৫২-এর ভাষা আন্দোলন

৫২-এর ভাষা আন্দোলন

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন


উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল করুন, আপডেট করে দেওয়া হবে ।

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে




1. প্রশ্ন: পাকিস্তান গন পরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন?
উঃ গন পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।

2. প্রশ্ন: উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয় ?
উঃ ডিসেম্বর, ১৯৪৭ সালে করাচিতে শিক্ষা সম্মেলনে।

3. প্রশ্ন: তমুদ্দিন মজলিস কি ? এটি কবে গঠিত হয় ?
উঃ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ২ সেপ্টেম্বর ১৯৪৭ ।

4. প্রশ্ন: উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ?
উঃ ০২ ই ১৯৪৮ মার্চ।

5. প্রশ্ন: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন ?
উঃ নুরুল আমিন।

6. প্রশ্ন: ১৯৫২ র ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রি কে ছিলেন ?
উঃ খাজা নাজিমউদ্দিন।

7. প্রশ্ন: প্রথম তৈরী শহীদ মিনার কে উম্মোচন করেন ?
উঃ শহীদ শফিউরের পিতা।

8. প্রশ্ন: ১৯৫২ র ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কবে প্রথম শহীদ মিনার নির্মান করা হয় ?
উঃ ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারী।

9. প্রশ্ন: উর্দু - উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটি কে বলেছিলেন ?
উঃ মুহম্মদ আলী জিন্নাহ।

10. প্রশ্ন: কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয় ?
উঃ ১৯৫৬ সালে।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "৫২-এর ভাষা আন্দোলন"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *