
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা (প্রশ্ন-উত্তর)
Baca Juga
BIPLOB BLOGGER
প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন
৫৪-এর নির্বাচন ও সরকার
পাকিস্তানের কেন্দ্রীয় পরিষদের ১৯৫৪ খ্রীস্টাব্দের নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অন্যান্য দল মিলে যুক্তফ্রন্ট নামীয় একটি সমন্বিত বিরোধী রাজনৈতিক মঞ্চ গঠন করার উদ্যোগ নেয়া হয় এবং আওয়ামী মুসলিম লীগ ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর তারিখে কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তান গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফত পার্টির সঙ্গে মিলে যুক্তফ্রন্ট গঠন করে। সাথে আরো ছিল মৌলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি। বামপন্থী গনতন্ত্রী দলের নেতা ছিলেন হাজী মোহাম্মদ দানেশ এবং মাহমুদ আলি সিলেটি।
যুক্তফ্রন্টের প্রধার তিন নেতা ছিলেন মওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই যুক্তফ্রন্ট ২১ দফার একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। ঐ ইশতেহারের মধ্যে প্রধান দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা, বাঙালা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া, ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করা, ভাষা শহীদদের স্মৃতিরক্ষার্থে শহীদ মিনার নির্মাণ করা ইত্যাদি।
নির্বাচনের ফলাফল
১৯৫৪ সালের মার্চের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচনে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন অর্জ্জন করে। তন্মধ্যে ১৪৩টি পেয়েছিল মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, ৪৮টি পেয়েছিল শেরে বাংলা এ. কে. ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি, নেজামী ইসলাম পার্টি লাভ করেছিল ২২, গণতন্ত্রী দল লাভ করেছির ১৩টি এবং খেলাফত-ই-রাব্বানী নামক দলটি ১টি আসন। ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগ সম্পূর্ণরূপে এ নির্বাচনে পরাভূত হয় ; তারা কেবল ৯টি আসন লাভ করতে সমর্থ হয়।
এ নির্বাচনে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের জন্য ৭২টি আসন সংরক্ষিত ছিল। এগুলোর মধ্যে কংগ্রেস লাভ করেছিল ২৪টি আসন, কমিউনিস্ট পার্টি ৪টি, শিডিউল্ড কাস্ট ফাউন্ডেশন ২৭টি, গণতন্ত্রী দল ৩টি এবং ইউনাইটেড পগ্রেসিভ পার্টি ১৩টি আসন লাভ করেছিল। একজন স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয়ী হয়েছিলেন।
যুক্তফ্রন্ট সরকার
১৯৫৪ সালের ৩ রা এপ্রিল শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রীসভা গঠন করেন। পূর্ণাঙ্গ মন্ত্রী পরিষদ গঠন করা হয় ১৫ মে তারিখে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক।
১৯৫৪ সালের ৩১ মে পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করে দিয়ে শাসনতন্ত্রের ৯২ (ক) ধারা জারীর মাধ্যমে প্রদেশে গভর্ণরের শাসন প্রবর্তন করেন।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
1. প্রশ্ন: বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ?
উঃ ভারত।
2. প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি ?
উঃ ভুটান।
3. প্রশ্ন: সৌদিআরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ?
উঃ ১৬ আগষ্ট, ৭৫।
4. প্রশ্ন: আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ?
উঃ ইরাক।
5. প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি ?
উঃ সুদান।
6. প্রশ্ন: বাংলাদেশকে কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ?
উঃ ১৯৮৬ সালে।
7. প্রশ্ন: বাংলাদেশকে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় ?
উঃ ৪১ তম।
8. প্রশ্ন: জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
উঃ হুমায়ন রশিদ চৌধুরী।
9. প্রশ্ন: বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ?
উঃ ৩২ তম।
10. প্রশ্ন: বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল ?
উঃ পাকিস্তান।
11. প্রশ্ন: কবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহন করে ?
উঃ ১ মার্চ ২০০০।
12. প্রশ্ন: ফোবানা কি ?
উঃ আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের একটি বেসরকারী সংগঠন।
13. প্রশ্ন: বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান প্রথম জাতিসংঘ বাংলা ভাষায় বক্তৃতা করেন ?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
14. প্রশ্ন: বিশ্বের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের সেনা মেডিকেল টিম সেবা প্রদান করে ?
উঃ সিরিয়া, ১৯৭৩ সালে।
15. প্রশ্ন: ও, আই, সি একমাত্র কারিগরী ইন্সটিটিউট কোথায় স্থাপন করা হয়েছে ?
উঃ ঢাকায়। Islamic Institute Of Technology (IIT)
16. প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
উঃ ১৩৬ তম।
17. প্রশ্ন: বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ?
উঃ ভারত।
18. প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি ?
উঃ ভুটান।
19. প্রশ্ন: সৌদিআরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ?
উঃ ১৬ আগষ্ট, ৭৫।
20. প্রশ্ন: আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ?
উঃ ইরাক।
21. প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি ?
উঃ সুদান।
22. প্রশ্ন: বাংলাদেশকে কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ?
উঃ ১৯৮৬ সালে।
23. প্রশ্ন: বাংলাদেশকে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় ?
উঃ ৪১ তম।
24. প্রশ্ন: জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
উঃ হুমায়ন রশিদ চৌধুরী।
25. প্রশ্ন: বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ?
উঃ ৩২ তম।
26. প্রশ্ন: বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল ?
উঃ পাকিস্তান।
27. প্রশ্ন: কবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহন করে ?
উঃ ১ মার্চ ২০০০।
28. প্রশ্ন: ফোবানা কি ?
উঃ আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের একটি বেসরকারী সংগঠন।
29. প্রশ্ন: বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান প্রথম জাতিসংঘ বাংলা ভাষায় বক্তৃতা করেন ?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
30. প্রশ্ন: বিশ্বের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের সেনা মেডিকেল টিম সেবা প্রদান করে ?
উঃ সিরিয়া, ১৯৭৩ সালে।
31. প্রশ্ন: ও, আই, সি একমাত্র কারিগরী ইন্সটিটিউট কোথায় স্থাপন করা হয়েছে ?
উঃ ঢাকায়। Islamic Institute Of Technology (IIT)
32. প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
উঃ ১৩৬ তম।
ীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
2. প্রশ্ন: প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
3. প্রশ্ন: প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
উঃ ০২ ই মার্চ, ১৯৭১।
4. প্রশ্ন: বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উঃ আ স ম আব্দুর রব।
5. প্রশ্ন: কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উঃ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
6. প্রশ্ন: চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
উঃ ২৬ মার্চ, ১৯৭১।
7. প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
8. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
9. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
10. প্রশ্ন: শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
উঃ ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।
11. প্রশ্ন: শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
উঃ ১০ জানুয়ারী ১৯৭২।
12. প্রশ্ন: এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার?
উঃ জেনারেল ইয়াহিয়া খান।
13. প্রশ্ন: সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
14. প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
15. প্রশ্ন: বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?
উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
16. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
17. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
উঃ ৬ জন।
18. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উঃ মেহেরপুর জেলার মুজিবনগরে।
19. প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
20. প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উঃ তাজউদ্দিন আহম্মেদ।
21. প্রশ্ন: মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উঃ এম, মনসুর আলী।
22. প্রশ্ন: মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
উঃ তাজউদ্দিন আহম্মেদ।
23. প্রশ্ন: মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ শেখ মুজিবর রহমান।
24. প্রশ্ন: মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
25. প্রশ্ন: মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
উঃ অধ্যাপক ইউসুফ আলী।
26. প্রশ্ন: মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
উঃ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
27. প্রশ্ন: জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
উঃ ১৮ এপ্রিল, ১৯৭১।
28. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার।
29. প্রশ্ন: প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উঃ এম হোসেন আলী।
30. প্রশ্ন: সাইমন ড্রিং কে ছিলেন?
উঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।
31. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উঃ ১৮ এপ্রিল কলকতায়।
32. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
উঃ ১১ টি।
33. প্রশ্ন: কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
উঃ ১০ নং সেক্টর।
34. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
উঃ ৭ জন।
35. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
উঃ ৬৮ জন।
36. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
উঃ ১৭৫জন।
37. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
উঃ ৪২৬ জন।
38. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
উঃ ৬৭৬ জন।
39. প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
40. প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
41. প্রশ্ন: সমপ্রতি কোন বীর শ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?
উঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
42. প্রশ্ন: বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?
উঃ পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে।
43. প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
উঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
44. প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?
উঃ ভারতের আমবাসা এলাকায়।
45. প্রশ্ন: দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?
উঃ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
46. প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?
উঃ মাদার মারিও ভেরেনজি।
47. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?
উঃ হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
48. প্রশ্ন: বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
উঃ শহীদুল ইসলাম(লালু) বীর প্রতীক।
49. প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?
উঃ ২১ নভেম্বর, ১৯৭১।
50. প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
উঃ ০৬ ডিসেম্বর, ১৯৭১।
51. প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
উঃ জেনারেল জগজিৎ সিং অরোরা।
52. প্রশ্ন: পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পন করেন?
উঃ জেনারেল এ, কে নিয়াজী।
53. প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উঃ রেসকোর্স ময়দানে।
54. প্রশ্ন: জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে?
উঃ জেনারেল জগজিৎ সিং অরোরার।
55. প্রশ্ন: আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
উঃ বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
56. প্রশ্ন: জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল ?
উঃ ৯৩ হাজার।
57. প্রশ্ন: কোন সাহিত্যক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?
উঃ আবদুস সাত্তার।
58. প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন?
উঃ এম আর আখতার মুকুল।
59. প্রশ্ন: ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কখন?
উঃ ১৯৮০ সালে।
60. প্রশ্ন: বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ কে করেন?
উঃ মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১)।
61. প্রশ্ন: বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন?
উঃ মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।
62. প্রশ্ন: একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী/উপজাতী মুক্তিযোদ্ধা কে ছিলেন?
উঃ উক্যাচিং মারমা।
৬-দফা ও গন অভ্যুথান
1. প্রশ্ন: শেখ মুজিব ছয় দফা কর্মসুচী কবে ব্যক্ত করেন?
উঃ ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে।
2. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়?
উঃ জানুয়ারী, ১৯৬৮।
3. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন?
উঃ পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।
4. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয়?
উঃ জুন, ১৯৬৮।
5. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কত জন ছিল?
উঃ ৩৫ জন।
6. প্রশ্ন: ‘আগরতলা ষড়যন্ত্র’ মামলার প্রধান আসামী ছিলেন?
উঃ শেখ মুজিবর রহমান।
7. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়?
উঃ ২২ ফেব্রুয়ারী ১৯৬৯।
8. প্রশ্ন: কবে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে হত্যা করে?
উঃ ১৫ ফেব্রুয়ারী ১৯৬৯।
9. প্রশ্ন: আইয়ুব খান কবে কেন পদত্যাগ করতে বাধ্য হয়?
উঃ ২৫ মার্চ, ১৯৬৯ সালে। রাজনৈতিক সংকটের জন্য।
10. প্রশ্ন: পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন?
উঃ ২০ জানুয়ারী, ১৯৬৯।
11. প্রশ্ন: তিনি কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
উঃ আইন বিভাগের।
12. প্রশ্ন: পুলিশের গুলিতে শহীদ মতিউর কবে নিহত হন?
উঃ ২৪ জানুয়ারী, ১৯৬৯।
13. প্রশ্ন: তিনি কোন বিদ্যালয়ের ছাত্র ছিলেন?
উঃ নবকুমার ইনষ্টিটিউশনের, নবম শ্রেনীর ছাত্র।
14. প্রশ্ন: শহীদ ড. শামসুজ্জোহা কবে কোথায় হত্যা করা হয়েছিল?
উঃ ১৮ ফেব্রুয়ারী, ১৯৬৯, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।
15. প্রশ্ন: আইয়ুব খান কবে কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন?
উঃ ২৫ মার্চ, ১৯৬৯। আগা মুহম্মদ ইয়াহিয়া খান।
16. প্রশ্ন: শেখ মুজিবর রহমানকে কবে বঙ্গবন্ধুকে উপাধিতে ভুষিত করা হয়?
উঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী।
17. প্রশ্ন: কখন শেখ মুজিবর রহমানকে জাতির জনক ঘোষনা দেয়া হয়?
উঃ ০৩ মার্চ ১৯৭১।
18. প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে প্রথমে জাতির পিতা ঘোষনা দেন?
উঃ আ.স.ম আবদুর রব।
19. প্রশ্ন: ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসন পেয়েছিল?
উঃ ১৬৭ টি আসন।
20. প্রশ্ন: পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উঃ ০৭ ডিসেম্বর, ১৯৭০সাল।
21. প্রশ্ন: আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন?
উঃ ২৫ মার্চ, ১৯৭১ রাতে।
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশসমূহ :
1. প্রশ্ন : দেশের নাম
2. উত্তর: ভারত
3. উত্তর: ভুটান
4. উত্তর: পোল্যান্ড
5. উত্তর: বুলগেরিয়া
6. উত্তর: মায়ানমার
7. উত্তর: নেপাল
8. উত্তর: বার্বাডোস
9. উত্তর: যুগোশ্লাভিয়া
10. উত্তর: টোঙ্গা
11. উত্তর: রাশিয়া
12. উত্তর: চেকোশ্লাভিয়া
13. উত্তর: সাইপ্রাস
14. উত্তর: হাঙ্গেরী
15. উত্তর: অষ্ট্রেলিয়া
16. উত্তর: ফিজি
17. উত্তর: নিউজিল্যান্ড
18. উত্তর: সেনেগাল
19. উত্তর: ব্রিটেন
20. উত্তর: পশ্চিম জার্মানী
21. উত্তর: ফিনল্যান্ড
22. উত্তর: ডেনমার্ক
23. উত্তর: সুইডেন
24. উত্তর: নরওয়ে
25. উত্তর: আইসল্যান্ড
26. উত্তর: ইসরাইল
27. উত্তর: জাপান
28. উত্তর: লুক্সেমবার্গ
29. উত্তর: নেদারল্যান্ড
30. উত্তর: বেলজিয়াম
31. উত্তর: আয়ারল্যান্ড
32. উত্তর: ইতালী
33. উত্তর: ফ্রান্স
34. উত্তর: কানাডা
35. উত্তর: সিঙ্গাপুর
36. উত্তর: মারিশাস
37. উত্তর: সোভিয়েত ইউনিয়ন
38. উত্তর: ফিলিপাইন
39. উত্তর: ইন্দোনেশিয়া
40. উত্তর: মালয়েশিয়া
41. উত্তর: মালাউই
42. উত্তর: গাম্বিয়া
43. উত্তর: শ্রীলংকা
44. উত্তর: সোয়াজিল্যান্ড
45. উত্তর: লোসোনা
46. উত্তর: বতসেয়ানা
47. উত্তর: জ্যামাইকা
48. উত্তর: তাইওয়ান
49. উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র
50. উত্তর: গ্যাবন
51. উত্তর: মালাগাছি
52. উত্তর: সিয়েরালিওন
53. উত্তর: কোস্টারিকা
54. উত্তর: ভেনিজুয়েলা
55. উত্তর: কলম্বিয়া
56. উত্তর: মেক্সিকো
57. উত্তর: স্পেন
58. উত্তর: দক্ষিন কোরিয়া
59. উত্তর: ব্রাজিল
60. উত্তর: আর্জেন্টিনা
61. উত্তর: হাইতি
62. উত্তর: চিলি
63. উত্তর: ইকুয়েডর
64. উত্তর: জাম্বিয়া
65. উত্তর: রুমানিয়া
66. উত্তর: তাঞ্জানিয়া
67. উত্তর: মাল্টা
68. উত্তর: ডোমিনিকান
69. উত্তর: গুযাতেমালা
70. উত্তর: ইয়েমেন
71. উত্তর: পেরু
72. উত্তর: বলিভিয়া
73. উত্তর: বারকিনা ফাসো
74. উত্তর: প্যারাগুয়ে
75. উত্তর: পানামা
76. উত্তর: উরুগুয়ে
77. উত্তর: উগান্ডা
78. উত্তর: ভ্যাটিক্যান সিটি
79. উত্তর: হন্ডুরাস
80. উত্তর: উত্তর ভিয়েতনাম
81. উত্তর: ঘানা
82. উত্তর: আফগানিস্থান
83. উত্তর: লেবানন
84. উত্তর: মরোক্ক
85. উত্তর: দক্ষিণ ভিয়েতনাম
86. উত্তর: আইভোরি কোস্ট
87. উত্তর: জায়ার
88. উত্তর: মিশর
89. উত্তর: সিরিয়া
90. উত্তর: নাইজার
91. উত্তর: গিনি-বিসাউ
92. উত্তর: ক্যামেরুন
93. উত্তর: বেনিন
94. উত্তর: কুয়েত
95. উত্তর: ইরান
96. উত্তর: তুরস্ক
97. উত্তর: পাকিস্তান
98. উত্তর: নাইজেরিয়া
99. উত্তর: কঙ্গো
100.উত্তর: সুদান
101.উত্তর: সৌদি আরব
102.উত্তর: ওমান
103.উত্তর: চীন
পাকিস্তানের কেন্দ্রীয় পরিষদের ১৯৫৪ খ্রীস্টাব্দের নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অন্যান্য দল মিলে যুক্তফ্রন্ট নামীয় একটি সমন্বিত বিরোধী রাজনৈতিক মঞ্চ গঠন করার উদ্যোগ নেয়া হয় এবং আওয়ামী মুসলিম লীগ ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর তারিখে কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তান গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফত পার্টির সঙ্গে মিলে যুক্তফ্রন্ট গঠন করে। সাথে আরো ছিল মৌলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি। বামপন্থী গনতন্ত্রী দলের নেতা ছিলেন হাজী মোহাম্মদ দানেশ এবং মাহমুদ আলি সিলেটি।
বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের
নামঃ খালাসী
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২। ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে
নামঃ খালাসী
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২। ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে
নির্বাচনের ফলাফল
১৯৫৪ সালের মার্চের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচনে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন অর্জ্জন করে। তন্মধ্যে ১৪৩টি পেয়েছিল মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, ৪৮টি পেয়েছিল শেরে বাংলা এ. কে. ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি, নেজামী ইসলাম পার্টি লাভ করেছিল ২২, গণতন্ত্রী দল লাভ করেছির ১৩টি এবং খেলাফত-ই-রাব্বানী নামক দলটি ১টি আসন। ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগ সম্পূর্ণরূপে এ নির্বাচনে পরাভূত হয় ; তারা কেবল ৯টি আসন লাভ করতে সমর্থ হয়।
এ নির্বাচনে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের জন্য ৭২টি আসন সংরক্ষিত ছিল। এগুলোর মধ্যে কংগ্রেস লাভ করেছিল ২৪টি আসন, কমিউনিস্ট পার্টি ৪টি, শিডিউল্ড কাস্ট ফাউন্ডেশন ২৭টি, গণতন্ত্রী দল ৩টি এবং ইউনাইটেড পগ্রেসিভ পার্টি ১৩টি আসন লাভ করেছিল। একজন স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয়ী হয়েছিলেন।
যুক্তফ্রন্ট সরকার
১৯৫৪ সালের ৩ রা এপ্রিল শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রীসভা গঠন করেন। পূর্ণাঙ্গ মন্ত্রী পরিষদ গঠন করা হয় ১৫ মে তারিখে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক।
১৯৫৪ সালের ৩১ মে পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করে দিয়ে শাসনতন্ত্রের ৯২ (ক) ধারা জারীর মাধ্যমে প্রদেশে গভর্ণরের শাসন প্রবর্তন করেন।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
1. প্রশ্ন: বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ?
উঃ ভারত।
2. প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি ?
উঃ ভুটান।
3. প্রশ্ন: সৌদিআরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ?
উঃ ১৬ আগষ্ট, ৭৫।
4. প্রশ্ন: আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ?
উঃ ইরাক।
5. প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি ?
উঃ সুদান।
6. প্রশ্ন: বাংলাদেশকে কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ?
উঃ ১৯৮৬ সালে।
7. প্রশ্ন: বাংলাদেশকে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় ?
উঃ ৪১ তম।
8. প্রশ্ন: জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
উঃ হুমায়ন রশিদ চৌধুরী।
9. প্রশ্ন: বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ?
উঃ ৩২ তম।
10. প্রশ্ন: বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল ?
উঃ পাকিস্তান।
11. প্রশ্ন: কবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহন করে ?
উঃ ১ মার্চ ২০০০।
12. প্রশ্ন: ফোবানা কি ?
উঃ আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের একটি বেসরকারী সংগঠন।
13. প্রশ্ন: বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান প্রথম জাতিসংঘ বাংলা ভাষায় বক্তৃতা করেন ?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
14. প্রশ্ন: বিশ্বের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের সেনা মেডিকেল টিম সেবা প্রদান করে ?
উঃ সিরিয়া, ১৯৭৩ সালে।
15. প্রশ্ন: ও, আই, সি একমাত্র কারিগরী ইন্সটিটিউট কোথায় স্থাপন করা হয়েছে ?
উঃ ঢাকায়। Islamic Institute Of Technology (IIT)
16. প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
উঃ ১৩৬ তম।
17. প্রশ্ন: বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ?
উঃ ভারত।
18. প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি ?
উঃ ভুটান।
19. প্রশ্ন: সৌদিআরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ?
উঃ ১৬ আগষ্ট, ৭৫।
20. প্রশ্ন: আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ?
উঃ ইরাক।
21. প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি ?
উঃ সুদান।
22. প্রশ্ন: বাংলাদেশকে কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ?
উঃ ১৯৮৬ সালে।
23. প্রশ্ন: বাংলাদেশকে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় ?
উঃ ৪১ তম।
24. প্রশ্ন: জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
উঃ হুমায়ন রশিদ চৌধুরী।
25. প্রশ্ন: বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ?
উঃ ৩২ তম।
26. প্রশ্ন: বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল ?
উঃ পাকিস্তান।
27. প্রশ্ন: কবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহন করে ?
উঃ ১ মার্চ ২০০০।
28. প্রশ্ন: ফোবানা কি ?
উঃ আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের একটি বেসরকারী সংগঠন।
29. প্রশ্ন: বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান প্রথম জাতিসংঘ বাংলা ভাষায় বক্তৃতা করেন ?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
30. প্রশ্ন: বিশ্বের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের সেনা মেডিকেল টিম সেবা প্রদান করে ?
উঃ সিরিয়া, ১৯৭৩ সালে।
31. প্রশ্ন: ও, আই, সি একমাত্র কারিগরী ইন্সটিটিউট কোথায় স্থাপন করা হয়েছে ?
উঃ ঢাকায়। Islamic Institute Of Technology (IIT)
32. প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
উঃ ১৩৬ তম।
ীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
2. প্রশ্ন: প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
3. প্রশ্ন: প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
উঃ ০২ ই মার্চ, ১৯৭১।
4. প্রশ্ন: বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উঃ আ স ম আব্দুর রব।
5. প্রশ্ন: কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উঃ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
6. প্রশ্ন: চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
উঃ ২৬ মার্চ, ১৯৭১।
7. প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
8. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
9. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
10. প্রশ্ন: শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
উঃ ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।
11. প্রশ্ন: শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
উঃ ১০ জানুয়ারী ১৯৭২।
12. প্রশ্ন: এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার?
উঃ জেনারেল ইয়াহিয়া খান।
13. প্রশ্ন: সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
14. প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
15. প্রশ্ন: বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?
উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
16. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
17. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
উঃ ৬ জন।
18. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উঃ মেহেরপুর জেলার মুজিবনগরে।
19. প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
20. প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উঃ তাজউদ্দিন আহম্মেদ।
21. প্রশ্ন: মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উঃ এম, মনসুর আলী।
22. প্রশ্ন: মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
উঃ তাজউদ্দিন আহম্মেদ।
23. প্রশ্ন: মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ শেখ মুজিবর রহমান।
24. প্রশ্ন: মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
25. প্রশ্ন: মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
উঃ অধ্যাপক ইউসুফ আলী।
26. প্রশ্ন: মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
উঃ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
27. প্রশ্ন: জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
উঃ ১৮ এপ্রিল, ১৯৭১।
28. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার।
29. প্রশ্ন: প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উঃ এম হোসেন আলী।
30. প্রশ্ন: সাইমন ড্রিং কে ছিলেন?
উঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।
31. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উঃ ১৮ এপ্রিল কলকতায়।
32. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
উঃ ১১ টি।
33. প্রশ্ন: কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
উঃ ১০ নং সেক্টর।
34. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
উঃ ৭ জন।
35. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
উঃ ৬৮ জন।
36. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
উঃ ১৭৫জন।
37. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
উঃ ৪২৬ জন।
38. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
উঃ ৬৭৬ জন।
39. প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
40. প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
41. প্রশ্ন: সমপ্রতি কোন বীর শ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?
উঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
42. প্রশ্ন: বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?
উঃ পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে।
43. প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
উঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
44. প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?
উঃ ভারতের আমবাসা এলাকায়।
45. প্রশ্ন: দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?
উঃ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
46. প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?
উঃ মাদার মারিও ভেরেনজি।
47. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?
উঃ হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
48. প্রশ্ন: বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
উঃ শহীদুল ইসলাম(লালু) বীর প্রতীক।
49. প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?
উঃ ২১ নভেম্বর, ১৯৭১।
50. প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
উঃ ০৬ ডিসেম্বর, ১৯৭১।
51. প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
উঃ জেনারেল জগজিৎ সিং অরোরা।
52. প্রশ্ন: পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পন করেন?
উঃ জেনারেল এ, কে নিয়াজী।
53. প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উঃ রেসকোর্স ময়দানে।
54. প্রশ্ন: জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে?
উঃ জেনারেল জগজিৎ সিং অরোরার।
55. প্রশ্ন: আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
উঃ বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
56. প্রশ্ন: জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল ?
উঃ ৯৩ হাজার।
57. প্রশ্ন: কোন সাহিত্যক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?
উঃ আবদুস সাত্তার।
58. প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন?
উঃ এম আর আখতার মুকুল।
59. প্রশ্ন: ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কখন?
উঃ ১৯৮০ সালে।
60. প্রশ্ন: বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ কে করেন?
উঃ মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১)।
61. প্রশ্ন: বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন?
উঃ মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।
62. প্রশ্ন: একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী/উপজাতী মুক্তিযোদ্ধা কে ছিলেন?
উঃ উক্যাচিং মারমা।
৬-দফা ও গন অভ্যুথান
1. প্রশ্ন: শেখ মুজিব ছয় দফা কর্মসুচী কবে ব্যক্ত করেন?
উঃ ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে।
2. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়?
উঃ জানুয়ারী, ১৯৬৮।
3. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন?
উঃ পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।
4. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয়?
উঃ জুন, ১৯৬৮।
5. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কত জন ছিল?
উঃ ৩৫ জন।
6. প্রশ্ন: ‘আগরতলা ষড়যন্ত্র’ মামলার প্রধান আসামী ছিলেন?
উঃ শেখ মুজিবর রহমান।
7. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়?
উঃ ২২ ফেব্রুয়ারী ১৯৬৯।
8. প্রশ্ন: কবে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে হত্যা করে?
উঃ ১৫ ফেব্রুয়ারী ১৯৬৯।
9. প্রশ্ন: আইয়ুব খান কবে কেন পদত্যাগ করতে বাধ্য হয়?
উঃ ২৫ মার্চ, ১৯৬৯ সালে। রাজনৈতিক সংকটের জন্য।
10. প্রশ্ন: পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন?
উঃ ২০ জানুয়ারী, ১৯৬৯।
11. প্রশ্ন: তিনি কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
উঃ আইন বিভাগের।
12. প্রশ্ন: পুলিশের গুলিতে শহীদ মতিউর কবে নিহত হন?
উঃ ২৪ জানুয়ারী, ১৯৬৯।
13. প্রশ্ন: তিনি কোন বিদ্যালয়ের ছাত্র ছিলেন?
উঃ নবকুমার ইনষ্টিটিউশনের, নবম শ্রেনীর ছাত্র।
14. প্রশ্ন: শহীদ ড. শামসুজ্জোহা কবে কোথায় হত্যা করা হয়েছিল?
উঃ ১৮ ফেব্রুয়ারী, ১৯৬৯, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।
15. প্রশ্ন: আইয়ুব খান কবে কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন?
উঃ ২৫ মার্চ, ১৯৬৯। আগা মুহম্মদ ইয়াহিয়া খান।
16. প্রশ্ন: শেখ মুজিবর রহমানকে কবে বঙ্গবন্ধুকে উপাধিতে ভুষিত করা হয়?
উঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী।
17. প্রশ্ন: কখন শেখ মুজিবর রহমানকে জাতির জনক ঘোষনা দেয়া হয়?
উঃ ০৩ মার্চ ১৯৭১।
18. প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে প্রথমে জাতির পিতা ঘোষনা দেন?
উঃ আ.স.ম আবদুর রব।
19. প্রশ্ন: ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসন পেয়েছিল?
উঃ ১৬৭ টি আসন।
20. প্রশ্ন: পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উঃ ০৭ ডিসেম্বর, ১৯৭০সাল।
21. প্রশ্ন: আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন?
উঃ ২৫ মার্চ, ১৯৭১ রাতে।
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশসমূহ :
1. প্রশ্ন : দেশের নাম
2. উত্তর: ভারত
3. উত্তর: ভুটান
4. উত্তর: পোল্যান্ড
5. উত্তর: বুলগেরিয়া
6. উত্তর: মায়ানমার
7. উত্তর: নেপাল
8. উত্তর: বার্বাডোস
9. উত্তর: যুগোশ্লাভিয়া
10. উত্তর: টোঙ্গা
11. উত্তর: রাশিয়া
12. উত্তর: চেকোশ্লাভিয়া
13. উত্তর: সাইপ্রাস
14. উত্তর: হাঙ্গেরী
15. উত্তর: অষ্ট্রেলিয়া
16. উত্তর: ফিজি
17. উত্তর: নিউজিল্যান্ড
18. উত্তর: সেনেগাল
19. উত্তর: ব্রিটেন
20. উত্তর: পশ্চিম জার্মানী
21. উত্তর: ফিনল্যান্ড
22. উত্তর: ডেনমার্ক
23. উত্তর: সুইডেন
24. উত্তর: নরওয়ে
25. উত্তর: আইসল্যান্ড
26. উত্তর: ইসরাইল
27. উত্তর: জাপান
28. উত্তর: লুক্সেমবার্গ
29. উত্তর: নেদারল্যান্ড
30. উত্তর: বেলজিয়াম
31. উত্তর: আয়ারল্যান্ড
32. উত্তর: ইতালী
33. উত্তর: ফ্রান্স
34. উত্তর: কানাডা
35. উত্তর: সিঙ্গাপুর
36. উত্তর: মারিশাস
37. উত্তর: সোভিয়েত ইউনিয়ন
38. উত্তর: ফিলিপাইন
39. উত্তর: ইন্দোনেশিয়া
40. উত্তর: মালয়েশিয়া
41. উত্তর: মালাউই
42. উত্তর: গাম্বিয়া
43. উত্তর: শ্রীলংকা
44. উত্তর: সোয়াজিল্যান্ড
45. উত্তর: লোসোনা
46. উত্তর: বতসেয়ানা
47. উত্তর: জ্যামাইকা
48. উত্তর: তাইওয়ান
49. উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র
50. উত্তর: গ্যাবন
51. উত্তর: মালাগাছি
52. উত্তর: সিয়েরালিওন
53. উত্তর: কোস্টারিকা
54. উত্তর: ভেনিজুয়েলা
55. উত্তর: কলম্বিয়া
56. উত্তর: মেক্সিকো
57. উত্তর: স্পেন
58. উত্তর: দক্ষিন কোরিয়া
59. উত্তর: ব্রাজিল
60. উত্তর: আর্জেন্টিনা
61. উত্তর: হাইতি
62. উত্তর: চিলি
63. উত্তর: ইকুয়েডর
64. উত্তর: জাম্বিয়া
65. উত্তর: রুমানিয়া
66. উত্তর: তাঞ্জানিয়া
67. উত্তর: মাল্টা
68. উত্তর: ডোমিনিকান
69. উত্তর: গুযাতেমালা
70. উত্তর: ইয়েমেন
71. উত্তর: পেরু
72. উত্তর: বলিভিয়া
73. উত্তর: বারকিনা ফাসো
74. উত্তর: প্যারাগুয়ে
75. উত্তর: পানামা
76. উত্তর: উরুগুয়ে
77. উত্তর: উগান্ডা
78. উত্তর: ভ্যাটিক্যান সিটি
79. উত্তর: হন্ডুরাস
80. উত্তর: উত্তর ভিয়েতনাম
81. উত্তর: ঘানা
82. উত্তর: আফগানিস্থান
83. উত্তর: লেবানন
84. উত্তর: মরোক্ক
85. উত্তর: দক্ষিণ ভিয়েতনাম
86. উত্তর: আইভোরি কোস্ট
87. উত্তর: জায়ার
88. উত্তর: মিশর
89. উত্তর: সিরিয়া
90. উত্তর: নাইজার
91. উত্তর: গিনি-বিসাউ
92. উত্তর: ক্যামেরুন
93. উত্তর: বেনিন
94. উত্তর: কুয়েত
95. উত্তর: ইরান
96. উত্তর: তুরস্ক
97. উত্তর: পাকিস্তান
98. উত্তর: নাইজেরিয়া
99. উত্তর: কঙ্গো
100.উত্তর: সুদান
101.উত্তর: সৌদি আরব
102.উত্তর: ওমান
103.উত্তর: চীন
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা (প্রশ্ন-উত্তর)"
Post a Comment