গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর-০৩
১. প্রশ্নঃ মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ কোনটি? উত্তরঃ আয়তনে মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ সৌদি আরব।
২. প্রশ্নঃ মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? উত্তরঃ মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান কিন্তু জনসংখ্যায় প্রথম।
৩. প্রশ্নঃ ইসরাইলের রাজধানী কোথায় অবস্থিত? উত্তরঃ ইসরাইলের রাজধানী তেল আবিব যদিও তারা জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে দাবি করে।
৪. প্রশ্নঃ ফিলিস্তিন কি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত? উত্তরঃ অবশ্যই ফিলিস্থিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত।
৫. প্রশ্নঃ ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ? উত্তরঃ ধান উৎপাদনের শীর্ষ দেশ চীন।
৬. প্রশ্নঃ প্রশ্ন. বিশ্বে ধান/চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ? উত্তরঃ বিশ্বে ধান/চাল রপ্তানিতে শীর্ষ দেশ থাইল্যান্ড।
৭. প্রশ্নঃ বিশ্বে গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ? উত্তরঃ বিশ্বে গম রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
৮. প্রশ্নঃ বিশ্বে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? উত্তরঃ বিশ্বে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ চীন।
৯. প্রশ্নঃ বিশ্বে রূপা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? উত্তরঃ বিশ্বে রূপা উৎপাদনে শীর্ষ দেশ মেক্সিকো।
১০. প্রশ্নঃ বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ? উত্তরঃ বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
১১. প্রশ্নঃ বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি ? উত্তরঃ বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ সৌদি আরব।
১২. প্রশ্নঃ বিশ্বে তামাক উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? উত্তরঃ বিশ্বে তামাক উৎপাদনে শীর্ষ দেশ চীন।
১৩. প্রশ্নঃ বিশ্বে টিন উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? উত্তরঃ বিশ্বে টিন উৎপাদনে শীর্ষ দেশ চীন।
১৪. প্রশ্নঃ বিশ্বে তুলা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? উত্তরঃ বিশ্বে তুলা উৎপাদনে শীর্ষ দেশ ভারত।
১৫. প্রশ্নঃ বিশ্বে তুলা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ? উত্তরঃ বিশ্বে তুলা রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
১৬. প্রশ্নঃ বিশ্বে তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? উত্তরঃ বিশ্বে তেল উৎপাদনে শীর্ষ দেশ রাশিয়া।
১৭. প্রশ্নঃ বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষ দেশকোনটি ? উত্তরঃ বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব।
১৮. প্রশ্নঃ বিশ্বে অপরিশোধিত তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? উত্তরঃ বিশ্বে অপরিশোধিত তেল উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
১৯. প্রশ্নঃ রাবার উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তরঃ ইন্দোনেশিয়া প্রাকৃতিক রাবার উৎপাদনে শীর্ষ দেশ। সিনথেটিক রাবার উৎপাদনে শীর্ষ যুক্তরাষ্ট্র।
২০. প্রশ্নঃ কয়লা উত্তোলনে প্রথম কোন দেশ ? উত্তরঃ চীন
২১. প্রশ্নঃ শান্ত সমুদ্র কোথায় অবস্থিত ? উত্তরঃ চাঁদ(চাঁদ আফ্রিকা মহাদেশের একটি দেশ)
২২. প্রশ্নঃ আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোন মহাদেশ অবস্থিত? উত্তরঃ আটলান্টিক মহাদেশের পশ্চিম তীরে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত।
২৩. প্রশ্নঃ মিন্দানাও দ্বীপ কোন দেশের মুসলিম অধ্যুষিত দ্বীপ? উত্তরঃ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপ মুসলিম রাষ্ট্র গঠনের দাবিতে স্বাধীনতা আন্দোলনরত
। ২৪. প্রশ্নঃ ওকিনাওয়া দ্বীপ যে দেশের মালিকানাধীন? উত্তরঃ জাপান
২৫. প্রশ্নঃ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপের মধ্যে অন্যতম কি কি? উত্তরঃ নিয়োজিল্যান্ড, পূর্ব তিমুর, শাখালিন দীপপুঞ্জ, কুরিল দীপপুঞ্জ, বুরনিয়, ফিলিপাইন, জাপান, মাইক্রোনেশিয়া, মেলনেশিয়া এবং পলিনেশিয়া দীপপুঞ্জ।
২৬. প্রশ্নঃ ভারত মহাসাগরের দ্বীপ সমুহের নাম কি কি? উত্তরঃ সুমাত্রা, মালদ্বীপ, জাভা, শ্রিলঙ্কা, মান্নার দীপপুঞ্জ, জাফনা, আন্দামান ও নিকুবর দীপপুঞ্জ, লাক্ষদ্বীপ, মাগাদাস্কার, কমুরস, মউরিতানিয়া, সিলেচিস ও মরিশাস।
২৭. প্রশ্নঃ আটলান্টিক মহাসাগরের দ্বীপের নাম কি কি? উত্তরঃ ফকল্যান্ড, গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, কেপভারদে ও সেন্ট হেলেনা (যুক্তরাজ্য)।
২৮. প্রশ্নঃ ভূমধ্যসাগর কোথায় অবস্থিত ? উত্তরঃ আটলান্টিক মহাসাগরের সাথে সম্পর্কিত এই সাগরটি আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেনকে আলাদা করেছে।
২৯. প্রশ্নঃ সুয়েজ খাল কোথায় অবস্থিত ? উত্তরঃ মিশরের সুয়েজ খাল আরব সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে সংযোগ করেছে।
৩০. প্রশ্নঃ সুয়েজ খাল কে খনন করেন ? উত্তরঃ ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি লিসেপস।
৩১. প্রশ্নঃ সুয়েজ খালের কাজ সমাপ্ত হয় কবে? উত্তরঃ ১৮৬৯ সালে।
৩২. প্রশ্নঃ সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিমি.? উত্তরঃ ১৬২ কিমি.
৩৩. প্রশ্নঃ সুয়েজ খালের প্রস্থ কত মিটার? উত্তরঃ ৬০ মিটার
৩৪. প্রশ্নঃ সুয়েজ খালের গভীরতা কত মিটার? উত্তরঃ ১০.৩৬ মিটার
৩৫. প্রশ্নঃ সুয়েজ খালের দুই পাশে কোন কোন বন্দর অবস্থিত? উত্তরঃ পোর্ট সৈয়দ ও সুয়েজ বন্দর
৩৬. প্রশ্নঃ সুয়েজ খাল কোন দুটি সমুদ্রকে সংযুক্ত করেছে? উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর
৩৭. প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? উত্তরঃ সুয়েজ খাল
৩৮. প্রশ্নঃ মালদ্বীপ কোন সাগরে অবস্থিত ? উত্তরঃ ভারত মহাসগর
৩৯. প্রশ্নঃ সুমাত্রা দ্বীপ কোথায় ? উত্তরঃ ভারত মহাসাগরে
৪০. প্রশ্নঃ জাফনা দ্বীপ কোথায় অবস্থিত ? উত্তরঃ শ্রিলঙ্কা
৪১. প্রশ্নঃ সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত? উত্তরঃ আটলান্টিক মহাসাগরে
৪২. প্রশ্নঃ আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জ কোন দেশের অধীনে? উত্তরঃ ভারতের অধীনে
৪৩. প্রশ্নঃ গ্রিনল্যান্ড দ্বীপ কোন মহাদেশে অবস্থিত ? উত্তরঃ উত্তর আমেরিকা
৪৪. প্রশ্নঃ গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের ? উত্তরঃ ডেনমার্ক
৪৫. প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ? উত্তরঃ গ্রিনল্যান্ড
৪৬. প্রশ্নঃ মহাদেশ কয়টি ও কি কি ? উত্তরঃ মহাদেশ ৭ টি। যথা- এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এন্টার্কটিকা মহাদেশ, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ।
৪৭. প্রশ্নঃ উপমহাদেশ কাকে বলে ? উত্তরঃ পৃথিবীর বিভিন্ন অঞ্চলভিত্তিক কতগুলো দেশ নিয়ে গঠিত বৃহৎ অঞ্চলকে মহাদেশ বলে। মহাদেশের বিভিন্ন ভাগ নিয়ে উপমহাদেশ গঠিত।
৪৮. প্রশ্নঃ নেপালের রাজধানী কোথায়? উত্তরঃ কাঠমণ্ড ৪৯. প্রশ্নঃ এশিয়া মহাদেশের স্বাধীন দেশ কয়টি ? উত্তরঃ এশিয়া মহাদেশে মোট ৪৮ টি দেশ রয়েছে
৫০. প্রশ্নঃ ইউরোপ মহাদেশে কয়টি দেশ ? উত্তরঃ ইউরোপের প্রায় ৫০টি দেশ।
৫১. প্রশ্নঃ আফ্রিকা মহাদেশে কয়টি দেশ ? উত্তরঃ আফ্রিকা মহাদেশে ৪২ টি দেশ আছে।
৫২. প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের আয়তন কত? উত্তরঃ ২,৯৮,০০,৫৪০ বর্গ কি. মি.
৫৩. প্রশ্নঃ আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি ? উত্তরঃ আলজেরিয়া আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ।
৫৪. প্রশ্নঃ বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে? উত্তরঃ ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস।
৫৫. প্রশ্নঃ বিশ্ব বাঘ দিবস কবে ? উত্তরঃ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস।
৫৬. প্রশ্নঃ বিশ্ব বন্ধু দিবস কবে পালিত হয় ? উত্তরঃ আগস্ট মাসের প্রথম রবিবার বিশ্ব বন্ধু দিবস।
৫৭. প্রশ্নঃ বিশ্ব মাতৃদুগ্ধ দিবস কবে? উত্তরঃ ১ লা আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস।
৫৮. প্রশ্নঃ হিরোশিমা দিবস কোনটি ? উত্তরঃ ৬ আগস্ট হিরোশিমা দিবস।
৫৯. প্রশ্নঃ হিরোশিমা নাগাসাকি দিবস কবে? উত্তরঃ ৬ ও ৯ আগস্ট।
৬০. প্রশ্নঃ বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালিত হয়? উত্তরঃ বিশ্ব কুষ্ঠ দিবস জানুয়ারি মাসের শেষ রবিবার।
৬১. প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস কত তারিখ? উত্তরঃ বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস ২ জানুয়ারি।
৬২. প্রশ্নঃ আন্তর্জাতিক কাস্টমস দিবস কবে? উত্তরঃ আন্তর্জাতিক কাস্টম্স দিবস আজ ২৬ জানুয়ারি।
৬৩. প্রশ্নঃ বিশ্ব জলাভূমি দিবস কবে? উত্তরঃ ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস।
৬৪. প্রশ্নঃ বিশ্ব ভালোবাসা দিবস কবে ? উত্তরঃ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস।
৬৫. প্রশ্নঃ বিশ্ব শিশু ক্যান্সার দিবস কবে পালিত হয় ? উত্তরঃ ১৫ ফেব্রুয়ারি বিশ্ব শিশু ক্যান্সার দিবস পালিত হয়।
৬৬. প্রশ্নঃ বিশ্ব ক্যান্সার দিবস কবে ? উত্তরঃ ১৫ ফেব্রুয়ারি বিশ্ব শিশু ক্যান্সার দিবস।
৬৭. প্রশ্নঃ বিশ্ব স্কাউট দিবস কত তারিখ ? উত্তরঃ ২২ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস।
৬৮. প্রশ্নঃ কমনওয়েলথ দিবস কবে ? উত্তরঃ কমনওয়েলথ দিবস মার্চ মাসের দ্বিতীয় সোমবার।
৬৯. প্রশ্নঃ বিশ্ব বই দিবস কবে ? উত্তরঃ ৩ মার্চ বিশ্ব বই দিবস। ৭০. প্রশ্নঃ বিশ্ব নারী দিবস কত তারিখ ? উত্তরঃ ৮ মার্চ বিশ্ব নারী দিবস।
৭১. প্রশ্নঃ বিশ্ব নারী দিবসের স্লোগান কি? উত্তরঃ অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান।
৭২. প্রশ্নঃ বিশ্ব বাবা দিবস কবে ? উত্তরঃ জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস পালিত।
৭৩. প্রশ্নঃ বিশ্ব কিডনি দিবস কবে উত্তরঃ ১০ মার্চ বিশ্ব কিডনি দিবস। ৭৪. প্রশ্নঃ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস কবে? উত্তরঃ ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস।
৭৫. প্রশ্নঃ বিশ্ব পাই দিবস কবে ? উত্তরঃ বিশ্ব পাই দিবস ১৪ মার্চ।
৭৬. প্রশ্নঃ বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়? উত্তরঃ ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়।
৭৭. প্রশ্নঃ বিশ্ব পঙ্গু দিবস কবে? উত্তরঃ বিশ্ব পঙ্গু দিবস ১৫ মার্চ।
৭৮. প্রশ্নঃ বিশ্ব ক্রেতা অধিকার দিবস কত তারিখে? উত্তরঃ বিশ্ব ক্রেতা অধিকার দিবস ১৫ মার্চ।
৭৯. প্রশ্নঃ বিশ্ব বন দিবস কতো তারিখে পালিত? উত্তরঃ বিশ্ব বন দিবস ২১ মার্চ।
৮০. প্রশ্নঃ বিশ্ব পানি দিবস কত তারিখ ? উত্তরঃ বিশ্ব পানি দিবস আজ ২২ মার্চ।
৮১. প্রশ্নঃ বিশ্ব আবহাওয়া দিবস কবে ? উত্তরঃ বিশ্ব আবহাওয়া দিবস ২৩ মার্চ।
৮২. প্রশ্নঃ বিশ্ব যক্ষ্মা দিবস কবে ? উত্তরঃ ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস।
৮৩. প্রশ্নঃ আর্থ আওয়ার কবে পালিত হয়? উত্তরঃ ২৬ মার্চ আর্থ আওয়ার পালিত হয়।
৮৪. প্রশ্নঃ বিশ্ব নাট্য দিবস কত তারিখ ? উত্তরঃ বিশ্ব নাট্য দিবস ২৭ মার্চ।
৮৫. প্রশ্নঃ বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে? উত্তরঃ ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত।
৮৬. প্রশ্নঃ বিশ্ব শিশু বই দিবস কবে? উত্তরঃ বিশ্ব শিশু বই দিবস ২ এপ্রিল।
৮৭. প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখ ? উত্তরঃ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত।
৮৮. প্রশ্নঃ বিশ্ব কণ্ঠ দিবস কবে? উত্তরঃ ১৬ এপ্রিল বিশ্ব কণ্ঠ দিবস।
৮৯. প্রশ্নঃ বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে ? উত্তরঃ ১৭ এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস।
৯০. প্রশ্নঃ বিশ্ব ধরিত্রী দিবস কবে? উত্তরঃ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস।
৯১. প্রশ্নঃ বিশ্ব পুস্তক দিবস কবে? উত্তরঃ ২৩ এপ্রিল বিশ্ব পুস্তক দিবস।
৯২. প্রশ্নঃ বিশ্ব ভেটেরিনারি দিবস কবে? উত্তরঃ ২৪ এপ্রিল বিশ্ব ভেটেরিনারি দিবস।
৯৩. প্রশ্নঃ বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে? উত্তরঃ ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস।
৯৪. প্রশ্নঃ বিশ্ব মেধাসম্পদ দিবস কত তারিখ? উত্তরঃ ২৬ এপ্রিল বিশ্ব মেধাসম্পদ দিবস।
৯৫. প্রশ্নঃ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস কবে? উত্তরঃ ২৬ এপ্রিল আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস।
৯৬. প্রশ্নঃ বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস কবে? উত্তরঃ ২৮ এপ্রিল বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস।
৯৭. প্রশ্নঃ বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস কবে? উত্তরঃ ৩ মে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস।
৯৮. প্রশ্নঃ বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস কবে পালিত হয়? উত্তরঃ ৮ মে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়।
৯৯. প্রশ্নঃ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস কবে পালিত হয়? উত্তরঃ ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়।
১০০. প্রশ্নঃ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস কবে? উত্তরঃ ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস।
১০১. প্রশ্নঃ আন্তর্জাতিক জাদুঘর দিবস কবে? উত্তরঃ ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস।
১০২. প্রশ্নঃ বিশ্ব তামাকমুক্ত দিবস কবে পালিত হয়? উত্তরঃ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।
১০৩. প্রশ্নঃ বাবা দিবস কত তারিখ ? উত্তরঃ জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস পালিত।
১০৪. প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে ? উত্তরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।
১০৫. প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস কি? উত্তরঃ এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল।
এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিস্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা।
তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৩ খ্রিস্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়।
১০৬. প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান কি? উত্তরঃ এবারের বিশ্ব পরিবেশ দিবস ২০১৬ এর প্রতিপাদ্য “Go Wild for Life ”যার বাংলা ভাবানুবাদ “বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাচাঁয় দেশ।”
১০৭. প্রশ্নঃ বিশ্ব ব্রেইন টিউমার দিবস কবে? উত্তরঃ ৮ জুন বিশ্ব ব্রেইন টিউমার দিবস।
১০৮. প্রশ্নঃ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস কবে? উত্তরঃ ১২ ই জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।
১০৯. প্রশ্নঃ বিশ্ব রক্তদাতা দিবস কবে? উত্তরঃ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস।
১১০. প্রশ্নঃ বিশ্ব মরুময়তা দিবস কবে? উত্তরঃ ১৭ জুন বিশ্ব মরুময়তা দিবস।
১১১. প্রশ্নঃ বিশ্ব সঙ্গীত দিবস কবে পালিত হয়? উত্তরঃ ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস।
১১২. প্রশ্নঃ বিশ্ব শিশু দিবস কত তারিখ ? উত্তরঃ ১ জুন
১১৩. প্রশ্নঃ বিশ্ব শিশু অধিকার দিবস কত তারিখ ? উত্তরঃ ১ জুন
১১৪. প্রশ্নঃ মহাদেশ কাকে বলে ? উত্তরঃ একই অঞ্চলে অবস্থিত কতগুলো দেশ নিয়ে মহাদেশ গঠিত।
১১৫. প্রশ্নঃ সোয়াত উপত্যকা কোন দেশে অবস্থিত? উত্তরঃ পাকিস্তান
১১৬. প্রশ্নঃ পৃথিবীতে মোট স্থলবেষ্টিত দেশের সংখ্যা কত? উত্তরঃ স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ যাদের নিজস্ব কোন সমুদ্র বন্দর নেই।
১১৭. প্রশ্নঃ এশিয়া মহাদেশে মোট কয়টি স্থলবেষ্টিত দেশ রয়েছে? উত্তরঃ ১০ টি
১১৮. প্রশ্নঃ এশিয়া মহাদেশের স্থলবেষ্টিত দেশ কোনটি? উত্তরঃ নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, তাজাখস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
১১৯. প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কী? উত্তরঃ ওশেনিয়া ১২০. প্রশ্নঃ পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কয়টি? উত্তরঃ ৫টি
১২১. প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী? উত্তরঃ প্রশান্ত মহাসাগর
১২২. প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কী? উত্তরঃ দক্ষিণ মহাসাগর
১২৩. প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি? উত্তরঃ লুক্সেমবার্গ
১২৪. প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ কোনটি? উত্তরঃ মোজাম্বিক
১২৫. প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ শাসনে কত বছর ছিল? উত্তরঃ ৩৪২ বছর
১২৬. প্রশ্নঃ নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী? উত্তরঃ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
১২৭. প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্টের নাম কী? উত্তরঃ ডি ক্লার্ক
১২৮. প্রশ্নঃ নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় কত সালে? উত্তরঃ ১৯৬৪ সালে
১২৯. প্রশ্নঃ মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কখন? উত্তরঃ ১৯৫৬ সালে
১৩০. প্রশ্নঃ পোর্ট সৈয়দ কোন দেশের সমুদ্রবন্দর? উত্তরঃ মিশরের
১৩১. প্রশ্নঃ আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত? উত্তরঃ মিসরে
১৩২. প্রশ্নঃ বিশ্বের নবীনতম রাষ্ট্র কোনটি? উত্তরঃ দক্ষিণ সুদান
১৩৩. প্রশ্নঃ হিটলারের জন্ম কোথায়? উত্তরঃ অস্ট্রিয়ায়
১৩৪. প্রশ্নঃ রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? উত্তরঃ ভ্লাদিভস্টক
১৩৫. প্রশ্নঃ বর্তমান বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদন দেশ কোনটি? উত্তরঃ রাশিয়া
১৩৬. প্রশ্নঃ কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? উত্তরঃ রাশিয়ার
১৩৭. প্রশ্নঃ সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় কখন? উত্তরঃ ১৯৯১ সালে
১৩৮. প্রশ্নঃ লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল কখন? উত্তরঃ ১৯১৭ সালে
১৩৯. প্রশ্নঃ রুশ বিপ্লবের মেয়াদকাল কতদিন ছিল? উত্তরঃ ১০ দিন
১৪০. প্রশ্নঃ গ্লাসনস্তনীতি চালু হয়েছিল কোন দেশে? উত্তরঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন
১৪১. প্রশ্নঃ ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? উত্তরঃ লন্ডন
১৪২. প্রশ্নঃ ব্রিটেনের প্রশাসনিক দপ্তরকে কী বলা হয়? উত্তরঃ হোয়াইট হল
১৪৩. প্রশ্নঃ কোন দেশের সংবিধান অলিখিত? উত্তরঃ যুক্তরাজ্য
১৪৪. প্রশ্নঃ ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব? উত্তরঃ ব্রিটেনের
১৪৫. প্রশ্নঃ বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় কোন দেশে? উত্তরঃ ইংল্যান্ডে
১৪৬. প্রশ্নঃ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ক্ষমতায় ছিলেন কত বছর? উত্তরঃ ১১ বছর
১৪৭. প্রশ্নঃ পলমল কী? উত্তরঃ লন্ডনের একটি রাজপথের নাম।
১৪৮. প্রশ্নঃ ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম কী? উত্তরঃ ওয়েস্ট মিনিস্টার প্যালেস
১৪৯. প্রশ্নঃ ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়? উত্তরঃ সেন্ট হেলেনা দ্বীপে
১৫০. প্রশ্নঃ আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? উত্তরঃ প্যারিসে
১৫১. প্রশ্নঃ প্রিন্সেস ডায়না সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন কোথায়? উত্তরঃ প্যারিসে
১৫২. প্রশ্নঃ ফ্রান্সের লৌহমানবী নামে পরিচিত কে? উত্তরঃ মিসেল আলিওমারি
১৫৩. প্রশ্নঃ বেনিটো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন? উত্তরঃ ইতালির
১৫৪. প্রশ্নঃ হিটলারের দলের নাম কী? উত্তরঃ জার্মান ফ্যাসীবাদ দল
১৫৫. প্রশ্নঃ বার্লিন প্রাচীর তৈরি করেছিল কোন দেশ? উত্তরঃ সাবেক পূর্ব জার্মানি
১৫৬. প্রশ্নঃ বার্লিনের দেওয়াল নির্মিত হয়েছিল কখন? উত্তরঃ ১৯৬১ সালে
১৫৭. প্রশ্নঃ বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? উত্তরঃ আফ্রিকা
১৫৮. প্রশ্নঃ লিবিয়া কোন মহাদেশে অবস্থিত? উত্তরঃ আফ্রিকা
১৫৯. প্রশ্নঃ সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? উত্তরঃ আফ্রিকা
১৬০. প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? উত্তরঃ সেনেগাল
১৬১. প্রশ্নঃ মিশর কোন মহাদেশে অবস্থিত? উত্তরঃ আফ্রিকা
১৬২. প্রশ্নঃ লোকসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর কোনটি? উত্তরঃ টোকিও ( জাপান )।
১৬৩. প্রশ্নঃ জাপানের বৃহত্তম দ্বীপের নাম কী? উত্তরঃ হনসু ( ২,৩১,০০০ ) বর্গকিমি।
১৬৪. প্রশ্নঃ প্রথম আণবিক বোমা ফেলা হয় কোন দেশে? উত্তরঃ জাপানে
১৬৫. প্রশ্নঃ হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল কখন? উত্তরঃ ১৯৪৫ সালের আগস্ট মাসে।
১৬৬. প্রশ্নঃ পৃথিবীতে সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি? উত্তরঃ জাপান
১৬৭. প্রশ্নঃ কোন দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে? উত্তরঃ কুড়িল দ্বীপপুঞ্জ
১৬৮. প্রশ্নঃ স্ট্যাচু অব পিস কোথায় অবস্থিত? উত্তরঃ নাগাসাকিতে
১৬৯. প্রশ্নঃ বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? উত্তরঃ জাপান
১৭০. প্রশ্নঃ কোন দেশটির সার্বভৌমত্ব নেই? উত্তরঃ ফিলিস্তিনের
১৭১. প্রশ্নঃ কোন দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে? উত্তরঃ ভারত
১৭২. প্রশ্নঃ ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তরঃ ১৯৪৮ সালে
১৭৩. প্রশ্নঃ ফালুজা শহর কোন দেশে অবস্থিত? উত্তরঃ ইরাকে
১৭৪. প্রশ্নঃ কারবালা বর্তমানে কোথায় অবস্থিত? উত্তরঃ ইরাকে
১৭৫. প্রশ্নঃ আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? উত্তরঃ ইরান
১৭৬. প্রশ্নঃ ইরানের ইসলামি বিপ্লবের নায়ক কে? উত্তরঃ রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি।
১৭৭. প্রশ্নঃ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় কখন? উত্তরঃ ১৯৪৫ সালে
১৭৮. প্রশ্নঃ নেপালের রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাসীন হয়েছিলেন কখন? উত্তরঃ ২০০১ সালে
১৭৯. প্রশ্নঃ নেপালি কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট কে? উত্তরঃ সুশীল কৈরালা
১৮০. প্রশ্নঃ নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? উত্তরঃ রাজা জ্ঞানেন্দ্র
১৮১. প্রশ্নঃ ইউরোপের দীর্ঘতম নদীর নাম কী? উত্তরঃ ভলগা
১৮২. প্রশ্নঃ বেলারুশের রাজধানীর নাম কী? উত্তরঃ মিনস্ক
১৮৩. প্রশ্নঃ রোমানিয়ার রাজধানীর নাম কী? উত্তরঃ বুখারেস্ট
১৮৪. প্রশ্নঃ একনায়ক চসেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? উত্তরঃ রোমানিয়ার
১৮৫. প্রশ্নঃ আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয় কখন? উত্তরঃ ১৯৯১ সালে
১৮৬. প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কাকে? উত্তরঃ রাশিয়াকে
১৮৭. প্রশ্নঃ ভলভো কোন দেশের গাড়ি? উত্তরঃ সুইডেনের
১৮৮. প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কাকে? উত্তরঃ রাশিয়াকে
১৮৯. প্রশ্নঃ ভলভো কোন দেশের গাড়ি? উত্তরঃ সুইডেনের
১৯০. প্রশ্নঃ সুইডেনের মুদ্রার নাম কী? উত্তরঃ ক্রোনা
১৯১. প্রশ্নঃ আগুনের দ্বীপ বলা হয় কাকে? উত্তরঃ আইসল্যান্ডকে
১৯২. প্রশ্নঃ নরওয়ের মুদ্রার নাম কী? উত্তরঃ ক্রোন
১৯৩. প্রশ্নঃ হেলসিংকি কোন দেশের রাজধানী? উত্তরঃ ফিনল্যান্ডের
১৯৪. প্রশ্নঃ গ্রিনল্যান্ডের মালিকানা কার? উত্তরঃ ডেনমার্কের
১৯৫. প্রশ্নঃ আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? উত্তরঃ ভ্যাটিকান
১৯৬. প্রশ্নঃ আলবেনিয়ার রাজধানী কোনটি? উত্তরঃ তিরানা
১৯৭. প্রশ্নঃ কসোভো কোথায় অবস্থিত? উত্তরঃ সার্বিয়ায়
১৯৮. প্রশ্নঃ কোন দেশকে মহাসমুদ্র অভিযাত্রীদের দেশ বলা হয়? উত্তরঃ পর্তুগালকে
১৯৯. প্রশ্নঃ বেলজিয়ামের মুদ্রার নাম কী? উত্তরঃ ইউরো
২০০. প্রশ্নঃ গিল্ডার কোন দেশের মুদ্রার নাম? উত্তরঃ নেদারল্যান্ড
২০১. প্রশ্নঃ ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত? উত্তরঃ ফ্রান্স
২০২. প্রশ্নঃ ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? উত্তরঃ জার্মানিতে
২০৩. প্রশ্নঃ ওয়াটারলু কোন দেশে অবস্থিত? উত্তরঃ বেলজিয়ামে
২০৪. প্রশ্নঃ ইউরোপে রেনেসাঁ শুরু হয় কখন? উত্তরঃ চতুর্দশ শতাব্দীতে
২০৫. প্রশ্নঃ মার্কসবাদ প্রণেতা কার্ল মার্কসের জন্ম কোথায়? উত্তরঃ জার্মানিতে
২০৬. প্রশ্নঃ স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় ছিলেন কে? উত্তরঃ লর্ড মাউন্টবেটেন
২০৭. প্রশ্নঃ বঙ্গভঙ্গের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরঃ লর্ডন কার্জন
২০৮. প্রশ্নঃ পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কোন দেশকে? উত্তরঃ ভারত
২০৯. প্রশ্নঃ ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল? উত্তরঃ উত্তর প্রদেশের
২১০. প্রশ্নঃ সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? উত্তরঃ কাশ্মীরে
২১১. প্রশ্নঃ মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকা সম্পাদনা করতেন? উত্তরঃ ইন্ডিয়ান অপিনিয়ন
২১২. প্রশ্নঃ ভারতের কোন সম্রাটকে আলমগীর বলা হতো? উত্তরঃ আওরঙ্গজেব
২১৩. প্রশ্নঃ ভারতের কোন প্রধানমন্ত্রী বোফর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত? উত্তরঃ রাজিব গান্ধী
২১৪. প্রশ্নঃ ভারতে কোন মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত? উত্তরঃ মমতাজ
২১৫. প্রশ্নঃ আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত? উত্তরঃ কাশ্মীরে
২১৬. প্রশ্নঃ ভারতের কোন প্রদেশে অজন্তা ও ইলোরা গুহাদ্বয় অবস্থিত? উত্তরঃ মহারাষ্ট্রে
২১৭. প্রশ্নঃ ভারতে ক্যাবিনেট মিশন এসেছিল কখন? উত্তরঃ ১৯৪৬ সালে
২১৮. প্রশ্নঃ পবিত্র আযমীর শরীফ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরঃ রাজস্থান
২১৯. প্রশ্নঃ কাশ্মীরের সর্বশেষ মহারাজা কে ছিলেন? উত্তরঃ হরি সিং
২২০. প্রশ্নঃ ভারতে প্রথম লোকসভা গঠিত হয়েছিল কত সালে? উত্তরঃ ১৯৫২ সালে
২২১. প্রশ্নঃ ভারতে থেকে নির্বাচিত সর্বশেষ বিশ্বসুন্দরী কে? উত্তরঃ লারা দত্ত
২২২. প্রশ্নঃ ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল আছে কয়টি? উত্তরঃ ৫১টি
২২৩. প্রশ্নঃ ভারতীয় বংশোদ্ভূত মহেন্দ্র চৌধুরী কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন? উত্তরঃ ফিজি
২২৪. প্রশ্নঃ ভারতের লোকসভায় সরকার গঠন করতে নূন্যতম কতটি আসনের প্রয়োজন? উত্তরঃ ২৭২টি
২২৫. প্রশ্নঃ পাকিস্তানে কবে প্রথম সামরিক শাসন জারি হয়েছিল? উত্তরঃ ১৯৫৮ সালে
২২৬. প্রশ্নঃ ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশে মুসলমান সংখ্যায় সর্বাধিক? উত্তরঃ পাকিস্তানে
২২৭. প্রশ্নঃ পাকিস্তান শব্দটি সর্বপ্রথম তৈরি করেন কে? উত্তরঃ চৌধুরী রহমত আলী
২২৮. প্রশ্নঃ পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের নাম কী? উত্তরঃ ইস্কান্দার মীর্জা
২২৯. প্রশ্নঃ প্রকাশ্যে ধুমপান নিষেধ কোন দেশে? উত্তরঃ পাকিস্তানে
২৩০. প্রশ্নঃ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরঃ মুহাম্মদ আলী জিন্নাহ
২৩১. প্রশ্নঃ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরঃ লিয়াকত আলী খান
২৩২. প্রশ্নঃ আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? উত্তরঃ জহির শাহ
২৩৩. প্রশ্নঃ কান্দাহার কোন দেশের শহর? উত্তরঃ আফগানিস্তানের
২৩৪. প্রশ্নঃ পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত ছিল? উত্তরঃ আফগানিস্তানে
২৩৫. প্রশ্নঃ গ্রেট হল কোথায় অবস্থিত? উত্তরঃ চীনে
২৩৬. প্রশ্নঃ বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি? উত্তরঃ চীন
২৩৭. প্রশ্নঃ বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ কোনটি? উত্তরঃ চীন
২৩৮. প্রশ্নঃ চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত? উত্তরঃ ৬৪০০ কিমি
২৩৯. প্রশ্নঃ গণচীনের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ মাও সেতুং
২৪০. প্রশ্নঃ চীনের আইনসভার নাম কি? উত্তরঃ ন্যাশনাল পিপল'স কংগ্রেস
২৪১. প্রশ্নঃ টিন উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? উত্তরঃ চীন
২৪২. প্রশ্নঃ চীনের প্রাচীর চীন দেশের কোন সীমান্তে অবস্থিত? উত্তরঃ উত্তর
২৪৩. প্রশ্নঃ চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় কখন? উত্তরঃ ১৯৪৯ সালে
২৪৪. প্রশ্নঃ উইঘুর কী? উত্তরঃ চীনের একটি সম্প্রদায়ের নাম।
২৪৫. প্রশ্নঃ ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম কি? উত্তরঃ নাউরু
২৪৬. প্রশ্নঃ ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশের নাম কি? উত্তরঃ অস্ট্রেলিয়া
২৪৭. প্রশ্নঃ আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তরঃ মোনাকো
২৪৮. প্রশ্নঃ আয়তনে পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তরঃ টুভ্যালু
২৪৯. প্রশ্নঃ ভারতের বর্তমান রাজধানীর নাম কি? উত্তরঃ নয়াদিল্লি
২৫০. প্রশ্নঃ পাকিস্তানের রাজধানীর নাম কি? উত্তরঃ ইসলামাবাদ
২৫১. প্রশ্নঃ ইউরোপের ক্ষদ্রতম দেশ কোনটি? উত্তরঃ ভ্যাটিকান সিটি
২৫২. প্রশ্নঃ এশিয়া থেকে ইউরোপ মহাদেশকে পৃথক করেছে- উত্তরঃ ইউরাল পর্বত, ইউরাল নদী এবং কাস্পিয়ান সাগর এসিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে।
২৫৩. প্রশ্নঃ আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ- উত্তরঃ রাশিয়া
২৫৪. প্রশ্নঃ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? উত্তরঃ আফ্রিকা
২৫৫. প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি? উত্তরঃ আলজেরিয়া
২৫৬. প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তরঃ সিচেলিস
২৫৭. প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের অবস্থান কোথায়? উত্তরঃ আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশের দক্ষিণে অব
২৫৮. প্রশ্নঃ উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? উত্তরঃ কানাডা
২৫৯. প্রশ্নঃ উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তরঃ সেন্টকিটস এন্ড নেভিস
২৬০. প্রশ্নঃ আমেরিকা মহাদেশের আবিষ্কারক কে? উত্তরঃ আমেরিকা মহাদেশের আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস।
১৪৯২ সালে ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা নামক ভূখণ্ডের আবিষ্কার করেন। ইতালিয়ান নাবিক আমেরিগো ভেসপু
চির নামানুসারে এই মহাদেশের নামকরণ করা হয় আমেরিকা।
২৬১. প্রশ্নঃ আমেরিকা মহাদেশকে এশিয়া থেকে পৃথক করেছে কোন সাগর? উত্তরঃ প্রশান্ত মহাসাগর
২৬২. প্রশ্নঃ আমেরিকা মহাদেশকে আফ্রিকা এবং ইউরোপ থেকে পৃথক করেছে কোন সাগর? উত্তরঃ আটলান্টিক মহাসাগর
২৬৩. প্রশ্নঃ দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম রাষ্ট্র কোনটি? উত্তরঃ ব্রাজিল
২৬৪. প্রশ্নঃ দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তরঃ সুরিনাম
২৬৫. প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? উত্তরঃ ওশেনিয়া বা অস্ট্রেলিয়া
২৬৬. প্রশ্নঃ অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি? উত্তরঃ অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল।
২৬৭. প্রশ্নঃ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ছিলেন কত বছর? উত্তরঃ ২২ বছর
২৬৮. প্রশ্নঃ মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কী? উত্তরঃ পুত্রাজায়া
২৬৯. প্রশ্নঃ উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় কত সালে? উত্তরঃ ১৯৭৬ সালে
২৭০. প্রশ্নঃ হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন? উত্তরঃ ভিয়েতনামের
২৭১. প্রশ্নঃ মিয়ানমারের মুদ্রার নাম কী? উত্তরঃ কিয়াট ২৭২. প্রশ্নঃ এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচালন বৃষ্টি হয়? উত্তরঃ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
২৭৩. প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি? উত্তরঃ ইন্দোনেশিয়া ২৭৪. প্রশ্নঃ রোহিঙ্গা কে? উত্তরঃ মিয়ানমারের একটি জাতিগোষ্ঠী
২৭৫. প্রশ্নঃ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? উত্তরঃ ইয়াঙ্গুনে
২৭৬. প্রশ্নঃ ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? উত্তরঃ পূর্ণ এশিয়া
২৭৭. প্রশ্নঃ দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী? উত্তরঃ ওন
২৭৮. প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী কোন দেশে? উত্তরঃ চীনে
২৭৯. প্রশ্নঃ মঙ্গোলিয়ার রাজধানী কোথায়? উত্তরঃ উলানবাটোর
২৮০. প্রশ্নঃ বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি? উত্তরঃ উত্তর কোরিয়া
২৮১. প্রশ্নঃ চীনের মুদ্রার নাম কী? উত্তরঃ ইউয়ান
২৮২. প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া কোন দেশের অধীনে ছিল? উত্তরঃ জাপানের
২৮৩. প্রশ্নঃ দুই কোরিয়ার বিভক্তিসূচক সীমারেখার নাম কী? উত্তরঃ ৩৮ তম অক্ষরেখা
২৮৪. প্রশ্নঃ চীনের প্রতিবেশী দেশ কয়টি? উত্তরঃ ১৪টি
২৮৫. প্রশ্নঃ চীনের প্রথম বিমানবাহী রণতরীর নাম কী? উত্তরঃ লিয়াওনিং
২৮৬. প্রশ্নঃ সম্প্রতি কোন দেশকে যুক্তরাষ্ট্র তার সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে? উত্তরঃ উত্তর কোরিয়া
২৮৭. প্রশ্নঃ আরব বসন্ত বলতে কী বুঝায়? উত্তরঃ আরবের বিভিন্ন দেশে গণজাগরণ।
২৮৮. প্রশ্নঃ মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল? উত্তরঃ ১৯৭৩ সালে
২৮৯. প্রশ্নঃ জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না কোন দেশের? উত্তরঃ সৌদিআরব ও ইরান
২৯০. প্রশ্নঃ কোন দেশের মুদ্রা সবচেয়ে বেশি দামি? উত্তরঃ কুয়েতের
২৯১. প্রশ্নঃ ইরাক কুয়েত দখল করে নেয় কত সালে? উত্তরঃ ১৯৯০ সালে
২৯২. প্রশ্নঃ ইসরাইলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? উত্তরঃ যুক্তরাষ্ট্র
২৯৩. প্রশ্নঃ ওসামা বিন লাদেনের জন্ম কোথায়? উত্তরঃ সৌদিআরবে
২৯৪. প্রশ্নঃ পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? উত্তরঃ জর্ডান নদীতে
২৯৫. প্রশ্নঃ মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? উত্তরঃ সৌদিআরবে
২৯৬. প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম শহর কোনটি? উত্তরঃ জেরিকো ( ফিলিস্তিন )।
২৯৭. প্রশ্নঃ ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? উত্তরঃ তুরস্ক
২৯৮. প্রশ্নঃ মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেন? উত্তরঃ মেসেডোনিয়ায়
২৯৯. প্রশ্নঃ ভারতের আইনসভার নাম কী? উত্তরঃ পার্লামেন্ট
৩০০. প্রশ্নঃ ভারতের মোট রাজ্য বা প্রদেশ কয়টি? উত্তরঃ ২৯ টি
৩০১ প্রশ্ন: আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: আফ্রিকা।
৩০২ প্রশ্ন: ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ কোনটি?
উত্তর: যুক্তরাজ্য।
৩০৪ প্রশ্ন: বিশ্বের বৃহত্তম সমভূমির নাম কি?
উত্তর: মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি।
৩০৫ প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সাগর কোনটি?
উত্তর: ভূমধ্যসাগর।
৩০৬ প্রশ্ন: ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয় কোন দেশকে?
উত্তর: বেলজিয়ামকে।
৩০৭ প্রশ্ন: ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: মাউন্ট ব্ল্যাঙ্ক।
৩০৮ প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গপথ কোনটি?
উত্তর: ইউরো টানেল।
৩০৯ প্রশ্ন: কোন দেশকে ইউরোপের দ্বার বলা হয়?
উত্তর: ভিয়েনাকে।
উত্তর: ভিয়েনাকে।
৩১০ প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি
উত্তর: আল্পস পর্বতমালা।
৩১১ প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: ভলগা (৩৫৩১ কি. মি.)।
৩১২ প্রশ্ন: ইরানের ধর্মীয় নেতার নাম কি?
উত্তর: আয়াতুল্লাহ আলি খামিনি।
৩১৪ প্রশ্ন: ইসরাইলের পার্লামেন্টের নাম কি?
উত্তর: নেসেট
৩১৫ প্রশ্ন: ভূমধ্যসাগরের প্রবেশ দ্বার হলো?
উত্তর: জিব্রাল্টার
৩১৬ প্রশ্ন: কেপভার্দের রাজধানীর নাম কি?
উত্তর: প্রেইরা
৩১৭ প্রশ্ন: যুক্তরাস্ট্র ও মেক্সিকোর মধ্যে সিমান্তরেখা কি?
উত্তর: সনোরা লাইন
৩১৮ প্রশ্ন: বন শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: রাইন
৩১৯ প্রশ্ন: জাতিসংঘে বাংলাদেশে চাদার হার কত?
উত্তর: ০.০১ শতাংশ
৩২০ প্রশ্ন: IAEA কত সালে নোবেল পুরস্কার পায়?
উত্তর: ২০০৫ সালে
৩২১ প্রশ্ন: হেল্লাস কোন দেশের জাতীয় নাম?
উত্তর: গ্রিস
৩২২ প্রশ্ন: কুরিল দ্বীপের মালিকানা কোন দেশের?
উত্তর: রাশিয়া
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর-০৩ "
Post a Comment