সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর -১৪
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
. ৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয় )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
. ১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
. ১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
. ২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৩। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
৩৪। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
৩৫। প্রঃ 3G সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
৩৫। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
৩৬। প্রঃ ABC কি?
উঃ ১ম ইলেকট্রনিক কম্পিউটার
৩৭। প্রঃ HTML মানে কি?
উঃ Hype Text Markup Language
৩৮। প্রঃ PC-তে সর্বপ্রথম operating system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
৩৯। প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
৪০। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory
৪১। প্রঃ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক কি?
উঃ ডাটা
৪২। প্রঃ কম্পিউটারের আবিষ্কারক কে?
উঃ হাওয়ার্ড আইকন
৪৩। প্রঃ কম্পিউটারের DPT এর পূর্ণ রূপ কি?
উঃ Dual Port Transreceiuer
৪৪। প্রশ্ন-৩. কে এবং কবে মাইক্রোপ্রসেসর তৈরি করেন?
উত্তর: ড. টেড হফ ১৯৭১ সালে (প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল- ৪০০৪) মাইক্রোপ্রসেসর তৈরিকরেন।
৪৫। প্রশ্ন-৪. মাইক্রোকম্পিউটারের জনক কে?কেন তাকে মাইক্রোকম্পিউটারের জনক বলা হয়?
উত্তর: তড়িৎ প্রকৌশলী এইচ এডওয়ার্ড রবার্টসকে মাইক্রোকম্পিউটারের জনক বলা হয়। তিনি ১৯৭৫ সালে অলটেয়ার-৮৮০ নামে প্রথম মাইক্রোকম্পিউটারতৈরি করেন। এজন্য তড়িৎ প্রকৌশলী এইচ এডওয়ার্ড রবার্টসকেমাইক্রোকম্পিউটারের জনক বলা হয়।
৪৬। প্রশ্ন-৫. আই.বি.এম (ইন্টারন্যাশনাল বিজনেস মেসিন) পিসি তৈরি হয় কবে?
উত্তর: ১৯৮১ সালের ১২ আগস্ট থেকে বের হয় পার্সোনাল কম্পিউটার।
৪৭। Google : আবিস্কার হয়
উত্তর: Sept 4, 1998.
৪৮। Facebook : আবিস্কার হয়
উত্তর: Feb 4,2004.
৪৯। YouTube : আবিস্কার হয়
উত্তর: Feb 14, 2005.
৫০। Yahoo! : আবিস্কার হয়
উত্তর: March 1994.
৫১। Baidu : আবিস্কার হয়
উত্তর: Jan 1, 2000.
৫২। Wikipedia : আবিস্কার হয়
উত্তর: Jan 15, 2001.
৫৩। Windows Live : আবিস্কার হয়
উত্তর: Nov 1, 2005.
৫৪। Amazon : আবিস্কার হয়
উত্তর: 1994.
৫৫। Tencent QQ : আবিস্কার হয়
উত্তর: February 1999.
৫৬। Twitter : আবিস্কার হয়
উত্তর: March 21, 2006.
পৃথিবী
01.পৃথিবীর আনুমানিক বয়স কত?--৪,৫০০ মিলিয়ন বছর।
02.পৃথিবীর আয়তন কত? --৫১,০১,০০,৫০০ বর্গ কিঃ মিঃ।
03.সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে? --৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিঃ ৪৭ সেঃ।
04.পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে?--৭ টি।
05.পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?--এশিয়া।
06.পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?--ওশেনিয়া।
07.আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি?--রাশিয়া।
08. আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?--ভ্যাটিকান।
09. জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?--চীন।
10.জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি? --ভ্যাটিকান।
11. পৃথিবীর সবচেয়ে উত্তরে নগরী কোনটি? –হ্যামারফাস্ট (নরওয়ে)।
12. পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?-- পুওট উইলিয়াম (চিলি)।
13. পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?--চিলি।
14. পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি?--ইতালি।
15. পৃথিবীর খণ্ডিত রাষ্ট্র কোনগুলি?--জাপান, ইন্দনেশিয়া।
16. পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?--রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
17. পৃথিবীর কোন শহর বা নগরী দুটি মহাদেশে পরেছে? –ইস্তাম্বুল (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
18. পৃথিবীর কোন গ্রাম দুটি দেশের মধ্যে পরেছে?--পানমুজান (উত্তর ও দক্ষিন করিয়ার মধ্যে)।
19. পৃথিবীর সর্বাধিক দীপ রাষ্ট্র কোনটি?--ইন্দোনেশিয়া।
20. অধিক সীমান্তবর্তী দেশ কোনটি? --চীন (১৪ টি দেশেরসাথে)।
21. পৃথিবীতে মহাসাগর রয়েছে কয়টি?--৫ টি।
22. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?-- প্রশান্ত মহাসাগর (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কিঃ মিঃ)।
23. পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? –আর্কটিক বা উত্তর মহাসাগর (১ কোটি ৫০ লক্ষ বর্গ কিঃ মিঃ)।
24. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? -- প্রশান্ত মহাসাগর
25. প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি? --মারিয়ানা টেঞ্চ (গভীরতা ১১,০৩৩ মিঃ)
* স্থলভাগের আয়তন : ১৪ কোটি ৮৬ লাখ ১৯ হাজার বর্গ কি.মি. ( মোট আয়তনের ২৯.১%)।
* জলভাগের আয়তন : ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গ কি.মি. ( মোট আয়তনের ৭০.৯%)।
* সমুদ্র এলাকার আয়তন : ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গ কি.মি.।
* উপকুলীয় রেখার আয়তন : ৩ লাখ ৫৬ হাজার বর্গ কি.মি.।
* সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেস্ট, উচ্চতা ৮৮৫০ মিটার।
* সর্বনিম্ন বিন্দু : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, যা সমুদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীর।
সমুদ্র এলাকার সর্বনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যা ১০৯২৪ মিটার বা ৩৫৮৪০ ফুট গভীর।
* স্থলসীমা : ২ লাখ ৫ হাজার ৪৭২কি.মি.।
* সর্বাধিক সীমান্তবেষ্টিত দেশ : দুটি; চীন ও রাশিয়া ( উভয়দেশ ১৪ টি দেশ কর্তৃক সীমান্তবেষ্টিত )।
* পানির প্রকারভেদ : দুই প্রকার ( ৯৭% লবনাক্ত, ৩% সুপেয় )।
* পরিধী : নিরক্ষরেখা বরাবর ৪০০৬৬ কিমি, মেরূরেখা বরাবর ৩৯৯৯২ কিমি।
আন্তর্জাতিক
1. আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ : রাশিয়া।
2. আয়তনে ওশেনিয়ার বৃহত্তম দেশ : অষ্ট্রেলিয়া।
3. এশিয়া ও ইউরোপকে একত্রে বলা হয় : ইউরেশিয়া।
4. বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল : সুয়েজ খাল। (খনন-১৮৬৯, জাতীয়করণ-১৯৫৬ সালে, দৈর্ঘ্য ১৬৪ কি.মি., অবস্থান- মিশর)।
5. মিন্দানাও দ্বীপটি অবস্থিত : ফিলিপাইনে।
6. পানামার বিমান সংস্তার নাম : কোপা।
7. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় : মিশর ও ইসরাইলের মধ্যে (১৯৭৮ সালে)।
8. ২০১২ সালে ৩০তম অলিম্পিক অনুষ্ঠিত হবে : লন্ডনে।
9. অর্থনীতিতে প্রথম নোবেল দেয়া হয় : ১৯৬৯ সালে।
10. ২০১৪ সালে বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে : ব্রাজিলে। 11. বিশ্বের দীর্ঘতম রেলপথ : ট্রান্স সাইবেরিয়ান।
12. পৃথিবীর উচ্চতম রাজধানী : লাপাজ, বলিভিয়া।
13. বিশ্বের বৃহত্তম অরণ্য : তৈগা।
14. গ্রেট হল অবস্থিত : চীনে।
15. জাতিসংঘের অষ্টম মহাসচিব : বান কি মুন (দক্ষিণ কোরিয়া)।
16. ‘দি লাষ্ট সাপার’ চিত্রটির চিত্রকর : লিওনার্দো দ্য ভিঞ্চি।
17. সাদা রাশিয়া বলা হয় : বেলারুশকে।
18. ‘আল-জাজিরা’ যে দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল : কাতার।
19. জাতিসংঘের প্রথম মহাসচিব : ট্রিগভেলি (নরওয়ে)।
20. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় যে দেশে অবস্থিত : জাপানে।
21. পৃথিবীর দীর্ঘতম নদী : নীল নদ।
22. পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় : কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো।
23. পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর : হ্যামার ফাষ্ট।
24. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল : গেষ্টাপো।
25. বার্লিন প্রাচীরের পতন ঘটে : ১৯৮৯ সালে।
26. পৃথিবীর ছাদ বলা হয় : পামির মালভূমিকে।
27. ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় : রোম চুক্তির মাধ্যমে।
28. আন্তর্জাতিক নদী বলা হয় : দানিয়ুব নদীকে।
29. পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান : ভারতের।
30. ‘এক দেশ দুই পদ্ধতি নীতি’ চালু : চীনে।
31. ‘সিনহুয়া’ সংবাদ সংস্থাটি : চিনের
32. উত্তর আমেরিকার আদিম অধিবাসীকে বলা হয় : রেড ইন্ডিয়ান।
33. ‘UNESCO’ এর সদর দপ্তর অবস্থিত : প্যারিসে।
34. বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত : তুরষ্কে।
35. সমুদ্রের বধূ বলা হয় : গ্রেট ব্রিটেনকে।
36. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি : পিগমি।
37. সাত পাহাড়ের শহর বলা হয় : রোমকে।
38. সানডে টাইমস পত্রিকাটি প্রকাশিত হয় : লন্ডন থেকে।
39. ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় : মিশরীয়দেরকে।
40. মুসলিম বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী : বেনজির ভুট্টো, পাকিস্তান।
41. ‘আবু সায়াফ’ হলো : ফিলিপাইনের স্বাধীনতাকামী মুসলিম গেরিলা সংগঠন।
42. পূর্বে চীনে যে নামে পরিচিত ছিল : ক্যাথে।
43. ইরাকের পূর্ব নাম : মেসোপটেমিয়া।
44. ফরাসি বিপ্লবের শিশু বলা হয় : নেপোলিয়নকে।
45. রাশিয়া ও জাপানের মধ্যে যে দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ : শাখালিন দ্বীপপুঞ্জ।
46. জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish.
47. ‘রেড স্কোয়ার’ অবস্তিত : মস্কোয়।
48. পারস্য উপসাগরে যে দ্বীপ অবস্থিত : বাহরাইন দ্বীপ।
49. বিশ্বের বৃহত্তম লাইব্রেরি : লাইব্রেরি অব কংগ্রেস।
50. ‘রয়টার’ যে দেশের সংবাদ সংস্তা : যুক্তরাজ্য।
51. বিশ্বের সর্ববৃহৎ প্রাণী : নীল তিমি।
52. ‘সিমলাইন’ হলো : ইসরাইল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত বেষ্টনী।
53. WTO’ প্রতিষ্ঠিত হয় : ১ জানুয়ারি ১৯৯৫।
54. ‘পার্থ’ হলো : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিস।
55. ইরান ২য় বিশ্বযুদ্ধে সমর্থন করে : জার্মানিকে।
56. চীনের রাজাকে বলা হতো : Son of God.
57. দুই কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম : ৩৮০ অক্ষরেখা।
58. ভুটানের মুদ্রার নাম : গুলট্রাম।
59. আফগানিস্তানের প্রধান ভাষা : পশতু।
60. সূর্যোদয়ের দেশ বলা হয় : জাপানকে।
61. বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া।
62. থাইল্যান্ডের পূর্বনাম : শ্যামদেশ।
63. ‘গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি যার : লর্ড ব্রাইস।
64. ‘The Wings of Fire’ বইটির লেখক : এ.পি.জে. আব্দুল কালাম (ভারত)।
65. ‘পানমুনজাম’ স্তানটি যে দুটি দেশের সীমান্তে অবস্থিত : উত্তর ও দক্ষিণ কোরিয়া।
66. ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ : মিশর।
67. গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে : ইসরাইল ও মিশর।
68. গ্রে উলফ নামে পরিচিত : কামাল আতাতুর্ক।
কবিতা ও উপন্যাস
1. ‘একাত্তরের দালালেরা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ শফিক আহমেদ।
2. ‘খেলারাম খেলে যা’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ সৈয়দ শামসুল হক।
3. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ আখতারুজ্জমান ইলিয়াস।
4. ‘তোতা ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ চন্ডীচরণ মুনশী।
5. ‘দ্যা লিবেরেশন অব বাংলাদেশ’ গ্রন্থটির রচনা করেন কে ?
উঃ মেজর জেনারেল সুখওয়ান্ত সিং।
6. ‘দ্যা রেপ অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ এ্যান্থনি ম্যাককারেনহাস।
7. ‘ধুসর পান্ডুলিপি’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাশ।
8. ‘পূর্ণিমার চাদঁ যেন ঝলসানো রুটি’ রচিত কবিতার পংতি?v উঃ সুকান্ত ভট্টাচার্য।
9. ফারসী ভাষায় রচিত শাহনামা গ্রন্থের রচয়িতা হলেন?
উঃ মহাকবি ফেরদৌসি।
10. বৈঞ্চব পদাবলীর আদি রচয়িতা কে?
উঃ কবি চন্ডীদাস।
11. ‘আমার পূর্ব বাংলা’ কবিতাটির রচয়িতা কে?
উঃ সৈয়দ আলী আহসান।
12. ‘আনন্দ মঠ’ ও ‘দেবী চৌধুরানী’ গ্রন্থ দুটির রচয়িতা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
13. ‘আমি বিজয় দেখিছি’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ এম, আর, আখতার মুকুল।
14. ‘আলালের ঘরের দুলাল’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ প্যারীচাঁদ মিত্র।
15. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ আবুল মনসুর আহমেদ।
16. আমি সৈনিক রচনাটি নজরুলের কোন গ্রন্থের অর্ন্তভুক্ত?
উঃ দুর্দিনের যাত্রী।
17. ‘আগুন নিয়ে খেলা’ গ্রন্থটির রচয়িতা?
উঃ অন্নদাশঙ্কর রায়।
18. ‘আমলার মামলা’ গ্রন্থটির রচয়িতা?
উঃ শওকত ওসমান।
19. আলাওলের শ্রেষ্ঠ কীর্তি কি?
উঃ পদ্মাবতী।
20. আব্দুল কাদেরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
21. ‘আলো ও ছায়া’ কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উঃ কামিনী রায়।
22. ‘আবোল তাবোল’ কার রচনা?
উঃ সুকুমার রায়।
23. আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উঃ রাত্রি শেষ।
24. আহসান হাবিবের বিখ্যাত উপন্যাস কোনটি?
উঃ অরণ্য নীলিমা।
25. ‘নোলক’ কবিতা আল মাহমুদের কোন গ্রন্থের অর্ন্তগত?
উঃ লোক লোকান্তর।
26. ‘আকাঙ্খিত অসুন্দর’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ ফজল শাহাবুদ্দীন।
27. ‘আমি কিংবদন্তীর কথা বলাছি’ কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উঃ আবু জাফর উবায়দুল্লাহ।
28. ‘ইস্তাম্বুল যাত্রীর পত্র’ এর রচিয়তা কে?
উঃ ইব্রাহিম খাঁ।
29. ‘ঈশ্বর পাটনী’ চরিত্রের স্রষ্টা কে?
উঃ ভারতচন্দ্র রায়গুনকর (অন্নদামঙ্গল)।
30. ‘ইউসূফ-জুলেখা’ কাব্যের রচিয়তা কে?
উঃ শাহ মুহাম্মদ সগীর।
31. ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি?
উঃ অনল প্রবাহ।
32. ‘উমর ফারুক’ কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত?
উঃ জিঞ্জির।
33. ‘উদাসিন পথিকের মনের কথা’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ মীর মশার্রফ হোসেন।
34. ‘উত্তম-পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রশীদ করিম।
35. ‘এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ’ এর রচিয়তা কে?
উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
36. ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসণটি কার রচনা?
উঃ মাইকেল মধুসুদন দত্ত।
37. ‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থটির রচিয়তা কে?
উঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।
38. ‘ওরা কদম আলী’ নাটকের রচিয়তা কে?
উঃ মামুনুর রশিদ।
39. ‘ওজারতির দুই বছর’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
40. ‘প্রধানমন্ত্রীত্বের নয় মাস’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
41. ‘স্বৈরাচারের দশ বছর’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
42. ‘কড়ি দিয়ে কিনলাম’ উপন্যাসটি রচনা করেন কে?
উঃ বিমল মিত্র।
43. ‘কড়ি ও কোমল’ গ্রন্থের রচিয়তা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
44. ‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
45. ‘কমলাকান্তের দপ্তর’ কোন ধরনের রচনা?
উঃ র্তীয়ক ব্যঙ্গাত্মক।
46. ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
47. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচিয়তা কে?
উঃ শওকত ওসমান।
48. ‘কুলীনকুল সর্বস্ব’ নাটকের রচিয়তা কে?
উঃ রামনারায়ন তর্করত্ন।
49. ‘কাফেলা’ নাটকের রচিয়তার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।
50. ‘কামাল পাশা’ ও ‘আনোয়ার পাশা’ গ্রন্থ দুটির রচয়িতার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।
52. ‘লালন ফকির’ নাটকের নাট্যকার কে?
উঃ কল্যান মিত্র।
53. ‘সিরাজদ্দৌলা’ নাটকের নাট্যকার কে?
উঃ গিরিশ চন্দ্র।
54. ‘অশ্রুমালা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কায়কোবাদ।
55. ‘অভিজ্ঞান শকুন্তলম’ এর রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
56. ‘অপরাজিতা’ গ্রন্থটির লেখক কে?
উঃ বিভুতিভূষন।
57. ‘আত্মঘাতি বাঙ্গালী’ এর রচয়িতা কে?
উঃ নীরদ চন্দ্র চৌধুরী।
58. ‘অনল প্রবাহ’ ও ‘রায় নন্দিনী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ ইসমাইল হোসেন সিরাজী।
59. আবদুল্লাহ উপন্যাসটি কে রচনা করেন?
উঃ কাজী ইমদাদুল হক।
তথ্য ও প্রযুক্তি
১. কীবোর্ড হলো কম্পিউটারের ইনপুট ডিভাইস।
২. বিজয় কীবোর্ড ব্যবহারের জন্য যে টাইপ করতে হয় Ctrl + Alt + B
৩. MSWord এর মেনুতে মেইল মার্জ কমান্ডে থাকে Tools.
৪. ওয়ার্ড প্রসেসিং লেখালেখির কাজ।
৫. কম্পিউটার সিস্টেম এ Scanner একটি ইনপুট ডিভাইস।
৬. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে।
৭. হার্ড ডিস্ক মাপার একক হলো টেরাবাইট।
৮. মাদার বোর্ড এ PCI BUS যত bit এর কাজ করে ৩২ বিট।
৯. উপাত্ত গ্রহন ও নিগমন এর বাস এর নাম Data Base.
১০. এক্সেলের কলাম সংখ্যা ১৫৩৮০ টি।
১১. যে প্রোগ্রামের সাহায্যে বাজার প্রবণতা বিশ্লেশন ও ভবিষ্যৎ বানী করা যায় MSExcel
১২. কম্পিউটার এর ব্রেইন হলো মাইক্রো প্রসেসর।
১৩. মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় ১৯৭১ সালে।
১৪. কম্পিউটারে ব্যবহৃত অংক দুইটি ০ এবং ১।
১৫. কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন।
১৬. কম্পিউটারের জনক চার্লজ ব্যাবেজ।
১৭. ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং এটা তৈরি করে ১৯৮১ সালে, এপসন।
১৮. মূলত যতটি মিডিয়া কে মাল্টিমিডিয়া বলা হয় ৩ টি।
১৯. স্মার্টফোন প্রথম বাজারে উন্মুক্ত করা হয় ১৯৯৪ সালে।
২০. বিশ্বের সর্বপ্রথম স্মার্টফোন IBM সাইমন।
২১. ইন্টারনেটের কার্যক্রম শুরু হয় ১৯৯০ সালে।
২২. প্রথম ইন্টারনেট ব্রাউজার মোজাইক। তৈরি করেন মার্ক এন্ড্রিসন।
২৩. ৩জি প্রজুক্তির উদ্ভব ঘটে ১৯৮০ সালে।
২৪. ৩ জি প্রযুক্তি তে প্রতি সেকেন্ডে যে পরিমান তথ্য আদান প্রদান করা যায় ২০০ কেবি।
২৫. বাংলাদেশের একমাত্র অপটিকাল ফাইবার ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা।
২১৷ বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন?
=১৯৬৯ সালে।
২২৷ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কখন?
=১৯৯৩ সালে। সবার জন্য উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালে।
২৩৷ ইন্টারনেটের জনক কে?
=ভিনটন জি কার্ফ।
২৪৷ WWW এর অর্থ কি?
=World Wide Web.
২৫৷ WWW এর জনক কে?
=টিম বার্নাস লি ।
২৬৷ ইমেইল এর জনক কে?
=রে টমলি সন।
২৭৷ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
=এলান এমটাজ।
২৮৷ Internet Corporation For Assiged Names And Number– ICANN এর প্রতিষ্টা কবে?
=১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে।
২৯৷ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি?
=ডট কম।
৩০৷ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে?
=১৫ মার্চ ১৯৮৫ সালে।
৩১৷ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
=প্রথমচীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র।
৩২৷ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার(Web Browser)কি কি?
=Opera, Mozilla, Internet Explorer, Rock Melt, Google Chrome.
৩৩৷ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে?
=সার্জে এম বেরিন ও লেরি পেজ।
৩৪৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি?
=Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut.
৩৫৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটার কবে প্রতিষ্টিত হয় ?
=২০০৬ সালে।
৩৬৷ টুইটারের প্রতিষ্টাতা কে?
=জ্যাক উর্সে ,ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন।
৩৭৷ ফেসবুকের প্রতিষ্টাতা কে?
=মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস,ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
৩৮৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয়?
=২০০৪ সালে।
৩৯৷ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে?
=টেলি মেডিসিন।
৪০৷ উইকিপিডিয়া কি?
=অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ।
৪১৷ উইকিপিডিয়া কে প্রতিষ্টা কে?
= জিমি ওয়েলস(যুক্তরাষ্ট)
৪২৷ উইকিপিডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?
= ২০০১ সালে ।
৪৩৷ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি?
=অনলাইনভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্ঠান।
৪৪৷ উইকিলিকস(wikileaks) কি?
=সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ।
৪৫৷ উইকিলিকস(Wikileaks) এর কাজ কি?
= বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
৪৬৷ উইকিলিকস(Wikileaks) কে প্রতিষ্টা করেন?
=জুলিয়ান আসেঞ্জ(অস্ট্রেলিয়া)।
৪৭৷ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি?
= ARPANET(Advanced Research Projects Agency Network)।
৪৮৷ ফ্লিকার কি?
=ছবি শেয়ারিং সাইট Flickr.
৪৯৷ ইউটউব কি?
= ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৫০৷ YouTube এর প্রতিষ্টাতা কে?
=স্টিভ চ্যান, জাভেদ করিম ।
৫১৷ স্প্যাম কি?
=অনাকাঙ্কিত ইমেইল।
নদী ও চর
1. বাংলাদেশে ছোট বড় নদী রয়েছে - ৭০০ টি
2. পদ্মা নদী ভারতে পরিচিত – গঙ্গা নামে
3. পদ্মা নদীর উৎপত্তিস্থল – হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে
4. গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে – রাজশাহী জেলা দিয়ে
5. পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয় – গোয়ালন্দে
6. ব্রক্ষপুত্রের প্রধান ধারা – যমুনা নদী
7. পদ্মা নদী মেঘনার নাথে মিলিত হয় – চাঁদপুরে
8. পদ্মার শাখা নদী সমূহ – ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতী, আড়িয়াল খাঁ
9. ব্রক্ষপুত্রের উৎপত্তি – তিব্বতের মানস সরোবর
10. বক্ষপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে – কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে
11. ১৭৮৭ সালের আগে ব্রক্ষপুত্রের প্রধান ধারাটি প্রবাহিত হতো – ময়মনসিংহের মধ্যে দিয়ে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে
12. ব্রক্ষপুত্র নদের গতি পরিবর্তিত হয় – ১৭৮৭ সালের ভূমিকম্পে
13. যমুনা নদীর শাখা নদী – ধলেশ্বরী
14. ধলেশ্বরী নদীর শাখা নদী – বুড়িগঙ্গা
15. যমুনা নদীর উপনদী সমূহ – ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই
16. সুরমা ও কুশিয়ারা নদী মিলনে উৎপত্তি – মেঘনা নদী
17. সুরমা ও কুশিয়ার উৎপত্তি- আসামের বরাক নদী নাগা- মণিপুর অঞ্চলে
18. সুরমা ও কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করে – সিলেট জেলা দিয়ে
19. সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয় – সুনামগঞ্জের আজমিরিগঞ্জে এবং কালনী নামে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারন করে
20. মেঘনা পুত্রের সাথে মিলিত হয় – ভৈরব বাজারের কাছে
21. বুড়িগঙ্গা, ধলেশ্বরী, ও শীতলক্ষ্যা মেঘনার সাথে মিলিত হয় – মুন্সিগঞ্জে
22. মেঘনার শাখা নদী – মুন, তিতাস, গোমতী, বাউলাই।
23. বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী – কর্ণফুলী
24. কর্ণফুলি নদীর উৎপত্তি – লুসাই পাহাড়ে
25. কর্ণফুলির দৈর্ঘ্য – ৩২০ কি.মি
26. কর্ণফুলির প্রধান উপনদী – কাপ্তাই, হালদা, কাসালাং, রাঙখিয়াং
27. বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর – চট্টগ্রাম কর্ণফুলির তীরে অবস্থিত
28. তিস্তা নদীর উৎপত্তি – সিকিমের পার্বত্য অঞ্চল
29. তিস্তা নদী – ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে ডিমলা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে
30. তিস্তা নদীরর গতিপথ পরিবর্তিত হয় – ১৯৮৭ সালের বন্যায়
31. তিস্তা নদী মিলিত হয় – ব্রক্ষপুত্রের সাথে
32. তিস্তা নদীর দৈর্ঘ্য ও প্রস্থ – ১৭৭ কি.মি ও ৩০০ থেকে ৫৫০ মি.
33. বাংলাদেশের উত্তরাঞ্চলের পানি নিষ্কাশনের প্রধান উৎস – তিস্তা নদী
34. তিস্তা ব্যারেজ প্রকল্পটি নির্মিত হয় – ১৯৯৭-৯৮ সালে
35. মংলা বন্দরের দক্ষিণে – পশুর নদী
36. সাঙ্গু নদীর উৎপত্তি – আরাকান পাহাড়ে
37. সাঙ্গু নদী প্রবেশ করেছে – পার্বত্য চট্টগ্রামের মধ্য দিয়ে
38. সাঙ্গু নদীর দৈর্ঘ্য – ২০৮ কি.মি
39. ফেনী নদীর উৎপত্তি – পার্বত্য ত্রিপুরায়
40. ফেনী নদী বঙ্গোপসাগরের পতিত হয় – সন্দ্বীপের উত্তরে
41. বাংলাদেশ মায়ানমার সীমান্তে অবস্থিত – নাফ নদী
42. নাফ নদীর দৈর্ঘ্য – ৫৬ কি.মি
43. মাতামুহুরী নদীর উৎপত্তি – লামার মাইভার পর্বতে
44. মাতামুহুরী প্রবেশ করে – কক্সবাজারের চকোরিয়ার পশ্চিম পাশ দিয়ে
45. মাতামুহুরী নদীর দৈর্ঘ্য – ১২০ কি.মি
46. ঢাকা – বুড়িগঙ্গার তীরে
47. চট্টগ্রাম – কর্ণফুলির তীরে
48. নারায়ণগঞ্জ – শীতলক্ষ্যার তীরে
49. সিলেট – সুরমা নদীর তীরে
50. কুমিল্লা – গোমতী নদীর তীরে অবস্থিত
51. কর্ণফুলি বহুমুখী পরিকল্পনা থেকে – ৬৪৪ কি.মি নৌ চলাচল করে
52. কর্ণফুলির পানি দিয়ে চাষাবাদ হচ্ছে – ১০ লক্ষ একর জমিতে।
53. ভোলা জেলায় অবস্থিত- চর মানিক, চর জব্বার, চর নিউটন, চর কুকুড়ি মুকড়ি, চর নিজাম, চর জংলী, চর মনপুরা, চর ফয়েজ উদ্দিন।
54. ফেনী জেলায় অবস্থিত- মুহুরীর চর।
55. নোয়াখালী জেলায় অবস্থিত- চর শ্রীজনি, চর শাহাবানী।
56. লক্ষ্মীপুর জেলায় অবস্থিত- চর আলেকজান্ডার, চর গজারিয়অ।
57. চট্টগ্রাম জেলায় অবস্থিত- উড়িরর চর।
58. রাজশাহী জেলায় অবস্থিত- নির্মল চর
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর -১৪"
Post a Comment