প্রনি বিজ্ঞান বিষয়ক প্রশ্ন ও উত্তর
২) মানুষের হাড়ের সংখ্যা – ২০৬ টি ।
৩) মানুষের ক্রোমোজোম সংখ্যা – ২৩ জোড়া বা ৪৬ টি ।
৪) মানবদেহে মোট কশেরুকা – ৩৩ টি ।
৫) মানবদেহে হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা – ৪ টি ।
৬) ভিটামিন এ এর অভাবে – রাতকানা রোগ হয় ।
৭) রক্ত সংবহন তন্ত্র আবিস্কার করেন – উইলিয়াম হার্ভে ।
৮) রক্তের গ্রুপ আবিস্কার করেন – ল্যান্ড স্টীনার ।
৯) রক্তের সার্বজনীন গ্রহীতা – ‘AB’ গ্রুপ ।
১০) রক্তের সার্বজনীন দাতা – ‘O’ গ্রুপ ।
১১) রক্তে হিমোগ্লোবিন কমে গেলে – রক্ত শুন্যতা সৃষ্টি হয় ।
১২) ডায়াবেটিস রোগ হয় – ইনসুলিনের অভাবে ।
১৩) হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানোকে বলে – এনজিওপ্লাস্ট ।
১৪) মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে – কার্বন-ডাই-অক্সাইড ।
১৫) ডায়াবেটিস রোগির রক্তে বৃদ্ধি পায় – গ্লুকোজ ।
১৬) ক্লোনিং পদ্ধতিতে প্রথম জন্মগ্রহণকারী প্রাণীর নাম – ডলি ।
১৭) পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় – রেনিন ।
১৮) ঝিনুকের প্রদাহের ফল – মুক্তা ।
১৯) মস্তিষ্কের রক্তক্ষরণ ও রক্ত বাঁধাকে বলে – স্ট্রোক ।
২০) নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় – ধমণীর মধ্য দিয়ে ।
২১) সর্বাধিক স্নেহজাতীয় খাদ্য পাওয়া যায় – দুধে।
২২) ব্যকটেরিয় কর্তৃক সৃষ্ট রোগ – কলেরা, টায়ফয়েড, যক্ষা ।
২৩) এইডস একটি – ভাইরাস ঘটিত রোগ ।
২৪) বাংলাদেশের একজন পূর্ন বয়স্ক ব্যক্তির প্রতিদিনের শক্তি প্রয়োজন – ২৫০০ ক্যালোরি ।
২৫) শব্দ দুষনের ফলে সৃষ্টি হয় – উচ্চ রক্তচাপ ।
২৬) ব্যাকটেরিয়া কোষ বিভাজন ঘটায় – মাইটোসিস প্রক্রিয়ায় ।
২৭) মানুষের মস্তিস্কের ওজন – ১.৫০ কেজি ।
২৮) মানবদেহে প্রতিদিন পানির প্রয়োজন – ৪-৫ লিটার ।
২৯) হৃদপিন্ডের সংকোচন ও প্রসারণকে যথাক্রমে বলে – সিস্টোল ও ডায়াস্টোল ।
৩০) প্রজননে সাহায্য করে – ভিটামিন ‘ই’ ।
৩১) DNA এর মূল মজ্জাকে সুবিন্যাস্ত করাকে বলে – জিন থেরাপি ।
৩২) DNA এর অর্থ ডি অক্সিরাইবো নিউক্লিক এসিড ।
৩৩) জিনতত্ত্বের জনক – ভাইজম্যান ।
৩৪) হিমোফিলিয়া একটি – বংশগত রোগ ।
৩৫) হারের মধ্যে পানি থাকে – ৪০-৪৫ % ।
৩৬) অন্ত্র দুই প্রকার – ১) ক্ষুদ্রান্ত ও ২) বৃহদান্ত ।
৩৭) জীবিত কোষের মধ্যে তৈরী হয় – এনজাইম ।
৩৮) এনজাইম কাজ করে মূলত – অনুঘটক হিসাবে ।
৩৯) রক্ত এক প্রকার – যোজক কলা ।
৪০) রক্ত দুই প্রকার উপাদান দিয়ে গঠিত – ১) রক্ত রস ও ২) রক্ত কনিকা ।
৪১) পূর্ণ বয়স্ক মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে – ৭২ বার ।
৪২) রেচন অঙ্গগুলি হলো – ত্বক, ফুসফুস, যকৃত ও বৃক্ক ।
৪৩) প্রধান রেচন অঙ্গ – বৃক্ক (প্রায় ৭৫% নিষ্কাষন করে)।
৪৪) বৃক্ক দেখতে অনেকটা – সীমের বীজের মতো ।
৪৫) পিটুইটারি গ্রন্থকে বলে – রাজ গ্রন্থি ।
৪৬) পুংজনন গ্রন্থিতে পাওয়া যায় – টেস্টোসটেরন ।
৪৭) স্ত্রীজনন গ্রন্থিতে পাওয়া যায় – ইস্ট্রোজেন ।
৪৮) ত্বক তিনটি স্তর দিয়ে গঠিত – ১)বহি:ত্বক, ২) ডার্মিস ও ৩) হাইপোডার্মিস ।
৪৯) কঙ্কালতন্ত্রের রোগ – রিকেটস, গেঁটে বাত ।
৫০) পরিপাক তন্ত্রের রোগ – আমাশয়, গ্যাস্টাইটিস ।
৫১) রক্ত সংবহন তন্ত্রের রোগ – রক্তচাপ, হার্ট এ্যাটাক, স্ট্রোক, বাতজ্বর, রক্ত শুন্যতা ।
৫২) শ্বসন তন্ত্রের রোগ – নিউমোনিয়া, যক্ষা, ব্রঙ্কাইটিস ।
৫৩) দীর্ঘজীবী প্রাণী – নীল তিমি (প্রায় ৫০০ বছর) ।
৫৪) সবচেয়ে বড় স্থলচর প্রাণী – আফ্রিকার হাতি ।
৫৫) সবচেয়ে বড় জলচর প্রাণী – নীল তিমি ।
৫৬) সবচেয়ে বড় সরীসৃপ – কুমির ।
৫৭) সবচেয়ে দ্রুততম পশু – চিতাবাঘ (ঘন্টায় ৪৫ মাইল) ।
৫৮) সবচেয়ে দ্রুততম পাখি – সুইফ্ট (ঘন্টায় ২০০ মাইল) ।
৫৯) আরশোলার হৃদপিন্ডের প্রকোষ্ট – ১৩ টি ।
৬০) মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ট – ৪ টি ।
৬১) হাঙ্গরের হৃদপিন্ডের প্রকোষ্ট – ৩ টি ।
৬২) তেলাপোকার রক্তের রং – বর্ণহীন ।
৬৩) মাছ পানিতে ভাসা নিয়ন্ত্রণ করে – দেহের ভেতরের বায়ু থলির বাতাস কমিয়ে বাড়িয়ে ।
৬৪) সবচেয়ে লম্বা ও ভারী সাপ – আনাকোন্ডা ।
৬৫) স্বাদু পানির সবচেয়ে ক্ষুদ্র মাছ – ডুয়ার্ফ পিগমী গোবী ।
৬৬) সাপ শুনতে পায় – ত্বকের সাহায্যে ।
৬৭) রাজ কাকড়ার অপর নাম – লিমুলাস ।
৬৮) সমুদ্রে তেল অপসারণের জন্য ব্যবহৃত হয় – সুপার বাগ বা মাইক্রোবিয়াল ইনক্যকট্যান্ট ।
৬৯) কুকুর পাগল হয়ে থাকে – জলাতংক রোগ হলে ।
▬▬▬▬۩۞۩▬▬▬▬
প্রশ্ন: চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে ?
উ: লেকরিমাল গ্রন্থি থেকে
প্রশ্ন: নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার ?
উ: ১২৫ মিটার
প্রশ্ন: একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে ?
উঃ ০.৪ সেকেন্ড
প্রশ্ন: শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ ?
উঃ কিডনি
প্রশ্ন: একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে ?
উ: ১ টি
প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ?
উ: কিডনীতে
প্রশ্ন: থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ?
উ: থাইরক্সিন
প্রশ্ন: চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ?
উ: রেটিনা
প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ?
উ: পেপসিন
প্রশ্ন: বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ?
উ: টিস্প্যানিক পর্দা
প্রশ্ন: জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ?
উ: কার্বন
প্রশ্ন: যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ?
উ: গ্লাইকোজেন রূপে
প্রশ্ন: প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি ?
উ: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা
প্রশ্ন: কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?
উ: প্যারা থরমোন
প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ?
উ: অ্যাড্রনালিন
প্রশ্ন: দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?
উঃ টেস্টোস্টেরন
প্রশ্ন: জীবন রক্ষাকারী হরমোন কোনটি ?
উঃ অ্যালডোস্টেরন
প্রশ্ন: ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ?
উ: অস্থিতে
প্রশ্ন: খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ?
উ: ক্ষুদ্রান্তে
প্রশ্ন: মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে ?
উ: ডিম্বাণু
প্রশ্ন: মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ?
উ: ২৪ টি
প্রশ্ন: প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?
উঃ ৭২
প্রশ্ন: ধমনী শেষ হয় কোথায় ?
উ: লসিকায়
প্রশ্ন: মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ?
উ:মেলানিন
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রনি বিজ্ঞান বিষয়ক প্রশ্ন ও উত্তর"
Post a Comment