সংবিধান বিষয়ক প্রশ্ন ও উত্তর

সংবিধান বিষয়ক প্রশ্ন ও উত্তর


 বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় – ১৯৭২ সালের ৪ নভেম্বর।

সংবিধান কার্যকর হয় – ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।


বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির প্রধান - - ড. কামাল হোসেন।


সংবিধানে অনুচ্ছেদ আছে - - ১৫৩ টি।


সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বয়স হতে হবে - - ২৫ বছর।


গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া হয় - - ১১ নং অনুচ্ছেদে।


সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন হয় - - ৫২ নং অনুচ্ছেদ।


সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তিত হয় - - দ্বাদশ।


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় সংবিধানের – পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।


জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষিত আছে - - ৩২ নং অনুচ্ছেদে।


এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধানের সংশোধন হয়েছে --‌১৬ টি ।


সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক – সুপ্রিম কোর্ট।


প্রশাসনিক ট্রাইবুনাল গঠনের উল্লেখ আছে – ১১৭(১)অনুচ্ছেদে।


রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমুহ হতে বিচার বিভাগের পৃথকীকরণের উল্লেখ আছে – ২২ নং অনুচ্ছেদে।


সংবিধান সংশোধনীর বিষয়টি উল্লেখ আছে – ১৪২ নং অনুচ্ছেদে।


জরুরি বিধিমালার বিষয়টি সংবিধানে আছে - - ১৪১(ক) অনুচ্ছেদে।


নির্বাচন কমিশন প্রতিষ্টা হয়েছে - - ১১৮ নং অনুচ্ছেদে।


‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ বলা আছে –২৭ নং অনুচ্ছেদে।


‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বর্ণিত আছে - - ২৮(২) নং অনুচ্ছেদে।


রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে - - ৮ নং অনুচ্ছেদে।


‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’ বলা আছে – ৩ নং অনুচ্ছেদে।


রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা হয়েছে - - ২(ক) নং অনুচ্ছেদে।


বাংলাদেশের সরকারি কর্মকমিশন গঠিত হয় – ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী।


বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার - - বিচারপতি মোঃ ইদ্রিস।


নির্বাচন সম্পর্কে জাতীয় সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা উল্লেখ আছে - - ১২৪ নং অনুচ্ছেদে।


ভোটার তালিকার বিধান বর্ণিত আছে - - ১২১ নং অনুচ্ছেদে।


সুপ্রিম কোর্টের ডিভিশন - - দুটি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।


বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় - - ১৯৩৭ সালে।


নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় - - ১ নভেম্বর ২০০৭।


রাষ্ট্রের পক্ষে আইনের জটিলতা প্রশ্নে মতামত প্রকাশ করেন - - এটর্নি জেনারেল।


সংবিধান প্রণয়নের কমিটি গঠন করা হয়েছিল- ১১ই এপ্রিল,১৯৭২ সাল ;


 সংবিধান প্রণয়নের কমিটির প্রধান ছিলেন – ড . কামাল হোসেন ;


সংবিধান প্রণয়নের কমিটির মোট সদস্যে ছিলেন – ৩৪ জন ;


 সংবিধানের খসড়া পর্যালোচনা কমিটির সদস্য ছিলেন – ড .আনিসুজ্জামান (আহবায়ক ), সৈয়দ আলী আহসান এবং মযহারুল ইসলামকে (ভাষা বিশেষজ্ঞ);


সংবিধান ছাপাতে ব্যয় হয়েছিলো – ১৪ হাজার টাকা ;


 সংবিধান অলংকরণের দায়িত্বে ছিলেন – শিল্পী হাশেম খান ;


 সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপিত হয়- ১২ই অক্টোবর , ১৯৭২সাল;


 সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপন করেছিলেন – ড. কামাল হোসেন ;


 সংবিধান গণপরিষদে পাশ এবং আইনে পরিণত হয় – ৪ঠা নভেম্বর , ১৯৭২ সাল;


সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয় – ৪ঠা নভেম্বর,১৯৭২ সাল;


 সংবিধান জাতীয় সংসদে কার্যকর হয় -১৬ই ডিসেম্বর,১৯৭২ সাল;


 মূল সংবিধানের কপিটি বর্তমানে সংরক্ষিত আছে – বাংলাদেশ জাতীয় জাদুঘরে ;


 সংবিধানের প্রথমেই রয়েছে – প্রস্তাবনা


সংবিধানের প্রথম ভাগে বলা হয়েছে -রয়েছে – প্রজাতন্ত্র সম্পর্কে ;


সংবিধানের প্রথম ভাগে অনুচ্ছেদ রয়েছে – সাতটি ;


সংবিধানের দ্বিতীয় ভাগে বলা হয়েছে -রয়েছে – রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে ;


 সংবিধানের দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে – আটারো টি ;

 সংবিধানের তৃতীয় ভাগে বলা হয়েছে – মৌলিক অধিকার সম্পর্কে ;

 সংবিধানের তৃতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে – একুশ টি ;

সংবিধানের চতুর্থ ভাগে বলা হয়েছে – নির্বাহী বিভাগ সম্পর্কে ;

সংবিধানের চতুর্থ ভাগে অনুচ্ছেদ রয়েছে – ষোল টি;

 সংবিধানের পঞ্চম ভাগে বলা হয়েছে -আইনসভা সম্পর্কে ;

সংবিধানের পঞ্চম ভাগে অনুচ্ছেদ রয়েছে – ঊনত্রিশটি ;

 সংবিধানের ষষ্ঠ ভাগে বলা হয়েছে – বিচার বিভাগ সম্পর্কে ;

 সংবিধানের ষষ্ঠ ভাগে অনুচ্ছেদ রয়েছে – চব্বিশটি;

 সংবিধানের সপ্তম ভাগে বলা হয়েছে – নির্বাচন সম্পর্কে ;

 সংবিধানের সপ্তম ভাগে অনুচ্ছেদ রয়েছে – নয়টি ;

 সংবিধানের অষ্টম ভাগে বলা হয়েছে – মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কে ;

সংবিধানের অষ্টম ভাগে অনুচ্ছেদ রয়েছে – ছয়টি ;

সংবিধানের নবম ভাগে বলা হয়েছে -বাংলাদেশের কর্মবিভাগ সম্পর্কে ;

 সংবিধানের নবম ভাগে অনুচ্ছেদ রয়েছে – দশটি ;

 সংবিধানের দশম ভাগে বলা হয়েছে – সংবিধান সংশোধন সম্পর্কে ;

 সংবিধানের দশম ভাগে অনুচ্ছেদ রয়েছে – একটি ;

১২ সংবিধানের একাদশ ভাগে বলা হয়েছে – বিবিধ সম্পর্কে ;

 সংবিধানের একাদশ ভাগে অনুচ্ছেদ রয়েছে – এগার টি ;

সংবিধানের মোট ভাগ – এগারটি ;

 সংবিধানের মোট অনুচ্ছেদ – একশ তিপ্পান্নটি;

সংবিধানের মোট তফসিল – সাতটি

 সংবিধান পরিবর্তন বা সংশোধন হয় – সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ ভোটে;

২০১১ সালের ৩ রা জুলাই পর্যন্ত সর্বমোট সংশোধনী – ১৫টি ॥


=================প্রশ্ন ও উত্তর===========

১. প্রশ্নঃ বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?

উত্তরঃ সার্বভৌম প্রজাতন্ত্র।

২. প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?

উত্তরঃ সংবিধান।

৩. প্রশ্নঃ কোন দেশের কোনো লিখিত সংবিধান নাই?

উত্তরঃ বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।

৪. প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?

উত্তরঃ ভারত।

৫. প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?

উত্তরঃ আমেরিকা।

৬. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে?

উত্তরঃ ২৩ মার্চ ১৯৭২।

৭. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?

উত্তরঃ ১২ অক্টোবর ১৯৭২।

৮. প্রশ্নঃ সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয়?

উত্তরঃ ০৪ নভেম্বর ১৯৭২।

৯. প্রশ্নঃ কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?

উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২।

১০. প্রশ্নঃ বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭২।

১১. প্রশ্নঃ কোন দেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র?

উত্তরঃ বাংলাদেশ

১২. প্রশ্নঃ বাংলাদেশের সরকার পদ্ধতি কি?

উত্তরঃ এককেন্দ্রীক

১৩. প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?

উত্তরঃ সংবিধান

১৪. প্রশ্নঃ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কি?

উত্তরঃ শাসন বিভাগ

১৫. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে মোট ভাগ কয়টি?

উত্তরঃ ১১টি

১৬. প্রশ্নঃ সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টি?

উত্তরঃ ১৫৩টি

১৭. প্রশ্নঃ সংবিধানে তফসিল আছে কয়টি?

উত্তরঃ ৪টি

১৮. প্রশ্নঃ সংবিধানে মূলনীতি আছে কয়টি?

উত্তরঃ ৪টি

১৯. প্রশ্নঃ সংবিধানের রূপকার কে?

উত্তরঃ ড. কামালহোসেন

২০. প্রশ্নঃ সংবিধান রচনা কমিটির সদস্য কয় জন?

উত্তরঃ ৩৪জন (প্রধান ছিলেন- ড. কামাল হোসেন)

২১. প্রশ্নঃ সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিলেন?

উত্তরঃ সুরঞ্জিত সেনগুপ্ত

২২. প্রশ্নঃ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?

উত্তরঃ বেগম রাজিয়া বানু

২৩. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান তৈরি করা হয় কার আলোকে?

উত্তরঃ ভারত ও বৃটেনের সংবিধানের আলোকে

২৪. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন কে?

উত্তরঃ ড. কামাল হোসেন

২৫. প্রশ্নঃ সংবিধান সর্ব প্রথমগণ পরিষদে উত্থাপিত হয় কবে?

উত্তরঃ ১৯৭২ সালের ১২ অক্টোবর

২৬. প্রশ্নঃ সংবিধান গণপরিষদ গৃহীত হয় কবে?

উত্তরঃ ১৯৭২ সালের ৪ নভেম্বর

২৭. প্রশ্নঃ সংবিধান কার্যকর হয় কবে?

উত্তরঃ ১৬ ডিসেম্বর১৯৭২

২৮. প্রশ্নঃ সংবিধান দিবস কবে?

উত্তরঃ ৪ নভেম্বর

২৯. প্রশ্নঃ হস্তলিখিত লিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন কে?

উত্তরঃ শিল্পাচার্য জয়নুলআবেদীন

৩০. প্রশ্নঃ সংবিধান কত প্রকার ও কি কি?

উত্তরঃ ২ প্রকার । লিখিতসংবিধান ও অলিখিত সংবিধান

৩১. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান কি

উত্তরঃ লিখিত সংবিধান

৩২. প্রশ্নঃ লিখিত সংবিধান নেই কোন কোন রাষ্ট্রের?

উত্তরঃ বৃটেন,নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব

৩৩. প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন রাষ্ট্রের?

উত্তরঃ ভারতের; আর ছোট- মার্কিনযুক্তরাষ্ট্রের

৩৪. প্রশ্নঃ বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না?

উত্তরঃ ১৪ বছরের নিচের শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না

৩৫. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানথেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’বাদ পরে কবে?

উত্তরঃ ১৯৭৮ সালে

৩৬. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে আবার‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’সংযোজন হয় কবে?

উত্তরঃ ২০১১ সালে

৩৭. প্রশ্নঃ ‘বাঙালি’-র বদলে ‘বাংলাদেশি’জাতীয়তাবাদ প্রবর্তন করা হয় কবে?

উত্তরঃ ১৯৭৬সালে

৩৮. প্রশ্নঃ সংবিধানে ‘বিসমিল্লাহিররাহমানীর রাহিম’ গৃহীত হয় কবে?

উত্তরঃ ১৯৭৭সাল

৩৯. প্রশ্নঃ যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি কত?

উত্তরঃ ৪৭।

৪০. প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ চতুর্থ।

৪১. প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?

উত্তরঃ তৃতীয় ভাগে।

৪২. প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?

উত্তরঃ ১১৭।

৪৩. প্রশ্নঃ “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?

উত্তরঃ ধারা ২৭।

৪৪. প্রশ্নঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?

উত্তরঃ ১৫ তম।

৪৫. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?

উত্তরঃ ২৩ মার্চ, ১৯৭২।

৪৬. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?

উত্তরঃ ১২ অক্টোবর, ১৯৭২।

৪৭. প্রশ্নঃ গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?

উত্তরঃ ০৪ নভেম্বর,১৯৭২।

৪৮. প্রশ্নঃ কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?

উত্তরঃ ১৬ ডিসেম্বর, ১৯৭২।

৪৯. প্রশ্নঃ বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭২।

৫০. প্রশ্নঃ সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?

উত্তরঃ ৩৪ জন।

৫১. প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?

উত্তরঃ ২ টি। বাংলা ও ইংরেজি।

৫২. প্রশ্নঃ কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?

উত্তরঃ প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।

৫৩. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?

উত্তরঃ ১১ টি।

৫৪. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?

উত্তরঃ ১৫৩ টি।

৫৫. প্রশ্নঃ বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?

উত্তরঃ আবদুর রাউফ।

৫৬. প্রশ্নঃ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?

উত্তরঃ প্রধান বিচারপতির নিয়োগ দান।

৫৭. প্রশ্নঃ রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?

উত্তরঃ কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।

৫৮. প্রশ্নঃ একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?

উত্তরঃ ২ মেয়াদকাল।

৫৯. প্রশ্নঃ কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?

উত্তরঃ রাষ্ট্রপতি।

৬০. প্রশ্নঃ জাতীয় সংসদের সভাপতি কে?

উত্তরঃ স্পিকার।

৬১. প্রশ্নঃ রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?

উত্তরঃ স্পিকারের উদ্দেশ্যে।

৬২. প্রশ্নঃ প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?

উত্তরঃ রাষ্ট্রপতি।

৬৩. প্রশ্নঃ এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?

উত্তরঃ রাষ্ট্রপতি।

৬৪. প্রশ্নঃ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?

উত্তরঃ ১২টি।

৬৫. প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?

উত্তরঃ সুপ্রীম কোর্ট।

৬৬. প্রশ্নঃ সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?

উত্তরঃ ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ

৬৭. প্রশ্নঃ সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?

উত্তরঃ ৬৭ বছর পর্যন্তু।

৬৮. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?

উত্তরঃ ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।

৬৯. প্রশ্নঃ কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?

উত্তরঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

৭০. প্রশ্নঃ কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?

উত্তরঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

৭১. প্রশ্নঃ কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?

উত্তরঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

৭২. প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?

উত্তরঃ ১১ অনুচ্ছেদ।

৭৩. প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?

উত্তরঃ ১৪ অনুচ্ছেদ।

৭৪. প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?

উত্তরঃ ২২ অনুচ্ছেদ।

৭৫. প্রশ্নঃ “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?

উত্তরঃ ২৭ অনুচ্ছেদে।

৭৬. প্রশ্নঃ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে?

উত্তরঃ ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।

৭৭. প্রশ্নঃ গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ?

উত্তরঃ ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।

৭৮. প্রশ্নঃ জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তরঃ ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।

৭৯. প্রশ্নঃ চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তরঃ ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।

৮০. প্রশ্নঃ সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তরঃ ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।

৮১. প্রশ্নঃ সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তরঃ ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।

৮২. প্রশ্নঃ চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তরঃ ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।

৮৩. প্রশ্নঃ বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?

উত্তরঃ ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।

৮৪. প্রশ্নঃ সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?

উত্তরঃ ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।

৮৫. প্রশ্নঃ পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?

উত্তরঃ ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।

৮৬. প্রশ্নঃ ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে?

উত্তরঃ ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।

৮৭. প্রশ্নঃ সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে?

উত্তরঃ ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।

৮৮. প্রশ্নঃ স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?

উত্তরঃ ৭৪ অনুচ্ছেদ।

৮৯. প্রশ্নঃ ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?

উত্তরঃ ৭৭ অনুচ্ছেদে।

৯০. প্রশ্নঃ জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?

উত্তরঃ ১৯৮০ সালে।

৯১. প্রশ্নঃ বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে?

উত্তরঃ ১৬ টি।

৯২. প্রশ্নঃ ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?

উত্তরঃ ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।

৯৩. প্রশ্নঃ ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?

উত্তরঃ ১২ নভেম্বর, ১৯৯৬।

৯৪. প্রশ্নঃ বাংলাদেশের আইন সভার নাম কি?

উত্তরঃ জাতীয় সংসদ।

৯৫. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?

উত্তরঃ ১৯৬২ সালে।

৯৬. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

উত্তরঃ লুই আই কান।

৯৭. প্রশ্নঃ লুই আই কান কোন দেশের নাগরিক?

উত্তরঃ যুক্তরাষ্ট্রের নাগরিক।

৯৮. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?

উত্তরঃ হ্যারি পাম ব্লুম।

৯৯. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে?

উত্তরঃ ১৯৬৫ সালে।

১০০. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত?

উত্তরঃ ২১৫ একর।

১০১. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?

উত্তরঃ ২৮ জানুয়ারী, ১৯৮২।

১০২. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?

উত্তরঃ ৯ তলা।

১০৩. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?

উত্তরঃ ১৫৫ ফুট।

১০৪. প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?

উত্তরঃ শাপলা ফুল।

১০৫. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?

উত্তরঃ রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।

১০৬. প্রশ্নঃ বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?

উত্তরঃ ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।

১০৭. প্রশ্নঃ বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?

উত্তরঃ ৩৫০ টি।

১০৮. প্রশ্নঃ বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি?

উত্তরঃ ৩০০ টি।

১০৯. প্রশ্নঃ সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?

উত্তরঃ ৫০ টি।

১১০. প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?

উত্তরঃ পঞ্চগড়-১।

১১১. প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?

উত্তরঃ বান্দরবান।

১১২. প্রশ্নঃ জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?

উত্তরঃ স্পিকারের ভোটকে।

১১৩. প্রশ্নঃ সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন?

উত্তরঃ ৬০ দিন।

১১৪. প্রশ্নঃ গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

উত্তরঃ যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।

১১৫. প্রশ্নঃ সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে?

উত্তরঃ ৩০ দিন।

১১৬. প্রশ্নঃ সংসদ অধিবেশন কে আহবান করেন?

উত্তরঃ রাষ্ট্রপতি।

১১৭. প্রশ্নঃ সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?

উত্তরঃ ৬০ জন।

১১৮. প্রশ্নঃ সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?

উত্তরঃ দুই-তৃতীয়াংশ।

১১৯. প্রশ্নঃ একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?

উত্তরঃ ৯০ কার্যদিবস।

১২০. প্রশ্নঃ গণ-পরিষদের প্রথম স্পিকার কে?

উত্তরঃ শাহ আব্দুল হামিদ।

১২১. প্রশ্নঃ গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?

উত্তরঃ মোহাম্মদ উল্ল্যাহ।

১২২. প্রশ্নঃ এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?

উত্তরঃ ১৯৩৭ সালে।

১২৩. প্রশ্নঃ কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?

উত্তরঃ যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।/h2>

১২৪. প্রশ্নঃ বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে?

উত্তরঃ এডভোকেট আবদুল হামিদ।

১২৫. প্রশ্নঃ নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?

উত্তরঃ সুপ্রীম কোর্ট।

১২৬. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?

উত্তরঃ বিচারপতি এম ইদ্রিস।

১২৭. প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?

উত্তরঃ কাজী রকিবউদ্দীন আহমদ

১২৮. প্রশ্নঃ নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?

উত্তরঃ স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।

১২৯. প্রশ্নঃ “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়?

উত্তরঃ ২৭ মার্চ, ১৯৯৬।

১৩০. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।

১৩১. প্রশ্নঃ এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?

উত্তরঃ ২০তম।

১৩২. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?

উত্তরঃ তাজউদ্দিন আহমেদ।

১৩৩. প্রশ্নঃ শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?

উত্তরঃ ১৪ তম।

১৩৪. প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?

উত্তরঃ ৩৫ বছর।

১৩৫. প্রশ্নঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?

উত্তরঃ ২৫ বছর।

১৩৬. প্রশ্নঃ জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?

উত্তরঃ ২৫ বছর।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সংবিধান বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে