শক্তির রূপান্তর সংক্রান্ত তথ্যাবলী

শক্তির রূপান্তর সংক্রান্ত তথ্যাবলী


✪ যান্ত্রিক শক্তি থেকে
• শব্দশক্তি ➟ কাঁসার পাত্র হাত থেকে মেঝেতে পড়লে ঝনঝন শব্দ হয়।
• তাপশক্তি ➟ হাতে হাত ঘষলে উভয়ই গরম হয়; এখানে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
• তাপ ও আলোকশক্তি ➟ ছুরি-কাঁচিতে শান দেওয়ার সময় আগুনের ফুলকি বের হয় এবং ছুরি কাঁচি গরম হয়ে যায়।
• তড়িৎশক্তি ➟ ডায়নামোতে পরিবাহী কুণ্ডলীকে চৌম্বকক্ষেত্রে ঘুরিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন হয়।
• তাপশক্তি ও রাসায়নিক শক্তি ➟ দেশলাই বাক্সের গায়ে দেশলাই কাঠির মাথা ঘষলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং আগুন জ্বলে ওঠে।

✪ তাপশক্তি থেকে
• যান্ত্রিক শক্তি ➟ কয়লা পুড়িয়ে স্টিম তৈরি করে তার সাহায্যে ইঞ্জিন চালানো হয়।
• আলোকশক্তি ➟ প্ল্যাটিনাম তারকে উত্তপ্ত করলে তা থেকে উজ্জ্বল আলো পাওয়া যায়।
• তড়িৎশক্তি ➟ তাপযুগ্মে সীবেক ক্রিয়ায় তাপশক্তি প্রয়োগ করে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়।
• রাসায়নিক শক্তি ➟ মার্বেল পাথরকে (CaCo3) উত্তপ্ত করলে রাসায়নিক বিয়োজনের মাধ্যমে চুন (CaO) ও কার্বন ডাইঅক্সাহডে (CO2) ভেঙে যায়।

✪ আলোকশক্তি থেকে
• রাসায়নিক শক্তি ➟ ফোটোগ্রাফিক প্লেটের ওপর আলো পড়লে রাসায়নিক বিক্রিয়া হয় এবং ছবি ওঠে।
• তড়িৎশক্তি ➟ আলোকতড়িৎকোশে আলো পড়লে তড়িৎপ্রবাহ সৃষ্টি হয়।

✪ তড়িৎশক্তি থেকে
• যান্ত্রিক শক্তি ➟ ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখায় তড়িৎ শক্তির মাধ্যমে যান্ত্রিক শক্তি পাওয়া যায়।
• তাপ শক্তি ➟ বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্ৰিতে তড়িৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
• আলোকশক্তি ➟ বৈদ্যতিক বাতিতে তড়িৎ প্রবাহিত হলে তা থেকে আলোকশক্তি পাওয়া যায়।
• শব্দ শক্তি ➟ রেডিয়ো, বৈদ্যুতিক ঘণ্টা ইত্যাদিতে তড়িৎ শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।
• রাসায়নিক শক্তি ➟ তড়িদবিশ্লেষ্য পদার্থের তড়িদবিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
• চৌম্বক শক্তি ➟ তড়িৎচৌম্বক উৎপাদনের সময় তড়িৎ শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়।

✪ চৌম্বক শক্তি থেকে
• তড়িৎশক্তি ➟ তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে চৌম্বক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
• তাপ শক্তি ➟ চৌম্বক পদার্থকে চুম্বকণ প্রক্রিয়ায় চুম্বকিত করার সময় সামান্য তাপ উৎপন্ন হয়।
• যান্ত্রিক শক্তি ➟ চুম্বকের দ্বারা লৌহচর্ণের আকর্ষণের সময় চৌম্বকশক্তি যান্ত্রিকশক্তিতে রূপান্তরিত হয়।
• শব্দশক্তি ➟ কোনো চৌম্বক পদার্থকে হঠাৎ চুম্বকিত করলে একটি যান্ত্রিক শব্দ উৎপন্ন হয়।

✪ শব্দশক্তি থেকে
• যান্ত্রিক শক্তি ➟ প্রচণ্ড বিস্ফোরণে কাচের জানালার কাচ ফেটে যায়।
• তড়িৎশক্তি ➟ টেলিফোনের প্রেরকযন্ত্রে শব্দশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
• রাসায়নিক শক্তি ➟ অ্যাসিটিলিন গ্যাসে বিস্ফোরণ ঘটিয়ে গ্যাসটিকে কার্বন ও হাইড্রোজেনে রাসায়নিকভাবে বিয়োজিত করা।

✪ রাসায়নিক শক্তি থেকে
• তাপশক্তি ➟ পোড়াচুনে (CaO) জল দিলে তাপ উৎপন্ন হয়।
• তড়িৎশক্তি ➟ বৈদ্যতিক কোশে রাসায়নিক শক্তি তড়িৎশক্তিতে রপান্তরিত হয়।
• শব্দশক্তি ➟ পটকা ফাটালে শব্দ উৎপন্ন হয়। এখানে রাসায়নিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।
• আলোকশক্তি ➟ ম্যাগনেশিয়াম ফিতাকে বাতাসে পোড়ালে তীব্র আলো উৎপন্ন হয়।
• যান্ত্রিক শক্তি ➟ কয়লা পুড়িয়ে স্টিম ইঞ্জিন চালানো হয়। এখানে কয়লার রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

✪ পারমাণবিক শক্তি থেকে
• তাপশক্তি ➟ নিউক্লিয় বিভাজনে (fission) প্রচুর তাপ উৎপন্ন হয়।
• তড়িৎশক্তি ➟ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক শক্তি থেকে তড়িৎশক্তি উৎপাদন করা হয়।
• যান্ত্রিক শক্তি ➟ পারমাণবিক বোমার বিস্ফোরণে বিধ্বংসী ধ্বংসলীলা সংঘটিত হয়। এক্ষেত্রে পারমাণবিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
• শব্দশক্তি ➟ পারমাণবিক বোমার বিস্ফোরণে প্রচণ্ড শব্দ সৃষ্টি হয়। এখানে পারমাণবিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।

✪ গতিশক্তি থেকে স্থিতিশক্তি ➟ একটি বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিলে বস্তুর গতিশক্তি ধীরে ধীরে কমতে থাকে, স্থিতিশক্তি বাড়তে থাকে এবং বস্তুটির সর্বোচ্চ অবস্থানে বস্তুর সমস্ত শক্তিই ।

✪ স্থিতিশক্তি থেকে গতিশক্তি ➟ দম দেওয়া ঘড়িতে দম দিলে স্থিতিশক্তি সঞ্চিত হয়, ঘড়ি চলতে শুরু করলে ওই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "শক্তির রূপান্তর সংক্রান্ত তথ্যাবলী"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে