বিপ্লব ব্লোগার''''''আপনা আপনি তার হাত পেছনে চলে যায়
যার পেছনে ফোঁড়া হয় ভীড়ের ভিতরে দেখবেন আপনা আপনি তার হাত পেছনে চলে যায়। কারন তার ভয় আছে যদি কারো গুতা লেগে যায়।
কেউ যখন কিছু লুকিয়ে রাখে ঘুরে ফিরে সে সেখানেই ঘুর ঘুর করে। সে ভয়ে থাকে অন্য কেউ এসে যদি পেয়ে যায়!
আমরা মানুষ স্বহজাত ভাবেই আমাদের দূর্বলতা লুকিয়ে রাখি। যার লুকানোর কিছু নাই সে চলে বুক টান করে।
কিছু ছেলে মেয়ে দেখবেন খুব সহজেই সবার সাথে মেশে। তাদের এই মেশাটাই অনেক সময় তাদের কাল হয়ে দাঁড়ায়। অনেক কে বলতে শুনি আরে এই মেয়ে তো মুখ দিয়ে যা কয় ওরে বিছানায় নেয়া তো ওয়ান টুর ব্যাপার।
আবার অনেক ছেলেদেরও তাই চলা ফেরায় কোনো রাখ ঢাক নাই। সব শেষ অনেকের কাছেই সেই ছেলের চরিত্র খারাপ!
আসলেই কি তাই? চ্যালেঞ্জ ছুড়ে দিলাম মানুষ গুলাকে যতটা সস্তা ভাবছেন ট্রাই করে দেইখেন অতটা সহজে তাকে পান কিনা! ওরা যার তার সাথে হেসে কথা বলে খুব সহজেই ফ্রী হয়ে যায় মানে এই না যে নিজের সব ভাসিয়ে দিবে।
অতটুকু দেখে আপনি যার পুরোটুকু সস্তা ভাবছেন ট্রাই করলে জানতে পারবেন আপনার জন্য অতটুকুই ছিলো। ওরা সত্যিকার অর্থে একদম সলিড মানুষ, হিপোক্রেসি বোঝেনা যেটা ফান সেটা ফানিই ভাবে ডাবল মিনিং করেনা।
আর ওইযে শুরুতে বললাম কিছু মানুষ দুর্বলতা ঢেকে রাখে সেই মানুষ গুলাই দেখবেন সবার কাছে সতী সাবেত্রী সাঁজে। যার চরিত্র খারাপ সেই সবচেয়ে বেশি বুলি ছাড়ে চরিত্র নিয়ে। কারন তার মনে ভয় থাকে ঢাকনা খুললে আমার আমি বেরিয়ে যাবে!
অনেক বোরখা ওয়ালী সতী সাবিত্রি পাবেন, অনেক টুপি পড়া মুসুল্লী পাবেন যার উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট!
দিল খোলা মানুষ গুলাকে সস্তা ভেবে বাতিল করে দিয়েন না। খোলা মানুষ কিছু ঢেকে রেখে কথা বলেনা। যে চেপে থাকে তার ভিতরে সে থাকেনা থাকে অন্য কেউ!
নোট : এখানে আবার কেউ পর্দা করা না করার ব্যাপার টেনে আনবেন না যে আমি বেপর্দা মেয়ে ছেলেদের ভালো বলেছি আর বোরখা ওয়ালীদের খারাপ বলেছি! উদাহরনটা নিছক উদাহর হিসাবেই নিবেন। শুধু বোঝাতে চেয়েছি পোষাক বা চলা ফেরা দেখেই কারো ভিতর বোঝা যায়না। ব্যাতিক্রম সব কিছুতেই থাকে সেটা বার বার লিখতে মন চায়না
This post about
বিপ্লব,biplob,BIPLOB,biplobblogger,biplobblogger,বিপ্লবব্লোগার,বিপ্লব ব্লোগার,বিপ্লব পার্বতীপুর,বিপ্লবপার্বতীপুর, বিপ্লব হলদীবাড়ি,বিপ্লবহলদীবাড়ি,BIPLOBBLOGGER,BIPLOB PARBATIPUR,BIPLOBPARBATIPUR,01616918888,০১৬১৬৯১৮৮৮৮,0178791888,০১৭৮৭৯১৮৮৮৮,BIPLOBBANGLADASH,BIPLOBHOLDIBARIPARBATIPUR,BIPLOBDINAGPUR,বিপ্লবদিনাজপুর,বিপ্লব দিনাজপুর,বিপ্লব ইলেকট্রনিক্স,বিপ্লবইলেকট্রনিক্স,বিপ্লব ইলেকট্রনিক্স হলদীবাড়িরেলগেট পার্বতীপুর দিনাজপুর,বিপ্লবইলেকট্রনিক্সহলদীবাড়িরেলগেট পার্বতীপুর দিনাজপুর,বিপ্লবইলেকট্রনিক্স হলদীবাড়িরেলগেট পার্বতীপুরদিনাজপুর,বিপ্লব ইলেকট্রনিক্সহলদীবাড়িরেলগেট পার্বতীপুরদিনাজপুর,বিপ্লবইলেকট্রনিক্সহলদীবাড়িরেলগেট পার্বতীপুরদিনাজপুর,Biplob ElectronicsHaldibariRailgatePar batipurDinajpur,BiplobElectronicsHaldibariRailgate ParbatipurDinajpur,Biplob Electronics HaldibariRailgate ParbatipurDinajpur,Biplob Electronics HaldibariRailgateParbatipur Dinajpur,Biplob Electronics HaldibariRailgate Parbatipur Dinajpur
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বিপ্লব ব্লোগার''''''আপনা আপনি তার হাত পেছনে চলে যায়"
Post a Comment