কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর
চার্লস ব্যবেজ,
♨ আধুনিক কম্পিউটারের জনক কে? -
জন ভন নিউম্যান
♨ মিনি কম্পিউটারের জনক কে? -
কেনেথ এইচ ওলসেন,
♨ বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি?-
ENIAC,
♨ কম্পিউটার কত প্রকার? -
কার্যক্রম অনুসারে ৩ প্রকার এবং আকৃতি ও কর্মদক্ষতা অনুসারে ৪ প্রকার,
♨ কম্পিউটারের প্রজন্ম কয়টি? -
৫টি,
♨ প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? -
Mark-1,
♨ বিশ্বের সর্বপ্রথম কম্পিউটারের নাম কি? -
এ.বি.সি. (এ্যাটানসেফ বেরিং কম্পিউটার),
♨ বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার নাম কি? -
UNIVAC,
♨ IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? -
Intel-4004,
♨ প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? -
এ্যালটেয়ার ৮৮০০,
♨ প্রথম মিনি কম্পিউটারের নাম কি? -
পিডিপি-১,
♨ পাম্পটপ কি? -
পাম্পটপ হলো ছোট কম্পিউটার যা হাতের তালুতে নিয়ে কাজ করা যায়,
♨ পৃথিবীতে কথন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি করে? -
এপসন ১৯৮১,
♨ বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত? -
যুক্তরাষ্ট্রের আটলান্টায় কম্পিউটারের কোন কোম্পানিকে ‘বিগ ব্লু ‘বলা হয়? - আইবিএম,
♨ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি? -
আইবিএম-১৬২০সিরিজ,
♨ বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার কোথায় স্থাপন করা হয়? -
বাংলাদেশ পরমানু শক্তি কেন্দ্র কমিশনে।
☞ ইন্টারনেটের জনক – ভিন্টন গ্রে কার্ফ।
☞ ই মেইলের জনক – র্যায়মন্ড স্যামুয়েল টমলিনসন।
☞ মাইক্রোসফটের জনক – বিল গেটস।
☞ www-এর জনক – টিম বার্নাস লি।
☞ মোবাইল ফোনের জনক – মার্টিন কুপার।
☞ ই বুকের জনক – মাইকেল এস হার্ট।
☞ সিডি এর জনক – নোরি ও ওগো।
☞ কম্পিউটার মাউসের জনক – ডগলাস এঙ্গেলবার্ট।
☞ আধুনিক ল্যাপটপের জনক – বাল মেগারিজ।
☞ সার্চ ইঞ্জিনের জনক – এলান এমটাজ।
☞ ডিজিটাল ক্যামেরার জনক – স্টিভেন জে সিসোন।
☞ ATM-এর জনক – জন শেফার্ড ব্যারন।
১. বিশ্বের কোন দেশ প্রথম 3G প্রযুক্তি চালু করে – জাপান।
২. বিশ্বের কোন দেশ প্রথম 4-G প্রযুক্তি চালু করে– দক্ষিণ কোরিয়া; ২০০৬ সালে।
৩. বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ – চীন।
৪. তারবিহীন টেলিফোন ব্যবহারে শীর্ষ দেশ – চীন।
৫. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী – ওয়াইম্যাক্স।
৬. বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার– টাইটান (যুক্তরাষ্ট্র)।
৭. বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম –IBM Simon (তৈরি ১৯৯৩ সালে) ।
৮.ক্যাসপারস্কি (Kaspersky) – কম্পিউটারে ব্যবহূত অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার।
৯. ব্লগ (Blog)– অনলাইন জার্নাল বা ওয়েবসাইট।
১০. ফ্লিকার (Flicker)– ছবি শেয়ারিং সাইট।
১১. স্পাম (Spam) – অনাকাঙ্ক্ষিত ই-মেইল।
১২. বিশ্বের প্রথম ল্যাপটপের নাম– গ্রিড কম্পাস।
১৩.e-book-এর জনক কে – মাইকেল স্টার্ন হার্ট,
যুক্তরাষ্ট্র।
তথ্যপ্রযুক্তির বিখ্যাত সব প্রতিষ্ঠানের নাম ...এবং এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকাল ... মনে রাখার জন্য প্রতিষ্ঠাকাল ক্রম অনুযায়ী সাজানো হয়েছে ..
☆ Microsoft এর প্রতিষ্ঠাতা Bill Gates, Paul Allen প্রতিষ্ঠিত হয় April 4, 1975 বর্তমানঃ- John W. Thompson (Chairman), Satya Nadella (CEO) ,Bill Gates (founder, technology advisor)
☆ Apple এর প্রতিষ্ঠাতা Steve Jobs, Ronald Wayne, Steve Wozniak প্রতিষ্ঠিত হয় April 1, 1976 (CEO: Tim Cook)
☆ Linux: এর প্রতিষ্ঠাতা Linus Torvalds প্রতিষ্ঠিত হয় 5 October 1991
☆ Yahoo - এর প্রতিষ্ঠাতা David Filo and Jerry Yang প্রতিষ্ঠিত হয় March 1994.
☆ Amazon : এর প্রতিষ্ঠাতা Jeff Bezos প্রতিষ্ঠিত হয় 1994.
☆ eBay - এর প্রতিষ্ঠাতা Pierre Omidyar প্রতিষ্ঠিত হয় September 3, 1995
☆ Hotmail - এর প্রতিষ্ঠাতা Sabeer Bhatia প্রতিষ্ঠিত হয় July 4, 1996 (Hotmail was replaced with in July 31, 2012)
☆ Google - এর প্রতিষ্ঠাতা Sergey Brin and Larry Page প্রতিষ্ঠিত হয় Sept 4, 1998
☆ Baidu -এর প্রতিষ্ঠাতা Robin Li, Eric Xu প্রতিষ্ঠিত হয় Jan 1, 2000.
☆ Wikipedia -এর প্রতিষ্ঠাতা Jimmy Wales and Larry Sanger প্রতিষ্ঠিত হয় January 15, 2001
☆ MySpace - এর প্রতিষ্ঠাতা TomAnderson and Chris DeWolfe প্রতিষ্ঠিত হয় July 2003
☆ Orkut - এর প্রতিষ্ঠাতা Orkut Buyukkokten প্রতিষ্ঠিত হয় January 22, 2004
☆ Facebook - এর প্রতিষ্ঠাতা Mark Zuckerberg, Dustin Moskovitz, Chris Hughes and Eduardo Saverin প্রতিষ্ঠিত হয় Feb 4, 2004
☆ Ubuntu এর প্রতিষ্ঠাতা Mark Shuttleworth প্রতিষ্ঠিত হয় 20 October 2004
☆ Youtube - এর প্রতিষ্ঠাতা Jawed Karim, Steve Chen and Chad Hurley, প্রতিষ্ঠিত হয় Feb 14, 2005.
☆ Twitter - এর প্রতিষ্ঠাতা Evan Williams Biz Stone and Jack Dorsey প্রতিষ্ঠিত হয় March 21, 2006.
☆ Android এর প্রতিষ্ঠাতা Rich Miner , Andy Rubin ,Nick Sears প্রতিষ্ঠিত হয় September 23, 2008;
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্নোত্তর :
1) ১ কিলোবাইটে কত বাইট? ✔Ans:- ১০২৪ বাইট।
2) ১ বাইটে বিটের সংখ্যা কত? ✔Ans:- ৮
3) ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম অসবর্ন-১
4) ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
5) ARPANET এর পূর্ণরুপ কী? ✔Ans:- Advanced Research Projects Administration Network.
6) B2C প্রথম ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা পরিচালনা শুরু করেন? ✔Ans:- ১৯৯২ সালে
7) Bandwith বলতে কী বুঝায়? ✔Ans:- বিট পার সেকেন্ড Bit per second (bps)
8) BCD কোডে বিটের সংখ্যা কয়টি? ✔Ans:- ৪টি
9) BCD শব্দের পূর্ণরুপ কী? ✔Ans:- Binary Coded Decimal.
10) Biometrics এর অর্থ কী? ✔Ans:- গ্রীক শব্দ Bio অর্থ জীবন, ও Metric অর্থ পরিমাপ।
11) BIOS কী? ✔Ans:- Basic Input Output System.
12) CIH ভাইরাস কম্পিউটারে বিশ্বব্যপী কবে বিপর্যয় সৃষ্টি করে? ✔Ans:- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে।
13) CIH ভাইরাস কে তৈরি করেন? ✔Ans:- তাইওয়ানের নাগরিক Chen-Ing-Hau
14) Cookie কী? ✔Ans:- Internet Information File
15) CPU এর পূর্ণরূপ কী? ✔Ans:- Center Processing Unit
16) Data Transmission speed কে কী বলা হয়? ✔Ans:- Bandwith/ Band speed.
17) Database Management System কে সংক্ষেপে কী বলা হয়? ✔Ans:- DBMS
18) DNS এর পূর্ণরুপ কী? ✔Ans:- Domain Name Services
19) DOEL ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কী? ✔Ans:- টেসিস
20) E-mail এর পূর্ণরুপ কী? ✔Ans:- Electronic Mail
21) Email কবে আবিষ্কৃত হয়1971 সালে।
22) ENIAC এর পূর্ণরুপ কী? ✔Ans:- Electronic Numerical Integrator and Computer.
23) Facebook কত সালে প্রতিষ্ঠিত হয়? ✔Ans:- ২০০৪ সালে।
24) Google Chrome কী? ✔Ans:- একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার।
25) Google কত সালে আবিষ্কৃত হয়1998 সালে।
26) Hotmail কত সালে আবিষ্কৃত হয়1996 সালে।
27) HTML এর পূর্ণরূপ কী? ✔Ans:- Hyper Text Markup Language.
28) http এর পূর্ণরুপ কী? ✔Ans:- Hyper Text Transfer Protocol.
29) IBM এর পূর্ণরুপ কোনটি? ✔Ans:- International Business Machine Co
30) IBM কম্পিউটার প্রথম বাজারে ছাড়ে কবে? ✔Ans:- ১৯৮১ সালে।
31) IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটালকম্পিউটার ✔ Ans:- IBM system 360
32) Internet কবে আবিষ্কৃত হয় 1969 সালে।
33) IPOS Cycle- এ কী কী থাকে? ✔Ans:- ইনপুট, প্রসেসিং, আউটপুট এবং স্টোরেজ
34) ISP এর পূর্ণরুপ কী? ✔Ans:- Internet Service Provider বা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্টান।
35) LAN, MAN এবং WAN এর পার্থক্য কী? ✔Ans:- আওতাধীন দূরত্ব
36) LANএর পূর্ণরুপ কী? ✔Ans:- Local Area Network.
37) LEDএর পূর্ণরূপ কী? ✔Ans:- Light Emitting Diode
38) Non-volatile মেমোরি কোনটি? ✔Ans:- ROM.
39) Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে? ✔Ans:- Lawrence J. Elison
40) PC এর পূর্নরুপ কী? ✔Ans:- Personal Computer.
41) Plotter কোন ধরনের ডিভাইস? ✔Ans:- আউটপুট
42) SMTP এর পূর্ণরুপ কী? ✔Ans:- Simple Mail Transfer Protocol
43) System softwareথাকে Start up disc এ
44) Twitter কত সালে আবিষ্কৃত হয় 2006 সালে।
45) Unicode কী? ✔Ans:- Unicode মূলত ২ বাইট বা ১৬ বিটের কোড।
46) UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? ✔Ans:- বেল ল্যাব।
47) URLএর পূর্ণরুপ কী? ✔Ans:- Uniform Resource Locator.
48) USB এর পূর্ণরূপ কী? ✔Ans:- Universal Serial Bus
49) VDU এর পূর্ণরুপ কী? ✔Ans:- Visual Display Unit.
50) VIRUS শব্দের পূর্ণরুপ কী? ✔Ans:- Vital Information Resources Under Size.
51) WAN এর পূর্ণরুপ কী? ✔Ans:- Wide Area Network.
52) Web Page থেকে কোন কিছু খোঁজাকে কী বলে? ✔Ans:- সার্চ
53) Wi-Fi কোন স্টান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে? ✔Ans:- IEEE802.11
54) Youtube কত সালে আবিষ্কৃত হয়2005 সালে।
55) অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
56) অপটিকাল ফাইবারে কয়টি অংশ ? ✔Ans:- ৩টি কোন, ক্লাডিং এবং জ্যাকেট
57) অবৈধভা েযারা হ্যাকিং করে তাদের বলা হয় ✔ Ans:- ক্রেকার
58) অাধুনিক কম্পিউটারের জনককে ✔ Ans:- জন ভন নিউম্যান
59) অ্যাকসেন্ট মেমোরী কী? ✔Ans:- মেমোরী চিপ।
60) অ্যাণ্ড্রয়েডের নতুন সংস্করণ ✔ Ans:- - marshmallow
61) অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহৃত কত সালে? ✔Ans:- ২০০৮ সালে অক্টোবরে।
62) অ্যান্ড্র্রয়েড উদ্ভাবন করে । প্রথম অ্যান্ড্রয়েড ব্যবহৃত ফোন কোনটি? ✔ Ans:- ওপেন হ্যান্ডস্যাড অ্যালিয়ান্স । HTC Dream যা T-Mobile নামে পরিচিত। 63) অ্যাপল কত সালে প্রথম আইফোন অবমুক্ত করে ? ✔ Ans:- - ২০০৭সালে।
64) অ্যাপেল কোম্পানী প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে কত সালে? ✔Ans:- ১৯৭৬ সালে
65) অ্যাবাকাস কী? ✔Ans:- এক প্রকার প্রাচীন গণনা যন্ত্র।
66) আইসি প্রথম কোন কম্পিউটারে ব্যবহৃত হয়? ✔Ans:- তৃতীয় প্রজম্মের কম্পিউটারে।
67) আধুনিক কম্পিউটারের জনক ✔ Ans:- জন ভন নিউম্যান
68) কম্পিউটারের জনক কে? ✔Ans:- চার্লস ব্যবেজ।
69) আধুনিক কম্পিউটারের সূত্রপাত ঘটে কত সালে? ✔Ans:- ১৯৫০ সালে।
70) আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
71) ইউনিকোডে অদ্বিতীয় অঙ্ক, অক্ষর এবং প্রকাশ করা হয় কিভাবে? ✔Ans:- ২১৬ বা ৬৫৫৩৬
72) ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
73) ইনটিগ্রেটেড সার্কট ( IC ) কে আবিষ্কার করেন? ✔Ans:- জ্যাক কেলবি ও রবার্ট নয়েস ।
74) ইনটেল প্যারাগন কী? ✔Ans:- একটি পঞ্চম স্তরের কম্পিউটার।
75) ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একককে কী বলে? ✔Ans:- ডেটা।
76) ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের কী বলা হয়? ✔Ans:- নেটিজেন।
77) ইন্টারনেটের জনক কে? ✔Ans:- ভিনটর গ্রে কার্ফ
78) ইন্টারনেটের মাধ্যমে উনড়বত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
79) ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
80) ইন্স্টাগ্রাম কে উদ্ভাবন করেন? ✔Ans:- কেভিন সিস্ট্রম মাইক ক্রিঞ্জার
81) উইকিলিকসের প্রতিষ্ঠাতা কে? ✔Ans:- জুলিয়ান অ্যাসাঞ্জ।
82) উচ্চতর ভাষাকে মেশিনের ভাষায় রুপান্তর করে কোনটি? ✔Ans:- Interpreter ও Compiler.
83) উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
84) একটি স্প্রেডশীট সফটওয়ার কী? ✔Ans:- এমএস এক্সেল।
85) এনকোডার কী? ✔Ans:- ডিজিটাল সার্কিট।
86) এন্ড্রয়েব ব্যবহৃত প্রথম ফোন কোনটি? ✔Ans:- HTC Dream (T-Mobile এ)
87) ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক কে? ✔Ans:- টিম বার্নস লি।
88) ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কী করা যায়? ✔Ans:- দ্রুত তথ্য প্রেরণ করা যায়
89) ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
90) ওরাকল কী? ✔Ans:- এক ধরনের ডাটাবেস প্রোগ্রাম।
91) কমপাইলারের কাজ কী? ✔Ans:- প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করা।
92) কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
93) কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে কোন অপরাধ করাকে কী বলে? ✔Ans:- সাইবার অপরাধ
94) কম্পিউটার কী? ✔Ans:- একটি হিসাবকারী যন্ত্র।
95) কম্পিউটার কে অাবিষ্কার করেন? ✔ Ans:- হাওয়ার্ড এইকিন
96) কম্পিউটার কোন কাজের জন্য বেশি উপযোগী? ✔Ans:- পূনরাবৃত্তিমূলক কাজের জন্য
97) কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
98) কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে ✔Ans:- ১০২৪ x ১০২৪ বাইট
99) কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অংশ কী? ✔Ans:- হার্ডওয়্যার ও সফটওয়্যার
100) কম্পিউটার পোর্ট কী? ✔Ans:- এক ধরনের পয়েন্ট বা সংযোগ মুখ।
কম্পিউটার keyboard এর শর্টকার্টঃ
- © F1: সাহায্য (Help);
© CTRL+ESC: Start menu চালু;
© ALT+TAB: চালু করা প্রোগ্রামগুলো থেকে বাছাই;
© ALT+F4: প্রোগ্রম বন্ধ করা;
© SHIFT+DELETE: সরাসরি ফাইল ডিলিট করা;
© Windows Logo+L: কম্পিউটার লক করা;
© CTRL+C: কপি;
© CTRL+X: কাট;
© CTRL+V: পেস্ট;
© CTRL+Z: আনডু;
© CTRL+B: অক্ষর বোল্ড করা;
© CTRL+U: অক্ষর আন্ডারলাইন করা;
© CTRL+I: অক্ষর ইটালিক করা;
© SHIFT+right click: অতিরিক্ত শর্টকাট সহ মেনু;
© SHIFT+double click: বিকল্প ডিফল্ট কমান্ড;
© ALT+double click: প্রোপার্টিজ প্রদর্শন;
© F10: মেনু বার চালু করা;
© SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্যে শর্টকাট মেনু;
© CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার;
© ALT+DOWN ARROW: ড্রপ ডাউন মেনু খোলা;
© ALT+TAB: অন্য কোনো চালু করা প্রোগ্রামে যাওয়া ( সবগূলো প্রোগ্রাম দেখতে ALT চেপে ধরে TAB চাপুন );
© SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন;
© ALT+SPACE: মেইন উইন্ডো’র সিস্টেম মেনু দেখা;
© CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া;
© ALT+আন্ডারলাইন কৃত অক্ষরঃ নির্দিষ্ট মেনুতে যাওয়া;
© ALT+F4: বর্তমান উইন্ডো বন্ধ করা;
© CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহ কোনো প্রোগ্রাম বন্ধ করা;
© F2: নির্বাচিত ফাইল রিনেইম করা;
© F3: ফাইল খোঁজা
© F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা
© F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা
© CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম নির্বাচন করা
© BACKSPACE: পুর্ববর্তি ফোল্ডারে যাওয়া
(ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে পুর্বের পেইজ)
© Left ALT+left SHIFT +PRINT SCREEN: Toggles high contrast on and off;
© Windows Logo: Start menu;
© Windows Logo+M: সব প্রোগ্রাম মিনিমাইজ করা;
© SHIFT+Windows Logo +M: মিনিমাইজ আনডু করা;
© Windows Logo+E: Windows Explorer চালু করা;
© Windows Logo+F: Files অথবা Folders খোঁজা;
© Windows Logo+D: সব প্রোগ্রাম মিনিমাইজ করা;
© Windows Logo+TAB: টাস্কবার চক্রাকারে দেখা;
© Windows Logo+Break: System Properties ডায়ালগ বক্স চালু করা;
© Application key: নির্বাচিত আইটেমের জন্যে শর্টকাট মেনু;
© Windows Logo+L: উইন্ডোজ লগ অফ করা;
© Windows Logo+P: প্রিন্ট ম্যানেজার চালু করা;
© Windows Logo+C: কন্ট্রোল প্যানেল চালু করা;
© Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা;
© Windows Logo+K: Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা;
© Windows Logo+I: Mouse Properties ডায়ালগ বক্স চালু করা।
Technology/ Computer:
1) PDA – Personal Digital Assistance.
2) ALU – Arithmetic Login Unit.
3) RAM – Random Access Memory
4) ROM –Read Only Memory.
5) DVD – Digital Video Disk.
6) CD –Compact Disk.
7) CD-RW – Compact Disk Rewritable.
8) ORM – Optical Mark Reader.
9) USB – Universal Serial Bus.
10) CAD – Computer Aided Design/Drafting.
11) IPS – Instant Power System.
12) UPS – Uninterruptible Power Supply
13) AC- Alternating Current / Air Condition.
14) DC – Direct Current.
15) HP – Hewlett-Packard (A Company Name)/ Horse Power
16) LASER – Light Amplification by Stimulated Emission of Radiation
17) RADER – Radio Detection And Ranging.
18) ATM – Automated Teller Machine
19) VoIP – Voice over Internet Protocol
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর"
Post a Comment