সাধারণ জ্ঞান ১০০টী এম সি কিউ প্রশ্ন-উত্তর -১
1. ক. বর্ডার গার্ড বাংলাদেশ
2. খ. বর্ডার রাইফেলস গার্ড
3. গ. বর্ডার অপারেশন ফ্রন্ট
4. ঘ. বাংলাদেশ বর্ডার গার্ড
উত্তরঃ ক
২।প্রশ্নঃ নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমী অবস্থিত ?
1. ক. ঢাকার সাভারে
2. খ. খুলনার রূপসায়
3. গ. চট্টগামের জলদিয়ায়
উত্তরঃ গ
৩।প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) -এ প্রথম নারী সেনা নিয়োগ দেয়া হয় কোন সালে?
1. ক. ২০১২
2. খ. ২০১৪
3. গ. ২০১১
4. ঘ. ২০১৫
উত্তরঃ ঘ
৪।প্রশ্নঃ বাংলাদেশের নৌবাহিনীর সদরদপ্তর কোথায় ?
1. ক. ঢাকা
2. খ. চট্টগ্রাম
3. গ. যশোর
4. ঘ. খুলনা
উত্তরঃ ক
৫।প্রশ্নঃ বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ -
1. ক. জেনারেল
2. খ. লেফটেন্যান্ট জেনারেল
3. গ. ফিল্ড মার্শাল
4. ঘ. ভাইস-এডমিরাল
উত্তরঃ ক
৬।প্রশ্নঃ বর্তমান আইন-শৃঙখলা রক্ষায় নবগঠিত র্যাব এর পূর্ব নাম কি ছিল ?
1. ক. সিআইডি
2. খ. র্যাট
3. গ. নিব
4. ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
৭।প্রশ্নঃ বাংলাদেশ সশস্ত্রবাহিনীর কোন পর্যায়ের উপাধি 'অ্যাডমিরাল' ?
1. ক. সেনাবাহিনী
2. খ. পুলিশ বাহিনী
3. গ. বিমানবাহিনী
4. ঘ. নৌবাহিনী
উত্তরঃ ঘ
৮।প্রশ্নঃ বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানের পদবি 'এয়ার মার্শাল' থেকে 'এয়ার ভাইস মার্শাল'- এ উন্নীত করা হয় কবে?
1. ক. ১৭ জানুয়ারি ২০১৬
2. খ. ১৪ জানুয়ারি ২০১৬
3. গ. ১২ জানুয়ারি ২০১৬
4. ঘ. ৯ জানুয়ারি ২০১৬
উত্তরঃ ক
৯।প্রশ্নঃ সেনাবাহিনীতে নিচের চারটি পদের কোনটি সর্বোচ্চ ?
1. ক. বিগ্রেডিয়ার জেনারেল
2. খ. লেফটেনেন্ট জেনারেল
3. গ. মেজর জেনারেল
4. ঘ. লেফটেনেন্ট কর্ণেল
উত্তরঃ খ
১০।প্রশ্নঃ সামরিক শাসন জারি হলে জনগণের -
1. ক. সার্বভৌমত্ব থাকে না
2. খ. সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে
3. গ. সার্বভৌমত্ব উহ্য থাকে
4. ঘ. সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে না
উত্তরঃ গ
১১।প্রশ্নঃ নিচের কোনটি বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী নয়? (Which one is not a Defence Service in Bangladesh ?)
1. ক. সেনাবাহিনী (Army)
2. খ. নৌবাহিনী (Navy)
3. গ. বিডিআর (BDR)
4. ঘ. None of these
উত্তরঃ গ
১২।প্রশ্নঃ বাংলাদেশের পুলিশ আইন প্রণিত হয় -
1. ক. ১৮৫৪ সালে
2. খ. ১৮৬১ সালে
3. গ. ১৯৪৭ সালে
4. ঘ. ২০০১ সালে
উত্তরঃ খ
১৩।প্রশ্নঃ বঙ্গ-ভারত উপমহাদেশের প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন ?
1. ক. মিবার্ড
2. খ. সম্রাট আকবর
3. গ. লর্ড ক্যানিং
4. ঘ. সম্রাট শাহ্জাহান
উত্তরঃ গ
১৪।প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান কে?
1. ক. আবু বেলাল মোহাম্মদ শফিউল ইসলাম
2. খ. আবু এসরার
3. গ. ইকবাল করিম ভূইয়া
4. ঘ. মাসুদ রাজ্জাক
উত্তরঃ ক
১৫।প্রশ্নঃ পালকি, অরুণ আলো, আকাশপ্রদীপ, রাঙাপ্রভাত, মেঘদূত ও ময়ূরপঙ্খী এগুলো কি?
1. ক. বিমান বহরের উড়োজাহাজ
2. খ. বেগুনের কয়েকটি জাত
3. গ. নৌবহরের জাহাজ
4. ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
১৬।প্রশ্নঃ পুলিশের ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য যে সেল গঠন করা হয়েছে তার নাম কি ?
1. ক. সেন্টাল ইন্টেলিজেন্স
2. খ. সিকিউরিটি সেল
3. গ. র্যাট
4. ঘ. কাউন্টার ইন্টেলিজেন্স
উত্তরঃ ঘ
১৭।প্রশ্নঃ ১০ জানুয়ারি ২০১৬ বাংলাদেশ নৌবাহিনীতে কোন দুটি যুদ্ধজাহাজ যুক্ত হয়?
1. ক. স্বাধীনতা ও পালকি
2. খ. প্রত্যয় ও অরুণ আলো
3. গ. স্বাধীনতা ও প্রত্যয়
4. ঘ. স্বাধীনতা ও মেঘদূত
উত্তরঃ গ
১৮।প্রশ্নঃ বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায়?
1. ক. ঢাকা
2. খ. চট্টগ্রাম
3. গ. যশোর
4. ঘ. রাজশাহী
উত্তরঃ গ
১৯।প্রশ্নঃ বাংলাদেশ 'র্যা ব' -এর প্রতিশব্দ কি ?
1. ক. রেড আর্মি ব্রিগেড
2. খ. র্যা পিড আর্মি ব্যাটালিয়ন
3. গ. র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন
4. ঘ. র্যা পিড অ্যাকশন ব্রিগেড
উত্তরঃ গ
২০।প্রশ্নঃ বাংলাদেশের দেশরক্ষা বাহিনীর সংগঠন বিভক্ত -
1. ক. দু ভাগে
2. খ. পাঁচ ভাগে
3. গ. চার ভাগে
4. ঘ. তিন ভাগে
উত্তরঃ ঘ
২১।প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় ?
1. ক. ১২ নভেম্বর, ১৯৯৭
2. খ. ২ ডিসেম্বর, ১৯৯৭
3. গ. ১৬ ডিসেম্বর, ১৯৯৭
4. ঘ. ২৫ ডিসেম্বর, ১৯৯৭
উত্তরঃ খ
২২।প্রশ্নঃ চুক্তি অনুযায়ী বেরুবাড়ির বদলে ভারত থেকে কোন স্থানটি বাংলাদেশের পাবার কথা?
1. ক. করিমগঞ্জ
2. খ. পেট্টাপোল
3. গ. বনগাঁ
4. ঘ. তিন বিঘা
উত্তরঃ ঘ
২৩।প্রশ্নঃ উপজাতিদের প্রতিনিধি হিসেবে কে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন ?
1. ক. মানবেন্দ্র নারায়ণ লারমা
2. খ. রাজা দেবাশীষ রায়
3. গ. সন্তু লারমা
4. ঘ. বীণা চাকমা
উত্তরঃ গ
২৪।প্রশ্নঃ ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চ কার নেতৃতে পরিচালিত হয় ?
1. ক. অধ্যাপক গোলাম আযম
2. খ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
3. গ. মওলানা তর্কবাগীস
4. ঘ. অধ্যাপক মুজাফফর আহমেদ
উত্তরঃ খ
২৫।প্রশ্নঃ পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষর করেন ?
1. ক. মনবেন্দ্র নারায়ন লারমা
2. খ. রাজা দেবাশীষ রায়
3. গ. জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা
4. ঘ. মনি স্বপন দেওয়ান
উত্তরঃ গ
২৬।প্রশ্নঃ বাংলাদেশ-ভারত পানিচুক্তি (গঙ্গার পানিবন্টন চুক্তি) স্বাক্ষরিত হয়েছে কবে ?
1. ক. ১২ ডিসেম্বর, ১৯৯৫
2. খ. ২৬ মার্চ, ১৯৯৬
3. গ. ১২ ডিসেম্বর, ১৯৯৬
4. ঘ. ২৬ মার্চ, ১৯৯৭
উত্তরঃ গ
২৭।প্রশ্নঃ ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
1. ক. ঢাকা
2. খ. দিল্লী
3. গ. কলকাতা
4. ঘ. সিমলা
উত্তরঃ খ
২৮।প্রশ্নঃ কোন তারিখে ভারত-বাংলাদেশ পানি চুক্তি কার্যকর হয়?
1. ক. ১২ ডিসেম্বর, ১৯৯৬
2. খ. ২৪ ডিসেম্বর, ১৯৯৬
3. গ. ৩১ ডিসেম্বর, ১৯৯৬
4. ঘ. ১ জানুয়ারি, ১৯৯৭
5. ঙ. ১২ ডিসেম্বর, ১৯৯৭
উত্তরঃ ক
২৯।প্রশ্নঃ ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
1. ক. ২৪.৭ কিলোমিটার
2. খ. ২১.০ কিলোমিটার
3. গ. ১৯.৩ কিলোমিটার
4. ঘ. ১৬.৫ কিলোমিটার
উত্তরঃ ঘ
৩০।প্রশ্নঃ এখন পর্যন্ত ফারাক্কার ওপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ?
1. ক. ২
2. খ. ৩
3. গ. ৪
4. ঘ. ৫
উত্তরঃ ঘ
৩১।প্রশ্নঃ বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
1. ক. ১৯৯৯
2. খ. ২০০০
3. গ. ২০০১
4. ঘ. ২০০২
উত্তরঃ খ
৩২।প্রশ্নঃ ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?
1. ক. ১৯৭১ সালের ২৬ মার্চ
2. খ. ১৯৭২ সালের ১৯ মার্চ
3. গ. ১৯৭২ সালের ১০ জানুয়ারি
4. ঘ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
উত্তরঃ খ
৩৩।প্রশ্নঃ বহুল আলোচিত 'টিফা' চুক্তির বিষয় -
1. ক. বাণিজ্য ও বিনিয়োগ
2. খ. অস্ত্র ও বিনিয়োগ
3. গ. যৌথ সামরিক মহড়া ও বাণিজ্য
4. ঘ. সন্ত্রাস দমন ও আর্থিক সাহায্য
5. ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক
৩৪।প্রশ্নঃ ফারাক্কা বাঁধ চালু হয় কবে?
1. ক. ১৯৭৫
2. খ. ১৯৬৯
3. গ. ১৯৭০
4. ঘ. ১৯৭৩
উত্তরঃ ক
৩৫।প্রশ্নঃ ১৯৯৭ সালের ২ ডিসেম্বরে আমাদের প্রধান স্বরণীয় ঘটনা কি ?
1. ক. যমুনা সেতু উদ্বোধন
2. খ. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি
3. গ. মাগুরছড়ায় গ্যাস বিস্ফোরণ
4. ঘ. কুয়ালালামপুরে কেনিয়াকে ক্রিকেট খেলায় পরাজিত করা
উত্তরঃ খ
৩৬।প্রশ্নঃ Extradition Treaty হল -
1. ক. উত্তর মেরু চুক্তি
2. খ. অপরাধী প্রত্যর্পণ চুক্তি
3. গ. পরিবেশ দূষণ সংক্রান্ত চুক্তি
4. ঘ. তৈল গ্যাস আহরণ চুক্তি
উত্তরঃ খ
৩৭।প্রশ্নঃ ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
1. ক. দার্জিলিং
2. খ. কলকাতা
3. গ. নয়াদিল্লী
4. ঘ. ঢাকা
উত্তরঃ গ
৩৮।প্রশ্নঃ বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি আইনে ভারতের রাষ্ট্রপতি স্বাক্ষর করে কবে?
1. ক. ২৮ মে ২০১৫
2. খ. ২৬ জুন ২০১৫
3. গ. ১৫ মে ২০১৫
4. ঘ. ৩০ মে ২০১৫
উত্তরঃ ক
৩৯।প্রশ্নঃ ভারত-বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয় ?
1. ক. ১৬ মে,১৯৭৪
2. খ. ১৭ মে,১৯৭৪
3. গ. ১৬মে,১৮৭৫
4. ঘ. ১৭ মে,১৯৭৫
উত্তরঃ ক
৪০।প্রশ্নঃ বাংলাদেশের কোন নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মান করেছে?
1. ক. যমুনা
2. খ. মেঘনা
3. গ. গঙ্গা
4. ঘ. পদ্মা
উত্তরঃ ঘ
৪১।প্রশ্নঃ বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়ী হয়েছে ?
1. ক. ভারত
2. খ. জিম্বাবুয়ে
3. গ. পাকিস্তান
4. ঘ. কেনিয়া
উত্তরঃ ঘ
৪২।প্রশ্নঃ 'মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি' গানটির শিল্পী কে?
1. ক. সৈয়দ আবদুল হাদী
2. খ. খান আতাউর রহমান
3. গ. রুনা লায়লা
4. ঘ. আপেল মাহমুদ
উত্তরঃ ঘ
৪৩।প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেট বোলিং এ বাংলাদেশের সেরা পারফরমারকে ?
1. ক. মাশরাফি
2. খ. তাপস
3. গ. আফতাব
4. ঘ. মঞ্জুরুল
উত্তরঃ ক
৪৪।প্রশ্নঃ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ লাভ করেন কতজন?
1. ক. ১৫ জন
2. খ. ১৪ জন
3. গ. ১১ জন
4. ঘ. ৯ জন
উত্তরঃ গ
৪৫।প্রশ্নঃ ''ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা" গানটির রচয়িতা কে?
1. ক. রবীন্দ্রনাথ ঠাকুর
2. খ. দিজেন্দ্র লাল রায়
3. গ. অতুল প্রসাদ
4. ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ
৪৬।প্রশ্নঃ বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন ?
1. ক. আকরাম খান
2. খ. আমিনুল ইসলাম
3. গ. নাঈমুর রহমান
4. ঘ. খালেদ মাসুদ
5. ঙ. মোহাম্মদ আশফুল
উত্তরঃ গ
৪৭।প্রশ্নঃ প্রখ্যাত কবি রফিক আজাদ কবে মৃত্যুবরণ করেন?
1. ক. ১৬ মার্চ ২০১৬
2. খ. ১২ মার্চ ২০১৬
3. গ. ১৮ মার্চ ২০১৬
4. ঘ. ২২ মার্চ ২০১৬
উত্তরঃ খ
৪৮।প্রশ্নঃ 'From Rebel to Founding Father: Sheikh Mujibur Rahman' গ্রন্থটির রচয়িতা কে?
1. ক. কামাল চৌধুরী
2. খ. আনিসুজ্জামান
3. গ. সেলিনা হোসেন
4. ঘ. সৈয়দ বদরুল আহসান
উত্তরঃ ঘ
৪৯।প্রশ্নঃ মাইজভান্ডারী বাংলাদেশে কোন অঞ্চলের গান -
1. ক. সিলেট
2. খ. রংপুর
3. গ. ময়মনসিংহ
4. ঘ. চট্টগ্রাম
উত্তরঃ ঘ
৫০।প্রশ্নঃ 'ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়' গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী -
1. ক. আবদুল লতিফ
2. খ. আবদুল করিম
3. গ. লুৎফর রহমান
4. ঘ. হসান আলী
5. ঙ. আবদুল আলীম
উত্তরঃ ক
৫১।প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নিউরো সার্জন অধ্যাপক রশিদ উদ্দিন আহমদ কবে মৃত্যুবরণ করেন?
1. ক. ২৯ মার্চ ২০১৬
2. খ. ১৯ মার্চ ২০১৬
3. গ. ৯ মার্চ ২০১৬
4. ঘ. ৩০ মার্চ ২০১৬
উত্তরঃ খ
৫২।প্রশ্নঃ বাংলাদেশ প্রথম কোন সালে অলিম্পিক অংশগ্রহণ করে ?
1. ক. ১৯৮৪
2. খ. ২০০০
3. গ. ১৯৯৬
4. ঘ. ১৯৭২
উত্তরঃ ক
৫৩।প্রশ্নঃ ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে ?
1. ক. ২০০০
2. খ. ২০০১
3. গ. ১৯৯৯
4. ঘ. ১৯৯৮
উত্তরঃ ক
৫৪।প্রশ্নঃ 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী' রচনাটি -
1. ক. আবুল হাসানের একটি কবিতা ও গান
2. খ. সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা পরে গান
3. গ. আল মাহমুদের একটি কবিতা
4. ঘ. আলতাফ মাহমুদ রচিত কবিতা ও গান
উত্তরঃ খ
৫৫।প্রশ্নঃ 'ভাওয়াইয়া' কোন অঞ্চলের লোকসঙ্গীত?
1. ক. রাজশাহী
2. খ. রংপুর
3. গ. কুষ্টিয়া
4. ঘ. ময়মনসিংহ
উত্তরঃ খ
৫৬।প্রশ্নঃ কার উক্তি 'বল বীর চির উন্নত মম শির' ?
1. ক. কাজী নজরুল ইসলাম
2. খ. রবীন্দ্রনাথ ঠাকুর
3. গ. সত্যেন্দ্রনাথ দত্ত
4. ঘ.কায়কোবাদ
উত্তরঃ ক
৫৭।প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্যা ম্যাচ হন -
1. ক. আমিনুল ইসলাম
2. খ. মেহরাব হোসেন অপি
3. গ. হাসিবুল হোসেন শান্ত
4. ঘ. মিনহাজুল আবেদিন নান্নু
উত্তরঃ ঘ
৫৮।প্রশ্নঃ স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?
1. ক. জয়যাত্রা
2. খ. মুক্তির গান
3. গ. ওরা ১১ জন
4. ঘ. লাল সবুজ
উত্তরঃ গ
৫৯।প্রশ্নঃ কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশী শুটারের নাম কি ?
1. ক. আসিক
2. খ. আশরাফ
3. গ. আসিফ
4. ঘ. ফাতেমা
উত্তরঃ গ
৬০।প্রশ্নঃ 'আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন' গানটির রচয়িতা -
1. ক. গাজী মাজহারুল আনোয়ার
2. খ. খান আতাউর রহমান
3. গ. মোহাম্মদ মনিরুজ্জামান
4. ঘ. মোহাম্মদ রফিকুজ্জামান
উত্তরঃ গ
৬১।প্রশ্নঃ ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায়--
1. ক. ১০০-২০০ কি.মি
2. খ. ৩০০-৪০০ কি.মি
3. গ. ৭০০-৮০০ কি.মি
4. ঘ. ৯০০-১০০০ কি.মি
উত্তরঃ গ
৬২।প্রশ্নঃ কোন কোন মাসে কাল-বৈশাখী ঝড় হয়?
1. ক. ফাল্গুন-চৈত্র
2. খ. চৈত্র-বৈশাখ
3. গ. বৈশাখ-জৈষ্ঠ
4. ঘ. বৈশাখ
উত্তরঃ খ
৬৩।প্রশ্নঃ শীতকাল কোন দুইটি মাস ?
1. ক. কার্তিক-অগ্রহায়ণ
2. খ. অগ্রহায়ণ -পৌষ
3. গ. পৌষ-মাঘ
4. ঘ. মাঘ-ফাল্গুন
উত্তরঃ গ
৬৪।প্রশ্নঃ When did Sidr hit Bangladesh?/বাংলাদেশে সিডর (Sidr) কখন আঘাত হানে?
1. ক. 15 Nov, 2007
2. খ. 16 Nov, 2007
3. গ. 17 Nov, 2007
4. ঘ. 18 Nov, 2007
5. ঙ . None of them
উত্তরঃ ক
৬৫।প্রশ্নঃ What is the meaning of 'Sidr'?/'সিডর' শব্দের অর্থ কি?
1. ক. Cyclone/ঘূর্ণিঝড়
2. খ. Eye/চোখ
3. গ. Ear/কান
4. ঘ. Wind/বাতাস
5. ঙ . Storm/ঝড়
উত্তরঃ খ
৬৬।প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
1. ক. দিনাজপুর
2. খ. কক্সবাজার
3. গ. চট্টগ্রাম
4. ঘ. সিলেট
উত্তরঃ ঘ
৬৭।প্রশ্নঃ বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত?
1. ক. ৩০°সেঃ
2. খ. ২৬°সেঃ
3. গ. ২৫°সেঃ
4. ঘ. ২৭°সেঃ
উত্তরঃ খ
৬৮।প্রশ্নঃ বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
1. ক. জানুয়ারি
2. খ. ফেব্রুয়ারি
3. গ. ডিসেম্বর
4. ঘ. নভেম্বর
উত্তরঃ ক
৬৯।প্রশ্নঃ বাংলাদেশের বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয় ?
1. ক. ৪০%
2. খ. ৬০%
3. গ. ৮০%
4. ঘ. ২০%
উত্তরঃ গ
৭০।প্রশ্নঃ নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত ?
1. ক. ৭৫ . ৮ %
2. খ. ৭৮ . ১ %
3. গ. ৭৯ . ২ %
4. ঘ. প্রায় ৮০ %
উত্তরঃ খ
৭১।প্রশ্নঃ ঘূর্ণিঝড় 'কোমেন' বাংলাদেশে আঘাত হানে কবে?
1. ক. ২৬ জুলাই ২০১৫
2. খ. ২৮ জুলাই ২০১৫
3. গ. ৩০ জুলাই ২০১৫
4. ঘ. ১ আগস্ট ২০১৫
উত্তরঃ গ
৭২।প্রশ্নঃ ঘূর্ণিঝড় 'রোয়ানু' কবে বাংলাদেশে আঘাত হানে?
1. ক. ১৫ মে ২০১৬
2. খ. ১৮ মে ২০১৬
3. গ. ২১ মে ২০১৬
4. ঘ. ২৩ মে ২০১৬
উত্তরঃ গ
৭৩।প্রশ্নঃ প্রাকৃতিক দুর্যোগ ব্যাবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যাবস্থা গ্রহন সবচেয়ে ফলপ্রসূ হবে?
1. ক. কমিউনিটি পর্যায়ে
2. খ. জাতীয় পর্যায়ে
3. গ. আঞ্চলিক পর্যায়ে
4. ঘ. উপজেলা পর্যায়ে
উত্তরঃ ক
৭৪।প্রশ্নঃ স্পারসো কি ?
1. ক. মহাকাশ গবেষণাকারী বেসরকারী সংস্থা
2. খ. ভূ-উপগ্রহ
3. গ. মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা
4. ঘ. একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি
উত্তরঃ গ
৭৫।প্রশ্নঃ বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় -
1. ক. উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে
2. খ. সমুদ্র বায়ুর প্রভাবে
3. গ. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে
4. ঘ. নিরক্ষীয় বায়ুর প্রভাবে
উত্তরঃ ক
৭৬।প্রশ্নঃ কালাজ্বরের জীবাণুবাহী কোন মাছি?
1. ক. ঘরের মাছি
2. খ. গ্রীনবটল ফ্লাই
3. গ. বালিমাছি
4. ঘ. ডিয়ার ফ্লাই
উত্তরঃ গ
৭৭।প্রশ্নঃ বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?
1. ক. ৩০%
2. খ. ৪০%
3. গ. ৫০%
4. ঘ. ৬০%
উত্তরঃ ক
৭৮।প্রশ্নঃ বাংলাদেশের জলবায়ুর নাম কি ?
1. ক. নাতিশীতোষ্ণ
2. খ. নিরক্ষীয়
3. গ. ক্রান্তীয়
4. ঘ. ক্রান্তীয় মৌসুমী
উত্তরঃ ঘ
৭৯।প্রশ্নঃ নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত ?
1. ক. ট্রপিক অব ক্যাপ্রিকন
2. খ. ট্রপিক অব ক্যানসার
3. গ. ইকুয়েটর
4. ঘ. আর্কটিক সার্কেল
উত্তরঃ খ
৮০।প্রশ্নঃ বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ (প্রায়) কত?
1. ক. ২৯০ সে.মি.
2. খ. ১৮০ সে.মি.
3. গ. ১২০ সে.মি.
4. ঘ. ২০৩ সে.মি.
উত্তরঃ ঘ
৮১।প্রশ্নঃ বাংলাদেশে ধাতব মুদ্রা কবে থেকে চালু হয় ?
1. ক. ১ লা মার্চ, ১৯৭২ সাল
2. খ. ২ ফেব্রুয়ারি,১৯৭২ সাল
3. গ. ৪ জানুয়ারি, ১৯৭৩ সাল
4. ঘ. ১২ জুন, ১৯৭৩ সাল
উত্তরঃ গ
৮২।প্রশ্নঃ নিচের কোনটি ক্রেডিট কার্ড কোম্পানি নয় ? (Which company below is not credit card company ?)
1. ক. Visa
2. খ. Master Card
3. গ. Dinners club
4. ঘ. American express
উত্তরঃ গ
৮৩।প্রশ্নঃ বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বৃহত্তম বাজার কোন দেশ?
1. ক. সৌদি আরব
2. খ. জাপান
3. গ. যুক্তরাষ্ট্র
4. ঘ. চীন
উত্তরঃ গ
৮৪।প্রশ্নঃ নোবেল বিজয়ী ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের সুচনাপর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম -
1. ক. হালিমা বেগম
2. খ. সুফিয়া বেগম
3. গ. শরিফা বেগম
4. ঘ. সুরাইয়া বেগম
5. ঙ. খাদিজা বেগম
উত্তরঃ খ
৮৫।প্রশ্নঃ Who is the founder of classical economics ?
1. ক. Paul Samuelson
2. খ. Adam Smith
3. গ. David Ricardo
4. ঘ. J.M. Keynes
উত্তরঃ ক
৮৬।প্রশ্নঃ বাংলাদেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রথম প্রবর্তিত হয় কখন ?(Value-added tax (Tax) in Bangladesh was introduced on -)
1. ক. 1st July, 1990
2. খ. 2nd June, 1988
3. গ. 13 July, 1992
4. ঘ. 1st July, 1991
5. ঙ. None of these
উত্তরঃ ঘ
৮৭।প্রশ্নঃ বর্তমান আদমজী নামটি বাংলাদেশের কোন বিষয় সম্পর্কিত ?(What is the name 'adamjee' currently associated with in Bangladesh ?)
1. ক. Sugar Mill
2. খ. Landfill
3. গ. Paper Mill
4. ঘ. Reserve
5. ঙ. Export Processing zone
উত্তরঃ ঙ
৮৮।প্রশ্নঃ ডি.এস.ই ছাড়া বাংলাদেশের অপর স্টক এক্সচেঞ্জটির নাম কি ? (Apart from DSE, which is the other Stock Exchange of Bangladesh ?)
1. ক. Syllhet Stock Exchange
2. খ. Karnaphuli Stock Exchange
3. গ. Chittagong Stock Exchange
4. ঘ. Khulna Stock Exchange
5. ঙ. Securities & Exchange Commission
উত্তরঃ গ
৮৯।প্রশ্নঃ প্রতিবছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে -
1. ক. ইউএনডিপি
2. খ. আঙ্কটাড
3. গ. বিশ্বব্যাংক
4. ঘ. ডব্লিউটিও
উত্তরঃ খ
৯০।প্রশ্নঃ CAMEL rating is a system that -
1. ক. Assigns a numerical rating to banks (ব্যাংকগুলোর সংখ্যাসূচক শ্রেণীবিন্যাস)
2. খ. Ranks camels according to their quality (গুণাগুন অনুসারে উটদের শ্রেণীবিন্যস্ত করা)
3. গ. Ranks camels according to their price (মূল্য অনুসারে উটদের শ্রেণীবিন্যস্ত করা)
4. ঘ. Allows banks to operate in a developing country (উন্নইয়নশীল দেশগুলোতে ব্যাংকগুলোকে তার কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়)
5. ঙ. None of these
উত্তরঃ ক
৯১।প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশের ব্যাংক হার কত? (Which is the current Bank Rate in Bangladesh?)
1. ক. 5 %
2. খ. 6 %
3. গ. 7 %
4. ঘ. 8 %
উত্তরঃ ক
৯২।প্রশ্নঃ মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য - (What is the main objective of the devaluation of currency?)
1. ক. আমদানি বৃদ্ধি করা (To increase import)
2. খ. ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা (To increase purchasing capacity)
3. গ. রপ্তানি বৃদ্ধি করা (To increase export)
4. ঘ. মুদ্রার সরবরাহ বৃদ্ধি (To increase money supply)
উত্তরঃ গ
৯৩।প্রশ্নঃ বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যেক্তা?
1. ক. চাটার্ড ব্যাংক
2. খ. ন্যাশনাল ব্যাংক
3. গ. গ্রামীণ ব্যাংক
4. ঘ. এবি ব্যাংক
উত্তরঃ গ
৯৪।প্রশ্নঃ মুদ্রা বাজার কাকে বলে ?
1. ক. যে বাজারে ঋণ হিসাবে অর্থের লেনদেন হয়
2. খ. যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ঋণের লেনদেনের কারবার করে তাদের সমষ্টি
3. গ. যে বাজারে শেয়ার-ডিবেঞ্চার প্রভৃতি লেনদেন হয়
4. ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
৯৫।প্রশ্নঃ কোনটি রাষ্ট্রয়াত্ত ব্যাংক নয় ?
1. ক. সোনালী ব্যাংক
2. খ. জনতা ব্যাংক
3. গ. অগ্রণী ব্যাংক
4. ঘ. উত্তরা ব্যাংক
উত্তরঃ ঘ
৯৬।প্রশ্নঃ ২০১৩-১৪ কর বর্ষের আয়কর বিবরণীর ভিত্তিতে শীর্ষ করদাতা কোম্পানির নাম কি?
1. ক. জনতা ব্যাংক
2. খ. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.
3. গ. গ্রামীণফোন লি.
4. ঘ. প্রাইম ব্যাংক লি.
উত্তরঃ গ
৯৭।প্রশ্নঃ কৃষিনির্ভর বাংলাদেশে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
1. ক. ১৯৪৭
2. খ. ১৯৫৬
3. গ. ১৯৬৯
4. ঘ. ১৯৭৩
উত্তরঃ ঘ
৯৮।প্রশ্নঃ প্রবাসীদের আয়কে হিসাবে ধরা হয় -(Income of expatriates is included in calculation of -)
1. ক. GDP
2. খ. NNP
3. গ. Both
4. ঘ. None
উত্তরঃ খ
৯৯।প্রশ্নঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন এলাকা কত?
1. ক. ৬৫০ বর্গমাইল
2. খ. ৬১৫ বর্গমাইল
3. গ. ৬২৭ বর্গমাইল
4. ঘ. ৬৩৭ বর্গমাইল
উত্তরঃ গ
১০০।প্রশ্নঃ বর্তমানে (২০১৪ সালে) বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
1. ক. জাপান
2. খ. যুক্তরাষ্ট্র
3. গ. যুক্তরাজ্য
4. ঘ. চীন
উত্তরঃ গ
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সাধারণ জ্ঞান ১০০টী এম সি কিউ প্রশ্ন-উত্তর -১"
Post a Comment