প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট -০১

প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট -০১


১। ‘যা বিলুপ্ত হচ্ছে’ - এর এক কথায় প্রকাশ কি হবে?
উত্তরঃ বিলীয়মান

২। ‘আট প্রহর’ - এই বাগধারাটির অর্থ -
উত্তরঃ সারা দিনরাত

৩। ‘কুঞ্জর’ - শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ গজ

৪। ‘ঈদৃশ’ - এর বিপরীত শব্দ -
উত্তরঃ তাদৃশ

৫। নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
উত্তরঃ মহাযাত্রা

৬। নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ মরীচিকা

৭। গণনাবাচক সংখ্যা কোনটি?
উত্তরঃ আট

৮। ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’ - এক কথায় প্রকাশ -
উত্তরঃ অবীরা

৯। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উত্তরঃ অনীলা দেবী

১০। একটি অংশীদারি ব্যবসায়ের মোট মুনাফা থেকে ‘ক’ ৪০%, ‘খ’ ২৫%, ‘গ’ ২০%, ‘ঘ’ ১০% এবং ‘ঙ’ ৫% পায়। ‘ক’ এর মুনাফা ‘খ’ এর মুনাফার শতকরা কত অংশ?
উত্তরঃ ১৬০%

১১। ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ - উক্তিটি কার?
উত্তরঃ প্রমথ চৌধুরী

১২। ‘ততোধিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ ততঃ + অধিক

১৩। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
উত্তরঃ ক ও খ উভয়েই

১৪। ‘আমি আজ জ্বর-জ্বর বোধ করছি এখানে’ এখানে ‘জ্বর জ্বর’ দ্বিরুক্তি কি বুঝাচ্ছে?
উত্তরঃ সামান্য

১৫। ‘মন্ডলী’ যুক্ত সঠিক বহুবচন হয়েছে নিচের কোনটিতে?
উত্তরঃ সম্পাদকমণ্ডলী

১৬। ‘যে চালাক সেই চতুর = চালাকচতুর’ - কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ কর্মধরায়

১৭। ২৪০ জন লোক একটি বনভোজনে যায়। সেখানে যতজন মহিলা ছিল তার থেকে ২০ জন পুরুষ বেশি ছিল। আবার যতজন শিশু ছিল তার থেকে ২০ জন প্রাপ্তবয়স্ক ছিল। বনভোজনে কতজন পুরুষ ছিল?
উত্তরঃ ৭৫

১৮। এক ঠিকাদার ১৯২০ মিটার দীর্ঘ রাস্তা ১২০ দিনে নির্মাণ করে দেয়ার জন্য ১৬০ জন শ্রমিক নিয়োগ করল। ২৪ দিন পর, মাত্র ১/৮ অংশ কাজ সম্পন্ন হলো। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে?
উত্তরঃ ১২০

১৯। এক টিভি বিক্রেতা ৪৫% লাভে টিভি বিক্রি করত। মন্দার কারণে তা লাভের হার ৪০% করে এবং এতে তার বিক্রয় ১০% বেড়ে যায়। তার নতুন লাভ ও আগের লাভের অনুপাত কত?
উত্তরঃ ৪৪ঃ৪৫

২০। যদি ক² + খ² = ৪ এবং ক² - খ² = - ৪ হয়, তাহলে ক⁴ + খ⁴ = এর মান কত হবে?
উত্তরঃ ১৬

২১। রিনা মীমের থেকে ১০ বছরের বড়। ৭ বছর পর, রিনার বয়স মীমের বয়সের দ্বিগুণ হবে। রিনার বর্তমান বয়স কত?
উত্তরঃ ১৩

২২। তিনটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গুণফল ১২০ হলে এদের যোগফল কত?
উত্তরঃ ১৫

২৩। ৮ জনের একটীদলে ৬৫ কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন যোগ দেয়ার তাদের গড় ওজন ২.৫ কেজি বেড়ে যায়। নতুন ব্যক্তির ওজন কত কেজি?
উত্তরঃ ৮৫

২৪। দৈনিক ৮ ঘন্টা কাজ করে ৩টি পাম্প ১টি করে জলাধরকে ২দিনে খালি করতে পারে। জলাধারটিকে ১ দিনে খালি করতে হলে ৪টি পাম্পের দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে?
উত্তরঃ ১২

২৫। ১০৫৬ এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল ২৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তরঃ ২

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

১। কোন কারখানায় কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরী ছিলো ১০০ টাকা। মন্দার কারণে তাদের দৈনিক মজুরী ৫০% কমানো হয়েছিলো। সম্প্রতি দৈনিক মজুরী ৬০% বাড়ানো হয়েছে। বর্তমান জনপ্রতি দৈনিক মজুরী কত টাকা?
উত্তরঃ ৮০

২। একটি হিমাগারকে নবায়ন করার সময় এর দৈর্ঘ্য ৩০% ও প্রস্থ ৫০ % বাড়ানো হলো এবং উচ্চতা ২০% কমানো হলো। নবায়নকৃত হিমাগারের আয়তন পুরোনো হিমাগারের আয়তন থেকে শতকরা কত শতকরা বেশি?
উত্তরঃ ৫৬%

৩। ৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
উত্তরঃ ৯টি

৪। একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে, তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট মাসিক তাদের মোট সংখ্যার দশগুণ। ঐ ছাত্রাবাসের সকল ছাত্রের মোট মাসিক খরচ ৬,২৫০ টাকা হলে ঐ ছাত্রাবাসে কতজন ছাত্র থাকে?
উত্তরঃ ২৫

৫। ১৩, ১৭, ২৫, ৪১, ………. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
উত্তরঃ ৭৩

৬। কোন ক্লাসে বালকদের গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ। ৩৬ জনের ঐ ক্লাসে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত হলো ৫ঃ১। ঐ ক্লাসের বালকদের মোট বয়স কত বছর?
উত্তরঃ ৩৬০

৭। রাজু একটি বই হাসানের কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। রাজু যদি বইটি ২০% কম দামে কিনত এবং ৪৪ টাকা বেশি দামে বিক্রি করত তবে তার ৪০% লাভ হত। রাজু বইটি কত দামে কিনেছে?
উত্তরঃ ২০০ টাকা

৮। একজন ব্যক্তি একটি বর্গক্ষেত্র জুড়ে আড়াআড়িভাবে হেটেঁ গিয়েছিল। প্রাপ্ত বরাবর না হাঁটার কারণে কত শতাংশ কম হাঁটরতে হয়েছিলো?
উত্তরঃ কোনটিই নয়

৯। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
উত্তরঃ ৬০

১০। যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না?
উত্তরঃ 2n + 3

১১। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কতজন সংসদ সদস্যের উপস্থিতিতে?
উত্তরঃ ৬০

১২। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করে হয়?
উত্তরঃ ২২ এপ্রিল

১৩। মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
উত্তরঃ উগান্ডা

১৪। নিচের কোন দেশ NATO এর সদস্য নয়?
উত্তরঃ অস্ট্রিয়া

১৫। MS Word এর কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?
উত্তরঃ File

১৬। এপেক এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ সিঙ্গাপুর

১৭। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
উত্তরঃ মহাস্থানগড়

১৮। মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন?
উত্তরঃ বিমান মল্লিক

১৯। বিশ্বের কোন শহরকে ‘দক্ষিণের রাণী’ বলা হয়?
উত্তরঃ সিডনি

২০। এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে বলে ____ ।
উত্তরঃ সেল

২১। সংসদ কর্তৃক প্রেরিত বিলে রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি দিবেন অথবা সংসদের বিবেচনার জন্য পাঠাবেন?
উত্তরঃ ১৫

২২। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
উত্তরঃ মূল্য সংযোজন কর

২৩। সাত গম্বুজ কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা

২৪। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
উত্তরঃ এপ্রিল

২৫। পদ্মা নদীর উপনদী কোনটি?
উত্তরঃ মহানন্দা

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

১। নিচের কোনটি অশুদ্ধ?
উত্তরঃ দোষী - নির্দোষী

২। Education is a enlightening. Here ‘Enlightening’ is:
উত্তরঃ A gerund

৩। What is a Funny poem of five lines called?
উত্তরঃ Limerick

৪। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
উত্তরঃ সেনেগাল

৫। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
উত্তরঃ ইতালী

৬। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
উত্তরঃ ০ m/s

৭। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
উত্তরঃ ৬৫৫৩৬ টি

৮। নিচের কোনটি বিশেষ্য পদ?
উত্তরঃ গাম্ভীর্য

৯। ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
উত্তরঃ জ্ঞানান্বেষণ

১০। John Smith is good ______ Mathematics.
উত্তরঃ at

১১। The Merchant of Venice is Shakespearean play about -
উত্তরঃ a Jew

১২। ঢাকার ধোলাইখাল কে খনন করেন?
উত্তরঃ ইসলাম খান

১৩। মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয় -
উত্তরঃ তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ

১৪। নিচের কোনটিতে সাধাণত ইনফ্রারেড ব্যবহার করা হয়?
উত্তরঃ TV Remote Control

১৫। ১+৫+৯+ …………. + ৮১ = কত?
উত্তরঃ ৮৬১

১৬। ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল’ । এটি কোন বাক্য?
উত্তরঃ জটিল

১৭। কিরগিজস্তানের রাজধানী কোথায়?
উত্তরঃ বিশকেক

১৮। ৩, ৯ ও ৪ এর চতূর্থ সমানুপাতিক কত?
উত্তরঃ ১২

১৯। কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
উত্তরঃ সোডিয়াম

২০। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
উত্তরঃ ইন্টেলসেট - I

২১। ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
উত্তরঃ ওয়াটসন ও ক্রিক

২২। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে -
উত্তরঃ ইউকোসুক

২৩। Which of the following words can be used as a verb?
উত্তরঃ Master

২৪। ‘হপ্ত পয়কার’ কার রচনা?
উত্তরঃ সৈয়দ আলাওল

২৫। নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিকা সবচেয়ে বেশি?
উত্তরঃ রুপা

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


১। একটি পঞ্চভুজের সমষ্টি -
উত্তরঃ ৬ সমকোণ

২। Badminton is the nation sport of -
উত্তরঃ Malaysia

৩। কবি গানের প্রথম কবি কে?
উত্তরঃ গোঁজলা পুট

৪। দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হয়েছে?
উত্তরঃ গজারিয়া

৫। ‘The French’ refers to -
উত্তরঃ The French people

৬। পারস্পরিক আবেশকে ব্যবহার করে কোনটিতে?
উত্তরঃ ট্রান্সফরমার

৭। কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ যুক্তরাজ্য

৮। সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম -
উত্তরঃ ক্রনোমিটার

৯। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
উত্তরঃ চ

১০। ‘The people who carry a coffin at a funeral are called -
উত্তরঃ Pallbearers

১১। Which of the following integers has the most divisors?
উত্তরঃ 88

১২। অন্ধজনদের প্রতি লিখনরীতির উদ্ভাবন করেন -
উত্তরঃ ব্রেইল

১৩। কলকাতার ১ম রঙ্গমঞ্চ তৈরী হয়?
উত্তরঃ ১৭৫৩ সালে

১৪। The antonym for inimical -
উত্তরঃ friendly

১৫। কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট

১৬। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা লাইন কোনটি?
উত্তরঃ সনোরা

১৭। গ্রিক শব্দ কোনটি?
উত্তরঃ দাম

১৮। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী

১৯। কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার লাভ করেছে?
উত্তরঃ নিউজিল্যান্ড

২০। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
উত্তরঃ আনোয়ার সাদাত

২১। ‘জয়গুন’ - কোন উপন্যাসের চরিত্র?
উত্তরঃ সূর্যদীঘল বাড়ী

২২। What is the meaning of ‘White Elephant’ ?
উত্তরঃ A very costly possession

২৩। মনপুরা ‘৭০’ কি?
উত্তরঃ একটি চিত্রশিল্প

২৪। আইসল্যান্ড হলো -
উত্তরঃ আগুনের দ্বীপ

২৫। নাসাউ কোন দেশের রাজধানী?
উত্তরঃ বাহামা দ্বীপপুঞ্জ

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

১। পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
উত্তরঃ ১৮ বছর

২। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ইন্দোনেশিয়া

৩। নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
উত্তরঃ মাউরী

৪। ‘উৎকর্ষতা’ কি কারণে অশুদ্ধ?
উত্তরঃ প্রত্যয়জনিত

৫। ‘অক্ষরি সমীপে’ এর সংক্ষেপণ হলো -
উত্তরঃ সমক্ষ

৬। কোন চুক্তির মাধ্যমে ‘ইইসি’ প্রতিষ্ঠা লাভ করে?
উত্তরঃ রোম চুক্তি

৭। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত?
উত্তরঃ টোকিওতে

৮। কোন দেশটির এককক্ষ বিশিষ্ট আইন সভা -
উত্তরঃ সুইডেন

৯। মানবদেহের রক্ত চাপ নির্ণায়ক যন্ত্র -
উত্তরঃ স্ফিগ্মোম্যানোমিটার

১০। কোনটি ‘চির শান্তির শহর’ হিসেবে পরিচিত?
উত্তরঃ রোম

১১। কোনটি হযরত মুহাম্মদ (স) এর জীবনী গ্রন্থ?
উত্তরঃ মরুভাস্কর

১২। কোন দেশ SAGQ এর সাথে যুক্ত নয়?
উত্তরঃ শ্রীলংকা

১৩। বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস?
উত্তরঃ ভারত

১৪। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র -
উত্তরঃ ট্যাকোমিটার

১৫। Cul-de-sac ---
উত্তরঃ Dead end

১৬। কে জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে যুক্ত নয়?
উত্তরঃ আনোয়ার সাদাত

১৭। ১টি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতি শতকরা হার কত?
উত্তরঃ ৫%

১৮। তাম্রলিপ্ত কি?
উত্তরঃ প্রাচীন জনপদ

১৯। ধীবরের দেশ -
উত্তরঃ নরওয়ে

২০। বাংলা একাডেমির ১ম মহাপরিচালক কে?
উত্তরঃ ড. মাযহারুল ইসলাম

২১। রামায়ণের রচিয়তা -
উত্তরঃ রত্নাকর দস্যু

২২। এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৪৪টি

২৩। গোল্ড কোস্ট কোন দেশের পুরানো নাম?
উত্তরঃ ঘানা

২৪। প্রথম বাংলা ‘থিসরাস’ অভিধান সংকলন করেছেন?
উত্তরঃ অশোক মুখোপাধ্যায়

২৫। ব্যবহারকারীর দেশ হিসেবে আরবি ভাষার অবস্থান -
উত্তরঃ চতূর্থ

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

১। নিম্নের কোনটি তৎসম শব্দ নয়?
উত্তরঃ চামার

২। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি?
উত্তরঃ চারটি

৩। কোনটি হাতির ডাক?
উত্তরঃ বৃংহিত

৪। বিদেশী উপসর্গ কোনটি?
উত্তরঃ গর

৫। কোনটি কন্যার সমার্থক শব্দ?
উত্তরঃ অংশু

৬। কোন শব্দটি অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ?
উত্তরঃ গরল

৭। ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা?
উত্তরঃ হাত

৮। প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?
উত্তরঃ দুর্গেশনন্দিনী

৯। “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য” - কোন কবিতার চরণ?
উত্তরঃ বিদ্রোহী

১০। মহাকবি আলাওল কোন যুগের কবি?
উত্তরঃ মধ্যযুগ

১১। রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯ বছর

১২। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৫

১৩। বঙ্গ দর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৪। ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান’ - এটি কার লেখা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

১৫। নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
উত্তরঃ মোমবাতি

১৬। বীরবল কার ছদ্মনাম?
উত্তরঃ প্রমথ চৌধুরী

১৭। ‘রোগকে ঘৃণা করা যায়, রোগীকে নয়’?
উত্তরঃ হুমায়ূন আহমেদ

১৮। কবর কবিতাটি কোন কবির রচনা?
উত্তরঃ জসিমউদ্দিন

১৯। ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ - কে লিখেছেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

২০। ‘ বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ’ - কোন কবি লিখেছেন?
উত্তরঃ মোহাম্মদ মনিরুজ্জামান

২১। মঙ্গলকাব্যে কোন দেবীর কাহিনী আছে?
উত্তরঃ মনসা দেবী

২২। ‘ঐ চাকরির আশা ছেড়েছি’ - কোন অর্থ প্রকাশ পায়?
উত্তরঃ হতাশা

২৩। আবুল ফজলের ‘রেখাচিত্র’ কোন ধরনের রচনা?
উত্তরঃ আত্মজীবনী

২৪। ‘বাংলার মুখ’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উত্তরঃ রূপসী বাংলা

২৫। মাইকেল মধুসূদন দত্তের ‘ বঙ্গভাষা’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তরঃ অক্ষরবৃত্ত

@@@@@@@@@@@@@@@@@@@@@


১। Fill in the gap with appropriate preposition: he was absent ____ the meeting.
উত্তরঃ from

২। There is no free access ____ the secretarys room.
উত্তরঃ to

৩। What kind of sentence is the following one: how far is the train station?
উত্তরঃ Interrogative

৪। The synonym of word ‘poor’ is:
উত্তরঃ Destitute

৫। Who is the author of ‘Macbeth’?
উত্তরঃ William Shakespeare

৬। Which one is a correct sentence?
উত্তরঃ They had arrived before we left

৭। Today is ____ than yesterday. fill in the blank with -
উত্তরঃ sunnier

৮। He has been studying __ morning.
উত্তরঃ since

৯। An adjective modified-
উত্তরঃ a noun

১০। children are wiser than their elders. Here wiser is-
উত্তরঃ in comparative degree

১১। I found him guilty. Here ‘guilty’ is-
উত্তরঃ a complimente

১২। He was helping me. The correct passive form is:
উত্তরঃ I was being helped by him

১৩। Give me ____ milk. Fill in the blank with-
উত্তরঃ a little

১৪। Which one is an incorrect sentence?
উত্তরঃ I watched him to eat

১৫। Which one is wrongly spelt?
উত্তরঃ Monkies

১৬। put the correct article in the game. The Meghna falls into ____ Bay of Bengal.
উত্তরঃ the

১৭। Fill in the gap to complete the sentence: I shall ____ the sun before the teacher comes.
উত্তরঃ have done

১৮। Choose the meaning of ‘White Elephant’ -
উত্তরঃ Very costly or troublesome

১৯। ‘To be or not to be …’ is taken from:
উত্তরঃ Hamlet

২০। What is the plural of ‘sheep’?
উত্তরঃ Sheep

২১। ‘Excuse me’ is usually used to-
উত্তরঃ draw attention

২২। Having ____ me he has married again.
উত্তরঃ forgotten

২৩। ‘Farewell to Arms’ is a novel by-
উত্তরঃ Ernest Hemingway

২৪। Fill in the blank: No one can ____ that he is clever.
উত্তরঃ deny

২৫। Antonym of the word ‘discreet’ is:
উত্তরঃ indiscreet

@@@@@@@@@@@@@@@@@@@@@@


১। একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ। সংখ্যা দুটি সমষ্টি 100 হলে, সংখ্যা দুটি হবে-
উত্তরঃ 60, 40

২। কোন সংখ্যা হ্রাস পেলে ৩/৮ হবে?
উত্তরঃ ২৫/৪২

৩। ∛5 সংখ্যাটি কি সংখ্যা?
উত্তরঃ একটি অমূলদ সংখ্যা

৪। কোন সংখ্যাটি বৃহত্তম?
উত্তরঃ √০.৩

৫। 400 জন লোকের একটি দলের 375 জন ইংরেজি ও 200 জন বাংলায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?
উত্তরঃ 175

৬। 1, 2, 3, 4, ……. n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
উত্তরঃ n(n+1)/2

৭। শতকরা বার্ষিক ৫ টাকা হারে সুদে কত বছরে ১৭৫ টাকার সুদ ৮৭.৫০ টাকা হবে?
উত্তরঃ ১০ বছর

৮। ৫ টাকায় ৮টা করে কলা বিক্রি করলে ২৫% ক্ষতি হয়। প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত?
উত্তরঃ ১০ টাকা

৯। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
উত্তরঃ ২৫

১০। log5(∛5)(√5) = কত?
উত্তরঃ 5/6

১১। ধানে চাল ও তুষের অনুপাত 7 : 3 হলে, এতে শতকরা কি পরিমাণ চাল আছে?
উত্তরঃ 70%

১২। [{1-(1-1/P)}^-1 + (1-1/P)^-1] = কত?
উত্তরঃ ( P-1)

১৩। a³-b³/a+b -কে a⁴+b⁴+a²b²/a³+b³ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তরঃ a-b

১৪। ln₅125 + ln₂8 = কত?
উত্তরঃ 6

১৫। x²+y² = 185, x-y = 3 এর একটি সমাধান হবে-
উত্তরঃ (11, 8)

১৬। x²+4y² +8x-16y+16 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
উত্তরঃ -4xy

১৭। 1-1+1-1+.... এর ধারাটির (2n+1) পদের সমষ্টি হবে?
উত্তরঃ 1

১৮। 3.2^n - 4.2^(n-2)/2^n - 2^(n+1) = কত?
উত্তরঃ -2

১৯। 2x²-5xy+2y² আরেকটি উৎপাদক হবে-
উত্তরঃ x-2y

২০। x>y এবং z∠0 হলে, কোন শর্তটি সঠিক হবে?
উত্তরঃ xz ∠ yz

২১। একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ 30⁰ হলে বহুভুজের বাহুর সংখ্যা কত?
উত্তরঃ 12টি

২২। 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a ভূমিবিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত?
উত্তরঃ ℼa

২৩। ABC ত্রিভুজে ∠B = 6x ডিগ্রি ∠C = 5x ডিগ্রি ∠A = y ডিগ্রি এবং 6∠A = 7∠B হলে, y এর মান হবে-
উত্তরঃ 70

২৪। a বাহু বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
উত্তরঃ √3a একক

২৫। একটি বৃত্তের ব্যাস যদি r থেকে বৃদ্ধি করে (r+n) করা হলে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়, তবে r এর মান কত?
উত্তরঃ (√2+1)n

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

১। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর কততম মাতৃভাষা?
উত্তরঃ ছয়

২। ‘চুলা’ কোন ভাষার শব্দ?
উত্তরঃ মুন্ডারী ভাষা

৩। ‘আমি এসেছি, কারণ তোমাকে নিয়ে যাব’ বাক্যটি কোন ধরনের বাক্য?
উত্তরঃ জটিল বাক্য

৪। ‘কোলাকুলি’ কোন সমাস?
উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি

৫। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি-
উত্তরঃ ইতিহাসবেত্তা

৬। ‘ব্যাঙের আধুলি’ বাগধারার অর্থ-
উত্তরঃ সামান্য সম্পদ

৭। ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ-
উত্তরঃ নিশ্চেষ্ট

৮। ‘চাতুর্য’ শব্দের বিশেষণ-
উত্তরঃ চতুর

৯। ‘পরাশ্রয়ী’ বর্ণ কোনটি?
উত্তরঃ ং

১০। উপকারীর উপকার স্বীকার করে যে- এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
উত্তরঃ কৃতজ্ঞ

১১। ‘Campaign’ শব্দটির পারিভাষিক শব্দ কি?
উত্তরঃ প্রচারাভিযান

১২। কবি ভারতচন্দ্রকে ‘রায়গুণাকর’ উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ রাজা কৃষ্ণচন্দ্র

১৩। মেঘনা বধ কাব্যের রচনাকাল-
উত্তরঃ ১৮৬১

১৪। রামায়ণের রচয়িতা কে?
উত্তরঃ বাল্মীকি

১৫। চর্যাপদ আবিষ্কৃত হয়-
উত্তরঃ ১৯০৭

১৬। ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৭। মধ্যযুগের শেষ কবি কে?
উত্তরঃ ভারতচন্দ্র

১৮। ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতাটি কোন কাব্যের?
উত্তরঃ দোলনচাঁপা

১৯। ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র-
উত্তরঃ কুবের

২০। বাংলা গীতি কবিতার জনক কে?
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী

২১। ‘বনফুলের’ প্রকৃত নাম কি?
উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়

২২। ‘গীতাঞ্জলি’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯১০

২৩। মুসলিম রেনেসাঁর কবি কে?
উত্তরঃ ফররুখ আহমেদ

২৪। ‘শাহনামা’গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ফেরদৌসী

২৫। পত্রের মূল অংশ কোনটি?
উত্তরঃ পত্রগর্ভ

@@@@@@@@@@@@@@@@@@@@@

১। Cosmology deals with:
উত্তরঃ creation of the universe

২। The verb form of the world ‘act’ is-
উত্তরঃ act

৩। The phrase ‘over head and ears’ means-
উত্তরঃ Deeply

৪। Which of the following sentences is correct?
উত্তরঃ This is a unique case

৫। The drama ‘Macbeth’ is written by-
উত্তরঃ William Shakespeare

৬। To fill up the blank in the sentence ‘One should do ____ duty’ , We need-
উত্তরঃ One’s

৭। He started at daybreak. Here the word ‘daybreak’ means-
উত্তরঃ Morning

৮। Which of the following sentences is correct?
উত্তরঃ It is a must

৯। She aspired ____ a business career. The right word in the gap will be:
উত্তরঃ to

১০। The passive form of the sentence ‘He saw me do it’ is-
উত্তরঃ I was seen to do it by him

১১। To complete the sentence ‘Mr Smith lives ___ 75, Ranking Street, Dhaka’. We have to use -
উত্তরঃ on

১২। Joe is one of the boys who ____ on time. To complete the sentence we should use -
উত্তরঃ are

১৩। The verb form of the word ‘survival’ is -
উত্তরঃ Survive

১৪। ‘Never tell a lie’ the passive form of the sentence is -
উত্তরঃ Let a lie never be told

১৫। He went home last night. Hear the word ‘home’ is a/an -
উত্তরঃ Adverb

১৬। The verb form of the word ‘danger‘ is -
উত্তরঃ Endanger

১৭। The english translation of the proverb, ‘এক মাঘে শীত যায় না’ is -
উত্তরঃ One swallow does not make a summer

১৮। ‘I could not help laughing.’ Here the sentence means -
উত্তরঃ আমি হাসতে বাধ্য হলাম

১৯। To complete the sentence ‘Had I been there, ___. ‘ We have to use -
উত্তরঃ I would have supported him

২০। The boy was really lucky, ____? To fill the gap we need -
উত্তরঃ Wasnt he?

২১। The opposite word of ‘demon’ is -
উত্তরঃ Angel

২২। The students had free ____ to the principal. Here the right word in the gap is -
উত্তরঃ access

২৩। What kind of noun is the word ‘cattle’?
উত্তরঃ Collective

২৪। To fill up the gap in the gap in the sentence. ‘He had his hair ____.’ We should use -
উত্তরঃ cut

২৫। The word ‘electrifying’ means -
উত্তরঃ Very exciting

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট -০১"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে