বিগত পরীক্ষায়  আসা কম্পিউটার নিয়ে ২০০টা প্রশ্ন

বিগত পরীক্ষায় আসা কম্পিউটার নিয়ে ২০০টা প্রশ্ন


বিগত পরীক্ষায় আসা কম্পিউটার এর ২০০টা প্রশ্ন পড়ে নিন, পরীক্ষায় কাজে দিবে ১০০%

১ ) ল্যাপটপ সর্বপ্রথম প্রর্বতিত হয় কতসালে এবং কোন কোম্পানি তৈরি করে ? ➫ ১৯৮১ সালে , এপসন কোম্পানি ।

২ ) কম্পিউটার আবিষ্কার করেন কে ? ➫ হাওয়ার্ড এইকিন ।

৩ ) কম্পিউটারের জনক বলা হয় কাকে ? ➫ চার্লস ব্যাবেজকে ।

৪ ) IC চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটার কোনটি ? ➫ অ্যালটেয়ার - ৮৮৮০ ।

৫ ) প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি ? ➫ Mark - 1 .

৬ ) প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ? ➫ অ্যাডা অগ্যাস্টা ।

৭) বিশ্বের সর্বপ্রথম ইলেট্রনিক কম্পিউটারের নাম কি ? ➫ ENIAC .

৮) আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে ? ➫ জন ভন নিউম্যানকে ।

৯) ন্যানো সেকেন্ড কি ? ➫ এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ ।

১০) বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত ? ➫ যুক্তরাষ্টে ।

১১) বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি ? ➫ আইবিএম - ১৬২০ সিরিজ ।

১২) বাংলাদেশে সর্বপ্রথম ইন্টানেট চালু কত সালে ? ➫ ১৯৯৬ সালে ।

১৩) মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি ? ➫ MS DOS .

১৪) গঠন ও ক্রিয়া নীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায় ? ➫ তিন ভাগে ।

১৫) ডিজিটাল কম্পিউটার কোন সংখ্যার উপর ভিত্তি করে কাজ করে ? ➫ ‘ ০ ’ ও ’ ১ ’

১৬) হাইব্রিড কম্পিউটারের ইনপুট কোন প্রকৃতির ? ➫ এনালগ প্রকৃতির ।

১৭) হৃদযন্তের ক্রিয়া নির্ণয় , রক্তচাপ নির্ণয় ও পারমানবিক শক্তিচুল্লিতে কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয় ? ➫ হাইব্রিড কম্পিউটার ।

১৮) সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারের নাম কি ? ➫ সুপার কম্পিউটার ।

১৯) সুক্ষ বৈজ্ঞানিক গবেষণা , ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রন ইত্যাদিতে কোন কম্পিউটার ব্যবহার করা হয় ? ➫ সুপার কম্পিউটার ।

২০) পরম নামে সুপার কম্পিউটারটি তৈরি করে কোন দেশ ? ➫ ভারত ।

২১) বাংলাদেশ পরমানু শক্তিকমিশনে স্থাপিত প্রথম কম্পিউটারটি কোন ধরনের ? ➫ মেইনফ্রেম ।

২২) মিনি কম্পিউটারের প্রর্বতক কে ? ➫ কেনেথ এইচ ওলসেন ।

২৩) প্রথম মিনি কম্পিউটারের নাম কি ? ➫ পিডিপি -১ .

২৪) মাইক্রো কম্পিউটারের অপর নাম কি ? ➫ পার্সোনাল কম্পিউটার ।

২৫) প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করেন কোন কোম্পানি ? ➫ মাইক্রোইনস্টমেন্টেশন এন্ড টেলিমেট্রি সিস্টেমস ।

২৬) ১৯৮১ সালে প্রথম ল্যাপটপ বাজারে আনে কোন কোম্পানি ? ➫ এপসন কোম্পানি ।

২৭) দোয়েল ( DOEL ) ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কি ? ➫ টেশিস ।

২৮) টেশিস এর পূর্ণরুপ কি ? ➫ টেলিফোন শিল্প সংস্থা ।

২৯) কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম ট্রানজিস্টর ব্যবহৃত হয় ? ➫ দ্বিতীয় প্রজন্মের ।

৩০) ইন্টিগ্রেটেড সার্কিট বা IC প্রথম কতসালে ব্যবহৃত হয় ? ➫ ১৯৫৮ সালে ।

৩১) কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপটিক্যাল ফাইবারের ব্যবহার কোন প্রজন্মের কম্পিউটারে করা হয় ? ➫ পঞ্চম প্রজন্মের কম্পিউটারে ।

৩২) এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত কম্পিউটারের নাম কি ? ➫ হাইব্রিড কম্পিউটার ।

৩৩) প্রথম কম্পিউটারের কি ব্যবহৃত হয় ? ➫ বায়ুশূন্য বাল্ব ।

৩৪) Plotter কোন ধরনের ডিভাইস ? ➫ আউটপুট ।

৩৫) কোন মেমোরীটি Non - volatile অনুদ্বায়ী ? ➫ ROM .

৩৬) কম্পিউটারের প্রাইমারি মেমোরী কোনটি ? ➫ RAM .

৩৭) কম্পিউটারের মূল মেমোরী কি দিয়ে তৈরি ? ➫ সিলিকন ।

৩৮) কম্পিউটারের মেমোরী থেকে ডাটা উত্তোলনের প্রক্রিয়াকে কি বলে ? ➫ Read .

৩৯) MICR এর পূর্ণরুপ কি ? ➫ Magnetic Ink Character Reader .

৪০) কম্পিউটারের স্থায়ী স্মিতিশক্তিকে কি বলে ? ➫ ROM .

৪১ ) সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে কয়টি ? ➫ ৯ টি ।

৪২) LAN এর অপর নাম কি ? ➫ Network Interface Card .

৪৩) VDU এর পূর্ণরুপ কি ? ➫ Visual Display Unit .

৪৪) ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্বতিকে কি বলে ? ➫ টেলিমেডিসিন ।

৪৫) কম্পিউটারের ব্রেইন কোনটি ? ➫ মাইক্রোপ্রসেসর ।

৪৬) বর্তমানে বাংলাদেশের কোনটিতে MICR Technology ব্যবহৃত হচ্ছে ? ➫ ব্যাংকের চেকবই ।

৪৭) প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে ? ➫ RAM .

৪৮) কোন সালে মাইক্রোপ্রসেসর তৈরি হয় ? ➫ ১৯৭১ সালে ।

৪৯) সিডি রম কোন ধরনের ডিভাইস ? ➫ অপটিক্যাল স্টোরেজ ডিভাইস ।

৫০) কয়টি BIT মিলে ১ বাইট হয় ? ➫ ৮ -৬৪ ।

৫১) হার্ডডিক্স মাপার একক কোনটি ? ➫ গিগাবাইট ।

৫২) মেমোরিকে ভাগ করা হয়েছে কত ভাগে ? ➫ তিন ভাগে ।

৫৩) এক গিগাবাইট = কত বাইট ? ➫ ১০২৪ বাইট ।

৫৪) কম্পিউটার সিস্টেমে ওয়ার্ড গঠনের সিস্টেম কোনটি ? ➫ Bytes .

৫৫) উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম কি ? ➫ ডেটা বাস ।

৫৬) বায়োসেন্সরের প্রথম ধারণা দেন কে ? ➫ অধ্যাপক ক্লার্ক ।

৫৭) খেলাধুলায় প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় কখন থেকে ? ➫ ১৯৬০ সালে ।

৫৮) ROM - BIOS এর মাধমে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তাকে কি বলে ? ➫ ফার্মওয়্যার ।

৫৯) BIOS এর পূর্ণরুপ কি ? ➫ Basic Input Output System .

৬০) কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলে ? ➫ Boot .

৬১) বাংলাদেশে প্রথম বাংলা ফন্ট কি ? ➫ বিজয় ।

৬২) সাঁওতালি ভাষায় সফটওয়্যারের উদ্ভাবক কে ? ➫ মাইকেল সরেন ও ফিরোজ আহমেদ ।

৬৩) VIRUS এর পূর্ণরুপ কি ? ➫ Vital Information Resources Under Seize .

৬৪) ভাইরাস নামকরণ করেন কে ? ➫ গবেষক ফ্রেডারিক কোহেন ।

৬৫) মাদার অব অল ভাইরাস বলা হয় কোন ভাইরাসকে ? ➫ CIH ( চেরনোবিল ) ।

৬৬) সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম কোনটি ? ➫ UNIX .

৬৭) Bakc Up প্রোগ্রাম বলতে কি বুঝানো হয় ? ➫ নির্ধারিত ফাইল কপি করা ।

৬৮) কম্পিউটার ভাইরাস কি ? ➫ এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম ।

৬৯) Spreed Sheet প্রোগ্রাম দিয়ে কি কাজ করা হয় ? ➫ হিসাব - নিকাশ ।

৭০) উইন্ডোজ ভিসতা কত বিটের সংস্করণ ? ➫ ৩২ ও ৬৪ বিটের ।

৭১) My Computer এর অবস্থান কোথায় ? ➫ 'C' Drive এ।

৭২) ওরাকল কোন ধরনের প্রোগ্রাম ? ➫ ডাটাবেজ সপটওয়্যার ।

৭৩) কম্পিউটারের বার্গ কি ? ➫ সপটওয়্যারের অন্তর্নিহিত ভুল ।

৭৪) GUI বলতে কি বুঝায় ? ➫ Graphical User Unit .

৭৫) সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয় ? ➫ ওর্য়াকস্টেশন ।

৭৬) কোন প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে ? ➫ ডিবার্গিং ।

৭৭) কম্পিউটারের মেগানিক্যাল ডিবাউসকে কি বলা হয় ? ➫ হার্ডওয়্যার ।

৭৮) CIH কি ? ➫ কম্পিউটার ভাইরাস ।

৭৯) কম্পিউটারের ডিজিটাল পদ্বতি কোনটি ? ➫ বাইনারি ।

৮০) ১২ কে বাইনারিতে প্রকাশ করলে কত হয় ? ➫ ১১০০ ।

৮১) বিসিডি কোডের বিটের সংখ্যা কত ? ➫ ৪ টি ।

৮২) কোনটি আলফা নিউম্যারিক কোড ? ➫ আসকি ।

৮৩) কম্পিউটারে যুক্ত বর্তনী অংশের সাধারণ গেটগুলোর নাম কি ? ➫ AND , OR ও NOT .

৮৪) Quary Language কোন ধরনের Language ? ➫ Database Language

৮৫) স্বল্প দুরত্বে নেটওর্য়াকিং এর জন্য ব্যবহৃত হয় কোনটি ? ➫ LAN .

৮৬) বিশ্বের সর্বপ্রথম স্মাটফোন কোনটি ? ➫ আইবিএম সাইমন ।

৮৭) প্রথম আইফোন বাজারে ছাড়ে কতসালে ? ➫ ২০০৭ সালে , অ্যপল ইনকর্পারেটেড ।

৮৮) GSM এর পূর্ণরুপ কি ? ➫ Global System for Mobile Communication .

৮৯) SIM এর পূর্ণরুপ কি ? ➫ Subsciber Identity Module .

৯০) 5 - G ইন্টারনেট সেবা চালু করে কোন দেশ ? ➫ দক্ষিণ কোরিয়া ।

৯১) মোবইল ফোনের জনক কে ? ➫ মার্টিন কুপার ।

৯২) কোন মোবাইল ফোন কোম্পানি সর্বপ্রথম বাংলাদেশে আসে ? ➫ সিটিসেল ।

৯৩) বাংলাদেশে 3G চালু করা হয় কত সালে ? ➫ ১৪ অক্টোবর ২০০২ সালে ।

৯৪) ২১ এপ্রিল ২০১৪ কোন ব্যাংক বাংলায় মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ? ➫ IFIC ব্যাংক ।

৯৫) টার্চস্কিন প্রযুক্তির জনক কে ? ➫ ড . স্যামুয়েল হাস্ট ।

৯৬) স্বচ্ছ টার্চস্কিন কতসালে উদ্ভাবন করা হয় ককন ? ➫ ১৯৭৪ সালে ।

৯৭) মোবাইল প্রজন্মকে কয়ভাগে ভাগ করা হয় ? ➫ ৫ ভাগে ।

৯৮) স্মাট ফোনের যাত্রা শুরু হয় কোন কোম্পানির মাধ্যমে ? ➫ আইবিএম ।

৯৯) প্রথম স্মাটফোনের নাম কি ? ➫ সাইমন ।

১০০) বিশ্বের জনপ্রিয় স্মাটফোন অপারেটিং ‍সিস্টেমস কোনটি ? ➫ অ্যান্ডয়েড ।

১০১) কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিবাইস ব্যবহার করা হয় ? ➫ TV Remort Control.

১০২) কমিউনিকেশন ‍সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয় ? ➫ দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওর্য়াক সংযুক্ত করার জন্য ।

১০৩) Wi - Fi কোন স্টার্ন্ডাড এর উপর ভিত্তি করে কাজ করে ? ➫ IEEE 802.11

১০৪) Wi - Max এর পূর্ণরুপ কি ? ➫ World wide Interoperability for Microwave Access .

১০৫) কোনটি তারবিহীন দ্রুত গতির ইন্টারনেট ? ➫ ওয়াইম্যাক্স ।

১০৬) অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধরনের ঘটনাটি ঘটে ? ➫ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ।

১০৭) অপটিক্যাল ফাইবার কি ? ➫ খুব সরু ও নমনীয় কাঁচতন্তুর আলোকনল ।

১০৮) LAN এর পূর্ণরুপ কি ? ➫ Local Area Network .

১০৯) কম্পিউটার নেটর্য়াকিংয়ের ক্ষেত্রে দ্রুত পরিবহনে সক্ষম কোনটি ? ➫ ফাইবার অপটিক্যাল ক্যাবল ।

১১০) বাংলাদেশের কোন স্থানটিতে সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয় ? ➫ ঝিলং ঝা ।

১১১) সাবমেরিন ক্যাবল ব্যবহৃত হয় কোথায় ? ➫ ইন্টারনেট সংযোগে ।

১১২) বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয় ? ➫ কক্সবাজার ।

১১৩) সংরক্ষিত ডেটাবেজকে কি বলে ? ➫ ব্যাক এন্ড ।

১১৪) ডেটাবেজের কোন পরিবর্তন ও পরিবর্ধন করতে পারে না কে ? ➫ ক্লায়েন্ট ।

১১৫) Bluetooth এ ডেটা স্থানান্তরে কোনটি ব্যবহৃত হয় ? ➫ রেডিও ওয়েব পদ্বতি ।

১১৬) Bluetooth প্রযুক্তির মাধ্যমে যে নেটওর্য়াক স্থাপন করা হয় তাকে কি বলে ? ➫ পিকোনেট ।

১১৭) একাধিক পিকোনেটকে কি বলে ? ➫ স্কারানেট ।

১১৮) Bluetooth প্রযুক্তির উদ্ভাবন করেন কে ? ➫ টেলিকম ভেন্ডার এরিকসন ।

১১৯) Wi-Max এর স্টান্ডার্ড কত ? ➫ 802.16

১২০) বিশ্বের প্রথম কম্পিউটার নেটওর্য়াকের নাম কি ? ➫ আরপানেট ।

১২১) পৃথিবীতে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় কত সালে ? ➫ ১৯৬৯ সালে ।

১২২) মহাকাশে মানব নির্মিত বস্তুু পাঠানোর প্রথম প্রদক্ষেপ কাদের ছিল ? ➫ জার্মান বিজ্ঞানিদের ।

১২৩) আরপানেট বন্দ করা হয় কত সালে ? ➫ ১৯৯২ সালে ।

১২৪) ইন্টারনেটের জনক বলা হয় কাকে ? ➫ Vinton Gray Ceff .

১২৫) ‘ ভি -২ ’ রকেট পরীক্ষামূলকভাবে কততসালে মহাকাশে পাঠানো হয় ? ➫ ৩ অক্টোবর ১৯৪২ সালে ।

১২৬) বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযানের নাম কি ? ➫ ভস্টক - ১ ।

১২৭) কোন দেশ ‘স্পুটনিক-১’ মহাশূন্যে প্রেরণ করে ? ➫ সোভিয়েত ইউনিয়ন / রাশিয়া ।

১২৮) বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ? ➫ ভ্যালেন্টিনা তেরেসকোভা ।

১২৯) ’ এপোলো -১১ ‘ তে করে নিল আমস্টং কবে চাঁদে অবতরণ করেন ? ➫ ২০ জুলাই ১৯৬৯ সালে ।

১৩০) ১৯৭১ সালে ‘ মার্স-৩ ‘ মিশনের মাধ্যমে মঙ্গলগ্রহ থেকে কত সেকেন্ডের জন্য তথ্য পাঠানো হয় ? ➫ ২০ সেকেন্ডের ।

১৩১) Biometric শব্দটি কোন ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে ? ➫ গ্রীক ভাষার ।

১৩২) DNA এর পূর্ণরুপ কি ? ➫ Deoxyribo Nucleic Acid .

১৩৩) জিনোম কি ? ➫ বংশগত বৈশিষ্ট্যর তথ্য ।

১৩৪) বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে ? ➫ মার্শাল ম্যাকলুহাম ।

১৩৫) আঙ্গুলের চাপ ব্যবহার করা হয় কোন প্রযুক্তিতে ? ➫ বায়োমেট্রিক্স ।

১৩৬) বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে ? ➫ ১৯৯৬ সালে ।

১৩৭) মডেম এর মধ্যে কি কি থাকে ? ➫ একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর ।

১৩৮) কম্পিউটারকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করার জন্য কি প্রয়োজন ? ➫ মডেম ।

১৩৯) ইন্টানেটের জনক কে ? ➫ Vinton Grey Cerf .

১৪০) জাতীয় ই তথ্যকোষ উদ্ভোধন করা হয় কতসালে ? ➫ 27 February 2011 .

১৪১) মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায় ? ➫ প্রেরক - প্রাপক টাওয়ারে ।

১৪২) ATM বলতে কি বুঝায় ? ➫ Automated Taller Machine .

১৪৩) উইকিলিকস এর প্রতিষ্ঠাতা কে ? ➫ জুলিয়ান অ্যাসান্জ ।

১৪৪) টেলেক্স এর মাধ্যমে কি প্রেরণ করা যায় ? ➫ শব্দ ও ছবি ।

১৪৫) http এর পূর্ণরূপ কি ? ➫ Hyper Text Markup Language
১৪৬) অটোমেটেড টেলার মেশিন কোন কাজে ব্যবহার করা হয় ? ➫ ব্যাংকিং কার্যক্রমের জন্য ।

১৪৭) হোম পেইজ কি ? ➫ তথ্য পরিবেশনা ।

১৪৮) URL কি ? ➫ Web এর বিভিন্ন Document ও অন্যান্য resource এর ঠিকানা ।

১৪৯) ASCII এর পূর্ণরূপ কি ? ➫ American Standard code for Information Intercharge .

১৫০) ই-মেইলে ’CC’ এর অর্থ কি ? ➫ Carbon Copy .

১৫১) ARPANET এর পূর্ণরূপ কি ? ➫ ADVANCED RESEARCH PROJECTS ADMINASTATION NETWORK .

১৫৩) বাংলাদেশে প্রথম অনলাইন ইন্টারনেট চালু হয় কত সালে ? ➫ ৪ জুন ১৯৯৬ সালে ।

১৫৪) ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের কি বলা হয় ? ➫ নেটিজেন ।

১৫৫) TCD এর পূর্ণরূপ কি ? ➫ Transmisson Control Protocol.

১৫৬) সারাদেশে ইন্টারনেট সংযোগের জনপ্রিয় প্রোটোকল কোনটি ? ➫ TCP / IP.

১৫৭) FTP এর পূর্ণরূপ কি ? ➫ File Transfer Protocol .

১৫৮) SMTP এর পূর্ণরূপ কি ? ➫ Simple Mail Transfer Protocol.

১৫৯) IP Address প্রদান করে কোন কোম্পানি ? ➫ IANA .

১৬০) IP Address সহজে মনে রাখার জন্য কী ব্যবহার করা হয় ? ➫ ডোমেইন নেইম ।

১৬১) URL এর পূর্ণরূপ কি ? ➫ Uniform Resource Locator .

১৬২) www এর সূচনা হয় কত সালে ? ➫ ১৯৮৯ সালে , CEAN এ ।

১৬৩) POP মানে কি ? ➫ Post Office Protocol .

১৬৪) গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে ? ➫ ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে ।

১৬৫) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে ? ➫ বিল গেটস ও পল অ্যালেন ।

১৬৬) মাইক্রোসফটের মিডিয়ারুপ কি নামে পরিচিত ? ➫ সেট-টপ বক্স ।

১৬৭) IBM এর পূর্ণরূপ কি ? ➫ International Business Machines Corporation.

১৬৮) IBM এর প্রতিষ্ঠাতা কে ? ➫ টমাস ওয়াটসন ।

১৬৯) আইবিএমের সদর দপ্তর কোথায় ? ➫ Armonk , New York .

১৭০) টুইটার কতসালে প্রতিষ্ঠিত হয়েছিল ? ➫ ২০০৪ সালে ।

১৭১) Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে ? ➫ Lawrence J.Elison .

১৭২) CNN এর পূর্ণরূপ কি ? ➫ Cable News Network .

১৭৩) সামাজিক অন্তজালের জনপ্রিয় মাধ্যম কোনটি ? ➫ Facebook .

১৭৪) টুইটার কি ? ➫ এক ধরনের সামাজিক নেটওর্য়াক ।

১৭৫) অ্যান্ডয়েড এর উদ্বাবক কে ? ➫ অ্যান্ডি রুবিন ও রিচ মিনার ।

১৭৬) মাইক্রোসফট কতসালে প্রতিষ্ঠিত হয় ? ➫ ১৯৭৫ সালে ।

১৭৭) অ্যাপল কম্পিউটার বাজারে আসে কতসালে ? ➫ ১৯৭৬ সালে ।

১৭৮) মাইক্রোসফটের কম্পিউটার হার্ডওয়্যার কি ? ➫ মাইক্রোসফট মাউস ।

১৭৯) ইনস্টাগাম উদ্ভাবন করেন কে ? ➫ কেভিন স্টিল মাইক ক্রিঞ্জার ।

১৮০) ইনস্টাগাম কত সালে চালু হয় ? ➫ ২০১০ সালে ।

১৮১) B2C প্রথম ইন্টারনেট ব্যবসা ব্যবহার করে ব্যবসা পরিচালনা শুরু হয় কত সালে ? ➫ ১৯৯২ সালে ।

১৮২) অনলাইনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে কি বলে ? ➫ ই-ব্যাংকিং ।

১৮৩) বিশ্বে প্রথম মোবাইল ভিত্তিক ব্যাংকিং সেবা কোন ব্যাংক চালু করে ? ➫ ফিনল্যান্ডের মেরিটা ব্যাংক ।

১৮৪) বাংলাদেশে প্রথম কখন মোবাইল ব্যাংকিং সেবা চালু হয় ? ➫ ৩১ মার্চ ২০১১ সালে ।

১৮৫) রোবট শব্দটি কোন শব্দ থেকে এসেছে ? ➫ রোবটা শব্দ থেকে ।

১৮৬) রোবটের হাত , পা ইত্যাদি নাড়াচাড়া করার জন্য কী ব্যবহার করা হয় ? ➫ বৈদ্যুতিক মটর ।

১৮৭) কৃত্রিম বুদ্বিমত্তা থাকবে কোন প্রজন্মের কম্পিউটারে ? ➫ পঞ্চম প্রজন্মের ।

১৮৮) MRP এর পূর্ণরূপ কি ? ➫ Manufacturing Resource Planing

১৮৯) টিভি কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা ? ➫ একমূখী যোগাযোগ ব্যবস্থা ।

১৯০) PAL এর পূর্ণরূপ কি ? ➫ Phase Alternation By Line

১৯১) Bandwidth মাপা হয় কি দিয়ে ? ➫ bps .

১৯২) যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান কয়টি ? ➫ ৫ টি ।

১৯৩) ক্যাবল তৈরি হয় কি দ্বারা ? ➫ পরাবৈদ্যুতিক পর্দাথ দ্বারা ।

১৯৪) মাইক্রোওয়েবের ফ্রিকুয়েন্সি রেন্জ কত ? ➫ 300Mhz - 30Mhz

১৯৫) Bluetooth এর রেন্জ কত ? ➫ 10 - 100 Meter

১৯৬) রেডিও ওয়েবের গতি কত ? ➫ 24 kbps

১৯৭) মৌলিক গেইট কয়টি ? ➫ ৩ টি ( OR , AND , NOT )
১৯৮) সার্বজনীন গেইট কয়টি ? ➫ ২ টি ( NAND , NOR )

১৯৯) ব্রিজ প্রধানত কত প্রকার ? ➫ ৩ প্রকার ।

২০০- ভূয়া মেইল জমা হয়- spam

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বিগত পরীক্ষায় আসা কম্পিউটার নিয়ে ২০০টা প্রশ্ন"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে