প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট -০৪

প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট -০৪


১। যদি a+b= √5 এবং a-b= √3 হয়, তবে a²+b²= কত?
উত্তরঃ 4

২। A= {-1, 1, 2} এবং B= ∅ হলে, A∩B এর মান -
উত্তরঃ ∅

৩। nCr + nC(r-1) এর সঠিক মান কোনটি?
উত্তরঃ (n+1)Cr

৪। △ABC এর ∠A = 40°, ∠B = 70° হলে, △ABC কি ধরনের ত্রিভুজ?
উত্তরঃ সমদ্বিবাহু

৫। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের দুই-তৃতীয়াংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৯৬ বর্গমিটার

৬। Log3√2 (1/324) = কত?
উত্তরঃ -4

৭। একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯৬°। তাহলে ঐ ত্রিভুজের অপর একটি কোণের মান হবে -
উত্তরঃ ৪২°

৮। একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করলে, জিনিসটির ক্রয় মূল্য যত টাকা, শতকরা তত টাকা লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য কত?
উত্তরঃ ৪০ টাকা

৯। একটি বলপেন ৭ টাকা ও একটি পেন্সিল ৫ টাকা দরে রাজু কয়েকটি পেন্সিল ও বলপেন কিনল এবং এগুলির মূল্য বাবদ ৩৮ টাকা পরিশোধ করলো। সে কয়টি বলপেন কিনেছিল?
উত্তরঃ ৪ টি

১০। ABCD চতুর্ভুজের ∠A + ∠B + ∠C = 2∠D হলে, ∠D এর মান কত?
উত্তরঃ 120°

১১। যদি x+y+4 = x-y-12 = 0 হয়, তবে 2x+y = কত?
উত্তরঃ 0

১২। P, Q রাশি দুটির গড় A₁ এবং X, Y রাশি দুটির গড় A₂ তাহলে P, Q, X, Y রাশি চারটির গড় কত?
উত্তরঃ (A₁+A₂)/2

১৩। A = {x:x মৌলিক সংখ্যা এবং x≤5} হলে, P(A) এর সদস্য সংখ্যা কত?
উত্তরঃ 8

১৪। (x/a)+a = (x/b)+b হলে, x এর মান কত?
উত্তরঃ ab

১৫। একটি ট্রেন ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলে। ১০০ মিটার যেতে ট্রেনের কত সময় লাগবে?
উত্তরঃ ৬ সেকেন্ড

১৬। দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের দুই-তৃতীয়াংশ। সংখ্যার অনুপাত নিচের কোনটি?
উত্তরঃ ৫ : ১

১৭। x এর মান কত হলে, 72.3^(3x-5) = 23 হবে?
উত্তরঃ 1

১৮। ABC ত্রিভুজে AB = AC, BC এর সমান্তরাল EF রেখা AB ও AC কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে। ∠B = 48° হলে, ∠EAF + ∠AFE = কত?
উত্তরঃ 132°

১৯। m সংখ্যক পেন্সিলের দাম p টাকা হলে m টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে?
উত্তরঃ m²/p টি

২০। ৭২X৭৫X৩^৩X৪^৪X২^৮ কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
উত্তরঃ ২

২১। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ ফ্যাদোমিটার

২২। পৃথিবীর আহ্নিক গতির কারণ নিচের কোনটি হয়?
উত্তরঃ দিন-রাত্রি

২৩। কোন গ্যাসটি নিজে জ্বলে, কিন্তু দহনে সহায়তা করে না?
উত্তরঃ হাইড্রোজেন

২৪। এলুমিনিয়াম সালফেট সাধারণভাবে কি নামে পরিচিত?
উত্তরঃ ফিটকিরি

২৫। গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ যুক্তরাজ্যে

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

১। ‘আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্বও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য’ - উক্তিটি কার?
উত্তরঃ ফিদেল ক্যাস্ট্রোর

২। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসনে জয়লাভ করেছিল?
উত্তরঃ ১৬৭ টি

৩। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ জর্জ ওয়াশিংটন

৪। ‘আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়’ - পংক্তিটি রচয়িতা কে?
উত্তরঃ জীবনানন্দ দাশ

৫। ‘কারাগারের রোজনামচা’ - গল্পটির রচয়িতা কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৬। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১

৭। সার্কভুক্ত দেশের সংখ্যা কতটি?
উত্তরঃ ৮ টি

৮। ইউনেস্কো কত সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
উত্তরঃ ১৯৯৯ সালে

৯। ইতালীয় মুদ্রার নাম কি?
উত্তরঃ ইউরো

১০। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন?
উত্তরঃ জুলিও কুরী পদক

১১। ১০০০ মিলিয়নে কত টাকা হয়?
উত্তরঃ ১০০ কোটি

১২। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
উত্তরঃ মিজোরাম

১৩। বাংলাদেশ কোন দেশের সাথে শততম ক্রিকেট খেলেছে?
উত্তরঃ শ্রীলংকা

১৪। বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?
উত্তরঃ হালদা নদী

১৫। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি?
উত্তরঃ নাফ

১৬। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের নাগরিক?
উত্তরঃ মরক্কোর

১৭। মহামতি অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
উত্তরঃ কলিঙ্গ যুদ্ধের

১৮। বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
উত্তরঃ কাঁঠাল

১৯। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?
উত্তরঃ বর্ধমান হাউস

২০। ‘বনফুল’ কার ছদ্মনাম?
উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়

২১। ফিফা আয়োজিত ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ কাতার

২২। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম কি?
উত্তরঃ পায়রা

২৩। ‘Green Peace’ কি?
উত্তরঃ পরিবেশবাদী সংগঠন

২৪। ভিটামিন ’ই’ - এর সবচেয়ে ভালো উৎস কি?
উত্তরঃ ভোজ্য তেল

২৫। নিম্নোক্ত কোন ধাতু পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়?
উত্তরঃ লোহা

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

** কোনটি মূল্যবোধের চালিকা শক্তি?
উত্তরঃ সংস্কৃতি

** কোন রাষ্ট্রের নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি আছে?
উত্তরঃ ২টি

** Goldilocks Theory- মুলত কি থেকে এসেছে?
উত্তরঃ প্রাচীন গ্রিক দর্শন

** সুশাসনের পূর্বশর্ত হচ্ছে -
উত্তরঃ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন

** সুনাগরিকের কয়টি গুন রয়েছে?
উত্তরঃ ৩ টি

** নৈতিক অধিকার _____ এর মাধ্যমে আসে।
উত্তরঃ মানুষের বিবেক ও ন্যায়বোধ

** দুর্নীতির (Corruption) এর উৎপত্তি ঘটেছে কোন শব্দ থেকে?
উত্তরঃ ল্যাটিন

** সুশাসনের ধারণাটি মুলত কোন ধরনের শাসন ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত?
উত্তরঃ গণতন্ত্র

** যদি শুধু নামমাত্র গনতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকে তবে কোনটি ঘটবে?
উত্তরঃ স্বেচ্ছাচারিতার জন্ম হবে

** দুর্নীতি দমনের জন্য প্রয়োজন -
উত্তরঃ স্বাধীন দুর্নীতি দমন কমিশন

** কোনটি মূল্যবোধের ভিত্তি বা উপাদান নয়?
উত্তরঃ সংবিধান মেনে চলা

** Ethics-(নৈতিকতা) শব্দটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তরঃ গ্রিক

** একজন জনপ্রশাসকের মৌলিক মুল্যবোধ হলো-
উত্তরঃ জনকল্যাণ

** সুশাসনের পথে অন্তরায়-
উত্তরঃ স্বজনপ্রীতি

** সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন?
উত্তরঃ বিশ্বব্যাংক

** Values শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
উত্তরঃ মূল্যবোধ

** Good people do not need laws to tell them to act responsibly, while bad people will find a way around the law. - whos quote is this?
উত্তরঃ Plato

** UNESCAP এর মতে সুশাসনের কয়টি বৈশিষ্ট্য থাকে?
উত্তরঃ ৮টি

** GRS এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Grievance Redress System

** বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন কোন আইনের অধীনে পরিচালিত হয়?
উত্তরঃ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪

** কোনটি সুশাসনের মূল বৈশিষ্ট্য নয়?
উত্তরঃ সরকারের সদিচ্ছা

** নিচের কোনটিকে একটি রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয়ে থাকে?
উত্তরঃ গণমাধ্যম

** বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কয়টি কৌশলগত লক্ষ্য রয়েছে?
উত্তরঃ ৩টি

** Good governance is ensuring respect for human rights and the rule of law; strengthening democracy; promoting transparency and capacity in public administration. - Who said that?
উত্তরঃ Kofi Annan

** মানবাধিকার সনদ কতসালে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪৮ সালে

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
** বাংলাদেশের সংবিধানের কত ধারায়, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান- এ কথা বলা হয়েছে?
উত্তরঃ ২৭ নং

** আইন হলো মানুষের স্থায়ী আচার-ব্যবহার ও চিন্তাধারার সেই অংশ যা রাষ্ট্রের দ্বারা স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে এবং যার পেছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন আছে- কে বলেছেন?
উত্তরঃ উড্রো উইলসন

** Power: A New Social Analysis - কার লেখা?
উত্তরঃ রাসেল

** UDHR এ কতটি অনুচ্ছেদ আছে?
উত্তরঃ ৩০টি

** ই-গভর্নেন্স বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের নিজেদের মধ্যে কথাবার্তা ও ফাইল আদান প্রদানের জন্য চালু হয়েছে ম্যাসেঞ্জার অ্যাপ -
উত্তরঃ আলাপন

** মূল্যবোধ শিক্ষার কোন উপাদানটির প্রভাবে জাতীয় উন্নয়ন ঘটে?
উত্তরঃ >সবগুলো

** বড়দের প্রতি শ্রদ্ধাবোধ এবং ছোটদের প্রতি স্নেহবোধ জন্মায় কোন শিক্ষার প্রভাবে?
উত্তরঃ >মূল্যবোধ

** মূল্যবোধ শিক্ষার প্রভাবে সম্ভব হয়-
উত্তরঃ >সবগুলো

** জাতীয় উন্নয়নে সুশাসন নিশ্চিতকরণে প্রয়োজন-
উত্তরঃ >উপরের সবগুলো

** রাষ্ট্রের সুষম উন্নয়নে জরুরি কোনটি?
উত্তরঃ সুশাসন

** ব্যক্তির মনোজগতে পরিকল্পিত ও বাঞ্ছিত পরিবর্তন আনয়ন করে-
উত্তরঃ মূল্যবোধ শিক্ষা

** সাম্য ও ন্যায় বিচারের প্রতিশ্রুতি আসে-
উত্তরঃ সামাজিক মূল্যবোধ চর্চা থেকে

** মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত হয়-
উত্তরঃ সুশাসন প্রতিষ্ঠিত হলে

** আর্থ-সামাজিক উন্নয়নে ____ বিকল্প নেই। শুন্যস্থানে বসবে-
উত্তরঃ সুশাসনের

** আইনের শাসন প্রতিষ্ঠা কোনটির জন্য অপরিহার্য?
উত্তরঃ সুশাসনের জন্য

** সুশাসনের উপাদানগুলো সমাজে প্রতিষ্ঠার জন্য প্রয়োজন-
উত্তরঃ সবগুলো

** নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?
উত্তরঃ নীতি ও ঔচিত্যবোধ

** নিচের কোনটি সুশাসনের উপাদান?
উত্তরঃ সবগুলো

** নিচের কোন দিকটি সমাজের সুশাসনের উপাদান প্রতিষ্ঠার সহায়ক?
উত্তরঃ ক ও খ

** ঐকমত্য, সংবেদনশীলতা কিসের উপাদান?
উত্তরঃ সুশাসন

** সরকারের সাথে জনগণের সম্পর্কের দ্রুত উন্নয়ন ঘটে কোনটির মাধ্যমে?
উত্তরঃ ই-গভর্নেন্সের মাধ্যমে

** ই-গভর্নেন্সের পথে একটি বড় বাধা হলো-
উত্তরঃ ক ও খ

** ই-গভর্নেন্স ও সুশাসন নিশ্চিত করে ____ নিশ্চিত করে। শুন্যস্থানে বসবে-
উত্তরঃ স্বচ্ছতা ও জবাবদিহিতা

** মূল্যবোধ শিক্ষা অপরিহার্য-
উত্তরঃ ক ও গ

** সুশাসন প্রতিষ্ঠার অন্যতম উপায়-
উত্তরঃ ক্ষমতার বিকেন্দ্রীকরণ

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

** নৈতিকতা ও ঔচিত্যবোধের বিকাশভূমি হলো-
উত্তরঃ সমাজ

** সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অন্যতম প্রধান অন্তরায়-
উত্তরঃ অপশাসন

** সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় শক্তিশালী উপাদান কোনটি?
উত্তরঃ স্থানীয় সরকার কাঠামো

** সভ্য সমাজের মানদণ্ড হলো-
উত্তরঃ আইনের শাসন

** নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে না-
উত্তরঃ স্বাধীনভাবে চলাফেরা করা

** নাগরিকের দায়িত্ব, সচেতনতার ও কর্তব্যবোধ বাড়ে-
উত্তরঃ ক ও খ

** সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত-
উত্তরঃ স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ

** সুশাসনের অভাবে নেতিবাচক প্রভাব দেখা যায় কোন ক্ষেত্রে?
উত্তরঃ উপরের সকল ক্ষেত্রে

** সুষম উন্নয়ন কিসের অভাবে অনিশ্চিত হয়ে পড়ে?
উত্তরঃ সুশাসনের

** টেকসই অর্থনৈতিক উন্নয়নে সর্বাগ্রে নিশ্চিত করা প্রয়োজন কোনটি?
উত্তরঃ সুশাসন

** সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করার শিক্ষা কোন ধরনের শিক্ষার আওতায় পড়ে?
উত্তরঃ মূল্যবোধ শিক্ষা

** কোনটি মূল্যবোধ শিক্ষার বৈশিষ্ট্য?
উত্তরঃ সবগুলো

** সার্বিকভাবে একটি গাইডলাইন হিসেবে ভূমিকা পালন করে কোনটি?
উত্তরঃ মূল্যবোধ

** বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য-
উত্তরঃ মূল্যবোধ

** ‘মিথ্যা বলা ভালো নয়।’ এটি একটি-
উত্তরঃ নীতিবাক্য

** রীতিনীতি ও অভ্যাস সংক্রান্ত বিজ্ঞান বলা হয় কোনটিকে?
উত্তরঃ নৈতিকতা

** সমাজ ও রাষ্ট্রের আদর্শিক ভিত্তি কোনটি?
উত্তরঃ মূল্যবোধ

** মূল্যবোধ ধারণাটি কেমন?
উত্তরঃ পরিবর্তনশীল

** মূল্যবোধের শিক্ষা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা করে, ফলে নিশ্চিত হয়-
উত্তরঃ সুশাসন

** মূল্যবোধ শিক্ষার ফলে কোন দিকটি প্রতিষ্ঠিত হয়ে ধনী-দরিদ্রের বৈষম্য কমে সুশাসন নিশ্চিত করে?
উত্তরঃ আইনের শাসন

** পরিবর্তন-প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে দেখা যায়-
উত্তরঃ আমলাদের মধ্যে

** মূল্যবোধের শিক্ষা কোন ধরনের মর্যাদা প্রতিষ্ঠা করে সুশাসন নিশ্চিত করে?
উত্তরঃ শ্রমের মর্যাদা

** ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও বিশ্বব্যবস্থাকে বিভিন্ন সংকট ও অবক্ষয়ের হাত থেকে রক্ষার উদ্দেশ্যে যে ধারণাটির উদ্ভব হয়-
উত্তরঃ মূল্যবোধের শিক্ষা

** রাষ্ট্র ও সমাজের উন্নতির জন্য কোনটি অত্যাবশ্যক?
উত্তরঃ সুশাসন

** ব্যক্তি বা একজন প্রশাসকের মূল্যবোধ চর্চার মাধ্যমে পূর্ণতা ও বিকাশ লাভ করে কোনটি?
উত্তরঃ সুশাসন

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

** মূল্যবোধ ও সুশাসন ধারণা দুটি কেমন?
উত্তরঃ আধুনিক

** ব্যক্তিগত মূল্যবোধ কোনটিকে লালন করে?
উত্তরঃ স্বাধীনতাকে

** কোনটি সামাজিক মূল্যবোধের ভিত্তি?
উত্তরঃ আইনের শাসন

** মূল্যবোধের শিক্ষা কোন উপায়ে প্রতিফলিত হয়?
উত্তরঃ দৈনন্দিন কাজের মাধ্যমে

** সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি?
উত্তরঃ সহনশীলতা

** মূল্যবোধের সাথে সরাসরি জড়িত-
উত্তরঃ নৈতিকতা

** সমাজ ও জাতীয় আদর্শ গঠনে মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের গুরুত্ব কী?
উত্তরঃ সবগুলো

** সামাজিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করে কোনটি?
উত্তরঃ ক+খ

** সুশাসনের চালিকাশক্তি কোনটি?
উত্তরঃ স্বচ্ছতা

** সুস্থ সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান-
উত্তরঃ মূল্যবোধ

** রাষ্ট্র ও জনগণের মধ্যে সম্পর্ক কেমন হবে তা নির্দেশ করে কোনটি?
উত্তরঃ সুশাসন

** সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার?
উত্তরঃ সামাজিক অধিকার

** নাগরিকদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক কোনটি?
উত্তরঃ সংবিধান

** স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কোনটির বিকল্প নেই?
উত্তরঃ তথ্য অধিকার আইন

** সামাজিক উন্নয়নের বিশেষ দিক কোনটি?
উত্তরঃ নারীর ক্ষমতায়ন

** একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কোনটি নয়?
উত্তরঃ অপরিবর্তনীয় হবে

** বাংলাদেশ কি ধরণের রাষ্ট্র?
উত্তরঃ এককেন্দ্রিক

** কোন ক্রমটি সঠিক?
উত্তরঃ সচিব -> অতিরিক্ত সচিব -> যুগ্ন সচিব -> উপ সচিব

** নিচের কোনটি সম্পূর্ণ দোষমুক্ত রাষ্ট্রব্যবস্থা?
উত্তরঃ কোনটিই নয়

** বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ রয়েছে?
উত্তরঃ ৩টি

** উপজেলা পরিষদ আইন, ২০০৯ এর মতে কোনটি মিথ্যা?
উত্তরঃ দুই-তৃতীয়াংশ সদস্যের অনাস্থা ভোটে পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করা যাবে

** উচাইল গ্রামে বিখ্যাত দি তাপস সার্কাস এসেছে। হবিগঞ্জের উচাইল গ্রামের সিনেমা, থিয়েটার, যাত্রা, সার্কাস, মেলা ইত্যাদির কর কোন প্রতিষ্ঠান আদায় করবে?
উত্তরঃ ইউনিয়ন পরিষদ

** কোনটি মিথ্যা?
উত্তরঃ পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পাহাড়ি এবং বাঙালি উভয়পক্ষের যেকেউ হতে পারবেন

** বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কে?
উত্তরঃ আবুল হাসান মাহমুদ আলী

** বাংলাদেশ জাতীয় সংসদের ১০ম চিফ হুইপ কে?
উত্তরঃ আ স ম ফিরোজ

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

** সমাচার দর্পণ- পত্রিকার সম্পাদক ছিলেন -
উত্তরঃ জন ক্লার্ক মার্শম্যান

** বিভাঃকিরণঃসুবলিতঃ ?
উত্তরঃ সুগঠিত

** নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
উত্তরঃ শুভেচ্ছা

** এ যে আমাদের চেনা লোক - বাক্যে চেনা কোন পদ?
উত্তরঃ বিশেষণ

** গোরাক্ষ বিজয়- কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
উত্তরঃ নাথধর্ম

** জজ সাহেব কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ কর্মধারয়

** জল শব্দের সমার্থক নয় কোনটি?
উত্তরঃ জলধি

** প্রাণদঃজলঃঃমহীজঃ ?
উত্তরঃ গ্রহ

** ঢাকের কাঠি বাগধারার অর্থ কী?
উত্তরঃ মোসাহেব

** নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ নিশীথিনী

** জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ -
উত্তরঃ জন + এক

** পাখি সব করে রব, রাতি পোহাইল পঙ্খক্তির রচয়িতা -
উত্তরঃ মদনমোহন তর্কালংকার

** এ মাটি সোনার বাড়া - এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
উত্তরঃ বিশেষণের অতিশায়ন

** লাঠালাঠি - এটি কোন সমাস?
উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি সমাস

** নষ্ট হওয়ার স্বভাব যার এক কথায় হবে -
উত্তরঃ নশ্বর

** The new offer of job was alluring. Here alluring means -
উত্তরঃ Tempting

** David Copperfield is a/an _____ novel.
উত্তরঃ victorian

** He insisted _____ there.
উত্তরঃ on my going

** What would be the best antonym of hibernate ?
উত্তরঃ Liveliness

** Women are too often _____ by family commitments.
উত্তরঃ constrained

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

** The idiom put up with means -
উত্তরঃ tolerate

** N.B. Stands for -
উত্তরঃ Nota bene

** Cricket enjoys a huge _____ in Bangladesh.
উত্তরঃ following

** Heart : human -
উত্তরঃ Engine : car

** Which is the noun of the word beautiful -
উত্তরঃ Beauty

** The Arabian Nights ____ still a great favourite.
উত্তরঃ is

** Climate is a ____ of the environment.
উত্তরঃ state

** First languages means the ____ language.
উত্তরঃ natural

** She has ____ her hair a beautiful shade of brown.
উত্তরঃ dyed

** ১৭ সে.মি. , ১৫ সে.মি. , ৮ সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে -
উত্তরঃ সমকোণী

** (x/2)+(4/(x+1)) = 2 হলে, x এর মান কত -
উত্তরঃ 3

** দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ,সা,গু ১৩। সংখ্যা দুটির ল,সা,গু কত?
উত্তরঃ ২৬০

** ০, ১, ২, এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল -
উত্তরঃ ২১৮৭

** বৃত্তের ব্যস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
উত্তরঃ ৯ গুণ

** ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, …….. ধারার ১০তম পদ কত?
উত্তরঃ ৫৫

** কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮, এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
উত্তরঃ ৭০

** ১^২+২^২+৩^২+ …….. + ৫০^২ = কত?
উত্তরঃ ৪২৯২৫

** 3x-7y+10 = 0 এবং y-2x-3 = 0 . এর সমাধান -
উত্তরঃ X = -1, y = 1

** যদি a+b = 2, ab = 1 হয় তবে a এবং b এর মান যথাক্রমে -
উত্তরঃ 1, 1

** If two typist can type two pages in two minutes, how many typists will take to type 18 pages in six minutes.
উত্তরঃ 6

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

** “কালাপানি“ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
উত্তরঃ ভারত ও নেপাল

** বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলার নিচু ভূমির (low laপরিমাণ সবচেয়ে বেশি?
উত্তরঃ কিশোরগঞ্জ

** কোনটি জারক পদার্থ নয়?
উত্তরঃ হাইড্রোজেন

** চা পাতায় কোন ভিটামিন থাকে?
উত্তরঃ ভিটামিন ‘বি’ কমপ্লেক্স

** ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তরঃ ১১১টি

** সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?
উত্তরঃ ১৮৬৯

** সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় -
উত্তরঃ পাগ-মার্ক

** মস্তিস্ক কোন তন্ত্রের অন্ত্রে?
উত্তরঃ স্নায়ুতন্ত্রের

** কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?
উত্তরঃ ডিজেল

** আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না?
উত্তরঃ OTTO

** কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
উত্তরঃ জোয়ার-ভাটার স্রোত

** গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্থাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
উত্তরঃ ৯ বর্গ কিলোমিটার

** “অলিভ টারটল“ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
উত্তরঃ সেন্টমার্টিন

** মহাজাগতিক রশ্নির আবিষ্কার -
উত্তরঃ হেস

** ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
উত্তরঃ উন্নত জাতের গমের নাম

** অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
উত্তরঃ অভ্যন্তরীণ প্রতিফলন

** সুনামির (Tsunami) কারণ হলো -
উত্তরঃ সমুদ্র তলদেশের ভূমিকম্প

** কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মাস্তিস্কে থাকে?
উত্তরঃ ০.১ সেকেন্ড

** ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে?
উত্তরঃ কসমিক ইয়ার

** মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তরঃ মেলানিন

@@@@@@@@@@@@@@@@@@@@@@

** সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
উত্তরঃ ৩১ জানুয়ারি ১৯৫২

** যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় -
উত্তরঃ প্যাথজেনিক

** প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক -
উত্তরঃ বেশি হয়

** মাথাপিছু গ্রিণ হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র

** নিচের কোন আপদটি (hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
উত্তরঃ বায়ু দূষণ

** কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ধর্ম ইসলাম?
উত্তরঃ পাঙন

** বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভূক্ত?
উত্তরঃ অস্ট্রিক

** জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো -
উত্তরঃ সুশাসন

** “সুবর্ণ মধ্যক“ হলো -
উত্তরঃ দু’টি চরমপন্থার মধ্যবর্তী পন্থা

** একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো -
উত্তরঃ জনকল্যাণ

** “ডমিনো“ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
উত্তরঃ দক্ষিণ পূর্ব এশিয়া

** লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
উত্তরঃ পুলিশ ব্যবস্থা

** কোলেস্টেরল এক ধরনের -
উত্তরঃ অসম্পৃক্ত এলকোহল

** বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
উত্তরঃ ১২০৪

** নিচের কোনটি ইনপুট ডিভাইস?
উত্তরঃ OMR

** TCP দিয়ে কোনটি বুঝানো হয়?
উত্তরঃ প্রোটোকল

** মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
উত্তরঃ ক ও গ নামক ক্রিয়া

** কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে?
উত্তরঃ Read

** কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
উত্তরঃ Input

** বর্তমান বিশ্বে “নিউ সিস্ক রোড“ এর প্রচবক্তা -
উত্তরঃ চীন

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট -০৪"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে