চমকে__দেয়ার__মতো__তথ্য
☞ ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Qএর পরে u আছে।
☞ Rhythm সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই
☞ “Education” ও “Favourite”শব্দে সবগুলো vowel আছে।
☞ “Abstemious ও Facetious ”শব্দে সবগুলো vowel আছে।
মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
☞ ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
☞ “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
☞ হিটলার এবং লাদেনের মৃত্যু ঘোষণা করার দিন একই তারিখে। তারিখটি ১ মে।
☞ আমরা সাধারণত মেসেজ, বা চ্যাটিং এর সময় ইংরেজি you কে ছোট করে U লিখি। এটি সর্বজন
স্বীকৃতি হয়েছে যখন প্রথম সেক্সপিয়ার তার বইতে you এর পরিবর্তে U ব্যাবহার শুরু করে।
☞ ১৮৯৮ সালে, টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ১৪ বছর আগে মর্গান রবার্টসন একটি বই লিখেছিলো টাইটানিক জাহাজ সম্পর্কে। বইটির নাম ছিলো "টাইটান"। ওই বইতে তিনি লিখেছিলো " টাইটানিক জাহাজ একটি বরফের টুকরার সাথে ধাক্কা লেগে ডুবে যাবে।" আর
তাই তো হলো।
☞ ভালোবাসা আসলে মানুষের হৃদয় থেকে অনূভুত হয় না। হয় মানুষের ব্রেইন থেকে।
☞ ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে পানির উপরে ভেসে থাকবে। কিন্ত সাধারণ যে কোকাকোলা।আছে তা পানিতে ঢাললে পানির সাথে মিশে যাবে।
☞ মধু ই একমাত্র খাদ্য যা কখনোই পচে যায় না।
☞ ফেইসবুকে এখন কিন্তু facebook ডট com এর পরিবর্তে
fb ডট com লিখলেই হয়ে যায়। এই fb ডট com বানানোর জন্য মার্ক জুকারবার্গের খরচ হয়েছে ৮.৭ মিলিয়ন ডলার।
☞ পৃথিবী জুড়ে প্রতি বছর ৫০০০০ বারের ও বেশী ভূমিকম্প হয়ে থাকে।
☞ পৃথিবীতে ফুটবল খেলাকে ১৮৮ টি দেশ ফুটবল (football) বলে থাকে। আর বাকি দেশগুলো ফুটবল খেলাকে সকার (soccer) নামেই জানে।
☞ সনি কোম্পানি এক ধরনের ফ্রিজ তৈরী করেছে যার সামনে গিয়ে মানুষ হাসি দিলে ফ্রিজটি খুলবে। তাছাড়া খুলবে না।
☞ ২৩ বছর বয়সের আগে আমেরিকার ৩০ থেকে ৪০% মানুষ
পুলিশের হাতে গ্রেফতার হয়।
☞ 80 কে letter marks বলা হ্য় কারণ-
L=12, E=5, T=20, T=20, E=5,R=18
(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80)
☞ “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
☞ নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। এর ওজন গড় পড়তা ১২৫ টন হয়ে থাকে। যা প্রায় ১৮০০ জন মানুষের ওজনের যোগফল।
☞ আপনি কি জানেন, একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।
☞ সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও দিব্যি শোনা যায়। শুনে মনে হয় আশে পাশের আওয়াজ!!!
☞ নারহোয়েল (Narwhal) এক প্রকার তিমি মাছ। যার দাঁত ৮ ফিট লম্বা হয়ে থাকে।
☞ আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরী হয়েছিল, তাও খ্রীস্টের জন্মের ২০০০ বছর আগে।
☞ পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয়, একটি কুকুর।
☞ শিম্পাঞ্জি অন্যান্য প্রাণীর চেয়ে (মানুষ ছাড়া) বেশী যন্ত্রপাতি ব্যবহার করতে পারে।
☞ কিং কোবরা পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাধে।
☞ বিড়ালের দেহের স্বাভাবিক তাপমাত্রা ১০০.৪ ডিগ্রী ফারেনহাইট থেকে ১০২.৫ ডিগ্রী ফারেনহাইট।
☞ জিরাফের লম্বা গলায় মোট ৭টি হাড় আছে।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "চমকে__দেয়ার__মতো__তথ্য"
Post a Comment