সংক্ষিপ্ত আকারে বিশ্বের মহাদেশ পরিচিতি

সংক্ষিপ্ত আকারে বিশ্বের মহাদেশ পরিচিতি


১. এশিয়া মহাদেশ :

** পৃথিবীর বৃহত্তম মহাদেশ : এশিয়া।

** এশিয়ার ভৌগোলিক অবস্থান : ১০ডিগ্রী দক্ষিণ থেকে ৭৮ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ২৫ ডিগ্রী পূর্ব থেকে ১৭০ডিগ্রী পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত-বিস্তৃত।

** মহাদেশ দুটিকে একসাথে ইউরেশিয়া বলা হয় : এশিয়া ও ইউরোপ

** এশিয়া ও ইউরোপকে ইউরেশিয়া বলা হয় : ইউরোপ মহাদেশের সাথে স্থল দ্বারা এশিয়া মহাদেশ যুক্ত হওয়ায়।

** এশিয়া মহাদেশ অন্যান্য মহাদেশের চেয়ে বড় : আফ্রিকার প্রায় ১.৫, উত্তর আমেরিকার ১.৮২, দক্ষিণ আমেরিকার প্রায় ২.৪, ইউরোপের প্রায় ৪.১৯, অষ্ট্রেলিয়ার ৫.৭৩ এবং এন্টার্কটিকা ৩.১২ গুণ বড়।

** এশিয়া মহাদেমেশর আয়তন : ৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার বর্গ কিলোমিটার।

** এশিয়া মহাদেশের আয়তন পৃথিবীর মোট আয়তনের শতাংশ : ৩০ শতাংশ।

** এশিয়া মহাদেশের জনসংখ্যা : ৪১২ কোটি ১১ লাখ [UNFPA ২০০৯]।

** এশিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেষ্ট। (৮৮৫০ মি)

** এশিয়া মহাদেশের সর্বনিম্ন বিন্দু : মৃত সাগর। (-৪০০ মি)

** এশিয়া মহাদেশের বৃহত্তম উপদ্বীপ : আরব উপদ্বীপ।

** এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ : বোর্নিও।

** এশিয়া মহাদেশের বৃহত্তম সাগর : দক্ষিণ চীন সাগর।

** এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদের নাম : কাস্পিয়ান। উল্লেখ্য, এটি এশিয়া এবং ইউরোপ মহাদেশে অবস্থিত।

** এশিয়া মহাদেশের গভীরতম হ্রদের নাম : বৈকাল হ্রদ।

** এশিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ : মাউন্ট এভারেষ্ট; অবস্থান চীন-নেপাল সীমান্ত।

** এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম : ইয়াংসিকিয়াং (চীন)।

** এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি : গোবি মরুভূমি, অবস্থান চীন-মঙ্গোলিয়া।

** এশিয়া মহাদেশের বৃহত্তম সমভূমির নাম : পশ্চিম সাইবেরীয় সমভূমি।

** আয়তনে এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ : চীন।

** জনসংখ্যায় এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ : চীন (১৩৪ কোটি ৫৮ লাখ) [UNFPA ২০০৯]।

** আয়তনে এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ : মালদ্বীপ।

** জনসংখ্যায় এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ : মালদ্বীপ (৩ লাখ) (UNFPA ২০০৯]।

** এশিয়া মহাদেশের সর্ব পশ্চিমের বিন্দুর নাম : বেবা অন্তরীপ।

** এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্য : তৈগা।

** এশিয়া মহাদেশের স্বাধীন দেশ : ৪৪টি।

** এশিয়া মহাদেশের ৪৪তম স্বাধীন দেশ : পূর্ব তিমুর।

** এশিয়ার সর্ব উত্তরের বিন্দু : চেলিউসকিন অন্তরীপ ।

২. ইউরোপ মহাদেশ :
** ইউরোপ মহাদেশের আয়তন : ৯৯ লাখ ৩৮ হাজার বর্গ কিলোমিটার (পূর্ব-পশ্চিমে দৈর্ঘ্য ৬,৪০০ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে ৪৮০০ কিলোমিটার)।

** পৃথিবীর মোট আয়তনের শতাংশ ইউরোপ : ৬.৮ শতাংশ।

** ইউরোপ মহাদেশের জনসংখ্যা : ৭৩ কোটি ২২ লাখ

** আয়তনে ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশের নাম : রাশিয়া।

** জনসংখ্যায় ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ : রাশিয়া; ১৪ কোটি ৯ লাখ।

** আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিকান সিটি।

** জনসংখ্যায় ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিকান সিটি (৯২০ জন; মে ২০১০)।

** ইউরোপ মহাদেশের বৃহত্তম উপদ্বীপ : স্ক্যান্ডিনেভিয়া।

** ইউরোপ মহাদেশের বৃহত্তম দ্বীপ : গ্রিনল্যান্ড।

** ইউরোপ মহাদেশের সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এলব্রাস।

** ইউরোপ মহাদেশের সর্বনিম্ন বিন্দু : কাষ্পিয়ান সাগর।

** ইউরোপ মহাদেশের বৃহত্তম সাগরের নাম : ভূমধ্যসাগর।

** ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ : লাডোগা হ্রদ।

** ইউরোপ মহাদেশের দীর্ঘতম পর্বতমালা : আল্পস।

** ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম : ভলগা।

** ইউরোপ মহাদেশের বৃহত্তম সমভূমি : মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি।

** ইউরোপের দ্বার বলা হয় শহরকে : ভিয়েনা।

** ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গপথের নাম : চ্যানেল টানেল।

** ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়াম দেশকে।

** ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ : ৪৮টি।

৩. আফ্রিকা মহাদেশ :
** পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ : আফ্রিকা।

** আফ্রিকা মহাদেশের আয়তন : ৩ কোটি ৬৫ হাজার বর্গকিমি।

** আয়তনে আফ্রিকা মহাদেশ পৃথিবীর মোট : ২০ শতাংশ।

** আফ্রিকা মহাদেশের জনসংখ্যা : ১০০ কোটি ৯৯ লাখ

** আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ : সুদান।

** আয়তন ও জনসংখ্যা আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম : সিচেলেস।

** জনসংখ্যায় আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশের নাম : নাইজেরিয়া (১৫ কোটি ১৫ লাখ)

** আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু : কিলিমাঞ্জারো (তাঞ্জানিয়া)।

** আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু : লেক আসাল (জিবুতি)।

** আফ্রিকা মহাদেশের বৃহত্তম মরুভূমির নাম : সাহারা।

** আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম : নীলনদ।

** আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপ : মাদাগাস্কার।

** আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ : ৫৩টি।

৪. উত্তর আমেরিকা মহাদেশ :

** পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ : উত্তর আমেরিকা।

** উত্তর আমেরিকা মহাদেশের আয়তন : ২ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার বর্গ কিমি।

** উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর মোট আয়তনের ১৬.৫ শতাংশ।

** উত্তর আমেরিকা মহাদেশের জনসংখ্যা : ৫৪ কোটি ১৭ লাখ।

** উত্তর আমেরিকা মহাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব : ১৫ জন।

** আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ : কানাডা।

** জনসংখ্যায় উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশের নাম : যুক্তরাষ্ট্র (৩১ কোটি ৪৭ লাখ)।

** আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ : সেন্ট কিটস এন্ড নেভিস।

** জনসংখ্যায় উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ : সেন্ট কিটস এন্ড নেভিস।

** উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু : ম্যাককিনলি (যুক্তরাষ্ট্র)।

** উত্তর আমেরিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু : ডেথ ভ্যালি (যুক্তরাষ্ট্র)।

** উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম হ্রদ : সুপিরিয়র।

** উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম : মিসিসিপি।

** উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থান : ডেথ ভ্যালি (ক্যালিফোর্নিয়া)।

** উত্তর আমেরিকা মহাদেশের গভীরতম গিরিখাত : গ্র্যান্ড ক্যানিয়ন।

** উত্তর ও দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্নকারী খালের নাম : পানামা খাল।

** আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম জলপ্রপাতের নাম : নায়াগ্রা।

** উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি : মেক্সিকোর পোপোক্যাটপেল।

** উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম পার্ক : কানাডার উড বাফেলো।

** উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ : ২৩টি।

৫. দক্ষিণ আমেরিকা মহাদেশ :

** দক্ষিণ আমেরিকার আয়তন : ১ কোটি ৭৮ লাখ ১৯ হাজার বর্গকিমি।

** দক্ষিণ আমেরিকা পৃথিবীর মোট আয়তনের শতাংশ : ১২ শতাংশ।

** দক্ষিণ আমেরিকার জনসংখ্যা : ৩৮ কোটি ৯১ লাখ।

** দক্ষিণ আমেরিকার উপকূল রেখার দৈর্ঘ্য : ২৭ হাজার ৭০০ কিলোমিটার।

** দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতমালার নাম : আন্দিজ পর্বতমালা।

** দক্ষিণ আমেরিকার বনভূমি এর মোট আয়তনের অংশ : মোট আয়তনের ৫২ শতাংশ।

** উচ্চতা অনুযায়ী দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাতের নাম : এঞ্জেল ফলস (ভেনিজুয়েলা)।

** দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ বিন্দু : একাঙ্কাগুয়া (আর্জেন্টিনা)।

** দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু : পেনিনসুলা (আর্জেন্টিনা)।

** দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী : আমাজান।

** দক্ষিণ আমেরিকার উচ্চতম (পানির পরিমাণ অনুযায়ী) জলপ্রপাত : গুয়ারিয়া (ব্রাজিল); ১৩০০ কিউবিক/ সেকেন্ড।

** জনসংখ্যার দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ : ব্রাজিল (১৯ কোটি ৩৭ লাখ)।

** আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ : ব্রাজিল।

** জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম : সুরিনাম (৪,৬১,০০০)।

** আয়তনে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ : সুরিনাম।

** দক্ষিণ আমেরিকার চির বসনে-র দেশের নাম : ইকুয়েডর।

** দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম : লাপাজ (বলিভিয়া)।

** দক্ষিণ আমেরিকায় প্রথম উপনিবেশ স্থাপন করে : স্পেন দেশ।

** দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ : ১২টি।

৬. ওশেনিয়া মহাদেশ :

** বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ : ওশেনিয়া।

** ওশেনিয়া মহাদেশের আয়তন : ৮৪ লাখ ৮৪ হাজার ৬২০ বর্গকিমি।

** ওশেনিয়া মহাদেশ পৃথিবীর মোট আয়তনের ৫.৮ অংশ।

** ওশেনিয়া মহাদেশের জনসংখ্যা : ৩ কোটি ৫৪ লাখ।

** ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু : পুঁসাক জায়া।

** ওশেনিয়া মহাদেশের সর্বনিম্ন বিন্দু : লেক আয়ার।

** আয়তনে ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ : অষ্ট্রেলিয়া, আয়তন ৭৬ লাখ ৮৬ হাজার ৮৫ বর্গকিমি।

** জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ : অষ্ট্রেলিয়া; ২ কোটি ১৩ লাখ।

** আয়তনে ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ : নাউরু।

** জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ : টুভ্যালু।

** ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ : ১৪টি।

** ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম : মারে ডার্লিং (অষ্ট্রেলিয়া)।

** ওশেনিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ : আয়ার।

** ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ : পাটজক জাজা (ইরিয়ান)।

** ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ : নিউগিনি।

৭. এন্টার্কটিকা মহাদেশ :

** এন্টার্কটিকা মহাদেশের আয়তন : ১ কোটি ৩২ লাখ ৯ হাজার বর্গকিমি।

** এন্টার্কটিকা মহাদেশের আয়তন পৃথিবীর মোট আয়তনের : ৮.৯% শতাংশ।

** এন্টার্কটিকা মহাদেশের সক্রিয় আগ্নেয়গিরি : মাউন্ড ইরেবাস।

** এন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু : ভিন্সন ম্যাসিফ; ৫১৪০ মিটার।

** এন্টার্কটিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, -২৫৫৫ মিটার।

** এন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু সমূহ : এন্টার্কটিকার প্রাণীদের মধ্যে পেঙ্গুইন, তিমি ও সীল মাছ অন্যতম।

** এন্টার্কটিকা মহাদেশের প্রধান সম্পদ : প্রধান সম্পদ সামুদ্রিক পাথর।

** এন্টার্কটিকা মহাদেশের জলবায়ু : শৈত্যপ্রবাহ, তুষার ঝড়, মেঘময় ও কুয়াশায় মেরুদেশীয় আবহাওয়া। বড় বড় বরফখণ্ড বা আইসবার্গ উপকূল অঞ্চলকে ঘিরে রেখেছে।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সংক্ষিপ্ত আকারে বিশ্বের মহাদেশ পরিচিতি"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে