সরকারী চাকরী সংক্রান্ত ১০০টী এম সি কিউ প্রশ্ন
1. ক. আসাম
2. খ. মিজোরাম
3. গ. ত্রিপুরা
4. ঘ. নাগাল্যান্ড
উত্তরঃ ঘ
২।প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
1. ক. ১৭টি
2. খ. ২০টি
3. গ. ১৬টি
4. ঘ. ১৯টি
উত্তরঃ ঘ
৩।প্রশ্নঃ কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?
1. ক. ঠাকুরগাঁও
2. খ. রংপুর
3. গ. নওয়াবগঞ্জ
4. ঘ. বাগেরহাট
উত্তরঃ খ
৪।প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ?
1. ক. খাগড়াছড়ি
2. খ. বান্দরবান
3. গ. কুমিল্লা
4. ঘ. রাঙ্গামাটি
উত্তরঃ ঘ
৫।প্রশ্নঃ কর্ণফুলী নদীর তলদেশে দেশের একমাত্র টানেল নির্মাণ করবে কোন দেশ?
1. ক. চীন
2. খ. রাশিয়া
3. গ. ভারত
4. ঘ. জাপান
উত্তরঃ ক
৬।প্রশ্নঃ বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
1. ক. রাজশাহী
2. খ. পাবনা
3. গ. বগুড়া
4. ঘ. সোনারগাঁয়ে
উত্তরঃ ঘ
৭।প্রশ্নঃ ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় ?
1. ক. মেঘালয়
2. খ. আসাম
3. গ. ত্রিপুরা
4. ঘ. মনিপুর
উত্তরঃ ঘ
৮।প্রশ্নঃ বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
1. ক. ১টি
2. খ. ২টি
3. গ. ৩টি
4. ঘ. ৪টি
উত্তরঃ খ
৯।প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য -
1. ক. ৪৭১৯ কি.মি.
2. খ. ৪৮০৫ কি.মি.
3. গ. ৫০৪০ কি.মি.
4. ঘ. ৪৫০০ কি.মি.
উত্তরঃ ক
১০।প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি?
1. ক. ঢাকা - ফেনী
2. খ. বরিশাল - ঢাকা
3. গ. আলিকদম - থানচি
4. ঘ. চট্টগ্রাম - কক্সবাজার
উত্তরঃ গ
১১।প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি?
1. ক. ৩৩ টি
2. খ. ২০ টি
3. গ. ৪০ টি
4. ঘ. ৩৫ টি
উত্তরঃ ক
১২।প্রশ্নঃ ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোথায় হচ্ছে?
1. ক. ত্রিপুরা
2. খ. নাগাল্যান্ড
3. গ. আসাম
4. ঘ. মিজোরাম
উত্তরঃ গ
১৩।প্রশ্নঃ ১ জুলাই ২০১৫ কোন আর্থিক প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রদান করা হয়?
1. ক. এলায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লি.
2. খ. মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.
3. গ. সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লি.
4. ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
১৪।প্রশ্নঃ বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?
1. ক. মকরক্রান্তি রেখা
2. খ. কর্কটক্রান্তি রেখা
3. গ. দ্রাঘিমা রেখা
4. ঘ. বিষুব রেখা
উত্তরঃ খ
১৫।প্রশ্নঃ শেওলা স্থলবন্দর ঘোষণা করা হয় কবে?
1. ক. ৩০ জুন ২০১৫
2. খ. ২৫ জুন ২০১৫
3. গ. ৫ জুলাই ২০১৫
4. ঘ. ৩ জুলাই ২০১৫
উত্তরঃ ক
১৬।প্রশ্নঃ পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
1. ক. গোয়ালন্দ
2. খ. সিরাজগঞ্জ
3. গ. চাঁদপুর
4. ঘ. ভোলা
উত্তরঃ ক
১৭।প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?
1. ক. ৪৫০ মাইল
2. খ. ৪৬০ মাইল
3. গ. ৪৪৫ মাইল
4. ঘ. ৪৩৫ মাইল
উত্তরঃ গ
১৮।প্রশ্নঃ বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের -
1. ক. ২০°৩৮'- ২৬°৩৮'
2. খ. ২১°৩১'- ২৬°৩৩'
3. গ. ২২°৩৪'- ২৬°৩৮'
4. ঘ. ২০°২০'- ২৫°২৬'
উত্তরঃ ক
১৯।প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
1. ক. ৭টি
2. খ. ৬টি
3. গ. ৪টি
4. ঘ. ৫টি
উত্তরঃ ঘ
২০।প্রশ্নঃ বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে ?
1. ক. মিয়ানমার
2. খ. থাইল্যান্ড
3. গ. নেপাল
4. ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ক
২১।প্রশ্নঃ উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন ?
1. ক. ডা. ফিরোজা বেগম
2. খ. ডা. মমতাজ বেগম
3. গ. ডা. জোহরা বেগম কাজী
4. ঘ. ডা. মঞ্জিলা ময়মুন
উত্তরঃ গ
২২।প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী -
1. ক. লীলা নাগ
2. খ. ইলা মিত্র
3. গ. সুলতা ঘোষ
4. ঘ. ফজিলাতুন্নেসা
উত্তরঃ ক
২৩।প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম -
1. ক. এ.এন. হামিদুল্লাহ
2. খ. এ.কে.এন. আহমদ
3. গ. নূরুল ইসলাম
4. ঘ. এস. বি. চৌধুরী
উত্তরঃ ক
২৪।প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেতৃত্বদানকারী প্রথম নারী কমান্ডার কে?
1. ক. কর্নেল নাজমা সুলতানা
2. খ. কর্নেল জেসমিন আরা বেগম
3. গ. কর্নেল ডা. নাজমা বেগম
4. ঘ. কর্নেল জেসমিন আরা সুলতানা
উত্তরঃ গ
২৫।প্রশ্নঃ ঢাকা জেলার প্রথম নারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে?
1. ক. নাজমা সুলতানা
2. খ. জেসমিন আরা বেগম
3. গ. বেগম ফয়জুননেসা
4. ঘ. জেসমিন আরা সুলতানা
উত্তরঃ খ
২৬।প্রশ্নঃ বাংলাদেশে সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে ?
1. ক. সুরাইয়া রহমান
2. খ. তারামন বিবি
3. গ. রাবেয়া ভূঁইয়া
4. ঘ. নাজমুন আরা সুলতানা
উত্তরঃ ঘ
২৭।প্রশ্নঃ বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন?
1. ক. মুহাম্মদ হাবিবুর রহমান
2. খ. বিচারপতি সাহাবুদ্দিন
3. গ. লতিফুর রহমান
4. ঘ. ইয়াজ উদ্দিন আহমদ
উত্তরঃ খ
২৮।প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?
1. ক. তাহমিনা হক ডলি
2. খ. জাকিয়া আকতার
3. গ. সুরাইয়া বেগম
4. ঘ. মাহমুদা হক চৌধুরী
উত্তরঃ ঘ
২৯।প্রশ্নঃ কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান?
1. ক. জাহানারা ইমাম
2. খ. তারামন বিবি
3. গ. ক্যাপ্টেন সেতারা বেগম
4. ঘ. পাইলট ফারিয়া লারা
উত্তরঃ গ
৩০।প্রশ্নঃ প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম -
1. ক. ড. নীলিমা ইব্রাহিম
2. খ. ড. সুফিয়া আহমেদ
3. গ. ড. শায়লা হাসান
4. ঘ. ড. খালেদা খানম
উত্তরঃ খ
৩১।প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে?
1. ক. বায়তুল মোকাররম -ঢাকা
2. খ. শাহ্ মখদুম ঈদ্গাহ -রাজশাহী
3. গ. জাতীয় ঈদ্গাহ -ঢাকা
4. ঘ. শোলাকিয়া -কিশোরগঞ্জ
উত্তরঃ ঘ
৩২।প্রশ্নঃ স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
1. ক. মোহাম্মদ উল্লাহ
2. খ. আবদুল মালেক উকিল
3. গ. সামসুল হুদা চৌধুরী
4. ঘ. শাহ্ আবদুল হামিদ
উত্তরঃ ক
৩৩।প্রশ্নঃ বাংলাদেশে বৃহত্তম পানি শোধনাগারটি কোথায় অবস্থিত?
1. ক. গোদনাইল, নারায়ণগঞ্জ
2. খ. চাঁদনীঘাট, ঢাকা
3. গ. পুঠিয়া, রাজশাহী
4. ঘ. সায়েদাবাদ, ঢাকা
উত্তরঃ ঘ
৩৪।প্রশ্নঃ বাংলাদেশের প্রথম 'অল উইমেন্স ফ্লাইট' এর ক্যাপ্টেন -
1. ক. শাহানা
2. খ. তানিয়া
3. গ. সেতারা
4. ঘ. শাহ্নেয়াজ
উত্তরঃ ক
৩৫।প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম বনভূমি হলো -
1. ক. পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
2. খ. সুন্দরবন বনাঞ্চল
3. গ. মধুপুর বনাঞ্চল
4. ঘ. সিলেট বনাঞ্চল
উত্তরঃ খ
৩৬।প্রশ্নঃ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ?
1. ক. শেখ মুজিবুর রহমান
2. খ. সৈয়দ নজরুল ইসলাম
3. গ. খন্দকার মোশতাক আহমদ
4. ঘ. জিয়াউর রহমান
উত্তরঃ ঘ
৩৭।প্রশ্নঃ বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে ?
1. ক. ১৯৮৩
2. খ. ১৯৮৪
3. গ. ১৯৮৫
4. ঘ. ১৯৮৬
উত্তরঃ গ
৩৮।প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি?
1. ক. বৈলাম
2. খ. ইউক্যালিপটাস
3. গ. অর্জুন
4. ঘ. মেহগনি
উত্তরঃ ক
৩৯।প্রশ্নঃ কিওক্রাডাং -এর ঊচ্চতা প্রায় -
1. ক. ১০১০ মিটার
2. খ. ১৫৩০ মিটার
3. গ. ১২৩২ মিটার
4. ঘ. ১৩৬৪ মিটার
উত্তরঃ গ
৪০।প্রশ্নঃ দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান -
1. ক. বিচারপতি সুলতান হোসেন
2. খ. হাসান মশহুদ চৌধুরী
3. গ. বিচারপতি হাবিবুর রহমান
4. ঘ. প্রফেসর মনিরুজ্জামান মিয়া
উত্তরঃ ক
৪১।প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে?
1. ক. 1972
2. খ. 1975
3. গ. 1986
4. ঘ. 2000
উত্তরঃ গ
৪২।প্রশ্নঃ কোন দেশে বাংলাদেশের দূতাবাস নেই ?
1. ক. Bhutan
2. খ. Maldives
3. গ. Sri Lanka
4. ঘ. Myanmar
5. ঙ. Nepal
উত্তরঃ খ
৪৩।প্রশ্নঃ বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই -
1. ক. ইসরাইল
2. খ. তাইওয়ান
3. গ. দক্ষিণ আফ্রিকা
4. ঘ. হাইতি
উত্তরঃ খ
৪৪।প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে তারিখে বাংলাদেশে গমন করেন -
1. ক. ২৮ অক্টোবর ২০০৮
2. খ. ২৯ অক্টোবর ২০০৮
3. গ. ৩১ অক্টোবর ২০০৮
4. ঘ. ১ নভেম্বর ২০০৮
উত্তরঃ ঘ
৪৫।প্রশ্নঃ সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
1. ক. মালদ্বীপ
2. খ. শ্রীলংকা
3. গ. নেপাল
4. ঘ. ভুটান
উত্তরঃ ক
৪৬।প্রশ্নঃ বাংলাদেশ কোন জোটের সদস্য নয় ?
1. ক. সার্ক
2. খ. জি-৮
3. গ. ডি-৮
4. ঘ. ন্যাম
উত্তরঃ খ
৪৭।প্রশ্নঃ বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয় ?
v1. ক. IMF
2. খ. OIC
3. গ. NAM
4. ঘ. ASEAN
উত্তরঃ ঘ
৪৮।প্রশ্নঃ সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বনপুঞ্জ কি নামে পরিচিত?
1. ক. ওশেনিয়া
2. খ. গ্রিনল্যান্ড
উত্তরঃ উত্তর পাওয়া যায় নাই।
৪৯।প্রশ্নঃ কোন আরব দেশ সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
1. ক. ইরাক
2. খ. মিশর
3. গ. কুয়েত
4. ঘ. জর্ডান
উত্তরঃ ক
৫০।প্রশ্নঃ বাংলাদেশে নিযুক্ত ১৪ টি দাতা দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারের সংগঠনের নাম -
1. ক. গ্রুপ ফোরটিন
2. খ. ককাস
3. গ. টুয়েসডে গ্রুপ
4. ঘ. ওয়ার্ল্ডকম
উত্তরঃ গ
৫১।প্রশ্নঃ যে কারণে বাংলাদেশের সেনাবাহিনীর বিশ্বে সুনাম অর্জন করেছে -
1. ক. সামরিক অভ্যুত্থান
2. খ. আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম
3. গ. স্থলমাইন উদ্ধার
4. ঘ. মানবকল্যাণ কার্যক্রম
উত্তরঃ খ
৫২।প্রশ্নঃ মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
1. ক. মিশর
2. খ. জর্দান
3. গ. ইরাক
4. ঘ. কুয়েত
উত্তরঃ গ
৫৩।প্রশ্নঃ জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশে সশস্ত্র বাহিনী বর্তমানে কয়টি দেশে কর্মরত আছে ?
1. ক. ২৭
2. খ. ১১
3. গ. ২১
4. ঘ. ১৭
উত্তরঃ খ
৫৪।প্রশ্নঃ বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে -
1. ক. ১৮ এপ্রিল,১৯৭২
2. খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
3. গ. ১৫ আগস্ট,১৯৭৫
4. ঘ. ২৫ মার্চ, ১৯৮২
উত্তরঃ ক
৫৫।প্রশ্নঃ জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় ভাষণ প্রাদান করেন করেন?
1. ক. স্বস্তি পরিষদ
2. খ. সাধারণ পরিষদের অধিবেশন
3. গ. ইকোসোকে (ECOSOC)
4. ঘ. ইউনেস্কোতে (UNESCO)
উত্তরঃ খ
৫৬।প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব হিসাবে প্রথম কে বাংলাদেশ সফর করেন ?
1. ক. কুর্ট ওয়াল্ডহেইম
2. খ. পেরেজ দ্য কুয়েলার
3. গ. কফি আনান
4. ঘ. বান কি মুন
উত্তরঃ ক
৫৭।প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
1. ক. ১৩৬ তম
2. খ. ১৩৭ তম
3. গ. ১৩৮ তম
4. ঘ. ১৩৯ তম
উত্তরঃ ক
৫৮।প্রশ্নঃ বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO) সদস্য হয়?
1. ক. জানুয়ারী, ১৯৯৪
2. খ. জানুয়ারী, ১৯৯৬
3. গ. জানুয়ারী, ১৯৯৩
4. ঘ. জানুয়ারী, ১৯৯৫
উত্তরঃ ঘ
৫৯।প্রশ্নঃ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র -
1. ক. ফ্রান্স
2. খ. মার্কিন যুক্তরাষ্ট্র
3. গ. চীন
4. ঘ. ব্রিটেন
উত্তরঃ গ
৬০।প্রশ্নঃ কোন বিদেশী সাংবাদিক ১৯৭১ সালে পুর্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?
1. ক. হেজেল হাম্ব
2. খ. মার্ক টালি
3. গ. সাইমন ড্রিং
4. ঘ. অ্যান্থনি মাসকারেন হাস
উত্তরঃ গ
৬১।প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন?
1. ক. জানুয়ারি,১৯৬৮
2. খ. মার্চ,১৯৬৮
3. গ. এপ্রিল,১৯৬৮
4. ঘ. মে,১৯৬৮
উত্তরঃ ক
৬২।প্রশ্নঃ কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
1. ক. ক্লাইভ
2. খ. ডালহৌসি
3. গ. ওয়েলেসলী
4. ঘ. জব চার্নিক
উত্তরঃ ঘ
৬৩।প্রশ্নঃ কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয় ?
1. ক. আকবর
2. খ. শাহজাহান
3. গ. বাবর
4. ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ খ
৬৪।প্রশ্নঃ আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল -
1. ক. ১৭ বছর
2. খ. ১৬ বছর
3. গ. ১৩ বছর
4. ঘ. ১৪ বছর
উত্তরঃ গ
৬৫।প্রশ্নঃ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয় ( All Parties State Language Movement Committee' was formed in)
1. ক. 1948
2. খ. 1950
3. গ. 1952
4. ঘ. 1954
উত্তরঃ গ
৬৬।প্রশ্নঃ পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ?
1. ক. গোপাল
2. খ. ধর্মপাল
3. গ. দেবপাল
4. ঘ. রামপাল
উত্তরঃ খ
৬৭।প্রশ্নঃ বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
1. ক. অষ্টম শতাব্দী
2. খ. দশম শতাব্দী
3. গ. দ্বাদশ শতাব্দী
4. ঘ. ত্রয়োদশ শতাব্দী
উত্তরঃ ঘ
৬৮।প্রশ্নঃ অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক -
1. ক. লর্ড ক্লাইভ
2. খ. লর্ড ওয়েলেসলি
3. গ. লর্ড মিন্টো
4. ঘ. লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ খ
৬৯।প্রশ্নঃ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
1. ক. ৩১ জানুয়ারী ১৯৫২
2. খ. ২ ফেব্রুয়ারী ১৯৫২
3. গ. ১৮ ফেব্রুয়ারী ১৯৫২
4. ঘ. ২০ জানুয়ারী ১৯৫২
উত্তরঃ ক
৭০।প্রশ্নঃ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে?
1. ক. ১২১২
2. খ. ১২০০
3. গ. ১২০৪
4. ঘ. ১২১১
উত্তরঃ গ
৭১।প্রশ্নঃ কে ভাষা শহীদ নন?
1. ক. নূর হোসেন
2. খ. রফিক
3. গ. জব্বার
4. ঘ. সালাম
উত্তরঃ ক
৭২।প্রশ্নঃ ৬ দফা দাবী পেশ করা হয়ঃ
1. ক. ১৯৭০ সালে
2. খ. ১৯৬৬ সালে
3. গ. ১৯৬৫ সালে
4. ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ খ
৭৩।প্রশ্নঃ বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ -
1. ক. মঙ্গোলয়েড
2. খ. সেমাটিড
3. গ. অস্ট্রালয়েড
4. ঘ. ককেশীয়
উত্তরঃ ক
৭৪।প্রশ্নঃ তেভাগা আন্দোলনের নেত্রী -
1. ক. সুমত্রা দেবী
2. খ. তারামন বিবি
3. গ. ইলা মিত্র
4. ঘ. মহাশ্বেতা দেবী
উত্তরঃ গ
৭৫।প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন -
1. ক. জওহরলাল নেহেরু
2. খ. মহাত্না গান্ধী
3. গ. অক্টোভিয়ান হিউম
4. ঘ. ইন্দিরা গান্ধী
উত্তরঃ গ
৭৬।প্রশ্নঃ ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?
1. ক. শামসউদ্দিন ফিরোজ শাহ্
2. খ. হাজী ইলিয়াস শাহ্
3. গ. হোসাইন শাহ্
4. ঘ. ফখরুদ্দিন মোবারক শাহ্
উত্তরঃ ঘ
৭৭।প্রশ্নঃ পাল বংশের প্রথম রাজা কে?
1. ক. গোপাল
2. খ. দেবপাল
3. গ. মহীপাল
4. ঘ. রামপাল
উত্তরঃ ক
৭৮।প্রশ্নঃ বিখ্যাত লাহোর রেজুলেশন ১৯৪০ সালে কে উত্থাপন করেন -
1. ক. মোহাম্মদ আলী জিন্নাহ
2. খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
3. গ. লিয়াকত আলী খান
4. ঘ. এ, কে ফজলুল হক
উত্তরঃ ঘ
৭৯।প্রশ্নঃ 'এগার দফা' কখন ঘোষণা হয়?
1. ক. ১৯৬৭
2. খ. ১৯৬৮
3. গ. ১৯৬৯
4. ঘ. ১৯৭০
উত্তরঃ গ
৮০।প্রশ্নঃ বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
1. ক. ১৬৬০
2. খ. ১৭০৭
3. গ. ১৭৫৭
4. ঘ. ১৭৬৪
উত্তরঃ ঘ
৮১।প্রশ্নঃ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ বিল ২০১৬ পাস হয় কবে?
1. ক. ১০ জুলাই ২০১৬
2. খ. ১৫ জুলাই ২০১৬
3. গ. ১৭ জুলাই ২০১৬
4. ঘ. ২২ জুলাই ২০১৬
উত্তরঃ গ
৮২।প্রশ্নঃ বাংলাদেশে নিরক্ষর মানুষের সংখ্যা কত?
1. ক. ৪ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার
2. খ. ৪ কোটি ৩০ লাখ ৫০ হাজার
3. গ. ৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার
4. ঘ. ৩ কোটি ৩০ লাখ ৫০ হাজার
উত্তরঃ ক
৮৩।প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে নিম্ন দারিদ্র্য রেখার নিচে বসবাস করে কত লোক?
1. ক. ২.৫ কোটি
2. খ. ২.৪ কোটি
3. গ. ২.৩ কোটি
4. ঘ. ২.২ কোটি
উত্তরঃ খ
৮৪।প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?
1. ক. ৯২টি
2. খ. ৯৫টি
3. গ. ৮৫টি
4. ঘ. ৮৭টি
উত্তরঃ খ
৮৫।প্রশ্নঃ সাধারণ অর্থ বিভাগের প্রক্ষেপণ (২০১৬) অনুযায়ী, দারিদ্র্যের নিম্নসীমা কত?
1. ক. ১০.৯%
2. খ. ১১.৫%
3. গ. ১৩.৭%
4. ঘ. ১২.৯%
উত্তরঃ ঘ
৮৬।প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়টি এই শহরে অবস্থিত -
1. ক. দিনাজপুর
2. খ. চট্টগ্রাম
3. গ. বরিশাল
4. ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ
৮৭।প্রশ্নঃ বার্ড ফ্লু -এর উৎস কোনটি ?
1. ক. গরু
2. খ. বিড়াল
3. গ. মুরগি
4. ঘ. ছাগল
উত্তরঃ গ
৮৮।প্রশ্নঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
1. ক. ১৯৭১ সালে
2. খ. ১৯৭০ সালে
3. গ. ১৯৭২ সালে
4. ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ খ
৮৯।প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল কোন বছর নির্মিত হয়?
1. ক. ১৯২১
2. খ. ১৯২৫
3. গ. ১৯২৭
4. ঘ. ১৯২৯
উত্তরঃ ক
৯০।প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে?
1. ক. রমেশচন্দ্র মজুমদার
2. খ. স্যার আজিজুল হক
3. গ. সন্তোষ গুপ্ত
4. ঘ. স্যার এ.এফ. রহমান
উত্তরঃ ঘ
৯১।প্রশ্নঃ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
1. ক. ১৯৯০ সালে
2. খ. ১৯৯২ সালে
3. গ. ১৯৮৮ সালে
4. ঘ. ১৯৮৭ সালে
উত্তরঃ খ
৯২।প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশের জনগণের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল (বছর) কত?
1. ক. ৭০.২৫ বছর
2. খ. ৭০.৫০ বছর
3. গ. ৭০.৭০ বছর
4. ঘ. ৭১.৭০ বছর
উত্তরঃ গ
৯৩।প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
1. ক. ৪.৩৬%
2. খ. ৩.৩৬%
3. গ. ২.১৪%
4. ঘ. ১.৩৬%
উত্তরঃ ঘ
৯৪।প্রশ্নঃ দেশে বর্তমানে (২০১৫) দারিদ্র্যের হার কত?
1. ক. ২৭.৮%
2. খ. ২৬.৮%
3. গ. ২৫.৮%
4. ঘ. ২৪.৮%
উত্তরঃ ঘ
৯৫।প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ?
1. ক. স্যার এ. এফ. রহমান
2. খ. ড. আর. সি মজুমদার
3. গ. ড. মাহমুদ হাসান
4. ঘ. বিচারপতি মোঃ ইব্রাহিম
উত্তরঃ ক
৯৬।প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত?
1. ক. ১৪৬৬ মা.ড.
2. খ. ১৪৩৫ মা.ড.
3. গ. ১৪৮৫ মা.ড.
4. ঘ. ১৪২৫ মা.ড.
উত্তরঃ ক
৯৭।প্রশ্নঃ বাংলাদেশে উপনুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয় কত সালে?
1. ক. ১৯৭৬
2. খ. ১৯৭৯
3. গ. ১৯৯০
4. ঘ. ১৯৯১
উত্তরঃ ঘ
৯৮।প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে উচ্চ দারিদ্র্য রেখার নিচে বসবাস করে কত লোক?
1. ক. ৩.৯৪ কোটি
2. খ. ৩.৯৬ কোটি
3. গ. ৩.৯০ কোটি
4. ঘ. ৩.৯২ কোটি
উত্তরঃ ঘ
৯৯।প্রশ্নঃ Civil Service College, Dhaka কোনটির অধিভূক্ত ?
1. ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
2. খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
3. গ. জাতীয় বিশ্ববিদ্যালয়
4. ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
১০ ০।প্রশ্নঃ বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ অবস্থিত আছে?
1. ক. ১৫ টি
2. খ. ১২টি
3. গ. ১০টি
4. ঘ. ৮টি
উত্তরঃ খ
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সরকারী চাকরী সংক্রান্ত ১০০টী এম সি কিউ প্রশ্ন "
Post a Comment