বিপ্লব ব্লোগার''''রোমান্স আর ভালোবাসা দুটো দুই জিনিস
রোমান্স আর ভালোবাসা দুটো দুই জিনিস। ভালোবেসেও অনেকে রোমান্টিক হতে পারেনা আবার ভালো না বেসেও অনেকে রোমান্সে ভরপুর।
যে মেয়েটার স্বামী বা বি.এফ তার সাথে রোমান্স করেনা তার মানে এই না যে সে তাকে ভালোবাসেনা। এক তরফা ভালোবাসা যায় এক তরফা রোমান্স করা যায়না।
যত নিরস বিরস লোকই তুমি দেখোনা কেনো মনে রোমান্স নেই এমন কেউ নেই। কোথাও না কোথাও কাড়ি কাড়ি রোমান্স জমা হয়ে আছে যা হয়ত সে নিজেও জানেনা।
পৃথিবীর সব চেয়ে রাগী আর প্রাক্টিক্যাল মানুষটির সামনে ক্যাটরিনা কারিনার মত কাওকে এনে দাও ওপেনে না হোক গোপনে হলেও দেখবা তার ভেতর বাহির ফেটে পড়ছে রোমান্সে!
কি বলতে চাইছি বুঝতে পারছ? সিনেমার পাঁচ মিনিটের গানের দৃশ্যে জাদরেল শক্ত মনের মানুষটাও মনে মনে নায়িকার হাত ধরে নাচে। পরক্ষনেই তাকিয়ে যখন বউয়ের পেটের নিচে ভুরির ভাজ চোখে পড়ে আস্তে ধীরে সব রোমান্স নেতিয়ে পড়ে।
আবার অনেক ছেলেকে দেখবা প্রেমিকা বা বউয়ের সাথে মুখ দিয়ে দুটো কথা বের হয়না অথচ শালিকা বা পাশের বাড়ির ভাবীর সাথে অনর্গল কথা বলে যাচ্ছে।
রোমান্স হচ্ছে তাল, রোমান্স হচ্ছে ছন্দ। সেই ছন্দে সুর মেলাতে হয় সেই তালে তাল মেলাতে হয়। রোমান্স আছে সবার ভিতরেই সেটা খুঁচিয়ে বের করতে হয়।
ক্লান্ত স্বামী ঘরে ফিরে যখন ফ্রেশ হয়ে দেখে বউয়ের গলায় ঘাম জমে আছে টুপ করে বেরিয়ে আসা অনুভূতি গুলো সে আবার গপ করে গিলে ফেলে।
খুব আহ্লাদে মেয়েটি যখন হাত বাড়িয়ে তোমার গলা জড়িয়ে ধরে, তোমার শার্টের অথবা মুখের গন্ধে তার রোমান্স পানি হয়ে যায়।
সিনেমার মত সব সময় মেক আপ বা সিক্স প্যাক বডি বানিয়ে জীবন চালানো যায়না কিন্তু একটু সচেতন তো হওয়াই যায় তাইনা?
কাজের শেষে ভালোনাসার মুহুর্ত গুলোয় নিজেকে একটু অন্য ভাবে সাজানোই যায়। ভালো কাপর গুলো সব সময় বেড়ানোর জন্য তুলে না রাখে বিশেষ মুহুর্ত গুলোয় একটু গায়ে দেয়াই যায়।
একটু খানি পারফিউম একটু খানি ফ্রেশ হয়ে থাকা কঠিন কিছুনা। সব চেয়ে বড় কথা শুধু এ ব্যাপার গুলাই রোমান্স এনে দেয়না। কথা বার্তায় একটু রুচিশীল হতে হয়। সুন্দর কিছু কথা বলে ভালোবাসার মুহুর্ত গুলো তৈরি করে নিতে হয়।
জীবনে ভালোবাসার কোনো বিকল্প নাই আবার একটু খানি রোমান্স না জানলে সেই আবার ফিকে হয়ে যায় এটাই স্বাভাবিক।
শক্ত লোহাও খোলা রাখকে একদিন জং ধরে যায়। হটাৎ বৃষ্টি ভেজা আর রোজ রোজ বৃষ্টি ভেজা এক কথা নয়। সংসার হলো তরকারীর মত কোনো মসলাই ফেলনা না। আদা রসুন হলুদ মরিচ সব কিছু দেওয়ার পরেও একটু খানি লবন কম হলে তা বোঝা যায়।
This post about
বিপ্লব,biplob,BIPLOB,biplobblogger,biplobblogger,বিপ্লবব্লোগার,বিপ্লব ব্লোগার,বিপ্লব পার্বতীপুর,বিপ্লবপার্বতীপুর, বিপ্লব হলদীবাড়ি,বিপ্লবহলদীবাড়ি,BIPLOBBLOGGER,BIPLOB PARBATIPUR,BIPLOBPARBATIPUR,01616918888,০১৬১৬৯১৮৮৮৮,0178791888,০১৭৮৭৯১৮৮৮৮,BIPLOBBANGLADASH,BIPLOBHOLDIBARIPARBATIPUR,BIPLOBDINAGPUR,বিপ্লবদিনাজপুর,বিপ্লব দিনাজপুর,বিপ্লব ইলেকট্রনিক্স,বিপ্লবইলেকট্রনিক্স,বিপ্লব ইলেকট্রনিক্স হলদীবাড়িরেলগেট পার্বতীপুর দিনাজপুর,বিপ্লবইলেকট্রনিক্সহলদীবাড়িরেলগেট পার্বতীপুর দিনাজপুর,বিপ্লবইলেকট্রনিক্স হলদীবাড়িরেলগেট পার্বতীপুরদিনাজপুর,বিপ্লব ইলেকট্রনিক্সহলদীবাড়িরেলগেট পার্বতীপুরদিনাজপুর,বিপ্লবইলেকট্রনিক্সহলদীবাড়িরেলগেট পার্বতীপুরদিনাজপুর,Biplob ElectronicsHaldibariRailgatePar batipurDinajpur,BiplobElectronicsHaldibariRailgate ParbatipurDinajpur,Biplob Electronics HaldibariRailgate ParbatipurDinajpur,Biplob Electronics HaldibariRailgateParbatipur Dinajpur,Biplob Electronics HaldibariRailgate Parbatipur Dinajpur
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বিপ্লব ব্লোগার''''রোমান্স আর ভালোবাসা দুটো দুই জিনিস"
Post a Comment