প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট -০৩
উত্তরঃ তুরস্ক
২। “বিশ্ব সাক্ষরতা দিবস” পালিত হয়-
উত্তরঃ ৮ সেপ্টেম্বর
৩। সুর সম্রাট কাকে বলা হয়?
উত্তরঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ
৪। মৌলিক দর্শনশাস্ত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
উত্তরঃ নীতিবিদ্যা
৫। আইএসবিএন যে উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়-
উত্তরঃ বই
৬। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি?
উত্তরঃ বিজু
৭। কোনটি প্রত্নতাত্তিক স্থান নয়?
উত্তরঃ সুন্দরবন
৮। কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা?
উত্তরঃ সিয়েরা লিওন
৯। “আসিয়ান” সদস্য রাষ্ট্র নয়-
উত্তরঃ শ্ৰীলঙ্কা
১০। সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন?
উত্তরঃ মৌর্য
১১। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়?
উত্তরঃ জাপানে
১২।“আসাদের শার্ট” কবিতাটির রচয়িতা কে?
উত্তরঃ শামসুর রাহমান
১৩।ব্যাডমিন্টন যে দেশের জাতীয় খেলা-
উত্তরঃ মালয়েশিয়া
১৪।বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন?
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ
১৫।নিচের কোনটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে?
উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ
১৬।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ঢাকা–এর অন্তর্ভুক্ত ছিল।
উত্তরঃ সেক্টর ২
১৭।নিচের কোন দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে “কালো দিবস” হিসেবে পালিত হয়?
উত্তরঃ ২৩ আগস্ট
১৮।নিচের কোন জায়গায় জমির সামাজিক মালিকানা নেই?
উত্তরঃ চট্টগ্রাম
১৯।“লেডি উইথ দ্যা ল্যাম্প” হিসেবে পরিচিত কে?
উত্তরঃ ফ্লোরেন্স নাইটিঙ্গেল
২০।ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর উদ্ভাবক—
উত্তরঃ টিমথি জন বার্নারস-লি
২১।এক সকালে তুমি গলা ব্যথা ও সর্দি নিয়ে ঘুম থেকে উঠলে। ডাক্তার তোমাকে পরীক্ষা করে বললেন এন্টিবায়োটিকে তোমার রোগ ভালো হবে না। নিচের কোনটি ডাক্তারের এরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করে?
উত্তরঃ তোমার ভাইরাসের সংক্রমণ ঘটেছে
২২।“ছিয়াত্তরের মন্বন্তর” বাংলা কোন সনে সংঘটিত হয়?
উত্তরঃ ১১৭৬
২৩। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন সালে?
উত্তরঃ ১৮৫৮
২৪। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়। ২০১৫ সালের কোন মাসে?
উত্তরঃ আগস্ট
২৫। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী হলো-
উত্তরঃ নেপালে
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। কোনটি দার্শনিক আন্দোলন?
উত্তরঃ অস্তিত্ববাদ
২। ইতিহাসের প্রাধান উপজীব্য—
উত্তরঃ মানবসমাজের অগ্রযাত্রার ধারা
৩। “এখানে রমনার বটমূলে, কৃষ্ণচুড়ার নিচে/কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি” কবিতাটি কার রচনা?
উত্তরঃ মাহবুব-উল-আলম চৌধুরী
৪। “মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস” -উক্তিটি কার ?
উত্তরঃ মার্কস্
৫। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করা হয়-
উত্তরঃ ৪ নভেম্বর ২০০৪
৬। বাংলাদেশে ‘কৃষি দিবস’ পালিত হয় যে তারিখে—
উত্তরঃ ১লা অগ্রহায়ণ
৭। অধ্যাপক আনিসুজ্জামান কোন সনে ভারত সরকারের পদ্মভূষণ উপাধিতে সম্মানিত হন?
উত্তরঃ ২০১৪
৮। “শ্ৰীকৃষ্ণকীর্তনকাব্য” কোন শতকে রচিত?
উত্তরঃ চৌদ্দ শতকে
৯। ফরাসি বিপ্লবের সূত্রে আবির্ভূত হয়েছিল—
উত্তরঃ জাতীয়তাবাদ
১০। BRICS -এর সঙ্গে তুলনীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান—
উত্তরঃ আইএমএফ
১১। আন্তর্জাতিক ভাষাবর্ষ হিসেবে প্রথম উদযাপন করা হয়—
উত্তরঃ ২০০৮ সালে
১২। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা—
উত্তরঃ মিরোস্লাব ক্লসে
১৩। সিগমান্ড ফ্রয়েড যে ক্ষেত্রে অবদানের জন্য জগৎবিখ্যা—
উত্তরঃ মনোসমীক্ষণ
১৪। টিকাফা চুক্তির দুইপক্ষ—
উত্তরঃ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
১৫। সম্প্রতি বাংলাদেশে মুঘল আমলের স্থাপত্যের সন্ধান পাওয়া গেছে যে স্থানে—
উত্তরঃ কলিয়াকৈর, গাজীপুর
১৬। ৫-জি ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে কোন দেশ?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া
১৭। সম্প্রতি যে স্থানে বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে—
উত্তরঃ মুন্সীগঞ্জে
১৮। মানবাধিকার কোন ধরনের অধিকার?
উত্তরঃ সামাজিক অধিকার
১৯। অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
উত্তরঃ ১,১৯০
২০। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী—
উত্তরঃ শিনজো অ্যাবে
২১। জলকেলি কাদের উৎসব?
উত্তরঃ রাখাইন
২২। ইংরেজরা বাংলাদেশে আগমন করে—
উত্তরঃ ১৬০৮
২৩। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র গণশত্ৰু যে নাটক অবলম্বনে রচিত—
উত্তরঃ এনিমি অব দ্য পিপল-ইবসেন
২৪। সালভাদার ডালি ছিলেন—
উত্তরঃ চিত্রশিল্পী
২৫। এ বছর বাজেটে সাধারণ ব্যক্তিদের করমুক্ত আয়সীমা-
উত্তরঃ ২,২০,০০০.০০ টাকা
@@@@@@@@@@@@@@@@@@##@@######
১। সেমীয় ভাষা কোনটি ?
উত্তরঃ আরবি
২। মেঘদূত- এর অনুবাদক-
উত্তরঃ বুদ্ধদেব বসু
৩। সম্প্রতি কোথায় বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে ?
উত্তরঃ বজ্রযোগিনীতে
৪। ফেসবুকের প্রতিষ্ঠাতা-
উত্তরঃ মার্ক জকারবার্গ
৫। রানা প্লাজা এ বছর কত তারিখে ধসে পড়ে?
উত্তরঃ ২৪ এপ্রিল
৬। ফেলানি হত্যা মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে ভারতের-
উত্তরঃ জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট
৭। বাংলাদেশের যে নাগরিক যুক্তরাষ্ট্রের কনগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন ?
উত্তরঃ ড. মুহাম্মদ ইউনুস
৮। সারিন কি ?
উত্তরঃ এক প্রকার রাসায়নিক অস্ত্র
৯। বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সার্বোচ্চ সংগঠন-
উত্তরঃ এফবিসিসিআই
১০। অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয় ?
উত্তরঃ মানি লন্ডারিং আইন
১১। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় রয়েছে ?
উত্তরঃ চাঁপাই নবাবগঞ্জ
১২। বাংলাদেশের থ্রি-জি প্রযুক্তি চালু হয়-
উত্তরঃ ১৬ অক্টোবর ২০১২
১৩। একমাত্র বাংলাদেশী টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন-
উত্তরঃ মুশফিকুর রহিম
১৪। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান ?
উত্তরঃ বাংলাদেশ নির্বাচন কমিশন
১৫। ওমানের মুদ্রার নাম ?-
উত্তরঃ রিয়াল
১৬। অর্থনীতিকে সর্বপ্রথম ব্যাষ্টিক ও সমাষ্টিক দুই ভাগে ভাগ করেছেন-
উত্তরঃ রাগনার ফ্রিশ
১৭। ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান ও অন্যান্য’- এই মামলা থেকে যে তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়-
উত্তরঃ ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
১৮। ২০১৩ সনে কোন প্রতিষ্ঠান ইউনেস্কো সাক্ষরতা পুরষ্কার পেল ?
উত্তরঃ ঢাকা আহসিানিয়া মিশন
১৯। ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয়-
উত্তরঃ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে
২০। ‘ego’ যে-জনশাখার সঙ্গে সম্পর্কযুক্ত-
উত্তরঃ মনোবিজ্ঞান
২১। ‘থিসরাস’ হল এক রকম-
উত্তরঃ অভিধান
২২। রোবসপীয়র-
উত্তরঃ ফরাসি বিপ্লবের নেতা
২৩। ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ – মান্না দের গাওয়া এই গানটির কফি হাউজটি কোথায় ?
উত্তরঃ কলকাতায়
২৪। ২০১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া অ্যালিস মানরুর দেশ-
উত্তরঃ কানাডা
২৫। বাংলা একাডেমীর মূল মিলনায়নতনটি কার নামে ?
উত্তরঃ আবদুল করিম সাহিত্য বিশারদ
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@##
১। পিএসসি শব্দটি কিসের সঙ্গে যুক্ত?
উত্তরঃ গ্যাস অনুসন্ধান
২। আয়তনে কোনটি বড় বিভাগ ?
উত্তরঃ চট্টগ্রাম
৩। ‘নিমজ্জন’ নাটকটি লিখেছেন ?
উত্তরঃ সেলিম আল দীন
৪। এ বছর আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবসের প্রতিপাদ্য বিষয়-
উত্তরঃ শান্তির জন্য স্বাক্ষরতা
৫। ইউনেস্কো কর্তৃক ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ হিসেবে ঘোষিত -
উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ
৬। চতুর্থ ওআইসি বিশেষ সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়েছে ?
উত্তরঃ ১৪-১৫ আগস্ট ২০১২
৭। বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হচ্ছে যে স্থানে-
উত্তরঃ গজারিয়া
৮। অভ্র কীবোর্ড তৈরি করেন-
উত্তরঃ মেহেদি হাসান
৯। কথা-সাহিত্যিক হুমায়ুন আহমেদের সর্বশেষ চলচ্চিত্রের নাম-
উত্তরঃ ঘেটুপুত্র কমলা
১০। মশালডাঙ্গা ছিটমহল কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ কুড়িগ্রাম
১১। ‘ব্লু হাউজ’ কী ?
উত্তরঃ কোরিয়ার রাষ্ট্রপতি ভবন
১২। ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-
উত্তরঃ অমর্ত্য সেন
১৩। ২০১৪ সালের ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যে দেশে অনুষ্ঠিত হবে-
উত্তরঃ ব্রাজিল
১৪। ‘মেসতা’ এক জাতীয়-
উত্তরঃ পাট
১৫। ঘানা-র মুদ্রার নাম-
উত্তরঃ সেডি
১৬। ব্রিটিশ কলোনি ছিল, কিন্তু কমনওয়েলথ সদস্য নয়-
উত্তরঃ পাকিস্তান
১৭। ২০১২ সালে কোন দেশ খুব বড় আকারের ভূমিকম্পে আঘাতপ্রাপ্ত হয়েছে?
উত্তরঃ ইন্দোনেশিয়া
১৮। আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে-
উত্তরঃ ৬ নভেম্বর ২০১২
১৯। তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী কোনটি?
উত্তরঃ ওয়াইম্যাক্স
২০। বাংলাদেশের জিডিপি-তে কৃষিখাতের অবদান-
উত্তরঃ ১৮%
২১। আকান কোন দেশের ভাষা?
উত্তরঃ ঘানা
২২। সার্ক শীর্ষ সম্মেলনে যে বিষয়টি আলোচিত হতে পারে না-
উত্তরঃ দ্বিপাক্ষিক সমস্যা
২৩। বাংলাদেশের ২০১২-২০১৩ অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ-
উত্তরঃ ২২১৪৫ কোটি
২৪। পরিব্রাজক ফা-হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
২৫। কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী স্থাপিত হয়?
উত্তরঃ ১৬০০
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ যে ক্লাস পর্যন্ত-
উত্তরঃ পঞ্চম শ্রেণী
২। দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ-
উত্তরঃ ঈশ্বরদী, পাবনা
৩। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য-
উত্তরঃ ৬.১৫ কি.মি
৪। ২০১০ সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান-
উত্তরঃ ১২৯ তম
৫। আধুনিক আমলাতন্ত্রের প্রবক্তা-
উত্তরঃ ম্যাক্স ভেবার
৬। সামাজিকীকরণে মুখ্য ভূমিকা পালন করে যে মাধ্যম-
উত্তরঃ পরিবার
৭। থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী-
উত্তরঃ ইংলাক সিনাওয়াত্রা
৮। উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা-
উত্তরঃ জুলিয়ান অ্যাসাঞ্জ
৯। কর্ণফুলি নদীর উপর সেতুর নাম-
উত্তরঃ শাহ আমানত সেতু
১০। EVM বোঝায়-
উত্তরঃ ইলেকট্রনিক ভোটিং মেশিন
১১। যে সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আইনটি প্রবর্তন করা হয়-
উত্তরঃ ১৯৯৬
১২। মুসা ইব্রাহিম সম্প্রতি যে পর্বতের চূড়ায় আরোহন করেন তার নাম -
উত্তরঃ কিলিমানজারো পর্বত
১৩। লিওয়েন মেসি যে তারিখে বাংলাদেশে আসেন-
উত্তরঃ উত্তর নেই
১৪। কোন দেশ এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করবে?
উত্তরঃ ফিলিস্তিন
১৫। ১৮ই সেপ্টস্বর ২০১১ সনে বাংলাদেশে অনুভূত ভূমিকম্পের উৎসস্থল কোথায় ছিল?
উত্তরঃ সিকিম
১৬। বাংলাদেশের ছিটমহলগুলো ভারতের পশ্চিমবঙ্গের কোন জেলায়?
উত্তরঃ কুচবিহার
১৭। নরওয়ের পার্লামেন্টের নাম-
উত্তরঃ স্টরটিং
১৮। এনটোমোলজি- কোন বিষয়ের অধ্যয়ন?
উত্তরঃ পোকা
১৯। অস্কার- পুরস্কারের অন্য নাম-
উত্তরঃ একাডেমী
২০। এ বছর নোবেল পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক ও তাঁর দেশ-
উত্তরঃ টমাস ট্রান্সট্রমার/সুইডেন
২১। Windows XP দ্বারা বোঝানো হয়-
উত্তরঃ উইন্ডোজ এক্সপেরিয়েন্স
২২। শূণ্যের ধারণা কোন দেশের গণিতবিদের?
উত্তরঃ ভারত
২৩। দিন-রাত কেন হয়?
উত্তরঃ পৃথিবীর আহ্নিক গতির জন্য
২৪। কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?
উত্তরঃ লর্ড হার্ডিঞ্জ
২৫। তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট
@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। ফরাসি বিপ্লবের মেয়াদকাল -
উত্তরঃ ১৭৮৯ - ১৭৯৯
২। নাথান কমিশন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে যুক্ত -
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
৩। ২০১০ সালে কোন ভাষার লেখক সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছেন ?
উত্তরঃ স্প্যানিশ
৪। বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারক এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ সংস্থা -
উত্তরঃ জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ
৫। নরওয়রে মুদ্রার নাম -
উত্তরঃ ক্রোনা
৬। ‘এনথ্রাক্স’ শব্দটির মূল ভাষা -
উত্তরঃ গ্রীক
৭। ২০১১ সালে সার্ধশত জন্মবার্ষিকী পালিত হবে -
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের
৮। এভারেষ্ট বিজয়ী মূসা ইব্রাহীম জানিয়েছেন, এভারেষ্ট শৃঙ্গের দৈর্ঘ্য ও প্রস্থ হলো -
উত্তরঃ ৩০ ফুট ও ৬ ফুট
৯। বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুযায়ী শিশুর বয়স -
উত্তরঃ জন্ম থেকে ১৮ বছর
১০। জাতিসংঘের নারীউন্নয়ন বিষয়ক তহবিলের নাম -
উত্তরঃ ইউনিফেম
১১। বাংলাদেশের সদ্যঘোষিত নতুন বিভাগ -
উত্তরঃ রংপুর
১২। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হল -
উত্তরঃ সম্পত্তির ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানা
১৩। বাংলাদেশ সংবিধানে বাঙালি জাতীয়তা বাংলাদেশী জাতীয়তা দ্বারা প্রতিস্থাপিত হয়ছিল যে সংশোধনীতে -
উত্তরঃ পঞ্চম সংশোধনী
১৪। অর্থ সরবরাহ বেড়ে গেলে -
উত্তরঃ মূল্যস্ফীতি হয়
১৫। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন -
উত্তরঃ ফজলে হাসান আবেদ
১৬। লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন-
উত্তরঃ দীনেশচন্দ্র সেন
১৭। প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠানটি দায়িত্ব পারন করে-
উত্তরঃ ডিপিই
১৮। ইউএনবি কী ?
উত্তরঃ একটি সংবাদ সংস্থা
১৯। বাংলাদেশ যে দেশের কাছে কৃষি জমি ইজারা চেয়েছে -
উত্তরঃ নিউজিল্যান্ড
২০। মাইলপোস্ট নাটকটি লিখেছেন -
উত্তরঃ সাঈদ আহমদ
২১। ‘বাংলাওয়াশ’ ঘটেছে-
উত্তরঃ ১৭ অক্টোবর ২০১০
২২। ‘প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি’ বইটির লেখক -
উত্তরঃ আবু সাঈদ চৌধুরী
২৩। ২০১০ -২০১১ অর্থবছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে -
উত্তরঃ ৩৮,৫০০/-কোটি টাকা
২৪। বিট্রিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ -
উত্তরঃ সিপাহী বিদ্রোহ
২৫। ২০১১ তে দক্ষিণ এশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় স্বাগতিক দেশ হিসেবে ভূমিকা পালন করবে না -
উত্তরঃ পাকিস্তান
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। “সমাচার দর্পণ“ পত্রিকার সম্পাদক ছিলেন -
উত্তরঃ জন ক্লার্ক মার্শম্যান
২। বিভাঃকিরণঃসুবলিতঃ ?
উত্তরঃ সুগঠিত
৩। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
উত্তরঃ শুভেচ্ছা
৪। “এ যে আমাদের চেনা লোক“ - বাক্যে ‘চেনা‘ কোন পদ?
উত্তরঃ বিশেষণ
৫। “গোরাক্ষ বিজয়“ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
উত্তরঃ নাথধর্ম
৬। “জজ সাহেব“ কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ কর্মধারয়
৭। “জল“ শব্দের সমার্থক নয় কোনটি?
উত্তরঃ জলধি
৮। প্রাণদঃ জলঃ মহীজঃ ?
উত্তরঃ গ্রহ
৯। “ঢাকের কাঠি“ বাগধারার অর্থ কী?
উত্তরঃ মোসাহেব
১০। নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ নিশীথিনী
১১। “জনৈক“ শব্দটির সন্ধি বিচ্ছেদ -
উত্তরঃ জন + এক
১২। “পাখি সব করে রব, রাতি পোহাইল“ পঙ্খক্তির রচয়িতা -
উত্তরঃ মদনমোহন তর্কালংকার
১৩। “এ মাটি সোনার বাড়া“ - এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
উত্তরঃ বিশেষণের অতিশায়ন
১৪। “লাঠালাঠি“ - এটি কোন সমাস?
উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি সমাস
১৫। “নষ্ট হওয়ার স্বভাব যার“ এক কথায় হবে -
উত্তরঃ নশ্বর
১৬। The new offer of job was alluring. Here “ alluring “ means -
উত্তরঃ Tempting
১৭। “David Copperfield“ is a/an _____ novel.
উত্তরঃ victorian
১৮। He insisted _____ there.
উত্তরঃ on my going
১৯। What would be the best antonym of “ hibernate “?
উত্তরঃ Liveliness
২০। Women are too often _____ by family commitments.
উত্তরঃ constrained
২১। The idiom “ put up with “ means -
উত্তরঃ tolerate
২২। N.B. Stands for -
উত্তরঃ Nota bene
২৩। Cricket enjoys a huge _____ in Bangladesh.
উত্তরঃ following
২৪। Heart : human -
উত্তরঃ Engine : car
২৫। Which is the noun of the word ‘beautiful’ -
উত্তরঃ Beauty
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। The Arabian Nights ____ still a great favourite.
উত্তরঃ is
২। Climate is a ____ of the environment.
উত্তরঃ state
৩। First languages means the ______ language.
উত্তরঃ natural
৪। She has ____ her hair a beautiful shade of brown.
উত্তরঃ dyed
৫। ১৭ সে.মি. , ১৫ সে.মি. , ৮ সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে -
উত্তরঃ সমকোণী
৬। (x/2)+(4/(x+1)) = 2 হলে, x এর মান কত -
উত্তরঃ 3
৭। দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ,সা,গু ১৩। সংখ্যা দুটির ল,সা,গু কত?
উত্তরঃ ২৬০
৮। ০, ১, ২, এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল -
উত্তরঃ ২১৮৭
৯। বৃত্তের ব্যস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
উত্তরঃ ৯ গুণ
১০। ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, …….. ধারার ১০তম পদ কত?
উত্তরঃ ৫৫
১১। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮, এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
উত্তরঃ ৭০
১২। ১^২+২^২+৩^২+ …….. + ৫০^২ = কত?
উত্তরঃ ৪২৯২৫
১৩। 3x-7y+10 = 0 এবং y-2x-3 = 0 . এর সমাধান -
উত্তরঃ X = -1, y = 1
১৪। যদি a+b = 2, ab = 1 হয় তবে a এবং b এর মান যথাক্রমে -
উত্তরঃ 1, 1
১৫। If two typist can type two pages in two minutes, how many typists will take to type 18 pages in six minutes.
উত্তরঃ 6
১৬। “কালাপানি“ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
উত্তরঃ ভারত ও নেপাল
১৭। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলার নিচু ভূমির (low land) পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তরঃ কিশোরগঞ্জ
১৮। কোনটি জারক পদার্থ নয়?
উত্তরঃ হাইড্রোজেন
১৯। চা পাতায় কোন ভিটামিন থাকে?
উত্তরঃ ভিটামিন ‘বি’ কমপ্লেক্স
২০। ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তরঃ ১১১টি
২১। সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?
উত্তরঃ ১৮৬৯
২২। সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় -
উত্তরঃ পাগ-মার্ক
২৩। মস্তিস্ক কোন তন্ত্রের অন্ত্রে?
উত্তরঃ স্নায়ুতন্ত্রের
২৪। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?
উত্তরঃ ডিজেল
২৫। আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না?
উত্তরঃ OTTO
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
উত্তরঃ জোয়ার-ভাটার স্রোত
২। গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্থাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
উত্তরঃ ৯ বর্গ কিলোমিটার
৩। “অলিভ টারটল“ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
উত্তরঃ সেন্টমার্টিন
৪। মহাজাগতিক রশ্নির আবিষ্কার -
উত্তরঃ হেস
৫। ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
উত্তরঃ উন্নত জাতের গমের নাম
৬। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
উত্তরঃ অভ্যন্তরীণ প্রতিফলন
৭। সুনামির কারণ হলো -
উত্তরঃ সমুদ্র তলদেশের ভূমিকম্প
৮। কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মাস্তিস্কে থাকে?
উত্তরঃ ০.১ সেকেন্ড
৯। ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে?
উত্তরঃ কসমিক ইয়ার
১০। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তরঃ মেলানিন
১১। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
উত্তরঃ ৩১ জানুয়ারি ১৯৫২
১২। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় -
উত্তরঃ প্যাথজেনিক
১৩। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক -
উত্তরঃ বেশি হয়
১৪। মাথাপিছু গ্রিণ হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
১৫। নিচের কোন আপদটি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
উত্তরঃ বায়ু দূষণ
১৬। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ধর্ম ইসলাম?
উত্তরঃ পাঙন
১৭। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভূক্ত?
উত্তরঃ অস্ট্রিক
১৮। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো -
উত্তরঃ সুশাসন
১৯। “সুবর্ণ মধ্যক“ হলো -
উত্তরঃ দু’টি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
২০। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো -
উত্তরঃ জনকল্যাণ
২১। “ডমিনো“ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
উত্তরঃ দক্ষিণ পূর্ব এশিয়া
২২। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
উত্তরঃ পুলিশ ব্যবস্থা
২৩। কোলেস্টেরল এক ধরনের -
উত্তরঃ অসম্পৃক্ত এলকোহল
২৪। বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
উত্তরঃ ১২০৪
২৫। নিচের কোনটি ইনপুট ডিভাইস?
উত্তরঃ OMR
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। Although my rival was more _____ than I, I was willing to accept the challenge.
উত্তরঃ triumphant
২। In today’s fast changing world, it is very difficult to _____ what will happen in the future.
উত্তরঃ predict
৩। The economists _____ reach an agreement on the _____ causes of the recession.
উত্তরঃ could not , underlying
৪। Please pay _____ to the doctor’s _____ if you want to get well soon.
উত্তরঃ heed , advice
৫। The reality show participants were _____ by the positive response they got from the crowd.
উত্তরঃ overwhelmed
৬। The teacher told the students that they could do good in the examination only by working hard.
উত্তরঃ replace good with well
৭। I find it very difficult to awaken before ten in the morning.
উত্তরঃ replace awaken with wake up
৮। The mother would not eat until she had feed all her children.
উত্তরঃ replace feed with fed
৯। The jam was so severe the I had no option rather than to walk home.
উত্তরঃ replace rather with other
১০। You will never success if you are scared of accepting the challenges.
উত্তরঃ replace success with succeed
১১। The government gave in when the armed forces joined the revolt against the President.
উত্তরঃ surrendered
১২। A taxi ran into the back of a bus.
উত্তরঃ collided
১৩। We put together the bookcase by following the instructions in the manual.
উত্তরঃ assemble
১৪। The union threatened a strike but called it off at the last minute.
উত্তরঃ cancelled
১৫। How did you come by that cheque?
উত্তরঃ obtain
১৬। Choose the option where incorrectly used suffix -
উত্তরঃ Regaliage
১৭। Choose the option where incorrectly used prefix -
উত্তরঃ Inrascible
১৮। Choose the option where incorrectly used prefix -
উত্তরঃ No error
১৯। Choose the option where incorrectly used prefix -
উত্তরঃ No error
২০। Choose the option where incorrectly used prefix -
উত্তরঃ Malrendition
২১। ‘ষ্ণ’ যুক্তবর্ণকে ভাঙ্গলে কোন-কোন বর্ণ পাওয়া যায়?
উত্তরঃ ষ্ + ণ
২২। নিচের কোনটি পর্তুগীজ ভাষার শব্দ?
উত্তরঃ পাউরুটি
২৩। জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তরঃ রাখালী
২৪। ‘জোক’ ছোটগল্পের রচয়িতা কে?
উত্তরঃ আবু ইসহাক
২৫। কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বলা হয়?
উত্তরঃ য, ব
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট -০৩"
Post a Comment