পার্স খুঁজে পেতে সাহায্য সম্পর্কে
NurAlam: Sure. আদমঃ অবশ্যই।
Biplob: I can't find my purse. Can you help me? বিপ্লবঃ আমার পার্সটি খুঁজে পাচ্ছি না। তুমি কি খুজতে সাহায্য করবে?
NurAlam: No problem, I'll help you look for it. নুরআলমঃ হাঁ। আমি তোমাকে খুঁজতে সাহায্য করব।
Biplob: Thanks. বিপ্লবঃ ধন্যবাদ।
NurAlam: What color is it? নুরআলমঃ কি রঙের ছিল?
Biplob: It's black. বিপ্লবঃ কালো।
NurAlam: Did you look in the kitchen? নুরআলমঃ তুমি কি রান্নাঘরে খুজেছ?
Biplob: Yes, I already looked there. বিপ্লবঃ হ্যাঁ, আমি ওখানে খুজেছি।
NurAlam: I'll look in the living room. নুরআলমঃ আমি বৈঠকখানায় দেখব।
Biplob: Did you find it? বিপ্লবঃ তুমি কি পেলে?
NurAlam: No. It's not in there. When was the last time you saw it? নুরআলমঃ না, সেখানে ওটা নেই। তুমি শেষ কখন দেখেছিলে?
Biplob: I had it when I went to the library this morning. বিপ্লবঃ আজ সকালে যখন লাইব্রেরিতে গিয়েছিলাম ওটা আমার সাথেই ছিল।
NurAlam: Do you think you might have left it there? নুরআলমঃ তোমার কি মনে হয় সেখানে ফেলে এসেছো?
Biplob: Maybe. I'll call the library and ask them if anyone found it. বিপ্লবঃ হতে পারে। আমি লাইব্রেরিতে ফোন করে দেখছি কেউ পেয়েছে কিনা।
NurAlam: Wait! Is this it? নুরআলমঃ দাঁড়াও, এই কি সেটা।
Biplob: Yes, That's it. That's my purse. Thanks for helping me find it. বিপ্লবঃ হ্যাঁ, ওটাই সেটা। ওটাই আমার পার্স। ওটা খুঁজতে আমাকে সহায়তার জন্য ধন্যবাদ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "পার্স খুঁজে পেতে সাহায্য সম্পর্কে "
Post a Comment