৯-১০ম শ্রেনির ভূগোল বই

৯-১০ম শ্রেনির ভূগোল বই


১. গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলা -- ছায়াপথ /আকাশ গঙ্গা
২. সৌরজগতের সবচেয়ে উজ্জল ও উত্তপ্ত গ্রহ হল-- শুক্র
৩. একমাত্র কোন গ্রহ পূর্ব হতে পশ্চিমে পাক খায় -- শুক্র গ্রহ
৪. শনির ভূত্বক -- বরফে ঢাকা
৫. পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ-- ৩৬০ ডিগ্রী
৬. নিরক্ষরেখার অপর নাম-- বিষুবরেখা /০ ডিগ্রী অক্ষরেখা / মহাবৃত্ত
৭. ক্যাডাস্ট্রাল অর্থ -- রেজিস্টিকৃত নিজের সম্পত্তি
৮. কোনটি হতে গ্রাফাইট উৎপন্ন হয় -- কয়লা
৯. কোনটি হতে কোয়ার্টজাইট হয় -- বেলেপাথর
১০. কোনটি হতে মার্বেল হয়-- চুনাপাথর
১১. স্লেট তৈরি হয় -- কাদা ও শেল হতে
১২. জ্বালা মুখ দিয়ে নির্গত গলিত পদার্থ কে বলে -- লাভা
১৩. জাপানি ভাষায় সুনামি অর্থ -- পোতাশ্রয়ের ঢেউ
১৪. নদীর অধিক বিস্তৃত মোহনা কে বলে -- খাঁড়ি
১৫. প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে -- দোয়াব
১৬. দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে বলে -- নদীসংগম
১৭. নদী উপত্যকার তলদেশ কে বলে -- নদীগর্ভ
১৮. পৃিথবীর বৃহৎ গিরিখাত হচ্ছে -- সিন্ধু নদের গিরিখাত
১৯. নায়াগ্রা জলপ্রপাত এর উৎপত্তি-- উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদী হতে
২০. বাংলাদেশের ক্ষয়জাত সমভূমির উদাহরন-- মধুপুরের চত্বর ও বরেন্দ্রভূমি
২১. ওজোন স্তরের সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয় -- স্ট্রাটোমন্ডল
২২. বৃষ্টি হীন স্থান কে বলে -- বৃষ্টিচ্ছায়
২৩. ঋতুর সঙ্গে সঙ্গে দিক পরির্বতন করে যে বায়ু তাকে বলে -- ঋতু আশ্রয়ী বায়ু
২৪. মওসুম -- আরবিশব্দ
২৫. ম্যারিয়ানা খাত অবস্থিত -- প্রশান্ত মহাসাগরে
২৬. প্রচুর পরিমানে প্ল্যাংটন জন্মে -- অগভীর মগ্নচড়ায়
২৭. পৃিথবীর সর্বাধিক জাহাজ যাতায়াত করে কোন মহাসাগরে -- উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের অনুকূলে
২৮. উর্বর মাটিতে যে বসতি গড়ে ওঠে তাকে বলে -- পুঞ্জিভুত বসতি
২৯. অনুর্বর মাটিতে যে বসতি গড়ে ওঠে তাকে বলে -- বিক্ষিপ্ত বসতি
৩০.ভাগীরথী নদীর অপর নাম-- হুগলি নদী
৩১. বাংলাদেশে স্রোতজ সমভূমি হচ্ছে -- খুলনা ও পটুয়াখালী, বরগুনা জেলায়
৩২. বাংলাদেশে পাদদেশীয় সমভূমি হচ্ছে -- রংপুর ও দিনাজপুর
৩৩. বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয় -- ১৯০৫ সালে ১ ডিগ্রী সেলসিয়াস
৩৪. আমন ধান ভাল হয় -- রংপুরে
৩৫. বোরো ধান ভাল হয়-- সিলেটে
৩৬. পোশাক শিল্পকে বলা হয় -- বিলিয়ন ডলার শিল্প
৩৭. বাংলাদেশের দক্ষিণে আকৃতি -- ফানেলাকার
৩৮. প্রতি বছর প্রায় কতটি ছোট বড় নদীতে নদীভাঙন দেখা যায় -- ৪০ টি
৩৯. বাংলাদেশে কত প্রজাতির বন্যপ্রাণী র অস্তিত্ব হুমকির সম্মুখীন -- ২৩ প্রজাতের
৪০. ২০২৫ সালে অনুমিত জনসংখ্যা হবে -- ৮ বিলিয়নের উপরে

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "৯-১০ম শ্রেনির ভূগোল বই"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে