১৮১৫–১৮৪৮ সালের বিপ্লব বিষয়ক প্রশ্ন ও উত্তর

১৮১৫–১৮৪৮ সালের বিপ্লব বিষয়ক প্রশ্ন ও উত্তর


1. ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

উঃ ১৮১৪ খ্রীষ্টাব্দের ১লা মার্চ।

2. ‘ইউট্রেক্টের সন্ধি’ কবে সাক্ষরিত হয়?

উঃ ১৭১৩ খ্রীষ্টাব্দে।

3. ইউরোপের ইতিহাসে কোন সময়কাল মেটারনিখের যুগ নামে পরিচিত?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দে থেকে ১৮৪৮ খ্রীষ্টাব্দ পর্যন্ত।

4. কে কবে ‘কার্লসবার্গ ডিগ্রি’ জারি করেন?

উঃ ১৮১৯ খ্রীষ্টাব্দে মেটারনিখ।

5. কবে ‘কনসার্ট অব ইউরোপ’ গঠিত হয়?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দে।

6. কবে মেটারনিখতন্ত্রের অবসান ঘটে?

উঃ ১৮৪৮ খ্রীষ্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে।

7. কবে গ্রেট কলম্বিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮১৯ খ্রীষ্টাব্দে।

8. মনরো নীতি কবে ঘোষিত হয়?

উঃ ১৮২৩ খ্রীষ্টাব্দের ২রা ডিসেম্বর।

9. কে, কবে ‘হেটাইরিয়া ফিলিকে’ বা ‘বান্ধবসভা’ প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮১৪ খ্রীষ্টাব্দে স্কুপাস নামে জনৈক গ্রীক ব্যবসায়ী।

10. ‘আড্রিয়ানোপলের সন্ধি’ কবে স্বাক্ষরিত হয়?

উঃ ১৮২৯ খ্রীষ্টাব্দে।

11. আড্রিয়ানোপলের সন্ধির গুরুত্ব কী?

উঃ রাশিয়া পরাজিত তুরস্কের উপর এই সন্ধি চাপিয়ে দেয়। এই সন্ধির দ্বারা রুশ রক্ষণাধীনে গ্রীস স্বাধীনতা পায়, ওয়ালেশিয়া ও মোলডাভিয়া রাশিয়ার নিয়ন্ত্রাধীনে স্বায়ত্তশাসন লাভ করে। রাশিয়া বেশ কিছু বাণিজ্যিক সুবিধা পায় এবং সমগ্র দানিয়ুব উপত্যকা রুশ আশ্রিত রাজ্যে পরিণত হয়।

12. ‘লন্ডনের সন্ধি’ কবে স্বাক্ষরিত হয়?

উঃ ১৮৩২ খ্রীষ্টাব্দে।

13. অষ্টাদশ লুই কবে মারা যান?

উঃ ১৮২৪ খ্রীষ্টাব্দে।

14. অষ্টাদশ লুই-এর পরে কে সিংহাসনে বসেন?

উঃ ডিউক অব আর্টয়েস তথা উগ্র-রাজতন্ত্রী দলের নেতা দশম চার্লস।

15. জুলাই বিপ্লব কবে হয়?

উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের জুলাই মাসে।

16. ফেব্রুয়ারি বিপ্লব কবে হয়?

উঃ ১৮৪৮ খ্রীষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে।

17. ‘সেডানের যুদ্ধ’ কবে হয়?

উঃ ১৮৭০ খ্রীষ্টাব্দে।

18. ‘স্যাডোয়ার যুদ্ধ’ কবে হয়?

উঃ ১৮৬৬ খ্রীষ্টাব্দে।

19. ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী প্রধান চারটি শক্তির নাম লেখ।

উঃ অষ্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ও ইংল্যাণ্ড।

20. ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী প্রধান চার ব্যক্তির নাম লেখ।

উঃ অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম আলেকজাণ্ডার, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসাল্‌রি এবং ফ্রান্সের প্রতিনিধি ত্যালিরাঁ।

21. ভিয়েনা সম্মেলনের মূল নিয়ন্ত্রক কে ছিলেন?

উঃ অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ।

22. ভিয়েনা কংগ্রেসের তিনটি নীতির উল্লেখ কর।

উঃ ১। ন্যায্য অধিকার নীতি, ২। শক্তিসাম্য নীতি ৩। ক্ষতিপূরণ নীতি।

23. ভিয়েনা কংগ্রেসে অস্ট্রিয়া ও ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন?

উঃ অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, ফ্রান্সের প্রতিনিধি ত্যালিরাঁ।

24. মেটারনিখ কে?

উঃ অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ

25. ‘কূটনীতির জাদুকর’ কাকে বলা হয়?

উঃ অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখকে।

26. কে, কবে ‘কার্লস্‌বাড ডিক্রি’ জারি করেছিলেন?

উঃ ১৮১৯ খ্রীষ্টাব্দে মেটারনিখ।

27. ‘কার্লস্‌বাড ডিক্রি’ কেন জারি করা হয়েছিল?

উঃ রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধি করার জন্য এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার জন্য।

28. ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র ও দ্বিতীয় সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ ১৮৪৮ খ্রীষ্টাব্দের ২৬ শে ফেব্রুয়ারি।

29. কবে ও কার দ্বারা ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ ১৮৫২ খ্রীষ্টাব্দে লুই নেপোলিয়নের দ্বারা।

30. চতুঃশক্তি চুক্তির সদস্য কারা ছিলেন?

উঃ অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম আলেকজাণ্ডার, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসাল্‌রি এবং ফ্রান্সের প্রতিনিধি ত্যালিরাঁ।

31. কনসার্ট অব ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্যোক্তা কে ছিলেন? এই সমবায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ উদ্যোক্তা ছিলেন অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ। এই সমবায় ১৮১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

32. সাইমন বলিভার কে ছিলেন?

উঃ ল্যাটিন আমেরিকার স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।

33. জোস সানমার্টিন কে ছিলেন?

উঃ ল্যাটিন আমেরিকার লা প্লাটা-য় স্বাধীনতা সংগ্রামীদের অন্যতম নেতা।

34. কে কবে গ্রেট কলম্বিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮১৯ খ্রীষ্টাব্দে।

35. নোভারিনোর যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়?

উঃ ১৮২৭ খ্রীষ্টাব্দে ইংল্যাণ্ড ফ্রান্স রাশিয়ার সঙ্গে তুরস্কের।

36. ১৮৩০-এর বিপ্লবের পর ফরাসীদের রাজা কে হন? তিনি কত বছর শাসন করেন?

উঃ অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ। তিনি ১৮ বছর শাসন করেন।

37. ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব কত সালে সংঘটিত হয়?

উঃ ১৮৪৮ খ্রীষ্টাব্দে

38. ‘অর্গানাইজেশন অব লেবার’ কী?

উঃ লুই ব্ল্যাঙ্কের লেখা বিখ্যাত গ্রন্থ।

39. থিয়ার্স কে?

উঃ ফেব্রুয়ারি বিপ্লবের নেতা।

40. লা মার্টিন কে?

উঃ ফেব্রুয়ারি বিপ্লবের নেতা।

41. গিজো কে?

উঃ ফেব্রুয়ারি বিপ্লবের নেতা।

42. ‘ট্রপোর ঘোষণাপত্র’ কবে ঘোষিত হয়?

উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "১৮১৫–১৮৪৮ সালের বিপ্লব বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে