ফুটবল
----------------
বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় : ১৯৩০ সালে।
বিশ্বকাপ ফুটবলের বর্তমান ট্রফির নাম : ফিফা ট্রফি। সরকারি নাম ’ফিফা ওয়াল্ড কাপ’।
বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ৪ বছর পর পর।
গোল্ডেন বল’ রীতি চালু হয় : ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে।
গোল্ডেন বুট বা সু’ পুরষ্কার চালু করা হয় : ১৯৩০ সালে।
গোল্ডেন বুট বা সু’ পুরষ্কারের নাম ’এডিডাস গোল্ডেন সু’ নামকরণ করা হয় : ১৯৮২ সালে।
টোটাল ফুটবলের জনক’ বলা হয় : নেদারল্যান্ডসের রাইনাস মিশেলেসকে।
জুলে রিমে কাপ তৈরি করা হয় : ১৯৩০।
জুলে রিমে কাপের ভাস্কর : অ্যাবেল লাফ্লেউর, ফ্রান্স।
বিশ্বকাপের চূড়ান- পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ : মিশর (১৯৩৮ সালে)।
ফিফা ওয়ার্ল্ড কাপ তৈরি হয় : ১৯৭৩ সালে।
ফিফা ওয়ার্ল্ড কাপের ভাস্কর : সিলভিও গাজ্জানিগা, ইতালি।
বিশ্বকাপ ফুটবলে প্রথম ম্যাচ কোন দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয় : ফ্রান্স-মেক্সিকো (মন্টেভিডিও, উরুগুয়ে; ১৩ জুলাই ১৯৩০)।
বিশ্বকাপ ফুটবলে প্রথম অফিসিয়াল বলের নাম : টেলষ্টার (Telstar ), ১৯৭০।
বিশ্বকাপ ফুটবলে প্রথম মাসকটের নাম : ওয়াল্ড কাপ উইলি (Willi ); ইংল্যান্ড ১৯৬৬।
বিশ্বকাপ ফুটবলে প্রথম গোলদাতা : লুই লরেন্ট (ফ্রান্স), বিপক্ষ মেক্সিকো; ১৩ জুলাই ১৯৩০।
বিশ্বকাপ ফুটবলে প্রথম এশীয় দেশ হিসেবে মূল পর্বে অংশগ্রহণ করে কোন দেশ : ডাচ ইস্ট ইন্ডিজ (বর্তমানে ইন্দোনেশিয়া); ১৯৩৮।
বিশ্বকাপ ফুটবলে জার্সিতে প্রথম নম্বরের ব্যবহার শুরু হয় : ১৯৩৮।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক অংশগ্রহণকারী দেশ : ব্রাজিল; ১৯ বার।
বিশ্বকাপ ফুটবল কোন কোন বছর অনুষ্ঠিত হয়নি : ১৯৪২ ও ১৯৪৬ সালে; দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার বিজয়ী হয় : ব্রাজিল। পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২)।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ম্যাচে অংশগ্রহণকারী : লোথার ম্যাথিউস (জার্মানি); ২৫টি।
বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় : নরম্যান হোয়াইনসাইট (উত্তর আয়ারল্যান্ড); ১৭ বছর ৪১ দিন।
বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ অধিনায়ক : টর্মি নিয়োলা (যুক্তরাষ্ট্র); ২১ বছর ১০৯ দিন; ১৯৯০।
বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় : রজার মিলা (ক্যামেরুন); ৪২ বছর ৩৯ দিন।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা : রোনালদো (ব্রাজিল); ১৫টি।
বিশ্বকাপ ফুটবলে এক ম্যাচে সর্বাধিক গোলদাতা : ওলেগ সালেস্কো (রাশিয়া); ৫টি বিপক্ষ ক্যামেরুন; ১৯৯৪।
বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিককারী : বার্ট পাতেনাউদে (যুক্তরাষ্ট্র), ১৭ জুলাই ১৯৩০; বিপক্ষ প্যারাগুয়ে।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক হ্যাটট্রিককারী : ২টি করে ৪ জন; স্যান্ডর ককসিস (হাঙ্গেরি, ১৯৫৪); জাষ্ট ফন্টেইন (ফ্রান্স, ১৯৫৮); গার্ড মুলার (পশ্চিম জার্মানি, ১৯৭০) এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা, ১৯৯৪ ও ১৯৯৯)।
বিশ্বকাপের ফাইনালে একমাত্র হ্যাটট্রিকারী : ইংল্যান্ডের জিওফ হার্ষ্ট। ১৯৬৬ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে।
বিশ্বকাপ ফুটবলে ২০০০তম গোল করেন : মার্কাস এলব্যাক, সুইডেন (২০০৬ সালে, বিপক্ষে ইংল্যান্ড)।
বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ গোলদাতা : পেলে (ব্রাজিল, ১৯৫৮); ১৭ বছর ২৩৯ দিন, বিপক্ষ ওয়েলস।
বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ গোলদাতা : রজার মিলা (ক্যামেরুন, ১৯৯৪); ৪২ বছর ৩৯ দিন, বিপক্ষ রাশিয়া।
বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোলদাতা : হাকান সুকুর (তুরস্ক ২০০২); ১১ সেকেন্ডে; বিপক্ষ দক্ষিণ কোরিয়া।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার চ্যাম্পিয়ান কোচ : ২ বার; ভিক্টোরিও পুজো (ইতালি, ১৯৩৪-১৯৩৮)।
বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ চ্যামিস্পয়ন : মারিও জাগালো (ব্রাজিল) ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (পশ্চিম জার্মানি)।
এশিয়া কাপ ফুটবল
----------------
প্রথম এশিয়া কাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ১৯৫৬ সালে (চ্যাম্পিয়ন দ. কোরিয়া)।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের বর্তমান সদস্য : ৪৬ (সর্বশেষ অষ্ট্রেলিয়া, ১ জানুয়ারি ২০০৬)।
২০০৭ সালের ১৪তম এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় : ইরান।
মহিলা বিশ্বকাপ ফুটবল
------------------------
প্রথম মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ১৯৯১ সালে (চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র)।
২০০৭ সালে পঞ্চম মহিলা বিশ্বকাপ ফুটবল-এ চ্যাম্পিয়ন হয় : জার্মানি।
২০১১ সালে ষষ্ঠ মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে : জার্মানি।
আফ্রিকান নেশন কাপ
----------------
আফ্রিকা মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের নাম : আফ্রিকান নেশন কাপ।
প্রথম আফ্রিকান নেশন কাপ অনুষ্ঠিত হয় : ১৯৫৭ সালে, সুদানে (চ্যাম্পিয়ন মিশর)।
২০১০ সালের আফ্রিকান নেশন চ্যাম্পিয়ন হয় : মিশর (রানারআপ ঘানা)।
আফ্রিকান নেশন কাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে : যথাক্রমে ২০১২ সালে যৌথভাবে গ্যাবন ও নিরক্ষীয় গিনি এবং ২০১৪ সালে লিবিয়ায়।
ইউরো ফুটবল
----------------
ইউনিয়ন অব ইউরোপীয় ফুটবল এসোসিয়েশন (UEFA ) গঠিত হয় : ১৫ জুন ১৯৫৪ সালে।
ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের নাম : ইউরোপীয় নেশন্স কাপ।
প্রথম ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় : ১৯৬০ সালে, ফ্রান্সে (চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়ন)।
ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ হয় বছর: ৪ বছর পর পর
২০১২ সালের ইউরো ফুটবলের আয়োজন : পোল্যান্ড ও ইউক্রেন (২০১৬ সালে ফ্রান্স)।
কোপা আমেরিকা কাপ
------------------------
কোপা আমেরিকা কাপ শুরু হয় : ১৯১৬ সালে।
কোপা আমেরিকা কাপের আয়োজক : CONMEBOL.
CONMEBOL ফেডারেশনভূক্ত সদস্য দেশ : ১০টি; আর্জেনিটনা, ব্রাজিল, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে ও ভেনিজুয়েলা।
২০০৭ সালে ৪২তম কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন হয় : ব্রাজিল (রানার্সআপ আর্জেন্টিনা)।
ফুটবল এর গুরুত্বপূর্ণ তথ্য
------------------------
ফুটবল খেলার জন্ম : চীনে।
বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম : ইংল্যান্ডের শেফিল্ড ফুটবল ক্লাব (প্রতিষ্ঠা ২৪ অক্টোবর, ১৮৫৭)।
বিশ্ব ফুটবলের প্রধান সংস্থার নাম : ফিকা ( FIFA)।
FIFA-এর পূর্ণরূপ : Federation of International Football Association.
FIFA-জন্মলাভ করে : ২১ মে ১৯০৪, ফ্রান্সের রাজধানী প্যারিসে।
ফিফার সদর দপ্তর অবস্থিত : জুরিখ, সুইজারল্যান্ড।
সরকারিভাবে কখন ফুটবল খেলা অলিম্পিক অন্তরর্ভূক্ত হয় : ১৯০৮ সালে, লন্ডন অলিম্পিকে (উল্লেখ্য, ১৯০০ ও ১৯০৪ সালে অলিম্পিকে ফুটবল অনুষ্ঠিত হয় ক্লাব পর্যায়ে)।
ফিফার প্রতিষ্ঠাতা সদস্য দেশ : ৭টি। যথা : বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড।
ফিফার বর্তমান সদস্য সংখ্যা : ২০৮টি।
ফিফার সভাপতি : সেপ ব্লাটার সুইজারল্যান্ড ৮ জুন ১৯৯৮-বর্তমান।
ফুটবল বিষয়ক প্রশ্ন ও উত্তর
বিশ্বকাপ ফুটবল -২০১৮ এর সকল তথ্য
১.বিশ্বচ্যাম্পিয়ন- ফ্রান্স
২. রানার-অাপ - ক্রোয়েশিয়া
৩. ম্যান অব দ্যা ম্যাচ-- গ্রিজম্যান
৪. গোল্ডেন বুট-- হ্যারি কেইন(ইংল্যান্ড)।
১৯৮৬ সালে গ্যারি মুনিয়ার পর ইংল্যান্ড এর ২য় খেলোয়াড় হিসেবে গোল্ডেন বুট জিতে কেইন।
৫. গোল্ডেন বল-- লুকা মদ্রিচ(ক্রোরাসিয়া)
৬. উদয়ীমান খেলোয়াড় - কিলিয়ান এমবাপ্পে(ফ্রান্স)
৭.গোল্ডেন গ্লাসভ-- থিবো কর্তোয়া(বেলজিয়াম)
৮. এবারের বিশ্বকাপ গোল হয়েছে ১৬৯টি।
৯.কোচ ও খেলোয়াড় হিসেবে শিরোপা জিতলো ফ্রান্সের দিদিয়েগো দেশম
১০. বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ২য় খেলোয়াড় হিসেবে গোল করলেন কিলিয়ান এমবাপ্পে।
১১. এবারের বিশ্বকাপে সবদল মিলিয়ে পাস খেলেছেন ৪৮ হাজার ৭৮৯ টি
১২. এবারের বিশ্বকাপ সবচেয়ে বেশি অাক্রমণ করেছে ২৫২টি ব্রাজিল।
১৩. বিশ্বকাপে ৮৮ বছরের ইতিহাসে ফাইনাল ম্যাচে অাত্নঘাতী গোল দিলেন মারজুসিকের(ক্রোরাসিয়া)।
১৪. ৫২ বছরের ইতিহাসে ফাইনাল ম্যাচে সর্বোচ্চ ৬টি গোল হলো এবার।
১৫. অাত্নঘাতী গোল হয়েছে ১৩টি।
প্রতিটি বিশ্বকাপে অশংগ্রহণ করা একমাত্র ফুটবল দলঃ #ব্রাজিল
এবারের বিশ্বকাপের ১০০ তম গোলটি দিয়েছে " মেসি " ( নাইজেরিয়ার বিপক্ষে)
বিশ্বকাপ_ফুটবল ২০১৮
২১ তম আসর
বলের নামঃ টেলস্টার ১৮
মাসকটঃ জাবিভাকা(এটা একটা নেকড়ে। রুশ ভাষায় জাবিভাকা অর্থ -যে গোল করে)
থিম সং : লিভ ইট আপ
১ম বারের মত বিশ্বকাপে Video Assistant Referee - VAR প্রযুক্তি ব্যবহার করা হয়।
ছবির পোস্টারে ব্যাবহার করা হয়- রুশ গোলরক্ষক 'লেভ ইয়াসিন'। তিনিই ফুটবল বিশ্বের একমাত্র গোলরক্ষক যিনি গোলরক্ষক হয়ে ইউরোপের বর্ষসেরা খেলোয়ারের পুরস্কার জিতেছেন
ফাইনাল ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়- লুজনিকি স্টেডিয়াম, মস্কো।
চ্যাম্পিয়নঃ ফ্রান্স
রানার্সআপঃ ক্রোয়েশিয়া
তৃতীয় স্থানঃ বেলজিয়াম
চতুর্থ স্থানঃ ইংল্যান্ড
স্বাগতিকঃ রাশিয়া
সময়ঃ ১৪ জুন থেকে ১৫ জুলাই
দলঃ ৩২ টি। মুসলিম দল ৭টি। আরব দেশ ৪টি।
১ম অংশকারীঃ আইসল্যান্ড(এযাবৎকাল পর্যন্ত বিশ্বকাপ খেলা দলগুলোর ভেতর জনসংখ্যায় সব থেকে ক্ষুদ্রতম দেশ আইসল্যান্ড। জনসংখ্যা মাত্র ৩,৩২,৫২৯ জন) ও পানামা।
প্রথমবারের মত ৩টি নার্ডিক দেশ অংশগ্রহণ করে। ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন।
ভেন্যুঃ ১১টি শহরে ১২টি
মোট ম্যাচঃ ৬৪
সর্বোচ্চ গোলদাতাঃ হ্যারি কেইন (৬টি)
১ম গোলঃ ইউরি গাজিনস্কি(রাশিয়া)
১ম হ্যাটট্রিকঃ ক্রিশ্চিয়ানো রোলানদো(পর্তুগাল)
last goal : manzukic
ফাইনালে হলো যত রেকর্ড
* ষষ্ঠ দল হিসেবে একাধিকবার বিশ্বকাপ জেতার রেকর্ড করল ফ্রান্স। আগে যে কীর্তি ছিল ব্রাজিল (৫ বার), জার্মানি (৪ বার), ইতালি (৪ বার), আর্জেন্টিনা (২ বার) ও উরুগুয়ের (২ বার)। একটি করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ও স্পেন। বিশ্বকাপ জিতেছে মাত্র আটটি দেশ।
* বিশ্বকাপ ফাইনালে গোল করা কিলিয়ান এমবাপ্পের বয়স ১৯ বছর ২০৭ দিন। এর চেয়ে কম বয়সে ফাইনালে গোল করেছেন কেবল পেলে (১৯৫৮ বিশ্বকাপে, ১৭ বছর ২৪৯ দিন বয়সে)।
* ফাইনালে আত্মঘাতী গোল করা প্রথম ফুটবলার মারিও মানজুকিচ।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হয়েছে - ১৫ জুলাই,২০১৮ লুজনিকি স্টেডিয়াম, মস্কো,রাশিয়া।
* ২০২২ সালে ২২ তম বিশ্বকাপ ফুটবল হবে - মুসলিম দেশ কাতারে।
* ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর হবে- যুক্তরাষ্ট্র, কানাডা,মেক্সিকো।
কাতার বিশ্বকাপ
আয়োজক দেশ - কাতার
অনুষ্ঠিত হবে- ২১ নভেম্বর ২০২২
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে - ১৮ ডিসেম্বর ২০২২
অংশগ্রহনকারী দেশ - ৩২ টি
২৩ তম বিশ্বকাপ ফুটবল
আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
অংশগ্রহনকারী দেশ -৪৮ টি
ভেন্যু -১৬ টি
শহর- ১৬ টি
মোট ম্যাচ হবে - ৮০ টি ( যুক্তরাষ্ট্র -৬০টি, কানাডা -১০ টি, মেক্সিকো -১০ টি)
*প্রথম যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে ১৫ তম আসরে আয়োজন করে।
*মেক্সিকো ১৯৭০ সালে(৯তম) ও ১৯৮৬ সালে (১৩তম) আয়োজন করে
*২০২৬ সালে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে - কানাডা।
বিশ্বকাপ ফুটবল সব সালে চ্যামিস্পয়ন যারা
২০১৮ (রাশিয়া): চ্যাম্পিয়ন ফ্রান্স, রানার্সআপ ক্রোয়েশিয়া; ফলাফল ৪-২
২০১৪ (ব্রাজিল): চ্যাম্পিয়ন জার্মানি, রানার্সআপ আর্জেন্টিনা; ফলাফল ১-০
২০১০ (দক্ষিণ আফ্রিকা): চ্যাম্পিয়ন স্পেন, রানার্সআপ নেদারল্যান্ড; ফলাফল ১-০
২০০৬ (জার্মানি): চ্যাম্পিয়ন ইতালি, রানার্সআপ ফ্রান্স; ফলাফল ১-১ খেলার পর টাইব্রেকারে ৫-৩
২০০২ (জাপান/দ. কোরিয়া): চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্সআপ জার্মানি; ফলাফল ২-০
১৯৯৮ (ফ্রান্স): চ্যাম্পিয়ন ফ্রান্স, রানার্সআপ ব্রাজিল; ফলাফল ৩-০
১৯৯৪ (যুক্তরাষ্ট্র): চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্সআপ ইতালি; ফলাফল ০-০ খেলার পর টাইব্রেকারে ৩-২
১৯৯০ (ইতালি): চ্যাম্পিয়ন জার্মানি, রানার্সআপ আর্জেন্টিনা; ফলাফল ১-০
১৯৮৬ (মেক্সিকো): চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্সআপ জার্মানি; ফলাফল ৩-২
১৯৮২ (স্পেন): চ্যাম্পিয়ন ইতালি, রানার্সআপ জার্মানি; ফলাফল ৩-১
১৯৭৮ (আর্জেন্টিনা): চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্সআপ নেদারল্যান্ড; ফলাফল ৩-১
১৯৭৪ (জার্মানি): চ্যাম্পিয়ন জার্মানি, রানার্সআপ নেদারল্যান্ড; ফলাফল ২-১
১৯৭০ (মেক্সিকো): চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্সআপ ইতালি; ফলাফল ৪-১
১৯৬৬ (ইংল্যান্ড): চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্সআপ জার্মানি; ফলাফল ৪-২
১৯৬২ (চিলি): চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্সআপ চেকোস্লোভাকিয়া; ফলাফল ৩-১
১৯৫৮ (সুইডেন): চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্সআপ সুইডেন; ফলাফল ৫-২
১৯৫৪ (সুইজারল্যান্ড): চ্যাম্পিয়ন জার্মানি, রানার্সআপ হাঙ্গেরি; ফলাফল ৩-২
১৯৫০ (ব্রাজিল): চ্যাম্পিয়ন উরুগুয়ে, রানার্সআপ ব্রাজিল; ফলাফল ২-১
১৯৪৬ (হয়নি)
১৯৪২ (হয়নি)
১৯৩৮ (ফ্রান্স): চ্যাম্পিয়ন ইতালি, রানার্সআপ হাঙ্গেরি; ফলাফল ৪-২
১৯৩৪ (ইতালি): চ্যাম্পিয়ন ইতালি, রানার্সআপ চেকোস্লোভাকিয়া; ফলাফল ২-১
১৯৩০ (উরুগুয়ে): চ্যাম্পিয়ন উরুগুয়ে, রানার্সআপ আর্জেন্টিনা; ফলাফল ৪-২
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ফুটবল"
Post a Comment