আমেরিকার গৃহযুদ্ধ বিষয়ক প্রশ্ন ও উত্তর
উঃ ১৭৮৩ খ্রীষ্টাব্দের ভার্সাই চুক্তি দ্বারা।
2. কে কত সালে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হন?
উঃ ১৭৮৯ খ্রীষ্টাব্দের ৩০ শে এপ্রিল জর্জ ওয়াশিংটন।
3. কার শাসনকালে কবে আমেরিকায় ভয়ঙ্কর গৃহযুদ্ধের সূচনা হয়?
উঃ আব্রাহাম লিঙ্কনের শাসনকালে।
4. ‘কে বাতিলকরণ নীতি’ প্রচার করেন?
উঃ রবার্ট হোনি।
5. কারা ‘স্টেট রাইটস পার্টি’ গঠন করেন?
উঃ দক্ষিণ ক্যারোলিনার জনগণ।
6. কবে আমেরিকায় দাস ব্যবস্থা নিষিদ্ধ হয়?
উঃ ১৮০৮ খ্রীষ্টাব্দে।
7. মিসৌরী আপসনামা কবে সাক্ষরিত হয়?
উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে।
8. কে কবে ‘লিবারেটর’ পত্রিকা প্রকাশ করেন?
উঃ ১৮৩১ খ্রীষ্টাব্দে উইলিয়াম লয়েড গ্যারিসন।
9. কে কবে ‘আমেরিকার দাস বিরোধী সমিতি’ গঠন করেন?
উঃ ১৮৩৩ খ্রীষ্টাব্দে।
10. মিসৌরী রফা কবে সাক্ষরিত হয়?
উঃ ১৮৫০ খ্রীষ্টাব্দে।
11. মিসৌরী রফার মূল সংগঠক কে ছিলেন?
উঃ হেনরী ক্লে।
12. মিসৌরী রফা অন্য কি নামে পরিচিত?
উঃ ক্লে কমপ্রোমাইজ বা হেনরী ক্লে।
13. কে কবে ‘আঙ্কল টমস্ কেবিন’ গ্রন্থটি রচনা করেন?
উঃ ১৮৫০ খ্রীষ্টাব্দে শ্রীমতী হ্যারিয়েট বিচার স্টো।
14. কত সালে মার্কিন সুপ্রিম কোর্টে ‘ড্রেড স্কট মামলার’ রায় প্রকাশিত হয়?
উঃ ১৮৫৭ খ্রীষ্টাব্দে।
15. রিপাবলিকান দল কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৫৪ খ্রীষ্টাব্দে।
16. কত সালে ‘কনফেডারেট স্টেট অব আমেরিকা’ গঠিত হয়?
উঃ ১৮৬১ খ্রীষ্টাব্দের ৮ই ফেব্রুয়ারি।
17. ‘কনফেডারেট স্টেট অব আমেরিকা’র প্রথম রাষ্ট্রপতি কে নির্বাচিত হন?
উঃ জেফারসন ডেভিস।
18. কে কবে আমেরিকার দাসপ্রথার অবলুপ্তি ঘোষণা করেন?
উঃ ১৮৬৩ খ্রীষ্টাব্দের ১লা জানুয়ারি আব্রাহাম লিঙ্কন।
19. কবে কোথায় আব্রাহাম লিঙ্কন জন্মগ্রহণ করেন?
উঃ ১৮০৯ খ্রীষ্টাব্দে কেণ্টাকি প্রদেশে।
20. আব্রাহাম লিঙ্কনের পিতার নাম কী?
উঃ টমাস।
21. আব্রাহাম লিঙ্কন কবে রাষ্ট্রপতির পদে আসীন হন?
উঃ ১৮৬১ খ্রীষ্টাব্দে।
22. কত সালে আমেরিকায় প্রজাতান্ত্রিক সংবিধান রচিত হয়?
উঃ ১৭৮৭ খ্রীষ্টাব্দে।
23. আব্রাহাম লিঙ্কন কবে মারা যান?
উঃ ১৮৬৫ খ্রীষ্টাব্দের ১৫ই এপ্রিল।
24. কোন রাষ্ট্রপতির নাম আমেরিকার দাসত্ব প্রথার অবসানের সঙ্গে জড়িত?
উঃ আব্রাহাম লিঙ্কনের।
25. জেফারসন ডেভিস কে?
উঃ কনফেডারেট স্টেট অব আমেরিকা’র প্রথম রাষ্ট্রপতি
26. রোজার ট্যানী কী?
উঃ আমেরিকার সুপ্রীম কোর্টের দক্ষিণী বিচারপতি।
27. বেঞ্জামিন লুণ্ডি কে?
উঃ আমেরিকার দাস বিদ্রোহের অন্যতম নেতা।
28. জর্জ ফক্স কে?
উঃ আমেরিকার দাস বিদ্রোহের অন্যতম নেতা।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আমেরিকার গৃহযুদ্ধ বিষয়ক প্রশ্ন ও উত্তর"
Post a Comment