বিভিন্ন সালের চাকুরর পরিক্ষায় আসা কিছু প্রশ্ন ও উত্তর

বিভিন্ন সালের চাকুরর পরিক্ষায় আসা কিছু প্রশ্ন ও উত্তর


যারা চাকরির জন্য প্রচুর পড়াশুনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন – কম্পিউটার টাইপিস্ট।
Exam: 08/12/2017:

বাংলা১) কোনটি বানানটি শুদ্ধ – স্বায়ত্তশাসন।
২) ‘নকশী কাঁথার মাঠ’ কার লেখা – জসিমউদ্দিন।
৩) ফল পাকলে যে গাছ মরে যায় – ওষধি।
৪) গবেষণা এর সন্ধি-বিচ্ছেদ- গো+ এষনা।
৫) কোনটি শুদ্ধ বানান – সন্ন্যাসী।
৬) ক্ষ এর বিশ্লিষ্ট রুপ – ক+ষ।
৭) যা বলার যোগ্য নয় , এক কথায় বলা হয় – অকথ্য।
৮) ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ – ইতি + আদি।
৯) কোন বানানটি শুদ্ধ – ‍দূষনীয়।
১০) পিতামাতা শব্দটি কোন সমাস – দ্বন্দ্ব সমাস।
১১) ‘গোড়ায় গলদ’ বাগধারটির অর্থ কি – শুরুতে ভুল।
১২) বাক্যের মৌলিক উপাদান কোনটি – শব্দ।
১৩) কোন বানানটি শুদ্ধ – নিরীহ।
১৪) “মেঘে বৃষ্টি হয়” একানে মেঘ কোন কারক – অপাদান কারক।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের অধীন BRTA – মোটরযান পরিদর্শক।
Exam: 08/12/2017:

বাংলা১) ‘মা , তোর বদলখানি মলিন হলে আমি নয়নজলে ভাসি’ – চরনটির রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর।
২) ’সবার উপর মানুষ সত্য , তাহার উপর নাই- পঙক্তিটি কে রচনা করেন – চন্ডীদাস।
৩) ‘কুয়াসার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়’- কে আসবেন – জীবনানন্দ দাশ।
৪) সেলিনা হোসেন কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে – পোকামাকড়ের ঘরবসতি।
৫) কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি – নীলপদ্ম।
৬) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি গানটির প্রথম সুরকার কে -আবদুল লতিফ।
৭) বাংলার গদ্যের জনক বলা হয় – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
৮) কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে – তুমি ভাই আমার কাজটি করে দিও তো।
৯) কোন শব্দটি শুদ্ধ বানানো লেখা হয়েছে – দ্বন্দ্ব।
১০) জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি – একাত্তরের দিনগুলি।
১১) কোনটি মধ্যযুগের রচনা – মনসামঙ্গল।
১২) বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশুকিশোর রচনা কোনটি – লাল নীল দীপাবলি।
১৩) ভাষা আন্দোলনের ভিত্তিক ‘কবর’ গ্রন্থটির রচয়িতা কে – মুনীর চৌধুরী।
১৪) ‘ঘর’ শব্দটির সমার্থক কোনটি – সদন।
১৫) প্রমিত চলিত রীতির বাক্য কোনটি – খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।
১৬) মুক্তিযুদ্ধ – ভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো – বন্দী শিবির থেকে।
১৭) চলিত গদ্য রীতির ধারা প্রবর্তন করে কোন পত্রিকা – সবুজপত্র।
১৮) খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় – মরমি গানটির রচয়িতা কে – লালন শাহ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – স্টোর কিপার।
Exam: 0১/12/2017:

বাংলা১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক – কৃষ্ণকুমারী ।
২) সৈয়দ মুজতবা আলী রচিত ‘দেশে বিদেশে’ একটি – ভ্রমন কাহিনী।
৩) পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের উপজীব্য বিষয় হলো – মুক্তিযুুদ্ধ।
৪) বাগধার অর্থ নির্ণয় করুন:ঘটিরাম – মূর্খ।
৫) নিচের কোন বানানটি সঠিক – বিভীষিকা।
৬) জসীমউদ্দীন কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত – রাখালী।
৭) এককথায় প্রকাশ করুন: ফল পাকলে যে গাছ মরে যায় – ওষধি।
৮) লাবণ্য কোন উপন্যাসের চরিত্র – শেষের কবিতা।
৯) নিচের কোনটি সমরেশ বাবুর ছদ্দনাম – কালকূট।
১০) নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা – সপ্তম।
১১) সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয় – ধ্বনিতত্ত্ব।
১২) সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়।
১৩) স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ – সু+আগত।
১৪) চাঁদ শব্দের সমার্থক কোনটি – বিধু।
১৫) কুল কাঠের আগুন এর সঠিক অর্থ কোনটি – তীব্র জ্বালা।
১৬) তিলে তৈল হয় এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি – অপাদানে ৭মী।
১৭) নিচের কোনটি সঠিক -সুধী।
১৮) ‘তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো’ বাক্যটি কোন দোষে দুষ্ট – দুর্বোধ্যতা।
১৯) নিচের কোনটি মিশ্র শব্দ – খ্রিষ্টাব্দ।
২০) মৌলিক স্বরধ্বনি কোনটি – ই।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বিভিন্ন সালের চাকুরর পরিক্ষায় আসা কিছু প্রশ্ন ও উত্তর "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে