প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রস্তুতি গণিত-০৬

প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রস্তুতি গণিত-০৬


★★★ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার বাছাকৃত গণিত ও তার সমাধান (১০০% কমন আসতে পারে ইনশাল্লাহ)।

১। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিলো ৭:২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:-

ধরি,

পিতার বয়স x বছর

.’. পুত্রের বয়স = (৭৪-x বছর)

শর্তমতে,

(x- ১০)/(৭৪-x-10)= ৭/২

বা, (x- ১০)/(৬৪-x)= ৭/২

বা, ২x- ২০=৪৪৮-৭x

বা, ৯x= ৪৬৮

বা, x= ৫২ বছর

.’. পিতার বয়স ৫২ বছর

এবং পুত্রের বয়স=(৭৪-৫২)=২২ বছর


১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত= (৫২+১০):(২২+১০)

=৬২:৩২
=৩১:১৬(উত্তর)



২। ক ও খ এর বেতনের অনুপাত ৭:৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে, খ এর বেতন কত?

সমাধানঃ-

ধরি, ক ও খ এর বেতন যথাক্রমে ৭x ও ৮x

শর্তমতে,

৭x- ৫x= ৪০০

বা,২x = ৪০০

বা, x= ২০০

.’. ৫x= ( ২০০×৫)

1000

উত্তরঃ ১০০০ টাকা


৩। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুন। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুন ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধানঃ-

মনেকরি,

পুত্রের বর্তমান বয়স x বছর ।

তাহলে পিতার বর্তমান বয়স 4x বছর ।

6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x-6 বছর ।

6 বছর পূর্বে পিতার বয়স ছিল 4x-6 বছর ।

শর্তমতে,

(x-6)10 = 4x-6

বা, 10x-60 = 4x-6

বা, 10x-4x = -6+60

বা, 6x = 54

বা, x = 54÷6

বা, x = 9

অতএব, পুত্রের বর্তমান বয়স x= 9 বছর,

পিতার বর্তমান বয়স 4x= 4×9=36 বছর ।



৪। পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বছর। পিতা, মতা ও মেয়ের বয়সের গড় ২৯ বছর হলে মেয়ের বয়স কত?

সমাধানঃ-

পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বছর

.’. পিতা ও মাতার মোট বয়স (৩৬×২)=৭২ বছর

পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ২৯ বছর

.”. পিতা, মাতা ও মেয়ের মোট বয়স (২৯×৩)=৮৭ বছর

.’. মেয়ের বয়স= (৮৭-৭২)=১৫ বছর।



৫। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত?

সমাধানঃ- দেওয়া আছে,

মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি।

.’. পিতা ও মাতার বয়সের সমষ্টি=(৬০+২০)=৮০ বছর

.’. পিতা ও মাতার বয়সের গড়= (৮০÷২)=৪০ বছর

৬। পিতা ও মাতার বয়সের গড় ২৫ বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৮ বছর হলে, পুত্রের বয়স কত?

সমাধানঃ-

পিতা ও মাতার বয়সের গড় ২৫ বছর

.’. পিতা ও মাতার মোট বয়স (২৫×২)=৫০ বছর

আবার,

পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৮ বছর

.’. পিতা, মাতা ও পুত্রের মোট বয়স (১৮×৩)=৫৪ বছর

পুত্রের বয়স= (৫৪-৫০)= ৪ বছর।



৭। পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় ২৩ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?

সমাধানঃ-

পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় ২৩ বছর

.’. পিতা ও দুই পুত্রের বর্তমান মোট বয়স (২৩×৩)=৬৯ বছর

৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বছর

.’. ৩ বছর পর দুই পুত্রের মোট বয়স (১৩×২)=২৬ বছর

বর্তমানে দুই পুত্রের বয়স {২৬-(৩+৩)} বছর

= (২৬-৬) বছর

= ২০ বছর

.’. পিতার বর্তমান বয়স= (৬৯-২০)= ৪৯ বছর



৮। কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১৫% পরক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?

সমাধানঃ-

শুধু ইংরেজিতে ফেল করে (৪০-১৫)%

0.25

শুধু গণিতে ফেল করে (২৫-১৫)%

0.1

উভয় বিষয়ের ফেল করে (২৫+১০+১৫)%

= ৫০% শিক্ষার্থী

.’. উভয় বিষয়ে পাশ করে (১০০-৫০)%

=৫০% শিক্ষার্থী



৯। মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন ৫০% হ্রাস করা হয়। ১ বছর পর দৈনিক বেতন ৮০% বৃদ্ধি করা হয়। মন্দার পূর্বে দৈনিক বেতন ১০০ টাকা হলে বর্তমানে শ্রমিকের দৈনিক বেতন কত?

সমাধানঃ-

৫০% হ্রাসে বেতন= (১০০-৫০)=৫০ টাকা

.’. মন্দার পূর্বের বেতন ১০০ টাকা হলে পরের বেতন ৫০ টাকা

৮০% বৃদ্ধিতে বেতন (১০০+৮০)=১৮০ টাকা

পূর্বে বেতন ১০০ টাকা হলে পরে বেতন ৮০ টাকা

পূর্বে বেতন ৫০ টাকা হলে পরে বেতন (১৮০×৫০)/১০০

=৯০ টাকা



১০। এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ৩৬ টাকায় বিক্রি করা হলো। শতকরা কত লাভ হলো?

সমাধানঃ-

২০ টি কমলার দাম ৫০ টাকা

.’. ১ ট কমলার দাম (৫০/২০) = ৫/২ টাকা

১২ টি কমলার বিক্রয়মূল্য ৩৬ টাকা ১ টি কমলার বিক্রয়মূল্য (৩৬/১২)=৩ টাকা

.’. লাভ= (৩–৫/২)= ১/২ টাকা

৫/২ টাকায় লাভ হয়=১/২ টাকা

১ টাকায় লাভ হয় =(১/২)×(২/৫) টাকা

.’. ১০০ টাকায় লাভ হয় = ১×২×১০০/২×৫

=২০ টাকা

উত্তরঃ ২০%



১১। a+b=4; a-b=2 হলে ab এর মান কত?

সমাধানঃ-

a+b=4_________(i)

a-b=2 _________(ii)

(i) ও (ii) যোগ করে পাই,

2a=6

∴ a =3

(i) ও (ii) বিয়োগ করে পাই,

2b=2

∴ b =1

∴ ab =3×1 = 3

উত্তরঃ-৩



১২। a+b+c=9, a^2+b^2+c^2=29 হলে ab+bc+ca এর মান কত?

সমাধানঃ-

দেওয়া আছে,

a+b+c=9

এবং a^2+b^2+c^2=29

আমরা জানি,

2(ab+bc+ca)=(a+b+c)^2-(a^2+b^2+c^2)

বা,2(ab+bc+ca)=(9)^2-29

বা,2(ab+bc+ca)=81-29

বা,2(ab+bc+ca)=52

বা,ab+bc+ca=52/2

∴ab+bc+ca=26 (Ans)



১৩। ABC একটি সমকোণী ত্রিভুজ B সমকোণ AB= ৩ মিটার, BC= ২ মিটার, AC= কত? A= কত ডিগ্রী? C= কত ডিগ্রী?

সমাধানঃ- লম্ব, AB=3

ভূমি, BC=2

অতিভূজ, AC হলে পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, AC^2=AB^2+BC^2

13

13

13

সুতরাং, AC=রুট(13)

আবার, tanA=BC/AB

বা, tanA=2/3

বা, A=tan^-1(2/3)

বা, A=33.69 ডিগ্রি

একই ভাবে, tanC=AB/BC

বা, tanC=3/2

বা, C=tan^-1(3/2)

বা, C=56.3 ডিগ্রি

[ বিঃদ্রঃ এখানে ^ চিহ্ন দারা পাওয়ার বুঝায়।]



১৪। ABC একটি সমকোণী ত্রিভূজ। যার B সমকোন। AC=9,AB=6 হলে, কোণ ACB=কত?

সমাধানঃ-

ত্রিকোণোমিতির মাধ্যমে,

আমরা জানি,sin=লম্ব/অতিভুজ

ABCএর AB=6 এবংAC=9.Bসমকোণ

.`.sin ACB=AB/AC

বা, sin ACB=6/9

বা, sin ACB=2/3

বা, ACB=sin^-1 (2/3)

বা, ACB=41.81 ডিগ্রি

সুতরাং ACB=41.81 ডিগ্রি(প্রায়)



১৫। পর পর ১০ টি সংখ্যার প্রথম ৫ টির যোগফল ৫৬০ হলে শেষ ৫ টির যোগফল কত?

সমাধানঃ- ধরি,

প্রথম সংখ্যাটি=x

প্রশ্নমতে ,

x+x+ ১+x+ ২+x+ ৩+x+ ৪= ৫৬০

বা, ৫x+১০= ৫৬০

বা, ৫x = ৫৫০

বা, x= ১১০

.’. শেষ ৫ টি সংখ্যার যোগফল

x+৫+x+৬+x+৭+x+৮+x+৯= ৫x+৩৫

=(৫×১১০)+৩৫

= 585

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রস্তুতি গণিত-০৬"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে