বাংলাদেশের ভৌগোলিক বিবরণ

বাংলাদেশের ভৌগোলিক বিবরণ


যারা চাকরির জন্য প্রচুর পড়াশুনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভূগোল ও পরিবেশ সম্পর্কিত  এম সি কিউ ।

এই পোষ্টটিতে আমরা প্রায় পরীক্ষায় আসা ভূগোল ও পরিবেশ সম্পর্কিত বাংলাদেশের ভৌগোলিক বিবরণ বিসয় এম সি কিউ আপনাদের সামনে তুলে ধরেছি।

১. ভূপৃকতির ভিন্নতার ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

সঠিক উত্তর: (খ)


২. বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে হ্রদের আকার ধারণ করে-
i. চলনবিল
ii. মাদারিপুর বিল
iii. সিলেট অঞ্চলের হাওর
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৩. মায়ানমার ও ভারতের দাবিকৃত সমদূরত্ব পদ্ধতিতে বাংলাদেশের সমুদ্রসীমা কত নটিক্যাল মাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছিল?

ক) ১২০

খ) ১৩০

গ) ১৪০

ঘ) ১৬০

সঠিক উত্তর: (ক)


৪. কিওক্রাডং পাহাড়ের উচ্চতা কত?

ক) ৬১০ মিটার

খ) ১২৩০ মিটার

গ) ১২৩১ মিটার

ঘ) ১২৫০ মিটার

সঠিক উত্তর: (খ)


৫. মধুপুর অবস্থিত-
i. টাঙ্গাইল
ii. গাজীপুর
iii. ময়মনসিংহ
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)


৬. বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

ক) নিরক্ষরেখা

খ) সমাক্ষরেখা

গ) অক্ষরেখা

ঘ) কর্কটক্রান্তি রেখা

সঠিক উত্তর: (ঘ)


৭. বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কত নটিক্যাল মাইল?

ক) ১২

খ) ১৮

গ) ২০০

ঘ) ৩৫০

সঠিক উত্তর: (গ)


৮. বরেন্দ্রভূমির মাটিান বর্ণের?

ক) লাল

খ) বাদামী

গ) ধূসর

ঘ) ধূসর ও লাল

সঠিক উত্তর: (ঘ)


৯. বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের?

ক) ১টি

খ) ২টি

গ) ৩টি

ঘ) ৪টি

সঠিক উত্তর: (খ)


১০. ভারতের বিপক্ষে মামলা করা হয় কোন আদালতে?

ক) আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল

খ) আন্তজার্তিক সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুনাল

গ) সালিশ ট্রাইবুনাল

ঘ) আন্তজার্তিক দেওয়ানি ট্রাইবুনাল

সঠিক উত্তর: (গ)


১১. বাংলাদেশের কোন অংশ দিয়ে পদ্মা নদী প্রবেশ করেছে?

ক) পূর্ব

খ) পশ্চিম

গ) উত্তর

ঘ) উত্তর-পূর্ব

সঠিক উত্তর: (খ)


১২. এই রায়ের মাধ্যমে বাংলাদেশ অধিকার পেয়েছে-
i. উক্ত জলরাশি
ii. তার তলদেশ
iii. তার বাইরে মহীসোপান এলাকা
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


১৩. সমুদ্র সমতল থেকে যশোরের উচ্চতা কত মিটার?

ক) ৮

খ) ১৮

গ) ২০

ঘ) ৩৭.৫০

সঠিক উত্তর: (গ)


১৪. সাম্প্রতিকালের প্লাবন সমভূমি কত প্রকার?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

সঠিক উত্তর: (ঘ)


১৫. মধুপুর ও ভাওয়ালের গড় কোন ভূ-প্রকৃতির অঞ্চলের অন্তর্ভুক্ত?

ক) টারশিয়ারী

খ) সাম্প্রতিককালের প্লাবন সমভূমি

গ) প্লাইস্টোসিন

ঘ) প্লাবন সমভূমি

সঠিক উত্তর: (গ)


১৬. এই রায়ে কোন দ্বীপকে উপকূলীয় বেজলাইন ধরা হয়?

ক) সেন্টমার্টিন দ্বীপ

খ) ছেড়া দ্বীপ

গ) সন্ধীপ

ঘ) হাতিয়া দ্বীপ

সঠিক উত্তর: (ক)


১৭. সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুনাল কোথায় অবস্থিত?

ক) জার্মানির হামর্বুগে

খ) নেদারল্যান্ডের হেগে

গ) সুইজারল্যান্ডের জেনেভা

ঘ) সুইজারল্যান্ডের বার্ণ

সঠিক উত্তর: (ক)


১৮. বাংলাদেশের দক্ষিণে কোনটি রয়েছে?

ক) আসাম

খ) মায়ানমার

গ) বঙ্গোপসাগর

ঘ) ত্রিপুরা

সঠিক উত্তর: (গ)


১৯. বাংলাদেশের পাহাড়সমূহ কোন যুগে সৃষ্টি হয়েছে?

ক) টারশিয়ারী

খ) প্লাইস্টোসিন

গ) সাম্প্রতিককালে

ঘ) মধ্যযুগে

সঠিক উত্তর: (ক)


২০. এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার?

ক) ১.৭২২২

খ) ১.৮৫০

গ) ১.৮৫২

ঘ) ১.৮৫৪

সঠিক উত্তর: (গ)


২১. উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো অবস্থিত-
i. ময়মনসিংহ
ii. নেত্রকোণা
iii. সিলেট
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


২২. ভাওয়ালের গড় অবস্থিত-
i. টাঙ্গাইল
ii. ময়মনসিংহ
iii. গাজীপুর
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


২৩. পাদদেশীয় সমভূমির অন্তগর্ত কোনটি?

ক) রংপুর, দিনাজপুর

খ) কুমিল্লা, নোয়াখালী, সিলেট

গ) কুষ্টিয়া, যশোর, খুলনা

ঘ) খুলনা, পটুয়াখালী, বরগুনা

সঠিক উত্তর: (ক)


২৪. সমুদ্র সমতল থেকে বগুড়ার উচ্চতা কত মিটার?

ক) ৮

খ) ১৮

গ) ২০

ঘ) ৩৭.৫০

সঠিক উত্তর: (গ)


২৫. কোন সময় নদী ও জলাশয়গুলো নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থা করা হয়?

ক) গ্রীষ্ম ও শীতকালে

খ) শরৎ ও হেমন্তকালে

গ) বর্ষা ও শুষ্ক মৌসুমে

ঘ) বর্ষা ও বসন্তকালে

সঠিক উত্তর: (গ)


২৬. উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা কত?

ক) ৬১০ মিটার

খ) ১,২৩০ মিটার

গ) ১,২৩১ মিটার

ঘ) ১,২৫০ মিটার

সঠিক উত্তর: (গ)


২৭. বঙ্গোপসাগরের তট রেখার দৈর্ঘ্য কত কি. মি.?

ক) ২৮০

খ) ৭১৬

গ) ৩,১০৫

ঘ) ৩৭১৫.১৮

সঠিক উত্তর: (খ)


২৮. ১৯৯৬-৯৭ সালে বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত ছিল?

ক) ৭,৪০৫ বর্গ কি. মি.

খ) ৯,৪০৫ বর্গ কি. মি.

গ) ৮,৪০৫ বর্গ কি. মি.

ঘ) ১০,৪০৫ বর্গ কি. মি.

সঠিক উত্তর: (খ)


২৯. বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমা সংক্রান্ত মামলায় বাংলাদেশ কত কিলোমিটার জলসীমা বেশি পেয়েছে?

ক) পঞ্চাশ হাজারেরও বেশি

খ) এক লক্ষেরও বেশি

গ) দুই লক্ষেরও বেশি

ঘ) তিন লক্ষেরও বেশি

সঠিক উত্তর: (খ)


৩০. মধুপর ও ভাওয়ালের গড়ের মাটির বর্ণ কিরূপ?

ক) লালচে ও বাদামী

খ) লালচে ও ধূসর

গ) ধূসর ও লাল

ঘ) বাদামী ও লাল

সঠিক উত্তর: (খ)


৩১. সমভূমি থেকে লালমাই পাহাড়ের উচ্চতা কত?

ক) ৬-১২ মিটার

খ) ১৮ মিটার

গ) ২১ মিটার

ঘ) ৩০ মিটার

সঠিক উত্তর: (গ)


৩২. বাংলাদেশ মায়ানমার মামলায় আন্তজার্তিক আদালত কবে রায় ঘোষণা করে?

ক) ১৪ ডিসেম্বর ২০০৯

খ) ১৪ মার্চ ২০০৯

গ) ১৪ ডিসেম্বর ২০১২

ঘ) ১৪ মার্চ ২০১২

সঠিক উত্তর: (ঘ)


৩৩. অবস্থান অনুসারে বাংলাদেশের পাহাড়সমূহ কত প্রকার?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

সঠিক উত্তর: (ক)


৩৪. ব-দ্বীপ সমভূমি কোনটি?

ক) রংপুর, দিনাজপুর

খ) কুমিল্লা, নোয়াখালী, সিলেট

গ) কুষ্টিয়া, যশোর, খুলনা

ঘ) খুলনা, পটুয়াখালী, বরগুনা

সঠিক উত্তর: (গ)


৩৫. লালমাই পাহাড়ের আয়তন কত?

ক) ৩৪ বর্গ কি. মি.

খ) ৪১০ বর্গ কি. মি.

গ) ৭,৮৩২ বর্গ কি. মি.

ঘ) ৯,৩২০ বর্গ কি. মি.

সঠিক উত্তর: (ক)


৩৬. বাংলাদেশের কোন অংশ উপকূলের দিকে ক্রমনিম্ব?

ক) উত্তর

খ) দক্ষিণ

গ) পূর্ব

ঘ) পশ্চিম

সঠিক উত্তর: (ক)


৩৭. উত্তরের ঢিলাসমূহের উচ্চতা কত?

ক) ৩০ মিটার

খ) ৬০ মিটার

গ) ৯০ মিটার

ঘ) ৩০ থেকে ৯০ মিটার

সঠিক উত্তর: (ঘ)


৩৮. লালমাই পাহাড়টি বিস্তৃতি লাভ করেছে?
i. লালমাই থেকে বুড়িচং
ii. লালমাই থেকে পাহাড়পুর
iii. লালমাই থেকে ময়নামতি
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) iii

সঠিক উত্তর: (ঘ)


৩৯. বাংলাদেশের পাহাড় সমূহের গঠন উপাদান-
i. বেলেপাথর
ii. শেল
iii. কর্দম
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৪০. সালিশ ট্রাইবুনাল কোথায় অবস্থিত?

ক) নেদারল্যান্ডের হেগে

খ) জার্মানির হার্মবুগ

গ) জার্মানির বার্লিন

ঘ) সুইজ্যারল্যান্ডের জেনেভা

সঠিক উত্তর: (ক)


৪১. মধুপুর ও ভাওয়ালের গড়ের আয়তন কত?

ক) ৩৪ বর্গ কি. মি.

খ) ৪,১০৩ বর্গ কি. মি.

গ) ৭,৮৩২ বর্গ কি. মি.

ঘ) ৯,৩২০ বর্গ কি. মি.

সঠিক উত্তর: (খ)


৪২. বরেন্দ্র ভূমির আয়তন কত?

ক) ৩৪ বর্গ কি. মি.

খ) ৪,১০৩ বর্গ কি. মি.

গ) ৭,৮৩২ বর্গ কি. মি.

ঘ) ৯,৩২০ বর্গ কি. মি.

সঠিক উত্তর: (ঘ)


৪৩. লালমাই পাহাড় কোনর জেলায় অবস্থিত?

ক) গাজীপুর

খ) টাঙ্গাইল

গ) ময়মনসিংহ

ঘ) কুমিল্লা

সঠিক উত্তর: (ক)


৪৪. বাংলাদেশের কোন অংশের উপকূল এলাকার বিশাল এলাকা জেগে উঠেছে?

ক) পূর্বাংশে

খ) পশ্চিমাংশে

গ) উত্তরাংশে

ঘ) দক্ষিণাংশে

সঠিক উত্তর: (ঘ)


৪৫. পলিমাটির বৈশিষ্ট্য কীরূপ-

ক) বালি মিশ্রিত

খ) কর্তমাক্ত

গ) নরম বালি এ কাদা মিশ্রিত

ঘ) পানির সংস্পর্শে দ্রবণে পরিণহত হয়

সঠিক উত্তর: (ঘ)


৪৬. বাংলাদেশের উত্তরে ভারতেরর-
i. পশ্চিমবঙ্গ
ii. আসাম
iii. মেঘালয় রাজ্য
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৪৭. বাংলাদেশের কোন অঞ্চলের মাটি খুব উর্বর?

ক) টারশিয়ারী যুগের পাহাড়সমূহ

খ) বরেন্দ্রভূমি

গ) ভাওয়ালের গড়

ঘ) প্লাবন সমভূমি

সঠিক উত্তর: (ঘ)


৪৮. বাংলাদেশের সমগ্র ভুপৃষ্ট কী দ্বারা গঠিত?

ক) পলিমাটি

খ) দো আঁশ মাটি

গ) এটেলমাটি

ঘ) বেলেমাটি

সঠিক উত্তর: (ক)


৪৯. মায়ানমার ও ভারতের দাবিকৃত সমদূরত্ব পদ্ধতিতে বাংলাদেশে কত বর্গ কি.মি. জলসীমা কত পেত?

ক) ৩০,০০০

খ) ৪০,০০০

গ) ৫০,০০০

ঘ) ৬০,০০০

সঠিক উত্তর: (গ)


৫০. বাংলাদেশ নদী ভরাটের কারণ-
i. পানিতে মিশ্রিত মাটির অবক্ষেপণ
ii. নদীর তীরে গৃহনির্মাণ
iii. নদীর ধারে পরিকল্পিত বাঁধ নির্মাণ
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৫১. বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন দিকে অবস্থিত?

ক) দক্ষিণ-পূর্ব

খ) দক্ষিণ-পশ্চিম

গ) উত্তর-পূর্ব

ঘ) উত্তর-পশ্চিম

সঠিক উত্তর: (ঘ)


৫২. কোনটি বাংলাদেশকে সুবিশাল দ্বীপে পরিণত করেছে?

ক) পাহাড়

খ) সাগর

গ) নদী

ঘ) লেক

সঠিক উত্তর: (গ)


৫৩. প্লাবন সমভূমির আয়তন কত?

ক) ৪১০৩ বর্গ কি. মি.

খ) ৯৩২০ বর্গ কি. মি.

গ) ১,২৪২৬৬ বর্গ কি. মি.

ঘ) ১,৪৭,৫৭০ বর্গ কি. মি.

সঠিক উত্তর: (গ)


৫৪. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

ক) বাংলাদেশ

খ) কিলিমানজারো

গ) জাপান

ঘ) ইতালী

সঠিক উত্তর: (ক)


৫৫. বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য বিরাজমান?

ক) পশ্চিমবঙ্গ

খ) আসাম

গ) মিজোরাম

ঘ) ত্রিপুরা

সঠিক উত্তর: (ক)


৫৬. তাজিনডং কি নামে পরিচিত?

ক) কিওক্রাডং

খ) চিম্বুক

গ) বিজয়

ঘ) রুমা

সঠিক উত্তর: (গ)


৫৭. দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ কোন জেলার অন্তর্গত?

ক) রাঙামাটি, শরিয়তপুর

খ) শরিয়তপুর, রাজশাহী

গ) সাতক্ষীরা, খুলনা

ঘ) খাগড়াছড়ি, বান্দরবান

সঠিক উত্তর: (ঘ)


৫৮. বালাদেশ কত ডিগ্রি দ্রাঘিমার মধ্যে অবস্থিত?

ক) ৮৮০ ০১' পূর্ব থেকে ৯২০ ৩৪' পূর্ব

খ) ৮৮০ ০১' পূর্ব থেকে ৯২০ ৪১' পূর্ব

গ) ৯২০ ০১' পূর্ব থেকে ৮৮০ ০১' পূর্ব

ঘ) ৮৮০ ৪১' পূর্ব থেকে ৯২০ ৩৪' পূর্ব

সঠিক উত্তর: (খ)


৫৯. বাংলাদেশের অক্ষাংশ কত ডিগ্রি?

ক) ২০০ ০১' উত্তর অক্ষরেখা থেকে ২৬০ ৩৮' উত্তর অক্ষরেখা

খ) ২০০ ৩৪' উত্তর অক্ষরেখা থেকে ২০০ ৩৮' উত্তর অক্ষরেখা

গ) ২০০ ৩৪' উত্তর অক্ষরেখা থেকে ২৬০ ৩৮' উত্তর অক্ষরেখা

ঘ) ২০০ ৩৮' উত্তর অক্ষরেখা থেকে ২৬০ ৩৮' উত্তর অক্ষরেখা

সঠিক উত্তর: (ক)


৬০. ১৯৯৬-৯৭ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বনাঞ্চলের আয়তন কত ছিল?

ক) ২০৬৫০ বর্গ কি. মি.

খ) ২১৬৫৫ বর্গ কি. মি.

গ) ২১৬৫৭ বর্গ কি. মি.

ঘ) ২০৬৫৭ বর্গ কি. মি.

সঠিক উত্তর: (গ)


৬১. এই রায়ে বাংলাদেশ কত নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান পেয়েছে?

ক) ৩০০

খ) ৩৫০

গ) ৪০০

ঘ) ৪৫০

সঠিক উত্তর: (খ)


৬২. স্থায়ী বসবাসের জন্য কোন ভূমিরুপ আদর্শ?

ক) পাহাড়

খ) পর্বত

গ) সমমূমি

ঘ) মালভূমি

সঠিক উত্তর: (গ)


৬৩. বাংলাদেশের পাহাড়গুলোর সাথে মিল পাওয়া যায়-
i. আসামের লুসাই পাহাড়
ii. মায়ানমারের আরাকান পাহাড়
iii. মিজোরামের লুসাই পাহাড়
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৬৪. তাজিনডং কোথায় অবস্থিত?

ক) রাঙামাটি

খ) চট্টগ্রাম

গ) বান্দরবান

ঘ) খাগড়াছড়ি

সঠিক উত্তর: (গ)


৬৫. উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে কি নামে পরিচিত?

ক) পর্বত

খ) ঢিবি

গ) ঢিলা

ঘ) পাহাড়

সঠিক উত্তর: (গ)


৬৬. প্লাবনসমভূমি হতে বরেন্দ্রভূমির উচ্চতা কত মিটার?

ক) ৬.১২

খ) ২১

গ) ৩০

ঘ) ৩৪

সঠিক উত্তর: (ক)


৬৭. প্রায় সমুদ্র সমতলে অবস্থিত?

ক) চট্টগ্রাম

খ) সুন্দরবন

গ) দিনাজপুর

ঘ) বগুড়া

সঠিক উত্তর: (খ)


৬৮. বাংলাদেশ ভারত সীমান্ত রেখার দৈর্ঘ্য কত?

ক) ২৮০ কি. মি.

খ) ৭১৬ কি. মি.

গ) ৩১০ কি. মি.

ঘ) ৩৭১৫ কি. মি.

সঠিক উত্তর: (ঘ)


৬৯. অনুমানিক কত বছর পূর্বের সময়কাল প্লাইস্টোরিন কাল বলা হয়?

ক) ১০০০০ বছর পূর্ব

খ) ১৫০০০ বছর পূর্ব

গ) ২০০০০ বছর পূর্ব

ঘ) ২৫০০০ বছর পূর্ব

সঠিক উত্তর: (ঘ)


৭০. সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত মিটার?

ক) ৮

খ) ১৮

গ) ২০

ঘ) ৩৭.৫০

সঠিক উত্তর: (ঘ)


৭১. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোনটির প্রভাব অপরিসীম?

ক) জলবায়ু

খ) আবহাওয়া

গ) ভূপ্রকৃতি

ঘ) বঙ্গোপসাগর

সঠিক উত্তর: (গ)


৭২. বাংলাদেশের বিক্ষিপ্তভাগে ছড়িয়ে থাকা জলাভূমির স্থানীয়ভাবে কী বলে-
i. বিল
ii. ঝিল
iii. হাওর
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৭৩. বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?

ক) ১০ নটিক্যাল মাইল

খ) ১২ নটিক্যাল মাইল

গ) ১০ নটিক্যাল কিলোমাইল

ঘ) ১২ নটিক্যাল কিলোমাইল

সঠিক উত্তর: (খ)


৭৪. টারশিয়ারী যুগের পাহাড়সমূহ-
i. দক্ষিণ-পূর্বের পাহাড়
ii. উত্তরের পাহাড়
iii. উত্তর-পূর্বের পাহাড়
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৭৫. টাঙ্গাইল, পাবনা, কুমিল্লা কোন সমভূমির অন্তর্ভূক্ত?

ক) পাদদেশীয় সমভূমি

খ) বন্যা প্লাবন সমভূমি

গ) ব-দ্বীপ সমভূমি

ঘ) উপকূলীয় সমভূমি

সঠিক উত্তর: (খ)


৭৬. বাংলাদেশের কোন সময় বন্যার সৃষ্টি হয়?

ক) গ্রাষ্মকালে

খ) বর্ষাকালে

গ) শরৎকালে

ঘ) বসন্তকালে

সঠিক উত্তর: (খ)


৭৭. প্লাইস্টোনিকালের সোপান সমূহের অন্তর্ভূক্ত-
i. বরেন্দ্রভূমি
ii. মধুপুর ও ভাওয়ালের গড়
iii. কুমিল্লার লালমাই পাহাড়
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৭৮. সমুদ্রসীমার জন্য বাংলাদেশ মায়ানমারের বিরুদ্ধে কোথায় মামলা দায়ের করে?

ক) আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল

খ) সালিশ ট্রাইবুনাল

গ) সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুনাল

ঘ) আন্তজার্তিক সালিশ ট্রাইবুনাল

সঠিক উত্তর: (গ)


৭৯. নোয়াখালী, ফেনী কোন সমভূমির অন্তর্ভূক্ত?

ক) পাদদেশীয় সমভূমি

খ) বন্যা প্লাবন সমভূমি

গ) ব-দ্বীপ সমভূমি

ঘ) উপকূলীয় সমভূমি

সঠিক উত্তর: (ঘ)


৮০. কুমিল্লা শহর থেকে কত পশ্চিমে লালমাই পাহাড় দেখা যায়?

ক) ৬ কি. মি.

খ) ৮ কি. মি.

গ) ১০ কি. মি.

ঘ) ১২ কি. মি.

সঠিক উত্তর: (খ)


৮১. বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে?

ক) ভারত শ্রীলঙ্কা

খ) ভারত পাকিস্তান

গ) ভারত-মায়ানমার

ঘ) মায়ানমার পাকিস্তান

সঠিক উত্তর: (গ)


৮২. বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দৈর্ঘ্য কত কি. মি.?

ক) ২৮০

খ) ৭১৬

গ) ৩১০৫

ঘ) ৩৭১৫

সঠিক উত্তর: (ক)


৮৩. বঙ্গোপসাগরের জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ কত সালে মায়ানমারের বিপক্ষে মামলা করে?

ক) ১৪ই ডিসেম্বর, ২০০৯ সাল

খ) ১৫ই ডিসেম্বর, ২০১০ সাল

গ) ১৬ই ডিসেম্বর, ২০১১ সাল

ঘ) ১৭ই ডিসেম্বর, ২০১২ সাল

সঠিক উত্তর: (ক)


৮৪. সাম্প্রতিকালের প্লাবন সমভূমিতে আছে-
i. জলাভূমি
ii. নিম্নভূমি
iii. পরিত্যাক্ত অশ্বখুরাকৃতি নদীখাত
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৮৫. ভূ-প্রকৃতি বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করে-
i. কৃষির উপর
ii. ব্যবসা-বাণিজ্যের উপর
iii. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৮৬. বাংলাদেশের পূর্বে ভারতের-
i. আসাম ও ত্রিপুরা
ii. ত্রিপুরা ও মিজোরাম
iii. মায়ানমার
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৮৭. সমুদ্র সমতল থেকে ময়মনসিংহের উচ্চতা কত মিটার?

ক) ৮

খ) ১৮

গ) ২০

ঘ) ৩৭.৫০

সঠিক উত্তর: (খ)


৮৮. সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালের গড়ের উচ্চতা কত?

ক) ৬-১২ মিটার

খ) ২১ মিটার

গ) ৩০ মিটার

ঘ) ৩৪ মিটার

সঠিক উত্তর: (গ)


৮৯. স্রোতজ সমভূমির অন্তগর্ত কোনটি?

ক) রংপুর, দিনাজপুর

খ) কুষ্টিয়া, যশোর

গ) নোয়াখালী, ফেনী

ঘ) খুলনা, পটুয়াখালী

সঠিক উত্তর: (ঘ)


৯০. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

ক) কিওক্রাডাং

খ) চিম্বুক

গ) তাজিনডং

ঘ) হিমালয়

সঠিক উত্তর: (গ)


নিচের অনুচ্ছেদটি পড় এবং দুইটি প্রশ্নের উত্তর দাও:
মঈন চট্টগ্রামে বাস করে। তার বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত। এ নদীটির পানির প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
৯১. উদ্দীপকের নদীটির নাম কী?

ক) সাঙ্গু

খ) কর্ণফুলী

গ) ব্রহ্মপুত্র

ঘ) পদ্মা

সঠিক উত্তর: (খ)


৯২. উক্ত নদীটি যে যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে-
i. রাঙ্গামাটি
ii. খাগড়াছড়ি
iii. চট্টগ্রাম
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣ (সংগৃহীত, সংকলিত ও পরিমার্জিত) বিপ্লব ব্লগার=০১৬১৬৯১৮৮৮৮ আপনাদের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র এ প্রয়াস। আশাকরি সবার কাজে লাগবে। কোন উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল করুন,আপডেট করে দেওয়া হবে। অথবা সঠিক উত্তরটি আপনারা মোবাইল এর মাধ্যমে ০১৬১৬৯১৮৮৮৮ জানাবেন। আমরা আপডেট করে দেবো। ★বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন। পোস্টটি ভাল লাগলে শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।
-ধন্যবাদ

1 Response to "বাংলাদেশের ভৌগোলিক বিবরণ "

  1. বা‌্লাদেশের পশ্চিমে কোন উঁচু ভূমি রয়েছে

    ReplyDelete

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে