ভারত নিয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

ভারত নিয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর


উত্তর ঔপনিবেশিক ভারত (১৯৪৭-১৯৬৪)
1. কতসালে ভারত স্বাধীনতা লাভ করে?
উঃ ১৯৪৭ সালের ১৫ই আগস্ট।
2. লৌহ মানব নামে কে পরিচিত?
উঃ সর্দার বল্লভভাই প্যাটেল।
3. কাশ্মীরের আয়তন কত?
উঃ ৮৪,৪৭১ বর্গ কিমি।
4. কত সালে হায়দ্রাবাদ আনুষ্ঠিকভাবে ভারতভুক্ত হয়?
উঃ ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি।
5. নেহেরু-লিয়াকৎ চুক্তি বা দিল্লি চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯৫০ সালের ১৭ই এপ্রিল।
6. ‘উদ্বাস্তু’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।
7. ‘দি মার্জিনাল মেন’ গ্রন্থটির লেখক কে?
উঃ প্রফুল্ল চক্রবর্তী।
8. ‘এপার গঙ্গা ওপার গঙ্গা’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জ্যোর্তিময়ী দেবী।
9. ‘পাথওয়ে টু পাকিস্থান’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ চৌধুরী খালিকুজ্জমান।
10. ‘ছেড়ে আসা গ্রাম’ গ্রন্থটির লেখক কে?
উঃ কালীপ্রসাদ মুখোপাধ্যায়।
11. ‘সুপারিবনের স্বাদ’ গ্রন্থের লেখক কে?
উঃ শঙ্খ ঘোষ।
12. ‘সূর্যদীঘল বাড়ি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আবু ইসহাক।
13. কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্ম হয়?
উঃ ১৯৫৩ সালে।
14. রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?
উঃ ১৯৫২ সালে।
15. মহারাজ হরি সিং কোথাকার রাজা ছিলেন?
উঃ কাশ্মীরের।

ইতিহাসের ধারণা
1. হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৬৭ খ্রীষ্টাব্দে।
2. বিশ শতকের দুজন বাঙালী মল্লযোদ্ধাকারীর নাম লেখ।
উঃ যতীন্দ্রপ্রসাদ গুহ ও ফণীন্দ্রকৃষ্ণ গুহ।
3. বাংলার কবে, কোথায় প্রথম ফুটবলের আসর বসে?
উঃ ১৮৫৪ সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে এসপ্লানেড ময়দানে।
4. বাঙালীদের মধ্যে প্রথম কে ফুটবল খেলেন?
উঃ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।
5. ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৭৯২ সালে।
6. প্রথম কোন বাঙালী ওভার হেড বল করেন?
উঃ নগেন্দ্রপ্রসাদ অধিকারী।
7. টাউন ক্লাব কে প্রতিষ্ঠা করেন?
উঃ সারদারঞ্জন রায়।
8. ‘রসগোল্লা বাংলার জগৎমাতানো আবিষ্কার’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ হরিপদ ভৌমিক।
9. মহাভারত কে রচনা করেন?
উঃ ব্যাসদেব।
10. পাণিনির রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম লেখ।
উঃ অষ্টাধ্যায়ী।
11. ‘অষ্ট্যাধ্যায়ী’ গ্রন্থে উল্লিখিত দুজন নাটাচার্যের নাম লেখ।
উঃ শিলালিন ও কৃশাশ্ব।
12. ‘নাট্যশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ভরত।
13. ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
14. ‘বাংলা নাটকের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আশুতোষ ভট্টাচার্য।
15. ‘দৃশ্যকাব্য’ পরিচয়’ গ্রন্থটি কার লেখা।
উঃ সত্যজীবন মুখোপাধ্যায়।
16. বাংলার কয়েকজন চলচিত্রকারের নাম লেখ।
উঃ ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়, ফারহানা মিলি।
17. পাথরকুচি ও পিচ দিয়ে মজবুত রাস্তা তৈরির কৌশল কে কত সালে আবিষ্কার করেন?
উঃ ১৮১১ খ্রীষ্টাব্দে টেলফোর্ড ও ম্যাকডম।
18. কে কত সালে বাষ্পচালিত রেল-ইঞ্জিন আবিষ্কার করেন?
উঃ ১৮১৪ সালে জর্জ স্টিভেনসন।
19. বাষ্পীয় পোত বা স্টীমার কে আবিষ্কার করেন?
উঃ ১৮১৫ তে ফুলটন।
20. ‘বৌদ্ধধর্মের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ লামা তারানাথ।
21. ফটোগ্রাফির সূচনা প্রথম কবে কোথায় হয়?
উঃ ১৮৩৯ সাল নাগাদ ইউরোপে।
22. ক্যালোটাইপ সোসাইটি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৪৭ সালে লণ্ডনে।
23. কবে কোথায় রয়েল ফটোগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৫৩ তে লণ্ডনে।
24. জিগুরাত কী?
উঃ প্রাচীন মিশরে নগর দেবতার উদ্দেশ্যে তৈরি মন্দিরকে জিগুরাত বলে।
25. ‘যশোর-খুলনার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সতীশচন্দ্র মিত্র।
26. ‘হুগলী জেলার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সুধীরকুমার মিত্র।
27. ‘পাবনা জেলার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রাধারমন সাহ।
28. ‘The Archaeology of Ancient India Cities’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ দিলীপ কুমার চক্রবর্তী।
29. ‘Immortal India’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জে এইচ দভে।
30. ‘মধ্যযুগের নগর’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ অনিরুদ্ধ রায়।
31. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কৌটিল্য।
32. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থে কোথাকার ইতিহাস বর্ণিত আছে?
উঃ কাশ্মীরের।
33. ‘হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ প্রফুল্লচন্দ্র রায়।
34. ‘প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ প্রফুল্ল ঘোষ।
35. ‘বিজ্ঞানের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সমর সেন।
36. ‘প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।
37. ‘উইমেন ইন মর্ডাণ ইণ্ডিয়া’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ নীরা দেশাই।
38. ‘দি ইণ্ডিয়ান উইমেনঃ ফ্রম পর্দা টু মডার্নিটি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জেরাল্ডিন ফোর্বেস।
39. গান্ধীজীর আত্মজীবনীটির নাম কী?
উঃ আত্মজীবনী (An Autobiography).
40. ‘এ নেশন ইন মেকিং’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
41. ‘আত্মচরিত গ্রন্থটির রচয়িতা কে?
উঃ শিবনাথ শাস্ত্রী।
42. ‘দি ইণ্ডিয়ান স্ট্রাগল’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সুভাষচন্দ্র বসু।
43. ‘জীবনস্মৃতি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
44. ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সরলাদেবী চৌধুরানী।
45. মেমারিজ অব মাই লাইফ অ্যান্ড টাইমস’ – গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বিপিনচন্দ্র পাল।
46. ‘সত্তর বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বিপিনচন্দ্র পাল।
47. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ প্রবাসী পত্রিকায়।
48. ‘প্রবাসী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ রামানন্দ চট্টোপাধ্যায়।
49. ‘প্রতাপাদিত্য উৎসব’ কবে শুরু হয়?
উঃ ১৯৫৩ সালে।
50. ‘লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ – গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জওহরলাল নেহেরু।
51. ‘লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ – গ্রন্থটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
উঃ ১৯২৯ সালে।
52. জওহরলাল নেহেরু কত সালে কারারুদ্ধ হন?
উঃ ১৯৩০ সালে।
53. ‘গ্লিমপসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জওহরলাল নেহেরু।
54. কত খ্রীষ্টাব্দে ‘বেঙ্গল গেজেট’ পত্রিকাটি প্রকাশিত হয়?
উঃ ১৭৮০ খ্রীষ্টাব্দে।
55. ‘বেঙ্গল গেজেট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ অগাস্টাস হিকি।
56. কত খ্রীষ্টাব্দে ‘দিগ্‌দর্শন’ পত্রিকাটি প্রকাশিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।
57. ‘দিগ্‌দর্শন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ জল ক্লার্ক মার্শম্যান।
58. কত খ্রীষ্টাব্দে কার সম্পাদনায় ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রকাশিত হয়?
উঃ ১৮৭২ খ্রীষ্টাব্দে বঙ্কিমচন্দ্রের সম্পাদনায়।
59. ‘সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ দ্বারকানাথ বিদ্যাভূষণ।
60. বিপিনচন্দ্র পাল কত খ্রীষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে।

সংস্কারঃ বৈশিষ্ট্য ও মূল্যায়ন
1. কবে ভারতে কোম্পানীর একচেটিয়া বাণিজ্যাধিকার লোপ পায়?
উঃ ১৮১৩ খ্রীষ্টাব্দে।
2. কে, কবে কোলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
উঃ বড়লার্ট হেস্টিংস ১৭৮১ খ্রীষ্টাব্দে।
3. কে, কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন?
উঃ জোনাথান ডানকান ১৭৯২ খ্রীষ্টাব্দে।
4. বিশপ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে কলকাতার শিবপুরে।
5. জেনারেল অ্যাসেম্বলি ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করে? প্রতিষ্ঠানটির বর্তমান নাম কী?
উঃ আলেকজাণ্ডার ডাফ। বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ।
6. কে, কবে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দে রামমোহন রায়।
7. কারা, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দের ২০ শে জানুয়ারি ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায় এবং সুপ্রিম কোটের বিচারপতি এডওয়ার্ড হাইড ইস্ট।
8. হেয়ার স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।
9. ক্যালক্যাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দে।
10. কাউন্সিল অব এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৪২ খ্রীষ্টাব্দে।
11. চার্লস উডের নির্দেশনামায় কাদের শিক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়?
উঃ স্ত্রীশিক্ষার উপর।
12. ক্যালক্যাটা স্কুল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।
13. মেয়েদের মধ্যে কে কত সালে প্রথম এম. এ. পাশ করেন?
উঃ ১৮৮৩ খ্রীষ্টাব্দে কাদম্বিনী গাঙ্গুলী এবং চন্দ্রমুখী বসু।
14. উডের ডেসপ্যাচ কী? কে, কত সালে তা প্রকাশ করেন?
উঃ শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা। ১৮৫৪ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়।
15. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
উঃ স্যার জেমস উইলিয়াম কোলভিল।
16. ভারতীয় নবজাগরণের অগ্রদূত কে?
উঃ রামমোহন রায়।
17. রামমহন রায়কে ‘ভারতপথিক’ বলে কে সম্মান জানিয়েছেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
18. কে, কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮১৫ সালে রামমোহন রায়।
19. কে, কত সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন? কত সালে এটি ব্রাহ্মসমাজ নাম গ্রহণ করে?
উঃ ১৮২৮ খ্রীষ্টাব্দে রামমোহন রায়। ১৮৩০ খ্রীষ্টাব্দে।
20. কে, কত সালে সম্বাদকৌমুদী পত্রিকাটি প্রকাশ করেন?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে রামমোহন রায়।
21. রামমোহন রায়ের ফার্সি ভাষাতে প্রকাশিত সংবাদপত্রটির নাম কী? কত সালে সেটি প্রথম প্রকাশিত হয়?
উঃ মিরাৎ-উল-আখবর। ১৮২২ সালে প্রকাশিত।
22. কে, কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উঃ ১৮২৯ সালের ৪ঠা ডিসেম্বর রামমোহন রায়ের সমর্থন ও সহযোগিতায় গভর্নর জেনারেল বেণ্টিং।
23. বাংলায় প্রথম বিধবা বিবাহ কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৮৫৬ খ্রীষ্টাব্দের ৭ই ডিসেম্বর।
24. তত্ত্ববোধিনী সভা কে, কত সালে স্থাপন করেন?
উঃ ১৮৩৯ খ্রীষ্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর।
25. কার সম্পাদনায়, কত সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়?
উঃ অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৮৪৩ খ্রীষ্টাব্দে।
26. বামাবোধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৬৩ খ্রীষ্টাব্দে।
27. বামাবোধিনী পত্রিকা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ আগস্ট ১৮৬৩ খ্রীষ্টাব্দে।
28. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ উমেশচন্দ্র দত্ত।
29. পার্থেনন পত্রিকা কে, কত সালে প্রথম প্রকাশ করেন?
উঃ ১৮২৯ খ্রীষ্টাব্দে ডিরোজিও।
30. বিদ্যাসাগর ক’টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ ৩৫ টি।
31. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুইজন মহিলা গ্রাজুয়েটের নাম লেখ।
উঃ কাদম্বিনী গাঙ্গুলী এবং চন্দ্রমুখী বসু।
32. বিধবা বিবাহ আইন কবে পাশ হয়?
উঃ ১৮৫৬ খ্রীষ্টাব্দের ২৬ শে জুলাই।
33. বিধবা বিবাহ আইন কে পাশ করেন?
উঃ বিদ্যাসাগরের উদ্যোগে লর্ড ক্যানিং।
34. মেট্রোপলিটন ইন্সটিটিউশন-এর প্রতিষ্ঠিতা কে? বর্তমানে এই প্রতিষ্ঠানের নাম কী?
উঃ বিদ্যাসাগর। বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ।
35. উইলিয়াম কেরী রচিত গ্রন্থ দু’টির নাম লেখ।
উঃ কথোপকথন ১৮০১খীষ্টাব্দ, ইতিহাসমালা ১৮১২ খ্রীষ্টাব্দ।
36. হুতোম প্যাঁচার নক্‌শা-গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কালীপ্রসন্ন সিংহ।
37. আলালের ঘরের দুলাল-গ্রন্থটির রচয়িতা কে?
উঃ প্যারীচাঁদ মিত্র।
38. কে, কত সালে সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশ করেন?
উঃ ১৮৩২ খ্রীষ্টাব্দে ঈশ্বর গুপ্ত।
39. কে, কত সালে বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রথম প্রকাশ করেন? পত্রিকাটি কোন ভাষায় রচিত?
উঃ ১৭৮০ খ্রীষ্টব্দে ২৯ শে জানুয়ারী জেমস অগাস্টাস হিকি সাহেব। পত্রিকাটি ইংরেজি ভাষায় প্রকাশিত।
40. সমাচার দর্পণ পত্রিকাটি কবে, কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দের মে মাসে মার্শম্যানের সম্পাদনায়।
41. বাঙ্গাল গেজেট পত্রিকাটির সম্পাদক কে?
উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্য।
42. কবে, কাদের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? এই সভার সভাপতি কে ছিলেন?
উঃ ১৮৩৮ খ্রীষ্টাব্দে ১২ ই নভেম্বর রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্নকুমার ঠাকুরের উদ্যোগে। সভাপতি ছিলেন রাধাকান্ত দেব।
43. কত সালে রামমোহন রায়ের মৃত্যু হয়?
উঃ ১৮৩৩ খ্রীষ্টাব্দে।
44. কত সালে ডিরোজিও জন্মগ্রহণ করেন?
উঃ ১৮০৯ খ্রীষ্টাব্দে।
45. ডিরোজিও-র মৃত্যু কত সালে হয়?
উঃ ১৮৩১ খ্রীষ্টাব্দে।
46. কত সালে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন?
উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে।
47. কত সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন?
উঃ ১৮৫১ খ্রীষ্টাব্দে।
48. বিধবা বিবাহ আইন কত সালে প্রবর্তিত হয়?
উঃ ১৮৫২ খ্রীষ্টাব্দে।
49. কবে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?
উঃ ১৮৩৫ খ্রীষ্টাব্দ।
50. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? কত খ্রীষ্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়?
উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ১৮৫৩ খ্রীষ্টাব্দের ৫ই জুন।
51. ন্যাশানাল থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭২ খ্রীষ্টাব্দে।
52. কোন নাটকের অভিনয় দিয়ে ন্যাশানাল থিয়েটারের যাত্রা শুরু হয়?
উঃ নীলদর্পণ।
53. ‘গ্রামবার্ত্তাপ্রকাশিকা’ পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৮৬৩ খ্রীষ্টাব্দের এপ্রিল মাসে।
54. ‘গ্রামবার্ত্তাপ্রকাশিকা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কাঙ্গাল হরিনাথ বা হরিনাথ মজুমদার।
55. বিদ্যাসাগর রচিত যেকোন দু’টি পুস্তকের নাম লেখ।
উঃ কথামালা, সীতার বনবাস।
56. ‘যত মত তত পথ’ উক্তিটি কার?
উঃ শ্রীরামকৃষ্ণদেবের উক্তি।
57. ‘বর্তমান ভারত’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ স্বামী বিবেকানন্দ।
58. ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ স্বামী বিবেকানন্দ।
59. ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
60. ‘বিধায়ক নিষেধকের সম্বাদ’ গ্রন্থটি কার লেখা?
উঃ কাশীনাথ তর্কবাগীশ- এর।
61. ‘সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবর্ত্তকের সম্বাদ’ গ্রন্থটি কার লেখা?
উঃ রামমোহন রায়ের।
62. ‘সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবর্ত্তকের দ্বিতীয় সম্বাদ’ গ্রন্থটি কার রচনা?
উঃ রামমোহন রায়ের।
63. কে কবে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮২৭ খ্রীষ্টাব্দে ডিরোজিও।
64. ‘ক্যালাইডোস্কোপ’ পত্রিকা কার উদ্যোগে প্রকাশিত হয়?
উঃ ডিরোজিও-এর উদ্যোগে।
65. কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিলেন?
উঃ টমাস ব্যাবিংটন মেকলে।
66. বাংলার দুজন বাউল সাধকের নাম লেখ।
উঃ লালন ফকির, পঞ্জ শাহ।
প্রতিরোধ ও বিদ্রোহ
1. চুয়াড় বিদ্রোহ কোথায় হয়?
উঃ মেদিনীপুর জেলায়।
2. কে, কবে প্রথম চুয়াড় বিদ্রোহ ঘোষণা করেন?
উঃ ১৭৬৮ খ্রীষ্টাব্দে ধলভূমের রাজা জগন্নাথ সিংহ।
3. ১৭৭১ খ্রীষ্টাব্দে কার নেতৃত্বে চুয়াড়রা আবার বিদ্রোহ ঘোষণা করেন?
উঃ ধাদকার শ্যামগঞ্জন–এর নেতৃত্বে।
4. ১৭৯৮-৯৯ খ্রীষ্টাব্দে চুয়াড় বিদ্রোহে কে নেতৃত্ব দেন?
উঃ দুর্জন সিং।
5. চুয়াড় বিদ্রোহের তিনজন নেতার নাম লেখ।
উঃ জগন্নাথ সিংহ, ধাদকার শ্যামগঞ্জন, দুর্জন সিং।
6. রংপুর বিদ্রোহ কবে শুরু হয়?
উঃ ১৭৮৩ খ্রীষ্টাব্দের ১৮ই জানুয়ারি।
7. রংপুর বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।
উঃ নূরুলউদ্দিন, দয়ারাম শীল।
8. দেবী সিং কী?
উঃ পূর্ণিয়ার ইজারাদার।
9. কবে, কোন যুদ্ধে রংপুর বিদ্রোহীদের চুড়ান্ত পরাজয় ঘটে?
উঃ ১৭৮৩ খ্রীষ্টাব্দের মার্চ মাসে পাটগ্রামের যুদ্ধে।
10. কোল বিদ্রোহের চারজন নেতার নাম লেখ।
উঃ বুদ্ধু ভগত, জয়া ভগত,সুই মুণ্ডা, ঝিন্দরাই মানকি।
11. ‘দিকু’ কারা?
উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে ইংরেজ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী ছোটোনাগপুরের শাসনভার গ্রহণ করে। রাজস্ব আদায়ের জন্য এই অঞ্চল হিন্দু, মুসলিম, শিখ মহাজনদের ইজারা দেওয়া হত। স্থানীয় উপজাতিরা এইসব বহিরাগতদের ‘দিকু’ বলত।
12. কবে কোথায় ভীল আন্দোলন শুরু হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে পশ্চিমঘাট পর্বতমালার খান্দেশ অঞ্চলে।
13. কত সালে সাঁওতাল বিদ্রোহ ঘটে?
উঃ ১৮৫৫ খ্রীষ্টাব্দে।
14. সাঁওতালদের আদি নাম কী ছিল?
উঃ খেরওয়ার।
15. সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো।
উঃ সিধু, কানু, চাঁদ, ভৈরব।
16. আরবি ভাষায় ফরাজী কথার অর্থ কী?
উঃ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কতর্ব্য।
17. কত সালে কোল বিদ্রোহ সংঘটিত হয়?
উঃ ১৮৩২ খ্রীষ্টাব্দে।
18. ফরাজী আন্দোলনের প্রবর্তক কে?
উঃ মৌলবী হাজী শরিয়ৎ উল্লাহ।
19. ফরাজী আন্দোলন কতদিন চলেছিল?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দ থেকে ১৯০৬ খ্রীষ্টাব্দ পর্যন্ত।
20. শরিয়ৎ উল্লাহ কত খ্রীষ্টাব্দে মারা যান?
উঃ ১৮৩৭ খ্রীষ্টাব্দে।
21. শরিয়ৎ উল্লাহের পর কে ফরাজী আন্দোলনের নেতৃত্ব দেন?
উঃ মহম্মদ মুসিন বা দুধুমিঞা।
22. দুধুমিঞার প্রধান কার্যালয় কোথায় ছিল?
উঃ বাহাদুরপুরে।
23. কবে দুধু মিঞার মৃত্যু হয়?
উঃ ১৮৬২ খ্রীষ্টাব্দে।
24. দুধু মিঞার পর কে ফরাজী আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন?
উঃ নোয়ামিঞা।
25. ওয়াহাবী কথার অর্থ কী?
উঃ নবজাগরণ।
26. ওয়াহাবী আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উঃ সৈয়দ আহমদ।
27. বালাকোটের যুদ্ধ কত খ্রীষ্টাব্দে সংঘটিত হয়?
উঃ ১৮৩১ খ্রীষ্টাব্দে।
28. তিতুমীরের প্রকৃত নাম কী?
উঃ মীর নিশার আলি।
29. কত সালে ভারত শাসন আইন পাস হয়?
উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে।
30. কত সালে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়?
উঃ ১৮৫৮ সালের ১লা নভেম্বর।
31. ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ কী?
উঃ পাহাড়ের প্রান্তদেশ।
32. দুধু মিঞা কে?
উঃ ফরাজী আন্দোলনের নেতা।
33. আব্দুল ওয়াহাব কে?
উঃ ওয়াহাবী আন্দলনের নেতা।
34. ‘তারিকা-ই-মহম্মদীয়া’ কথার অর্থ কী?
উঃ মহম্মদ প্রদর্শিত পথ।
35. বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন কে?
উঃ তিতুমীর।
36. বাঁশের কেল্লা কে, কোথায় স্থাপন করেন?
উঃ তিতুমীর, তাঁর নারকেল বেড়ে গ্রামে।
37. তিতুমীরের সেনাপতি কে ছিলেন?
উঃ গোলাম মাসুম।
38. বারাসাত বিদ্রোহ কী?
উঃ তিতুমীর বাদুড়িয়ার ১০ কিমি দূরে নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা স্থাপন করে সেখানে তাঁর সদর দপ্তর স্থাপন করে এবং টাকি, গোবরডাঙা প্রভৃতি স্থানের জমিদারদের কাছ থেকে কর দাবি করতে শুরু করেন। এই ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।
39. তিতুমীর কবে মারা যান?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ১৯ শে নভম্বর।
40. ‘উলঘুলান’ শব্দের অর্থ কী?
উঃ ভয়ঙ্কর বিশৃঙ্খল।
41. মুণ্ডা বিদ্রোহের নেতা কে?
উঃ বীরসা মুণ্ডা।
42. বীরসা মুণ্ডা কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৭৫ খ্রীষ্টাব্দে রাঁচি জেলার উলিহাতু গ্রামে এক ভাগচাষী পরিবারে বীরসার জন্ম হয়।
43. বীরসা মুণ্ডার পিতার নাম কী?
উঃ সুগান মুণ্ডা।
44. বীরসা মুণ্ডা কবে কিভাবে মারা যান?
উঃ ১৯০০ খ্রীষ্টাব্দের ৯ই জুন রাঁচী জেলে কলেরায় মারা যান।
45. কত সালে নীল কমিশন গঠিত হয়?
উঃ ১৮৬০ খ্রীষ্টাব্দে।
46. নীলদর্পণের ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয়েছিল?
উঃ জেমস লং-এর নামে।
47. ভারতে নীল চাষ প্রথম শুরু হয় কবে?
উঃ ১৭৭৯ খ্রীষ্টাব্দে।
48. কে প্রথম ভারতে নীল শিল্প গড়ে তোলে?
উঃ ইংরেজ বণিক কার্ল ব্ল্যাম।
49. নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।
উঃ দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস।
50. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে?
উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
51. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে?
উঃ অক্ষয়কুমার দত্ত।
52. নীলদর্পণ নাটকটির রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র।
53. নীলদর্পণ নাটকটি কবে প্রকাশিত হয়?
উঃ ১৮৬০ খ্রীষ্টাব্দে।
54. নীলদর্পণ নাটকটি কে ইংরাজিতে অনুবাদ করেন?
উঃ লঙ সাহেবের উদ্যোগে মাইকেল মধুসূদন দত্ত।
55. কাকে বাংলার নানাসাহেব বলা হয়?
উঃ রামরতন রায়কে।
56. কাকে বাংলার ওয়াট টাইটেলার বলা হয়?
উঃ বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে।
57. নীলকরদের অত্যাচারের কথা প্রথম কবে, কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ ১৮২২ খ্রীষ্টাব্দে মে মাসে ‘সমাচার চন্দ্রিকা’ ও ‘সমাচার দর্পণ’ পত্রিকায়।
58. কবে কোন আইন দ্বারা নীলচুক্তি আইন রদ করা হয়?
উঃ ১৮৬৮ খ্রীষ্টাব্দে অষ্টম আইন দ্বারা।
59. কবে কোথায় দাক্ষিণাত্য বিদ্রোহের সূচনা ঘটে?
উঃ ১৮৭৪ খ্রীষ্টাব্দের ডিসেম্বর মাসে পুণা জেলার কারদে গ্রামে।
60. দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন কবে গঠিত হয়?
উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
61. ডোমন মাঝি কে ছিলেন?
উঃ সাঁওতাল বিদ্রোহের নেতা।
62. গয়া মুণ্ডা কে ছিলেন?
উঃ বীরসা মুণ্ডার সেনাপতি ও বিশ্বস্ত অনুচর।
63. ভবানী পাঠক কে ছিলেন?
উঃ সন্ন্যাস-ফকির বিদ্রোহের নেতা।
64. কৃষ্ণদেব রায় কে ছিলেন?
উঃ পুঁড়ার জমিদার।
65. ভারতের প্রথম নীলকর কে?
উঃ লুই বোনার্ড।
66. জোয়া ভকত কে ছিলেন?
উঃ কোল বিদ্রোহের নেতা।
67. ‘ছোটোনাগপুর প্রজাস্বত্ব আইন’ কবে পাশ হয়?
উঃ ১৯০৮ খ্রীষ্টাব্দে।
68. চিরাগ আলি কে ছিলেন?
উঃ সন্ন্যাসী বিদ্রোহের নেতা।
69. ফকির করম শাহ কে ছিলেন?
উঃ পাগলপন্থী বিদ্রোহের নেতা।
70. কত খ্রীষ্টাব্দে বঙ্গীয় নীল কমিশন বসে?
উঃ ১৮৬২ খ্রীষ্টাব্দে।
71. সন্ন্যাসী বিদ্রোহ কতদিন ধরে চলেছিল?
উঃ ১৭৬৩ খ্রীষ্টাব্দ থেকে ১৮০০ খ্রীষ্টাব্দ পর্যন্ত।
72. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো।
উঃ ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলি, মুসা শাহ প্রভৃতি।
73. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর কোন কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কথা তুলে ধরেছেন?
উঃ আনন্দমঠ ও দেবীচৌধুরাণী।

সংঘবদ্ধতার গোড়ার কথা
1. সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।
2. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উঃ মঙ্গল পাণ্ডে।
3. সিপাহী বিদ্রোহের চারজন নেতার নাম লেখ।
উঃ নানাসাহেব, তাঁতিয়া টোপী, লক্ষ্মীবাঈ, মঙ্গল পাণ্ডে।
4. কত সালে ভারত শাসন আইন পাস হয়?
উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে।
5. কত সালে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়?
উঃ ১৮৫৮ সালের ১লা নভেম্বর।
6. সিপাহী বিদ্রোহের সময় মোঘল সম্রাট কে ছিলেন?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ।
7. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ ঈশ্বরগুপ্ত।
8. ‘সংবাদ পূর্ণ চন্দ্রোদয়’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ উদয়চাঁদ আঢ্য।
9. ‘সম্বাদ ভাস্কর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ গৌরীশঙ্কর ভট্টাচার্য।
10. ‘সমাচার সুধাবর্ষণ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ শ্যামসুন্দর সেন।
11. জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৩৮ খ্রীষ্টাব্দের ১২ই নভেম্বর।
12. ‘ইংলিশ ম্যান’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ উইলিয়াম কোল্ড।
13. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
14. জমিদার সভার প্রথম সভাপতি ও প্রথম সম্পাদক কে ছিলেন?
উঃ সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন প্রসন্নকুমার ঠাকুর।
15. কে কত সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন?
উঃ ১৮৭৮ খ্রীষ্টাব্দে লর্ড লিটন।
16. কবে কোথায় ভারত সভা প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দের ২৬ শে জুলাই আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার অ্যালবার্ট হলে।
17. জমিদার সভার প্রতিষ্ঠাতা কে?
উঃ দ্বারকানাথ ঠাকুর।
18. চৈত্র মেলা বা হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৬৭ খ্রীষ্টাব্দের ১২ই এপ্রিল।
19. হিন্দু মেলার প্রাণপুরুষ কে ছিলেন?
উঃ নবগোপাল মিত্র।
20. ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাসের নাম লেখ?
উঃ আনন্দমঠ।
21. আনন্দমঠ উপন্যাসটির প্রকাশকাল কত?
উঃ ১৮৮২ খ্রীষ্টাব্দ।
22. ‘বর্তমান ভারত’ গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?
উঃ স্বামী বিবেকানন্দ। উদ্বোধন পত্রিকায়।
23. ‘গোরা’ উপন্যাসটি কার লেখা? উপন্যাসটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ১৯১০ সালে প্রকাশিত হয়।
24. ‘ভারতমাতা’ ছবিটি কে কত সালে অঙ্কন করেন?
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ খ্রীষ্টাব্দে।
25. ‘ঘরোয়া’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।
26. ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৩৬ খ্রীষ্টাব্দে।
27. ‘বেঙ্গল ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৪৩ খ্রীষ্টাব্দের ২০ শে এপ্রিল।
28. ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৫ খ্রীষ্টাব্দে।
29. জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা কে?
উঃ অ্যালান অক্টাভিয়াম হিউম।
30. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
31. ‘বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৫ খ্রীষ্টাব্দে।
32. ‘পুণা সার্বজনিক সভা’ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৬৭ খ্রীষ্টাব্দে।
33. ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে।
34. ‘ইণ্ডিয়া লীগ’ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৫ খ্রীষ্টাব্দে।
35. হিন্দু মেলার উদ্যোক্তা কারা?
উঃ রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্র।
36. ‘অমৃতবাজার’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ শিশিরকুমার ঘোষ।
37. ‘ভবানী মন্দির’ গ্রন্থটির লেখক কে?
উঃ অরবিন্দ ঘোষ।
38. ঊনবিংশ শতাব্দীকে ‘সমিতির যুগ’ বলে কে অভিহিত করেছেন?
উঃ ডঃ অনিল শীল।

বিকল্প চিন্তা ও উদ্যোগ
1. বিশ শতকের কয়েকটি উল্লেখযোগ্য সংবাদ পত্রের নাম লেখো।
উঃ দি ইণ্ডিয়া গেজেট, বেঙ্গল গেজেট, দি ক্যালকাটা ক্রনিকল, দি ক্যালকাটা গেজেট, দি এশিয়াটিক মিরর, দি রেকর্ডার ইত্যাদি।
2. ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মানোএল দ্য আস্‌সুম্পসাও।
3. ‘ব্রাহ্মণ রোমান ক্যাথলিক’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ দোম আন্তোনিও দ্য রোজারিও।
4. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম কী?
উঃ বাংলা ব্যাকরণ ও পোর্তুগীজ–বাংলা শব্দকোষ।
5. ‘বাংলা ব্যাকরণ ও পোর্তুগীজ-বাংলা শব্দকোষ’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মানোএল দ্য আস্‌সুম্পসাও।
6. ভারতে বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থটির নাম কী?
উঃ এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ।
7. ‘এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
8. ‘এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৭৭৮ সালে।
9. ‘বাংলা মুদ্রণশিল্পের জনক নামে কে পরিচিত?
উঃ চার্লস উইলকিন্স।
10. শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮০০ খ্রীষ্টাব্দে।
11. ‘মঙ্গল সমাচার মতীয়ের রচিত’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ উইলিয়াম কেরি।
12. কে কবে ‘হিন্দুস্থানী প্রেস’ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮০২ খ্রীষ্টাব্দে গিলক্রিস্ট।
13. কে কবে ‘পার্সিয়ান প্রেস’ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮০৫ খ্রীষ্টাব্দে ম্যাথু ল্যাম্পসডেন।
14. কে কবে ‘সংস্কৃত প্রেস’ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮০৭ খ্রীষ্টাব্দে সংস্কৃত কলেজের শিক্ষক বাবুরাম।
15. ‘আত্মীয় সভা’ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দে।
16. ‘হিন্দু কলেজ’ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দে।
17. স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দে।
18. হেয়ার স্কুল কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।
19. কলকাতা স্কুল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।
20. সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮২৪ খ্রীষ্টাব্দে।
21. ‘বাঙ্গাল গেজেটি’ পত্রিকার সম্পাদক কে?
উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্য।
22. মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৩৫ খ্রীষ্টাব্দে।
23. প্রেসিডেন্সি কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৫৪ খ্রীষ্টাব্দে।
24. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৫৭ খ্রীষ্টাব্দে।
25. সেণ্ট জেভিয়ার্স কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৬২ খ্রীষ্টাব্দে।
26. সেণ্ট পলস্‌ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৬৫ খ্রীষ্টাব্দে।
27. মেট্রোপলিটন কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭২ খ্রীষ্টাব্দে।
28. সিটি কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৮ খ্রীষ্টাব্দে।
29. রিপন কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৪ খ্রীষ্টাব্দে।
30. বঙ্গবাসী কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৭ খ্রীষ্টাব্দে।
31. শিবপুর বোটানিক্যাল গার্ডেন কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৭৮৭ খ্রীষ্টাব্দে কর্নেল রবার্ট কিড।
32. কাকে ‘ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক’ বলা হয়?
উঃ ডঃ উইলিয়াম রকস্‌বার্গকে।
33. কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উঃ ১৭৮৪ খ্রীষ্টাব্দের ১৫ ই জানুয়ারি উইলিয়াম জোন্স।
34. ‘বিদ্যাহারাবলী’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ উইলিয়াম কেরির পুত্র ফিলিক্স কেরি।
35. ক্রিমিয়াবিদ্যার সার গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
উঃ রচয়িতা জন ম্যাক। প্রকাশিত হয় ১৮৩৪ খ্রীষ্টাব্দে।
36. বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষ জাতীয় রচনার নাম কী?
উঃ বিদ্যাহারাবলী।
37. রাজাবাজার বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯১৪ খ্রীষ্টাব্দের ২১ শে মার্চ।
38. কে কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দের ৩০ শে নভেম্বর জগদীশচন্দ্র বসু।
39. জেনারেল হাসপাতালের বর্তমান নাম কী? এটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ বর্তমান নাম এস. এস. কে. এম. হাসপাতাল। প্রতিষ্ঠিত হয় ১৭৬৮ খ্রীষ্টাব্দে।
40. কোন বাঙালী প্রথম শব ব্যবচ্ছেদ করেন?
উঃ মধুসূদন গুপ্ত।
41. ‘ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স’ কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ মহেন্দ্রলাল সরকার, ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
42. ‘বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
43. কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কবে এটি শিবপুরে স্থানান্তরিত হয়? এর বর্তমান নাম কী?
উঃ ১৮৫৬ খ্রীষ্টাব্দে। ১৮৮৩ সালে শিবপুরে স্থানান্তরিত হয়। এর বর্তমান নাম বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ।
44. বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
উঃ তারকনাথ পালিত, নীলরতন সরকার, মণীন্দ্রচন্দ্র নন্দী প্রমুখ।
45. কে, কবে, কোথায় ব্রহ্মবিদ্যালয় বা ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯০১ খ্রীষ্টাব্দের ২২ শে ডিসেম্বর শান্তিনিকেতনে।
46. দিগদর্শন পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল?
উঃ শ্রীরামপুর থেকে।
47. বাংলায় কলের গান কে তৈরি করেন?
উঃ হেমেন্দ্রমোহন বসু।
48. কত সালে সমাচার চন্দ্রিকা ও সমাচার দর্পন পত্রিকা দু’টি প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৮২২ খ্রীষ্টাব্দে।
49. ‘আর্যদর্শন’ পত্রিকার সম্পাদক কে?
উঃ যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ।
50. ‘বিশ্বভারতী’ কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯২১ খ্রীষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর।

কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন
1. ভারতে প্রথম কাপড়ের কল কবে ও কোথায় নির্মিত হয়?
উঃ ১৮৫৩ খ্রীষ্টাব্দে কাউয়াসজী নানভাই দাভর বোম্বাই-এ প্রথম কাপড়ের কল নির্মাণ করেন।
2. ভারতে প্রথম পাটকল কোথায় নির্মিত হয়?
উঃ কলকাতার কাছে রিষড়ায়।
3. ভারতে প্রথম লৌহ ও ইস্পাত কারখানা কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ মাদ্রাজের কাছে পোর্টনাভোতে ১৮২০ খ্রীষ্টাব্দে।
4. জর্জ অকল্যাণ্ড কে?
উঃ প্রথম পাটকল নির্মাতা।
5. কাউয়াসজী নানাভাই দাভর কে?
উঃ ভারতে প্রথম কাপড়ের কল নির্মাতা।
6. দুটি ইংরেজ শিল্প প্রতিষ্ঠানের নাম কর।
উঃ লৌহ ইস্পাত শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প।
7. নিখিল ভারত কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৩৬ সালে।
8. নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সম্পাদকই বা কে ছিলেন?
উঃ সভাপতি ছিলেন সহজানন্দ সরস্বতী ও সম্পাদক ছিলেন এন জি রঙ্গ।
9. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দে ৩রা সেপ্টেম্বর।
10. সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে কবে বহিষ্কার করা হয়?
উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দে।
11. ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলে কে মন্তব্য করেছিলেন ‘সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়’?
উঃ গান্ধীজী।
12. কে কোন পত্রিকায় প্রথম ইংরেজদের ভারত ছাড়ার আহ্বান জানায়?
উঃ গান্ধীজী তাঁর ‘হরিজন’ পত্রিকায়।
13. মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে ইংরেজের গুলিতে নিহত হন?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে।
14. বেন-ব্যাডলি ও ফিলিপ স্প্র্যাট কে ছিলেন?
উঃ বিখ্যাত কমিউনিস্ট নেতা।
15. কংগ্রেসের মধ্যে সোসালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে।
16. মীরাট মামলা’ কবে দায়ের করা হয়?
উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে। বোম্বাই শহরে। সভাপতি ছিলেন লালা লাজপৎ রায়।
17. ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে।
18. ভারতে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ছিলেন কারা?
উঃ শ্রীপাদ অমৃত ডাঙ্গে, মুজফফর আমেদ।
19. All India Peasants’ and Workers’ Parties - এর প্রথম সর্বভারতীয় সম্মেলন কবে কোথায় হয়েছিল?
উঃ ১৯২৮ সালে কলকাতায়।
20. AITUC কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এর প্রথম অধিবেশনের সভাপতি কে?
উঃ বোম্বাই শহরে। লালা লাজপত রায়।
21. রুশ বিপ্লব কবে ঘটে?
উঃ ১৯১৭ সালের নভেম্বর মাসে।
22. অল ইণ্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) কবে স্থাপিত হয়?
উঃ ১৯২০ সালের ৩১ শে অক্টোবর।
23. নেহেরু রির্পোট কবে প্রকাশিত হয়?
উঃ ১৯২৮ খ্রীষ্টাব্দে।
24. স্বামী শ্রদ্ধানন্দ কে ছিলেন?
উঃ উত্তর প্রদেশের আর্য সমাজের নেতা।
25. ‘I have burnt my boats’ - কার উক্তি?
উঃ মহাত্মা গান্ধীর।
26. গান্ধীজী কত খ্রীষ্টাব্দে ডাণ্ডি অভিযান করেন?
উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের ১২ শে মার্চ।
27. আইন অমান্য আন্দোলন কবে স্থগিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৬ই এপ্রিল।
28. গান্ধী-আরউইন চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।
29. লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উঃ জওহরলাল নেহেরু।
30. আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়?
উঃ লাহোর অধিবেশনে।
31. সাইমন কমিশনের কতজন সদস্য ছিলেন?
উঃ সাত জন।
32. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের দাবী বাতিল করে পূর্ণ স্বরাজকে কংগ্রসের লক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দের লাহোর কংগ্রেসে।
33. লাহোর কংগ্রেস কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে।
34. কংগ্রসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দের ডিসেম্বর মাসে নাগপুর অধিবেশনে।
35. কোন ঘটনায় বিচলিত হয়ে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন?
উঃ চৌরিচৌরার ঘটনায়।
36. কত খ্রীষ্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয়?
উঃ ১৯২৭ খ্রীষ্টাব্দে।
37. খিলাফৎ আন্দোলনের প্রধান মুসলমান নেতাদের নাম কর?
উঃ মওলানা মোহাম্মদ আলি, মাওলানা শওকত আলি, মওলানা আবুল কালাম আজাদ।
38. খিলাফতের দাবিতে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।
39. ইংরেজদের দেওয়া কাইজার-ই-স্বর্ণপদক প্রত্যপর্ণ করেছিলেন কে?
উঃ মহাত্মা গান্ধী।
40. মহাত্মা গান্ধী ভারতের কোন স্থানে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
উঃ বিহারের চম্পারণ জেলায়।
41. রাউলাট আইন কত খ্রীষ্টাব্দে পাশ হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।
42. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে কার আদেশে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে ১৩ই এপ্রিল জেনারেল মাইকেল ও ডায়ারের আদেশে।
43. দক্ষিণ আফ্রিকায় কোন ভারতীয় নেতা ভারতীয়দের অধিকার রক্ষার জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
উঃ মোহনদাস করমচাঁদ গান্ধী।
44. ভারতের রাজনীতিতে সত্যাগ্রহ আন্দোলনের প্রবর্তক কে?
উঃ মহাত্মা গান্ধী।
45. কত খ্রীষ্টাব্দে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দের ২ রা অক্টোবর।
46. হোমরুল লীগ কে কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন?
উঃ অ্যানি বেসান্ত ১৯১৬ খ্রীষ্টাব্দে মাদ্রাজে প্রতিষ্ঠা করেন
47. ভারতীয় হোমরুল লীগ কে কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের পুনাতে।
48. বঙ্গভঙ্গ কখন রদ হয়?
উঃ ১৯১১ সালে।
49. কোন ভাইসরয় বঙ্গভঙ্গ রদ করেন?
উঃ লর্ড হার্ডিঞ্জ।
50. জালিয়ানওয়ালবাগের হত্যাকাণ্ড কবে কোথায় ঘটেছিল?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে।
51. কে কত খ্রীষ্টাব্দে স্বরাজ্য দলের প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯২৩ খ্রীষ্টাব্দে ১লা জানুয়ারি চিত্তরঞ্জন দাশ।
52. গান্ধীজী কবে কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে ২রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে।
53. গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।
54. দেশবন্ধু’ নামে পরিচিত কে?
উঃ চিত্তরঞ্জন দাশ।
55. কবে বঙ্গভঙ্গের পরিকল্পনা সরকারিভাবে ঘোষিত হয়?
উঃ ১৯০৫ সালের ১৯ শে জুলাই।
56. চম্পারণ কৃষিবিল কবে পাশ হয়?
উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে পাশ হয়।
57. কে কবে কোথায় ‘অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে বাবা রামচন্দ্র।
58. একা বা একতা বিদ্রোহ কবে কোথায় শুরু হয়?
উঃ উত্তরপ্রদেশের হরদৈ, বারাবাঁকি, সীতাপুর বারাইচ প্রভৃতি স্থানে।
59. মোপলা বিদ্রোহ কবে সংঘটিত হয়?
উঃ ১৯২১ খ্রীষ্টাব্দে।
60. কে কবে রায় সমিতি গড়ে তোলেন?
উঃ অধ্যাপক এন জি রঙ্গ ১৯২৩ খ্রীষ্টাব্দে।
61. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দে।
62. ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে?
উঃ কৃষ্ণকুমার মিত্র।
63. কে কবে কোথায় ‘ইণ্ডিয়ান হোমরুল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন?
উঃ শ্যামজী কৃষ্ণবর্মা ১৯০৫ খ্রীষ্টাব্দে লণ্ডনে হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন।
64. ‘গণবাণী’ পত্রিকার সম্পাদক কে?
উঃ মজুফফর আহমেদ।
65. ‘সোসালিস্ট’ পত্রিকার সম্পাদক কে?
উঃ এস. এ. ডাঙ্গে।
66. গান্ধী-আরউইন চুক্তি বা দিল্লী চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।
67. ‘লেনিন বনাম গান্ধী’ গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
উঃ শ্রীপদ অমৃত ডাঙ্গে।
68. ‘বুড়িবালামের যুদ্ধ’ কবে হয়?
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে ৯ই সেপ্টেম্বর।
69. ব্রিটিশ ভারতের দুজন সাম্যবাদী শ্রমিক সংগঠন নেতার নাম কর।
উঃ মুজ্‌ফ্‌ফর আহমেদ, পি. সি. যোশী।
70. কে কত সালে ‘ফরওয়ার্ড ব্লক’ গঠন করেন?
উঃ ১৯৩৯ সালে সুভাষচন্দ্র বসু।
71. ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ – উক্তিটি কার?
উঃ গান্ধীজীর।
72. কে কবে কোথায় ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠন করেন?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ১লা সেপ্টেম্বর রাসবিহারী বসু।
73. সুভাষচন্দ্র বসু কবে আনুষ্ঠানিক ভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন?
উঃ ১৯৪৩ খ্রীষ্টাব্দের ২৫ শে আগস্ট।
74. বেঙ্গলী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
75. ‘পাঞ্জাব কেশরী’ নামে পরিচিত কে?
উঃ লালা লাজপৎ রায়।
76. মানবেন্দ্র নাথ রায়ের প্রকৃত নাম কী?
উঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
77. ‘বাঘা যতীন’ কার নাম?
উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের।
78. তাসখন্দে কমিউনিস্ট পার্টি কবে গঠিত হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।
79. খেদা আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯১৮ খ্রীষ্টাব্দে।
80. কবে বঙ্গভঙ্গ রদ করা হয়?
উঃ ১৯১১ খ্রীষ্টাব্দে ১২ ই ডিসেম্বর।
81. তিন কাঠিয়া ব্যবস্থা কবে প্রচলিত ছিল?
উঃ বিহারের চম্পারণে।
82. কোন বছরে চৌরিচৌরার ঘটনাটি ঘটে?
উঃ ১৯২২ খ্রীষ্টাব্দের ৫ই ফেব্রুয়ারি।
83. খিলাফৎ আন্দোলনের দুজন নেতার নাম লেখো।
উঃ মহম্মদ আলি, সৌকত আলি।
84. কানপুর ষড়যন্ত্র মামলা কবে হয়?
উঃ ১৯২৪ খ্রীষ্টাব্দে।

নারী, ছাত্র ও প্রান্তিকজন গোষ্ঠীর আন্দোলন
1. প্রথম ভারতীয় মহিলা গ্রাজুয়েট ও মহিলা চিকিৎসকের নাম কী?
উঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।
2. কে কবে প্রতাপাদিত্য উৎসব শুরু করেন?
উঃ ১৯০৩ খ্রীষ্টাব্দে সরলা দেবী চৌধুরানী।
3. কে কবে বীরাষ্টমী ব্রত শুরু করেন?
উঃ ১৯০৪ খ্রীষ্টাব্দে সরলাদেবী চৌধুরাণী।
4. কবে অরন্ধন দিবস পালিত হয়?
উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দের ১৬ই অক্টোবর।
5. রাখীবন্ধন উৎসবের প্রস্তাব কে দিয়েছিলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
6. রাওলাট আইন কবে পাশ হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।
7. ‘দেশবন্ধু নামে কে পরিচিত?
উঃ চিত্তরঞ্জন দাশ।
8. কলকাতায় কবে ‘নারী সত্যাগ্রহ সমিতি’ প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৩ খ্রীষ্টাব্দে।
9. ‘যুগান্তর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ ভূপেন্দ্রনাথ দত্ত।
10. কোন বিল্পবী গোষ্ঠী ‘যুগান্তর’ পত্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠে?
উঃ যুগান্তর গোষ্ঠী।
11. বাংলায় বিপ্লবীদের একটি গুপ্ত সমিতির নাম কর?
উঃ অনুশীলন সমিতি।
12. প্রমথনাথ মিত্র কে?
উঃ অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।
13. কে কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯০২ সালের ২৪ শে মার্চ পি এন মিত্র (প্রমথনাথ মিত্র)।
14. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
উঃ ডিরোজিও।
15. মাস্টারদা নামে কে পরিচিত?
উঃ সূর্য সেন।
16. কার নেতৃত্বে কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়?
উঃ ১৯৩০ সালের ১৮ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে।
17. মাতঙ্গিনী হাজরা কোন জেলার মানুষ ছিলেন?
উঃ মেদিনীপুর জেলার।
18. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ উমেশচন্দ্র দত্ত।
19. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
20. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটির লেখক কে?
উঃ কালীপ্রসন্ন সিংহ।
21. মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা নামে কে পরিচিত?
উঃ জ্যোতিরাও ফুলে।
22. কত সালে ছাত্রসভা প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৫ সালে।
23. কবে কার নেতৃত্বে অ্যাণ্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
উঃ শচীন্দ্রপ্রসাদ বসুর নেতৃত্বে ১৯০৫ সালের ৪ নভেম্বর।
24. প্রথম কবে কোথায় জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৫ সালের ৮ নভেম্বর রঙপুরে।
25. বি ভি (বেঙ্গল ভলান্টিয়ার্স) দলের প্রতিষ্ঠাতা কে?
উঃ হেমচন্দ্র ঘোষ।
26. পুণা চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দের ২৫ শে সেপ্টেম্বর।
27. ভারত লেবার পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৩৫ সালে।
28. ভারতের দলিত আন্দোলনের প্রতীক কে?
উঃ বি আর আম্বেদকর।
29. হিন্দু সমাজ কটি বর্ণে বিভক্ত ছিল? কী কী?
উঃ চারটি বর্ণে। বাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।
30. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারার ঘোষণা কে করেন?
উঃ র‍্যামসে ম্যাকডোনাল্ড।
31. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা কবে ঘোষিত হয়?
উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দের ১৬ই আগস্ট।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ভারত নিয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে