সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর-০৭

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর-০৭


১. ‘Read attentively ‘- এটি কোন ধরনের বাক্য ?

উত্তর : Imperative

২. ১৬.৫ এর ১.৩% কত ?

উত্তর : ০.২১৪৫

৩. IMF -এর পূর্ণরুপ কোনটি ?

উত্তর : International Monetary Fund

৪. বিশ্বে প্রথম মহাশূন্যে ভ্রমণকারীর নাম কি ?

উত্তর : ইউরি গ্যাগারিন

৫. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয় ?

উত্তর : ৭ এপ্রিল , ১৯৭৩

৬. বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদ বিন্দুর অবস্থান কোথায় হবে ?

উত্তর : বৃত্তের কেন্দ্রে

৮. একটি জিনিস ২৪ টাকায় বিক্রি করলে ২০% লাভ হয় । জিনিসটির ক্রয়মুল্য কত ?

উত্তর : ২০ টাকা

৯. ‘Ulysses’ কবিতাটির রচয়িতা কে ?

উত্তর : Alfred Lord Tennyson

১০ . ‘যা কষ্টে জয় করা যায় ‘- বাক্যটি এক কথায় কি হবে ?

উত্তর : দুর্জয়

১১. কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয় ?

উত্তর : ১৪০০ সাল

১২. বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?

উত্তর : ব্যারোমিটার

১৩. ব্যানবেইস-এর তথ্যানু্যায়ী বর্তমানে বাংলাদেশে প্রাথমিক স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীর স্ংখ্যা কত ?

উত্তর : প্রায় ১ কোটি ৭০ লাখ

১৪. ভারত- বাংলাদেশ সীমানা চিহ্নিতকরনে মুজিব-ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয় ?

উত্তর : ১৬ মে , ১৯৭৪

১৫. ব্যানবেইস -এর তথ্যানুযায়ী বর্তমানে বাংলাদেশে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত ?

( Note: বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিক্স ২০১০ ( ব্যানবেইস ) -এর সর্বশেষ তথ্যানুযায়ী দেশে ছাত্রছাত্রীর অনুপাত প্রাইমারী স্কুলে ৪৯.৫ ও ৫০.৫ , মাধ্যমিক বিদ্যালয়ে ৪৬.৬৯ ও ৫৩ .৩১ , কলেজে ৫৫.১ ও ৪৪.৯ এবং মাদ্রাসায় ৪৬.৯৫ ও ৫৩ .০৫ ।

১৬. সার্বিক সেট U = { 1, 2 , 3, 4 , 5, 6 ,} A= {1, 3, 5 }, B= {3 , 5 , 6 } হলে A’ B’ কত হবে ?

উত্তর : { 2 , 4 }

১৭. একটি ঘরের দৈর্ঘ্য ৮ মি . প্রস্থ ৬ মি . এবং উচ্চতা ৩ মি . হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে ?

উত্তর : ৮৪ ব. মি.

১৮. কোন পুস্তকটি Charles Dickens -এর লেখা ?

উত্তর : David Copperfield

১৯. ‘I depended ______ his word ‘বাক্যটির শূন্যস্থানে বসবে –

উত্তর : Upon

২০. ‘ অবশেষে ‘ শব্দটির ‘ অব ‘ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত ?

উত্তর : নিম্নে

২১. ‘এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ , পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক ।‘

উত্তর : কবর

২২. ‘ কম্পিউটার ‘- এর জনক কে ?

উত্তর : চার্লস ব্যাবেজ

২৩. সে কঠোর পরিশ্রম করে, তাই না ? বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে –

উত্তর : He works hard , doesn’t he ?

২৪. প্রাথমিক শিক্ষাস্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি ?

( Note: বর্তমান মতে ৫০ টি ,পূর্বে ছিল ৫৩ টি ।)

২৫. বিশ্ববিখ্যাত ক্রিকেটার ডোনান্ড ব্র্যাডম্যান কত তারিখে মারা যান ?

উত্তর : ২৫ ফেব্রূয়ারি , ২০০১

২৬. জাতিসংঘের বর্তমান মহাসচিব কফি আনান কোন দেশের নাগরিক ?

আন্তনি গুতেরেস

২৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে’ বীরপ্রতীক ‘ প্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক ওভারল্যান্ড কোন দেশে জন্ম গ্রহণ করেন ?

উত্তর : হল্যান্ড

২৮. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ 1200 হলে বহুভুজটির বাহুসংখ্যা কত ?

উত্তর : 20

২৯. ‘ He tried all plans ‘বাক্যটির Negative form হবে –

উত্তর : He left no plan untried

৩০. ‘সহোদর ‘ কোন সমাস ?

উত্তর : বহুব্রীহি

৩১. ‘পায়ের আওয়াজ পাওয়া যায় ‘ -নাটকটির লেখক কে ?

উত্তর : সৈয়দ শামসুল হক

৩২. ২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম কি ?

উত্তর : কিম দায়ে জং

৩৩. বায়ুতে বা শূণ্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি কত ?

উত্তর : ৩ ১০৮ মিটার

৩৪. দাবায় বাংলাদেশের একমাত্র গ্র্যান্ডমাস্টার কে ?

উত্তর : নিয়াজ মোরশেদ

৩৫. সাভারের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?

উত্তর : মইনুল হোসেন

৩৬. ৫ থেকে ৩৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত ?

উত্তর : ৬২০

৩৭. ১৪ জন সৈনিক ৪ ঘন্টায় একটি ট্রেঞ্জ খনন করতে পারে । ১৮ জন সৈনিক কত সময়ে ট্রেঞ্জটি খননটি করতে পারবে ?

উত্তর : ৩ ঘন্টা

৩৮. কোনটি শুদ্ধ বানান ?

উত্তর : TRANSPARENCY

৩৯. ‘I shall be teaching him ‘বাক্যটির passive form হবে –

উত্তর : He will be being taught by me

৪০. ‘অনুগ্রহ’ -এর বিপরীত শব্দ কোনটি ?

উত্তর : নিগ্রহ

৪১. ‘শেষের কবিতা ‘ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি –

উত্তর : উপন্যাসের নাম

৪২. ইংরেজিতে অনুবাদ করুন:

ক. আমি প্রত্যেক দিন আমার মাকে খবরের কাগজ পড়ে শোনাই।

Ans: I make my mother hear the reading of newspaper everyday.

খ. বাংলাদেশে প্রচুর পাট জন্মায় ।

Ans: A lot of jute grows in Bangladesh .

গ. মেয়েটি নাচতে নাচতে আসছল ।

Ans: The girl was coming dancing .

ঘ. সে কি জানে কিভাবে ফুটবল খেলতে হয় ? Ans: Does he know how to play football ? ঙ. তাকে কি বিশ্বাস করা যায় ?

Ans: Can he be trusted ?

চ. তারা আসার আগেই আমি খেতে বসেছিলাম ।

Ans: I had eaten rice before they came .

ছ. এই বাগানের ফুলগুলো দেখতে কি সুন্দর !

Ans: How nice the flowers of this garden are!

জ. ট্রেনটি সময়মত স্টেশন থেকে ছেড়ে যাবে ।

Ans: The train will leave the station on time.

৪৩. বাংলায় অনুবাদ ক্রুন :

ক. There is no greater misfortune in life than blindness .

উত্তর : জীবনে অন্ধত্বের মতো দুর্ভাগ্য আর কিছু নেই ।

খ. An honest man is rapected by all .

উত্তর : সৎলোক সবার দ্বারা সন্মানিত ।

গ. One should pay respect to one’s parents .

উত্তর : সবার উচিত পিতামাতাকে শ্রদ্ধা করা ।

ঘ. Did they come to Bangladesh to celebrate the independence day ?

উত্তর : তারা কি বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করতে এসেছিল ?

ঙ. He did not teach English in a school .

উত্তর : তিনি বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা দিতেন না ।

চ. The poor does not know what to do .

উত্তর : গরিবেরা জানে না কি করতে হবে ।

ছ. He is a man pleasant personality .

উত্তর : তিনি একজন সুপ্রিয় ব্যক্তিত্বের মানুষ ।

জ. They distributed food grains among the poor .

উত্তর: তারা গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করেছিল ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর-০৭"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে