নিজেকে যাচাই করুন-১৫

নিজেকে যাচাই করুন-১৫


১. আমরা বনজ সম্পদ ব্যবহার করি-
i ঘরবাড়ি তৈরিতে
ii আসবাবপত্র তৈরিতে
iii স্টীল ফ্যাক্টরীতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)

২. বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প কোনটি?
Ο ক) চা
Ο খ) পাট
Ο গ) কাগজ
Ο ঘ) পোশাক
সঠিক উত্তর: (ঘ)

৩. বাংলাদেশে জনসংখ্যার চাপ কেমন?
Ο ক) কম
Ο খ) বেশি
Ο গ) অনেক কম
Ο ঘ) জেলের
সঠিক উত্তর: (গ)

৪. খনিজ সম্পদের উদাহরণ কোনটি?
Ο ক) গোল আলু
Ο খ) মিষ্টি আলু
Ο গ) চীনামাটি
Ο ঘ) আর্সেনিকমুক্ত পানি
সঠিক উত্তর: (গ)

৫. গাছপালা ব্যবহার হয়-
i বিদ্যুৎ উৎপাদনে
ii আসবাবপত্র তৈরিতে
iii ঘরবাড়ি তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৬. পানি প্রবাহ ব্যাহত হচ্ছে-
i ঘরবাড়ি নির্মাণে
ii মৎস্য খামার নির্মাণে
iii রাস্তাঘাট নির্মাণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৭. বাংলাদেশ কোন ধরনের দেশ?
Ο ক) নদীমাতৃক দেশ
Ο খ) মরুভূমির দেশ
Ο গ) বনভূমির দেশ
Ο ঘ) জলঅভূমির দেশ
সঠিক উত্তর: (ক)

৮. বাংলাদেশে এক সময় প্রচুর পরিমাণে ছিল-
i বনজঙ্গল
ii জীবজন্তু ও পশুপাখি
iii কলকারখানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৯. বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ হলো-
i মাটি
ii চিনি শিল্প
iii বঙ্গোপসাগর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১০. মংলা একটি-
Ο ক) স্থল বন্দর
Ο খ) নদী বন্দর
Ο গ) বিমান বন্দর
Ο ঘ) সমুদ্র বন্দর
সঠিক উত্তর: (ঘ)

১১. বনে জঙ্গলে বিভিন্ন প্রাণী কী করে বেঁচে থাকে?
Ο ক) মৌচাকের মধু খেয়ে
Ο খ) একে অন্যকে শিকার করে
Ο গ) গাছের বাকল খেয়ে
Ο ঘ) খেতের ফসল খেয়ে
সঠিক উত্তর: (খ)

১২. দেশের আর্থ-সামাজিক পরিবর্তন ঘটাতে হলে কোনটির বিকাশের কোনো বিকল্প নেই?
Ο ক) শিল্প
Ο খ) মানসিক দৃষ্টিভঙ্গির
Ο গ) কৃষি
Ο ঘ) যোগাযোগ ব্যবস্থা
সঠিক উত্তর: (ক)

১৩. বর্তমানে বাংলাদেশে কোন শিল্পটি সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচিত হচ্ছে?
Ο ক) ওষুধ শিল্প
Ο খ) পোশাক শিল্প
Ο গ) সিমেন্ট শিল্প
Ο ঘ) চামড়া শিল্প
সঠিক উত্তর: (ক)

১৪. কোন যুগে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে?
Ο ক) মধ্যযুগে
Ο খ) ব্রোঞ্জ যুগে
Ο গ) প্রাচীন যুগে
Ο ঘ) প্রস্তর যুগে
সঠিক উত্তর: (গ)

১৫. বাংলাদেশের তৈরি পোশাক শিল্প-
i গত শতকে যাত্রা শুরু করেছে
ii দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প
iii নারীদের স্বাবলম্বী করে তুলেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬. কোন কারণে বিম্ব অর্থনীতিতে ব্যাপক উন্নতি হওয়ার সম্ভাবনা ঘটেছে?
Ο ক) ডলারের দাম বৃদ্ধি
Ο খ) দ্রুত শিল্পায়ন
Ο গ) কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি
Ο ঘ) জনসংখ্যা নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (খ)

১৭. বাংলাদেশে বর্তমানে কতটি চিনি কল রয়েছে?
Ο ক) ১৩টি
Ο খ) ১৫টি
Ο গ) ১৭টি
Ο ঘ) ২৭টি
সঠিক উত্তর: (গ)
১৮. ১৯৭৪ সালে বাংলাদেশে কতটি বস্ত্রকল ছিল?
Ο ক) ৪টি
Ο খ) ৬টি
Ο গ) ৮টি
Ο ঘ) ১২টি
সঠিক উত্তর: (গ)
১৯. কোনটি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত?
Ο ক) খনিজ সম্পদ
Ο খ) বনজ সম্পদ
Ο গ) শিল্প
Ο ঘ) মৎস্য
সঠিক উত্তর: (গ)
২০. জীবজগতের বিভিন্ন প্রাণী ও তরুলতার জন্ম বা মৃত্যু ঘটে-
i জলবায়ুর পরিবর্তনে
ii সমাজ পরিবর্তনে
iii তাপমাত্রার পরিবর্তনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২১. কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে-
i আমদানি বাড়বে
ii কর্মসংস্থানের সৃষ্টি হবে
iii উৎপাদন বাড়বে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২২. বর্তমানে দেশে কয় ধরনের প্রাণিজ সম্পদের ব্যবহার বেড়েছে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
২৩. বাংলাদেশের কত ভাগের এক ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা?
Ο ক) ৭ ভাগ
Ο খ) ৮ ভাগ
Ο গ) ১০ ভাগ
Ο ঘ) ১৫ ভাগ
সঠিক উত্তর: (গ)
২৪. কার আর্থ-সামাজিক অবস্থা এখন শিল্পায়নের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েছে?
Ο ক) তাঁতীর
Ο খ) কামারের
Ο গ) কৃষকের
Ο ঘ) জেলের
সঠিক উত্তর: (গ)
২৫. সাম্প্রতিককালে বাংলাদেশে কোন শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে?
Ο ক) বস্ত্র
Ο খ) পাট
Ο গ) চিনি
Ο ঘ) তৈরী পোশাক
সঠিক উত্তর: (ঘ)
২৬. বাংলাদেশের বনাঞ্চলে যে সম্পদ রয়েছে-
Ο ক) পাখি ও কয়লা
Ο খ) প্রাণী ও চীনামাটি
Ο গ) পাখি ও প্রাণী
Ο ঘ) পাখি ও সিলিকা বালু
সঠিক উত্তর: (গ)
২৭. বর্তমানে প্রচুর বস্ত্র ও সুতাকল রয়েছে-
i কুমিল্লায়
ii নোয়াখালিতে
iii গাজাীপুরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২৮. মানুষ কোথা থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করে?
Ο ক) প্রকৃতি
Ο খ) প্রতিবেশী রাষ্ট্র
Ο গ) বহির্বিশ্ব
Ο ঘ) শিল্প কারখানা
সঠিক উত্তর: (ক)
২৯. বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কেমন?
Ο ক) অসীম
Ο খ) স্বল্প
Ο গ) অফুরন্ত
Ο ঘ) সীমিত
সঠিক উত্তর: (ঘ)
৩০. এদেশে একসময় কৃষকদের প্রধান অর্থকরী ফসল ছিল কোনটি?
Ο ক) তামাক
Ο খ) ইক্ষু
Ο গ) চা
Ο ঘ) পাট
সঠিক উত্তর: (ঘ)
৩১. দেশের মোট ভূ-ভাগের কত ভাগ বন?
Ο ক) ১৩ ভাগ
Ο খ) ১৫ ভাগ
Ο গ) ১৬ ভাগ
Ο ঘ) ১৯ ভাগ
সঠিক উত্তর: (গ)
৩২. বাংলাদেশের মোট ভূমির শতকরা কত ভাগ পাহাড়ি এলাকায়?
Ο ক) ৫ ভাগ
Ο খ) ৮ ভাগ
Ο গ) ১০ ভাগ
Ο ঘ) ১২ ভাগ
সঠিক উত্তর: (গ)
৩৩. দেশে দ্রুত শিল্প বিকাশের প্রয়োজন কেন?
Ο ক) আর্থসামাজিক উন্নতির জন্য
Ο খ) শিল্পের উন্নতির জন্য
Ο গ) সাংস্কৃতিক উন্নতির জন্য
Ο ঘ) রাজনৈতিক উন্নতির জন্য
সঠিক উত্তর: (ক)
৩৪. রাসায়নিক পদার্থের অতি মিশ্রণের ফলে মানবদেহে যা জন্ম নিতে পারে-
Ο ক) ক্যান্সার
Ο খ) টিউমার
Ο গ) নানা ধরনের রোগ
Ο ঘ) সর্দি-কাশি
সঠিক উত্তর: (গ)
৩৫. বাংলাদেশে সমুদ্রবন্দর রয়েছে-
i চট্টগ্রামে
ii মাংলায়
iii কুয়াকাটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩৬. সাগরের পানি থেকে আমরা কী উৎপন্ন করি?
Ο ক) মুক্তা
Ο খ) বিদ্যুৎ
Ο গ) গ্যাস
Ο ঘ) লবণ
সঠিক উত্তর: (ঘ)
৩৭. সাধারণ মানুষের ক্ষেত্রে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে কোনটি?
Ο ক) কলকারখানা
Ο খ) অফিস
Ο গ) রান্নাবান্না
Ο ঘ) আদালত
সঠিক উত্তর: (গ)
৩৮. বাংলাদেশের বনজ সম্পদ হলো-
i সেগুন গাছ
ii রয়েল বেঙ্গল টাইগার
iii গরু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩৯. শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে কোন শিল্পের প্রাধন্য ছিল?
Ο ক) বস্ত্র
Ο খ) চিনি
Ο গ) কাগজ
Ο ঘ) সিমেন্ট
সঠিক উত্তর: (ক)
৪০. কোথায় গ্যাসের সংকুলান হচ্ছে না?
Ο ক) গ্রামে
Ο খ) হোটেলে
Ο গ) বিমানে
Ο ঘ) শহরে
সঠিক উত্তর: (ঘ)
৪১. দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ায় চাপ পড়ছে-
i প্রাণী সম্পদের ওপর
ii মৎস্য সম্পদের ওপর
iii গাছপালার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪২. বাংলাদেশ নিজেদের চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করে কোনটি?
Ο ক) কাগজ
Ο খ) ঔষধ
Ο গ) চা
Ο ঘ) পাটজাত দ্রব্য
সঠিক উত্তর: (গ)
৪৩. আমাদের দেশটি কোন ধরনের?
Ο ক) শিল্পপ্রধান দেশ
Ο খ) শিল্পোন্নত দেশ
Ο গ) কৃষিপ্রধান দেশ
Ο ঘ) প্রযুক্তিনির্ভর দেশ
সঠিক উত্তর: (গ)
৪৪. মানুষের আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে-
i খাদ্য ও অন্যান্য পণ্য উৎপাদনকে কেন্দ্র করে
ii বণ্টন ও ভোগকে কেন্দ্র করে
iii জনসংখ্যা বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৫. বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদ ভূমিকা রাখে-
i কর্মসংস্থান বৃদ্ধিতে
ii যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে
iii খাদ্যের অভাব পূরণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৪৬. যে সকল শিল্প প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল বাংলাদেশেই পাওয়া যায় সেগুলো হলো-
i চিনি শিল্প
ii কাগজ শিল্প
iii পোশাক শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৭. প্রাকৃতিক সম্পদকে কীভাবে মানুষ নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে?
Ο ক) সরাসরি
Ο খ) রূপান্তর করে
Ο গ) স্থানান্তর করে
Ο ঘ) প্রাকৃতিক উপায়ে
সঠিক উত্তর: (খ)
৪৮. কোনটি বাংলাদেশের অতি পুরোনো শিল্পের মধ্যে একটি?
Ο ক) বস্ত্র
Ο খ) ঔষধ
Ο গ) সার
Ο ঘ) চা
সঠিক উত্তর: (ঘ)
৪৯. বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে রয়েছে-
i মৎস্য সম্পদ
ii খনিজ সম্পদ
iii বনজ সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫০. সম্পদের মাধ্যমে অগ্রগতি ঘটে মানুষের-
i অর্থনৈতিক জীবনের
ii সামাজিক জীবনের
iii রাজনৈতিক জীবনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫১. নিত্যদিনের ব্যবহারের জন্য যার ব্যাপক চাহিদা রয়েছে-
Ο ক) সয়াবিন
Ο খ) কেরোসিন
Ο গ) পানি
Ο ঘ) নারিকেল তেল
সঠিক উত্তর: (গ)
৫২. জীবনের সাথে জীবিকার সম্পর্ক কেমন?
Ο ক) বিচ্ছেদ্য
Ο খ) অবিভাজ্য
Ο গ) অবিচ্ছেদ্য
Ο ঘ) অনির্দিষ্ট
সঠিক উত্তর: (গ)
৫৩. বর্তমানে বাংলাদেশে বড় ও মাঝারি আকারের কতটি সিমেন্ট কারখানা রয়েছে?
Ο ক) ১২টি
Ο খ) ১৫টি
Ο গ) ২১টি
Ο ঘ) ৩০টি
সঠিক উত্তর: (ক)
৫৪. আখ থেকে প্রাপ্ত দ্রব্য কোনটি?
Ο ক) মিষ্টি
Ο খ) আচার
Ο গ) চিনি
Ο ঘ) ছামা
সঠিক উত্তর: (গ)
৫৫. বাংলাদেশের কোন অঞ্চল জুড়ে রয়েছে বঙ্গোপসাগর?
Ο ক) উত্তর
Ο খ) দক্ষিণ
Ο গ) পূর্ব
Ο ঘ) পশ্চিম
সঠিক উত্তর: (খ)
৫৬. বর্তমানে দশে কয়টি চিনির কল আছে?
Ο ক) ১৫টি
Ο খ) ১৭টি
Ο গ) ১৯টি
Ο ঘ) ২১টি
সঠিক উত্তর: (খ)
৫৭. বাংলাদেশ কোন প্রকৃতির দেশ?
Ο ক) শিল্পসমৃদ্ধ দেশ
Ο খ) শীতপ্রধান দেশ
Ο গ) নদীমাতৃক দেশ
Ο ঘ) বনজসম্পদ সমৃদ্ধ দেশ
সঠিক উত্তর: (গ)
৫৮. বাংলাদেশের সাগর তীরে গড়ে উঠেছে কয়টি সমুদ্র বন্দর?
Ο ক) একটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) দুইটি
সঠিক উত্তর: (ঘ)
৫৯. বাংলাদেশে বর্তমানে কতটি ইউরিয়া সার কারখানা চালু আছে?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ১২টি
সঠিক উত্তর: (গ)
৬০. প্রাচীনকালে মানুষ বন থেকে-
i ফলমূল সংগ্রহ করত
ii পশু শিকার করত
iii মোম সংগ্রহ করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৬১. বাংলাদেশে কোন শিল্পের সঙ্গে বিপুল সংখ্যক নারী জড়িত?
Ο ক) কুটির শিল্প
Ο খ) গার্মেন্টস শিল্প
Ο গ) আবাসন শিল্প
Ο ঘ) যন্ত্র শিল্প
সঠিক উত্তর: (খ)
৬২. তাপমাত্রা কমানোর জন্যে কোন সম্পদ অত্যন্ত প্রয়োজন?
Ο ক) খনিজ সম্পদ
Ο খ) বনজ সম্পদ
Ο গ) প্রাণী সম্পদ
Ο ঘ) কৃষি সম্পদ
সঠিক উত্তর: (খ)
৬৩. প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখে বেঁচে থাকে-
i মানুষ
ii প্রাণী
iii উদ্ভিদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৪. সবুজ গাছপালা বাতাসে কোন গ্যাস ছেড়ে দিচ্ছে?
Ο ক) অক্সিজেন
Ο খ) নাইট্রোজেন
Ο গ) কার্বন-ডাই-অক্সাইড
Ο ঘ) মিথেন
সঠিক উত্তর: (ক)
৬৫. বাংলাদেশের তৃতীয় ঋতু কোনটি?
Ο ক) বর্ষা
Ο খ) শরৎ
Ο গ) হেমন্ত
Ο ঘ) বসন্ত
সঠিক উত্তর: (খ)
৬৬. বাংলাদেশে অতি অল্প সময়ে কোন শিল্পটি বৃহত্তম রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে?
Ο ক) বস্ত্র শিল্প
Ο খ) পোশাক শিল্প
Ο গ) চিনি শিল্প
Ο ঘ) কাগজ শিল্প
সঠিক উত্তর: (খ)
৬৭. বাতাসে অক্সিজেন দিচ্ছে কোনটি?
Ο ক) নদী
Ο খ) সাগর
Ο গ) মহাসাগর
Ο ঘ) সবুজ গাছপালা
সঠিক উত্তর: (ঘ)
৬৮. কোন দেশের মাটি মহামূল্যবান সম্পদ?
Ο ক) সৌদি আরব
Ο খ) ইরান
Ο গ) ইরাক
Ο ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর: (ঘ)
৬৯. প্রাণীরা বাতাসে কী ছেড়ে দেয়?
Ο ক) অক্সিজেন
Ο খ) কার্বন-ডাই-অক্সাইড
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) মিথেন
সঠিক উত্তর: (খ)
৭০. প্রাণিজ সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (খ)
৭১. বাড়িঘর তৈরি এবং আসবাবপত্র নির্মাণের জন্যে আমরা কোন সম্পদ ব্যবহার করি?
Ο ক) শক্তি সম্পদ
Ο খ) কনিজ সম্পদ
Ο গ) বনজ সম্পদ
Ο ঘ) পশু সম্পদ
সঠিক উত্তর: (গ)
৭২. আমাদের প্রাকৃতিক সম্পদ সীমিত হলেও যার সংখ্যা বেশি তা হলো-
Ο ক) কলকারখানা
Ο খ) দোকানপাট
Ο গ) লোকসংখ্যা
Ο ঘ) হাটবাজার
সঠিক উত্তর: (গ)
৭৩. নদীর পানি প্রবাহ থেকে কী উৎপাদন করা যায়?
Ο ক) গ্যাস
Ο খ) বিদ্যুৎ
Ο গ) লবণ
Ο ঘ) পাথর
সঠিক উত্তর: (খ)
৭৪. সুষম খাদ্যের অভাব পুরণ হচ্ছে-
Ο ক) সমুদ্র সম্পদের মাধ্যমে
Ο খ) মৎস্য সম্পদদের মাধ্যমে
Ο গ) প্রাণিজ সম্পদের মাধ্যমে
Ο ঘ) বনজ সম্পদের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
৭৫. বাংলাদেশের ভূ-ভাগের কত ভাগ হচ্ছে বন?
Ο ক) ১৪ ভাগ
Ο খ) ১৫ ভাগ
Ο গ) ১৬ ভাগ
Ο ঘ) ১৭ ভাগ
সঠিক উত্তর: (গ)
৭৬. কোন খনিজ সম্পদটি বাংলাদেশে পাওয়া যায়?
Ο ক) লোহা
Ο খ) রূপা
Ο গ) ব্রোঞ্জ
Ο ঘ) সিলিকা বালি
সঠিক উত্তর: (ঘ)
৭৭. অসংখ্য নদীনালা, খালবিল ও পুকুরের দেশ কোনটি?
Ο ক) কানাডা
Ο খ) নেদারল্যান্ড
Ο গ) সুদান
Ο ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর: (ঘ)
৭৮. বাংলাদেশের নদ-নদীতে কোন সম্পদটি বিপুল পরিমাণ রয়েছে?
Ο ক) খনিজ সম্পদ
Ο খ) বনজ সম্পদ
Ο গ) মৎস্য সম্পদ
Ο ঘ) কৃষিজ সম্পদ
সঠিক উত্তর: (গ)
৭৯. নিচের কোনটি বেসরকারি পর্যায়ের কাগজ শিল্প প্রতিষ্ঠান?
Ο ক) খুলনা হার্ডবোর্ড মিল
Ο খ) মাগুরা পেপার মিল
Ο গ) খুলনা নিউজপ্রিন্ট মিল
Ο ঘ) কর্ণফুলি মিল
সঠিক উত্তর: (খ)
৮০. কোনটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ?
Ο ক) মাটি
Ο খ) নদ-নদী
Ο গ) বনভূমি
Ο ঘ) গ্যাস
সঠিক উত্তর: (ক)
৮১. বাংলাদেশের উল্লেখযোগ্য খনিজ সম্পদ হলো-
i কয়লা
ii বালি
iii চুনাপাথর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮২. পুঁটি মাছ বাংলাদেশের খাল-বিল নদ-নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি কোন পানির মাছ?
Ο ক) মিঠা পানির মাছ
Ο খ) সামুদ্রিক মাছ
Ο গ) উপসাগরীয় মাছ
Ο ঘ) লবণাক্ত পানির মাছ
সঠিক উত্তর: (ক)
৮৩. কিসের ব্যবহারে পোকামাকড়ের বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে-
Ο ক) জৈবসার
Ο খ) রাসায়নিক সার
Ο গ) স্যালুমেশিনের সেচ
Ο ঘ) ছাই-গোবর
সঠিক উত্তর: (খ)
৮৪. বাংলাদেশের কোনটি সর্বোচ্চ হুমকির মুখে রয়েছে?
Ο ক) স্বাস্থ্যসেবা
Ο খ) জনসংখ্যা ব্যবস্থা
Ο গ) জীববৈচিত্র্য
Ο ঘ) প্রাকৃতিক সম্পদ
সঠিক উত্তর: (গ)
৮৫. কীসের উন্নতি দেশের জনগণের অবস্থার পরিবর্তন ঘটাতে সহায়তা করে?
Ο ক) রাজনীতির
Ο খ) মানবিক দৃষ্টিভঙ্গির
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) শিল্পের
সঠিক উত্তর: (গ)
৮৬. বাংলাদেশের সমতলভূমি কেমন?
Ο ক) খুবই উর্বর
Ο খ) বালুময়
Ο গ) ফসল উৎপাদনে অনুপযোগী
Ο ঘ) অপেক্ষাকৃত কম উর্বর
সঠিক উত্তর: (ক)
৮৭. দক্ষতা অর্জনের জন্যে লেখাপড়ার পর কীসের প্রয়োজন হয়?
Ο ক) প্রশিক্ষণের
Ο খ) উন্নত প্রযুক্তির
Ο গ) প্রচুর অর্থের
Ο ঘ) বিদেশ ভ্রমণের
সঠিক উত্তর: (ক)
৮৮. যেখানে শিল্পকারখানা তৈরি হচ্ছে-
Ο ক) গ্রামে
Ο খ) উপশহরে
Ο গ) ইউনিয়নে
Ο ঘ) ওয়ার্ডে
সঠিক উত্তর: (খ)
৮৯. রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে-
i মাছের
ii পাখির
iii পোকা-মাকড়ের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯০. কোথায় চা প্রচুর পরিমাণে উৎপাদিত হয়?
Ο ক) রাজশাহীতে
Ο খ) নাটোরে
Ο গ) কুমিল্লায়
Ο ঘ) সিলেটে
সঠিক উত্তর: (ঘ)
৯১. প্রাকৃতিক বস্তুর উদাহরণ কোনটি?
Ο ক) হাসপাতাল
Ο খ) বিদ্যালয়
Ο গ) খনিজাগার
Ο ঘ) উপাসনালয়
সঠিক উত্তর: (গ)
৯২. মাটি তার উর্বরা শক্তি হারায় কোনটির ব্যবহারে?
Ο ক) রাসায়নিক সার
Ο খ) জৈব সার
Ο গ) সেচ
Ο ঘ) হাইব্রিড ফসলের চাষ
সঠিক উত্তর: (ক)
৯৩. কোন কাজের ওপর ভিত্তি করেই সমাজ ব্যবস্থা গড়ে ওঠে?
Ο ক) রাজনৈতিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) সামাজিক
Ο ঘ) নৈতিক
সঠিক উত্তর: (খ)
৯৪. বাংলাদেশে একসময় কৃষকের প্রধান অর্থকরী ফসল ছিল কোনটি?
Ο ক) চা
Ο খ) তামাক
Ο গ) পাট
Ο ঘ) আখ
সঠিক উত্তর: (গ)
৯৫. দেশজ উৎপাদনে কোন খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে?
Ο ক) কৃষি
Ο খ) শিল্প
Ο গ) মৎস্য
Ο ঘ) স্বাস্থ্য ও সেবা
সঠিক উত্তর: (খ)
৯৬. কত সালে চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজের কল স্থাপিত হয়?
Ο ক) ১৯৪৩
Ο খ) ১৯৫৩
Ο গ) ১৯৭৩
Ο ঘ) ১৯৮৩
সঠিক উত্তর: (খ)
৯৭. বাংলাদেশের মাটিতে বছরে কয়বার ফসল ফলানো যায়?
Ο ক) ১ বার
Ο খ) ২ বার
Ο গ) ৩ বার
Ο ঘ) ৪ বার
সঠিক উত্তর: (গ)
৯৮. কোন সময়ে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করত?
Ο ক) প্রাচীনকালে
Ο খ) পশুপালন যুগে
Ο গ) শিল্প যুগে
Ο ঘ) কৃষিভিত্তিক যুগে
সঠিক উত্তর: (ক)
৯৯. বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশের কটি সামুদ্রিক বন্দর রয়েছে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
১০০. বাংলাদেশে সাধারণত নদ-নদী ব্যবহার হয়-
i মাল পরিবহণে
ii যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে
iii ফসল উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১০১. বাংলাদেশের নারীদের দরিদ্রতা ঘোচাতে কোন পেশা প্রাধান্য পেয়েছে?
Ο ক) মহিলা পুলিশ
Ο খ) গৃহকর্মী
Ο গ) পোশাক শিল্পের কর্মী
Ο ঘ) মহিলা আনসার
সঠিক উত্তর: (গ)
১০২. বাংলাদেশের বেশির ভাগ এলাকায় বছরে কয়টি ফসল উৎপন্ন হয়?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)
১০৩. কোনটি প্রাকৃতিক সম্পদদের উদাহরণ?
Ο ক) খনিজদ্রব্য
Ο খ) উপাসনালয়
Ο গ) জাতীয় যাদুঘর
Ο ঘ) জাতীয় গ্রন্তাগার
সঠিক উত্তর: (ক)
১০৪. জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রয়েছে-
i নদীর তলদেশ ভরাট
ii ঘরবাড়ি নির্মাণ
iii রাস্তাঘাট নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১০৫. বাংলাদেশের কোন শিল্পে কম মূলধন ও অধিক শ্রমিক ব্যবহার করে শিল্পের উৎপাদন সম্ভব?
Ο ক) চিনি শিল্প
Ο খ) বস্ত্রশিল্প
Ο গ) কাগজশিল্প
Ο ঘ) চামড়া শিল্প
সঠিক উত্তর: (খ)
১০৬. বর্তমানে দেশে কয়টি পাটকল আছে?
Ο ক) ৫৬টি
Ο খ) ৭৬টি
Ο গ) ৭৮টি
Ο ঘ) ৮৮টি
সঠিক উত্তর: (খ)
১০৭. মানুষ শুরুতে কী ভিত্তিক সমাজব্যবস্থা তৈরি করেছিল?
Ο ক) ব্যবসায়ভিত্তিক
Ο খ) শিল্পভিত্তিক
Ο গ) কৃষিভিত্তিক
Ο ঘ) চাকরিভিত্তিক
সঠিক উত্তর: (গ)
১০৮. পোশাক শিল্পের অগ্রগতির কারণ-
i অসংখ্য নারী শ্রমিকের অংশগ্রহণ
ii বিদেশে ব্যাপক চাহিদা
iii প্রশিক্ষণের সুব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৯. বাংলাদেশে কয়টি ইউরিয়া সারকারখানা রয়েছে?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৭টি
সঠিক উত্তর: (গ)
১১০. মানুষ যা উদ্ভাবনের মাধ্যমে নতুন অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে-
Ο ক) রেল
Ο খ) বিমান
Ο গ) প্রযুক্তি
Ο ঘ) লঞ্চ
সঠিক উত্তর: (গ)
১১১. কোন কারণে বনের গুরুত্ব অপরিসীম?
Ο ক) জ্বালানীর প্রয়োজনে
Ο খ) প্রাণীর বসবাসে
Ο গ) প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়
Ο ঘ) আসবাবপত্রের প্রয়োজনে
সঠিক উত্তর: (গ)
১১২. মোট চাহিদার কত পরিমাণ সিমেন্ট দেশে উৎপাদিত হয়?
Ο ক) এক তৃতীয়াংশ
Ο খ) দুই তৃতীয়াংশ
Ο গ) তিন চতুর্থাংশ
Ο ঘ) অর্ধেক
সঠিক উত্তর: (ঘ)
১১৩. বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহার করলে-
i দেশের কৃষি উন্নত হবে
ii মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে
iii বায়ুদূষণ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১১৪. বাংলাদেশে এখন কত লক্ষের অধিক শ্রমিক পোশাক শিল্পে কাজ করছে?
Ο ক) ২০
Ο খ) ৩০
Ο গ) ৩৫
Ο ঘ) ২৫
সঠিক উত্তর: (খ)
১১৫. গত শতকের আশির দশকে কোন শিল্পের অগ্রযাত্রা শুরু হয়?
Ο ক) সিমেন্ট
Ο খ) পাট
Ο গ) তৈরী পোশাক
Ο ঘ) বস্ত্র
সঠিক উত্তর: (গ)
১১৬. বর্তমান বিশ্ব ব্যবস্থায় শিল্পায়ন ঘটছে কীভাবে?
Ο ক) দ্রুত
Ο খ) ধীরে
Ο গ) অত্যন্ত দ্রুত
Ο ঘ) অত্যন্ত ধীরে
সঠিক উত্তর: (গ)
১১৭. গাছের সংখ্যা বেশি কোথায়?
Ο ক) শহরে
Ο খ) উপশহরে
Ο গ) গ্রামাঞ্চলে
Ο ঘ) উপরের সবকটিতে
সঠিক উত্তর: (গ)
১১৮. জীববৈচিত্র রক্ষার জন্যে করণীয় হলো-
i কৃষি জমি নষ্ট করা যাবে না
ii জনসংখ্যা বৃদ্ধি করতে হবে
iii জলাধার নির্মাণ ও সংরক্ষণ করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১১৯. শীতকালের লক্ষণ কোনটি?
Ο ক) কুয়াশাভেজা ঠান্ডা হাওয়া
Ο খ) বৃষ্টিভেজা বিকেল
Ο গ) রৌদ্রবিহীন দুপুর
Ο ঘ) উষ্ণভরা সকাল
সঠিক উত্তর: (ক)
১২০. বাংলাদেশের সরকারি পর্যায়ের কাগজ কল হচ্ছে-
i কর্ণফুলী
ii মাগুরা পেপার মিল
iii পাকশী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১২১. দেশে বর্তমানে কত হাজারেরও অধিক পোশাক শিল্প ইউনিট রয়েছে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (গ)
১২২. বাংলাদেশের যুগান্তকারী ঘটনা হিসেবে প্রবর্তিত রপ্তানিমুখী শিল্প কোনটি?
Ο ক) পাট শিল্প
Ο খ) চিনি শিল্প
Ο গ) চামড়া শিল্প
Ο ঘ) পোশাক শিল্প
সঠিক উত্তর: (ঘ)
১২৩. আমাদের দেশে জনসংখ্যার তুলনায় কোনটি পর্যাপ্ত নয়?
Ο ক) পানি সম্পদ
Ο খ) সৌর সম্পদ
Ο গ) বনজ সম্পদ
Ο ঘ) খনিজ সম্পদ
সঠিক উত্তর: (গ)
১২৪. কোনটি মাল পরিবহণের ও যোগাযোগের সহজ মাধ্যম?
Ο ক) উড়োজাহাজ
Ο খ) মটরযান
Ο গ) নদী
Ο ঘ) স্থল পথ
সঠিক উত্তর: (গ)
১২৫. গাছপালা প্রয়োজনীয় নাইট্রোজেন যার নিকট থেকে পায়-
Ο ক) নদী
Ο খ) খাল
Ο গ) বিল
Ο ঘ) মানুষ
সঠিক উত্তর: (ঘ)
১২৬. কোন কাজের ওপর ভিত্তি করে মানুষের সমাজব্যবস্থা গড়ে ওঠে?
Ο ক) সামাজিক কাজ
Ο খ) অর্থনৈতিক কাজ
Ο গ) রাজনৈতিক কাজ
Ο ঘ) ধর্মীয় কাজ
সঠিক উত্তর: (খ)
১২৭. বাংলাদেশের কোন অঞ্চলে বঙ্গোপসাগর রয়েছে?
Ο ক) পূর্ব অঞ্চলে
Ο খ) পশ্চিম অঞ্চলে
Ο গ) উত্তর অঞ্চলে
Ο ঘ) দক্ষিণ অঞ্চলে
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: পাট রপ্তানিতে সুবিধা করতে না পারায় গত কয়েক বছর ধরে পাট চায়ে সমৃদ্ধ সুলতানাবাদ গ্রামের কৃষকরা দরিদ্রতার মধ্য দিয়ে দিন যাপন করছে। বর্তমানে সেখানে একটি কারখানা স্থাপন করায় কৃষকদের মধ্যে সচ্ছলতা ফিরে আসছে।
১২৮. উদ্দীপকে নিচের কোন জিনিসটির অবদানের ইঙ্গিত রয়েছে?
Ο ক) পাটের
Ο খ) কৃষির
Ο গ) শিল্পের
Ο ঘ) সম্পদের
সঠিক উত্তর: (গ)
১২৯. উদ্দীপকে উল্লেখিত কারখানা স্থাপননের মতো উদ্যোগগুলোর অন্যতম সহায়ক হিসেবে কাজ করে-
Ο ক) কৃষির উন্নয়নে
Ο খ) চাহিদা কমাতে
Ο গ) জীবনযাত্রার মান উন্নয়নে
Ο ঘ) রোগ নিরাময়ে
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: রিয়াদ তার বাবার সাথে প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করছিল। রিয়াদ বলে, মানুষের আর্থ-সামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা অনেক। অন্যদিকে রিয়াদের বাবা বলেন, এ প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহারই আমাদের একান্ত কাম্য।
১৩০. মানুষ কীভাবে নিজেদের অার্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারে?
Ο ক) জনসংখ্যা বৃদ্ধি করে
Ο খ) প্রাকৃতিক সম্পদকে দক্ষতার সাথে ব্যবহার করে
Ο গ) শিল্পের প্রসার ঘটিয়ে
Ο ঘ) প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করে
সঠিক উত্তর: (খ)
১৩১. রিয়াদের বাবার মতে, প্রাকৃতিক সম্পদকে যথাযথ ব্যবহার করলে-
i দেশের কৃষি শিল্প উন্নত হবে
ii কর্মসংস্থান সৃষ্টি হবে
iii জনসংখ্যা হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: বাংলাদেশের মানুষজন কেন সৌদি আরবে কাজ করতে যায়? এ প্রশ্নটি রাইমা তার বাবাকে করেছিল। বাবা উত্তরে বলেছিলেন, ওদের প্রচুর খনিজ তেল আছে বিধায় ধনী সেটি রাষ্ট্র। বাবা আরও বলেন, তবে আমাদেরও তেল ছাড়া এ ধরনের আরও অনেক সম্পদ রয়েছে।
১৩২. সৌদি আরবের সম্পদটিকে কোন ধরনের সম্পদ বলা হয়?
Ο ক) কৃত্রিম সম্পদ
Ο খ) প্রাকৃতিক সম্পদ
Ο গ) রাসায়নিক সম্পদ
Ο ঘ) তেজস্ক্রিয় সম্পদ
সঠিক উত্তর: (খ)
১৩৩. বাংলাদেশে এ ধরনের যে সকল সম্পদ রয়েছে তার মধ্যে অন্যতম হলো-
i মাটি
ii বনজ সম্পদ
iii সমুদ্র সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. এ ধরনের সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করলে দেশের-
i রাজনৈতিক উন্নয়ন হবে
ii অর্থনৈতিক উন্নয়ন হবে
iii সামাজিক উন্নয়ন হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: বাংলাদেশে এমন একটি রয়েছে; যে শিল্পের সঙ্গে প্রায় ৪০ লক্ষ মানুষ জড়িত। এদের মধ্যে বিপুল সংখ্যক হলো নারী। যারা নিজেদের দারিদ্র্য ঘোচাতে এ শিল্পে যুক্ত হয়েছে।
১৩৫. উদ্দীপকে কোন শিল্পের কথা হয়েছে?
Ο ক) ঔষধ শিল্প
Ο খ) গার্মেন্টস শিল্প
Ο গ) চা শিল্প
Ο ঘ) চামড়া শিল্প
সঠিক উত্তর: (খ)
১৩৬. উদ্দীপকে উল্লিখিত শিল্পে যুক্ত হয়ে নারীরা-
i স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে উঠেছে
ii প্রশিক্ষণ নিয়ে অধিকতর দক্ষতা অর্জন করছে
iii সামাজিক মর্যাদার অধিকারী হচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৩৭. উদ্দীপকে উল্লিখিত শিল্প ছাড়াও মানুষ তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তনের চেষ্টা করছে-
i শিল্প ও প্রযুক্তির সংস্পর্শে এসে
ii জ্ঞান-বিজ্ঞানের সুযোগ কাজে লাগিয়ে
iii নতুন নতুন পেশায় যুক্ত হয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নর উত্তর দাও: উষা যখন ক্লাস থ্রিতে পড়তো তখন সে তাদের গ্রামের বাড়ি মৌলভীবাজার গিয়েছিল। তখন ছিল শীতকাল। সে হাওড় এলাকাতে প্রচুর পাখি দেখেছিল। এ বছরেও সে গ্রামের বাড়িতে যায কিন্তু আগের মতো পাখি দেখতে পায় নি। এ ব্যাপারে জানতে চাইলে তার দাদা বলেন, বিভিন্ন কারণে হাওড়ের মাছ ও পাখির সংখ্যা কমে গিয়েছে।
১৩৮. উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে?
Ο ক) জীববৈচিত্র্যের বিপর্যয়
Ο খ) প্রাকৃতিক বিপর্যয়
Ο গ) হাওড় অঞ্চলের বিপর্যয়
Ο ঘ) গ্রামীণ জনগোষ্ঠীর বিপর্যয়
সঠিক উত্তর: (ক)
১৩৯. এ অবস্থা থেকে মৎস্য সম্পদ রক্ষায় করণীয়-
i জনসংখ্যা কমিয়ে আনা
ii রাসায়নিক সারের ব্যবহার কমানো
iii স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে হবে।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৪০. পাখিদের রক্ষায় ঐ এলাকার মানুষের যে ধরনের উদ্যোগ নেয়া প্রয়োজন-
i বনায়ন
ii জলাধার নির্মাণ
iii কীটনাশকের ব্যবহার কমানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে তার শিক্ষার্থীদের বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ শিল্প রয়েছে। এটি ২০০৯-২০১০ অর্থবছরে ৩২ কোনটি মার্কিন ডলার আয় করে। ১৯৫১ সালে এই শিল্প প্রতিষ্ঠা লাভ করে, যা একসময় প্রধান অর্থকরী ফসল হিসেবে পরিচিত ছিল।
১৪১. উদ্দীপকে কোন শিল্পের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
Ο ক) বস্ত্র শিল্প
Ο খ) পোশাক শিল্প
Ο গ) পাট শিল্প
Ο ঘ) চা শিল্প
সঠিক উত্তর: (গ)
১৪২. উক্ত শিল্পে বর্তমানে উৎপাদিত হয়-
i নানা পণ্যসামগ্রী
ii বস্তা
iii তৈরি পোশাক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "নিজেকে যাচাই করুন-১৫ "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে