ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলন বিষয়ক প্রশ্ন ও উত্তর
উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে কার্বনারি দের উদ্যোগে এবং জেনারেল পেপ এর নেতৃত্বে।
2. কবে কার নেতৃত্বে পিডমণ্ট বিদ্রোহ দেখা দেয়।
উঃ ১৮২১ খ্রীষ্টাব্দে সান্তা রোসার নেতৃত্বে।
3. জোসেফ ম্যাৎসিনী কবে কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ ১৮০৫ খ্রীষ্টাব্দে ইতালীর জেনোয়া প্রদেশে।
4. কবে কার নেতৃত্বে ‘ইয়ং ইতালী’ বা ‘নব্য ইতালী’ গঠিত হয়?
উঃ ১৮৩২ খ্রীষ্টাব্দে জোসেফ ম্যাৎসিনীর নেতৃত্বে।
5. ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলে কে পরিচিত?
উঃ কাউণ্ট ক্যাভুর।
6. কে কত সালে ‘অ্যাসোসিয়জন অ্যাগ্রারিয়া’ সমিতি গঠন করেন?
উঃ ১৮৩২ খ্রীষ্টাব্দে কাউণ্ট ক্যাভুর।
7. কার সম্পাদনায় কত সালে ‘রিসঅর্গিমেণ্টো’ পত্রিকা প্রকাশিত হয়?
উঃ ১৮৪৭ খ্রীষ্টাব্দে কাউণ্ট ক্যাভুরের নেতৃত্বে।
8. কত সালে ‘ক্রিমিয়ার যুদ্ধ’ শুরু হয়?
উঃ ১৮৫৪ খ্রীষ্টাব্দে।
9. ‘প্যারিসের শান্তি সম্মেলন’ কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৮৫৬ খ্রীষ্টাব্দে।
10. কবে কার সঙ্গে ‘প্লোমবিয়ারের চুক্তি’ সাক্ষরিত হয়?
উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে কাউণ্ট ক্যাভুর ও ফরাসী সম্রাট নেপোলিয়ানের সঙ্গে।
11. ‘ভিল্লাফ্রাঙ্কার সন্ধি’ কত খ্রীষ্টাব্দে সাক্ষরিত হয়?
উঃ ১৮৫৯ খ্রীষ্টাব্দে।
12. ‘লাল কোর্তা’ বাহিনী কে গঠন করেন?
উঃ যোসেফ গ্যারিবল্ডী।
13. কবে ভিক্টর ইমান্যুয়েল ‘ইতালির রাজা’ হিসাবে ঘোষিত হয়?
উঃ ১৮৬১ খ্রীষ্টাব্দে।
14. কত সালে ‘স্যাডোয়ার যুদ্ধ’ হয়?
উঃ ১৮৬৬ খ্রীষ্টাব্দে।
15. কত সালে ‘সেডানের যুদ্ধ’ হয়?
উঃ ১৮৭০ খ্রীষ্টাব্দে।
16. ‘ওলমুজের চুক্তি’ কত সালে সাক্ষরিত হয়?
উঃ ১৮৫০ খ্রীষ্টাব্দে।
17. ‘ভিয়েনা চুক্তি’ কত সালে সাক্ষরিত হয়?
উঃ ১৮৬৪ খ্রীষ্টাব্দে।
18. ‘গ্যাস্টিনের সন্ধি’ কবে সাক্ষরিত হয়?
উঃ ১৮৬৫ খ্রীষ্টাব্দে।
19. ‘রিয়ারিৎসের গোপন’ চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৮৬৫ খ্রীষ্টাব্দে।
20. কোন সন্ধির দ্বারা ‘স্যাডোয়ার যুদ্ধে’র অবসান হয়?
উঃ ১৮৬৬ খ্রীষ্টাব্দের প্রাগের সন্ধি দ্বারা।
21. এমস টেলিগ্রাফ কী?
উঃ ফরাসী সম্রাট তৃতীয় নেপোলিয়ান প্রাশিয়া-রাজ প্রথম উইলিয়ামের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি আদায় করতে চান যে, হোহেনজোলার্ন বংশের কেউ কখনো স্পেনের সিংহাসনে বসবে না। এই উদ্দেশ্যে ফরাসী দূত কাউণ্ট বেনিদিতি এমস নামক স্থানে বিশ্রামরত প্রাশিয়া-রাজের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রাশিয়া-রাজ এধরনের কোন প্রতিশ্রুতি দানে তাঁর অক্ষমতা প্রকাশ করেন এবং পুরো বিষয়টি টেলিগ্রাম মারফৎ প্রধানমন্ত্রী বিসমার্ককে জানান (১৩ই জুলাই ১৮৭০ খ্রীষ্টাব্দ)। ইতিহাসে এই ঘটনা এমস্ টেলিগ্রাফ নামে খ্যাত।
22. কোন সন্ধির দ্বারা ‘সেডানের যুদ্ধে’র অবসান হয়?
উঃ ১৮৭১ খ্রীষ্টাব্দের ১০ই মে ফাঙ্কফোর্ট সন্ধির দ্বারা।
23. কত সালে নেপোলিয়ান ইতালী জয় করেন?
উঃ ১৭৯৬ খ্রীষ্টাব্দে।
24. কত সালে ক্যাভুর প্রধানমন্ত্রীত্ব লাভ করেন?
উঃ ১৮৫২ খ্রীষ্টাব্দে।
25. কত সালে বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হয়?
উঃ ১৮৬২ খ্রীষ্টাব্দে।
26. কার্বোনারি কী?
উঃ ফ্রান্সের একটি গুপ্ত সমিতি।
27. ভিক্টর ইমান্যুয়েল কে?
উঃ ইতালির রাজা।
28. ক্যাভুর কোন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন?
উঃ ইতালির।
29. কাউণ্ট বেনিদিতি কে?
উঃ ফরাসী দূত।
30. কে কবে বিসমার্ককে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন?
উঃ প্রথম উইলিয়াম ১৮৬২ খ্রীষ্টাব্দে।
31. ফাঙ্কফোর্ট পার্লামেণ্ট কবে গঠিত হয়?
উঃ ১৮৪৮ খ্রীষ্টাব্দে।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলন বিষয়ক প্রশ্ন ও উত্তর"
Post a Comment