খ. মোহম্মদ বিন আব্দেল রহমান
গ. রফিক বিন নায়েফ বিন রহমান
ঘ. সিয়াম ইবনে খাত্তাব
৩৫ ৩ মে ২০১৫ প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত?
ক. ১৪৭তম
খ. ১৪৬তম
গ. ১৪৫তম
ঘ. ১৪৪তম
৩৬. সম্প্রতি সেভ দ্য চিলড্রেন প্রকাশিত বিশ্ব মাতৃত্ব সূচক ২০১৫-তে বাংলাদেশের অবস্থান কত?
ক. ১৩০তম
খ. ১৩৫তম
গ. ১৪০তম
ঘ. ১৪৫তম
৩৭. সম্প্রতি প্রকাশিত ওইসিডি-এর করা তালিকায় শিক্ষার দিক দিয়ে শীর্ষ দেশ কোনটি?
ক. হংকং
খ. সিঙ্গাপুর
গ. তাইওয়ান
ঘ. ফিনল্যান্ড
৩৮. ১৪ মে ২০১৫ WEF প্রকাশিত বেশ্বিক মানব পুঁজি সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক. ১০০তম
খ. ৯৯তম
গ. ১১০তম
ঘ. ১১৩তম
৩৯. ২ মে ২০১৫ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের ঘরে জন্ম নেওয়া নতুন রাজকুমারীর নাম কী?
ক. অলিভিয়া এলিজাবেথ ক্যাথরিন
খ. শার্লট এলিজাবেথ ডায়না
গ. ভিক্টোরিয়া এলিজাবেথ ডায়না
ঘ. অ্যালিস এলিজাবেথ ডায়না
৪০. ১৩-১৪ মে ২০১৫ কান চলচ্চিত্র উৎসবের কততম আসর অনুষ্ঠিত হয়?
ক. ৬৫তম
খ. ৬৬তম
গ. ৬৭তম
ঘ. ৬৮তম
৪১. ২০১৬ সাল থেকে চীনের কোন বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু করা হচ্ছে?
ক. বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি
খ. টোংজি ইউনিভার্সিটি
গ. পিকিং ইউনিভার্সিটি
ঘ. তিয়ানজিন ইউনিভার্সিটি
৪২. ১০ মে ২০১৫ বলিউডের বিখ্যাত দাদাসাহেব ফালকে পুরস্কার পান কে?
ক. শশী কাপুর
খ. শক্তি কাপুর
গ. রাজ কাপুর
ঘ. বনী কাপুর
৪৩. সম্প্রতি বিশ্বব্যাংকের গ্লোবাল পার্টনারশিপ ফর স্যোশাল একাউন্টিবিলিটি পুরস্কার পান কে?
ক. আদিলুর রহমান
খ. ড. ইফতেখারুজ্জামান
গ. জুনায়েদ সাকি
ঘ. স্যার ফজলে হাসান আবেদ
৪৪. ২০ মে ২০১৫ ভারতের পশ্চিমবঙ্গ সরকার কোন বাংলাদেশি শিল্পীকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘বঙ্গ বিভূষণ’ প্রদান করে?
ক. কাঙালিনী সুফিয়া
খ. সাবিনা ইয়াসমিন
গ. ফিরোজা বেগম
ঘ. ফেরদৌসী মজুমদার
৪৫. ১৯ মে ২০১৫ ষষ্ঠ ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার পান কে?
ক. লাসলো ক্রাসনাহরকাই হাঙ্গেরি
খ. জেমস ব্রেলান, যুক্তরাজ্য
গ. লরা ব্রাউন, যুক্তরাষ্ট্র
ঘ. অলিভিয়া স্পেনসার, বেলজিয়াম
৪৬. ২০ মে ২০১৫ কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা দেয় কোন মার্কিন বিশ্ববিদ্যালয়?
ক. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
খ. সাউথ ডাকোটা বিশ্ববিদ্যালয়
গ. করনেল বিশ্ববিদ্যালয়
ঘ. কলম্বিয়া বিশ্ববিদ্যালয়
৪৭. ৩০ এপ্রিল ২০১৫ বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে কততম র্যাংকিংয়ে উন্নীত হয়?
ক. ৮ম
খ. ৯ম
গ. ৭ম
ঘ. ৬ষ্ঠ
৪৮. ৩ মে ২০১৫ ইংলিশ প্রিমিয়ার লীগ ২০১৫-এর শিরোপা জয় করে কোন ক্লাব?
ক. চেলসি
খ. ম্যানচেস্টার সিটি
গ. আর্সেনাল
ঘ. ম্যানচেস্টার ইউনাইটেড
৪৯. ২০১৫ সালের স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ী ক্লাব কোনটি?
ক. রিয়াল মাদ্রিদ
খ. বার্সেলোনা
গ. অ্যাটলেটিকো মাদ্রিদ
ঘ. মালালা
৫০. ২ মে ২০১৫ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান (২০৬) করেন কে?
ক. সাকিব আল হাসান
খ. মুমিনুল হক
গ. ইমরুল কায়েস
ঘ. তামিম ইকবাল
উত্তর : ১.খ ২.ক ৩.ঘ ৪.ক ৫.ক ৬.ঘ ৭.খ ৮.ক ৯.গ ১০.খ ১১.ক ১২.ক ১৩.ঘ ১৪.ক ১৫.খ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.ক ২০.খ ২১.খ ২২.ঘ ২৩.ক ২৪.খ ২৫.খ ২৬.ক ২৭.খ ২৮.ক ২৯.খ ৩০.ক ৩১.ঘ ৩২.ক ৩৩.গ ৩৪.ক ৩৫.খ ৩৬.ক ৩৭.খ ৩৮.খ ৩৯.খ ৪০.ঘ ৪১.ক ৪২.ক ৪৩.খ ৪৪.গ ৪৫.গ ৪৬.গ ৪৭.ক ৪৮.ক ৪৯.খ ৫০.ঘ
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রস্তুতি যাচাই করার জন্য চেষ্টা করুন-০৩ "
Post a Comment