নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


১. কতকগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে কী বলে?
উ : মূল্যবোধ

২. সুনাগরিক হবার শিক্ষাদান করে জ্ঞানের কোন শাখা?
উ : পৌরনীতি ও সুশাসন

৩. মূল্যবোধ শিক্ষার ধারণা মানব মনে কোন দিকটির উদ্ভব ঘটায়?
উ : বিবেকবোধ

৪. “মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ।” -উক্তিটি কার?
উ : এম. ডব্লিউ. পামফ্রে

৫. চাপসৃষ্টিকারী গোষ্ঠী নিচের কোনটির কার্যক্রমকে গভীরভাবে পর্যবেক্ষণ করে?
উ : শাসন বিভাগ

৬. প্রশাসনের ওপর পূর্ণ কর্তৃত্ব কার হতে ন্যস্ত থাকে?
উ : জনগণের

৭. বিশ্বব্যাংক সুশাসনের জন্য কয়টি সূচক চি‎িহ্নত করেছে?
উ : ৬টি
৮. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনটিকে নিশ্চিত করা যায়?
উ : জনগণের ক্ষমতায়ন

৯. সুশাসনের মূল চাবিকাঠি কোনটি?
উ : জবাবদিহিতা

১০. আইনের শাসন না থাকলে থাকে না-
উ : গণতন্ত্র

১১. মানবাত্মার অনুভূতিকে কী বলা হয়?
উ : দেশাত্মবোধ

১২. কত সালে, কে সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করে?
উ : ১৯৮৯, WB

১৩. মূল্যবোধ কীসের মাধ্যমে নির্ধারিত হয়?
উ : নৈতিকতা

১৪. কোন মূল্যবোধের ব্যক্তিরা সহজেই মানুষের সঙ্গে বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক গড়ে তুলতে পারে?
উ : সামাজিক

১৫. সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি?
উ : গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ

১৬. ই-গভর্ন্যান্সের প্রয়োগ ক্ষেত্র মূলত কয়টি?
উ : ৩টি

১৭. শাসন বিভাগকে চাপসৃষ্টিকারী গোষ্ঠীসমূহ কীভাবে সাহায্য করে?
উ : তথ্য দিয়ে

১৮. একটি দেশের প্রকৃত সুশাসন কোনটির ওপর নির্ভর করে গড়ে ওঠে?
উ : রাজনৈতিক কর্তব্য

১৯. ‘Red Tapism‘ বা ‘লাল ফিতার দৌরাত্ম্য’ এর সাথে সম্পর্কিত-
উ : আমলাতন্ত্র

২০. মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ-
উ : ঠধষঁবং

২১. সহনশীলতা কার গুণ?
উ : সুনাগরিকের

২২. কীসের মাধ্যমে মূল্যবোধ দৃঢ় হয়?
উ : শিক্ষার মাধ্যমে

২৩. “সামাজিক মূল্যবোধ ঐ সমস্ত রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে” -উক্তিটি কার?
উ : স্টুয়ার্ট সি. ওড

২৪. ই-গভর্ন্যান্সের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার বিষয়টি কার ওপর নির্ভর করে?
উ : নাগরিক

২৫. কি সমুন্নত রাখা সরকারের অতি পবিত্র দায়িত্ব?
উ : সংবিধান

২৬. ই-গভর্ন্যান্সের একমাত্র লক্ষ্য কী?
উ : সুশাসন প্রতিষ্ঠা

২৭. কোন পদ্ধতির মাধ্যমে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সুষ্ঠু বণ্টন করা যায়?
উ : ই-শাসন

২৮. গণতন্ত্রের মূলমন্ত্র কী?
উ : সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব

২৯. সুশাসন বাক ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে কোনটির দ্বারা?
উ : গণমাধ্যমের স্বাধীনতা

৩০. সততা, শিষ্টাচার, ন্যায্যতা, সাধুতা এগুলো কী ধরনের গুণ?
উ : নৈতিক গুণ

৩১. “ন্যায়ধর্ম জ্ঞান সমতুল্য এবং রাষ্ট্রে ভিত্তি” -উক্তিটি কার?
উ : প্লেটো

৩২. সামাজিক মূল্যবোধকে কী হিসেবে ব্যবহার করা যায়?
উ : সামাজিক মাপকাঠি

৩৩. বাংলাদেশের সামাজিক মূল্যবোধের প্রয়োজনীয়তা বেশি কেন?
উ : ঘুষ ও দুর্নীতি দূর করার জন্য

৩৪. কোনটি নাগরিকের বড় গুণ?
উ : সচেতনতা

৩৫. গণমাধ্যমের স্বাধীনতা অর্থ কী?
উ : জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরা

৩৬. কোনটি সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ সহজতর করে তোলে?
উ : ই-গভর্ন্যান্স

৩৭. ই-গভর্ন্যান্স বাস্তবায়নের পথে অন্যতম বাধা কী?
উ : সমন্বয়হীনতা

৩৮. শাসন বিভাগের মূল কাজ হলো-
উ : আইন প্রয়োগ

৩৯. হরতাল ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ কি?
উ : রাজনৈতিক ঐক্যমত্যের অভাব

৪০. বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে কোন অনুভূতি বেশি কাজ করেছে?
উ : জাতীয়তাবোধ

৪১. ‘Good Governance’ এর বাংলা প্রতিশব্দ-
উ : সুশাসন

৪২. মূল্যবোধ মানুষের কোন আচরণকে নিয়ন্ত্রণ করে?
উ : আত্মিক

৪৩. সুশাসন বাধাগ্রস্ত হয়-
উ : আইনের শাসন না থাকলে

৪৪. সুশাসন কার্যকর করার দায়দায়িত্ব কার ওপর বেশি থাকে?
উ : সরকারের

৪৫. সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে কে?
উ : সরকার

৪৬. পৃথিবীর বেশিরভাগ দেশে কোন ক্ষেত্রে দক্ষ লোকের অভাব রয়েছে?
উ : তথ্যপ্রযুক্তিতে

৪৭. কোন প্রক্রিয়া আধুনিক প্রযুক্তিনির্ভর এবং সরকারের কর্ম সম্পাদনে ব্যাপক পরিবর্তন ও সংস্কার আনয়নে সক্ষম?
উ : ই-গভর্ন্যান্স

৪৮. অধ্যাদেশ জারি করতে পারে কোন বিভাগ?
উ : শাসন বিভাগ

৪৯. সমাজে সামাজিক সেতুবন্ধন হিসেবে ভূমিকা পালন করে কোনটি?
উ : মূল্যবোধ

৫০. মূল্যবোধ কোন ধরনের বিষয়?
উ : সামাজিক

৫১. কোনটির ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই?
উ : সুশাসনের

৫২. সাংস্কৃতিক মূল্যবোধগুলো কী থেকে বেশি পরিমাণে উদ্ভূত হয়?
উ : সামাজিক প্রথা

৫৩. নিচের কোনটি মূল্যবোধের উৎস?
উ : সবগুলোই

৫৪. মূল্যবোধগুলো সমাজে কী হিসেবে ভূমিকা পালন করে?
উ : সামাজিক পরিবর্তনশীলতা

৫৫. The British and Irish ombudsmen Association কর্তৃক কার্যকর জন প্রশাসন গড়ে তোলার জন্য কয়টি নীতির কথা বলা হয়েছে?
উ : ৬টি

৫৬. সরকারি সেবা প্রাপ্তির প্রক্রিয়াগুলো কী রকম হয়?
উ : জটিল প্রকৃতি

৫৭. কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত কোনটি?
উ : সুশাসন প্রতিষ্ঠা

৫৮. ‘ব্যক্তিস্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য’ -উক্তিটি কার?
উ : অধ্যাপক লাস্কি

৫৯. সমাজে সুশাসন প্রতিষ্ঠিত না হওয়ার কারণ-
উ : ক্ষমতার অপব্যবহার

৬০. সমাজের বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদা পূরণের দায়বদ্ধতা কীসের?
উ : সুশাসনের

৬১. ‘মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ’ -এ সংজ্ঞাটি কার?
উ : এম ডব্লিউ পামফ্রে

৬২. যে মূল্যবোধ মানুষের বাইরের ব্যক্তিত্বকে গড়ে তোলে তাকে কী বলে?
উ : বাহ্যিক মূল্যবোধ

৬৩. শাসক ও শাসিতের মাঝে সুসম্পর্ক সৃষ্টি করে কে?
উ : সুশাসন

৬৪. কোনটিকে সুশাসনের প্রাণ বলা হয়?
উ : শাসনকার্যে জনগণের অংশগ্রহণ

৬৫. মূল্যবোধের শিক্ষার কারণে জাগ্রত হয়-
উ : সবগুলো

৬৬. কোন আইনের মাধ্যমে মেধা পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব?
উ : IPR

৬৭. ই-গভর্নমেন্ট এর শাব্দিক অর্থ কী?
উ : ডিজিটাল সরকার

৬৮. আইন অমান্যকারীকে শাস্তি প্রদান ও বিচার করা কোন বিভাগের কাজ?
উ : বিচার বিভাগ

৬৯. গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষাই হলো-
উ : আত্মসংযম

৭০. প্রতিষ্ঠানের বিকাশের জন্য আবশ্যকীয় উপাদান কোনটি?
উ : সুশাসন

৭১. মূল্যবোধের অপর নাম কী?
উ : নৈতিকতা

৭২. সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি?
উ : সহনশীলতা

৭৩. মূল্যবোধ শিক্ষার সাথে সুশাসনের কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
উ : রাষ্ট্রীয় উন্নয়ন

৭৪. সুশাসনের মানদণ্ড হিসেবে পরিচিত-
উ : জনগণের সন্তুষ্টি

৭৫. সুশাসন বাধাগ্রস্ত হয়-
উ : আইনের শাসন না থাকলে

৭৬. ই-গভর্ন্যান্স শব্দটির আক্ষরিক অর্থ কী?
উ : প্রযুক্তিচালিত গভর্ন্যান্স

৭৭. সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি?
উ : সহনশীলতা

৭৮. দুষ্টের দমন ও শিষ্টের পালন করা কোন বিভাগের কাজ?
উ : বিচার বিভাগ

৭৯. গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে কোনটি?
উ : সহনশীলতা

৮০. সামাজিক মূল্যবোধ হলো সমাজ জীবনে বাঞ্ছিত ও অবাঞ্ছিত বিষয়ে সমাজবাসীদের সমবেত ঐক্য’ সংজ্ঞাটি কে দিয়েছেন?
উ : ওলসেন

৮১. ‘শাসন’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
উ : Governance

৮২. মানুষের আচরণ বিচারের মানদন্ডকে কী বলা হয়?
উ : সামাজিক মূল্যবোধ

৮৩. সুশাসন প্রতিষ্ঠার জন্য কোনটি অতীব জরুরি বিষয়?
উ : গণতন্ত্র

৮৪. ‘কানেকটিং পিপল’ কথাটির অর্থ হচ্ছে-
উ : জনগণকে সংশ্লিষ্ট করা

৮৫. সুশাসনের উপাদানগুলো প্রতিষ্ঠায় কি প্রয়োজন?
উ : সবগুলো

৮৬. শাসন বিভাগের ওপর আইন বিভাগের নিয়ন্ত্রণ থাকা উচিত। কারণ এর মাধ্যমে শাসন বিভাগের-
উ : স্বেচ্ছাচারিতা রোধ হয়

৮৭. শাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য কোনটি আবশ্যক?
উ : ই-গভর্ন্যান্স

৮৮. সুশাসনের মূলনীতি কোনটি?
উ : জবাবদিহিতা

৮৯. ‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক’ -এ বক্তব্যটি কার?
উ : মিশেল ক্যামডেসাস

৯০. মানুষের বিবেকবোধ জাগ্রত করে সুশাসন নিশ্চিত করে?
উ : মূল্যবোধের শিক্ষা

৯১. জোনাথক হ্যাইটের মতে নৈতিকতা উদ্ভব ঘটে কয়টি উৎস হতে?
উ : ৩টি

৯২. “আইন শুধু সার্বভৌমের আদেশ নয় বরং সমাজ কর্তৃক স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক বলবৎকৃত সামাজিক অভ্যাসের অংশবিশেষই আইন” বলেছেন-
উ : উড্রো উইলসন

৯৩. কোনটি সুশাসনের একটি অন্যতম প্রত্যয়?
উ : দুর্নীতি দমন

৯৪. নীতি ও ঔচিত্যবোধ কি?
উ : মূল্যবোধের উপাদান

৯৫. সুশাসনের মূল চাবিকাঠি কোনটি?
উ : জবাবদিহিতা

৯৬. বিচার বিভাগকে স্বাধীন, দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। কারণ বিচারকদের দুর্নীতির কারণে-
উ : ন্যায়বিচার পদদলিত হয়

৯৭. মানুষ যে মূল্যবোধের সাথে আজন্ম পরিচিত?
উ : নৈতিক মূল্যবোধ

৯৮. সুশাসন কি ধরনের শাসন ব্যবস্থা?
উ : অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা

৯৯. মূল্যবোধগুলো সমাজে কী হিসেবে ভূমিকা পালন করে?
উ : সামাজিক পরিবর্তনশীলতা

১০০. কর্তব্যবোধ না থাকলে প্রতিষ্ঠিত হয় না-
উ : সুশাসন

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে