কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর

কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর


♨ কম্পিউটারের জনক কে? -
চার্লস ব্যবেজ,

♨ আধুনিক কম্পিউটারের জনক কে? -
জন ভন নিউম্যান

♨ মিনি কম্পিউটারের জনক কে? -
কেনেথ এইচ ওলসেন,

♨ বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি?-
ENIAC,

♨ কম্পিউটার কত প্রকার? -
কার্যক্রম অনুসারে ৩ প্রকার এবং আকৃতি ও কর্মদক্ষতা অনুসারে ৪ প্রকার,

♨ কম্পিউটারের প্রজন্ম কয়টি? -
৫টি,

♨ প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? -
Mark-1,

♨ বিশ্বের সর্বপ্রথম কম্পিউটারের নাম কি? -
এ.বি.সি. (এ্যাটানসেফ বেরিং কম্পিউটার),

♨ বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার নাম কি? -
UNIVAC,

♨ IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? -
Intel-4004,

♨ প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? -
এ্যালটেয়ার ৮৮০০,

♨ প্রথম মিনি কম্পিউটারের নাম কি? -
পিডিপি-১,

♨ পাম্পটপ কি? -
পাম্পটপ হলো ছোট কম্পিউটার যা হাতের তালুতে নিয়ে কাজ করা যায়,

♨ পৃথিবীতে কথন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি করে? -
এপসন ১৯৮১,

♨ বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত? -
যুক্তরাষ্ট্রের আটলান্টায় কম্পিউটারের কোন কোম্পানিকে ‘বিগ ব্লু ‘বলা হয়? - আইবিএম,

♨ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি? -
আইবিএম-১৬২০সিরিজ,

♨ বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার কোথায় স্থাপন করা হয়? -
বাংলাদেশ পরমানু শক্তি কেন্দ্র কমিশনে।


☞ ইন্টারনেটের জনক – ভিন্টন গ্রে কার্ফ।

☞ ই মেইলের জনক – র্যায়মন্ড স্যামুয়েল টমলিনসন।

☞ মাইক্রোসফটের জনক – বিল গেটস।

☞ www-এর জনক – টিম বার্নাস লি।

☞ মোবাইল ফোনের জনক – মার্টিন কুপার।

☞ ই বুকের জনক – মাইকেল এস হার্ট।

☞ সিডি এর জনক – নোরি ও ওগো।

☞ কম্পিউটার মাউসের জনক – ডগলাস এঙ্গেলবার্ট।

☞ আধুনিক ল্যাপটপের জনক – বাল মেগারিজ।

☞ সার্চ ইঞ্জিনের জনক – এলান এমটাজ।

☞ ডিজিটাল ক্যামেরার জনক – স্টিভেন জে সিসোন।

☞ ATM-এর জনক – জন শেফার্ড ব্যারন।



১. বিশ্বের কোন দেশ প্রথম 3G প্রযুক্তি চালু করে – জাপান।

২. বিশ্বের কোন দেশ প্রথম 4-G প্রযুক্তি চালু করে– দক্ষিণ কোরিয়া; ২০০৬ সালে।

৩. বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ – চীন।

৪. তারবিহীন টেলিফোন ব্যবহারে শীর্ষ দেশ – চীন।

৫. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী – ওয়াইম্যাক্স।

৬. বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার– টাইটান (যুক্তরাষ্ট্র)।

৭. বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম –IBM Simon (তৈরি ১৯৯৩ সালে) ।

৮.ক্যাসপারস্কি (Kaspersky) – কম্পিউটারে ব্যবহূত অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার।

৯. ব্লগ (Blog)– অনলাইন জার্নাল বা ওয়েবসাইট।

১০. ফ্লিকার (Flicker)– ছবি শেয়ারিং সাইট।

১১. স্পাম (Spam) – অনাকাঙ্ক্ষিত ই-মেইল।

১২. বিশ্বের প্রথম ল্যাপটপের নাম– গ্রিড কম্পাস।

১৩.e-book-এর জনক কে – মাইকেল স্টার্ন হার্ট,

যুক্তরাষ্ট্র।



তথ্যপ্রযুক্তির বিখ্যাত সব প্রতিষ্ঠানের নাম ...এবং এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকাল ... মনে রাখার জন্য প্রতিষ্ঠাকাল ক্রম অনুযায়ী সাজানো হয়েছে ..


☆ Microsoft এর প্রতিষ্ঠাতা Bill Gates, Paul Allen প্রতিষ্ঠিত হয় April 4, 1975 বর্তমানঃ- John W. Thompson (Chairman), Satya Nadella (CEO) ,Bill Gates (founder, technology advisor)

☆ Apple এর প্রতিষ্ঠাতা Steve Jobs, Ronald Wayne, Steve Wozniak প্রতিষ্ঠিত হয় April 1, 1976 (CEO: Tim Cook)

☆ Linux: এর প্রতিষ্ঠাতা Linus Torvalds প্রতিষ্ঠিত হয় 5 October 1991

☆ Yahoo - এর প্রতিষ্ঠাতা David Filo and Jerry Yang প্রতিষ্ঠিত হয় March 1994.

☆ Amazon : এর প্রতিষ্ঠাতা Jeff Bezos প্রতিষ্ঠিত হয় 1994.

☆ eBay - এর প্রতিষ্ঠাতা Pierre Omidyar প্রতিষ্ঠিত হয় September 3, 1995

☆ Hotmail - এর প্রতিষ্ঠাতা Sabeer Bhatia প্রতিষ্ঠিত হয় July 4, 1996 (Hotmail was replaced with in July 31, 2012)

☆ Google - এর প্রতিষ্ঠাতা Sergey Brin and Larry Page প্রতিষ্ঠিত হয় Sept 4, 1998

☆ Baidu -এর প্রতিষ্ঠাতা Robin Li, Eric Xu প্রতিষ্ঠিত হয় Jan 1, 2000.

☆ Wikipedia -এর প্রতিষ্ঠাতা Jimmy Wales and Larry Sanger প্রতিষ্ঠিত হয় January 15, 2001

☆ MySpace - এর প্রতিষ্ঠাতা TomAnderson and Chris DeWolfe প্রতিষ্ঠিত হয় July 2003

☆ Orkut - এর প্রতিষ্ঠাতা Orkut Buyukkokten প্রতিষ্ঠিত হয় January 22, 2004

☆ Facebook - এর প্রতিষ্ঠাতা Mark Zuckerberg, Dustin Moskovitz, Chris Hughes and Eduardo Saverin প্রতিষ্ঠিত হয় Feb 4, 2004

☆ Ubuntu এর প্রতিষ্ঠাতা Mark Shuttleworth প্রতিষ্ঠিত হয় 20 October 2004

☆ Youtube - এর প্রতিষ্ঠাতা Jawed Karim, Steve Chen and Chad Hurley, প্রতিষ্ঠিত হয় Feb 14, 2005.

☆ Twitter - এর প্রতিষ্ঠাতা Evan Williams Biz Stone and Jack Dorsey প্রতিষ্ঠিত হয় March 21, 2006.

☆ Android এর প্রতিষ্ঠাতা Rich Miner , Andy Rubin ,Nick Sears প্রতিষ্ঠিত হয় September 23, 2008;



কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্নোত্তর :

1) ১ কিলোবাইটে কত বাইট? ✔Ans:- ১০২৪ বাইট।

2) ১ বাইটে বিটের সংখ্যা কত? ✔Ans:- ৮

3) ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম অসবর্ন-১

4) ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।

5) ARPANET এর পূর্ণরুপ কী? ✔Ans:- Advanced Research Projects Administration Network.

6) B2C প্রথম ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা পরিচালনা শুরু করেন? ✔Ans:- ১৯৯২ সালে

7) Bandwith বলতে কী বুঝায়? ✔Ans:- বিট পার সেকেন্ড Bit per second (bps)

8) BCD কোডে বিটের সংখ্যা কয়টি? ✔Ans:- ৪টি

9) BCD শব্দের পূর্ণরুপ কী? ✔Ans:- Binary Coded Decimal.

10) Biometrics এর অর্থ কী? ✔Ans:- গ্রীক শব্দ Bio অর্থ জীবন, ও Metric অর্থ পরিমাপ।

11) BIOS কী? ✔Ans:- Basic Input Output System.

12) CIH ভাইরাস কম্পিউটারে বিশ্বব্যপী কবে বিপর্যয় সৃষ্টি করে? ✔Ans:- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে।

13) CIH ভাইরাস কে তৈরি করেন? ✔Ans:- তাইওয়ানের নাগরিক Chen-Ing-Hau

14) Cookie কী? ✔Ans:- Internet Information File

15) CPU এর পূর্ণরূপ কী? ✔Ans:- Center Processing Unit

16) Data Transmission speed কে কী বলা হয়? ✔Ans:- Bandwith/ Band speed.

17) Database Management System কে সংক্ষেপে কী বলা হয়? ✔Ans:- DBMS

18) DNS এর পূর্ণরুপ কী? ✔Ans:- Domain Name Services

19) DOEL ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কী? ✔Ans:- টেসিস

20) E-mail এর পূর্ণরুপ কী? ✔Ans:- Electronic Mail

21) Email কবে আবিষ্কৃত হয়1971 সালে।

22) ENIAC এর পূর্ণরুপ কী? ✔Ans:- Electronic Numerical Integrator and Computer.

23) Facebook কত সালে প্রতিষ্ঠিত হয়? ✔Ans:- ২০০৪ সালে।

24) Google Chrome কী? ✔Ans:- একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার।

25) Google কত সালে আবিষ্কৃত হয়1998 সালে।

26) Hotmail কত সালে আবিষ্কৃত হয়1996 সালে।

27) HTML এর পূর্ণরূপ কী? ✔Ans:- Hyper Text Markup Language.

28) http এর পূর্ণরুপ কী? ✔Ans:- Hyper Text Transfer Protocol.

29) IBM এর পূর্ণরুপ কোনটি? ✔Ans:- International Business Machine Co

30) IBM কম্পিউটার প্রথম বাজারে ছাড়ে কবে? ✔Ans:- ১৯৮১ সালে।

31) IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটালকম্পিউটার ✔ Ans:- IBM system 360

32) Internet কবে আবিষ্কৃত হয় 1969 সালে।

33) IPOS Cycle- এ কী কী থাকে? ✔Ans:- ইনপুট, প্রসেসিং, আউটপুট এবং স্টোরেজ

34) ISP এর পূর্ণরুপ কী? ✔Ans:- Internet Service Provider বা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্টান।

35) LAN, MAN এবং WAN এর পার্থক্য কী? ✔Ans:- আওতাধীন দূরত্ব

36) LANএর পূর্ণরুপ কী? ✔Ans:- Local Area Network.

37) LEDএর পূর্ণরূপ কী? ✔Ans:- Light Emitting Diode

38) Non-volatile মেমোরি কোনটি? ✔Ans:- ROM.

39) Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে? ✔Ans:- Lawrence J. Elison

40) PC এর পূর্নরুপ কী? ✔Ans:- Personal Computer.

41) Plotter কোন ধরনের ডিভাইস? ✔Ans:- আউটপুট

42) SMTP এর পূর্ণরুপ কী? ✔Ans:- Simple Mail Transfer Protocol

43) System softwareথাকে Start up disc এ

44) Twitter কত সালে আবিষ্কৃত হয় 2006 সালে।

45) Unicode কী? ✔Ans:- Unicode মূলত ২ বাইট বা ১৬ বিটের কোড।

46) UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? ✔Ans:- বেল ল্যাব।

47) URLএর পূর্ণরুপ কী? ✔Ans:- Uniform Resource Locator.

48) USB এর পূর্ণরূপ কী? ✔Ans:- Universal Serial Bus

49) VDU এর পূর্ণরুপ কী? ✔Ans:- Visual Display Unit.

50) VIRUS শব্দের পূর্ণরুপ কী? ✔Ans:- Vital Information Resources Under Size.

51) WAN এর পূর্ণরুপ কী? ✔Ans:- Wide Area Network.

52) Web Page থেকে কোন কিছু খোঁজাকে কী বলে? ✔Ans:- সার্চ

53) Wi-Fi কোন স্টান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে? ✔Ans:- IEEE802.11

54) Youtube কত সালে আবিষ্কৃত হয়2005 সালে।

55) অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);

56) অপটিকাল ফাইবারে কয়টি অংশ ? ✔Ans:- ৩টি কোন, ক্লাডিং এবং জ্যাকেট

57) অবৈধভা েযারা হ্যাকিং করে তাদের বলা হয় ✔ Ans:- ক্রেকার

58) অাধুনিক কম্পিউটারের জনককে ✔ Ans:- জন ভন নিউম্যান

59) অ্যাকসেন্ট মেমোরী কী? ✔Ans:- মেমোরী চিপ।

60) অ্যাণ্ড্রয়েডের নতুন সংস্করণ ✔ Ans:- - marshmallow

61) অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহৃত কত সালে? ✔Ans:- ২০০৮ সালে অক্টোবরে।

62) অ্যান্ড্র্রয়েড উদ্ভাবন করে । প্রথম অ্যান্ড্রয়েড ব্যবহৃত ফোন কোনটি? ✔ Ans:- ওপেন হ্যান্ডস্যাড অ্যালিয়ান্স । HTC Dream যা T-Mobile নামে পরিচিত। 63) অ্যাপল কত সালে প্রথম আইফোন অবমুক্ত করে ? ✔ Ans:- - ২০০৭সালে।

64) অ্যাপেল কোম্পানী প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে কত সালে? ✔Ans:- ১৯৭৬ সালে

65) অ্যাবাকাস কী? ✔Ans:- এক প্রকার প্রাচীন গণনা যন্ত্র।

66) আইসি প্রথম কোন কম্পিউটারে ব্যবহৃত হয়? ✔Ans:- তৃতীয় প্রজম্মের কম্পিউটারে।

67) আধুনিক কম্পিউটারের জনক ✔ Ans:- জন ভন নিউম্যান

68) কম্পিউটারের জনক কে? ✔Ans:- চার্লস ব্যবেজ।

69) আধুনিক কম্পিউটারের সূত্রপাত ঘটে কত সালে? ✔Ans:- ১৯৫০ সালে।

70) আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;

71) ইউনিকোডে অদ্বিতীয় অঙ্ক, অক্ষর এবং প্রকাশ করা হয় কিভাবে? ✔Ans:- ২১৬ বা ৬৫৫৩৬

72) ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;

73) ইনটিগ্রেটেড সার্কট ( IC ) কে আবিষ্কার করেন? ✔Ans:- জ্যাক কেলবি ও রবার্ট নয়েস ।

74) ইনটেল প্যারাগন কী? ✔Ans:- একটি পঞ্চম স্তরের কম্পিউটার।

75) ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একককে কী বলে? ✔Ans:- ডেটা।

76) ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের কী বলা হয়? ✔Ans:- নেটিজেন।

77) ইন্টারনেটের জনক কে? ✔Ans:- ভিনটর গ্রে কার্ফ

78) ইন্টারনেটের মাধ্যমে উনড়বত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;

79) ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;

80) ইন্স্টাগ্রাম কে উদ্ভাবন করেন? ✔Ans:- কেভিন সিস্ট্রম মাইক ক্রিঞ্জার

81) উইকিলিকসের প্রতিষ্ঠাতা কে? ✔Ans:- জুলিয়ান অ্যাসাঞ্জ।

82) উচ্চতর ভাষাকে মেশিনের ভাষায় রুপান্তর করে কোনটি? ✔Ans:- Interpreter ও Compiler.

83) উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;

84) একটি স্প্রেডশীট সফটওয়ার কী? ✔Ans:- এমএস এক্সেল।

85) এনকোডার কী? ✔Ans:- ডিজিটাল সার্কিট।

86) এন্ড্রয়েব ব্যবহৃত প্রথম ফোন কোনটি? ✔Ans:- HTC Dream (T-Mobile এ)

87) ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক কে? ✔Ans:- টিম বার্নস লি।

88) ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কী করা যায়? ✔Ans:- দ্রুত তথ্য প্রেরণ করা যায়

89) ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;

90) ওরাকল কী? ✔Ans:- এক ধরনের ডাটাবেস প্রোগ্রাম।

91) কমপাইলারের কাজ কী? ✔Ans:- প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করা।

92) কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;

93) কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে কোন অপরাধ করাকে কী বলে? ✔Ans:- সাইবার অপরাধ

94) কম্পিউটার কী? ✔Ans:- একটি হিসাবকারী যন্ত্র।

95) কম্পিউটার কে অাবিষ্কার করেন? ✔ Ans:- হাওয়ার্ড এইকিন

96) কম্পিউটার কোন কাজের জন্য বেশি উপযোগী? ✔Ans:- পূনরাবৃত্তিমূলক কাজের জন্য

97) কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।

98) কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে ✔Ans:- ১০২৪ x ১০২৪ বাইট

99) কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অংশ কী? ✔Ans:- হার্ডওয়্যার ও সফটওয়্যার

100) কম্পিউটার পোর্ট কী? ✔Ans:- এক ধরনের পয়েন্ট বা সংযোগ মুখ।



কম্পিউটার keyboard এর শর্টকার্টঃ



- © F1: সাহায্য (Help);

© CTRL+ESC: Start menu চালু;

© ALT+TAB: চালু করা প্রোগ্রামগুলো থেকে বাছাই;

© ALT+F4: প্রোগ্রম বন্ধ করা;

© SHIFT+DELETE: সরাসরি ফাইল ডিলিট করা;

© Windows Logo+L: কম্পিউটার লক করা;

© CTRL+C: কপি;

© CTRL+X: কাট;

© CTRL+V: পেস্ট;

© CTRL+Z: আনডু;

© CTRL+B: অক্ষর বোল্ড করা;

© CTRL+U: অক্ষর আন্ডারলাইন করা;

© CTRL+I: অক্ষর ইটালিক করা;

© SHIFT+right click: অতিরিক্ত শর্টকাট সহ মেনু;

© SHIFT+double click: বিকল্প ডিফল্ট কমান্ড;

© ALT+double click: প্রোপার্টিজ প্রদর্শন;

© F10: মেনু বার চালু করা;

© SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্যে শর্টকাট মেনু;

© CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার;

© ALT+DOWN ARROW: ড্রপ ডাউন মেনু খোলা;

© ALT+TAB: অন্য কোনো চালু করা প্রোগ্রামে যাওয়া ( সবগূলো প্রোগ্রাম দেখতে ALT চেপে ধরে TAB চাপুন );

© SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন;

© ALT+SPACE: মেইন উইন্ডো’র সিস্টেম মেনু দেখা;

© CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া;

© ALT+আন্ডারলাইন কৃত অক্ষরঃ নির্দিষ্ট মেনুতে যাওয়া;

© ALT+F4: বর্তমান উইন্ডো বন্ধ করা;

© CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহ কোনো প্রোগ্রাম বন্ধ করা;

© F2: নির্বাচিত ফাইল রিনেইম করা;

© F3: ফাইল খোঁজা

© F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা

© F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা

© CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম নির্বাচন করা

© BACKSPACE: পুর্ববর্তি ফোল্ডারে যাওয়া



(ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে পুর্বের পেইজ)

© Left ALT+left SHIFT +PRINT SCREEN: Toggles high contrast on and off;

© Windows Logo: Start menu;

© Windows Logo+M: সব প্রোগ্রাম মিনিমাইজ করা;

© SHIFT+Windows Logo +M: মিনিমাইজ আনডু করা;

© Windows Logo+E: Windows Explorer চালু করা;

© Windows Logo+F: Files অথবা Folders খোঁজা;

© Windows Logo+D: সব প্রোগ্রাম মিনিমাইজ করা;

© Windows Logo+TAB: টাস্কবার চক্রাকারে দেখা;

© Windows Logo+Break: System Properties ডায়ালগ বক্স চালু করা;

© Application key: নির্বাচিত আইটেমের জন্যে শর্টকাট মেনু;

© Windows Logo+L: উইন্ডোজ লগ অফ করা;

© Windows Logo+P: প্রিন্ট ম্যানেজার চালু করা;

© Windows Logo+C: কন্ট্রোল প্যানেল চালু করা;

© Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা;

© Windows Logo+K: Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা;

© Windows Logo+I: Mouse Properties ডায়ালগ বক্স চালু করা।



Technology/ Computer:

1) PDA – Personal Digital Assistance.

2) ALU – Arithmetic Login Unit.

3) RAM – Random Access Memory

4) ROM –Read Only Memory.

5) DVD – Digital Video Disk.

6) CD –Compact Disk.

7) CD-RW – Compact Disk Rewritable.

8) ORM – Optical Mark Reader.

9) USB – Universal Serial Bus.

10) CAD – Computer Aided Design/Drafting.

11) IPS – Instant Power System.

12) UPS – Uninterruptible Power Supply

13) AC- Alternating Current / Air Condition.

14) DC – Direct Current.

15) HP – Hewlett-Packard (A Company Name)/ Horse Power

16) LASER – Light Amplification by Stimulated Emission of Radiation

17) RADER – Radio Detection And Ranging.

18) ATM – Automated Teller Machine

19) VoIP – Voice over Internet Protocol

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে