বিভিন্ন সাহিত্যিক এর সংক্ষিপ্ত ইতিহাস
সাহিত্যিক
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
☆☆ ছদ্ম নামঃ কমলাকান্ত
☆☆ পরিচিতি: প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক
☆☆ জন্ম পরিচয়ঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় জুন ২৭, ১৮৩৮ সালে বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে।
☆☆ পিতা-মাতা: পিতা: যাদবচন্দ্র চট্টোপাধ্যায়
☆☆ জাতীয়তা: ব্রিটিশ ভারতীয়
☆☆উল্লেখযোগ্য রচনাসমূহ: দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী , কমলাকান্তের দপ্তর
☆☆ দাম্পত্য সংগীঃ ১৮৬০ সালের জুন মাসে হালি শহরের বিখ্যাত চৌধুরী বংশের কন্যা রাজলক্ষী দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়
☆☆ মৃত্যু: এপ্রিল ৮, ১৮৯৪
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
☆☆ ছদ্ম নামঃ অনিলা দেবী
☆☆ উপাধিঃ অপরাজেয় কথাশিল্পী , সাহিত্য সম্রাট
☆☆ জীবিকাঃ লেখক
☆☆ জন্ম পরিচয়ঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
☆☆ পিতা-মাতা: তাঁর পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। পাঁচ ভাই বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয়। তাঁর দিদির নাম অনিলা দেবী
☆☆ সাহিত্য ধরনঃ উপন্যাস, ছোটগল্প
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: জগত্তারিণী পদক (কলিকাতা বিশ্ববিদ্যালয়)
☆☆ দাম্পত্য সংগীঃ শান্তি দেবী, হিরন্ময়ী দেবী
☆☆ মৃত্যু : ১৬ জানুয়ারি, ১৯৩৮
♥♥♥♥♥♥♥👎♥♥♥♥♥♥♥👎👎
আবু হেনা মোস্তফা কামাল
আবু হেনা মোস্তফা কামাল
☆☆ জীবিকাঃ শিক্ষাবিদ, কবি ও লেখক
☆☆ জন্ম পরিচয়ঃ তিনি পাবনার গোবিন্দা গ্রামে ১৯৩৬ সালের ১২ মার্চ জন্মগ্রহণ করেন।
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: আপন যৌবন বৈরী (১৯৭৪), যেহেতু জন্মান্ধ (১৯৮৪), আক্রান্ত গজল (১৯৮৮)
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: আলাওল পুরস্কার (১৯৭৫), একুশে পদক (১৯৮৭), আবদুল করিম সাহিত্যবিশারদ স্বর্ণপদক (১৯৮৯)
☆☆ দাম্পত্য সংগীঃ লাবণ্য গুপ্ত (বি. ১৯৩০)
☆☆ মৃত্যু: ২৩ সেপ্টেম্বর, ১৯৮৯
♥♥👎👎👎👎👎♥♥♥♥♥♥♥♥♥♥
ইমদাদুল হক মিলন
☆☆ জীবিকাঃ ঔপন্যাসিক,গল্পকার,বর্তমানে তিনি দৈনিক কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
☆☆ জন্ম পরিচয়ঃ কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ বিক্রমপুরের লৌহজং থানার পয়সা গ্রামে।
☆☆ পিতা-মাতা: তাঁর বাবার নাম গিয়াসুদ্দিন খান এবং মার নাম আনোয়ারা বেগম।
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: ঝরা পালক (১৯২৭), বপ্নলতা সেন (১৯৫২), ধূসর পান্ডুলিপি (১৯৩৬), সাতটি তারার তিমির (১৯৪৮), জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৫৪), রূপসী বাংলা (১৯৫৭)
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার (১৯৯২), বাচসাস পুরস্কার, চিত্তরঞ্জন দাশ স্বর্ণপদক
☆☆ দাম্পত্য সংগীঃ আফরোজা বেগম
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
মীর মশাররফ হোসেন
☆☆ জীবিকাঃ ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি
☆☆ জন্ম পরিচয়ঃ মীর মশাররফ হোসেন নভেম্বর ১৩, ১৮৪৭ সালে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালীর একটি ছোট গ্রাম লাহিনিপাড়ায় জন্মগ্রহণ করেন। কিন্তু তার জীবনের অধিকাংশ সময় তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দির পদমদীতে অতিবাহিত করেন। ।
☆☆ পিতা-মাতা: পিতা মীর মোয়াজ্জেম হোসেন (মুসলিম সম্ভ্রান্ত ব্যক্তি) এবং মাতা দৌলতুন্নেছা
☆☆ সাহিত্য ধারাঃ বাঙ্গালী ঔপন্যাসিক,নাট্যকার ও প্রাবন্ধিক
☆☆ জাতীয়তা: ব্রিটিশ ভারতীয়
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: জমিদার দর্পন, বিষাদ সিন্ধু, বসন্তকুমারী নাটক, গাজী মিয়ার বস্তানী
☆☆ দাম্পত্য সংগীঃ আজিজ-উন-নেছা, বিবি কুলসুম
☆☆ মৃত্যু: নভেম্বর ১৩, ১৯১২
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
আল মাহমুদ
☆☆ প্রকৃত নামঃ মীর আব্দুস শুকুর আল মাহমুদ
☆☆ জন্ম পরিচয়ঃ আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
☆☆ জীবিকা: কবি, সম্পাদক, সাংবাদিক, সাবেক পরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বর্তমানে তিনি মাসিক নতুন কিশোকণ্ঠ পত্রিকার উপদেষ্টা হিসেবে আছেন
☆☆ সাহিত্য ধারাঃ গ্রামীণ জীবন, নারী
☆☆ জাতীয়তা: ব্রিটিশ ভারতীয় (১৯৩৬-১৯৪৭), পাকিস্তানী (১৯৪৭-১৯৭১), বাংলাদেশী (১৯৭১-বর্তমান)
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: লোক লোকান্তর, কালের কলস, সোনালি কাবিন, উপন্যাস সমগ্র, বখতিয়ারের ঘোড়া
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: একুশে পদক, কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
আবদুল্লাহ আল-মুতী
☆☆ জীবিকাঃ সাবেক সচিব,অধ্যাপক, শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী
☆☆ জন্ম পরিচয়ঃ জানুয়ারি ১, ১৯৩০ সালে সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে আবদুল্লাহ আল-মুতীর জন্ম
☆☆ পিতা-মাতা: তার মা হালিমা শরফুদ্দিন এবং বাবা শেখ মইন শরফুদ্দিন
☆☆ সাহিত্য ধারাঃ বিজ্ঞান বিষয়ক লেখা
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: এসো বিজ্ঞানের রাজ্যে (১৯৫৫), অবাক পৃথিবী (১৯৫৫), জানা-অজানার দেশে (১৯৭৬), সাগরের রহস্যপুরী (১৯৭৬), তারার দেশের হাতছানি (১৯৮৪), আমাদের শিক্ষা কোন পথে (১৯৯৬), আকাশের সঙ্গে মিতালী (১৯৫৬)
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: বাংলা একাডেমী, স্বাধীনতা পদক (১৯৯৫), একুশে পদক পুরস্কার (১৯৮৫)
☆☆ মৃত্যু : নভেম্বর ৩০, ১৯৯৮
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
আহমদ ছফা
☆☆ জীবিকাঃ লেখক
☆☆ জন্ম পরিচয়ঃ তাঁর জন্ম ১৯৪৩ খ্রিস্টাব্দের ৩০শে জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে।
☆☆ পিতা-মাতা: তাঁর পিতা মরহুম হেদায়েত আলী ওরফে ধন মিয়া। মা মরহুমা আসিয়া খাতুন।
☆☆ সাহিত্য ধরনঃ কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ
☆☆ জাতীয়তা: বাংলাদেশি
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: দ্ধিবৃত্তির নতুন বিন্যাস (১৯৭২), বাঙালি মুসলমানের মন (১৯৮১), ফাউস্ট - অনুবাদ (১৯৮৬), যদ্যপি আমার গুরু (১৯৯৮)
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: একুশে পদক (২০০২)
☆☆ দাম্পত্য সংগীঃ শান্তি দেবী, হিরন্ময়ী দেবী
☆☆ মৃত্যু : জুলাই ২৮, ২০০১
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
দৌলত উজির বাহরাম খান
☆☆ প্রকৃত নামঃ আসা উদ্দীন
☆☆ জীবিকাঃ অল্প বয়সে তাঁর পিতার মৃত্যু হলে চট্টগ্রামের অধীপতি নেজাম শূর তার পিতার উজির পদে তাঁকে অভিসিক্ত করেন
☆☆ জন্ম পরিচয়ঃ জন্ম আনুমানিক ১৬শ শতক চট্টগ্রাম জেলার ফতেয়াবাদ কিংবা জাফরাবাদে।
☆☆ পিতা-মাতা: তাঁর পিতা মোবারক খান ছিলেন চট্টলাধীপতির উজির (মন্ত্রী)
☆☆ জাতীয়তা: বাঙালি
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: লায়লী-মজনু, ইমাম বিজয়
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
সৈয়দ আলী আহসান
☆☆ জীবিকাঃ জাতীয় অধ্যাপক, সাবেক উপাচার্য (জাবি,রাবি), বাঙ্গলা একাডেমীর সাবেক মহাপরিচালক, ইউ জি স্যার সাবেক চেয়ারম্যান
☆☆ জন্ম পরিচয়ঃ বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, প্রাবিন্ধিক, গবেষক, সম্পাদক, অনুবাদক ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান ১৯২২ খ্রীস্টাব্দের ২৬ মার্চ বর্তমান মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: অনেক আকাশ (১৯৬০), একক সন্ধ্যায় বসন্ত (১৯৬২), সহসা সচকিত (১৯৬৮), উচ্চারণ (১৯৬৮), পদ্মাবতী (১৯৬৮), মধুমালতী (১৯৭১)
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: নাসির উদ্দীন স্বর্ণপদক (১৯৮৫), মধুসূদন পুরস্কার (১৯৮৫), স্বাধীনতা পুরস্কার (১৯৮৭), জাতীয় অধ্যাপকরূপে নিযুক্তি (১৯৮৯), কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার (মরণোত্তর) ২০০৩
☆☆ মৃত্যু : ২৫শে জুলাই, ২০০২
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
সৈয়দ ওয়ালিউল্লাহ়
☆☆ জীবিকাঃ সরকারী কর্মকর্তা, ঔপন্যাসিক, গল্পকার, কবি ও সাহিত্য সমালোচক
☆☆ জন্ম পরিচয়ঃ তাঁর জন্ম চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায়, ১৯২২ খ্রীস্টাব্দের ১৫ আগস্ট।
☆☆ পিতা-মাতা: তাঁর পিতা সৈয়দ আহমাদুল্লাহ ছিলেন একজন সরকারি কর্মকর্তা; মা নাসিম আরা খাতুনও সমতূল্য উচ্চশিক্ষিত ও রুচিশীল পরিবার থেকে এসেছিলেন, সম্ভবত অধিক বনেদি বংশের নারী ছিলেন তিনি।
☆☆ সাহিত্য ধরনঃ উপন্যাস, ছোটগল্প
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: লালসালু (১৯৪৯) ঢাকা, চাঁদের অমাবস্যা (১৯৬৪) ঢাকা, কাঁদো নদী কাঁদো (১৯৬৮), গল্প-সমগ্র (মার্চ, ১৯৭২) সৈয়দ ওয়ালিউল্লাহ-রচনাবলি
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০১ শ্রেষ্ঠ কাহিনীকার।
☆☆ দাম্পত্য সংগীঃ তার স্ত্রী ফরাসিনী। নাম: আন্-মারি লুই রোজিতা মার্সেল তিবো। তাদের আলাপ হয়েছিলো সিডনিতে। ওয়ালিউল্লাহ যেমন পাকিস্তানি দূতাবাসে, আন্-মারি তেমনি ছিলেন ফরাসি দূতাবাসে। দেড়-দু বছরের সখ্য ও ঘনিষ্টতা রূপান্তরিত হয় পরিণয় বন্ধনে। ওয়ালিউল্লাহ তখন করাচিতে। সেখানেই ১৯৫৫ সালের ৩ অক্টোবর তাদের বিয়ে হয়। ধর্মান্তরিতা বিদেশিনীর নাম হয় আজিজা মোসাম্মত নাসরিন।
মৃত্যু : অক্টোবর ১০, ১৯৭১
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
মুহম্মদ জাফর ইকবাল
☆☆ জীবিকাঃ লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ
☆☆ জন্ম পরিচয়ঃ জাফর ইকবালের জন্ম , ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর তারিখে সিলেটে।
☆☆ পিতা-মাতা: তার পিতা মুক্তিযোদ্ধা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন। বাবা ফয়জুর রহমান আহমদের পুলিশের চাকরির সুবাদে তার ছোটবেলা কেটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়।
☆☆ সাহিত্য ধরনঃ উপন্যাস, বৈজ্ঞানিক কল্পকাহিনী
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ:
উপন্যাস: আকাশ বাড়িয়ে দাও (১৯৮৭), সবুজ ভেলভেট (২০০৩)
বৈজ্ঞানিক কল্পকাহিনী: কপোট্রনিক সুখ দুঃখ (১৯৭৬), একজন অতিমানবী (১৯৯৮)
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার
☆☆ দাম্পত্য সংগীঃ ড.ইয়াসমীন হক
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
আনিসুল হক
☆☆ জীবিকাঃ কবি, লেখক, নাট্যকার ও সাংবাদিক। বর্তমানে তিনি বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক পদে কর্মরত আছেন।
☆☆ জন্ম পরিচয়ঃ আনিসুল হকের জন্ম মার্চ ৪, ১৯৬৫ সালে রংপুর বিভাগের নীলফামারীতে।
☆☆ পিতা-মাতা: তাঁর পিতার নাম মো. মোফাজ্জল হক এবং মায়ের নাম মোসাম্মৎ আনোয়ারা বেগম।
☆☆ সাহিত্য ধরনঃ উপন্যাস, ছোটগল্প
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: জলরংপদ্য (২০০২), জলরংপদ্য (২০০২), মা (২০০৩), আয়েশামঙ্গল, খেয়া, ফাঁদ, বেকারত্বের দিনগুলিতে প্রেম, নাল পিরান, করিমন বেওয়া, প্রত্যাবর্তন, সাঁকো, মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর এবং মেড ইন বাংলাদেশ সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন
⍟⍟⍟ এছাড়া তিনি "থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার" টেলিভিশন সিনেমারও স্ক্রিপ্ট লিখেছেন।
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: শ্রেষ্ঠ টিভি নাট্যকার পুরস্কার, কবি মোজাম্মেল হক ফাউন্ডেশন পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার
☆☆ দাম্পত্য সংগীঃ মেরিনা ইয়াসমিন
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
শওকত ওসমান
☆☆ পৈত্রিক নামঃ শেখ আজিজুর রহমান
☆☆ জীবিকাঃ অধ্যাপক,লেখক, সাহিত্যিক, কবি
☆☆ জন্ম পরিচয়ঃ ১৯১৭ খ্রিস্টাব্দের ২ জানুয়ারি পশ্চিম বঙ্গের হুগলী জেলার জেলার সবল সিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন
☆☆ পিতা-মাতা: পিতা শেখ মোহাম্মদ এহিয়া, মাতা গুলজান বেগম
☆☆ সাহিত্য ধরনঃ গল্প, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, নাটক, কবিতা, আত্মজীবনী, স্মৃতিখণ্ড, শিশুতোষ ইত্যাদি
☆☆ জাতীয়তা: বাংলাদেশি
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: জননী (১৯৫৮) (১ম উপন্যাস), ক্রীতদাসের হাসি (১৯৬২), সমাগম, জুনু আপা ও অন্যান্য গল্প (১৯৫২), মনিব ও তাহার কুকুর (১৯৮৬)
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: একুশে পদক, বাংলা একাডেমী, স্বাধীনতা দিবস পুরস্কার
☆☆ দাম্পত্য সংগীঃ শান্তি দেবী, হিরন্ময়ী দেবী
☆☆ মৃত্যু: ১৪ মে, ১৯৯৮
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
জহির রায়হান
☆☆ জীবিকাঃ চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, গল্পকার
☆☆ জন্ম পরিচয়ঃ জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
☆☆ সাহিত্য ধরনঃ উপন্যাস, ছোটগল্প
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: হাজার বছর ধরে (১৯৬৪), আরেক ফাল্গুন (১৯৬৯), বরফ গলা নদী (১৯৬৯), কয়েকটি মৃত্যু, একুশে ফেব্রুয়ারী (১৯৭০), দেমাক, ম্যাসাকার, একুশের গল্প
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: একুশে পদক (১৯৭৭), বাংলা একাডেমী পুরস্কার (১৯৭১), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯২)
☆☆ দাম্পত্য সংগীঃ সুমিতা দেবী, সুচন্দা
☆☆ মৃত্যু: ৩০ জানুয়ারি, ১৯৭২
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
আবু ইসহাক
☆☆ জীবিকাঃ সরকারী আমলা, লেখক
☆☆ জন্ম পরিচয়ঃ তিনি ১ নভেম্বর, ১৯২৬ সালে শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন।
☆☆ সাহিত্য ধরনঃ উপন্যাস, ছোটগল্প
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার
☆☆ মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ২০০৩ ( ঢাকায় )
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ইবরাহীম খাঁ
ইবরাহীম খাঁ
☆☆ জীবিকাঃ শিক্ষকতা, ওকালতী ,লেখক
☆☆ জন্ম পরিচয়ঃ তিনি ফেব্রুয়ারী, ১৮৯৪ সালে টাঙ্গাইল জেলার তৎকালীন ভুঞাপুর থানার অন্তর্গত বিরামদী (বর্তমানে শাবাজনগর) গ্রামে জন্মগ্রহণ করেন।
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: কামাল পাশা, আনোয়ার পাশা, কাফেলা, বৌ বেগম, আল বোখারা
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৩), একুশের পদক (১৯৭৬)
☆☆ মৃত্যু: মার্চ ২৯, ১৯৭৮
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
☆☆ উপাধিঃ বিদ্যাসাগর
☆☆ জীবিকাঃ হেডপণ্ডিত, লেখক
☆☆ জন্ম পরিচয়ঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। বীরসিংহ সেই সময় হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল।
☆☆ পিতা-মাতা: বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মা ভগবতী দেবী
☆☆ জাতীয়তা: ব্রিটিশ ভারতীয়
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: বর্ণপরিচয় (১৮৫৫), ঋজুপাঠ, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা (ডিসেম্বর, ১৮৫৪; কালিদাসের অভিজ্ঞানশকুন্তলম্ অবলম্বনে), সীতার বনবাস ,
☆☆ উল্লেখযোগ্য স্মৃতিস্তম্ভ: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর সেতু
☆☆ দাম্পত্য সংগীঃ দীনময়ী দেবী
☆☆ মৃত্যু: ২৯ জুলাই, ১৮৯১
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
সিকান্দার আবু জাফর
☆☆ জীবিকাঃ শিল্পী, সাঙ্গবাদিক, প্রকাশক, সম্পাদক
☆☆ জন্ম পরিচয়ঃ সিকান্দার আবু জাফর ১৯১৮ সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
☆☆ সাহিত্য ধরনঃ নাটক, প্রবন্ধ
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: সিরাজউদ্দৌলা (১৯৬৫), মহাকবি আলাওল (১৯৬৬), শকুন্ত উপাখ্যান (১৯৫২), মাড়কসা (১৯৬০)
☆☆ মৃত্যু : আগস্ট ৫, ১৯৭৫
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
সমরেশ মজুমদার
☆☆ জীবিকাঃ ঔপন্যাসিক, লেখক
☆☆ জন্ম পরিচয়ঃ তাঁর জন্ম ১০ই মার্চ ১৯৪২ সালে (বাংলা ১৩৪৮ সনের ২৬শে ফাল্গুন) শরনন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
☆☆ সাহিত্য ধরনঃ উপন্যাস, নাটক
☆☆ জাতীয়তা: ভারতীয়
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিনী বুনোহাঁসের পালক, জালবন্দী, মোহিনী, কালাপাহাড়
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: আনন্দ পুরস্কার (১৯৮২), সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৮৪়)
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
হুমায়ূন আহমেদ
☆☆ জন্ম পরিচয়ঃ হুমায়ূন আহমেদ ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা মহুকুমার কেন্দুয়ার কুতুবপুরে জন্মগ্রহণ করেন
☆☆ পিতা-মাতা: পিতা ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ
☆☆ জীবিকাঃ লেখক, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, নাট্যকার , রসায়ন এর প্রফেসর
☆☆ সাহিত্য ধরনঃ উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, জীবনী, কলাম, গান
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: এইসব দিন রাত্রি, নন্দিত নরকে, বহুব্রীহি, কোথাও কেউ নেই, হিমু সংক্রান্ত উপন্যাস, মিসির আলি সংক্রান্ত উপন্যাস, বলপয়েন্ট, কাঠপেন্সিল (২০১০), ফাউন্টেইন পেন, রংপেনসিল (২০১১)
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার (১৯৮১), শিশু একাডেমী পুরস্কার, একুশে পদক (১৯৯৪), জাতীয় চলচ্চিত্র পুরস্কার
☆☆ দাম্পত্য সংগীঃ গুলতেকিন আহমেদ (১৯৭৩-২০০৩), মেহের আফরোজ শাওন (২০০৫-২০১২)
☆☆ মৃত্যু: ১৯ জুলাই, ২০১২
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
সুনীল গঙ্গোপাধ্যায়
☆☆ ছদ্ম নামঃ নীললোহিত, সনাতন পাঠক এবং নীল উপাধ্যায়
☆☆ জীবিকাঃ লেখক, ওপন্যাসিক, প্রবন্ধিক, সম্পাদক
☆☆ জন্ম পরিচয়ঃ সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম ৭ সেপ্টেম্বর ১৯৩৪ সালে (২১ ভাদ্র, ১৩৪১ বঙ্গাব্দ) ফরিদপুর জেলায়, বর্তমান যা বাংলাদেশের অন্তর্গত। জন্ম বাংলাদেশে হলেও তিনি বড় হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে।
☆☆ সাহিত্য ধরনঃ উপন্যাস, ছোটগল্প
☆☆ জাতীয়তা: ভারতীয়
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: আত্মপ্রকাশ প্রথম আলো (প্রথম উপন্যাস), পূর্ব-পশ্চিম, সেই সময়, মধ্যরাতের মানুষ, কেউ জানে না
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: আনন্দ পুরস্কার (১৯৭২, ১৯৮৯), সাহিত্য একাডেমী পুরস্কার (১৯৮৫)
☆☆ দাম্পত্য সংগীঃ স্বাতী বন্দোপাধ্যায় (বি. ১৯৬৭–২০১২)
☆☆ মৃত্যু: ২৩ অক্টোবর, ২০১২
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
আবদুল্লাহ আবু সায়ীদ
☆☆ জন্ম পরিচয়ঃ আবদুল্লাহ আবু সায়ীদ ১৯৩৯ সালে ২৫ জুলাই কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস বাগেরহাট জেলার কচুয়া থানার অন্তর্গত কামারগাতি গ্রামে।
☆☆ পিতা-মাতা: তাঁর পিতা আযীমউদ্দিন আহমদ ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক।
☆☆ জীবিকাঃ অধ্যাপক ,লেখক, সাহিত্যিক, শিক্ষক, উপস্থাপক, সংগঠক
☆☆ সাহিত্য ধরনঃ প্রবন্ধ, উপন্যাস ও কবিতা
☆☆ জাতীয়তা: বাংলাদেশী
☆☆ উল্লেখযোগ্য রচনাসমূহ: সংগঠন ও বাঙালি
☆☆ উল্লেখযোগ্য পুরস্কার: একুশে পদক, রামোন ম্যাগসেসে পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার
☆☆ প্রতিষ্ঠাতাঃ বিশ্বসাহিত্য কেন্দ্র
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বিভিন্ন সাহিত্যিক এর সংক্ষিপ্ত ইতিহাস"
Post a Comment