প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট -০২
উত্তরঃ ১৮-৩৫
২। মুক্তিযুদ্ধে ‘মুজিবনগর’ যে সেক্টরের অধীনে ছিল-
উত্তরঃ ৮
৩। সম্প্রতি বাংলাদেশের যে পণ্য ‘ভৌগলিক নির্দেশক পণ্যের’ স্বীকৃতি পেয়েছে-
উত্তরঃ ইলিশ
৪। বাংলার প্রাচীন নগর ‘কর্ণসুবর্ণ’-এর অবস্থান ছিল?
উত্তরঃ মুর্শিদাবাদে
৫। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে ____ সনে।
উত্তরঃ ১৯৯৫
৬। বাংলাকে ‘জান্নাতাবাদ’ নামকরন করেন-
উত্তরঃ হুমায়ুন
৭। সেরা চলচিত্র বিভাগে ‘জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৫’ লাভ করে-
উত্তরঃ বাপজানের বায়স্কোপ
৮। বাংলাদেশের সংবিধান মূলত ___ ভাগে বিভক্ত।
উত্তরঃ ১১
৯। ‘ওয়াঙ্গালা’ উৎসব উদযাপন করে-
উত্তরঃ গারোরা
১০। লালবাগ কেল্লার আদি নাম-
উত্তরঃ আওরঙ্গাবাদ দুর্গ
১১। বাংলাদেশ ব্যাংক পেপাল সেবা চালুর অনুমতি দিয়েছে ___ ব্যাংক-কে-
উত্তরঃ সোনালী
১২। বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত-
উত্তরঃ বাইতুল ইজ্জতে
১৩। ______ গ্রিন হাউস গ্যাস নয়।
উত্তরঃ মিথেন
১৪। ঐতিহাসিক ‘ছয় দফায়’ যে বিষয়টি অন্তভুক্ত ছিল-
উত্তরঃ বিচার ব্যবস্থা
১৫। বাংলার প্রথম স্বাধীন সুলতান-
উত্তরঃ ফখরুদ্দিন মুবারক শাহ্
১৬। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
উত্তরঃ বিদ্যুৎ উৎপাদনে
১৭। ‘বাংলাদেশের স্কয়ার’ অবস্থিত-
উত্তরঃ লাইবেরিয়া
১৮। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ক্ষেত্রে অবদানের জন্য জাতিসংঘ পদক পেয়েছেন-
উত্তরঃ শিশুমৃত্যুর হার হ্রাস
১৯। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়-
উত্তরঃ ১৯২৩
২০। বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রুট’-এর প্রবক্তা দেশ-
উত্তরঃ চিন
২১। তিস্তা নদীর উৎপত্তিস্থল-
উত্তরঃ সিকিম
২২। ইসলামি সহযোগিতা সংস্থার দাপ্তরিক ভাষার সংস্থা-
উত্তরঃ ৩ টি
২৩। এ বছর ডিসেম্বর মাসে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অফ হারমনি’ যে স্থানে অনুষ্ঠিত হবে-
উত্তরঃ মহাস্থানগড়
২৪। যুক্তরাস্ত্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায়-
উত্তরঃ ক্যালিফোর্নিয়া
২৫। ‘ওয়ার্ল্ড কাপ ফুটবল ২০২২’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে?
উত্তরঃ কাতার
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। পন্ডিত অতীশ দীপংকরের জন্মস্থান?
উত্তরঃ বিক্রমপুর
২। আড়িয়াল বিল কোথায় অবস্থিত?
উত্তরঃ মুন্সিগঞ্জ
৩। বাংলাদেশেরর প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত?
উত্তরঃ হালদা
৪। দুবলার চর কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনের দক্ষিন উপকুলে
৫। ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ টোকিও
৬। নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই?
উত্তরঃ আফগানিস্তান
৭। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন?
উত্তরঃ মুশফিকুর রহিম
৮। কোন শহরটি ‘বিগ এপেল’ নামে পরিচিত?
উত্তরঃ নিউইয়র্ক
৯। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী হলেন-
উত্তরঃ তেরেসা মে
১০। সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন _______।
উত্তরঃ পদার্থবিদ
১১। মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস মোট কয়টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন?
উত্তরঃ ২৩ টি
১২। বছরের সবচেয়ে দীর্ঘতম দিন কোনটি?
উত্তরঃ ২১ জুন
১৩। পিরানহা কি?
উত্তরঃ মাছ
১৪। মিয়ানমারের প্রেসিডেন্ট?
উত্তরঃ তিন কিয়াও
১৫। ইন্টারপোল কি?
উত্তরঃ আন্তর্জাতিক পুলিশ সংস্থা
১৬। ‘তাহরির’ স্কোয়ার কোথায় অবস্থিত?
উত্তরঃ কায়রো
১৭। একমাত্র কোন দেশ একইসঙ্গে ওপেক এবং কমনওয়েলথ-এর অন্তভুক্ত?
উত্তরঃ নাইজেরিয়া
১৮। হোলসিংকি কোন দেশের রাজধানী?
উত্তরঃ ফিনল্যান্ড
১৯। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তরঃ নাটোর
২০। ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তরঃ পর্তুগাল
২১। সালভাদর দালি ছিলেন একজন –
উত্তরঃ চিত্রশিল্পী
২২। মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম-
উত্তরঃ আজটেক
২৩। লুভ্য মিউজিয়াম কোথায় অবস্থিত?
উত্তরঃ প্যারিস
২৪। নিচের কোন দেশের সংবিধান অলিখিত?
উত্তরঃ যুক্তরাজ্য
২৫। প্রিজন নোটবুকের রচয়িতা কে?
উত্তরঃ আন্তনিও গ্রামসি
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। প্ৰস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা কোন নদীতে?
উত্তরঃ বরাক
২। হিন্দুমতে মান্ধাতা ছিলেন ___ যুগের শাসক।
উত্তরঃ সত্যযুগ
৩। প্রথম নোবেল বিজয়ী নারী কে?
উত্তরঃ ম্যারি কুরি
৪। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো-
উত্তরঃ সম্পত্তির ব্যক্তি ও রাষ্ট্ৰীয় মালিকানা
৫। যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
উত্তরঃ বইমেলা
৬। ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ ঝালকাঠি
৭। জাতিসংঘের নারী-উন্নয়ন বিষয়ক তহবিলের নাম-
উত্তরঃ ইউএন উইমেন
৮। কোনটি জীবাশ্ম জ্বালানী নয়?
উত্তরঃ জৈবগ্যাস
৯। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
উত্তরঃ দুনীতি দমন কমিশন
১০। কোন বিপ্লব “স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব” -এ মূলমন্ত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছিল?
উত্তরঃ ফরাসি বিপ্লব
১১। Dreams From My Father বইটির লেখক-
উত্তরঃ বারাক ওবামা
১২। কোন দেশ বা সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে?
উত্তরঃ বিশ্বব্যাংক
১৩। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন-
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দি
১৪। ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন?
উত্তরঃ মির্জা গোলাম পীর
১৫। অ্যাবাকাস দিয়ে কি করা হয়?
উত্তরঃ গাণিতিক হিসাব
১৬। “মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা” গানের রচয়িতা-
উত্তরঃ অতুল প্রসাদ সেন
১৭। বিখ্যাত চিত্রশিল্পী পাবলোপিকাসো জন্ম গ্রহণ করেন যে দেশে-
উত্তরঃ স্পেন
১৮। চৈনিক পারিব্রাজক ফা-হিয়েন বাংলায় আসেন যার সময়ে-
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১৯। ডেভিড ফ্রস্ট ছিলেন-
উত্তরঃ একজন সাংবাদিক
২০। কোন অর্থনীতিবিদ “অদৃশ্য হাত” শব্দ দুটি ব্যবহার করেন ?
উত্তরঃ অ্যাডাম স্মিথ
২১। অধরা কণার অস্তিত্ব আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত পদার্থবিঞ্জানী-
উত্তরঃ এম জাহিদ হাসান
২২। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধন করা হয়েছে-
উত্তরঃ ষোলো বার
২৩। হিজরি সন কে প্রবর্তন করেন?
উত্তরঃ হযরত ওমর (রা.)
২৪। অর্থসাস্ত্রে অবদানের জন্য কে বিখ্যাত?
উত্তরঃ কৌটিল্য
২৫। “মনপুরা ৭০” কী?
উত্তরঃ একটি চিত্রকর্ম
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য-
উত্তরঃ ভাষার অধিকার
২। বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায় কত কি.মি. জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তরঃ ১৯,৪৬৭ বর্গ কিমি
৩। হেরোডেটাস -এর জন্মভূমি—
উত্তরঃ তুরস্ক
৪। কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছত্র ছিলেন?
উত্তরঃ বুদ্ধদেব বসু
৫। ২০১৫ সালে যে দেশে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে—
উত্তরঃ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
৬। ওয়েবসাইটের মূল পাতাকে বলা হয়—
উত্তরঃ হোম পেইজ
৭। ইবোলা ভাইরাস -এর লক্ষণ নয়—
উত্তরঃ উচ্চ রক্তচাপ
৮। কুরুক্ষেত্রের যুদ্ধ কত সময় ব্যাপী চলেছিল?
উত্তরঃ ১৮ দিন
৯। বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত—
উত্তরঃ ম্যানচেস্টার
১০। সরকার কোথায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে—
উত্তরঃ শাহজাদপুর, সিরাজগঞ্জ
১১। সম্প্রতি যে দেশকে বিশ্বের ইলেকট্রনিক বর্জ্যাগার অ্যাখায়িত করা হয়েছে—
উত্তরঃ চীন
১২। সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান—
উত্তরঃ মূল্যবোধ
১৩। ভ্যতার পরিমাপ করা যায়—
উত্তরঃ কলাকৌশলের প্র্র্রয়োগ দেখে
১৪। বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান—
উত্তরঃ এয়ার ভইস মার্শাল এ.কে. খোন্দকার
১৫। ২০১৪ সালের পরির্ংখ্যান অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার—
উত্তরঃ ১.১৬%
১৬। বাপেক্স নতুন প্রাকৃতিক গ্যাস রিজার্ভের সন্ধান পেয়েছে—
উত্তরঃ রুপগঞ্জে
১৭। “মুক্তি ও গণতন্ত্র তোরণ” কোথায় নির্মিত হবে?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে
১৮। গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ—
উত্তরঃ বাক-স্বাধীনতা
১৯। যে-শক্তি দ্বারা মহেশখালি বিদ্যুৎ প্রকল্প পরিচালিত হবে—
উত্তরঃ কয়লা
২০। পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কার্যাদেশ পায় যে দেশের কোম্পানি—
উত্তরঃ চীন
২১। ২০তম দেশ হিসেবে রেলওয়ে খাতে বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে—
উত্তরঃ ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক
২২। বিশ্বব্যাংকের অর্থায়নে এনজিও ব্যবস্থাপনায় পরিচালিত শিশুদের জন্য বিদ্যালয়ের নাম—
উত্তরঃ আনন্দ স্কুল
২৩। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের রিপোর্টের নাম—
উত্তরঃ কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন রিপোর্ট
২৪। আয়তনে সবচেয়ে বড় দেশ—
উত্তরঃ কানাডা
২৫। ভারতের ২৯তম রাজ্য—
উত্তরঃ তেলেঙ্গানা
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। প্রস্তাবিত রামপাল বিদ্যুৎকেন্দ্র কোন জেলায়?
উত্তরঃ বাগেরহাটে
২। বাংলাদেশের আসন্ন নির্বাচন কততম?
উত্তরঃ ১০ম
৩। বর্তমান পোপ ফ্রান্সিস কোন দেশের নাগরিক?
উত্তরঃ আর্জেন্টিনা
৪। ভারতে টেলিগ্রাফ কত বছর চালু ছিল?
উত্তরঃ ১৬২ বছর
৫। বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি হচ্ছে-
উত্তরঃ ভারতে
৬। উপকূল হতে বাংলাদেশের সমুদ্রসীমা-
উত্তরঃ ১২ নটিক্যাল মাইল
৭। আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত – এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ?
উত্তরঃ মোসোপটেমিয়ান সভ্যতা
৮। ২০১৩ সালকে জাতিসংঘ ঘোষণা করেছে-
উত্তরঃ পানি সহযোগিতা বর্ষ
৯। ‘রয়টার্স’যে দেশের সংবাদসংস্থা-
উত্তরঃ ব্রিটেন
১০। ‘এ্যাপেক’ কী?
উত্তরঃ এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন
১১। ‘সংস্কৃতি’ পত্রিকাটির সম্পাদক-
উত্তরঃ বদরুদ্দীন উমর
১২। ‘মহাসেন’ শব্দের সাথে সম্পর্কিত-
উত্তরঃ সাইক্লোন
১৩। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়-
উত্তরঃ ১০৪৪ ইউএস ডলার
১৪। ‘ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট’ বইয়ের লেখক -
উত্তরঃ লি কুয়ান ইউ
১৫। মালালা ইউসুফজাই কোন শহর থেকে শিশু শান্তি পুরস্কার গ্রহণ করেন ?
উত্তরঃ দি হেগ
১৬। বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম-
উত্তরঃ বিইএমএফ
১৭। পাটালিপুত্র রাজধানী ছিল-
উত্তরঃ মৌর্যদের
১৮। ডেভিড ফ্রস্ট ছিলেন-
উত্তরঃ সাংবাদিক
১৯। পত্রিকা পড়ে শেখা, টেলিভিশন দেখে শেখা, অন্যকে অণুসরণ করে শেখা, বিভিন্ন স্থান ভ্রমন করে শেখা হচ্ছে শিক্ষার -
উত্তরঃ অনানুষ্ঠানিক পদ্ধতি
২০। বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ ?
উত্তরঃ দুইটি
২১। সামাজিক পরিবর্তনের উপাদান নয়-
উত্তরঃ বাসস্থান
২২। তমদ্দুন মজলিশ ছিল একটি-
উত্তরঃ সাংস্কৃতিক প্রতিষ্ঠান
২৩। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন-
উত্তরঃ রাষ্ট্রপতি
২৪। আইএসবিএন যে উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়-
উত্তরঃ বই
২৫। আমেরিকা বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করে-
উত্তরঃ ২৭ জুন ২০১৩
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। ২০১২ অলিম্পিক অনুষ্ঠানের বাংলাদেশী কোরিওগ্রাফারের নাম-
উত্তরঃ আকরাম খান
২। এ বছর ফোর্বস সাময়িকের জরিপে বিশ্বের এক নম্বর ক্ষমতাশালী মহিলা-
উত্তরঃ এঞ্জেলা মারকেল
৩। ‘আসমানী’ কবিতাটি লিখেছেন-
উত্তরঃ জসীমউদ্দীন
৪। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা দেবে-
উত্তরঃ রাশিয়া
৫। মিশরের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. মুরসির দলের নাম-
উত্তরঃ মুসলিম ব্রাদারহুড
৬। বাংলার মুসলিম শাসনামলে ‘আব্ওয়াব্’ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো ?
উত্তরঃ খাজনা
৭। ডিএই (DAE) বাংলাদেশ সরকারের কী বিষয়ক সংস্থা ?
উত্তরঃ কৃষি
৮। কোন দেশে প্রথম ‘আরব বসন্ত’ –এর সূচনা হয় ?
উত্তরঃ তিউনিসিয়া
৯। অং সান সুচিকে যে সালে জন্য গোল্ড মেডেল দেওয়া হয়-
উত্তরঃ ২০১২
১০। OAS কোন অঞ্চলের জন্য গঠিত জোট ?
উত্তরঃ আমেরিকা অঞ্চল
১১। বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী ?
উত্তরঃ হিন্দু ধর্ম
১২। সম্প্রতি জাতিসংঘের ইকুয়েটর লাভ করেছে?
উত্তরঃ চুনতি অভয়ারণ্য
১৩। সম্প্রতি বাপেক্স কর্তৃক আবিষ্কৃত গ্যাসক্ষেত্র-
উত্তরঃ কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্র
১৪। বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে জাতিসংঘের রায় দিয়েছে -
উত্তরঃ ১৪ মার্চ ২০১২
১৫। চাঁদে অবতরণকারী প্রথম নভোচারী নীল আর্মস্ট্রং মৃত্যুবরণ করেন-
উত্তরঃ ২৫ আগস্ট ২০১২
১৬। ‘সংসদ বর্জন আইন প্রণয়ন আবশ্যক’ মন্ত্যবটি কোন সংন্থার ?
উত্তরঃ টিআইবি
১৭। আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয়?
উত্তরঃ ৫ অক্টোবর
১৮। ২০১২ সালে কার্বন কর চালু করে
উত্তরঃ অস্ট্রেলিয়া
১৯। ১৬তম ন্যাম সম্মেলন তেহরানে অনুষ্ঠিত হয়-
উত্তরঃ আগস্ট মাসে
২০। ইন্টারনেট সার্চ ইজ্ঞিন নয়-
উত্তরঃ ইন্টারনেট এক্সপ্লোরার
২১। সামজিক পরিবর্তনের উপাদান নয়-
উত্তরঃ বাসস্থান
২২। পাঁচ বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নিতে সম্মতি জানিয়েছে-
উত্তরঃ মালয়েশিয়া
২৩। মোবাইল ফোনে প্রথম স্যাটালাইট টিভি সার্ভিস চালু করে-
উত্তরঃ দক্সিণ কোরিয়া
২৪। যে দেশ ‘বাংলাদেশ দিবস’ পালনের উদ্যোগ গ্রহণ করেছে -
উত্তরঃ নেদারল্যান্ডস
২৫। ‘জ্ঞানই পূণ্য’ – কে বলেছেন ?
উত্তরঃ সক্রেটিস
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@#
১। বাংলাদেশ স্কোয়ার কোন দেশে অবস্থিত ?
উত্তরঃ লাইবেরিয়া
২। আন্না হাজারে কেন অনশন ধর্মঘট করেছেন ?
উত্তরঃ দুর্নীতি দমন
৩। যে ভাষা থেকে Education শব্দটি উৎপত্তি হয়েছে ?
উত্তরঃ লাতিন
৪। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে যে বিষয়ে চুক্তি হয়নি-
উত্তরঃ ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি
৫। ই-৮ কি?
উত্তরঃ পরিবেশ দূষণকারী ৮টি দেশ
৬। মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতা থেকে ইস্তফা দেন-
উত্তরঃ ফেব্রুয়ারি ১১, ২০১১
৭। যে তারিখে প্রেসিডেন্ট ওবামা ওসামা বিন লাদেনের মৃত্যু ঘোষণা করেন -
উত্তরঃ মে ১, ২০১১
৮। কে দুবার আক্রমন করে নরওয়েতে ৭৬ জন লোক হত্যা করেন-
উত্তরঃ আন্দ্রে বেকিং ব্রেইভিক
৯। মধ্যপ্রাচ্যের কোন দেশে সংবিধান বা সংসদ নেই ?
উত্তরঃ সৌদি আরব
১০। সম্প্রতি ইংল্যান্ডের কোন শহরে প্রথম দাঙ্গার সূত্রপাত হয় ?
উত্তরঃ টটেনহ্যাম
১১। আগরতলা মামলা প্রত্যাহার করা হয়-
উত্তরঃ ২২শে ফেব্রুয়ারি ১৯৬৯
১২। ode to a Nightinagle- কবিতার রচয়িতা-
উত্তরঃ কীট্স
১৩। বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ?
উত্তরঃ সমতট
১৪। বাংলাদেশে তৈরী ল্যাপটপ-
উত্তরঃ দোয়েল
১৫। যে ছবির লোকেশন ঠিক করতে গিয়ে তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহত হন-
উত্তরঃ কাগজের ফুল
১৬। বাংলাদেশে বর্তমানে নারীমন্ত্রীর সংখ্যা কত ?
উত্তরঃ ছয়
১৭। টাইম একটি-
উত্তরঃ সাময়িকী
১৮। রবীন্দ্রনাথ ঠাকুর কত বার ঢাকায় এসেছিলেন-
উত্তরঃ দুই
১৯। বাংলাদেশে নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের নাম-
উত্তরঃ সুনেত্রা
২০। যে দেশে জলবায়ু সংক্রান্ত আইন প্রথম প্রণীত হয়েছিল-
উত্তরঃ গ্রেট ব্রিটেন
২১। কোনটি নাটক নয় ?
উত্তরঃ বোবাকাহিনী
২২। যে প্রতিষ্ঠানকে ২০১১ সালে শিক্ষা স্বাধীনতা পুরষ্কার দেওয়া হয়-
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
২৩। ‘এমিরিটাস প্রফেসর’- এর মেয়াদ কত বছর ?
উত্তরঃ আজীবন
২৪। সেক্টর নং ৩-এর সেক্টর কমান্ডার ছিলেন–
উত্তরঃ মেজর এন. এম. নুরুজ্জামান
২৫। এ. কে. ফজলুল হককে ‘শেরেবাংলা’ উপাধি দেওয়া হয়
উত্তরঃ লাহোরে
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। জাতীয়তাবাদের উপাদান নয় -
উত্তরঃ রাজনীতি
২। যে কারণে সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশকে অর্জনের জন্য পুরস্কৃত করেছে -
উত্তরঃ শিশু মুত্যু হ্রাস
৩। বিচারপতি এ.বি.এম খায়রুল হক বাংলাদেশের কততম প্রধান বিচারপতি ?
উত্তরঃ ১৯ তম
৪। বিডিয়ার হত্যাকান্ড সংগঠিত হয়-
উত্তরঃ ২৫ ফেব্রুয়ারি ২০০৯
৫। ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি ?
উত্তরঃ আটটি
৬। বাংলাদেশে কোন সালে বিজ্ঞান ও আইসিটি (বিজ্ঞান,তথ্য যোগাযোগ ও প্রযুক্তি )মন্ত্রণালয় স্থাপন করা হয় ?
উত্তরঃ ২০০২
৭। বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল ?
উত্তরঃ ভারত – পাকিস্থান যুদ্ধ
৮। দীর্ঘকাল মাটির নিচে অবরুদ্ধ থাকার পর ৩৩ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে -
উত্তরঃ চিলিতে
৯। BIMSTEC-এর পূর্ণরূপ-
উত্তরঃ বাংলাদেশ ইন্ডিয়া মিনিস্টেরিয়াল স্ট্র্যাটেজিক টেকনিক্যাল এন্ড ইকোনোমিক কো-অপারেশন
১০। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত তারিখে গঠিত হয় ?
উত্তরঃ ৩০ জানুয়ারি ১৯৫২
১১। সেনেগাল যে দেশের উপনিবেশ ছিল -
উত্তরঃ ফ্রান্স
১২। সেমুতাং গ্যাসক্ষেত্র অবস্থিত -
উত্তরঃ খাগড়াছড়িতে
১৩। পাটের জীবনরহস্য উদ্ধারকারী দলের নেতা -
উত্তরঃ মাকসুদুর আলম
১৪। সামাজিক নেটওয়াকিং সাইট -
উত্তরঃ টুইটার
১৫। প্রিস্টিনা কোন দেশের রাজধানী ?
উত্তরঃ কসোভো
১৬। বাংলাদেশের পরবর্তী আদমশুমারী অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন
১৭। আওয়ামী লীগের ঐতিহাসিক ‘ছয় দফা’ –র প্রথম দফা -
উত্তরঃ ২০২১ সালে
১৮। বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় -
উত্তরঃ সাঁওতাল
১৯। বুলবুল আহমেদ ছিলেন একজন -
উত্তরঃ অভিনেতা
২০। নেপালের সর্বশেষ রাজা ছিলেন -
উত্তরঃ জ্ঞানেন্দ্র
২১। ‘দেশ ভাল হয় যদি দেশের বিশ্ববিদ্যালয় ভাল হয়’ – বলেছিলেন -
উত্তরঃ পন্ডিত নেহেরু
২২। ব্যক্তিস্বান্ত্র্যবাদের মূল প্রবক্তা -
উত্তরঃ জন স্টুয়ার্ট মিল
২৩। বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়ে থাকে -
উত্তরঃ ৯ আগষ্টে
২৪। ‘এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না ।’ –কথাটি বলেছেন-
উত্তরঃ কার্ল মার্কস্
২৫। ‘টেস্ট টিউব বেবি’ পদ্ধতির জনক -
উত্তরঃ রবার্ট এডওয়ার্ড
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল ভোটের সংখ্যা-
উত্তরঃ ৫৩৮
২। Surrender at Dacca: Birth of a Nation বইটির লেখক-
উত্তরঃ লে.জে.জেএফআর জেকব
৩। ২০১৬ সালে মানব উন্নয়ন শীর্ষ দেশ-
উত্তরঃ নরওয়ে
৪। মিসর ও সৌদিআরবকে বিভাজনকারী সাগর-
উত্তরঃ লোহিত সাগর
৫। মানবাধিকার যে ধরনের অধিকার-
উত্তরঃ রাজনৈতিক
৬। ইতিহাসের উৎস নয়-
উত্তরঃ পাঠ্য বই
৭। ‘ডি-ডে’র সঙ্গে সংশ্লিষ্ট-
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
৮। ‘রোসাটম’ যে দেশের জাতীয় পরমাণু সংস্থা-
উত্তরঃ রাশিয়া
৯। এশিয়ার ‘বজ্রপাতের ভুমি’ হলো-
উত্তরঃ ভুটান
১০। বয়স্ক ভাতা যার অন্তভুক্ত-
উত্তরঃ সামাজিক নিরাপত্তা
১১। হুদাইবিয়ার সন্ধির লেখক-
উত্তরঃ হযরত আলী (রা.)
১২। যে দেশটি কখনও উপনিবেশ ছিল না-
উত্তরঃ থাইল্যান্ড
১৩। ____ কোনো অপারেটিং সিস্টেম নয়।
উত্তরঃ এম এস ওয়ার্ড
১৪। ইমরুল কায়েস একজন –
উত্তরঃ কবি
১৫। ‘আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি।’-উক্তিটি করেন-
উত্তরঃ ফিদেল ক্যাস্ট্রো
১৬। কোনো বস্তুর ওজন যে অঞ্চলে সবচেয়ে বেশি হয়-
উত্তরঃ মেরু অঞ্চল
১৭। সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় যে বিশ্ববিদ্যালয়ে-
উত্তরঃ ইউসিএলএ
১৮। যুক্তিবিদ্যার জনক-
উত্তরঃ এরিস্টটল
১৯। কনফুসিয়াস ছিলেন-
উত্তরঃ দার্শনিক
২০। CEDAW সনদ যে ধরনের অধিকারের দলিল-
উত্তরঃ নারী অধিকার
২১। ‘Polis’ শব্দটির অর্থ-
উত্তরঃ নগররাষ্ট্র
২২। যে শব্দযুগল পরস্পর সম্পর্কিত নয়-
উত্তরঃ হোমার ও উপন্যাস
২৩। ইভিএম-এর ‘ই’ অংশের পূর্ণরূপ-
উত্তরঃ ইলেক্ট্রনিক
২৪। টুইটার হলো-
উত্তরঃ সামাজিক যোগাযোগ সাইট
২৫। ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে-
উত্তরঃ পেরুতে
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১। রিখটারস্কেল ব্যবহার করা হয় _______ এর মাত্রা পরিমাপের জন্য?
উত্তরঃ ভুমিকম্প
২। ‘ব্রিকস’ একটি সংগঠন যার সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং _____।
উত্তরঃ দক্ষিন আফ্রিকা
৩। মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ প্যারিস
৪। জাপানের অন্য নামটি হচ্ছে –
উত্তরঃ নিপ্পন
৫। ক্রিকেট পিচের দৈর্ঘ্য হলো –
উত্তরঃ ৬৬ ফিট
৬। লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের রচয়িতা –
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা
৭। পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়?
উত্তরঃ পহেলা বৈশাখে
৮। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম –
উত্তরঃ জাস্টিন ট্রুডো
৯। ১৯৬০ সালে কোন দেশ সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করে?
উত্তরঃ শ্রীলংকা
১০। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা –
উত্তরঃ ৫৪
১১। ‘দি রিপাবলিক’ গ্রন্থটির রচয়িতা –
উত্তরঃ প্লাটো
১২। কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন?
উত্তরঃ ধ্রুব
১৩। মাইকেল জর্ডান কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তরঃ বাস্কেটবল
১৪। কোনটি মধ্য এশিয়ার রাষ্ট্র নয়?
উত্তরঃ আলজেরিয়া
১৫। গারুদা কোন দেশের বিমান সংস্থা?
উত্তরঃ ইন্দোনেশিয়া
১৬। এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তরঃ ইয়েমেন
১৭। এ এফ পি কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তরঃ ফ্রান্স
১৮। গ্রীন পীস কোন ধরনের সংগঠন?
উত্তরঃ পরিবেশবাদী
১৯। সাভারে জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে?
উত্তরঃ সৈয়দ মইনুল হোসেন
২০। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ ভলগা
২১। ও আই সি- এর প্রধান কার্যালয় কোথায়?
উত্তরঃ জেদ্দা
২২। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ করতোয়া
২৩। ভারতের শেষ মোঘল সম্রাট কে ছিলেন?
উত্তরঃ বাহাদুর শাহ
২৪। বাংলার প্রথম নবাব কে ছিলেন?
উত্তরঃ মুরশিদকুলী খান
২৫। কোন গ্রহটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী?
উত্তরঃ বুধ
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট -০২"
Post a Comment