অষ্টম শ্রেণীর বই থেকে মডেল টেস্ট

অষ্টম শ্রেণীর বই থেকে মডেল টেস্ট


১. ভাষা কী?
ক. উচ্চারণের প্রতীক
খ. ভাব প্রকাশের মাধ্যম
গ. কণ্ঠের উচ্চারণ
ঘ. ধ্বনির সমষ্টি

২. বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা ?
ক. প্রায় চবি্বশ কোটি
খ. চবি্বশ কোটির বেশি
গ. প্রায় পঁচিশ কোটি
ঘ. পচিঁশ কোটির বেশি

৩. বাংলা ভাষার যুগ বিভাগ কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৪. ব্যাকরণ এসছে কখন?
ক. ভাষা সৃষ্টির আগে
খ. ভাষা সৃষ্টির পরে
গ. ভাষা সৃষ্টির সঙ্গে
ঘ. সামপ্রতিককালে

৫. ভাষার অভ্যন্তরীণ শৃক্সখলা আবিষ্কারের নাম কী?
ক. ধ্বনি
খ. বর্ণ
গ. শব্দ
ঘ. ব্যাকরণ

৬. ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণকে বলা হয়?
ক. উষ্ম বর্ণ
খ. পরাশ্রয়ী বর্ণ
গ. স্পর্শ বর্ণ
ঘ. জিহ্বামূলীয় বর্ণ

৭. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. মহাপ্রাণ ধ্বনি
খ. অল্পপ্রাণ ধ্বনি
গ. অঘোষধ্বনি
ঘ. ঘোষধ্বনি

৮. মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৩টি
খ. ৫টি
গ. ৭টি
ঘ. ৯টি

৯. বাংলা সন্ধি কয় প্রকার?
ক. তিন
খ. দুই
গ. চার
ঘ. ছয়

১০. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
ক. স্বরসন্ধি
খ. ব্যঞ্জনসন্ধি
গ. বিসর্গ সন্ধি
ঘ. কোনোটিই নয়

১১. 'বনস্পতি'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বনঃ+পতি
খ. বন+পতিঃ
গ. বন+স্পতি
ঘ. বন+পতি

১২. 'সন্দেশ' কোন শ্রেণীর শব্দ?
ক. যোগরূঢ়
খ. রূঢ়ি
গ. যৌগিক
ঘ. দেশী

১৩. 'বচন' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে

১৪ . বাক্যের একক কী?
ক. বিভক্তি
খ. ধ্বনি
গ. বর্ণ
ঘ. শব্দ

১৫. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
ক. প্রকৃতি
খ. সাধিত শব্দ
গ. নাম শব্দ
ঘ. প্রাতিপাদিক শব্দ

১৬. যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে, তাকে কী বলে ?
ক. নাম বিশেষণ
খ. ভাব বিশেষণ
গ. ক্রিয়া বিশেষণ
ঘ. বিশেষণের বিশেষণ

১৭. 'অনুসর্গ অব্যয়' আর কোন নামে পরিচিত?
ক. অনুকার অব্যয়
খ. অনন্বীয় অব্যয়
গ. নিত্য সস্বন্ধীয়
ঘ. পদান্বয়ী অব্যয়

১৮. 'বচন'অর্থ কী?
ক. গণনার ধারণা
খ. পরিমাপের ধারণা
গ. ক্রমের ধারণা
ঘ. সংখ্যার ধারণা

১৯. 'লাল লাল ফুল' বাক্যে কি অর্থে দ্বিরুক্তি হয়েছে?
ক. একবচন
খ. বহুবচন
গ. শূন্য
ঘ. ঈষৎ

২০ 'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ বিশিষ্টার্থক?
ক. সমার্থে
খ. বৃহদার্থে
গ. ক্ষুদ্রার্থে
ঘ. বিপরীতার্থে

২১. নাম পুরুষের উদাহরণ কোনটি?
ক. তোমরা
খ. আমরা
গ. আপনি
ঘ. ওরা

২২. পুরুষ কয় প্রকার?
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার

২৩. সম্বন্ধ পদকে কারক বলা যায় না কেন?
ক. ক্রিয়ার সাথে সম্পর্ক আছে
খ. নাম পদের সাথে সম্পর্ক আছে
গ. ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকায়
ঘ. নাম পদের সাথে সম্পর্ক না থাকায়

২৪. অধিকরণ কারক কয় প্রকার?
ক. ৩ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৫ প্রকার
ঘ. ৬ প্রকার

২৫. খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
ক. ১৮টি
খ. ১৯টি
গ. ২০টি
ঘ. ২১টি

২৬. সমাসবদ্ধ পদের পরবর্তী পদকে কী বলে?
ক. পূর্বপদ
খ. পরপদ
গ. সমস্যমানপদ
ঘ. ব্যাসবাক্য

২৭. পরপদের অপর নাম কী?
ক. উপপদ
খ.পূর্বপদ
গ.বিশেষ্য পদ
ঘ.উত্তরপদ

২৮. উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা বুঝায় কোন সমাসে?
ক. মধ্যপদলোপী কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. উপমান কর্মধারয়

২৯. কোনটি ঘটমান বর্তমান?
ক. ঘুম থেকে ওঠ
খ. সদা সত্য কথা বলবে
গ. সূর্য পূর্ব দিকে ওঠে
ঘ. সুমী খেলছে

৩০. কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রধান হয়?
ক. পূর্বপদ
খ. উত্তরপদ
গ. উভয়পদ
ঘ. পরপদ

৩১. তারিখ লিখতে কোন চিহ্ন বসে?
ক. সেমিকোলন
খ. কমা
গ. দাঁড়ি
ঘ. ড্যাস

৩২. বাক্যের অর্থগত ও ভাবগত মেলবন্ধনকে কী বলে?
ক. আকাক্সক্ষা
খ. আসত্তি
গ.যোগ্যতা
ঘ. অর্থবাচকতা

৩৩. White elephant - এর সঠিক অর্থ কোনটি?
ক. সাদা হাতি
খ. সুলভ
গ. কষ্টকর
ঘ. ব্যয়বহুল

৩৪. He has gone to dogs. - সঠিক অর্থ কোনটি?
ক. সে কুকুরের কাছে গেছে
খ. সে গোল্লায় গেছে
গ. সে কুকুর খুব ভালবাসে
ঘ. সে কুকুর পোষে

৩৫. 'পত্র' শব্দটির আভিধানিক অর্থ কী?
ক. চিহ্ন
খ.যোগাযোগ
গ. সংযোগ
ঘ. বিনিময়

৩৬. Industry is the root of success.- এর সঠিক অনুবাদ কোনটি?
ক. পরিশ্রম উন্নতির মূল
খ. উন্নতির মূলেই রয়েছে পরিশ্রম
গ. পরিশ্রমী ব্যক্তির উন্নতি সম্ভব
ঘ. পরিশ্রম ছাড়া উন্নতি হয় না

৩৭. কোন পত্র প্রাপকের উপস্থিতিতে পঠিত হয়?
ক. ব্যক্তিগত পত্র
খ. আবেদন পত্র
গ. মানপত্র
ঘ. দাওয়াত পত্র

৩৮. কোন বিষয়টি চিঠির ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?
ক. ভাষা সমৃদ্ধি
খ.বক্তব্যের স্পষ্টতা
গ. চিঠির আয়তন
ঘ. স্বাক্ষর

৩৯. I am told. -এর অর্থ কী?
ক. আমি বলেছি
খ. আমি শুনেছি
গ. আমাকে জানানো হয়েছে
ঘ. আমাকে বলা হয়েছে

৪০. চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কী?
ক. সরকারি পত্র
খ. ব্যক্তিগত পত্র
গ. আবেদন পত্র
ঘ. অভাব-অভিযোগ সংক্রান্ত পত্র

৪১. কোন শব্দটি পারিভাষিক শব্দ?
ক. চাঁদ
খ. হাত
গ. স্নাতক
ঘ. পাউরুটি

৪২. গঠনের বৈচিত্র্যের দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাবে
খ. ৩ ভাবে
গ. ৪ ভাবে
ঘ. ৫ ভাবে

৪৩. কোনটি জটিল বাক্য?
ক. লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই
খ. তোমাকে সাথে নিয়ে আমি ঢাক যাব
গ. তোর বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি
ঘ. আমি বহু কষ্টে এ পর্যন্ত এসেছি

৪৪. কর্ম কারকের উদাহরণ কোনটি?
ক. ডাক্তার ডাক
খ. গরু দুধ দেয়
গ. দীনে দয়া কর
ঘ. ছেলেটি লাঠি খেলছে

৪৫. অনুসর্গ কোথায় বসে?
ক. শব্দের আগে
খ. শব্দের পরে
গ. শবেদর মধ্যে
ঘ. বাক্যের শেষে

৪৬. কোন কাজের ধরন বোঝায় তার ক্রিয়ার ভাব কোনটি?
ক. অনুজ্ঞা ভাব
খ. নির্দেশক ভাব
গ. আকাক্সক্ষাবাচক ভাব
ঘ. শর্তবাচক ভাব

৪৭. 'তিনি প্রত্যহ এখানে আসতেন।'- এ বাক্যে 'আসতেন' ক্রিয়াটি কোন কালের?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত

৪৮. অনুবাদের অপর নাম কী?
ক. অনুসরণ
খ. ভাষান্তর
গ. অনুকরণ
ঘ. বিরচন

৪৯. কোন ধরনের পত্রে অনুষ্ঠানসূচি সনি্নবেশিত থাকে?
ক. মানপত্রে
খ. স্বারকলিপিতে
গ. দরখাস্তে
ঘ. নিমন্ত্রণ পত্রে

৫০. 'যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়' -এ উক্তিটি কোথায়
প্রযোজ্য?
ক. আবেদনপত্রে
খ. নিমন্ত্রণ পত্রে
গ. বিদায় অভিনন্দন পত্রে
ঘ. চুক্তিপত্রে
-
উত্তরমালা
১.খ ২.ঘ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. গ ৯. খ ১০. গ
১১. ঘ ১২. খ।১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. গ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. ঘ ২৬. খ ২৭. ঘ ২৮. গ ২৯. ঘ ৩০. ঘ ৩১. খ ৩২. গ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. ক ৩৬. ক ৩৭. গ ৩৮. খ ৩৯. ঘ ৪০. গ ৪১. গ ৪২. খ ৪৩. ক ৪৪. ক ৪৫. খ ৪৬. খ ৪৭. ঘ ৪৮. খ ৪৯. ঘ ৫০. গ।
-

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "অষ্টম শ্রেণীর বই থেকে মডেল টেস্ট "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে