বাংলা ব্যাকরণ বিষয়ক প্রশ্ন ও উত্তর

বাংলা ব্যাকরণ বিষয়ক প্রশ্ন ও উত্তর


১. কোন বর্ণের উপরে রেখা দেওয়াকে কী বলে?
উত্তর : মাত্রা।

২. বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কয়টি ব্যঞ্জনবর্ণ রয়েছে?
উত্তর : ছয়টি।

৩. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
উত্তর : কার/ সংক্ষিপ্ত স্বর।

৪. কয়টি ব্যঞ্জনবর্ণ ফলা রূপে ব্যবহৃত হতে পারে?
উত্তর : ছয়টি।

৫. ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধ্বনিটি?
উত্তর : ‘ম’।

৬. অঘোষ ‘হ’ ধ্বনির বর্ণরূপ কী?
উত্তর : ‘ও’।

৭. বাংলা বর্ণমালার কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না?
উত্তর : ‘ৎ’।

৮. বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে?
উত্তর : ‘প’ বর্গের।

৯. ঙ, ঞ, ণ, ন, ম, ং, ঁ ধ্বনিগুলো ইংরেজি করলে কোন বর্ণ লিখতে হয়?
উত্তর : ঘ.

১০. বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে?
উত্তর : দুটি।

১১. আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
উত্তর : ২৫টি।

১২. অক্ষর কাকে বলে?
উত্তর : কোন শব্দকে একবারই উচ্চারিত করাকে অক্ষর বলে।

১৩. বানান কাকে বলে?
উত্তর : ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের যোগ করাকে বানান বলে।

১৪. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
উত্তর : ‘অ’।

১৫. ধ্বনি উচ্চারণের উৎস কোথায়?
উত্তর : ফুসফুস।

১৬. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?
উত্তর : কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি।

১৭. ‘হ্ম’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?
উত্তর : হ্+ম ।

১৮. ‘ঞ্জ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?
উত্তর : ঞ্+জ।

১৯. ‘জ্ঞ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?
উত্তর : জ্+ঞ।

২০. এক অক্ষরবিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কী হয়?
উত্তর : দীর্ঘ।

২১. খণ্ড-‘ত’(ৎ)প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের বহুরূপ?
উত্তর : ‘ৎ’।

২২. ‘আহ্বান’-এর প্রকৃত উচ্চারণ লেখ।
উত্তর : আওভান।

২৩. যৌগিক স্বরের অপর নাম কী?
উত্তর : দ্বিস্বর / সান্ধ্যক্ষর।

২৪. বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর : ৭টি।

২৫. ‘ক্ষ্ম’ বর্ণটি বিশ্লেষণ কর।
উত্তর : ক্ + ষ্ + ম।

২৬. অনুস্বার (ং) ও বিসর্গ (ঃ) কে কী বর্ণ বলে?
উত্তর : অযোগবাহ বর্ণ / পরাশ্রয়ী বর্ণ।

২৭. ‘র’ ধ্বনিকে কী ধ্বনি বলে?
উত্তর : কম্পোনজাত ধ্বনি।

২৮. ‘ল’ ধ্বনিকে কী ধ্বনি বলে?
উত্তর : পার্শ্বিক ধ্বনি।

২৯. কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলে?
উত্তর : শ, ষ, স, হ।

৩০. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
উত্তর : ঘোষ ধ্বনি।

৩১. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোথায় পাওয়া যায়?
উত্তর : আদিতে।

৩২. ‘নিনাদবর্ণ’ বলতে কোন জাতীয় বর্ণকে বোঝায়?
উত্তর : ঘোষ বর্ণ।

৩৩. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়?
উত্তর : বিবৃত।

৩৪. কোন দুটি বর্ণকে যৌগিক স্বর বলা হয়?
উত্তর : ঐ, ঔ।

৩৫. ধ্বনি পরিবর্তন বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্যবিষয়?
উত্তর : ধ্বনিতত্ত্বে।

৩৬. ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : ড. মুহম্মদ আবদুল হাই।

৩৭. ড় এবং ঢ় ধ্বনিকে কী ধ্বনি বলা হয়?
উত্তর : তাড়নজাত।

৩৮. পরাশ্রয়ী বর্ণ কয়টি?
উত্তর : ৩টি।

৩৯. Vowel Harmony-র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন কে?
উত্তর : ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

৪০. শব্দের ক্ষুদ্রতম একক কী?
উত্তর : ধ্বনি।

৪১. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
উত্তর : ফলা।

৪২. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
উত্তর : ১০টি।


শিক্ষা সাহিত্য ও সভ্যতা

প্রশ্নঃ বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়?
Ans: হিব্রু

প্রশ্নঃ গণতন্ত্রের প্রাণ হলো–
Ans: জনগণ

প্রশ্নঃ প্লেটোর শিক্ষক ছিলেন
Ans: সক্রেটিস

প্রশ্নঃ সিনাগগ- ধর্মীয় স্থাপত্য–
Ans: ইহুদি

প্রশ্নঃ প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়?
Ans: ব্যাবিলন

প্রশ্নঃ ‘দি টিন ড্রাম’ উপন্যাসের লেখক কে?
Ans: গুন্টার গ্রাস

প্রশ্নঃ হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়?
Ans: জার্মানিতে

প্রশ্নঃ সুশাসনের পূর্বশর্ত হচ্ছে —
Ans: মত প্রকাশের স্বাধীনতা

প্রশ্নঃ ‘দ্য ভিঞ্চি কোড’ উপন্যাসের রচয়িতা—
Ans: ডন ব্রাউন

প্রশ্নঃ সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে?
Ans: গ্রিস

প্রশ্নঃ ‘Oliver Twist’ is written by—
Ans: Dickens

প্রশ্নঃ বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে নিহত হয়?
Ans: বলিভিয়ায়

প্রশ্নঃ কানাডার ফরাসিভাষী জনগোষ্ঠী কোন অঙ্গ রাজ্যে সর্বাধিক বাস করে?
Ans: কুইবেক

প্রশ্নঃ অমিতাভ ঘোষ কোন ভাষার খ্যাতিমান লেখক?
Ans: ইংরেজি

প্রশ্নঃ প্রাক- ইসলামিক আরবে একেশ্বরবাদীদের কি বলা হত?
Ans: হানিফ

প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়–
Ans: ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে

প্রশ্নঃ ভিএস নাইপাল কোন বইটির রচয়িতা?
Ans: The Enigma of Arrival

প্রশ্নঃ প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিস্কৃত হয় ইংরেজি সালে?
Ans: ১৯২২ সালে

প্রশ্নঃ ইসলামের চার খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে–
Ans: হযরত আবু বকরের (রাঃ)

প্রশ্নঃ পবিত্র কুরআনের দীর্ঘতম সূরার নাম কি?
Ans: বাকারা

প্রশ্নঃ মার্কসবাদের প্রণেতা কার্ল মার্কসের জন্ম কোন দেশে?
Ans: জার্মানি

প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি?
Ans: মেসোপটেমিয়া

প্রশ্নঃ কোনটি নদীমাতৃক সভ্যতা নয়?
Ans: রোমান

প্রশ্নঃ এডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ The Wealth of Nations কত সালে প্রকাশিত হয়?
Ans: ১৭৭৬

প্রশ্নঃ Dreams from my Father বইটির লেখক কে?
Ans: বারাক ওবামা

প্রশ্নঃ কোন জাতীয় কুকুরের সাহায্যে এস্কিমোরা স্লেজ গাড়ি চালায়?
Ans: হাস্কি

প্রশ্নঃ ‘Farewell to Arms’ উপন্যাসের রচয়িতা কে?
Ans: আর্নেস্ট হেমিংওয়ে

প্রশ্নঃ নির্বাণ এর ধারণা কোন ধর্মের সঙ্গে যুক্ত?
Ans: বৌদ্ধ ধর্ম

প্রশ্নঃ কোন খলিফার শাসনামলে মুসলিম সম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে?
Ans: হযরত ওমর (রাঃ)

প্রশ্নঃ কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল?
Ans: পীত

প্রশ্নঃ মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
Ans: ইতালি

প্রশ্নঃ পবিত্র কুরআনে মোট সূরার সংখ্যা কত?
Ans: ১১৪

প্রশ্নঃ নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
Ans: মাউরি

প্রশ্নঃ The language used by the highest number of people in the world:/ বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?
Ans: Mandarin(মান্দারিন)

প্রশ্নঃ দক্ষিণ আমেরিকার আদিম অধিবাসী যারা—
Ans: রেড ইন্ডিয়ান

প্রশ্নঃ দার্শনিক হেগেল কোন দেশের নাগরিক?
Ans: জার্মানি

প্রশ্নঃ ‘The Merchant of Venice’ is written by-
Ans: Shakespeare

প্রশ্নঃ বহুস্বামী বিবিহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়?
Ans: টোডা উপজাতি

প্রশ্নঃ ইনকা সভ্যতার ব্যপ্তিকাল ছিল
Ans: ১৪৩৮ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ

প্রশ্নঃ প্রখ্যাত দার্শনিক ইবনে খালদুন যে দেশের নাগরিক–
Ans: তিউনিসিয়া

প্রশ্নঃ “আইনের চোখে সব নাগরিক সমান ।” —-বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে ?
Ans: ধারা ২৭

প্রশ্নঃ ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত?
Ans: হেলেনিক ও হেলেনিস্টিক

প্রশ্নঃ প্রাচীনযুগে নগর রাষ্ট্র কোথায় ছিল?
Ans: প্রাচীন গ্রিস ও রোমে

প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি?
Ans: জুলু

প্রশ্নঃ প্লোটো কোন দেশে জন্মগ্রহণ করেন?
Ans: গ্রিস

প্রশ্নঃ ‘The Last Supper’ is painted by—
Ans: Leonardo da Vinci

প্রশ্নঃ নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী ?
Ans: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন

প্রশ্নঃ বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটি?
Ans: ত্রিপিটক

প্রশ্নঃ Plato is the citizen of-
Ans: Greece

প্রশ্নঃ সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয়
Ans: ফ্রান্সে




☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বাংলা ব্যাকরণ বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে