সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর-০১

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর-০১


১. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান রচনায় সর্বমোট কত জন সদস্য ছিল?

উত্তরঃ ৩৪ জন

২. প্রশ্নঃ ২০১৭ সালে একুশে পদক কত জন পায়?

উত্তরঃ ১৭ জন

৩. প্রশ্নঃ এশিয়ার একমাত্র খ্রিষ্টান রাষ্ট্র?

উত্তরঃ ফিলিপাইন

৪. প্রশ্নঃ ইসরায়িলের রাজধানি?

উত্তরঃ তেল আবিব

৫. প্রশ্নঃ Concert for Bangladesh was held in?

উত্তরঃ 1971, 1st of August at Madison Square Garden, New York.

৬. প্রশ্নঃ মোবাইল কোর্ট সর্বোচ্চ কত বছরের দন্ড দিতে পারবে?

উত্তরঃ ২ বছর।

৭. প্রশ্নঃ কোন বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উথাপন করা যায় না?

উত্তরঃ অর্থ বিল।

৮. প্রশ্নঃ ‘রেডি ফর হিলারি’ কী?

উত্তরঃ হিলারি ক্লিনটনের নির্বাচনী ক্যাম্পেইনের নাম।

৯. প্রশ্নঃ কার্টেল বলতে কী বুঝ?

উত্তরঃ কার্টেল হলো একাধিক প্রতিষ্ঠান বা দেশের মধ্যে গৃহীত চুক্তি বা পরিচালিত ব্যবসায় যাতে নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দ্রব্য উৎপাদন, বিপণন, বিক্রয়মূল্য নির্ধারণ ইত্যাদি ব্যাপারগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে কম খরচে অধিক মুনাফা অর্জন করা হয়। যেমন- OPEC is the cartel of oil/petroleum, BGMEA is the cartel of garments etc.

১০. প্রশ্নঃ বাংলাদেশে মোট কয়টি সাংবিধানিক পদ রয়েছে?

উত্তরঃ ৯টি।

১১. প্রশ্নঃ ডাম্পিং কী?

উত্তরঃ ডাম্পিং হলো স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বাজার দখল করার কৌশল। দেশীয় বাজারের চেয়ে কম মূল্যের বিদেশী পণ্য সামগ্রী বিক্রয় করাকে ডাম্পিং বলে। ডাম্পিং প্রতিরোধে অ্যান্টি ডাম্পিং ডিউটি চার্জ করা হয়

১২. প্রশ্নঃ জুরিস প্রুডেন্স কী?

উত্তরঃ এটি একটি ল্যাটিন শব্দ এবং এর অর্থ হচ্ছে আইন-বিজ্ঞান।যে বিজ্ঞান civil law নিয়ে আলোচনা করে তাই জুরিস প্রুডেন্স।civil law বলতে আদালত কর্তৃক বলবৎযোগ্য প্রচলিত আইনসমূহকে বোঝায়।

১৩. প্রশ্নঃ ইনজাংশন কী?

উত্তরঃ আদালত যে আদেশ বা decree এর মাধ্যমে মামলার কোন পক্ষকে কোন একটা বিশেষ কাজ করা বা না করার নির্দেশ দেয়, তাকে বলে Injunction. ইনজাংশন লিখিত আকারে হয়ে থাকে

১৪. প্রশ্নঃ প্রটোকল কী?

উত্তরঃ কূটনৈতিক রীতিপদ্ধতির নিয়ম-কানুন বিশেষত যা সার্বভৌম রাষ্ট্রসমূহের প্রতিনিধি বা অন্যান্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সীকৃত পদমর্যাদা অনুযায়ী সরকারী আদান-প্রদানর ক্ষেত্রে যা প্রয়োগ করা হয়।

১৫. প্রশ্নঃ What is the charge of affairs?

উত্তরঃ An official who takes the place of an ambassador or minister when ambassador or minister is absent from his/her post.

১৬. প্রশ্নঃ Brain Drain কী?

উত্তরঃ দেশের লোকজনের অর্থ, চাকরি এবং ব্যবসায়ের আকর্ষণীয় সুযোগ লাভ করার উদ্দেশ্যে বিদেশে চলে যাওয়া। এ অবস্থায় দেশে জ্ঞানী, বিজ্ঞ ও যোগ্য লোকের সংকট দেখা দেয়। ফলে দেশ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটিকেই Brain Drain বলে।

১৭. প্রশ্নঃ ফ্রি পোর্ট কী?

উত্তরঃ ফ্রি পোর্ট বলতে কোন দেশ তার বন্দরে অপর দেশকে সাধীনভাবে প্রবেশের অনুমতি দিয়ে বিনা শুল্কে মালামাল উঠাতে এবং নামাতে দেওয়াকে বোঝায়। যেমন- হংকং এর বন্দর।

১৮. প্রশ্নঃ সিম ক্লোন কী?

উত্তরঃ একটি সিম বা মোবাইল নম্বরকে বিশেষ পদ্ধতিতে একসাথে দুইজন ব্যবহার করাকে সিম ক্লোন বা স্পুফিং কল বলে। এর মাধ্যমে অপরাধীরা অন্যের অজান্তেই মোবাইল নম্বর ব্যবহার করে নানা অপরাধ সংঘটিত করে। সাধারণত অপরিচিত মিসকলে কল ব্যাক করলে সিম ক্লোন হবার সম্ভাবনা থাকে।

১৯. প্রশ্নঃ SAARC Pol কী?

উত্তরঃ সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সন্ত্রাস ও অপরাধ দমনে ইন্টারপোলের আদলে প্রস্তাবিত পুলিশ সংস্থা।

২০. প্রশ্নঃ ISO 14000 কী?

উত্তরঃ ISO কর্তৃক পণ্যের পরিবেশগত মান নিরূপণের জন্য নির্ধারিত মানদণ্ড হলো ISO 14000। পরিবেশবান্ধব নীতি থেকে এ ব্যবস্থা আরোপিত হয়ে থাকে।

২১. প্রশ্নঃ এমিরেটাস কী?

উত্তরঃ এমিরেটাস হলো অবসরপ্রাপ্ত অধ্যাপক, ধর্মযাজক, পোপ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা অন্যান্য পেশার গণ্যমান্যদের জন্য ব্যবহৃত পদবী।

২২. প্রশ্নঃ ই-সিম কী?

উত্তরঃ ই-সিম হলো আধুনিক প্রযুক্তিনির্ভর এক বিশেষ ধরনের মোবাইল সিম, যা বর্তমানে সিমকার্ডের বিকল্প হিসেবে কাজ করবে। সম্প্রতি প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও স্যামসাং এ নিয়ে কাজ শুরু করেছে

২৩. প্রশ্নঃ De facto কাকে বলে?

উত্তরঃ কোন সরকার বা রাষ্ট্রকে সরকারি recognition এর পূর্বেই যে কোন আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি করার জন্য আইন বা ব্যবস্থা হলো De facto.

২৪. প্রশ্নঃ কমিউনিটি রেডিও বলতে কী বুঝায়?

উত্তরঃ কমিউনিটি রেডিও বলতে বুঝায় জনমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত,জনগনের অংশগ্রহণ,তাদের সার্থ, সংখ্যাগরিষ্ঠ মানুষের রুচিকে প্রাধান্য দেয়া, ওই নির্দিষ্ট এলাকার ভাল-মন্দ প্রচার করা ইত্যাদি। কমিউনিটি রেডিও এর যাত্রা শুরু হয় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় ১৯৪৮ সালে।

২৫. প্রশ্নঃ সরকারি প্রেসনোট কী?

উত্তরঃ সরকার প্রণীত যে কোনো সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে জনসাধারণের জ্ঞাতার্থে সংশ্লিষ্ট দপ্তরে বা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে যখন গণসংযোগ দপ্তর, সরকারি গেজেট, বেতার, টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে প্রকাশের যে ব্যবস্থা করা হয় তাকে সরকারি প্রেসনোট বলে।

২৬. প্রশ্নঃ গেজেট বিজ্ঞপ্তি কী?

উত্তরঃ যেসব বিষয় সরকার লিখিতভাবে সরকারি ও আধা-সরকারি অফিস এবং জনগণকে অবহিত করে তাকে গেজেট বিজ্ঞপ্তি বলে। সাধারণভাবে অধ্যাদেশ, আইন, আদেশ-নিষেধ, গেজেটেড কর্মকর্তাদের নিয়োগ, বদলি, পদোন্নতি ইত্যাদি বিষয় সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার করা হয়।

২৭. প্রশ্নঃ থানা ও উপজেলার মধ্যে প্রধান পার্থক্য কী?

উত্তরঃ থানার প্রধান নির্বাহী ওসি যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন।আর উপজেলার প্রধান নির্বাহী ইউএনও যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন।

২৮. প্রশ্নঃ Red-tapism কী?

উত্তরঃ সরকারী কাজকর্মে আনুষঠানিকতার আতিশয্য, অর্থাৎ নিয়মকানুনের প্রতি অত্যধিক মনোযোগ দেয়াই হলো Red-tapism. যাকে বাংলায় বলে লাল ফিতার দৌরাত্ম।

২৯. প্রশ্নঃ প্রেসিডেন্সিয়াল অর্ডার কাকে বলে?

উত্তরঃ যখন দেশে কোনো সংসদ কার্যকর থাকে না,এমতাবস্থায় দেশের জরুরি প্রয়োজনে যদি কোন আইন জারির প্রয়োজন পড়ে, তবে প্রেসিডেন্ট আদেশ জারি করে আইন প্রণয়ন করতে পারেন। এটাকে প্রেসিডেন্সিয়াল অর্ডার বলে।অধ্যাদেশগুলো সাধারণত প্রেসিডেন্সিয়াল অর্ডার আকারে হয়ে থাকে।যেমন- , PO-127 এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক গঠিত হয়।

৩০. প্রশ্নঃ পিএসসির ক্যাডার ও নন-ক্যাডার চাকুরির মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত কর্মকর্তাদের কাজের ধরন ও প্রকৃতির উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয়, এর এক একটি শ্রেণীকে ক্যাডার বলে। ক্যাডারদের নিয়োগপত্রে রাষ্ট্রপতির সই থাকে। পিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ক্যাডার ছাড়া অন্য সকল অফিসাররাই হলেন নন-ক্যাডার। নন-ক্যাডারদের নিয়োগপত্রে রাষ্ট্রপতির সই থাকে না।

৩১. প্রশ্নঃ বায়োমেট্রিক বলতে কী বুঝ?

উত্তরঃ বায়োমেট্রিক হলো এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, গুনাগুন, ব্যক্তিত্ব ইত্যাদির মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে সনাক্ত করা যায়।

৩২. প্রশ্নঃ Rules of Business কী?

উত্তরঃ যে কার্যবিধিমালা অনুযায়ী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রনালয় বা ডিভিশনের মধ্যে বিভিন্ন কার্যাবলী বনটন করা হয় এবং কে কোন দায়িত্ব পালন করবে,কোন বিভাগ/মন্ত্রনালয়ের কার্যাবলী কী হবে তা নির্ধারণ করা হয় তাই Rules of Business. যেমন- Rules of Business ’75.

৩৩. প্রশ্নঃ কনডেম সেল বলতে কী বুঝ?

উত্তরঃ কারাগারে ফাসির আসামিদের জন্য নির্ধারিত সেলকে কনডেম সেল বলে। ফাসি কার্যকর না হওয়া পর্যন্ত আসামিকে এ সেলে আটকে রাখা হয়।

৩৪. প্রশ্নঃ অ্যাসাইলাম বলতে কী বুঝ?

উত্তরঃ রাজনৈতিক কোন্দল বা অন্য কোন কারণে যখন কোনো রাজনৈতিক শরণার্থী অন্য কোনো দেশে আশ্রয়গ্রহণ করেন তখন তারা এই আশ্রয়গ্রহণকে অ্যাসাইলাম বলে।

৩৫. প্রশ্নঃ Diarchy বলতে কী বুঝ?

উত্তরঃ একই রাষ্ট্র বা একই ভৌগোলিক সীমানার মধ্যে দুই কর্তৃপক্ষের যুগপৎ শাসনকেই বলা হয় Diarchy. এক্ষেত্রে দুই পক্ষের এখতিয়ার সাধারণত নির্দিষ্ট করে দেয়া থাকে।

৩৬. প্রশ্নঃ পুলিশ ও ম্যাজিস্ট্রেট এর মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ ম্যাজিস্ট্রেট বিচার ও প্রশাসন সংক্রান্ত কাজ করে থাকে কিন্ত পুলিশ আইন শৃঙখলা রক্ষা ও সমাজে অপরাধ দমনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতি বজায় রাখে।ম্যাজিস্ট্রেট বিচারকার্য পরিচালনা করে থাকে কিন্তু পুলিশ বিচারকার্য পরিচালনা করতে পারে না। ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে পুলিশ আইন শৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কিন্তু পুলিশ ম্যাজিস্ট্রেটকে কোন প্রকার নির্দেশ প্রদান করতে পারে না।তবে ম্যাজিস্ট্রেটের সাথে প্রয়োজনে সহযোগিতামূলক কাজে অংশ নিতে পারে।

৩৭. প্রশ্নঃ কালো টাকা (Black Money) কী?

উত্তরঃ সাধারণভাবে কালো টাকা বলতে এমন টাকাকে বোঝানো হয়, যা বৈধ বা আইনসম্মত নয়। ঘুষ,দুর্নীতি,কালোবাজারি,চোরাকারবারি,মাদক ও অস্ত্রসহ নিষিদ্ধ পণ্যের ব্যবসায় হতে উপার্জিত অর্থ হল কালো টাকা।উল্লেখ্য, আয়কর আইন অনুযায়ী বৈধ উৎস থেকে অর্জিত অর্থ আয়কর বিবরণীতে না উল্লেখ করলে তাও কালো টাকা

৩৮. প্রশ্নঃ ‘উর্বর অর্ধচন্দ্র‘ বলতে কোন এলাকাকে বোঝায়?

উত্তরঃ ভূমধ্যসাগর ও পারস্য উপসাগরের মধ্যবর্তী এলাকাকে ( যা বর্তমানে জর্ডান,সিরিয়া ও ইরাক) উর্বর অর্ধচন্দ্র বলে অভিহিত করা হয়।

৩৯. প্রশ্নঃ ‘ক্যাডার‘ অর্থ কী?

উত্তরঃ ক্যাডার একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে – “A List of Officers”। প্রজাতন্ত্রেরর সেবায় নিয়োজিত কর্মকর্তাদের কাজের ধরন ও প্রকৃতির উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় – এর এক একটি শ্রেণীকে ক্যাডার বলে।

৪০. প্রশ্নঃ প্যারোল (Parole) মুক্তি বলতে কী বুঝায়?

উত্তরঃ কোন বন্দিকে সাময়িকভাবে এই শর্তে মুক্তি দেয়া যে, মুক্তিদানকালে পালিয়ে না যায়,জেলে ফিরে আসে এবং গ্রেফতারকারীর বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ না করে।

৪১. প্রশ্নঃ উপসাগর কী?

উত্তরঃ যে সাগর একদিকে খোলা ও অন্য তিনদিকে স্থলবেষ্টিত থাকে, তাকে উপসাগর(Gulf) বলে। যেমন- আরব উপসাগর,বঙ্গোপসাগর ইত্যাদি।

৪২. প্রশ্নঃ Prima Facie বলতে কী বুঝায়?

উত্তরঃ Prima Facie বলতে প্রথম দর্শনমাত্র সিদ্ধান্তে পৌছা যায় বা প্রথম দেখা মাত্রই এর ধারনা পাওয়া যায় এমন কিঝুকে বোঝায়।

৪৩. প্রশ্নঃ তটরেখা বা ভিত্তি রেখা কী?

উত্তরঃ যে উপকূলীয় রেখা হতে একটি রাষ্ট্রের সমুদ্র অঞ্চল নির্ধারণ করা হয় তাকে তটরেখা বা ভিত্তি রেখা বলে।

৪৪. প্রশ্নঃ ‘শহীদ সাগর‘ কী?

উত্তরঃ ১৯৭১ সালের ৫ ই মে নাটেরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসক আনোয়ারুল আজিমসহ ৪৯ জন মুক্তি বাহিনীর সদস্যদের হত্যা করে পাকিস্তানি সেনারা একটি পুকুররে ফেলে দেয়।পরবর্তীকালে ঐ পুকুরের নাম দেয়া হয় শহীদ সাগর।

৪৫. প্রশ্নঃ নটিক্যাল মাইল কী?

উত্তরঃ নটিক্যাল মাইল হলো নৌপথ ও আকাশপথের দৈর্ঘ্য নির্ণয়ে ব্যবহৃত একক। ১ নটিক্যাল মাইল =১.১৫ মাইল/১.৮৫২ কি:মি:/৬০৭৬ ফুট।

৪৬. প্রশ্নঃ rpm বা RPM কী?

উত্তরঃ rpm (revolutions per minute) হলো কোন কিছুর ঘূর্ণায়নের পরিমাপ।অর্থাৎ প্রতি মিনিটে তা কতবার ঘোরে তা প্রকাশ করে।সাধারণত সিডি,ডিভিডি,হার্ড ড্রাইভ,ওয়াশিং মেশিন ড্রাম,অটোমোবাইল ইত্যাদিতে ঘূর্ণায়নের পরিমাণ বোঝাতে এটি ব্যবহৃত হয়।

৪৭. প্রশ্নঃ মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার‘ প্রদান করে কারা?

উত্তরঃ ১৯৭১ সালের ১৭ই এপ্রিল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর ১২ জন সদস্য মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

৪৮. প্রশ্নঃ ককাস (Caucus) বলতে কী বুঝ?

উত্তরঃ কোন দল,উপদল বা সংগঠনের মধ্যস্থিত প্রভাবশালী সদস্যদের ছোট গ্রুপ যা কোন আনুষ্ঠানিক মিটিংয়ের আগে এর নীতি ও কৌশল নিয়ে পরিকল্পনা করে ও সিদ্ধান্ত নেয়। যেমন- যুক্তরাষ্ট্র কংগ্রেসের বাংলাদেশ ককাস।

৪৯. প্রশ্নঃ Warrant of Precedence কী?

উত্তরঃ রাষ্ট্রীয় অনুষ্ঠানসমূহে রাষ্ট্রের বিভিন্ন দাপ্তরিক পদাধারী কর্মকর্তা,জনপ্রতিনিধিগন এবং কূটনীতিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের আসন বিন্যাস বা অন্যান্য সরকারী আচার অনুষ্ঠানের শেষে কে কার আগে স্থান পাবেন এ সংক্রান্ত প্রাধিকার তালিকা।

৫০. প্রশ্নঃ গুরুদণ্ড ও লঘুদণ্ডের মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ গুরুদণ্ডের শাস্তির বিরুদ্ধে আপিল করা চলে,অন্যদিকে লঘুদণ্ডের শাস্তির বিরুদ্ধে আপিল করা চলে না। গুরুদণ্ড দেয়ার জন্য ডিপার্টমেন্টাল প্রসিডিং করতে হয়,অন্যদিকে লঘুদণ্ড দেয়ার জন্য ডিপার্টমেন্টাল প্রসিডিং রুজু করতে হয় না। সতর্কীকরণ,তিরস্কার,আটক বা নজরবন্দি ইত্যাদি লঘুদণ্ডের উদাহরণ।অন্যদিকে চাকরি থেকে বরখাস্তকরণ,পদাবনতি,বেতন বৃদ্ধি স্থগিতকরন ইত্যাদি।

৫১. প্রশ্নঃ তেত্-আ-তেত্ (tete-a-tete) কী?

উত্তরঃ এটি একটি কূটনৈতিক পরিভাষা।কূটনৈতিক আলোচনায় দুপক্ষের মধ্যে, বিশেষত শীর্ষ নেতাদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার পূর্বে দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে যে একান্ত ও নিবিড় আলাপ অনুষ্ঠিত হয় তাকে তেত্-আ-তেত্ বলে।

৫২. প্রশ্নঃ মেট্রোপলিটন কী?

উত্তরঃ সাধারণত যে শহরের জনসংখ্যা কমপক্ষে ১০ লক্ষ তাকে মেট্রোপলিটন সিটি বলে।তবে জনসংখ্যা এর কম বা বেশি হতে পারে।আবার জনসংখ্যার এই নির্দিষ্ট পরিমাণ ছাড়াও প্রশাসনিকভাবে কোন শহর মেট্রোপলিটনের মর্যাদায় উন্নীত হতে পারে।

৫৩. প্রশ্নঃ Tax Holiday কী?

উত্তরঃ স্থানীয় রপ্তানিমুখী শিল্পকে সুবিধা প্রদান, অনগ্রসর এলাকায় শিল্প-কারখানা স্থাপনের জন্য উৎসাহ প্রদান এবং বিদেশী পুজি বিনিয়োগে উৎসাহিত করার উদ্দেশ্যে সরকার বিভিন্ন মেয়াদে শিল্প প্রতিষ্ঠানসমূহকে উকত বছরগুলোতে কর প্রদানে অব্যাহতি প্রদান করে থাকে। একে Tax Holiday বলে।

৫৪. প্রশ্নঃ মন্ত্রী ও সচিবের মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ মন্ত্রী হলেন মন্ত্রনালয়ের নির্বাহী প্রধান আর সচিব মন্ত্রনালয়ের প্রশাসনিক প্রধান। মন্ত্রী একজন জনপ্রতিনিধি আর সচিব একজন সরকারি কর্মচারী।সচিব মন্ত্রনালয়ের ব্যবস্থাপক মন্ত্রী হচ্ছে শাসক।

৫৫. প্রশ্নঃ সীমিত ভোটাধিকার বলতে কী বুঝায়?

উত্তরঃ রাষ্ট্র যখন তার সকল নাগরিককে ভোটাধিকার প্রদান না করে বিশেষ কোন যোগ্যতার মাপকাঠিতে তা প্রদান করে থাকে তখন তাকে সীমিত/নিয়ন্ত্রিত ভোটাধিকার বলে।যেমন- কর প্রদানের উপর ভিত্তি করে ভোটাধিকার প্রয়োগ করা হয়।

৫৬. প্রশ্নঃ উপমহাদেশ বলতে কী বুঝ?

উত্তরঃ উপমহাদেশ হলো কোন মহাদেশের অংশবিশেষ, যা ভৌগোলিকভাবে মহাদেশের অন্য অংশ থেকে ভিন্ন টেকনোটিক প্লেটের উপর অবস্থিত।যেমন- ভারত উপমহাদেশ।

৫৭. প্রশ্নঃ Dirty Dozen কী?

উত্তরঃ ১২টি মারাত্মক ক্ষতিকর রাসায়নিককে Dirty Dozen বলে।আসলে বিপদজনক রাসায়নিক এক ডজন নয়,আরো বেশি।এদের উল্লেখযোগ্য কয়েকটি হল- ডিডিটি,এলড্রিন,ডাইওলাড্রিন,ইথাইল ইত্যাদি।

৫৮. প্রশ্নঃ কুইসলিং বলতে কী বুঝ?

উত্তরঃ Quisling শব্দের অর্থ দেশদ্রোহী।শত্রুর সাথে সহযোগিতাকারী দেশদ্রোহী।এ নামের উৎপত্তি নাৎসিবাদী আর্মি অফিসার নরওয়ের ভিডকাম কুইসলিং এর নাম থেকে।

৫৯. প্রশ্নঃ ডায়াসপোরা বলতে কী বুঝ?

উত্তরঃ বিদেশে কর্মসংস্থান বা অন্য কোন কারণে বসবাসরত বিশাল কমিউনিটি যারা প্রবাসে অর্থ উপার্জনের জন্য অবস্থান করলেও নিজস্ব সংস্ক্রৃতি,ঐতিহ্য ইত্যাদি পালন করে যাচ্ছে তাদের সে বসতি কে বলে ডায়াসপোরা।যেমন- আমেরিকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটি।

৬০. প্রশ্নঃ Inquiry ও Investigation এর মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ GR(General Register) case এ Investigation করা হয়, অন্যদিকে CR(Court Register) case এ Inquiry করা হয়। ম্যাজিস্ট্রেট Inquiry পরিচালনা করে, অন্যদিকে পুলিশ Investigation পরিচালনা করে। কিন্তু Investigation ও Inquiry উভয়ই মামলা চলাকালীন সময়ে হয়।

৬১. প্রশ্নঃ গানবোট ডিপ্লোম্যাসি বলতে কী বুঝ?

উত্তরঃ শক্তি প্রয়োগের ভয় দেখিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ, বৈরী দেশ বা শক্তিকে হটে যেতে বাধ্য করার কৌশলকেই সাধারণত গানবোট ডিপ্লোম্যাসি বলে।

৬২. প্রশ্নঃ Quid Pro Quo কী?

উত্তরঃ এটি একটি ল্যাটিন শব্দ যা কূটনীতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।এর ইংরেজি পরিভাষা হচ্ছে In Exchange. কূটনৈতিক আলোচনায় বিশেষ কোনো সুবিধার বিনিময়ে প্রদত্ত সুবিধা-ই Quid Pro Quo.

৬৩. প্রশ্নঃ ছায়া মন্ত্রিসভা কী?

উত্তরঃ বিরোধী দলের অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ নেতা কর্তৃক ছায়া মন্ত্রিসভা গঠিত হয়।এ মন্ত্রিসভার সদস্যরা সরকারকে অব্যাহতভাবে পরামর্শ, সমালোচনা বা নিজস্ব মতানুযায়ী দিক নির্দেশনা প্রদান করে।গ্রেট ব্রিটেনে এরূপ মন্ত্রিসভা গঠনের ঐতিহ্য রয়েছে।

৬৪. প্রশ্নঃ Digital Divide কী?

উত্তরঃ বাংলাদেশে মাত্র ২০% লোকের Internet সুবিধা আছে,অন্যদের কাছে এ সুবিধা নেই। এ পার্থক্যটাই Digital Divide.

৬৫. প্রশ্নঃ পরিচালক ও মহাপরিচালকের মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ পরিচালক – পরিচালক একজন উপসচিব সমমর্যাদা সম্পন্ন সরকারি কর্মকর্তা। মহাপরিচালক – মহাপরিচালক একজন অতিরিক্ত সচিব অথবা যুগ্ম সচিবেরর সমমর্যাদা সম্পন্ন সরকারি কর্মকর্তা। মহাপরিচালক সাধারণত অধিদপ্তরের প্রধানের দায়িত্ব থাকেন।যেমন- প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইত্যাদি।

৬৬. প্রশ্নঃ আইন ও অধ্যাদেশের মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ আইন- সংসদে বিল আকারে যে প্রস্তাব পাশ হয় তা-ই হল আইন। অধ্যাদেশ- দেশে যখন কোন জরুরি অবস্থা চলতে থাকে এবং আইন পাশ করার দরকার পরে অথবা সংসদের কোনো অধিবেশন থাকে না তখন প্রেসিডেন্টের মুখ নি:সৃত বাণীকেই অধ্যাদেশ বলে।কিন্তু পরবর্তী সংসদ অধিবেশন শুরু হবার ৩০ দিনের মধ্যে অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে হয় নতুবা তা বাতিল হয়ে যায়।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর-০১ "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে