প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রস্তুতি গণিত-২

প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রস্তুতি গণিত-২


১। কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?

সমাধান:-

ধরি, সংখ্যাটি = x

শর্তমতে, √x+ ১০=৪^২

বা, √x= ১৬−১০

বা, (√x)^2= ৬^২

x= ৩৬

নির্ণেয় সংখ্যাঃ-৩৬।

২। ১ থেকে ৩১ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে?

সমাধান:-

১ থেকে ৩১ এর মধ্যে ১১ টি মৌলিক সংখ্যা রয়েছে।

যথাঃ-২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯,৩১।

৩।পর পর ৩ টি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?

সমাধান:-

এখানে ক্রমিক সংখ্যা যেকোন ৩ টি হতে পারে।

১,২,৩; ২,৩,৪; ৩,৪,৫; ৪,৫,৬; ৫,৬,৭;………….

উপরের ক্রম থেকে ৪,৫,৬ এই সংখ্যা গুলো গুণ করলে (৪×৫×৬=১২০) হয় এবং (৪+৫+৬=১৫) হয়।

অতএব উত্তর:-১৫

৪। দুইটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের ল.সা.গু ১৮০। সংখ্যা দুটি কি কি?

সমাধান:-

ধরি,

সংখ্যা দুটি ৩x ও ৪x

শর্তমতে, ১২ x= ১৮০

=>x= ১৮০/১২

=>x =১৫

অতএব সংখ্যা দুটি হলোঃ

(১৫x ৩= ৪৫) ও (১৫x ৪=৬০)

উত্তরঃ-৪৫,৬০

৫। ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?

সমাধান:-

১ কিমি=১০০০০০০মিমি

অতএব, ১মিলি, ১ কিমি এর ১/১০০০০০০ অংশ

৬। ০.২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে____?

সমাধান:-

০.২৫=২৫/১০০

বা,১/৪

৭। ক,খ ও গ এর বেতনের অনুপাত ৭:৫:৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক এর বেতন কত?

সমাধান:-

ধরি, ক এর বেতন = ৭x

খ এর বেতন = ৫x

গ এর বেতন = ৩x

প্রশ্নমতে,

৫x−৩x= ২২২

বা, ২x= ২২২

বা, x= ১১১

অতএব, ক এর বেতন (৭×১১১=৭৭৭)

উত্তরঃ-৭৭৭

৮। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫:৩ এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?

সমাধান:-

ধরি,

আয়=৫x

ব্যয়=৩x

শর্তমতে, ৫x−৩x= ১০,০০০

বা, ২x= ১০,০০০

বা, x= ৫০০০

অতএব, আয়ের পরিমাণ (৫×৫০০০)=২৫০০০

উত্তর:২৫০০০ টাকা।

৯। দুটি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত ১:২। সংখ্যা দুটি নির্ণয় করুন।

সমাধান:

ধরি, সংখ্যা দুটি যথাক্রমে x ও x+২

প্রশ্নমতে, x:x+2= ১:২

বা, x/(x+2)=1/2

বা, 2x= x+2

অতএব, x=2

সংখ্যা দুটি হলো ২ ও (২+২)=৪

উত্তর: ২ ও ৪

১০। একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?

সমাধান:-

অনুপাতগুলোর যোগফল=৩+১=৪

৪ অনুপাত সমতুল্য=১৬ গ্রাম

১ অনুপাত সমতুল্য=(১৬÷৪)=৪ গ্রাম

সুতরাং ৪ গ্রাম সোনা মেশালে অনুপাত হবে, (৩+১):১=৪:১

অতএব, ৪ গ্রাম সোনা মেশাতে হবে।

১১। ০.২, ০.০৪, ০.০০৮, ০.০০১৬ ধারাটির পরবর্তী পদ কত?

সমাধান:-

১ম পদ = ০.২

২য় পদ = (০.২)^২=০.০৪

৩য় পদ = (০.২)^৩=০.০০৮

৪র্থ পদ = (০.২)^৪=০.০০১৬

এবং ৫ম পদ = (০.২)^৫=০.০০০৩২

উত্তরঃ-০.০০০৩২।

১২। ১, ৫, ৩, ৮,…………. ধারাটির অষ্টম পদ কত হবে?

সমাধান:-

ধারাটির বিজোড় স্থানের পদ গুলো হচ্ছে, ১,৩,…….

ধারাটির জোড় স্থানের পদ গুলো হচ্ছে, ৫,৮,…….

অতএব, ধারাটির ৬ষ্ঠ পদ = ৮+৩=১১

৮ম পদ হল = ১১+৩=১৪

উত্তর:-১৪

১৩। শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে ৮৫০ টাকার ৫ বছরের সুদ কত? সুদ-আসল কত?

সমাধানঃ

১০০ টাকার ১ বছরের সুদ ৪ টাকা

১ ” ১ ” ” ৪/১০০ ”

১ ” ৫ ” ” ৪x৫/১০০ ”

৮৫০ ” ৫ ” ” ৪x৫x৮৫০/১০০ ” বা, ১৭০ টাকা

নির্ণেয় সুদ ১৭০ টাকা এবং সুদ-আসল (৮৫০+১৭০) টাকা বা, ১০২০ টাকা।

১৪। শতকরা বার্ষিক ২.৫ টাকা হার সুদে কত টাকার ১০ বছরের সুদ ২০০ টাকা হবে?

সমাধানঃ

১০০ টাকার ১ বছরের সুদ ২.৫ টাকা

১০০ ” ১০ ” ” ২.৫x ১০ টাকা বা, ২৫ টাকা

সুতরাং, সুদ ২৫ টাকা হলে আসল হয় ১০০ টাকা

” ১ ” ” ” ” ১০০/২৫ টাকা

” ২০০ ” ” ” ” ১০০x২০০/২৫ টাকা বা, ৮০০ টাকা।

নির্ণেয় আসল ৮০০ টাকা।

১৫। শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরোর সুদ ১০৫ টাকা হবে?

সমধানঃ

৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা

৭০০ ” ১ ” ” ১০৫/৫ টাকা

১ ” ১ ” ” ১০৫/ (৫x৭০০) ”

১০০ ” ১ ” ” (১০৫x১০০) / (৫x৭০০) টাকা বা, ৩ টাকা।

নির্ণেয় সুদের হার ৩ টাকা। উত্তরঃ ৩%

১৬। শতকরা বার্ষিব ৬ টাকা হার সুদে কত বছরে ৪৫০ টাকা সুদে- আসলে ৫৫৮ টাকা হবে?

সমাধানঃ

এখানে সুদ = (৫৫৮ – ৪৫০) টাকা = ১০৮ টাকা।

১০০ টাকার ১ বছরের সুদ ৬ টাকা

১ ” ১ ” ” ৬/১০০ ”

৪৫০ ” ১ ” ” ৬ x ৪৫০ / ১০০ টাকা বা, ২৭ টাকা।

৪৫০ টাকার সুদ ২৭ টাকা হয় ১ বছরে

৪৫০ ” ” ১ ” ” ১/২৭ ”

৪৫০ ” ” ১০৮ ” ” ১x১০৮/২৭ বা, ৪ বছরে।

নির্ণেয় সময় ৪ বছর।

১৭। শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে-আসলে দ্বিগুণ হবে?

সমাধানঃ

মনেকরি,

আসল ১০০ টাকা। অতএব, সুদ-আসল ১০০ টাকার দ্বিগুণ হবে অর্থাৎ, ২০০ টাকা হবে এবং সুদ (২০০ – ১০০) টাকা বা, ১০০ টাকা।

১০০ টাকার ১ বছরের সুদ ৫ টাকা।

৫ টাকা ১০০ টাকার ১ বছরের সুদ

১ ” ” ” ১/৫ ” ”

১০০ ” ” ” ১x১০০/৫ ” ” বা, ২০ বছরের সুদ।

নির্ণেয় সময় ২০ বছর।

১৮। 9 % হারে কত টাকা 4 বছরে মুনফা-আসল 10200 হবে?

সমাধানঃ-

ধরি,

আসল=P টাকা

মুনাফার হার r=9%=9/100

সময় n=4 বছর

মুনাফা-আসল A=10200 টাকা

আমরা জানি,

মুনাফা-আসল A=P(1+nr)

বা, P=A/(1+nr)

বা, P=10200/(1+4*9/100)

বা, P=10200/(1+36/100)

বা, P=10200/(1+9/25)

বা, P=10200/(36/25)

বা, P=10200*25/36

বা, P=7500

অতএব, আসল P=7500 টাকা

১৯। একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুন হলে,কত বছরে তা মুনাফা-আসলে তিন গুন হবে?

সমাধান:-

মনে করি,

আসল = ক টাকা

. ‘. মুনাফা আসল=( ২*ক) = ২ক টাকা।

. ‘. মুনাফা =(২ক – ক) = ক টাকা

আবার,

মুনাফা আসল = (৩*ক) = ৩ক টাকা।

. ‘. মুনাফা = (৩ক – ক) = ২ ক টাকা।

এখন,

ক টাকা মুনাফা হয় = ৬ বছরে

. ‘. ১ টাকা মুনাফা হয়= ৬/ক

. ‘. ২ক টাকা মুনাফা হয় = ৬*২ক/ক

= ১২ বছর।

২০। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে দ্বিগুন হবে?

সমাধানঃ-

মনে করি,

আসল= ক টাকা

সুতরাং ৮ বছরে মুনাফা আসল (২*ক) = ২ ক টাকা

অতএব মুনাফা = ( ২ক – ক) = ক টাকা

এখন, ক টাকায় ৮ বছরে মুনাফা = ক টাকা

১ টাকায় ১ বছরে মুনাফা = ক÷(ক*৮)

১০০ টাকায় ১ বছরে মুনাফা =(ক*১০০) ÷(ক*৮) = ১২.৫০ %

উত্তর : মুনাফার হার ১২.৫০%।

২১। কোনো নিদিষ্ট সময়ে মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা,আসলের ২/৫ অংশ।মুনাফা বার্ষিক শতকরা ৮ টাকা হলে,সময় নির্ণয় কর?

সমাধান:-

মনে করি,

মুনাফা = ২ক টাকা, আসল = ৫ ক টাকা অতএব মুনাফা আসল = (২ক+৫ক) = ৭ক টাকা।

প্রশ্নমতে,

৭ক = ৫৬০০ টাকা

. ‘. ক = (৫৬০০÷ ৭) = ৮০০ টাকা।

. ‘. মুনাফা = ২*৮০০ = ১৬০০

. ‘. আসল = (৫*৮০০) = ৪০০০ টাকা।

এখন, ১০০ টাকার ১ বছরের মুনাফা= ৮ টাকা

. ‘. ১ টাকার ১ বছরের মুনাফা = ৮/১০০

. ‘. ৪০০০ টাকার ১ বছরের মুনাফা ৮*৪০০০/১০০ = ৩২০ টাকা।

সুতরাং ৩২০ টাকা মুনাফা হয় = ১ বছরে ১ টাকা মুনাফা হয় = ১/৩২০ ১৬০০ টাকা মুনাফা হয় = ১*১৬০০/৩২০ = ৫ বছরে।

২২। বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?

সমাধান:-

0

দেওয়া আছে,

মূলধন P = ৫০০০ টাকা

মুনাফার হার r = ১০%

এবং সময় n = ৩ বছর

আমরা জানি,

সরল মুনাফা I = Prn

= ৫০০০×১০/১০০×৩

1500

আবার,

চক্রবৃদ্ধি মুনাফা C = P( ১+r)^n -P

= ৫০০০×(১+১০/১০০)^৩ -৫০০০

= ৫০০০×(১১০/১০০)^৩ -৫০০০

= ৫০০০×১১০/১০০×১১০/১০০×১১০/১০০-৫০০০

1655

1655

. ‘ .চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য = ১৬৫৫-১৫০০

155

. ‘ . নির্ণেয় চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য = ১৫৫ টাকা।

২৩। বার্ষিক ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে?

সমাধান:-

3000 টাকায় 10%সুদে মোট মুনাফা 300টাকা । 2000টাকায় 8%সুদে মোট মুনাফা 160টাকা । 3000+2000=5000টাকায় মোট মুনাফা 300+160=460টাকা । এখন,, 5000টাকায় এক বছরে মুনাফা 460টাকা । সুতরাং 100টাকায় এক বছরের মুনাফা 460X100/5000=9.2%

২৪। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এর প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত?

সমাধন:-

আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৩ক আয়তক্ষেত্রের প্রস্থ =ক

প্রশ্নমতে , ৩ক২=৭৬৮ ক২=২৫৬ সুতরাং ক =১৬ তাহলে প্রস্থ =১৬ দৈর্ঘ্য = ৪৮ পরিসীমা= ২(দৈর্ঘ্য+প্রস্থ) = ২ x ৬৪ =১২৮ তাহলে , বর্গের বাহু = ১২৮/৪ = ৩২

২৫। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম এবং প্রস্থ ৩ মিটার অধিক হলে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার দৈর্ঘ্য ৫ মিটার অধিক ও প্রস্থ ২ মিটার কম হলেও এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। এর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

সমাধান:-

ধরা যাক , আয়তক্ষেত্রের দীর্ঘ = x প্রস্থ = y

১ম শর্তে , (X-5)(y+3)= xy or, 3x-5y=15 ২য় শর্তে , (x+5)(y-2)=xy or , -2x +5y =10

সমীকরণ দুটি যোগ করে পাই , x=25 x এর মান বসিয়ে পাই , y=10

২৬। x এর কোন মানের জন্য f(x) = x^3 – 6x^2 + 9x – 8 এর লঘু মান থাকবে?

সমাধান:-

x^3 – 6x^2 + 9x – 8

= x^3 – 3*x^2*2 + 3*x*2^2 – 2^3 – 3x

= (x-2)^3 – 3x

সুতরাং, f(x) = (x-2)^3 – 3x

এখন,

x= 2 হলে, f(2) = -6

x=3 হলে, f(3) = -8

x=1 হলে, f(1) = -4

x=4 হলে, f(4) = -4

এখানে সবচেয়ে ছোট মান -8

সুতরাং x এর মান 3 হলে f(x) এর মান লঘু হবে।

২৭। 3x-4y=7 6x-8y-6=0 হলে x ও y এর মান কত? এবং সসম্পর্ক কি?

সমাধান:-

x ও Y এর কোন মান নেই। এদের সম্পর্ক হলো এরা সমান্তরাল।

২৮। (6x-y,13)=(1,3x+2y) হলে, (x,y) নির্ণয় কর?

সমাধান:-

দেওয়া আছে,

6x – y = 1 ———- (i)

3x + 2y = 13———(ii)

এখন, (i) কে 2 এবং (ii) কে 4 দ্বারা গুন করে পাই,

12x – 2y = 2 ———-(iii)

12x + 8y = 52——–(iv)

আবার, সমীকরন (iv) – (iii) হতে পাই,

10y = 50

বা, y = 5

y এর মান (i) নং- এ বসিয়ে পাই,

12x + 8 X 5 = 52

বা, 12x + 40 = 52

বা, 12x = 52 – 40

বা, 12x = 12

বা, x =12/12

বা, x = 1

সুতরাং, নির্ণেয় সমাধান (x,y) = (1,5)

২৯। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার প্রস্থ ৪ মিটার, এবং উচ্চতা ৩ মিটার ৷ এ চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ হলে , চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?

সমাধান:-

আমরা জানি,

চৌবাচ্চার আয়তন= দৈর্ঘ্য X প্রস্থ X উচ্চতা।

= ৫ X ৪ X ৩ ঘন মিটার

= ৬০ ঘন মিটার

আবার আমরা জানি,

১ ঘনমিটারে পানি ধরে= ১০০০ লিটার।

সুতরাং, ৬০ ঘনমিটারে পানি ধরে = ১০০০ X ৬০ লিটার

=৬০,০০০ লিটার।

উত্তরঃ ৬০,০০০ লিটার

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রস্তুতি গণিত-২"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে