সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর -১২

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর -১২


সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. প্রশ্ন : কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

উত্তর : ৫০০ জন।

২. প্রশ্ন : ৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?

উত্তর : ৯ কেজি।

৩. প্রশ্ন : একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

উত্তর : ১(২/৩)।

৪. প্রশ্ন : কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?

উত্তর : ২৯।

৫. প্রশ্ন : M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যার সংখ্যক গড় B, সবগুলো সংখ্যার গড় কত?

উত্তর : (AM + BN)/(M+N)।

৬. প্রশ্ন : যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

উত্তর : ২০%।

৭. প্রশ্ন : এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?

উত্তর : ১৩১১।

৮. প্রশ্ন : চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?

উত্তর : ২০%।

৯. প্রশ্ন : কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?

উত্তর : ১১৩/৩৫৫।

১০. প্রশ্ন : এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পর অবশিষ্ট ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে, তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

উত্তর : ৩০০০।

১১. প্রশ্ন : একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬, ৭ মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তর : ১৫।

১২. প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?

উত্তর : ৮০ মিটার।

১৩. প্রশ্ন : একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল?

উত্তর : 16।

১৪. প্রশ্ন : একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা কত?

উত্তর : 96 মিটার।

১৫. প্রশ্ন : ৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে?

উত্তর : ৪৫০ টাকা।

১৬. প্রশ্ন : যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয়, তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?

উত্তর : ৯টি।

১৭. প্রশ্ন : ৬০ মিটার বিশিষ্ট একটি রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত?

উত্তর : ৯:২১:৩০।

১৮. প্রশ্ন : ৯, ৩৬, ৮১, ১৪৪,............এর পরবর্তী সংখ্যাটি কত?

উত্তর : ২২৫।

১৯. প্রশ্ন : একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩∶১, এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪∶১ হবে?

উত্তর : ৪ গ্রাম।

২০. প্রশ্ন : একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

উত্তর : ৫%।

গণিতের বেসিক থেকে কিছু প্রশ্ন প্রায় সব চাকরির পরীক্ষায় থাকেঃ

১. একটি পঞ্চভুজের সমষ্টি?

— ৬ সমকোণ

২.একটি সুষম ষড়ভুজের অন্ত:কোণগুলোর সমষ্টি

— ৭২০ ডিগ্রি

৩.বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়

— ৯গুন

৪.কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ড যে বিন্দুতে ছেদ করে তাকে বলে

— অন্ত:কেন্দ্র

৫.স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ–

–৯০ ডিগ্রী

১.তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের বলে

— সদৃশ ত্রিভুজ

2.ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি

–দুই সমকোণ অপেক্ষা বৃহত্তম

৩.কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলি সমান হলে , ত্রিভুজটি

— সমদ্বিবাহু

৪. ২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে ?

— প্রবৃদ্ধ কোণ

৫.একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দু,টি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি

–১৮০ ডিগ্রি

১৷জ্যা’ শব্দের অর্থ কি?

=ভূমি

২৷ দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?

=সম্পূরক কোণ

৩৷ একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি হবে

=দুই সমকোণ(১৮০°)

৪৷ A ও B পরস্পর সম্পূরক কোণ ৷ A=115° হলে B=কত?

=65°

৫৷ দুটি পূরক কোণের সমষ্টি কত?

=৯০°

৬৷ সম্পূরক কোণের মান কত?

=১৮০°

১. কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি

— ৩৬০ ডিগ্রী

২.সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩,৪ সেমি হলে, অতিভুজের মান কত?

— ৫ সে.মি

৪. একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে , বর্গক্ষেত্র দু.টির কর্ণের অনুপাত কত?

–৪:১

৫.রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিকন্ডিত করলে তাদের অন্তর্ভুক্ত কোণ

— ৯০ ডিগ্রী

বৃত্ত সম্পর্কিত তথ্য

※ পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্য কে বলা হয়?

=পরিধি

※ বৃত্তের পরিধির সূত্র

=2πr

※পরিধির যেকোন অংশকে বলা হয়

=চাপ

※পরিধির যেকোন দুই বিন্দুর সংযোগ সরলরেখাকে বলা হয়

=জ্যা( বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা)

※ বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যা-ই

=ব্যাস

※ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয়

=ব্যাসার্ধ

. বৃত্ত সম্পর্কিত কিছু ধারণাঃ

※একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কোন বৃত্ত আকা যায়না।

※দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ৩টি বৃত্ত আকা যায়।

※একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলা হয়।

※বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে π বলে।

※বৃত্তের কেন্দ্র থেকে কোন বিন্দুর দুরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে।

※বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।

※বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি অপর জ্যা অপেক্ষা বড়।

※বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা।

※বৃত্তের যে কোন জ্যা এর লম্বদ্বিখণ্ডক কেন্দ্রগামী।

※কোন বৃত্তের ৩টি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে।

※অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ।

. »বৃত্ত সম্পর্কিত কিছু সূত্র:

»বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল =πr² ( যেখানে r বৃত্তের ব্যাসার্ধ)

»গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল =4πr²

»গোলকের আয়তন =4÷3(πr³)

১৷ সর্বপ্রথম সেট তত্ত্বের ধারণা দেন =জর্জ ক্যান্টর

২৷ ভেনচিত্র কে আবিষ্কার করেন =জনভেন

৩৷ একক সেটের উপাদান সংখ্যা =১টি

৪৷ সেটকে প্রকাশ করার কয়টি পদ্ধতি আছে =২টি

৫৷ : ” দ্বারা কি বোঝায় =যেন

Father of গনিতঃ

১. সংখ্যাতত্ত্ব—- পিথাগোরাস

২. জ্যামিতি——ইউক্লিড

৩. ক্যালকুলাস —– নিউটন

৪. ম্যাট্রিক্স ——– কেইসে

৫. ত্রিকোণমিতি—— হিপ্পারচাস

৬. পাটিগণিত—— আর্যভট্র

৭. বীজগণিত ——- মুসা আল খারিজমী

৮. লগারিদম——জন নেপিয়ার

৯. সেটতত্ত্ব——–জর্জ ক্যান্টর

১০. আলগরিদম——-ব্রহ্মগুপ্ত

১১. শূন্যে আবিষ্কারক ——ব্রহ্মগুপ্ত ও আর্যভট্র

আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: কোন যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অর্ন্তভুক্তি হয়? উত্তরঃ রাজমহলের যুদ্ধে।

প্রশ্ন: লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজ মন্ডিত স্থাপত্য নিদর্শন কি? উত্তরঃ পরিবিবির মাজার।

প্রশ্ন: লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরী করেন ? উত্তরঃ শায়েস্তা খান।

প্রশ্ন: পরিবিবি কে ছিলেন ? উত্তরঃ নবাব শায়েস্তার খানের কন্যা।

প্রশ্ন: পরিবিবির আমল নাম কি? উত্তরঃ ইরান দুখত।

প্রশ্ন: পরিবিবির মৃত্যু হয় কোন সালে? উত্তরঃ ১৬৮৪ সালে।

প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ জহিরউদ্দীন মুহাম্মদ বাবর।

প্রশ্ন: শায়েস্তা খান কে ছিলেন? উত্তরঃ শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে।

প্রশ্ন: শায়েস্তা খানের পূর্ন নাম কি? উত্তরঃ মির্জা আবু তালেব ওরফে শায়েস্তা খান।

প্রশ্ন: শায়েস্তা খান কোন সালে সুবেদার হয়ে বাংলায় আসেন? উত্তরঃ ১৬৬৪ সালে।

প্রশ্ন: শায়েস্তা খান কোন সালে দ্বিতীয়বার ঢাকায় আসেন? উত্তরঃ ১৬৮০ সালে।

প্রশ্ন: শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন? উত্তরঃ মোট ২৪ বছর।

প্রশ্ন: শায়েস্তা খান ঢাকায় কোথায় থাকতেন? উত্তরঃ মিডর্ফোড হাসপাতাল প্রাঙ্গনে, বুড়িগঙ্গার তীরে।

প্রশ্ন: কোন সালে সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন ? উত্তরঃ ১৬১০ সালে।

প্রশ্ন: বাবরের মৃত্যু পর বাংলার মসনদে কে উপবিষ্ট হন ? উত্তরঃ নাসির উদ্দীন মুহম্মদ হুমায়ুন।

বাংলার ইতিহাসের প্রাচীন যুগ ¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶ ০১. বাংলাদেশের প্রাচীন জাতিগোষ্ঠী দ্রাবিড়।

০২. বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে। এদরে ভাষা- অস্ট্রিক।

০৩. আর্যরা এদেশে এসেছে ইরানের ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চল হতে। এদের ধর্ম-সনাতন এবং ধর্মগ্রন্থ ছিল বেদ।

. ০৪. বাংলার আদি জনপদের অধিবাসীরা- নিষাদ জাতির অন্তর্ভূক্ত।

. ০৫. নৃতাত্ত্বিভাবে বাংলাদেশের মানুষ- আদি-অষ্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভূক্ত।

. ০৬. বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ- মঙ্গোলয়েড।

. বাংলার প্রাচীন জনপদ **************************** ০১. বাংলাদেশের প্রাচীন জনপদ-পুন্ড্র(বগুড়া কেন্দ্রিক)। ঢাকা-বঙ্গ, চাঁপাইনবাবগঞ্জ-গৌড়।

. ০২. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ বা উত্তর- পশ্চিম বঙ্গ নিয়ে- বরেন্দ্রভূমি গঠিত।

. ০৩. বাংলার সর্বপ্রাচীন জনপদ- পুন্ড্র।

. ০৪. কুমিল্লা ও নোয়াখালি– সমতট; চট্টগ্রাম, সিলেট- হারিকেল।

. ০৫. প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত- বর্ধমান।

. ০৬. বাংলার প্রাচীন নগর কেন্দ্র/রাজধানী ছিলো- মহাস্থানগড়(পুন্ড্রনগর)।

. আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে আক্রমন

@@@@@@@@@@@@@@@@@@ ০১. আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমন করেন- খ্রিষ্টপূর্ব ৩২৫ অব্দে।

. ০২. মহাবীর আলেকজান্ডার মৃত্যুবরন করেন- থেসালোনিকি শহরে।

. ০৩. বীর আলেকজান্ডারের শিক্ষক ছিলেন- এরিস্টটল।

*ইতিহাস বিষয়ক সাধারণ জ্ঞান :

>গৌড়ের বড় সোনা মসজিদ কে নির্মান করেন - নূসরত শাহ

> গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মান করেন – আলাউদ্দীন হোসেন শাহ

> বড় কাটরা কে নির্মান করেন - সুবেদার ইসলাম খান

> গ্রান্ড ট্রাঙ্ক রোড কে তৈরী করেন – শেরশাহ

> ঘোড়ার ডাকের প্রচলন করেন কে – শেরশাহ

> বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ করেন – ০৫ ডিসেম্বর ১৯৬৯ সাল

> আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কত সালে ৩রা জানুয়ারী ১৯৬৮ সালে

> কত সালে বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ২৩ মার্চ ১৯৫৬ সালে

> মুসলীম লীগের প্রস্তাবক কে – নবাব স্যার সলিমুল্লাহ

> দ্বিজাতি তত্বের প্রবক্তা কে – মুহম্মদ আলী জিন্নাহ

> দ্বিজাতি তত্ব ঘোষনা করা হয় কবে - ১৯৩৯ সালে

> লাহোর প্রস্তাব কে কবে ঘোষনা করেন – এ কে ফজলুল হক , ২৩ মার্চ ১৯৪০

> তমুদ্দিন মজলিশ প্রকাশিত পুস্তিকাটির নাম – পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু

> মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয় – ১৯০৬ সালে

> পঞ্চাশের মন্বন্তর কখন হয়েছিল – ১৩৫০ বাংলায় এবং ১৮৪৩ ইং সালে

> ঢাকা গেইট কে নির্মান করেন – মীর জুমলা

>বাংলার প্রথম স্বাধীন নবাব কে – মুর্শিদকুলী খান

>জিজিয়া কর কে রহিত করেন – সম্রাট আকবর

>সম্রাট আকবরের সমাধি কোথায় – সেকেন্দ্রায়

> কোন মুঘল সম্রাটকে Prince of Builders বলা হয় – সম্রাট শাহজাহানকে

> দিল্লীর লাল কেল্লা কে নির্মান করেন – শাজাহান

> আইন - ই - আকবরী গ্রন্থটি কার লেখা – আবুল ফজল

> বর্গী নামে পরিচিত ছিল কারা – মারাঠারা

>“ বিধবা বিবাহ আইন ” প্রচলন করেন কে - লর্ড ডালহৌসী

> উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন কে – লর্ড ডালহৌসী , ১৮৫৩ সালে

> আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন – সৈয়দ আহমেদ খান

> উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন কে - লর্ড ক্যানিং

> প্রথম তৈরী শহীদ মিনার কে উন্মোচন করেন – শহীদ শফিউরের পিতা

> দোলাই খাল কে খনন করেন – ইসলাম খান

> চট্রগ্রাম - এর নাম “ ইসলামাবাদ ” রাখেন কে – শায়েস্তা খান

> বাংলায় দ্বৈত শাসন কে রহিত করেন – ওয়ারেন হেস্টিংস

>“ দশশালা বন্দোবস্ত ” ( ১৭৯০ ) কে চালু করেন – লর্ড কর্ণওয়ালিস

> ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন – নুরুল আমিন

> দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায় – রেঙ্গুন ( মায়ানমার )

> বাংলার আকবর বলা হয় কাকে – আলাউদ্দিন হোসেন শাহ

> বাংলাদেশের মুসলিম সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে – আলাউদ্দিন হোসেন শাহ – উনি চট্রগ্রাম হতে আরাকানদের বিতাড়িত করেন

> শাহ মুহম্মদ সগীরকে “ ইউসুফ জোলেখা ” লিখতে পৃষ্ঠপোষকতা করেন কে - গিয়াসউদ্দিন আযম শাহ – তার আমলে চীন থেকে মা - হূয়ান > দূত হিসেবে আসেন

> দাম মুদ্রা কে চালু করেন – মুহম্মদ বিন তুঘলক

> দিল্লীর কুতুব মিনার কে নির্মান করেন – কুতুব উদ্দীন আইবেক

> ইবনে বতুতার প্রকৃত নাম কি – আবু আবদুল্লাহ মুহাম্মদ

> সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন – ফেরদৌসি

> ইবনে বতুতা কোন দেশ থেকে বাংলায় আসেন – মরক্কো – তিনি ফখরুউদ্দিন মুবারক শাহ এর আমলে বাংলায় আসেন

> ইবনে বতুতা বাংলাকে কি বলেছেন – দোযখপুর নিয়ামত

> ইবনে বতুতার লেখা গ্রন্থের নাম কি – কিতাবুল রেহালা

> সুলতানী আমলে প্রথম নারী শাসক কে ছিলেন – ইলতু ৎমিশের কন্যা সুলতানা রাজিয়া

> লক্ষন সেনের সময়ে শ্রেষ্ঠ সভাকবি ছিলেন কে – হলায়ূধ মিশ্র

> হযরত শাহ জালাল কোন দেশের অধিবাসী ছিলেন – তুরস্ক – তিনি সুলতান শামসুদ্দিন ফিরুজ শাহের আমলে বাংলায় আসেন

>বখতিয়ার খলজী কোথায় রাজধানী স্থাপন করেন – গৌড়ে ও দেবকোটে ( দিনাজপুর )

>কে কৌলিণ্য প্রথা চালু করেন – বল্লাল সেন

> ইবনে বতুতা কোন শাসকের সময়ে দিল্লীতে আসেন – মুহম্মদ বিন তুঘলক !

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর -১২ "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে