সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর-০৩

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর-০৩


► প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন?
     উত্তর : - ২০১০ সালে।

► তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
     উত্তর : - ডাউকি।

► BTRC এর ইংরেজী পূর্ণরূপ কোনটি?
     উত্তর : - Bangladesh Telecommunication Regulatory Commission.

► বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
     উত্তর : - সৈয়দপুর।

► বাংলাদেশের White Gold কোনটি?
     উত্তর : - চিংড়ি।

► বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়?
     উত্তর : - কক্সবাজার।

‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম?
     উত্তর : - উন্নত জাতের গমের নাম।

‘আলোকিত মানুষ চাই’ এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?
     উত্তর : - বিশ্ব সাহিত্য কেন্দ্র।

► বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নরের নাম কি?
     উত্তর : - নাজনীন সুলতানা ।

► পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
     উত্তর : - ১৫-১৯ মার্চ ২০১১ ।

► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয় কবে?
     উত্তর : - ৪ ডিসেম্বর, ২০১১।

► টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
     উত্তর : - মণিপুর

► বাংলাদেশের বিমান বাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হওয়া ভূমি থেকে আকাশে নিক্ষেপনযোগ্য সল্প পাল্লার ক্ষেপণাস্রের নাম কি?
     উত্তর : - এফএম-৯০।

► বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম কি?
     উত্তর : - IBM 1620

► বাংলাদেশে প্রথম কবে এবং কোথায় কম্পিউটার স্থাপিত হয়?
     উত্তর : - ১৯৬৪ সালে ঢাকায় পরমাণু শক্তিকেন্দ্রে।

► বাংলাদেশ সাব মেরিন ক্যাবল যুক্ত হওয়ার চুক্তি স্বাক্ষর করে কবে?
     উত্তর : - ২৭ মার্চ ২০০৪।

► বিজিবির সর্বপ্রথম নাম কি ছিল?
     উত্তর : - রামগড় লোকাল ব্যাটালিয়ন।

► স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন্?
     উত্তর : - মোহাম্মদ উল্লাহ্।

► জাতিসংহের প্রথম মহাসচিব কে ছিলেন?
     উত্তর : - ট্রিগভেলি

► কবে সর্বপ্রথম বাংলাদেশে লিভার প্রতিস্থাপন অপারেশন করা হয়?
     উত্তর : - জুন ২০১০।

► আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ?
     উত্তর : - ভেদরগঞ্জ,শরীয়তপুর।

► বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ?
     উত্তর : - ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

► বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত?
     উত্তর : - ৫৫ শতাংশ

► বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে কবে?
     উত্তর : - ৬ ফেব্রুয়ারি ২০১০।

► বাংলাদেশে কত সনে ভ্যাট চালু হয়্?
     উত্তর : - ১৯৯১

► বাংলাদেশের কোন চ্চলচিত্ররতি প্রথম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়?
     উত্তর : - মাটির ময়না

► বাংলাদেশে মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে ?
     উত্তর : - ১৯৭৪

► বাংলাদেশে প্রথম ভিক্ষুক জরিপ চালানো হয় কবে?
     উত্তর : - ৩০ সেপ্টেম্বর ২০১১

► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়:
     উত্তর : - ৪ ডিসেম্বর, ২০১১।

► ১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর বাজারে ছাড়া প্রথম ২ টাকা নোটের ডিজাইনার কে?
     উত্তর : - রফি উদ্দিন আহমদ।

► দেশের প্রথম টানেল নির্মিত হবে কোথায়?
     উত্তর : - পতেঙ্গায় কর্ণফুলি নদীর মোহনায়।

► দেশের দ্বিতীয় ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি কোথায় অবস্থিত?
     উত্তর : - আগ্রাবাদ, চট্রগ্রাম।

► CPGCB এর পূর্ণরুপ কি?
     উত্তর : - Coal Power Generation Company of Bangladesh Limited

► CPGCB কবে গঠিত হয়?
     উত্তর : - ২০১১ সালের ডিসেম্বরে।

► দেশের প্রথম কমিউনিটি রেডিও চালু হয় কবে কোথায়্?
     উত্তর : - ৬ অক্টোবর ২০১১, রাজশাহীতে।

► দেশীয় ব্রান্ডের ল্যাপটপ দোয়েল বাজারে আসে কবে এবং এর প্রস্তুতকারক কে?
     উত্তর : - ১১ অক্টোবর ২০১১, টেলিফোন শিল্প সংস্থা।

► কোন আরব দেশ সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
     উত্তর : - ইরাক।

► জাতীয় প্রতীকের ছবি ব্যবহার করতে পারেন কারা?
     উত্তর : - রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

► বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের নকশা তৈরি করেছেন কে?
     উত্তর : - এ. এন. এ সাহা

► নিঝুম দ্বীপের পুরনো নাম কি?
     উত্তর : - বাউলার চর।

► ছেঁড়া দ্বীপের আয়তন কত?
     উত্তর : - ৩ কিলো মিটার।

► সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
     উত্তর : - ৮ বর্গ কিলোমিটার।

► সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি?
     উত্তর : - নারিকেল জিঞ্জিরা।

► বাংলাদেশের বৃহত্তর দ্বীপের নাম কি?
উত্তর : ভোলা।

► বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি?
উত্তর : ভোলা।

► বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তর : সেন্টমার্টিন।

► সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
উত্তর : ৮ বর্গ কিলোমিটার।

► সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি?
উত্তর : নারিকেল জিঞ্জিরা।

► ছেঁড়া দ্বীপের আয়তন কত?
উত্তর : ৩ কিলো মিটার।

► নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর : নোয়াখালী।

► নিঝুম দ্বীপের পুরনো নাম কি?
উত্তর : বাউলার চর।

► পতুগীজরা কোন দ্বীপে বসবাস করত?
উত্তর : ভোলার মনপুরা দ্বীপে।

► বাংলাদেশ ক্রিকেট কন্ট্রেল বোর্ড (বিসিবি) গঠিত হয় কবে?
উত্তর : ১৯৭২ সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড গঠিত হয়।

► বাংলাদেশ কবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সহযোগী সদস্যপদ লাভ করে?
উত্তর : ১৯৭৭ সালে।

► বাংলাদেশ কবে, কিভাবে বিশ্ব ক্রিকেটে আত্নপ্রকাশ করে?
উত্তর : রাকিবুল হাসানের নেতৃত্বে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে আত্নপ্রকাশ করে।

► বাংলাদেশ সর্বপ্রথম আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে কবে কার বিরুদ্ধে কোথায় ম্যাচ খেলে?
উত্তর : গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে এশিয়া কাপ ক্রিকেটে ১৯৮৬ সালের ৩১ মার্চ বাংলাদেশ সর্বপ্রথম আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে অংশগ্রহণ করে।

► বাংলাদেশে প্রথম কবে আন্তর্জাতিক একদিনের ক্রিকেট প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়?
উত্তর : আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ১৯৮৮ সালে এশিয়া কাপে অংশগ্রহণ করে। এটাই ছিল বাংলাদেশে অনুষ্ঠিত সর্বপ্রথম আন্তর্জাতিক একদিনের ক্রিকেট প্রতিযোগিতা।

► আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে ক্রিকেট টিম প্রথম জয় লাভ করে কবে?
উত্তর : বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের দেখা পায় ১৯৯৮ সালে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় টানা ২২ খেলায় হারের পর কেনিয়ার বিপক্ষে ভারতে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ এই জয় পায়।

► বাংলাদেশ জাতীয় ক্রিকটে দল আর কি নামে পরিচিত?
উত্তর : টাইগার।

► কবে থেকে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ওয়ানডে খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে খেলছে?
উত্তর : ১৯৯৭ সাল থেকে।

► বাংলাদেশ কবে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা লাভ করে?
উত্তর : ২০০০ সালের ২৬ জুন।

► আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ?
উত্তর: ভেদরগঞ্জ,শরীয়তপুর।

► বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ?
উত্তর: নাটোর(সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)

► ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ?
উত্তর: কুয়াকাটা,পটুয়াখালী।

► বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র (দ্বিতীয় জাপান)

► বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ?
উত্তর: ড.জামালউদ্দিন (বাংলাদেশ)

► ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ?
উত্তর: রংপুর।

► বাংলাদেশ রাইফেসলস (BDR)-এর পরিববর্তিত নাম কি?
উত্তর: “বর্ডার গার্ড বাংলাদেশ” (BGB)

► বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ?
উত্তর: ২৩ জানুয়ারী,২০১১।

► কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ?
উত্তর: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

► সোমালিয়ার জলদস্যরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কি ?
উত্তর: এমভি জাহান মনি।

► দেশের বৃহত্তম সৌর বিদ্যু কেন্দ্র কোথায় অবস্হিত ?
উত্তর: স্বন্দ্বীপ,চট্টগ্রাম।

► সম্প্রতি কোন গাছকে জাতীয় বৃক্ষ (গাছ) ঘোষনা করা হয় ?
উত্তর: আম।

► জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: বাংলাদেশ।

► দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক কোনটি ?
উত্তর: মহামায়া লেক(মিরসরাই.চট্টগ্রাম) বৃহত্তম লেক হলো কাম্তাই লেক।

► সম্প্রতি দেশে চালুকৃত নতুন টেলিভিশন চ্যানেলের নাম কি ?
উত্তর: সংসদ বাংলাদেশ টেলিভিশন।

► সম্প্রতি দেহে ছড়িয়ে পড়া ভাইরাসের নাম কি ??
উত্তর: নিপা।

► বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ?
উত্তর: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

► বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর: ভাটিয়ারি,চট্টগ্রাম।

► বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর: পতেঙ্গা,চট্টগ্রাম।

► বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর: যশোর।

► আড়িয়াল বিল অবস্থিত – মুন্সিগঞ্জে।

► চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদি – আত্রাই।

► বাংলাদেশের ‘পশ্চিমা বাহিনীর নদী’ বলা হয় – বিল ডাকাতিয়াকে।

► টাঙ্গুয়ার হাওর অবস্থিত – সুনামগঞ্জে।

► বাংলাদেশের সর্বোচ্চ স্বাদু পানির হৃদ – বগা লেক (বান্দরবান)।

► দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক – মহামায়া (চট্টগ্রাম)।

► বাংলাদেশের বৃহত্তম বিল – চলন বিল।

► বাংলাদেশের মিঠাপানিত মাছের প্রধান উৎস – চলন বিল।

► তামাবিল অবস্থিত – সিলেটে।

► চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত – ফয়’স লেক।

► বাংলাদেশের সর্ববৃহৎ হাওর – হাকালুকি হাওর।

► বিশ্বের বৃহত্তম আসমুদ্র সৈকত – কক্সবাজার সমুদ্র সৈকত।

► যে সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সুর্যাস্ত দেখা যায় – কুয়াকাটা সমুদ্র সৈকত।

► বাংলাদেশের সমুদ্র সৈকত দুটি – চট্টগ্রাম ও মংলা।

► পাথর সমৃদ্ধ ‘ইনানি বিচ’ অবস্থিত – কক্সবাজারে।

► কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয় – সাগর কন্যা।

► চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত – কর্ণফুলী নদীর তীরে।

► কাপ্তাই হৃদ অবস্থিত – রাঙামাটিতে।

► মংলা সমুদ্র বন্দর অবস্থিত – পশুর নদীর তীরে।

► কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকে বলে – ভেঙ্গী ভ্যালী।

► হালদা ভ্যালি অবস্থিত – খাগরাছড়িতে।

► ‘বলিশিরা ভ্যালি’ অবস্থিত – মৌলভিবাজার জেলায়।

► ‘নাপিত খালি ভ্যালি’ অবস্থিত – কক্সবাজার।

► দেশের সবচেয়ে বড় দীঘি – রামসাগর (দিনাজপুর)।

► ‘দূর্গা সাগর’ অবস্থিত – মাধবপাশা, বরিশাল।

► মূহুরির চর অবস্থিত – পরশুরাম, ফেনী।

► দুবলার চর অবস্থিত – সুন্দরবনের দক্ষিণে।

► পাটনি চর অবস্থিত – সুন্দরবন।

► চর মানিক ও চর জব্বার – ভোলা।

► চর কুকরি মুকরি অবস্থিত – ভোলা।

► চর নিউটন অবস্থিত – ভোলা।

► চর আলেকজেন্ডার অবস্থিত—রামগতি, লক্ষীপুর।

► উড়ির চর অবস্থিত – সন্দ্বীপ, চট্টগ্রাম।

► সোনাদিয়া দ্বীপ বিখ্যাত – সামুদ্রিক মাছ শিকারের জন্য।

► শীতল ঝর্নার পাহাড় আছে – হিমছড়িতে।

► মৌলভিবাজার জেলার বড়লেখায় অবস্থিত – মাধবকুন্ডু জলপ্রপাত।

► গরম পানির ঝরনা অবস্থিত – সীতাকুন্ড পাহাড়ে।

► বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম – ভোলা।

► দেশের বৃহত্তম ব-দ্বীপ – সুন্দরবন।

► মনপুরা দ্বীপ অবস্থিত – ভোলা জেলায়।

► কালা পাহাড় বা পাহাড়ের রাণী বলা হয় – চিম্বুক পাহাড়কে।

► বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ – মহেশখালী।

► দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত – হাঁড়িয়াভাঙ্গা নদীর মোহনায়, সাতক্ষীরা।

► চিম্বুক পাহাড় অবস্থিত – বান্দরবান।

► নিঝুম দ্বীপ অবস্থিত – মেঘনার মোহনায়, নোয়াখালী।

► চন্দ্রনাথ পাহাড় অবস্থিত – সীতাকুন্ডে।

► পৃথিবীর সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় -- বাংলাদেশে ।

► পৃথিবীর প্রধান পাট রপ্তানীকারক দেশ -- বাংলাদেশ ।

► বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা -- হাজী শরীয়তউল্লাহ।

► হাজী শরীয়তউল্লাহ জন্ম গ্রহন করেন -- ১৭৮১ সালে মাদারীপুর জেলায়।

► প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীকার আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন -- তিতুমীর।

► কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয় -- লেঃ কর্ণেল স্টুয়ার্ট।

► সুন্দরবন কোন দুটি দেশে বিস্তৃত -- বাংলাদেশ-ভারত।

► বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম -- বৈলাম গাছ।

► দেশের প্রথম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন উদ্ধোধন করা হয় -- ১৭ জানু ২০০১, চন্দ্রনাথ পাহাড়ে।

► সুন্দরবনের মোট আয়তন -- ৬০১৭ বর্গ কি. মি।

► ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান গাছ -- শাল বা গজারী।

► বাংলাদেশের বনভূমি কয়টি অঞ্চলে বিভক্ত -- ৩টি।

► বাংলার প্রথম মূখ্যমন্ত্রী ছিলেন – এ.কে. ফজলুল হক।

► স্বরোজ দলের নেতা ছিলেন – চিত্তরঞ্জন দাস।

► ঢাকায় ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয় – ১৯২৬ সালে।

► বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র -- ২৬ টি, রুপগঞ্জ (২৫ তম), পাবনা (২৬ তম)।

► যে প্রতিষ্ঠান বাংলাদেশে প্রথম তেল অনসন্ধানের কাজ শুরু করে – SVOC (Standard Vaculum Oil Company, ১৯১১ সালে)।

► বাংলাদেশের একমাত্র তেলক্ষেত্রটি অবস্থিত – সিলেট জেলার হরিপুরে।

► দেশে প্রথম বানিজ্যিক ভিত্তিতে তেল উৎপাদন শুরু হয়—১৯৮৭ সালে।

► দেশের একমাত্র তেল শোধনাগার অবস্থিত -- “ইর্স্টান রিফাইনারী লিঃ” চট্টগ্রামের পতেঙ্গায়।

► বাংলাদেশে বর্তমানে গ্যাস সুবিধা পাচ্ছে -- ১৪ ভাগ মানুষ।

► রাকিবুল হাসানের নেতৃত্বে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে আত্নপ্রকাশ করে।

► গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে এশিয়া কাপ ক্রিকেটে ১৯৮৬ সালের ৩১ মার্চ বাংলাদেশ সর্বপ্রথম আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে অংশগ্রহণ করে।

► আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ১৯৮৮ সালে এশিয়া কাপে অংশগ্রহণ করে। এটাই ছিল বাংলাদেশে অনুষ্ঠিত সর্বপ্রথম আন্তর্জাতিক একদিনের ক্রিকেট প্রতিযোগিতা।

► বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের দেখা পায় ১৯৯৮ সালে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় টানা ২২ খেলায় হারের পর কেনিয়ার বিপক্ষে ভারতে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ এই জয় পায়।

► দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর (আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম) অবস্থিত- সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। মাটির নিচে প্রায় ২৪ ফুট গভীরে দ্বিতল ভবনবিশিষ্ট জাদুঘরটি ৭ মার্চ ২০১১ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়

► মানুষের আঙুল আর ঠোটের ছাপ কারোটা কারো সাথে মেলেনা। এবার জেনে রাখুন জেব্রাদের গেয়ে যে কালো ডোরা কাটা দাগ থাকে তা দেখতে সবগুলির এক রকম মনে হলেও আসলে কিন্তু ওদের একজনের গায়ের দাগের সাথে অন্য জনের গায়ের দাগ মিলবেনা। আর এই দাগের পার্থক্যেই ওরা একজন আরেকজনকে আলাদা করে চিনতে পারে।

► বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ড

► কোন সেক্টর কমান্ডারের সাংকেতিক নাম ছিল ‘টাইগার লিডার’ : মীর শওকত আলী।

► বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী

► বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল ২ বার।

► বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫১৩৮ কি.মি.।

► বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল।

► তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলার মধ্যে দিয়ে।

► হিমছড়ি ঝরণার অন্য নাম পরিমুড়া।

► ঢাকা চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।

► ঢাকার প্রাচীনতম মসজিদ হল বিনত বিবির মসজিদ।

► ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতি জলে ৭ ডিসেম্বর ১৯০১ সালে আহসান মঞ্জিলে।

► এলিট বাহিনী র‍্যাব আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ২৬ মার্চ ২০০৪।

► বাংলাদেশ বর্ডার গার্ডের সর্বপ্রথম দেয়া নাম রামগড় লোকাল ব্যাটালিয়ন।

► বাংলাদেশে ১৯৯২ সাল থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়।

► বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম বিডিনিউজ২৪.কম।

► বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপীলিকা (Pipilika)।

► প্রথম বাংলাদেশী হিসেবে সাজিদ আলী হাওলাদার কোনো প্রাণী আবিষ্কার করেন।

► বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচ বাংলা ব্যাংক লি.। (৩১ মার্চ, ১১)

► বাংলাদেশের নাটোর জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী (সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)

► ডলুরা শুল্ক ষ্টেশন অবস্থিত : সুনামগঞ্জ।

► দেশে প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে জনতা ব্যাংক।

► বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক : অধ্যাপিকা হান্নানা বেগম।

► বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এ এন এম হামিদুল্লাহ।

► দুই টাকার নোট হচ্ছে সর্বোচ্চ সরকারি নোট। এক এবং দুই টাকার নোট ছাপে অর্থমন্ত্রনালয় তাই এ দুটি নোটকে সরকারি নোট বলা হয়্। বাকি নোট ছাপা হয় বাংলাদেশ ব্যাংক থেকে।

► ১৩ শতকে কাগজি নোটের প্রথম প্রচলন ঘটে চীনে। ১৬৯০ সালে যুক্তরাষ্ট্রে ও ১৬৯৫ সালে ইউরোপে প্রথম ব্যাংকনোটের প্রচলন শুরু হয়।

► UNESCO সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষনা করেছে ৬ ডিসেম্বর ১৯৯৭।

► জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর কবে চালু হয় ৪ সেপ্টেম্বর, ১৯৮০।

► রেলপথ মন্ত্রনালয় গঠন করা হয় ৪ ডিসেম্বর ২০১১।

► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়: ৪ ডিসেম্বর, ২০১১।

► ঢাকার প্রাচীনতম মসজিদ হল বিনত বিবির মসজিদ।

► ফারাক্কা বাঁধ বাংলাদেশ সীমানা হতে দূরে অবস্থিত : ১৬.৫ কিলোমিটার।

► মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু করা হয় : ১লা জুলাই ১৯৯১।

► বাংলাদেশের কনিষ্ঠতম কম্পিউটার প্রোগ্রামারের নাম ওয়াসিক ফারহান রূপকথা।

► ২৩ মে ২০১০ প্রথম বাংলাদেশী হিসেবে এভারেষ্ট জয় করেন : মুসা ইব্রাহীম।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর-০৩"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে