প্রায় পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যাবলী

প্রায় পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যাবলী


1. বাংলাদেশের সাংবিধানিক নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (The Peple’s Republic of BD)

2. বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর।

3. এদেশের রাজধানী- ঢাকা।

4 বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী- চট্টগ্রাম।

5 এদেশের আয়তন- ১.৪৭.৫৭০ বর্গ কি.মি অথবা ৫৫ হাজার বর্গামাইল।

6. আয়তনের ভিত্তিতে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান- ৯০তম।

7 এদেশের আইন পরিষদের নাম- পার্লামেন্ট বা জাতীয় সংসদ।

8 বাংলাদেশের বিভাগ সংখ্যা- ৮টি।

9. সিটি কর্পোরেশনের সংখ্যা- ১২টি।

10. এদেশের সীমান্তবর্তী জেলা- ৩২টি।

11. বাংলাদেশের সাথে যে দুটি দেশের সীমান্ত রয়েছে- ভারত ও মায়ানমার।

12. জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩২%।

13. এখানকার মানুষের গড় আয়ু- ৬৬.৮ বছর।

14. এদেশের মানুষের মাথাপিছু আয়- ৭৫০ মার্কিন ডলার।

15. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত- ২০৩ সে.মি।

16. এদেশের উপর দিয়ে প্রবাহিত মোট নদ-নদীর সংখ্যা- ২০৩টি।

17. এদেশের মানুষের গড়পড়তার হার- ৫৪৮% (সূত্র- অর্থনৈতিক সীমানা ২০১০ ও প্রাথমিক গণ শিক্ষা মন্ত্রণালয় ব্যান বেইস= ৬৫.৫%)

18. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান- নবম।

19. এদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়- সিলেট জেলার লালখানে।

20. সর্বনিম্ন বৃষ্টিপাত হয়- নাটোর জেলার লালপুরে।

21. উচ্চমত মাস- এপ্রিল।

22 শীতলতম মাস- এপ্রিল।

23. বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা- কক্সবাজার।

24. সর্ব উত্তরের জেলা- পঞ্চগড়।

25. বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা- কক্সবাজার।

26. সর্ব উত্তরের জেলা- পঞ্চগড়।

27. বাংলাদেশের সমুদ্র বন্দর- ২টি।ঋ

28. আন্তর্জাতিক বিমানবন্দর- ২টি।

29. জনসংখ্যার ঘনত্ব- ৯৯০ জন প্রতি বর্গ কি.মি. এ।

30. সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা।

31. সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- বান্দরবান।

32. বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ লাভ করে- ১৯৭৪ সালে।

33. বাংলাদেশের জাতিসংঘের- ১৩৬তম সদস্য।

বাংলাদেশের উৎপত্তি, অবস্থান, সীমানা ও আয়তন

34. বাংলাদেশ নামের উৎপত্তি হয়েছে নিম্নোক্ত ক্রমধারায়- বাঙ্গাল > সুবাহ-ই বাঙলা > পূর্ববঙ্গ > পূর্ব পাকিস্তান > বাংলাদেশ।

35. বাংলাদেশের ভৌগলিক অবস্থান -- ২০০৩৪‌‌‌‌´ উত্তর থেকে ২৬০৩৮‌‌‌‌´উত্তর অক্ষাংশ এবং ৮৮০০১‌‌‌‌´ পূর্ব থেকে ৯২০৪১‌‌‌‌´পূর্ব দ্রাঘিমাংশ।

36. বাংলাদেশের সীমানা- পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার, বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর।

37. বাংলাদেশের আয়তন- ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. বা ৫৬, ৯৭৭ বর্গ মাইল।

38. বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান- ছেড়াঁ দ্বীপ (না থাকলে সেন্টমার্টিন হবে)।

39. বাংলাদেশের সর্ব পূর্বের স্থান- আখাইনঠং (থানচি, বান্দরবন)।

40. বাংলাদেশের পশ্চিমের স্থান- মনাকসা (শিবগড়, চাঁপাই নবাবগড়)।

41. বাংলাদেশের বাংলাদেশের সর্ব উত্তরের স্থান- জায়গীর জোত, বাংলাবান্ধা।

42. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ- চট্টগ্রাম।

43. আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ- সিলেট।

44 আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা- রাঙামাটি।

45. আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা- মেহেরপুর।

46. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা- শ্যামনগর (সাতক্ষীরা)।

47 বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ অবস্থিত- আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।

48. বাংলাদেশের সমুদ্র উপকূলীয় সীমার দৈর্ঘ্য- ৭১১ কি.মি.।

49. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা- ১২ নটিক্যাল মাইল।

50. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমার দৈর্ঘ্য- ২০০ নটিক্যাল মাইন বা ৩৭০.৪ কি.মি.।

51. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য- ৫টি।

52. বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩২টি।

53 ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।

54 মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি।

55. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের যৌথ সীমান্ত রয়েছে- রাঙামাটি।

56. বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই- বান্দরবান ও কক্সবাজার।

57. বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য- ১৬.৫ কি.মি. বা ১১ মাইল।

58. বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে- কর্কট ক্রান্তি রেখা বা ৯০ ি পূর্ব দ্রাঘিমা রেখা বা ট্রপিক অব ক্যানসার।

59. ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়- ১৬ মে ১৯৭৪ সালে।

60. বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলে।

বাংলাদেশের ছিট মহল ও সীমান্তবর্তী স্থান সমূহ

61. বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধি।

62. বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়- ১৬মে ১৯৭৪ (নয়াদিল্লী)।

63. বাংলাদেশের সব কটি ছিট মহল- ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার অর্ন্তগত।

64. ছিটমহল সংক্রান্ত ‘মুজিব-ইন্দিরা চুক্তি- ১৯৭৪’ এর বিষয়বস'- নিজ ভিটায় বসবাস।

65. ‘তিন বিঘা করিডোর’ এর বিনিময়ে বাংলাদেশ ভারতকে দেয়- বেরু বাড়ী ছিটমহল।

66 ভারত বাংলাদেশের জন্য ‘তিনবিঘা করিডোর’ খুলে দেয়- ২৬ জুন ১৯৯২ সালে।

67. বাংলাদেশের ভিতর ভারতের ছিটমহল আছে- ১১১টি।

68. ভারতের ভিতর বাংলাদেশের ছিট মহল আছে- ৫১টি।

69. ভারত ও বাংলাদেশের ছিটমহলগুলো নির্ধারণ করা হয়- ‘র‌্যাড ক্লিফ কমিশন’ অসুসারে।

70. ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশের- লালমনির হাট জেলায় (৫৯টি)।

71. বাংলাদেশের সাথে ভারতের- ৫টি রাজ্যের সীমান্ত আছে।

72. বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে- ভারত ও মিয়ানমার।

73. ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।

74. বাংলাদেশ-ভারত ও মায়ানমারকে সভার্শ করেছে- রাঙ্গামাটি জেলা।

75. ভারত কর্তৃক দখলকৃত ‘পদুয়া’ নামক স্থানটি- সিলেট সীমান্তে অবস্থিত।

76. বাংলাদেশের বরিশাল বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই।

77. বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চিহ্নিতকরণের লক্ষ্যে গঠিত কমিটির নাম- ১) JBWF (Joint Boundary working Groups)

78. বাংলাদেশ ও ভারতের মধ্যে অচিহ্নিত সীশান্ত স্থান- ৩টি।

79. ‘তিন বিঘা করিডোর’ বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত।

@@@@@@@@@@@@@@@@@@@@##

# ভারতের সাথে বাংলাদেশের অমিমাংশিত সীমান্ত -- ৬.৫ কিলোমিটার।

# ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় -- ১৬ মে, ১৯৭৪।

# মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত -- ২৮৩ কিঃমিঃ বা ১৭৬ মাইল।

# বাংলাদেশের কোথায় কোথায় পর্বত আছে -- পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটে।

# বাংলাদেশের সর্ব দক্ষিণে কোন দ্বীপ অবস্থিত -- সেন্টমার্টিন।

# বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি -- সেন্টমার্টিন।

# দক্ষিণ তালপট্টির ভারতীয় নাম কি -- পূর্বাশা দ্বীপ বা নিউমুর।

# দহগ্রাম-আঙ্গরপোতা কোথায় -- লালমানরহাট জেলার পাটগ্রাম থানায়।

# দহগ্রামের আয়তন -- ৩৫ বর্গ কিঃ মিঃ।

# ভারতের ভেতরের বাংলাদেশের ছিটমহল আছে -- ৫১ টি।

# বাংলাদেশী ছিটমহলগুলো ভারতের কোন জেলার অন্তর্গত -- পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার অন্তর্গত।

# বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল আছে -- ১১১টি। লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, নীলফামারীতে ৪টি এবং কুড়িগ্রামে ১২ টি।

# ভারতের মধ্যে বাংলাদেশী ছিটমহলগুলোর আয়তন -- ৭১১০.০২ একর।

# তিনবিঘা করিডোরের বিনিময়ে ভারতকে কোন ছিটমহল হস্তান্তর -- বেরুবাড়ী।

# তিনবিঘা করিডরের পরিমাপ -- ১৭৮ মিটার ও ৮৫ মিটার।

# কোন তারিখে তিনবিঘা করিডোর ভারত খুলে দেয় -- ২৬ জুন, ১৯৯২।

# লালমনিরহাট জেলা থেকে তিনবিঘার দূরত্ব -- ৮০ মাইল।

# আলুটিলা পাহাড় অবস্থিত -- খাগড়াছড়ি জেলায়।

# “চন্দ্রনাথের পাহাড়” কেন বিখ্যাত -- হিন্দুদের তীর্থ স্থানের জন্য।

# বাংলাদেশের সর্ব দক্ষিনে অবস্থিত থানা শহর কোনটি -- টেকনাফ।

# বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত থানা শহর কোনটি -- তেতুলিয়া।

# বাংলাদেশের সর্ব পশ্চিমে থানা শহর -- শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ)

# বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা -- থানচি।

# আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম থানা -- শ্যামনগর।

# বাংলাদেশের বৃহত্তম গ্রাম – বানিয়াচং, হবিগঞ্জ।

# বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম থানা (আয়তনে) -- লালবাগ।

# পৃথিবীর বৃহত্তম জীবন্ত ব-দ্বীপ -- বাংলাদেশ।

# বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় -- গারো পাহাড়।

# লালমাই পাহাড় কোথায় অবস্থিত -- কুমিল্লা। # বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ -- তাজিওডাং (বিজয়) উচ্চতা-১২৩১ মিটার।

# বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ -- কেওক্রাডাং, উচ্চতা ১২৩০ মিটার।

# দুবলার চর কোথায় অবস্থিত -- নোয়াখালী।

# চর মানিক ও চর জব্বার অবস্থিত -- ভোলা জেলায়।

# চর কুকড়ি মুকড়ি ও চর নিউটন অবস্থিত -- ভোলা জেলার চরফ্যাশনে

# মুহুরীর চর কোথায় অবস্থিত -- ফেনী জেলায়।

# বাংলাদেশের বৃহত্তম বিলের নাম -- চলনবিল।

# চলনবিল কোথায় অবস্থিত -- পাবনা ও নাটোর জেলায়।

# তামাবিল কোথায় অবস্থিত -- সিলেট জেলায়।

# বাংলাদেশের সর্ববৃহৎ হাওর -- হাকালুকি হাওর।

# হাকালুকি হাওর কোথায় অবস্থিত -- সিলেট জেলায়।

# বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত -- মাধবকুন্ড জলপ্রপাত।

# বাংলাদেশের সাথে সরাসরি সীমান্ত যোগাযোগ আছে কোন কোন দেশের সাথে -- ভারত ও মায়ানমারের সাথে।

# বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে -- ৫ টি (পশ্বিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম)

# কোন যুগে বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয় -- টারশিয়ারী যুগে।

# ঢাকার প্রতিপাদ স্থান কোনটি -- চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।

# বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন দ্বীপপুঞ্জ আছে -- আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।

# অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে ভাগ করা হয়েছে -- দুই ভাগে।

# বাংলাদেশের মোট নদ নদীর দৈর্ঘ্য প্রায় -- ২৪,১৪০ বর্গ কিঃমিঃ।

# মাধবকুন্ড জলপ্রপাত কোথায় -- মৌলভীবাজার জেলার বড়লেখায়।

# মাধবকুন্ড জলপ্রপাতের উৎপত্তিস্থল -- মৌলভীবাজার জেলায়।

# মাধবকুন্ড জলপ্রপাতে কতফুট ওপর থেকে পানি নিচে পতিত হয় -- ২৫০ ফুট।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রায় পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যাবলী"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে