বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিগত বছরে আসা ৮৩ টি এম সি কিউ
(a) যশোর
(b) কুষ্টিয়া
(c) মেহেরপুর
(d) চুয়াডাঙ্গা
Ans. c
2. বাংলাদেশের জাতীয় দিবস কবে ?
(a) ১৬ই ডিসেম্বর
(b) ৭ই মার্চ
(c) ২৬শে মার্চ
(d) ১৭ই এপ্রিল
Ans. c
3. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন ?
(a) মেঃ জেঃ জিয়াউর রহমান
(b) মেঃ জেঃ সফিউল্লা
(c) লেঃ জেঃ এইচঃ এমঃ এরশাদ
(d) জেনারেল আতাউল গণি ওসমানী
Ans. d
4. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
(a) ২১ ফেব্রুয়ারি
(b) ১৪ ডিসেম্বর
(c) ৭ মার্চ
(d) ১৬ ডিসেম্বর
Ans. b
5. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -
(a) ১০মার্চ
(b) ২১ মার্চ
(c) ২ মার্চ
(d) ২৫ মার্চ
Ans. c
6. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
(a) ১৯৯২ সালে
(b) ২০০০ সালে
(c) ২০০১ সালে
(d) ২০০২ সালে
Ans. c
7. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
(a) ১৯৯৮
(b) ১৯৯৯
(c) ২০০০
(d) ২০০১
Ans. b
8. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?
(a) ১৬ ই ডিসেম্বর
(b) ২৬ শে মার্চ
(c) ২১শে ফেব্রুয়ারী
(d) ৭ ই মার্চ
Ans. b
9. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
(a) নাটোর
(b) চাঁপাইনবাবগঞ্জ
(c) জয়পুরহাট
(d) নওগাঁ
Ans. b
10. স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' উপাধি লাভ করেন কতজন?
(a) ৭ জন
(b) ৬৮ জন
(c) ১৭৫ জন
(d) ৪২৬ জন
Ans. d
11. রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী?
(a) বিজয় স্তম্ভ
(b) বিজয়কেতন
(c) স্বাধীনতা সোপান
(d) রক্ত সোপান
Ans. d
12. স্বাধীনতাযুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
(a) ৫ জন
(b) ৭ জন
(c) ২ জন
(d) ৬ জন
Ans. c
13. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
(a) আট
(b) দশ
(c) এগার
(d) পনের
Ans. c
14. ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
(a) ঢাকায়
(b) লাহোরে
(c) করাচিতে
(d) নারায়ণগঞ্জে
Ans. b
15. মুক্তিযুদ্ধের বিজয়ের দিনে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
(a) জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
(b) এয়ার কমোডর এ কে খন্দকার
(c) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
(d) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
Ans. b
16. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
(a) ১০ এপ্রিল, ১৯৭১
(b) ৭ এপ্রিল, ১৯৭১
(c) ৭ মার্চ, ১৯৭১
(d) ২৫ মার্চ, ১৯৭১
Ans. a
17. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
(a) ভারত
(b) শ্রীলংকা
(c) মায়ানমার
(d) রাশিয়া
Ans. a
18. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
(a) সৈয়দ নজরুল ইসলাম
(b) তাজউদ্দীন আহমদ
(c) শেখ মুজিবুর রাহমান
(d) ক্যাপ্টেন মনসুর আলী
Ans. c
19. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
(a) শেখ মুজিবুর রাহমান
(b) জেনারেল আতাউল গনি ওসমানী
(c) তাজউদ্দীন আহমদ
(d) ক্যাপ্টেন মনসুর আলী
Ans. b
20. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?
(a) ৪ টি
(b) ৭ টি
(c) ১১ টি
(d) ১৪ টি
Ans. c
21. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সমারিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
(a) ৯টি
(b) ১১টি
(c) ১৫টি
(d) ১৭টি
Ans. b
22. মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়?
(a) ৪২ জন
(b) ৫৮ জন
(c) ৬৮ জন
(d) ৬২ জন
Ans. c
23. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' গানের রচয়িতা কে?
(a) আবদুল গাফফার চৌধুরী
(b) আলতাফ মাহমুদ
(c) আবদুল লতিফ
(d) আব্দুর আলীম
Ans. a
24. স্বাধীনতাযুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
(a) ১৯ টি
(b) ১১ টি
(c) ৮ টি
(d) ১১ টি
Ans. d
25. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
(a) সেগুনবাগিচা
(b) ধানমণ্ডি
(c) মগবাজার
(d) বনানী
Ans. a
26. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান 'বীরশ্রেষ্ঠ' খেতার দেওয়া হয়?
(a) ৯ জন
(b) ৭ জন
(c) ৮ জন
(d) ১০ জন
Ans. b
27. তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(a) ঢাকায়
(b) লাহোরে
(c) নারায়নগঞ্জে
(d) করাচিতে
Ans. b
28. স্বাধীনতাযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
(a) ৯
(b) ১০
(c) ১১
(d) ১২
Ans. c
29. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?
(a) সিপাহী
(b) ল্যান্স নায়েক
(c) হাবিলদার
(d) ক্যাপ্টেন
Ans. a
30. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
(a) ১৪ ই ডিসেম্বর
(b) ১২ ই ডিসেম্বর
(c) ১৩ ই ডিসেম্বর
(d) ১৫ ই ডিসেম্বর
Ans. a
31. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
(a) ১ মার্চ ১৯১৯ খৃঃ
(b) ১৭ মার্চ ১৯২০ খৃঃ
(c) ১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ
(d) ২১ জুন ১৯৪১ খৃঃ
Ans. b
32. ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
(a) ৭ মার্চ ১৯৭১ খৃঃ
(b) ২৬ মার্চ ১৯৭১ খৃঃ
(c) ১০ এপ্রিল১৯৭১ খৃঃ
(d) ১৬ ডিসেম্বর১৯৭১ খৃঃ
Ans. c
33. স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
(a) জাতীয় স্মৃতিসৌধ
(b) লালবাগের কেল্লা
(c) সোনা মসজিদ
(d) শহীদ মিনার
Ans. d
34. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে ‘বীরউত্তম’ উপাধিতে ভূষিত করা হয়?
(a) ২৫৭ জন
(b) ১৬৩ জন
(c) ৪৪জন
(d) ৬৮জন
Ans. d
35. How many females were awarded the title ‘Beer Protik’ for their contribution in the Liberation War of Bangladesh?
(a) 4
(b) 5
(c) 6
(d) 7
(e) None of these
Ans. d
36. Which European country first recognized Bangladesh as an independent nation?
(a) Poland
(b) Spain
(c) England
(d) France
(e) None of these
Ans. a
37. During our Liberation War of 1971, how many Sector Commanders were in charge of the 11 different sectors in different phases of the war?
(a) 10.
(b) 11
(c) 15
(d) 16
(e) None of these
Ans. e
38. পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
(a) আবুল হাশেম
(b) শেখ মুজিবুর রহমান
(c) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(d) ধীরেন্দ্রনাথ দত্ত
Ans. d
39. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
(a) ২৬ মার্চ, ১৯৭১
(b) ১০ এপ্রিল, ১৯৭১
(c) ৬ সেপ্টেম্বর, ১৯৭১
(d) ১০ নভেম্বর, ১৯৭১
Ans. b
40. ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
(a) এক রাজনৈতিক মতবাদের
(b) এক সাংস্কৃতিক আন্দোলনের
(c) এক নতুন জাতীয় চেতনার
(d) এক নতুন সমাজ ব্যবস্থার
Ans. c
41. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
(a) ছ্য়
(b) সাত
(c) আট
(d) পাঁচ
Ans. b
42. বীরশ্রেষ্ঠ হামিদুর রহামানের পদবি কি ছিল?
(a) সিপাহী
(b) ল্যান্স নায়েক
(c) হাবিলদার
(d) ক্যাপ্টেন
Ans. a
43. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
(a) ৪ ফেব্রুয়ারী, ১৯৭২
(b) ২৪ জানুয়ারী, ১৯৭২
(c) ১৬ ডিসেম্বর, ১৯৭২
(d) ৪ এপ্রিল, ১৯৭২
Ans. d
44. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম-
(a) ভারত
(b) রাশিয়া
(c) ভুটান
(d) নেপাল
Ans. c
45. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
(a) চিলেকোঠার সেপাই
(b) আগুণের পরশমণি
(c) একাত্তরের দিনগুলো
(d) পায়ের আওয়াজ পাওয়া যায়
Ans. b
46. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
(a) রমনা পার্কে
(b) পল্টন ময়দানে
(c) তৎকালীন রেসকোর্স ময়দানে
(d) ঢাকা ক্যান্টনমেন্টে
Ans. c
47. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে- যা ছিল নিম্নরূপ: “লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না।” ‒ এ দম্ভোক্তিকারী ব্যক্তি কে ছিল?
(a) জেনারেল হামিদ খান
(b) জেনারেল ইয়াহিয়া খান
(c) জেনারেল নিয়াজী
(d) জেনারেল টিক্কা খান
Ans. b
48. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহর ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
(a) তিন নম্বর সেক্টর
(b) দুই নম্বর সেক্টর
(c) চার নম্বর সেক্টর
(d) এক নম্বর সেক্টর
Ans. b
49. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা‒
(a) রফিকুল ইসলাম
(b) রশীদ করিম
(c) মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
(d) কর্নেল সিদ্দিক মালিক
Ans. c
50. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
(a) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(b) জেনারেল এস. এ. জি ওসমানী
(c) কর্ণেল শফিউল্লাহ
(d) মেজর জিয়াউর রহমান
Ans. a
51. বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?
(a) ৯ মে ১৯৫৪
(b) ২২ ফেব্রুয়ারী ১৯৫৩
(c) ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬
(d) ২১ ফেব্রুয়ারী ১৯৫২
Ans. a
52. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?
(a) ২৫ মার্চ ১৯৭১
(b) ২৬ মার্চ ১৯৭১
(c) ১৪ ডিসেম্বর ১৯৭১
(d) ১৬ ডিসেম্বর ১৯৭১
Ans. c
53. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
(a) যুক্তরাজ্য
(b) পূর্ব জার্মানী
(c) স্পেন
(d) গ্রীস
Ans. b
54. How many woman freedom fighter received the “Bir Protik” award for their contribution in the liberation war of Bangladesh?
(a) 2
(b) 5
(c) 6
(d) 7
Ans. a
55. জাতিক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া করে?
(a) ২৩ ফ্রেব্রুয়ারী ১৯৬৯
(b) ২৫ জানুয়ারী ১৯৭০
(c) ৭ মার্চ ১৯৭১
(d) ১৬ ডিসেম্বর ১৯৭১
Ans. a
56. ‘ছয় দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
(a) ২১ ফ্রেরুয়ারি ১৯৫৪
(b) ২০ এপ্রিল ১৯৬২
(c) ২২ মার্চ ১৯৫৮
(d) ২৩ মার্চ ১৯৬৬
Ans. d
57. সম্প্রতি ভারতের কোন বিখ্যাত ব্যক্তিত্বকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করেছে?
(a) অটল বিহারী বাজপেয়ী
(b) লে. জে. জগজিৎ সিং আরোরা
(c) সোনিয়া গান্ধি
(d) প্রণব মুখার্জী
Ans. a
58. হুমায়ুন আহমেদ এর কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা?
(a) শঙ্খনীল কারাগার
(b) নন্দিত নরকে
(c) তেঁতুল বনে জোৎস্না
(d) জোৎস্না ও জননীর গল্প
Ans. d
59. মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে?
(a) বেগম সুফিয়া কামাল
(b) ডাঃ সিতারা পারভীন
(c) জাহানারা ইমাম
(d) ড. নীলিমা ইব্রাহীম
Ans. b
60. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
(a) ১৭ মার্চ
(b) ২৬ মার্চ
(c) ১০ জানুয়ারী
(d) ১৬ ডিসেম্বর
Ans. c
61. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
(a) ৭
(b) ৯
(c) ১১
(d) ১২
Ans. c
62. বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি কোন সম্প্রদায়ের?
(a) খাসিয়া
(b) রাখাইন
(c) সাওতাল
(d) গারো
Ans. a
63. একুশে পদক প্রবর্তিত হয় কোন সাল থেকে?
(a) ১৯৭২
(b) ১৯৭৫
(c) ১৯৭৬
(d) ১৯৮১
Ans. c
64. ভারত স্বধীন দেশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে কবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে?
(a) ১৬ই ডিসেম্বর, ১৯৭১
(b) ২৬শে মার্চ, ১৯৭১
(c) ১৪ই ডিসেম্বর, ১৯৭১
(d) ৬ই ডিসেম্বর, ১৯৭১
Ans. d
65. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে অর্থমন্ত্রী কে ছিলেন?
(a) এ এইচ এম কামরুজ্জামান
(b) ক্যাপ্টেন এম. মনসুর আলী
(c) সৈয়দ নজরুল ইসলাম
(d) ড. কামাল হোসেন
Ans. b
66. ১৯৭১ সালে রাজাকার বাহিনী প্রধান কে ছিলেন?
(a) আব্দুস কাদের মোল্লা
(b) এ কে এম ইউসুফ
(c) মতিউর রহমান নিজামী
(d) দেলওয়ার হোসেন সাঈদী
Ans. c
67. ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যসের লেখক?
(a) শওকত ওসমান
(b) সৈয়দ ওয়ালীউল্লাহ
(c) সৈয়দ শামসুর হক
(d) মীর মশাররফ হোসেন
Ans. b
68. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল?
(a) ৮ নং থিয়েটার রোড়, কলকাতা
(b) মুজিবনগর
(c) করিমগঞ্জ
(d) বেনাপোল
Ans. a
69. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের কত তারিখে?
(a) ১০ এপ্রিল
(b) ১৭ এপ্রিল
(c) ২৬ মার্চ
(d) ১৬ ডিসেম্বর
Ans. a
70. শহীদ আসাদ দিবস কবে?
(a) ১৯ জানুয়ারি
(b) ২৬ ডিসেম্বর
(c) ২১ ফ্রেরুযারি
(d) ২০ জানুয়ারি
Ans. d
71. ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা-
(a) ডব্লিউ এ. ওডারল্যান্ড
(b) মার্ক টালি
(c) আঁন্দ্রে মারলো
(d) এডওয়ার্ড কেনেডি
Ans. a
72. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কতজন নারীকে ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়?
(a) ২জন
(b) ৩জন
(c) ৪জন
(d) ৮জন
Ans. a
73. ‘মুক্তির গান’ চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন?
(a) জহির রায়হান
(b) আলমগীর কবির
(c) গীতা মেহতা
(d) তারেক মাসুদ
Ans. d
74. ‘Stop Genocide’ প্রমাণ্য চিত্র নির্মাণ করেন কে?
(a) চাষী নজরুল ইসলাম
(b) ফেরদৌস হায়দার
(c) জহির রায়হান
(d) তারেক মাসুদ
Ans. c
75. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?
(a) আলমগীর কবির
(b) খান আতাউর রহমান
(c) হুমায়ুন আহমেদ
(d) সুভাষ দত্ত
Ans. a
76. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
(a) ইন্দোনেশিয়া
(b) মালয়েশিয়া
(c) মালদ্বীপ
(d) পাকিস্তান
Ans. ab
77. বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতার-
(a) বীর প্রতীক
(b) বীরশ্রেষ্ঠ
(c) বীর উত্তম
(d) বীর বিক্রম
Ans. d
78. ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
(a) বিল অব রাইটস
(b) ম্যাগনাকার্টা
(c) পিটিশন অব রাইটস
(d) মুখ্য আইন
Ans. b
79. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
(a) নেকড়ে অরণ্য
(b) বন্দী শিবির থেকে
(c) নিষিদ্ধ লোবান
(d) প্রিয়যোদ্ধা প্রিয়তম
Ans. b
80. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বানস মন্ত্রী কে ছিলেন?
(a) ক্যাপ্টেন এম মনসুর আলী
(b) তাজউদ্দিন আহমেদ
(c) এ. এইচ. এম কামরুজ্জামান
(d) খন্দকার মোস্তাব আহমেদ
Ans. c
81. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
(a) দ্বি-জাতি তত্ত্ব
(b) সামাজিক চেতনা
(c) অসাম্প্রদায়িকতা
(d) বাঙ্গালী জাতীয়াবাদ
Ans. d
82. ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না-
(a) শেরে বাংলা এ কে ফজলুল হক
(b) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(c) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
(d) নবাব স্যার সলিমুল্লাহ
Ans. d
83. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের-
(a) ফেব্রুয়ারীতে
(b) মে মাসে
(c) জুলাই মাসে
(d) আগষ্টে
Ans. a
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিগত বছরে আসা ৮৩ টি এম সি কিউ "
Post a Comment