প্রায় পরীক্ষায় আসা ভারত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী
2.) অবস্থান ➟ এশিয়া মহাদেশের দক্ষিণ গোলার্ধে
3.) অক্ষাংশ অনুসারে ➟ উত্তর গোলার্ধে
4.) দ্রাঘিমা অনুসারে ➟ পূর্ব গোলার্ধে
5.) অক্ষাংশ ➟ 8°4'- 37°6' উত্তর
6.) দ্রাঘিমা ➟ 68°7'- 97°25' পূর্ব
7.) আয়তন ➟ 32,87,263 বর্গকিমী
8.) আয়তনে স্থান ➟ সপ্তম (রাশিয়া, ক্যানডা, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অষ্ট্রেলিয়া, ভারতবর্ষ )
9.) লোকসংখ্যায় স্থান ➟ দ্বিতীয় ( চিন প্রথম)
10.) লোকসংখ্যা ➟ 132 কোটি (2016)
11.) সংবিধানে স্বীকৃত ভাষা ➟ 22 টি
12.) রাজ্য ➟ 29 টি
13.) কেন্দ্রশাসিত অঞ্চল ➟ 7 টি
14.) রাজধানী ➟ দিল্লী
15.) প্রমান দ্রাঘিমা ➟ 82°30' পূর্ব
16.) প্রমান দ্রাঘিমা গিয়েছে ➟ এলাহাবাদ শহরের উপর দিয়ে
17.) কর্কটক্রান্তি রেখা গিয়েছে ➟ 8 টি রাজ্যর মধ্যে দিয়ে (গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম )
18.) জাতীয় প্রতীক ➟ অশোকস্তম্ভ
19.) জাতীয় সংগীত ➟ জনগন মন অধিনায়ক
20.) জাতীয় স্তত্র ➟ বন্দেমাতরম
21.) জাতীয় পশু ➟ বাঘ
22.) জাতীয় পাখি ➟ ময়ূর
23.) জাতীয় ফুল ➟ পদ্ম
24.) জাতীয় নদী ➟ গঙ্গা
25.) জাতীয় বৃক্ষ ➟ বট
26.) জাতীয় নীতিবাক্য ➟ সত্যমেব জয়তে
27.) প্রধান নদী ➟ গঙ্গা
28.) জনঘনত্ব ➟ 382 জন প্রতি বর্গ কিমিতে
29.) শিক্ষার হার ➟ 74.4%
30.) একমাত্র মরুভূমি ➟ থর
31.) ভারতের প্রবেশদ্বার ➟ মুম্বাই
32.) ভারতের মঞ্চেস্টার ➟ আমেদাবাদ
33.) মূলধনের রাজধানী ➟ মুম্বাই
34.) বিজ্ঞান নগরী ➟ বাঙ্গালোর
35.) মশলার বাগান ➟ কেরেলা
36.) গোলাপি শহর ➟ জয়পুর
37.) উদ্দ্যান নগরী ➟ লক্ষ্ণৌ
38.) একই রাজ্যর দুটি রাজধানী ➟ জম্মু কাশ্মির
39.) দুটি রাজ্য ও একটা কেন্দ্রশাসিত অঞ্চল এর একটি রাজধানী ➟ চণ্ডীগড়
40.) সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ➟ বাঙ্গালোর
41.) পৃথিবী এর ভূস্বর্গ বলা হয় ➟ কাশ্মির কে
42.) প্রতিবেশি দেশের সংখ্যা ➟ 9 টি (চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান )
43.) ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য ➟ অন্ধ্রপ্রদেশ
44.) প্রজাতন্ত্র দিবস ➟ 26 সে জানুয়ারি (1950)
45.) স্বাধীনতা দিবস ➟ 15 আগষ্ট (1947)
46.) ভারত থেকে শ্রীলঙ্কা আলাদা হয়েছে ➟ পক্ প্রণালী দ্বারা
47.) ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা ➟ রাডক্লিফ
48.) ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা ➟ দুরান্দ লাইন
49.) ভারত ও চীনের মধ্যে সীমারেখা ➟ মাকমোহন লাইন
50.) সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ➟ চীন
51.) সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ ➟ মালদ্বীপ
52.) সবচেয়ে বেশী বাউণ্ডারি শেয়ার করেছে ➟ বাঙলা দেশের সঙ্গে
53.) সবচেয়ে কম বাউণ্ডারি শেয়ার করেছে ➟ আফ গানিস্তানের সঙ্গে
54.) প্রধান কৃষিজ ফসল ➟ ধান
55.) পুরুষ : স্ত্রী ➟ 1000:940 (2011 সাল অনুযায়ী)
56.) প্রাচীন সড়ক পথ ➟ গ্র্যাণ্ড ট্রঙ্ক রোড
57.) প্রথম সুর্য দেখা যায় ➟ অরুণাচল প্রদেশ
58.) শেষ সুর্য দেখা যায় ➟ গুজরাত
ভারতের সবথেকে বড় এবং ছোট সম্পর্কিত প্রশ্ন উত্তর
1.) সবচেয়ে বড় রাজ্য ➠ রাজস্থান
2.) সবচেয়ে ছোটো রাজ্য ➠ গোয়া
3.) সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল ➠ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
4.) সবচেয়ে ছোটো কেন্দ্রশাসিত অঞ্চল ➠ লাক্ষা দ্বীপ
5.) সবচেয়ে বেশি প্রতিবেশি দেশ স্পর্শকারি রাজ্য ➠ জম্মু কাশ্মির,পশ্চিমবঙ্গ,সিকিম,অরুণাচল প্রদেশ
6.) সবচেয়ে বেশি রাজ্য স্পর্শকারী রাজ্য ➠ উত্তরপ্রদেশ (9 টি)
7.) বৃহত্তম পর্বতমালা ➠ হিমালয়
8.) উচ্চতম পর্বতশৃঙ্গ ➠ গডউইন অস্টিন বা K2 (8,611 মিটার)
9.) সর্বোচ্চ মালভূমি ➠ লাদাখ
10.) সবচেয়ে বেশি জনঘনত্ব ➠ বিহার
11.) সবচেয়ে কম জনঘনত্ব ➠ অরুণাচল প্রদেশ
12.) সবচেয়ে বেশি লোকসংখ্যা ➠ উত্তরপ্রদেশ
13.) সবচেয়ে কম লোকসংখ্যা ➠ সিকিম
14.) সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্য ➠ কেরালা(93.91%)
15.) সবচেয়ে কম শিক্ষিত রাজ্য ➠ বিহার (63.82%)
16.) সবচেয়ে বেশি শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল ➠ লাক্ষাদ্বীপ(92.24%)
17.) সবচেয়ে কম শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল ➠ দাদারা নগর হভেলি (77.64%)
18.) বৃহত্তম বাঁধ ➠ তেহরি বাঁধ (উত্তরাঞ্চল)
19.) উচ্চতম বাঁধ ➠ তেহরি বাঁধ (উত্তরাঞ্চল)
20.) দীর্ঘতম বাঁধ ➠ হিরাকুদ (ওডিশা)
21.) দীর্ঘতম জাতীয় সড়ক পথ ➠ NH7
22.) ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ ➠ NH47
23.) সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ➠ চীন
24.) সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ ➠ মালদ্বীপ
25.) সবচেয়ে বেশী বাউণ্ডারি শেয়ার করেছে ➠ বাংলাদেশ এর সাথে
26.) দীর্ঘতম রেলস্টেশন ➠ গোরখপুর
27.) বৃহত্তম জেলা ➠ গুজরাতের কচ্ছ
28.) খুদ্রতম জেলা ➠ মাহে
29.) সবচেয়ে বেশি লোকসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল ➠ দিল্লি
30.) সবচেয়ে কম জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল ➠ লাক্ষাদ্বীপ
31.) দীর্ঘতম নদী ➠ গাঙ্গা
32.) সবচেয়ে বড় উপনদী ➠ যমুনা
33.) বৃহত্তম মন্দির ➠ শ্রী রঙ্গনাথস্বামী মন্দির (তামিলনাডু)
34.) বৃহত্তম গুহমন্দির ➠ ইলোরা
35.) বৃহত্তম পশুমেলা ➠ শোনপুর (বিহার )
36.) উচ্চতম প্রবেশদ্বার ➠ বুলন্দ দরজা
37.) উচ্চতম বিমান বন্দর ➠ কুশক বাকুলা রিমপোচে (লেহ, লাদাখ)
38.) সর্বাধিক সন্মানজনক অসামরিক পুরষ্কার ➠ ভারতরত্ন
39.) উচ্চতম হিমাবাহ ➠ সিয়াচেন হিমবাহ
40.) দীর্ঘতম হিমবাহ ➠ সিয়াচেন
41.) সর্বাধিক সন্মানিয়ো সামরিক পুরষ্কার ➠ পরম বীর চক্র
42.) উচ্চতম জলপ্রপাত ➠ কুঞ্চিকল (কর্ণাটক)
43.) বৃহত্তম বারান্দা ➠ রামেশ্বর মন্দিরের বারান্দা
44.) বৃহত্তম ঝুলন্তসেতু ➠ হাওড়া সেতু
45.) বৃহত্তম চার্চ ➠ সেণ্ট ক্যাথীদ্রাল (গোয়া )
46.) বৃহত্তম বদ্বীপ ➠ সুন্দরবন
47.) বৃহত্তম গম্বুজ ➠ গোলগম্বুজ (বিজাপুর )
48.) বৃহত্তম গুরুদ্বার ➠ স্বর্ণ মন্দির (পাঞ্জাব)
49.) বৃহত্তম উপহ্রদ ➠ চিল্কা ( ওডিশা)
50.) বৃহত্তম হ্রদ ➠ উলর (মিষ্টি জলের )
51.) বৃহত্তম হ্রদ ➠ চিল্কা (নোনা জলের )
52.) উচ্চতম হ্রদ ➠ ছো লামো (সিকিম)
53.) মানব নির্মিত বৃহত্তম হ্রদ ➠ গোবিন্দ পন্থ সাগর
54.) বৃহত্তম মসজিদ ➠ জামা মসজিদ
55.) বৃহত্তম জাদুঘর ➠ জাতীয় জাদুঘর (কোলকাতা)
56.) ভারতের বৃহত্তম গ্রন্থাগার ➠ ন্যাশনাল লাইব্রেরী (কলকাতা)
57.) বৃহত্তম প্লানেটরিয়াম ➠ বিড়লা প্লানেটরিয়াম (কোলকাতা)
58.) সবচেয়ে জনবহুল শহর ➠ মুম্বাই
59.) বৃহত্তম চিড়িয়াখানা ➠ আলিপুর (কোলকাতা )
60.) দীর্ঘতম সমুর্দ্র সৈকত ➠ মেরীনা (চেন্নাই )
61.) বৃহত্তম কারাগার ➠ তিহাড় (দিল্লি)
62.) বৃহত্তম স্তূপ ➠ সাঞ্চি
63.) সর্বাধিক বৃষ্টি পাত যুক্ত অঞ্চল ➠ মৌসিন রাম
64.) দীর্ঘতম উপকূল ➠ গুজরাত
65.) উচ্চতম রাস্তা ➠ খড় দুংলা
66.) সবচেয়ে বেশি জেলা ➠ উত্তরপ্রদেশ
67.) সবচেয়ে কম জেলা ➠ গোয়া
68.) কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ➠ জয়শালমির
69.) বৃহত্তম নদী দ্বীপ ➠ মজুলি
70.) ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান ➠ বোটানিক্যাল গার্ডেন (শিবপুর, হাওড়া)
71.) ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান ➠ বোটানিক্যাল গার্ডেন (শিবপুর, হাওড়া)
ভারতের প্রথম পুরুষ এবং মহিলা
ভারতের প্রথম (পুরুষ)
১) ভারতের প্রথম গভর্নর জেনারেল ➟ ওয়ারেন হেস্টিংস
২) ভারতের প্রথম ভাইসরয় ➟ লর্ড ক্যানিং
৩) জাতীয় কংগ্রেসের সভাপতি ➟ উমেশচন্দ্র ব্যানার্জি
৪) স্বাধীন ভারতের গভর্নর জেনারেল ➟ লর্ড মউন্টব্যাটেন
৫) স্বাধীন ভারতের গভর্নর জেনারেল (ভারতীয়) ➟ চক্রবর্তী রাজাগপালচারী
৬) আই সি এস উত্তীর্ণ ➟ সুরেন্দ্রনাথ বন্ধ্যোপাধায়
৭) আই সি এস অফিসার ➟ ড. রাজেন্দ্রপ্রসাদ
৮) স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী ➟ পণ্ডিত জওহরলাল নেহেরু
৯) প্রথম নোবেল পুরুস্কার প্রাপক ➟ রবীন্দ্রনাথ ঠাকুর (1913)
১০) মুসলিম রাষ্ট্রপতি ➟ ড. জাকির হুসেন
১১) শিখ রাষ্ট্রপতি ➟ জৈল সিংহ
১২) শিখ প্রধানমন্ত্রী ➟ ড. মনমোহন সিং
১৩) আন্তর্জাতিক আদালতের বিচারপতি ➟ বেনেগাল নারসিং রাও (1952)
১৪) ভারতের প্রথম রাষ্ট্রপতি ➟ রাজেন্দ্র প্রসাদ
১৫) অকংগ্রেসি প্রধানমন্ত্রী ➟ মোরারজি দেশাই
১৬) রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু ➟ ডঃ জাকির হুসেন
১৭) প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যু ➟ সি এন আন্নাদুরাই
১৮) সংসদে অংশগ্রহন না করা প্রধানমন্ত্রী ➟ চরন সিং
১৯) ইংলিশ চ্যানেল অতিক্রমনকারি সাঁতারু ➟ মিহির সেন (1958)
২০) জ্ঞানপীঠ পুরুস্কার প্রাপক ➟ জি শঙ্কর কুরুপ (1965)
২১) লোকসভার অধ্যক্ষ ➟ জি ভি মাভলাঙ্কার
২২) উপরাষ্ট্রপতি ➟ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণ
২৩) শিক্ষামন্ত্রী ➟ মৌলানা আবুল কালাম আজাদ
২৪) উপপ্রধানমন্ত্রী / স্বারাষ্টমন্ত্রী ➟ সর্দার বল্লভভাই প্যাটেল
২৫) চিফ অব দ্য আর্মি স্টাফ ➟ রাজেন্দ্র সিং জাডেজা
২৬) ভারতীয় এয়ার চিফ মার্শাল ➟ সুব্রত মুখার্জী
২৭) চিফ অব দ্য নাভাল স্টাফ ➟ মেজর সোমনাথ শর্মা
২৮) নোবেল পুরুস্কার প্রাপক বিজ্ঞানী ➟ ডঃ সি ভি রমন (পদার্থবিদ্যা, 1930)
২৯) মুখ্য নির্বাচন কমিশনার ➟ সুকুমার সেন
৩০) ম্যাগসেসে পুরুস্কার বিজেতা ➟ আচার্য বিনোবা ভাবে (1958)
৩১) প্রধান বিচারপতি ➟ হরিলাল জে কানিয়া
৩২) ভারতরত্ন প্রাপক বিদেশী ব্যাক্তি ➟ খান আব্দুল গফফর খান (1987)
৩৩) ভারতের প্রথম আকাশচারী ➟ রাকেশ শর্মা (1984)
৩৪) অক্সিজেন সিলিন্ডার ছাড়া মাউন্ট এভারেস্ট আহরণকারী ➟ শেরপা ফু দোরজি
৩৫) অর্থনীতিতে নোবেল পুরুস্কার প্রাপক ➟ অমর্ত্য সেন (1998)
৩৬) ভারতরত্ন পুরুস্কার প্রাপক ➟ ডঃসর্বপল্লী রাধাকৃষ্ণ, সি রাজাগোপালাচারি ও ডঃ সি ভি রমন (1952)
৩৭) ভারতীয় পাইলট ➟ জে আর ডি টাটা (1929)
৩৮) অ্যান্টার্কটিকা বিজয়ী ➟ লেফটেন্যান্ট রামচরন (1960)
৩৯) দক্ষিণ মেরু বিজয়ী ➟ কর্নেল জে কে বাজাজ
৪০) উত্তর মেরু বিজয়ী ➟ জগন্নাথ শ্রীনিবাসারাঘবন
৪১) অস্কার পুরুস্কার প্রাপক (লাইফ টাইম অ্যাচিভমেন্ট) ➟ সত্যজিত রায়
৪২) ভারতরত্ন প্রাপক চলচিত্র পরিচালক ➟ সত্যজিত রায়
৪৩) অস্কার পুরুস্কার প্রাপক সুরকার (দুটি) ➟ এ আর রহমান (স্লামডগ মিলিয়নিয়ার, 2009)
৪৪) অস্কার পুরুস্কার প্রাপক সাউন্ড ইঞ্জিনিয়ার ➟ রাসুল পুকুট্টি (স্লামডগ মিলিয়নিয়ার, 2009)
৪৫) মিস্টার ইউনিভার্স ➟ মনোতোষ রায়
৪৬) মিস্টার ওয়ার্ল্ড ➟ রোহিত খান্ডেলওয়াল
৪৭) অলিম্পিক পদক জয়ী (ব্রোঞ্জ) ➟ কে ডি যাদব (1952, কুস্তি)
৪৮) অলিম্পিক পদক জয়ী (রুপো) ➟ রাজ্যবর্ধন সিং রাঠোর (2004, ডাবল ট্র্যাপ শুটিং)
৪৯) অলিম্পিক পদক জয়ী (সোনা) ➟ অভিনব বিন্দ্রা (2008, এয়ার রাইফেল শুটিং 10 মি)
ভারতের প্রথম (মহিলা)
১) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি — প্রতিভা পাটিল (2007)
২) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী — ইন্দিরা গান্ধী (1966)
৩) ভারতের প্রথম মহিলা রাজ্যপাল — সরোজিনী নাইডু
৪) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী — সুচেতা কৃপালিনী
৫) ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড — রিতা ফারিয়া (1966)
৬) ভারতের প্রথম মিস ইউনিভার্স — সুস্মিতা সেন (1994)
৭) ভারতের প্রথম মিস এশিয়া প্যাসিফিক — জিনাত আমন
৮) ভারতের প্রথম মিস ইন্টারকন্টিনেন্টাল — লারা দত্ত
৯) ভারতের প্রথম মহিলা মিসেস ওয়ার্ল্ড — অদিতি গোয়িত্রিকার
১০) ভারতের প্রথম মিস আর্থ — নিকোলে ফারিয়া
১১) ভারতের প্রথম মহিলা স্নাতক — কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু
১২) ভারতের প্রথম মহিলা স্নাতক (অনার্স) — কামিনী রায়
১৩)ভারতের প্রথম মহিলা স্নাতক — কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু
১৪) ভারতের প্রথম মহিলা এম এ উত্তীর্ণ — চন্দ্রমুখী বসু
১৫) ভারতের প্রথম মহিলা আইনজীবী — কর্নেলিয়া সোরাবজী
১৬) ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি (হাইকোর্ট) — লেয়লা শেঠ।
১৭) ভারতের প্রথম মহিলা বিচারপতি (সুপ্রিম কোর্ট) — এম. ফতিমা বিবি
১৮) ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাঁতারু — আরতি সাহা (1969)
১৯) ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী — রাজকুমারী অমৃতা কৌর
২০) ভারতের প্রথম মহিলা স্পিকার (লোকসভা) — মীরা কুমার (2009)
২১) ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা — বাচেন্দ্রী পাল (1984)
২২) ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার (দাবা) — কোনেরু হাম্পি
২৩) ভারতের প্রথম মহিলা IAS অফিসার — ঈশা বসন্ত যোশী
২৪) ভারতের প্রথম মহিলা IPS অফিসার — কিরন বেদী
২৫) ভারতের প্রথম মহিলা ওলিম্পিক ইভেন্ট ফাইনালিস্ট — পি. টি. উষা
২৬) ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী — মমতা ব্যানার্জী
২৭) ভারতের প্রথম মহিলা রাজ্য পুলিশ ডি.জি. — কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য্য
২৮) ভারতের প্রথম মহিলা পাইলট (এয়ার ফোর্স) — হরিতা কৌর দেওল
২৯) ভারতের প্রথম এশিয়ান গেমসের সোনাজয়ী মহিলা — কমলজিৎ সাঁধু
৩০) ভারতের প্রথম মহিলা ডক্টরেট (বিজ্ঞান) — অসীমা চ্যাটার্জী
৩১) ভারতের প্রথম মহিলা মহাকাশচারী — কল্পনা চাওলা (1997)
৩২) ভারতের প্রথম মহিলা ট্রেন চালক — সুরেখা যাদব
৩৩) ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী — মাদার টেরেসা (1979, শান্তি)
৩৪) ভারতের প্রথম প্রতিবন্ধী এভারেস্ট জয়ী মহিলা — অরুনিমা সিনহা
ভারতের অভয়ারন্য ও জাতীয় উদ্দান
1. জালদাপাড়া অভয়ারণ্য ➟ জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ
2. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ➟ জোরহাট, আসাম
3. সোনাই-রূপাই অভয়ারণ্য ➟ আসাম
4. কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ➟ গ্যাংটক, সিকিম
5. চন্দ্রপ্রভা অভয়ারণ্য ➟ উত্তরপ্রদেশ
6. ঘানা পাখিরালয় অভয়ারণ্য ➟ ভরতপুর, রাজস্থান
7. দাচিগ্রাম অভয়ারণ্য ➟ জম্মু ও কাশ্মীর
8. আচানাকমার অভয়ারণ্য ➟ ছত্তিশগড়
9. গৌতম বুদ্ধ অভয়ারণ্য ➟ বিহার
10. ভিতরকনিকা অভয়ারণ্য ➟ ওডিশা
11. নলবন পক্ষী অভয়ারণ্য ➟ ওডিশা
12. মালাবার অভয়ারণ্য ➟ কেরল
13. ভালভাডোর জাতীয় উদ্যান ➟ গুজরাট
14. গির জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ➟ গুজরাট
15. মেরিন জাতীয় উদ্যান ➟ গুজরাট
16. নাগারহোল জাতীয় উদ্যান ➟ কর্ণাটক
17. বানারঘাটা জাতীয় উদ্যান ➟ কর্ণাটক
18. ভদ্রা অভয়ারণ্য ➟ কর্ণাটক
19. দান্দেলি অভয়ারণ্য ➟ কর্ণাটক
20. তুঙ্গভদ্রা অভয়ারণ্য ➟ কর্ণাটক
21. ভেদান্থাঙ্গল পক্ষী অভয়ারণ্য ➟ তালিমনাড়ু
22. গান্ধি সাগর অভয়ারণ্য ➟ মধ্যপ্রদেশ
23. পাঁচমারি অভয়ারণ্য ➟ মধ্যপ্রদেশ
24. বান্ধবগড় জাতীয় উদ্যান ➟ মধ্যপ্রদেশ
25. করবেট ন্যাশানাল পার্ক ➟ উত্তরাখন্ড
বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্ব নাম
1. ভারতবর্ষ ➟ জম্বুদ্বীপ
2. দক্ষিণ ভারত ➟ দাক্ষিণাত্য
3. উত্তর ভারত ➟ আর্যাবর্ত
4. উত্তরবঙ্গ ➟ পুন্ড্র
5. পূর্ববঙ্গ ➟ সমতট
6. দিল্লি ➟ ইন্দ্রপ্রস্থ, হস্তিনাপুর
7. পুরোনো দিল্লি ➟ শাহাজাহানাবাদ
8. মহারাষ্ট্র ➟ বিদর্ভ
9. গুজরাট ➟ সৌরাষ্ট্র
10. আসাম ➟ কামরূপ
11. ওডিশা ➟ কলিঙ্গ / উৎকল
12. কর্ণাটক ➟ মহিশূর
13. দক্ষিণ বিহার ➟ মগধ
14. উত্তর বিহার ➟ ভাজ্জি
15. পূর্ব বিহার ➟ অঙ্গ
16. পাটনা ➟ পাটালিপুত্র
17. বাংলা ➟ গৌড়বঙ্গ
18. বেঙ্গালুরু ➟ ব্যাঙ্গালোর
19. মুম্বাই ➟ বোম্বে
20. চেন্নাই ➟ মাদ্রাজ
21. রাজস্থান ➟ রাজপুতানা
22. পাঞ্জাব ➟ পৌরব
23. কলকাতা ➟ আলিনগর
24. জয়পুর ➟ মৎস্য
25. এলাহাবাদ ➟ বৎস্য
26. অযোধ্যা ➟ কোশল
27. আমেদাবাদ ➟ কর্ণাবতী
28. রাজগির ➟ রাজগৃহ
29. কাশ্মীর ➟ তক্ষশীলা
30. তমলুক ➟ তাম্রলিপ্ত
31. বাঁকুড়া ➟ মল্লভুমি
32. মালয় ➟ অবন্তি
33. মিজোরাম ➟ লুসাই হিলস
34. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ➟ শহীদ ও স্বরাজ দ্বীপপুঞ্জ
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রায় পরীক্ষায় আসা ভারত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী "
Post a Comment