পরিবার পরিকল্পনা অধিদপ্তরের MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান


৮ জুন, ২০১৮ ইং তারিখের

বাংলা :
১) প্রশ্ন: গৃহ শব্দটির অর্থ কি?
উত্তর: বাড়ি

২) প্রশ্ন: বাংলা ভাষা ধ্বনি বা বর্ণের সংখ্যা কতটি?
উত্তর: ৫০টি

৩) প্রশ্ন: তনয় শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: পুত্র

৪) প্রশ্ন: ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
উত্তর: ধাতু

৫) প্রশ্ন: ভাষার মূল উপাদান কয়টি?
উত্তর: চারটি

৬) প্রশ্ন: বাক যন্ত্রের সাহায্যে আমরা কি সৃষ্টি করি?
উত্তর: ধ্বনি

৭) প্রশ্ন:পূর্ণ বাক্যের শেষে কোন চিহ্ন ব্যবহার করা হয়?
উত্তর: দাড়ি

৮) প্রশ্ন: হিসাব শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তর: আরবি

৯) প্রশ্ন: উষ্ণ শব্দের ষ্ণ কোন দুটি শব্দ থেকে আগত?
উত্তর: ষ + ণ

১০) প্রশ্ন: গুন বা অবস্থা প্রকাশকারী শব্দকে বলা হয়?
উত্তর: বিশেষণ

১১) প্রশ্ন: কোন বানানটি সঠিক?
উত্তর: ব্যাকরণ

১২) প্রশ্ন: জনৈক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: জন+ এক

১৩) প্রশ্ন: কোথাও উঁচু কোথাও নিচু এক কথায় প্রকাশ কি বন্ধুর

১৪) প্রশ্ন: বলা যায় না যা এক কথায় প্রকাশ?
উত্তর: অকথ্য

১৫) প্রশ্ন: বাক্যে যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে?
উত্তর: কারক

১৬) প্রশ্ন: তনয় শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: পুত্র

১৭) প্রশ্ন: ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
উত্তর: ধাতু

১৮) প্রশ্ন: প্র, পরা, অপ ইত্যাদিকে কি বলে?
উত্তর: উপসর্গ

১৯) প্রশ্ন: ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?
উত্তর: তিন প্রকার।

২০) প্রশ্ন: মাতাপিতা কোন সমাস?
উত্তর: দ্বন্দ্ব সমাস

২১) প্রশ্ন: আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২২) প্রশ্ন: নিমন্ত্রণ কবিতাটি কার লেখা?
উত্তর: জসীমউদ্দীনের

সাধারন_জ্ঞান :
২৩ ) প্রশ্ন: ফিফা বিশ্বকাপ 2018 আর কতদিন বাকি?
উত্তর: ৬দিন (০৮.০৬.২০১৮ ইং তারিখ থেকে)

২৪) প্রশ্ন: এশিয়া মহাদেশের কতটি দেশ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে?
উত্তর: ৫টি

২৫) প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত কোটি?
উত্তর: ১৯ কোটি

২৬) প্রশ্ন: বঙ্গবন্ধু-১ কি?
উত্তর: কৃত্রিম উপগ্রহ।

২৭) প্রশ্ন: পানিতে ডুবে গেলে রোগীর পেট থেকে কিভাবে পানি বের করতে হয়?
উত্তর: চিৎ করে শুইয়ে

২৮) প্রশ্ন: সাধারণত ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা হয়?
উত্তর: টিংচার আয়োডিন

২৯) প্রশ্ন: চাল কোন জাতীয় খাবার?
উত্তর: শর্করা

৩০) প্রশ্ন: মাদকাসক্তির বিরুদ্ধে কোন ব্যবস্থাটি সবচেয়ে কার্যকর?
উত্তর: সহায়তামূলক

৩১) প্রশ্ন: নিপা কি?
উত্তর: ভাইরাস

৩২) প্রশ্ন:এখন কত বঙ্গাব্দ সাল চলছে?
উত্তর: ১৪২৫

৩৩) প্রশ্ন: ট্রাফিক সিগন্যাল হিসেবে নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের আইন?
ক)বাধ্যতামুলক আইন
খ)তথ্যমুলক আইন
গ)সতর্কতামুলক আইন
ঘ)সবগুলি
উত্তর: সবগুলি

English :
৩৪)প্রশ্ন: মহাসড়ক এর ইংরেজি কি?
Ans: Highway

৩৫) প্রশ্ন: a word indicating action is called?
Ans: Verb

৩৬) প্রশ্ন: A word used to name something is called?
Ans:Noun

৩৭) প্রশ্ন: কোন বাক্যটি সঠিক?
Ans: I listen to music.

৩৮) প্রশ্ন: Dhaka is a big city এখানে Dhaka?
Ans: Proper Noun

৩৯) প্রশ্ন: there is ____ but hate's a liar?
Ans: None

৪০) প্রশ্ন: কোনটি plural হয় না?
Ans: furniture

৪১) প্রশ্ন: নিচের কোনটি plural ভিন্ন অর্থ প্রকাশ করে?
Ans: good

৪২) প্রশ্ন: নিচের কোনটি সর্বদা Common Gender হিসেবে ব্যবহৃত হয়?
Ans: Cousin

৪৩) প্রশ্ন: কোনটি abstract noun?
Ans: kindness

৪৪) প্রশ্ন: he is junior ___ me.
Ans: To

৪৫) প্রশ্ন: last year Anwar ___ in class VII
Ans: was

৪৬) প্রশ্ন: pen is ____ than the sword?
Ans: mightier

৪৭) প্রশ্ন: মোটরযানের ইংরেজি কি?
Ans: Vehicle

গনিত
৪৮) প্রশ্ন: ২, ৫, ৮, ১১ ধারাটির ১০ম পদ কত?
উত্তর:২৯

৪৯) প্রশ্ন: ৫০ টাকার ১৫০% কত?
উত্তর:৭৫টাকা

৫০) প্রশ্ন: X^1 (X to the power one) এর মান কত?
Ans: X

৫১) প্রশ্ন: সেট প্রকাশের পদ্ধতি কয়টি?
Ans: ২টি

৫২) প্রশ্ন: বার্ষিক ১০% সরল মুনাফার ১২০০ টাকায় কত বছরে ৪৮০ টাকা হবে?
উত্তর: ৪ বছরে

৫৩) প্রশ্ন: (-4,6) বিন্দুটি লেখচিত্রের কোন চতুর্ভাগে অবস্থিত?
উত্তর: ৪র্থ

৫৪) প্রশ্ন: If X= 3-1/x then find the value of x^2 + 1/x^2
উত্তর: 7

৫৫) প্রশ্ন: 1/4 - 1/2 = 0 হলে এর সমাধান কত?
উত্তর: 2

৫৬) প্রশ্ন: (a+b)^3 কে বিশ্লেষণ করলে কয়টি পদ পাওয়া যায়?
উত্তর: ৪টি

৫৭) প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা
উত্তর: ১৯

৫৮) প্রশ্ন: a+1/a = √ 3 হলে, a³ + 1/ a³= কত?
উত্তর: 0

৫৯) প্রশ্ন: x+y = 6 ও x-y =4 হলে, 4xy = কত?
উত্তর: 20

৬০) প্রশ্ন: এক কুইন্টাল কত কিলোগ্রাম?
উত্তর: ১০০ কিলো

৬১) প্রশ্ন: ১ একর সমান কত বর্গগজ?
উত্তর: ৪৮৪০

৬২) সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত ডিগ্রি?উত্তর: ৯০ ডিগ্রি।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "পরিবার পরিকল্পনা অধিদপ্তরের MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে