গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিষয় জীববিজ্ঞান

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিষয় জীববিজ্ঞান


হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ ?
উত্তরঃ আমিষ
প্রবাল এক প্রকার--
উত্তরঃ বহুকোষী কীট
আকৃতি ,অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
উত্তরঃ ৩
কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় ?
উত্তরঃ উট
হৃদপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত ?
উত্তরঃ বিশেষ ধরনের অনৈচ্ছিক
ডি.এন.এ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে ?
উত্তরঃ ওয়াটসন ও ক্রিক
মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
উত্তরঃ চারটি
কোষ আবিষ্কার করেন কে?
উত্তরঃ রবার্ট হুক
এপিকালচার বলতে কি বুঝায়?
উত্তরঃ মৌমাছি পালন
পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যা কি?
উত্তরঃ জিওলজি
কাকে ইতিহাসের জনক/পিতা বলা হয?
উত্তরঃ হেরোডোটাস
উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ থিওফ্রাস্টাস
জীব থেকে জীবের উৎপত্তি হয়’ এ সম্পর্কে আলোকপাত করেন-
উত্তরঃ এরিস্টটল
Existentialism কি?
উত্তরঃ একটি দার্শনিক মতবাদ
মৌমাছি পালন বিদ্যা-
উত্তরঃ এপিকালচার
যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে?
উত্তরঃ রবার্ট কচ
‘পিসিকালচার’ বলতে কি বোঝায়?
উত্তরঃ মৎস্য চাষ
ধ্বনিতত্ত্ব সম্পর্কীয় বিদ্যা-
উত্তরঃ ফনেটিক্স
ইকোলজি (Ecology) এর বিষয়বস্তু হচ্ছে-
উত্তরঃ প্রাণিজগতের পরিবেশের সঙ্গে অভিযোজনের উপায় নির্দেশ
জীববিজ্ঞানের প্রধান শাখা দুটি কি কি?
উত্তরঃ Botany এবং Zoology
পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সমন্বন্ধীয় বিদ্যাকে বলে-
উত্তরঃ ইকোলজি
Entomology কি সম্পর্কিত বিদ্যা?
উত্তরঃ কীট পতঙ্গ
এনাটমির জনক কে?
উত্তরঃ ভেসালিয়াস
ইবনে সিনা কি ছিলেন?
উত্তরঃ চিকিৎসক
এভিকালচার বলতে কি বুঝায়?
উত্তরঃ পাখিপালন সংক্রান্ত বিষয়াদি
অরিজিন অব স্পেসিস’ গ্রন্থের প্রণেতা কে?
উত্তরঃ চার্লাস ডারউইন
রেশম পোকার চাষকে কি বলে?
উত্তরঃ সেরিকালচার
কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা কোনটি?
উত্তরঃ এনটোমলোজী
Osteologyঅর্থ?
উত্তরঃ হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান
ম্যালকোলজিতে নিচের কোনটি নিয়ে আলোচনা করা হয়?
উত্তরঃ শামুক-ঝিনুক
হোমিওপ্যাথির আবিষ্কারক হচ্ছেন-
উত্তরঃ এস.সি. এফ হ্যানিমেন
প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
উত্তরঃ ইভোলিওশন
জেনেটিক্সে বা বংশগতির জনক কে?
উত্তরঃ মেন্ডেল
প্রথম জীবনের উদ্ভব হয়--
উত্তরঃ জলজ পরিবেশে
আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন বিশিষ্ট-
উত্তরঃ বিজ্ঞানী
জোহান গ্রেগর মেন্ডেল ছিলেন একজন-
উত্তরঃ ধর্মযাজক
পাখিপালন বিদ্যাকে কী বলে?
উত্তরঃ এভিকালচার
আধুনিক মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাত কে?
উত্তরঃ সিগমান্ড ফ্রয়েড
ব্যাকটেরিয়া আবিষ্কার করেন-
উত্তরঃ লিউয়েন হুক
পেনিসিলিয়াম আবিষ্কার করেন-
উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং
ভূপৃষ্ঠ ও ভূ-গর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যার নাম-
উত্তরঃ হাইড্রোলজি
ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর প্রবর্তক/ডিএনএ অণুর আণবিক গঠন আবিষ্কারের সাথে কে বা কারা জড়িত-
উত্তরঃ ওয়াটসন ও ক্রিক
'paediatric' relates to the treatment of
উত্তরঃ Children
কৃত্রিম জীন আবিষ্কার করেন
উত্তরঃ হরগোবিন্দ খোরানা
শারীরবিদ্যার জনক কে?
উত্তরঃ উইলিয়াম হার্ভে
কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন-
উত্তরঃ লুইপাস্তুর
একাধিক কোষ বিভন্ন কাজের জন্য মিলিতবাবে তৈরি করে
উত্তরঃ কলা
কোনটি এককোষী প্রাণী?
উত্তরঃ অ্যামিবা
কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া
কোন কোষে নিউক্লিয়াস থাকে না?
উত্তরঃ লোহিত রক্তকণিকা
যে কোষে একাধিক নিউক্লিয়াস থাকে--
উত্তরঃ পেশি কোষ
আদিকোষ কোনটি?
উত্তরঃ ব্যাকটেরিয়া
জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?
উত্তরঃ রাইবোজোম
লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি?
উত্তরঃ ব্যাকটেরিয়া
উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবন পরিবহন করে কোন কলার মাধ্যমে?
উত্তরঃ জাইলেম
মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত
উত্তরঃ ব্যাকটেরিয়ায়
কোন কোষে একাধিক নিউক্লয়াস থাকে?
উত্তরঃ পেশী কোষ
ফলের রং হলুদ হয় কি বেশি হলে?/পাকা ফলের রং হলুদ হয় কোন রাসায়নিক পদার্থের আধিক্যের কারণে
উত্তরঃ জ্যান্থোফিল বেশি হলে
সবুজ প্লাস্টিডের নাম-
উত্তরঃ ক্লোরপ্লাষ্ট
মাইটোকন্ড্রিয়ার কোষে কি ধরনের অঙ্গাণু আছে?
উত্তরঃ শ্বসন অঙ্গাণু
নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে-
উত্তরঃ ফিশন
কোষের মস্তিষ্ক বলা হয়-
উত্তরঃ নিউক্লিয়াসকে
ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়?
উত্তরঃ এ্যামাইটোসিস
নিচের কোন রঞ্জক পদার্থের জন্য ফুল বিচিত্র বর্ণের হয়?
উত্তরঃ ক্রোমোপ্লাস্ট
অসবুজ উদ্ভিদ কোনটি?
উত্তরঃ ছত্রাক
প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?
উত্তরঃ নিউরন
মানুষের শরীরে কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে-
উত্তরঃ দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়
সকল সজীব কোষে থাকে
উত্তরঃ সাইটোপ্লাজম
একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত
উত্তরঃ ১টি
উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি কোথায় হয়--
উত্তরঃ মূল ও কাণ্ডের অগ্রভাগে
ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি?
উত্তরঃ কাইটিন
জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে?
উত্তরঃ তিন প্রকার
প্রোটিন ফ্যাক্টরী বলা হয় কোনটিকে?
উত্তরঃ রাইবোজম
কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হবে?
উত্তরঃ ক্রোমোপ্লাস্ট
জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয়?
উত্তরঃ এন্ডোমেট্রিয়াম
সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?
উত্তরঃ জ্যান্থোফিলের উপস্থিতির কারণে
মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
উত্তরঃ ৭৩%
প্লাস্টিড কোথায় থাকে-
উত্তরঃ সাইটোপ্লাজমে
অপত্যকোষে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ-বিভাজনে?
উত্তরঃ মিয়োসিস
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র--
উত্তরঃ ক্রেসকোগ্রাফ
সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?
উত্তরঃ ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে
কোনটি দেহকোষ নয়?
উত্তরঃ শুক্রাণূ
ক্যান্সার রোগের কারণ কি?
উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি
বিশ্বে প্রথম টেষ্ট টিউব বেবী কে?
উত্তরঃ লুইস ব্রাউন (ইংল্যান্ড)
বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মান হন?
উত্তরঃ ফিরোজা বেগম
মানুষের দেহকোষে কয়জোড়া ক্রোমোজোম থাকে?
উত্তরঃ ২৩ জোড়া
মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত?
উত্তরঃ ৪৬টি
Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে-
উত্তরঃ ডলি
ডি এন এ বিদ্যমান-
উত্তরঃ নিউক্লিয়াসে
বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবী জন্ম হয়-
উত্তরঃ ইংল্যান্ডে
বংশগতির দুটি সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ মেন্ডল
মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা-
উত্তরঃ এক জোড়া
জোহান গ্রেগর মেন্ডেল ছিলেন একজন-
উত্তরঃ ধর্মযাজক
মানুষের দেহকোষে যে একই ধরনের ২২ জোড়া ক্রোমোজোম আছে, তাদের কি বলে?
উত্তরঃ অটোসোম
বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রুণ বদল করা হয়-
উত্তরঃ ৫ মে ১৯৯৪
মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
উত্তরঃ ২৩ জোড়া
Adult Cell ক্লোন করে কোন দেশে ্কটি ভেড়ার জন্ম হয়েছে-
উত্তরঃ যুক্তরাজ্য
টিস্যু কালচার প্রযুক্তির প্রধান উদ্দেশ্য কি?
উত্তরঃ উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন
দেশে প্রথম টেস্টটিউব বেবীত্রয় কবে ভূমিষ্ঠ হয়?
উত্তরঃ ৩০ মে
মানবদেহে সাধারণভাবে ক্রোমোসোম থাকে----
উত্তরঃ ২৩ জোড়া
DNA অণুতে অনুপস্থিত-
উত্তরঃ ইউরাসিল
জীবের বংশগতির বাহক কোনটি?/জীবের বংশবৃদ্ধির বৈশিষ্ট্য বহন করে-
উত্তরঃ ক্রোমোসোম
কোন এনজাইমের সাহায্যে প্লাজমিড ডি.এন.এ কে ছেদন করা হয়?
উত্তরঃ Restriction enzyme
জেনেটিক ইনফরমেশনের মূল একক কি?
উত্তরঃ অনুলিপন
জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি-
উত্তরঃ প্রাণী ও উদ্ভিদের বংশ বিস্তার বিষয়ক বিজ্ঞান
জীনের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয়-
উত্তরঃ DNA
কোন জীব থেকে অযৌন প্রজনন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে কি বলে?
উত্তরঃ ক্লোন
ধান গাছের ক্রোমোজম সংখ্যা কত?
উত্তরঃ ২৪টি
অঙ্কুরোদগমের জন্য দরকার হয়-
উত্তরঃ তাপ, পানি ও অক্সিজেন
‘লেটব্লাইট’ কোন ফসলের রোগ
উত্তরঃ আলু
ঈস্ট কি?
উত্তরঃ একটি ছত্রাক
কচুরীপানা পানিতে ভাসে, কারণ এদের-
উত্তরঃ কাণ্ড ফাঁপা
জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ-
উত্তরঃ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
ছায়াবৃক্ষ কোন বাগানের সাথে সম্পর্কযুক্ত?
উত্তরঃ চা বাগান
মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে?
উত্তরঃ জেরোফাইট
পানিতে কিচমিচ ডুবিয়ে রাখলে কিছুক্ষণের মধ্য ফুলে উঠে, এটা হয়-
উত্তরঃ অভিস্রবণ প্রক্রিয়ায়
কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?
উত্তরঃ কাঁঠাল
ধানের বাদামী রোগ হয় ---
উত্তরঃ ছত্রাক দ্বারা
কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্চনীয় নয়?
উত্তরঃ চা
Flora বলা হয় কোনটিকে?
উত্তরঃ উদ্ভিদকুলকে
লালপচা’ কোন ফসলের রোগ
উত্তরঃ আখ
ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হল-
উত্তরঃ ব্যাঙের ছাতা
মাশরুম এক ধরনের ---
উত্তরঃ ফাঙ্গাস
মিউকর কি?
উত্তরঃ একটি ছত্রাক
উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞায় গোল আলুকে কি বলে?
উত্তরঃ কাণ্ড
ধানের বাদামী রোগ হয়-
উত্তরঃ ছত্রাক দ্বারা
প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি?
উত্তরঃ Agaricus
কোন উদ্ভিদের কান্ড পাতায় রুপান্তরিত হয়ে পাতার কাজ করে?
উত্তরঃ ফণীমনসা
সাধারণত ফলের অংশ কয়টি?
উত্তরঃ ৩টি
ইরাটম কি?
উত্তরঃ উন্নত জাতের ধান
অন্ধকারে অংকুরিত হয় কোন ফুল?
উত্তরঃ গাঁদা
শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
উত্তরঃ স্বভোজী
নিরপেক্ষ দিনের ফসল
উত্তরঃ আউশ ধান
একটি আদর্শ ফলে পাওয়া যায়
উত্তরঃ বহিঃত্বক, মধ্যত্বক এবং অন্তঃত্বক
ফার্ন উদ্ভিদের জন্য কোনটি প্রযোজ্য?
উত্তরঃ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত অপুষ্পক উদ্ভিদ
মহাকাশ গবেষণা খাদ্য ও অক্সিজেন উৎপাদনের উৎস হিসাবে ব্যবহৃত হয়-
উত্তরঃ ক্লোরোলা উদ্ভিদ
ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ?
উত্তরঃ ঘাস
পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল
উত্তরঃ আম
রূপান্তরিত মূল কোনটি?
উত্তরঃ মিষ্টি আলু
পাউরুটি ফোলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহৃত হয়?
উত্তরঃ ঈস্ট
বীজের অঙ্কুরোদগমের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কোনটি
উত্তরঃ পানি-তাপ-বায়ু
পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রীস্তবকে?
উত্তরঃ জবা
ব্যাঙের ছাতা এক ধরনের-----
উত্তরঃ ছত্রাক জাতীয় উদ্ভিদ
সবচেয়ে বড় ঘাসসবচেয়ে বড় ঘাস
উত্তরঃ বাঁশ
সয়াবিন কি জাতীয় শস্য?
উত্তরঃ তৈল জাতীয়
পুষ্পপত্র বিন্যাস কয় প্রকার?
উত্তরঃ তিন প্রকার
কোনটি অপুষ্পক উদ্ভিদ?
উত্তরঃ ব্যাঙের ছাতা
সালোসংশ্লেষণ কোথায় ঘটে-
উত্তরঃ প্লাষ্টিড
মেঘলা দিনে উদ্ভিদের কাণ্ডে শ্বসনের জন্য প্রয়োজনযি অক্সিজেন কোথা থেকে আসে?
উত্তরঃ ব্যাপনের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে
ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে-
উত্তরঃ অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়
সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি?
উত্তরঃ পানি
কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন?
উত্তরঃ প্রস্বেদন রোধ করার জন্য
উদ্ভিদের খাদ্য প্রস্তুত প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির উৎস কি?
উত্তরঃ আলো
সালোক সংশ্লেষণের অন্ধকার বিক্রিয়া কি নামে পরিচিত?
উত্তরঃ কেলভিন বিক্রিয়া
সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশী পরিমাণে হয়
উত্তরঃ লাল আলোতে
শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝড়ে যায় কেন?
উত্তরঃ প্রস্বেদন কমাতে
উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে-
উত্তরঃ প্রস্বেদন
সালোক সংশ্লেষনের সময় উদ্ভিদ কি ত্যাগ করে?
উত্তরঃ অক্সিজেন
যে প্রক্রিয়ার মাধ্যমে কোন দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে বলে--
উত্তরঃ ব্যাপন
লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয়?
উত্তরঃ কাণ্ড
সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না কোনটি?
উত্তরঃ গাছের পাতা
উদ্ভিদের খাদ্য তৈরি হয় কোথায়?
উত্তরঃ কচিকাণ্ডে, বীজপত্রে ও পাতায়
উদ্ভিদ কোন প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন করে?
উত্তরঃ সালোকসংশ্লেষণ
শীতকালে প্রস্বেদন কম হয়, কারণ-
উত্তরঃ পাতা ঝড়ে যায়
খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে-
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড
উদ্ভিদের ব্যাপন একটি--
উত্তরঃ ভৌত প্রক্রিয়া
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি মূল পদার্থটি কি?
উত্তরঃ শর্করা
ক্লেরোফিল ছাড়া সম্পন্ন হয় না
উত্তরঃ সালোকসংশ্লেষণ
সালোকসংশ্লেষণে কার্বন-ডাই-অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে
উত্তরঃ গ্লুকোজ ও অক্সিজেন
সালোক সংশ্লেষণ সংঘটিত হয় যেখানে-
উত্তরঃ ক্লোরোফিল আছে
কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য উৎপাদন করে?
উত্তরঃ সালোকসংশ্লেষণ
সবুজ উদ্ভিদ কোথায় খাদ্য তৈরি করে?
উত্তরঃ পাতায়
কোন উদ্ভিদ স্ব-পরাগায়ন ঘটে?
উত্তরঃ শিম
ধানের ফুলে পরাগ সংযোগ গটে-
উত্তরঃ বাতাসের সাথে পরাগ ঝড়ে পড়ে
পাথরকুচির চারা কিসের সাহায্যে উৎপন্ন করা হয়?
উত্তরঃ পাতার সাহায্যে



☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিষয় জীববিজ্ঞান"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে