জাবেদা
এই পোষ্টটিতে আমরা প্রায় পরীক্ষায় আসা হিসাববিজ্ঞান সম্পর্কিত জাবেদা বিসয় এম সি কিউ আপনাদের সামনে তুলে ধরেছি।
১. মাল ফেরত পাঠানোর সময় ক্রেতা-বিক্রেতাকে যে নোট পাঠায় তা হচ্ছে-
i. ডেবিট নোট
ii. ক্রেডিট নোট
iii. ব্যাংক নোট
নিচের কোনটি সঠিক?
i. ডেবিট নোট
ii. ক্রেডিট নোট
iii. ব্যাংক নোট
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
২. লেনদেনের সংখ্যা, মোট অর্থের পরিমাণ এবং লেনদেন সংঘটিত হওয়ার কারণ জানা যায়-
ক) খতিয়ানের মাধ্যমে
খ) জাবেদার মাধ্যমে
গ) নগদান বইয়ের মাধ্যমে
ঘ) রেওয়ামিলের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৩. ব্যবসায়ের মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পন্য নিলে ক্রেডিট হবে-
ক) ক্রয় হিসাব
খ) বিক্রয় হিসাব
গ) পণ্য হিসাব
ঘ) উত্তোলন হিসাব
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৪. জাবেদা থেকে পাওয়া যায়-
i. মোট লেনদেনের সংখ্যা
ii. মোট অর্থের পরিমাণ
iii. লেনদেন সংঘটিত হওয়ার কারণ
নিচের কোনটি সঠিক?
i. মোট লেনদেনের সংখ্যা
ii. মোট অর্থের পরিমাণ
iii. লেনদেন সংঘটিত হওয়ার কারণ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
৫. রাহিম শফিককে ৫০০ টাকা দিলে কোন হিসাবটি ক্রেডিট করতে হয়?
ক) শফিকের হিসাব
খ) রাহিমের হিসাব
গ) ক্রয় হিসাব
ঘ) নগদান হিসাব
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
৬. প্রকৃত জাবেদাকে কয়টি অংশে ভাগ করা হয়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৭. হিসাব সংরক্ষণে লেনদেনসমূহ সংরক্ষিত হয়-
ক) দুটি পর্যায়ে
খ) তিনটি পর্যায়ে
গ) চারটি পর্যায়ে
ঘ) পাঁচটি পর্যায়ে
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৮. কর্মচারী শাকিলের বেতন অপরিশোধিত রয়েছে ৩০০০ । উপযুক্ত জাবেদা দাখিলা হবে-
ক) শাকিল হিসাব ডে. বেতন হিসাব ক্রে.
খ) বেতন হিসাব ডে. শাকিল হিসাব ক্রে.
গ) বেতন হিবাব ডে. বকেয়া বেতন হিসাব ক্রে.
ঘ) বকেয়া বেতন হিসাব ডে. বেতন হিসাব ক্রে.
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৯. যে বইতে ক্রয় ফেরতসংক্রান্ত লেনদেন প্রথমে লিপিবদ্ধ করা হয় তাকে বলে?
i. অন্তর্মুখী ফেরত জাবেদা
ii. বহির্মূখী ফেরত জাবেদা
iii. বিক্রয় ফেরত জাবেদা
নিচের কোনটি সঠিক?
i. অন্তর্মুখী ফেরত জাবেদা
ii. বহির্মূখী ফেরত জাবেদা
iii. বিক্রয় ফেরত জাবেদা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১০. হিসাব তৈরির সুবিধার্থে কোনটি প্রয়োজন?
ক) চালান
খ) ভাউচার
গ) জাবেদা
ঘ) খতিয়ান
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১১. কোন বইকে অন্তমুখী ফেরত জাবেদা বলা হয়?
ক) ক্রয় জাবেদা
খ) বিক্রয় জাবেদা
গ) ক্রয় ফেরত জাবেদা
ঘ) বিক্রয় ফেরত জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১২. জাবেদাকে হিসাবের সহকারী বই বলার কারণ-
ক) হিসাবের পাকা বই হল খতিয়ান
খ) জাবেদা খতিয়ানের সহকারী বই
গ) লেনদেনগুলো জাবেদায় সংক্ষিপ্তাকারে লেখা হয়
ঘ) জাবেদার সাহায্যে লেনদেন হিসাবভুক্ত করা হয়
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৩. ধারে বিক্রয়ের বেলায় কারো নাম না থাকলে ডেবিট হবে-
ক) পাওনাদার হিসাব
খ) দেনাদার হিসাব
গ) নগদান হিসাব
ঘ) বিক্রয় হিসাব
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৪. চেক পেয়ে সঙ্গে ব্যাংকে জমা দিলে কোন হিসাবটি ক্রেডিট হবে?
ক) ব্যাংক হিসাব
খ) পাওনাদার হিসাব
গ) দেনাদার হিসাব
ঘ) নগদান হিসাব
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৫. কোন লেনদেনটি সবচেয়ে আগে লিপিবদ্ধ করা উচিত?
ক) সবচেয়ে বেশি টাকার লেনদেনটি
খ) সম্পত্তি বৃদ্ধি পাওয়ার লেনদেনটি
গ) তারিখ অনুযায়ী সর্বপ্রথম লেনদেনটি
ঘ) আয় হিসাবের লেনদেনটি
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৬. নগদ টাকায় পরিশোধ করা যায় না-
i. প্রদত্ত বাট্টা
ii. প্রাপ্ত বাট্টা
iii. প্রদত্ত কমিশন
নিচের কোনটি সঠিক?
i. প্রদত্ত বাট্টা
ii. প্রাপ্ত বাট্টা
iii. প্রদত্ত কমিশন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৭. বিক্রয় জাবেদা সংরক্ষণ হয় বেকল-
i. বাকিতে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
ii. নগদে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
iii. নগদ বাকিতে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
নিচের কোনটি সঠিক?
i. বাকিতে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
ii. নগদে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
iii. নগদ বাকিতে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৮. প্রতিষ্ঠানের হিসাব কেমন হওয়া উচিত?
ক) পরিষ্কার পরিচ্ছন্ন
খ) নির্ভূল
গ) স্বচ্ছ
ঘ) নির্ভুল ও স্বচ্ছ
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১৯. দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম সোপান হল-
ক) লেনদেন
খ) খতিয়ান বই
গ) হিসাবচক্র
ঘ) জাবেদা বই
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
২০. বাবুলকে চেক প্রদান করা হল ৫০০ টাকা। এখানে ক্রেডিট হবে কোন হিসাব?
ক) বাবুল হিসাব
খ) নগদান হিসাব
গ) ব্যাংক হিসাব
ঘ) পাওনাদার হিসাব
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
২১. অফিসে ব্যবহারের জন্য পাঞ্চিং মেশিন কেনা হলে কোন হিসাব ডেবিট হবে?
ক) অফিস সাপ্লাইজ হিসাব
খ) যন্ত্রপাতি হিসাব
গ) মনিহারি হিসাব
ঘ) অফিস সরঞ্জাম হিসাব
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
২২. পাওনাদারকে দেয় মোট টাকা থেকে কিছু টাকা মওকুফ পাওয়া গেলে তাকে কী বলে?
ক) প্রদত্ত বাট্টা
খ) নগদ বাট্টা
গ) কারবারি বাট্টা
ঘ) প্রাপ্ত বাট্টা
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
২৩. জাবেদাকে কোন ধরনের বই বলা যায়?
ক) মাসিক
খ) বাৎসরিক
গ) সাপ্তাহিক
ঘ) দৈনিক
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
২৪. ব্যাংক হতে উত্তোলন করা হলে কোন হিসাব ডেবিট হবে?
ক) নগদান হিসাব
খ) ব্যাংক হিসাব
গ) উত্তোলন হিসাব
ঘ) মূলধন হিসাব
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
২৫. ব্যবসায়ের কোনো পণ্য চুরি বা নষ্ট হয়ে গেলে ডেবিট হবে-
ক) বিবিধ ক্ষতি হিসাব
খ) বিবিধ পণ্য হিসাব
গ) ক্রয় হিসাব
ঘ) নগদান হিসাব
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
২৬. জাবেদাকে বলা হয়-
i. প্রাথমিক বই
ii. সহকারী বই
iii. স্থায়ী বই
নিচের কোনটি সঠিক?
i. প্রাথমিক বই
ii. সহকারী বই
iii. স্থায়ী বই
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
২৭. বাট্টা প্রদত্ত হয়-
ক) অংশীদারকে
খ) পাওনাদারকে
গ) দেনাদারকে
ঘ) পাইকারকে
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
২৮. কোন বইয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ জানা জায়?
ক) খতিয়ান
খ) ক্রয়বিক্রয়
গ) লাভ-লোকসান
ঘ) জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
২৯. পণ্য বিক্রয় করে প্রাপ্ত অর্থ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে খরচ-
i. উত্তোলন হিসাব ডে: বিক্রয় হিসাব ক্রে:
ii. নগদান হিসাব ডে: বিক্রয় হিসাব ক্রে:
iii. মূলধন হিসাব ডে: বিক্রয় হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. উত্তোলন হিসাব ডে: বিক্রয় হিসাব ক্রে:
ii. নগদান হিসাব ডে: বিক্রয় হিসাব ক্রে:
iii. মূলধন হিসাব ডে: বিক্রয় হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৩০. ধারে মাল বিক্রয় সংক্রান্ত সমুদয় লেনদেন কোন বইতে লেখা হয়?
ক) ক্রয় জাবেদা
খ) বিক্রয় জাবেদা
গ) ক্রয় ফেরত জাবেদা
ঘ) বিক্রয় ফেরত জাবেদা
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৩১. নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায় নিচের কোনটির কারণে?
ক) দাগ কাটা চেক পেলে
খ) ঋণ গ্রহণ করলে
গ) বিনিয়োগ করলে
ঘ) পণ্য গ্রহণ করলে
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৩২. বিক্রয় জাবেদায় ঘরের সংখ্যা কয়টি?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৩৩. বেতন বকেয়া রয়েছে ২,০০০ টাকা। এখানে ডেবিট হবে-
ক) বেতন হিসাব
খ) নগদান হিসাব
গ) বকেয়া বেতন হিসাব
ঘ) পাওনাদার হিসাব
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৩৪. ক্রয় জাবেদায় কয়টি ঘর থাকে?
ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) সাতটি
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৩৫. বিক্রয় জাবেদার যোগফল দ্বারা প্রভাবিত হয়-
i. দেনাদার ও পাওনাদার
ii. দেনাদার
iii. ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
i. দেনাদার ও পাওনাদার
ii. দেনাদার
iii. ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৩৬. যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো ৫০০ টাকা। এখানে ক্রেডিট দিকে কোনটি বসবে?
ক) নগদান হিসাব
খ) অবচয় হিসাব
গ) যন্ত্রপাতি
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৩৭. বিক্রয় জাবেদার যোগফল স্থানান্তরিত হয়-
i. সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিটে
ii. সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ডেবিটে
iii. প্রকৃত খতিয়ানের বিক্রয় হিসাবের ডেবিটে
নিচের কোনটি সঠিক?
i. সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিটে
ii. সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ডেবিটে
iii. প্রকৃত খতিয়ানের বিক্রয় হিসাবের ডেবিটে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৩৮. বিক্রয ফেরত জাবেদার উৎস দলিল-
ক) ডেবিট নোট
খ) ক্রেডিট নোট
গ) ডেবিট ভাউচার
ঘ) ক্রেডিট ভাউচার
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৩৯. হিসাবে ভুলত্রুটি ধরা পড়লে তা সংশোধন করার দাখিলার নাম কী?
ক) সংশোধনী জাবেদা
খ) সমন্বয় জাবেদা
গ) সমাপনী জাবেদা
ঘ) প্রারম্ভিক জাবেদা
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৪০. বিক্রয় ফেরত জাবেদা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
ক) নগদে বিক্রিত পণ্য ফেরত ক্ষেত্রে
খ) বাকিতে পণ্য ফেরত ক্ষেত্রে
গ) নগদে পণ্য বিক্রয় ক্ষেত্রে
ঘ) বাকিতে পণ্য বিক্রয় ক্ষেত্রে
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৪১. ব্যবহারের উদ্দেশ্যে ক্রীত কোনো সম্পত্তি বিক্রয় করা হলে-হিসাবকে ক্রেডিট করতে হয়
ক) সংশ্লিষ্ট সম্পত্তি
খ) সংশ্লিষ্ট দায়
গ) আয়
ঘ) ব্যয়
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৪২. জাবেদা বইয়ের কোন কলামটি খতিয়ান তৈরির পর পূরন করা হয়?
ক) ডেবিট টাকা
খ) ক্রেডিট টাকা
গ) খ. পৃ.
ঘ) তারিখ
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৪৩. ধারে বিক্রয়কৃত পণ্য খরিদ্দারগণ কোন কারণে ফেরত পাঠালে যে বইতে লিপিবদ্ধ করা হয় তার নাম কী?
ক) ডেবিট নোট
খ) ক্রেডিট নোট
গ) বহির্মুখী ফেরত জাবেদা
ঘ) অন্তর্মুখী ফেরত জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
৪৪. জাবেদা আসলে কী?
ক) হিসাবের প্রাথমিক বই
খ) পাকা খাতা
গ) সহকারী বই
ঘ) হিসাবের প্রাথমিক ও সহকারী বই
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
৪৫. একজন লোক দেউলিয়া ঘোষিত হলে তার জন্য ডেবিট হবে-
i. কুঋণ হিসাব
ii. অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব
iii. দেনাদার হিসাব
নিচের কোনটি সঠিক?
i. কুঋণ হিসাব
ii. অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব
iii. দেনাদার হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৪৬. প্রকৃত জাবেদার দাখিলা হল-
i. প্রারম্ভিক দাখিলা
ii. সমন্বয় দাখিলা
iii. সংশোধনী দাখিলা
নিচের কোনটি সঠিক?
i. প্রারম্ভিক দাখিলা
ii. সমন্বয় দাখিলা
iii. সংশোধনী দাখিলা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
৪৭. জাবেদার ছকে মোট ঘরের সংখ্যা-
ক) দুটি
খ) তিনটি
গ) পাঁচটি
ঘ) সাতটি
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৪৮. কোনটি নগদ টাকায় পরিশোধ করা হয়?
ক) প্রদত্ত বাট্টা
খ) নগদ বাট্টা
গ) প্রদত্ত কমিশন
ঘ) কারবারী বাট্টা
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৪৯. নগদ বাট্টা হিসাবের বইতে লিপিবদ্ধ করেন-
i. ক্রেতা
ii. বিক্রেতা
iii. পাইকার
নিচের কোনটি সঠিক?
i. ক্রেতা
ii. বিক্রেতা
iii. পাইকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৫০. কোনটি বিশেষ জাবেদা?
ক) ক্রয় জাবেদা
খ) বিক্রয় জাবেদা
গ) নগদ প্রদান জাবেদা
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
৫১. পাওনাদারকে দেয় মোট টাকা থেকে কিছু টাকা মওকুফ পাওয়া গেলে কোন হিসাব ডেবিট হবে?
ক) নগদান হিসাব
খ) পাওনাদার হিসাব
গ) বাট্টা হিসাব
ঘ) মূলধন হিসাব
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৫২. নিচের কোনটির নামে কোনো হিসাব লেখা হয় না?
ক) পন্য
খ) মাল
গ) চেক
ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
৫৩. নগদে মাল ক্রয় কিন্তু তা পূন:বিক্রয়ের জন্য কথা হল। হবে জাবেদা হবে-
i. ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. নগদান হিসাব ডে: মাল ক্রয় হিসাব ক্রে:
iii. ক্রয় হিসাব ডে: বিবিধ পাওনাদার হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. নগদান হিসাব ডে: মাল ক্রয় হিসাব ক্রে:
iii. ক্রয় হিসাব ডে: বিবিধ পাওনাদার হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৫৪. দ্বৈতসত্তা নিশ্চিত হওয়া যায় কোনটিতে?
ক) ভাউচারে
খ) চালানে
গ) ক্যাশ মোমোতে
ঘ) জাবেদায়
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
৫৫. পণ্য উত্তোলন করা হলে ৫০০ টাকা। এখানে ক্রেডিট হবে কোন হিসাব?
ক) উত্তোলন
খ) ক্রয় হিসাব
গ) নগদান হিসাব
ঘ) সমাপনী মজুদ হিসাব
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৫৬. বিক্রয় জাবেদায় মোট কয়টি ঘর থাকে?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৫৭. আরমান এন্ড কোং মোট ১০,০০০ টাকার পণ্যসামগ্রী ক্রয় করে। তাকে এর ওপর ১৫% ভ্যাট আরোপ করতে হবে। তাহলে ঐ কোম্পানির দেনাদারের পরিমান কত?
i. ১,৫০০ টাকা
ii. ১০,০০০ টাকা
iii. ১১,৫০০ টাকা
নিচের কোনটি সঠিক?
i. ১,৫০০ টাকা
ii. ১০,০০০ টাকা
iii. ১১,৫০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৫৮. কোন হিসাবটি জাবেদাভুক্ত হয় না?
ক) ক্রয় হিসাব
খ) আসবাবপত্র হিসাব
গ) মাল ক্রয়ের ফরমায়েশ দেয়া হল
ঘ) দালানকোঠা হিসাব
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৫৯. জাবেদা বইয়ের কোন ঘরটি খতিয়ান তৈরির পর পূরণ করতে হয়?
ক) হিসাব সংরক্ষণ
খ) হিসাব বন্ধকরণ
গ) হিসাব স্থানান্তর
ঘ) হিসাব সংক্ষিপ্তকরণ
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৬০. জাবেদাকে যেকোনো প্রতিষ্ঠানের দৈনিক বই বলা হয়; কারণ-
ক) এতে দৈনন্দিন লেনদেনসমূহ প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়
খ) হিসাবের পাকা বই খতিয়ানকে সাহায্য করে থাকে
গ) লেনদেনের ব্যাখ্যাসহ ডেবিট ও ক্রেডিট দেখিয়ে তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করা হয়
ঘ) লেনদেনসমূহ বিস্তারিত ব্যাখ্যাসহ তারিখ অসুসারে লেখা হয়
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৬১. যদি মালিকের ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পন্য উত্তোলনের কথা বলা থাকে-
ক) ক্রয় হিসাব ডেবিট হবে
খ) উত্তোলন হিসাব ক্রেডিট হবে
গ) ক্রয় হিসাব ক্রেডিট হবে
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৬২. ক্রয় জাবেদা থেকে জানা যায়-
i. মোট ক্রয়ের পরিমাণ
ii. মোট ধারে ক্রয়ের পরিমাণ
iii. মোট পাওনাদারের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
i. মোট ক্রয়ের পরিমাণ
ii. মোট ধারে ক্রয়ের পরিমাণ
iii. মোট পাওনাদারের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৬৩. বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি?
ক) চালান
খ) ডেবিট নোট
গ) ক্রেডিট নোট
ঘ) ভাউচার
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৬৪. যে সকল লেনদেন দ্বারা নগদে প্রদান ঘটে সেই সকল লেনদেনগুলো লিপিবদ্ধ হয়-
ক) নগদ প্রাপ্তি জাবেদায়
খ) নগদ প্রদান জাবেদায়
গ) বিক্রয় জাবেদায়
ঘ) ক্রয় জাবেদায়
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৬৫. হিসাবের জের টানা হয়-
i. জাবেদায়
ii. খতিয়ানে
iii. ক্রয় হিসাব, বিক্রয় হিসাবের
নিচের কোনটি সঠিক?
i. জাবেদায়
ii. খতিয়ানে
iii. ক্রয় হিসাব, বিক্রয় হিসাবের
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৬৬. প্রাইজবন্ডের বিনিময়ে পণ্য ক্রয়-
i. ক্রয় হিসাব ডে: বিনিয়োগ হিসাব ক্রে:
ii. বিনিয়োগ হিসাব ডে: ব্যাংক হিসাব ক্রে:
iii. ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. ক্রয় হিসাব ডে: বিনিয়োগ হিসাব ক্রে:
ii. বিনিয়োগ হিসাব ডে: ব্যাংক হিসাব ক্রে:
iii. ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৬৭. জীবন বীমা প্রিমিয়াম প্রদান-
i. উত্তোলন হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. জীবন বীমা প্রিমিয়াম হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
iii. নগদান হিসাব ডে: উত্তোলন হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. উত্তোলন হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. জীবন বীমা প্রিমিয়াম হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
iii. নগদান হিসাব ডে: উত্তোলন হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৬৮. কোন হিসাবের জের টানা হয় না?
i. খতিয়ানের
ii. জাবেদার
iii. ক্রয়বিক্রয় হিসাবের
নিচের কোনটি সঠিক?
i. খতিয়ানের
ii. জাবেদার
iii. ক্রয়বিক্রয় হিসাবের
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৬৯. কোন দাখিলা প্রকৃত জাবেদায় অন্তর্ভূক্ত করা হয় না?
ক) সমাপনী দাখিলা
খ) সমন্বয় দাখিলা
গ) স্থানান্তর দাখিলা
ঘ) নগদ ক্রয়বিক্রয়ের দাখিলা
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
৭০. রুমি এন্ড কোং ধারে ৫,০০০ টাকার পণ্যসামগ্রী বিক্রি করে। বিক্রির ওপর ১৫% ভ্যাট আরোপ করতে হবে। তাহলে ঐ কোম্পানির দেনাদারের পরিমাণ কত?
i. ৫,৭৫০ টাকা
ii. ৭৫০ টাকা
iii. ৫,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
i. ৫,৭৫০ টাকা
ii. ৭৫০ টাকা
iii. ৫,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৭১. বিনামূল্যে পণ্য বিতরণ-
i. বিজ্ঞাপন হিসাব ডে: ক্রয় হিসাব ক্রে:
ii. ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
iii. নগদান হিসাব ডে: উত্তোলন ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. বিজ্ঞাপন হিসাব ডে: ক্রয় হিসাব ক্রে:
ii. ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
iii. নগদান হিসাব ডে: উত্তোলন ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৭২. প্রকৃত জাবেদায় কোনটি লিপিবদ্ধ হয়?
ক) প্রারম্ভিক জাবেদা
খ) সংশোধনী জাবেদা
গ) ক ও খ উভয়ই
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৭৩. কোনটি বিক্রয় জাবেদায় লেখা হয়?
ক) নগদে বিক্রয়
খ) ধারে পণ্য বিক্রয়
গ) ধারে বিক্রয়
ঘ) সকল বিক্রয়
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৭৪. কোনটি বিক্রয় ফেরত বইতে দেখাতে হয়?
ক) নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত
খ) ধারে বিক্রয়কৃত পন্য ফেরত
গ) নগদ বাট্টায় বিক্রয়কৃত পণ্য ফেরত
ঘ) সকল প্রকার ফেরত
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৭৫. যে জাবেদা জাবেদার মাধ্যমে হিসাবকাল শেষে আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে আয় হিসাবসমূহ বন্ধ করা হয় তাকে বলে-
ক) সমন্বয় জাবেদা
খ) সংশোধনী জাবেদা
গ) স্থানান্তর জাবেদা
ঘ) সমাপনী জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
৭৬. বিক্রয় জাবেদায় উল্লেখ থাকে-
i. শর্ত
ii. চালান নম্বর
iii. সূত্র
নিচের কোনটি সঠিক?
i. শর্ত
ii. চালান নম্বর
iii. সূত্র
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
৭৭. ভবিষ্যতে লেনদেন সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়া যায়-
ক) রেওয়ামিল থেকে
খ) খতিয়ান থেকে
গ) জাবেদা থেকে
ঘ) প্রকৃত জাবেদা থেকে
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৭৮. অফিসে ব্যবহারের জন্য কাগজ, কালি, পিন ক্রয় করা হলে কোন হিসাবকে ডেবিট করতে হয়?
ক) মনিহারি হিসাবকে
খ) উত্তোলন হিসাবকে
গ) অফিস সরঞ্জাম হিসাবকে
ঘ) বিবিধ হিসাবকে
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৭৯. বিশেষ জাবেদাকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক) ৬ ভাগে
খ) ৫ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৩ ভাগে
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৮০. বাট্টা কত প্রকার?
ক) ৩ প্রকার
খ) ২ প্রকার
গ) ৫ প্রকার
ঘ) ৭ প্রকার
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৮১. আবুলের নিকট হতে ইত:পূর্ব প্রাপ্ত চেকখানি ব্যাংকে জমা দেওয়া হয়েছে-
i. ব্যাংক হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. ব্যাংক হিসাব ডে: আবুল হিসাব ক্রে:
iii. আবুল হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. ব্যাংক হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. ব্যাংক হিসাব ডে: আবুল হিসাব ক্রে:
iii. আবুল হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৮২. ধারে ক্রয়কৃত পণ্যের কিছু অংশ ফেরত পাঠানোর কারণ-
i. নমুনা মাফিক না হওয়া
ii. নিম্নমানের হওয়া
iii. ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা
নিচের কোনটি সঠিক?
i. নমুনা মাফিক না হওয়া
ii. নিম্নমানের হওয়া
iii. ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৮৩. শেয়ার ক্রয় করা হল-
i. বিনিয়োগ হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. নগদান হিসাব ডে: ক্রয় হিসাব ক্রে:
iii. ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. বিনিয়োগ হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. নগদান হিসাব ডে: ক্রয় হিসাব ক্রে:
iii. ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৮৪. ক্রেডিট নোট বলতে বোঝায়-
ক) লেনদেনের ক্রেডিট হিসাব
খ) প্রাপ্ত বাট্টার হিসাব
গ) বিক্রয় ফেরত সংক্রান্ত চিঠি
ঘ) আয় সংক্রান্ত হিসাব
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৮৫. কোথায় প্রদেয় চেক হিসাবভুক্ত করতে হয়?
ক) নগদান কলামে
খ) ব্যাংক কলামে
গ) প্রদেয় কলামে
ঘ) ক্রয় হিসাবের কলামে
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৮৬. জাবেদা বইয়ের ডেবিট ও ক্রেডিট পাশের টাকার যোগফল দেখানো-
i. বাধ্যতামূলক নয়
ii. বাধ্যতামূলক
iii. শাস্ত্রীয় বিধান আছে
নিচের কোনটি সঠিক?
i. বাধ্যতামূলক নয়
ii. বাধ্যতামূলক
iii. শাস্ত্রীয় বিধান আছে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৮৭. নগদ বাট্টা কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৮৮. কোনটির কারণে খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা থাকে না?
ক) নগদান
খ) জাবেদা
গ) রেওয়ামিল
ঘ) আর্থিক বিবরণী
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৮৯. প্রত্যেকটি জাবেদা দাখিলার নিচে-
ক) লেনদেন সংঘটনের কারণসহ ব্যাখ্যা দিতে হয়
খ) লেনদেন সংঘটনের কারণসহ ব্যাখ্যা দিতে হয় না
গ) কারণসহ ব্যাখ্যা দিতে হয়, তবে না দিলেও চলে
ঘ) কোনো কিছু লিখতে হয় না
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৯০. বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠান যা ক্রয় করেন তাকে কী বলে?
ক) সম্পত্তি
খ) মনিহারি
গ) পণ্য
ঘ) যন্ত্রপাতি
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৯১. বিভিন্ন সময়ে মোট কত টাকা লেনদেন হয়েছে তা কীসের মাধ্যমে জানা যায়-
ক) জাবেদা
খ) খতিয়ান
গ) রেওয়ামিল
ঘ) নগদান বই
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৯২. জাবেদা লেখার ক্ষেত্রে প্রযোজ্য হবে-
i. ডেবিট হিসাব খাতটি উপরের লাইনে লিখতে হবে
ii. ক্রেডিট হিসাব খাতটি নিচের লাইনে লিখতে হবে
iii. ডেবিট ও ক্রেডিট হিসাব খাতটি উপরে অথবা নিচে লেখা যাবে
নিচের কোনটি সঠিক?
i. ডেবিট হিসাব খাতটি উপরের লাইনে লিখতে হবে
ii. ক্রেডিট হিসাব খাতটি নিচের লাইনে লিখতে হবে
iii. ডেবিট ও ক্রেডিট হিসাব খাতটি উপরে অথবা নিচে লেখা যাবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৯৩. যে চিঠির মাধ্যমে বিক্রেতাকে জানিয়ে দেয়া হয় যে. তার হিসাবকে ফেরত পণ্যের মূল্য দ্বারা ডেবিট করা হয়েছে। তাকে বলে-
ক) পাওনালিপি
খ) ক্রেডিট নোট
গ) দেনালিপি
ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৯৪. নিচের কোনটিকে একই হিসাবের বই ধরা হয়?
ক) দৈনিক হিসাবের বই
খ) হিসাবের প্রাথমিক বই
গ) হিসাবের সহকারী বই
ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
৯৫. ভাড়া অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায় নি ডেবিট হবে-
i. প্রাপ্য ভাড়া হিসাব
ii. প্রদেয় ভাড়া হিসাব
iii. বকেয়া ভাড়া হিসাব
নিচের কোনটি সঠিক?
i. প্রাপ্য ভাড়া হিসাব
ii. প্রদেয় ভাড়া হিসাব
iii. বকেয়া ভাড়া হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
৯৬. কোনটি নগদ টাকায় পাওয়া যায় না?
ক) প্রাপ্ত কমিশন
খ) প্রাপ্ত বাট্টা
গ) প্রাপ্ত সুদ
ঘ) প্রাপ্ত ভাড়া
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
৯৭. জাবেদাকে অভিহিত করা হয় না-
ক) দৈনিক বই হিসাবে
খ) সহকারী বই হিসাবে
গ) মুখ্য বই হিসাবে
ঘ) প্রাথমিক বই হিসাবে
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
৯৮. জাবেদাকে কীসের সহকারী বই বলা হয়?
ক) ক্রয় জাবেদার
খ) বিক্রয় জাবেদার
গ) রেওয়ামিলের
ঘ) খতিয়ানের
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
৯৯. কোনটি হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জনে সহায়তা করে?
ক) লেনদেন
খ) জাবেদা
গ) খতিয়ান
ঘ) নগদান
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১০০. লেনদেন সংঘটিত হবার পর কোথায় লেখা হয়?
ক) ক্রয় বইতে
খ) বিক্রয় বইতে
গ) জাবেদায়
ঘ) খতিয়ানে
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১০১. জাবেদাভুক্তিকালে প্রধান কাজ হল-
ক) লেনদেনগুলোকে তারিখের ক্রমানুযায়ী সাজানো
খ) লেনদেনের প্রতিটি দাখিলা প্রদান করা
গ) প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করা
ঘ) লেনদেনের কারণ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১০২. কোন দ্রব্যের তালিকা মূল্যের ওপর যে বাট্টা হিসাব করা হয় তাকে কী বলে?
ক) প্রদত্ত বাট্টা
খ) প্রাপ্ত বাট্টা
গ) নগদ বাট্টা
ঘ) কারবারি বাট্টা
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১০৩. সাধারণ জাবেদাকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১০৪. নিচের কোনটি নগদ টাকায় পরিশোধ করা হয় না?
ক) প্রাপ্ত বাট্টা
খ) প্রাপ্ত কমিশন
গ) প্রদত্ত বাট্টা
ঘ) প্রদত্ত কমিশন
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১০৫. প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয়-
ক) ক্রয় জাবেদা
খ) বিক্রয় জাবেদা
গ) সমন্বয় জাবেদা
ঘ) নগদ জাবেদা
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১০৬. কোনটি নগদ প্রদান জাবেদায় দেখাতে হয়?
ক) নগদে পণ্য ক্রয়
খ) নগদে পণ্য বিক্রয়
গ) রহমানের কাছ থেকে ক্রয়
ঘ) ধারে পণ্য ক্রয়
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১০৭. দেনালিপি প্রেরণ করা হয়-
ক) ক্রেতার নিকট
খ) বিক্রেতার নিকট
গ) মালিকের নিকট
ঘ) কর্মচারীর নিকট
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১০৮. আর্থিক বিবরণী প্রস্তুতের জন্যে কোনটি প্রয়োজন?
ক) প্রারম্ভিক জাবেদা
খ) সমাপনি জাবেদা
গ) সমন্বয় জাবেদা
ঘ) নগদ প্রদান জাবেদা
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১০৯. ক্রয় ফেরত জাবেদা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
ক) বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত ক্ষেত্রে
খ) নগদে ক্রয়কৃত পণ্য ফেরত ক্ষেত্রে
গ) বাকিতে বিক্রিত পণ্য ফেরত ক্ষেত্রে
ঘ) নগদে বিক্রিত পণ্য ফেরত ক্ষেত্রে
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১১০. কম্পিউটার বিক্রয়ের জন্যে ক্রেডিট হবে কোনটি?
ক) অফিস সরঞ্জাম হিসাব
খ) মনিহারি হিসাব
গ) বিক্রয় হিসাব
ঘ) আসবাবপত্র হিসাব
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১১১. ব্যক্তিগত ব্যবহারের জন্য কাগজ কালি ক্রয় করা হলে ডেবিট করতে হবে-
ক) মনিহারি হিসাব
খ) অফিস সরঞ্জাম হিসাব
গ) উত্তোলন হিসাব
ঘ) বিবিধ হিসাব
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১১২. ক্রয় জাবেদায় সাধারণত কয় টি ঘর বা কলাম থাকে?
ক) ছয়টি
খ) পাঁচটি
গ) সাতটি
ঘ) তিনটি
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১১৩. লেনদেনগুলো প্রথমে লেখা হয়-
ক) বিশদ আয় বিবরণীতে
খ) আর্থিক বিবরণীতে
গ) খতিয়ানে
ঘ) জাবেদায়
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১১৪. ক্রেডিট নোট তৈরি করেন কে?
ক) ক্রেতা
খ) বিক্রেতা
গ) উৎপাদক
ঘ) ভান্ডার রক্ষক
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১১৫. নিচের কোনটির নামে কোনো হিসাব রাখা হয় না-
i. পণ্য
ii. মাল
iii. চেক
নিচের কোনটি সঠিক?
i. পণ্য
ii. মাল
iii. চেক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১১৬. কমিশন অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি। এক্ষেত্রে ডেবিট হবে-
i. অনাদায়ী কমিশন
ii. অনুপার্জিত কমিশন
iii. প্রাপ্য কমিশন
নিচের কোনটি সঠিক?
i. অনাদায়ী কমিশন
ii. অনুপার্জিত কমিশন
iii. প্রাপ্য কমিশন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১১৭. চেক মারফত কোন পাওনা আদায় হলে ডেবিট হবে-
ক) ব্যাংক হিসাব
খ) চেক হিসাব
গ) পাওনাদার হিসাব
ঘ) নগদান হিসাব
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১১৮. ক্রয় হিসাব ডেবিট ৫০০ টাকা, নগদান হিসাব ক্রেডিট ৫০০ টাকা। দাখিলাটি কোন ধরনের জাবেদা?
i. প্রকৃত জাবেদা
ii. সাধারণ জাবেদা
iii. সরল জাবেদা
নিচের কোনটি সঠিক?
i. প্রকৃত জাবেদা
ii. সাধারণ জাবেদা
iii. সরল জাবেদা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) iii
গ) i ও ii
ঘ) ii
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১১৯. জাবেদার সুবিধা হল-
i. এর মাধ্যমে লেনদেনের বিশ্লেষণ করা যায়
ii. এর সাহায্যে সহজে খতিয়ান প্রস্তুত করা যায়
iii. এর সাহায্যে সরাসরি রেওয়ামিল প্রস্তুত করা যায়
নিচের কোনটি সঠিক?
i. এর মাধ্যমে লেনদেনের বিশ্লেষণ করা যায়
ii. এর সাহায্যে সহজে খতিয়ান প্রস্তুত করা যায়
iii. এর সাহায্যে সরাসরি রেওয়ামিল প্রস্তুত করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১২০. কোন নামে হিসাব খোলা হয় না?
ক) পাওনাদার
খ) দেনাদার
গ) বকেয়া বেতন
ঘ) চেক
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১২১. দোকান হতে পণ্য চুরি ১,০০০ টাকা, এখানে ডেবিট দিকে কোনটি বসবে?
ক) পণ্য চুরি হিসাব
খ) নগদান হিসাব
গ) ক্রয় হিসাব
ঘ) বিবিধ ক্ষতি হিসাব
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১২২. হিসাবের প্রাথমিক বই কোনটি?
ক) নগদান বই
খ) জাবেদা বই
গ) খতিয়ান বই
ঘ) দৈনিক খরচ বই
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১২৩. জাবেদা থেকে জানা যায়-
i. মোট লেনদেনের সংখ্যা
ii. মোট অর্থের পরিমাণ
iii. লেনদেন সংঘটিত হওয়ার কারণ
নিচের কোনটি সঠিক?
i. মোট লেনদেনের সংখ্যা
ii. মোট অর্থের পরিমাণ
iii. লেনদেন সংঘটিত হওয়ার কারণ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১২৪. কোনটি ক্রয়ের জন্য ‘অফিস সরঞ্জাম হিসাব’ ডেবিট হবে-
i. কম্পিউটার
ii. ফটোকপি মেশিন
iii. ফাইল কেবিনেট
নিচের কোনটি সঠিক?
i. কম্পিউটার
ii. ফটোকপি মেশিন
iii. ফাইল কেবিনেট
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১২৫. একটি চলমান প্রতিষ্ঠানের গত হিসাব সালের সম্পত্তি ও দায়সমূহ বর্তমান বছরের নতুন হিসাব বইতে আনা হলে তাকে বলে-
ক) প্রারম্ভিক জাবেদা
খ) সমাপনী জাবেদা
গ) সমন্বয় জাবেদা
ঘ) স্থানান্তর জাবেদা
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১২৬. লেনদেনের বিস্তৃত, পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য কেন্দ্র কোনটি?
ক) জাবেদা
খ) খতিয়ান
গ) রেওয়ামিল
ঘ) নগদান
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১২৭. বিনামূল্যে পণ্য বিতরণ-
i. বিজ্ঞাপন হিসাব ডে: ক্রয় হিসাব ক্রে:
ii. ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
iii. বিবিধ ক্ষতি হিসাব ডে নদগান হিসাব ক্রে:
iv. বিজ্ঞাপন হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. বিজ্ঞাপন হিসাব ডে: ক্রয় হিসাব ক্রে:
ii. ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
iii. বিবিধ ক্ষতি হিসাব ডে নদগান হিসাব ক্রে:
iv. বিজ্ঞাপন হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১২৮. প্রকৃত জাবেদায় লেখা হয় কোনটি?
ক) প্রারম্ভিক জাবেদা
খ) ক্রয়সংক্রান্ত জাবেদা
গ) বিক্রয়সংক্রান্ত জাবেদা
ঘ) বিলসংক্রান্ত জাবেদা
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১২৯. ভুল সংশোধনের জন্য যে জাবেদা তৈরি করা হয় তাকে বলে-
ক) ক্রয় জাবেদা
খ) বিক্রয় জাবেদা
গ) সংশোধনী জাবেদা
ঘ) সমাপনী জাবেদা
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৩০. বাট্টা প্রদান-
i. প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট
ii. প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট
iii. প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
i. প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট
ii. প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট
iii. প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৩১. ক্রয় জাবেদার যোগফল দ্বারা প্রভাবিত হয়-
i. পাওনাদার
ii. দেনাদার
iii. নগদ পরিমাণ
নিচের কোনটি সঠিক?
i. পাওনাদার
ii. দেনাদার
iii. নগদ পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৩২. ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে প্রমাণস্বরূপ ব্যবহার করা যায়-
ক) খতিয়ানকে
খ) জাবেদাকে
গ) নগদান বইকে
ঘ) রেওয়ামিলকে
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৩৩. কোনটির ওপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়?
ক) ডেবিট নোট
খ) ক্রেডিট নোট
গ) চালান
ঘ) রসিদ
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৩৪. সমন্বয় জাবেদা লেখা হয়-
ক) নগদান বইতে
খ) প্রকৃত জাবেদায়
গ) জাবেদায়
ঘ) খতিয়ান
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৩৫. কিসের ওপর ভিত্তি করে বিক্রয় জাবেদা তৈরি করতে হয়?
ক) ভাউচার
খ) চালান
গ) ক্যাশম্যামো
ঘ) ডেবিট নং
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৩৬. জাবেদা থেকে সহজ হয়-
ক) খতিয়ান করা
খ) ক্রয়বিক্রয় জাবেদা করা
গ) ক্রয় জাবেদা করা
ঘ) বিক্রয় জাবেদা করা
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৩৭. জাবেদা ছকের বিবরণ শব্দটির পরিবর্তে আর কী লেখা যায়?
ক) হিসাবের ব্যাখ্যা ও ধরন
খ) হিসাবের নাম ও তারিখ
গ) হিসাবের ধরন ও তারিখ
ঘ) হিসাবের নাম ও ব্যাখ্যা
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. মালিক কর্তৃক পণ্য উত্তোলন-
i. উত্তোলন হিসাব ডে: ক্রয় হিসাব ক্রে:
ii. উত্তোলন হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
iii. নগদান হিসাব ডে: উত্তোলন ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. উত্তোলন হিসাব ডে: ক্রয় হিসাব ক্রে:
ii. উত্তোলন হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
iii. নগদান হিসাব ডে: উত্তোলন ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৩৯. ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলনের জাবেদা দাখিলায় ডেটর হবে কোনটি?
ক) উত্তোলন হিসাব
খ) ক্রয় হিসাব
গ) নগদান হিসাব
ঘ) পণ্য হিসাব
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৪০. জার্নাল শব্দের ‘‘জার” শব্দটি কোথা থেকে উৎপন্ন হয়েছে?
ক) ইতালি
খ) ফরাসি
গ) গ্রীক
ঘ) ফারসি
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৪১. মালিক ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের কোন খরচ প্রদান করলে-
ক) মূলধন হিসাব ক্রেডিট হয়
খ) নগদান হিসাব ক্রেডিট হয়
গ) মালিক হিসাব ক্রেডিট হয়
ঘ) পাওনাদার হিসাব ক্রেডিট হয়
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৪২. কোনটি একই অর্থবোধক?
ক) বিক্রয় ফেরত/বহির্মূখী ফেরত
খ) ক্রয় ফেরত/বহির্মুখী ফেরত
গ) বীমা সেলামি/শিক্ষানবিস সেলামি
ঘ) বিনিয়োগের সুদ/মূলধনের সুদ
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৪৩. ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে-
i. ব্যাংক হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. উত্তোলন হিসাব ডে: ব্যাংক হিসাব ক্রে:
iii. নগদান হিসাব ডে: ব্যাংক হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. ব্যাংক হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. উত্তোলন হিসাব ডে: ব্যাংক হিসাব ক্রে:
iii. নগদান হিসাব ডে: ব্যাংক হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৪৪. জাবেদা খতিয়ানের সহায়ক বই হিসেবে কাজ করে বিধায়-
i. খতিয়ান প্রস্তুত সহজ হয়
ii. খতিয়ান পরিচ্ছন্ন ও নির্ভুল হয়
iii. খতিয়ানের প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?
i. খতিয়ান প্রস্তুত সহজ হয়
ii. খতিয়ান পরিচ্ছন্ন ও নির্ভুল হয়
iii. খতিয়ানের প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) iii
ঘ) ii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৪৫. বিক্রয় জাবেদা ও ক্রয় জাবেদার মধ্যে কোন কলামটি অনুপস্থিত থাকে?
ক) তারিখ
খ) সূত্র
গ) শর্ত
ঘ) চালান নম্বর
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৪৬. জাবেদা বলতে বোঝায়-
ক) একটি পূর্ণ হিসাব
খ) একটি সংক্ষিপ্ত হিসাব
গ) লেনদেনের ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ
ঘ) চূড়ান্ত হিসাব
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৪৭. ডেবিট নোট কে তৈরি করে?
ক) ক্রেতা
খ) বিক্রেতা
গ) সরবরাহকারী
ঘ) উৎপাদক
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৪৮. ‘জার’ শব্দের অর্থ কী?
ক) তাক
খ) দিবস
গ) সংরক্ষণ
ঘ) স্থাপন
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৪৯. কোনটিতে লেনদেনগুলো প্রথম লেখা হয়?
ক) জাবেদায়
খ) খতিয়ানে
গ) রেওয়ামিলে
ঘ) আর্থিক বিবরণীতে
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৫০. নগদ ক্রয় ৫,০০০ টাকা, সমাপনী জাবেদায় এর ডেবিট দিকে কী বসবে?
ক) নগদান হিসাব
খ) আয় বিবরণী
গ) ক্রয় হিসাব
ঘ) পাওনাদার হিসাব
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৫১. কোনো খরচ প্রদানের সঙ্গে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে ডেবিট হবে-
ক) ঐ ব্যক্তির নাম
খ) খরচের নাম
গ) পাওনাদার হিসাব
ঘ) দেনাদার হিসাব
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৫২. ব্যবসায়ে অধিকাংশ ক্রয় বিক্রয় সংঘটিত হয়-
ক) বাকিতে
খ) নগদে
গ) চেকে
ঘ) বিলে
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৫৩. ধারে বিক্রীত পণ্য ফেরত আসলে পণ্যের সাথে যে চিঠি আসে তা-
i. পাওনা চিঠি
ii. ক্রেডিট নোট
iii. ডেবিট নোট
নিচের কোনটি সঠিক?
i. পাওনা চিঠি
ii. ক্রেডিট নোট
iii. ডেবিট নোট
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৫৪. আয়কর প্রদান করা হল-
i. উত্তোলন হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. উত্তোলন হিসাব ডে: ব্যাংক হিসাব ক্রে:
iii. আয়কর হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. উত্তোলন হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. উত্তোলন হিসাব ডে: ব্যাংক হিসাব ক্রে:
iii. আয়কর হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৫৫. কারবারি বাট্টা কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৪ প্রকার
গ) ৫ প্রকার
ঘ) ৬ প্রকার
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৫৬. কোন দাখিলার মাধ্যমে আয়-ব্যয় হিসাব বন্ধ করা হয়-
ক) প্রারম্ভিক দাখিলা
খ) স্থান্তনান্তর দাখিলা
গ) সমন্বয় দাখিলা
ঘ) সমাপনী দাখিলা
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. পণ্য আমদানি করা হল। তবে জাবেদা হবে-
i. ক্রয় হিসাব ডে: ব্যাংক হিসাব ক্রে:
ii. ক্রয় হিসাব ডে: বিবিধ পাওনাদার হিসাব ক্রে:
iii. আমদানি খরচ হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. ক্রয় হিসাব ডে: ব্যাংক হিসাব ক্রে:
ii. ক্রয় হিসাব ডে: বিবিধ পাওনাদার হিসাব ক্রে:
iii. আমদানি খরচ হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৫৮. পাওনালিপি প্রেরণ করা হয় কার নিকট?
ক) ক্রেতার নিকট
খ) বিক্রেতার নিকট
গ) ক্যাশিয়ারের নিকট
ঘ) হিসাবরক্ষকের নিকট
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৫৯. পাওনা লিপির মাধ্যমে ক্রেতার হিসাব-
ক) ডেবিট করা হয়
খ) ক্রেডিট করা হয়
গ) একবার ডেবিট ও একবার ক্রেডিট করা হয়
ঘ) উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৬০. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের জন্য সম্পত্তি ক্রয় করলে কোন হিসাবটি ক্রেডিট হবে?
ক) নগদান হিসাব
খ) ক্রয় হিসাব
গ) আসবাবপত্র হিসাব
ঘ) মূলধন হিসাব
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১৬১. জাবেদা বহিকে কী নামে অভিবিত করা হয়?
ক) হিসাবের প্রাথমিক বই
খ) হিসাবের সহকারী বই
গ) হিসাবের দৈনিক বই
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১৬২. পাওনাদারকে পরিশোধ করার সময় বাট্টা পাওয়া গেলে কোন হিসাব ডেবিট হবে?
ক) নগদান হিসাব
খ) পাওনাদার হিসাব
গ) বাট্টা হিসাব
ঘ) মূলধন হিসাব
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৬৩. সংশোধনী দাখিলা, সমন্বয় দাখিলা, স্থানান্তর দাখিলা কোনটির অন্তর্ভুক্ত?
ক) জাবেদার
খ) প্রকৃত জাবেদার
গ) খতিয়ানের
ঘ) কোন উত্তর সঠিক নয়
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৬৪. বিক্রয় জাবেদায় লেখা হয়-
ক) নগদ বিক্রয়
খ) ধারে বিক্রয়
গ) নগদ ও ধারে বিক্রয়
ঘ) সকল প্রকার বিক্রয়
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৬৫. জাবেদার প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা সাহায্যে-
i. সহজে খতিয়ান করা যায়
ii. ভবিষ্যতে তথ্য সরবরাহ করা যায়
iii. হিসাবের গাণিতিক শুদ্ধতা প্রমাণ করে
নিচের কোনটি সঠিক?
i. সহজে খতিয়ান করা যায়
ii. ভবিষ্যতে তথ্য সরবরাহ করা যায়
iii. হিসাবের গাণিতিক শুদ্ধতা প্রমাণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৬৬. নগদ বাট্টার উদ্ভব হয়-
ক) ধারে পণ্য ক্রয়বিক্রয় করলে
খ) নগদে পণ্য ক্রয়বিক্রয় করলে
গ) নগদে দেনা-পাওনা পরিশোধ করলে
ঘ) নগদে প্রাপ্তি ঘটলে
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৬৭. ধারে ক্রয় লেনদেনে বিক্রেতার নাম উল্লেখ না থাকলে কোনটিকে প্রতিপক্ষ ধরতে হয়?
ক) মূলধন হিসাকে
খ) ঋণ হিসাবকে
গ) প্রদেয় বিল হিসাবকে
ঘ) পাওনাদার হিসাবকে
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. জাবেদা ও নগদান বইয়ের ছকে মিল পাওয়া যায়-
i. ভাউচার নং
ii. চালান নং
iii. খতিয়ান পৃষ্ঠা
নিচের কোনটি সঠিক?
i. ভাউচার নং
ii. চালান নং
iii. খতিয়ান পৃষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৬৯. সঞ্চয়পত্র ক্রয় করা হল-
i. বিনিয়োগ হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
iii. নগদান হিসাব ডে: বিনিয়োগ হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. বিনিয়োগ হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
iii. নগদান হিসাব ডে: বিনিয়োগ হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৭০. যে বইতে ক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন প্রথমে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
ক) অন্তর্মুখী ফেরত জাবেদা
খ) বহির্মুখী ফেরত জাবেদা
গ) বিক্রয় ফেরত জাবেদা
ঘ) ক্রয জাবেদা
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৭১. অনাদায়ী পাওনা ধার্য করা হলে তার জন্যে কোন হিসাবে প্রভাব পড়বে-
i. অনাদায়ী পাওনা হিসাব
ii. অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব
iii. দেনাদার হিসাব
নিচের কোনটি সঠিক?
i. অনাদায়ী পাওনা হিসাব
ii. অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব
iii. দেনাদার হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৭২. দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
ক) জাবেদা বই
খ) খতিয়ান বই
গ) নগদান বই
ঘ) রেওয়ামিল
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৭৩. বাট্টা কী?
ক) মওকুফ
খ) ছাড়
গ) মওকুফ বা ছাড়
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৭৪. যে সকল লেনদেন অন্য কোনো জাবেদা বা সহকারী বই-এ লিপিবদ্ধ করা যায় না সেগুলোকে কোন জাবেদায় লিখতে হয়?
ক) ক্রয় জাবেদায়
খ) প্রকৃত জাবেদায়
গ) বিক্রয় জাবেদায়
ঘ) নগদ প্রাপ্তি জাবেদায়
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৭৫. ক্রয় জাবেদায় লেখা হয়-
ক) সব ধরনের নগদ ক্রয়
খ) সব ধরনের বাকিতে ক্রয়
গ) পুন:বিক্রয়ের উদ্দেশ্যে বাকিতে ক্রয়
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৭৬. কোনটি প্রকৃত জাবেদার আওতাভুক্ত?
ক) ক্রয় ফেরত জাবেদা
খ) বিক্রয় ফেরত জাবেদা
গ) নগদ প্রদান জাবেদা
ঘ) সমাপনি জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. নগদে পণ্য ক্রয় ৩,৫০০ টাকা। তার ভাড়া ১০০ টাকা; জাবেদা হবে-
i. ক্রয় হিসাব ডে: ক্রয় পরিবহন হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
iii. নগদান হিসাব ডে: ক্রয় হিসাব ক্রে: ক্রয় পরিবহন হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. ক্রয় হিসাব ডে: ক্রয় পরিবহন হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
ii. ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
iii. নগদান হিসাব ডে: ক্রয় হিসাব ক্রে: ক্রয় পরিবহন হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৭৮. কোনটির নামে কোনো হিসাব লেখা হয় না?
ক) পণ্য
খ) ক্রয়
গ) বিক্রয়
ঘ) বেতন
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৭৯. পুরাতন যন্ত্রপাতি বিক্রয় এর জন্যে নিচের কোনটিকে ক্রেডিট করতে হবে?
ক) পুরাতন যন্ত্রপাতি হিসাব
খ) যন্ত্রপাতি বিক্রয় হিসাব
গ) যন্ত্রপাতি হিসাব
ঘ) বিক্রয় হিসাব
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৮০. লেনদেনের সপক্ষে প্রমাণপত্র বা উৎস দলিল পাওয়ার সাথে সাথে হিসাবরক্ষকের কী করা উচিত?
ক) খসড়া বইতে লেনদেন সম্পর্কে নোট রাখা
খ) ভাউচার প্রস্তুত করে রাখা
গ) জাবেদায় দাখিলা প্রণয়ন
ঘ) খতিয়ান দাখিলা স্থানান্তর
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৮১. কোনটি প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়?
ক) সংশোধনী দাখিলা
খ) সমন্বয় দাখিলা
গ) স্থানান্তর দাখিলা
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১৮২. জাবেদাকে বলা হয়-
ক) হিসাবের পাকা বই
খ) হিসাবের প্রাথমিক বই
গ) হিসাবের চূড়ান্ত বই
ঘ) লেনদেনের সপক্ষে দলিল
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৮৩. ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়-
ক) সকল পণ্য ক্রয়
খ) সকল নগদ পণ্য ক্রয়
গ) সকল ক্রয়
ঘ) সকল বাকীতে পন্য ক্রয়
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. জাবেদায় দাখিলা প্রণয়ন করা হয় কখন?
ক) লেনদেনের চুক্তি হওয়ার সাথে সাথে
খ) পণ্য বা সেবা সরবরাহের ফরমায়েশ পাওয়ার সাথে সাথে
গ) লেনদেনের সপক্ষে প্রমাণপত্র বা উৎস দলিল পাওয়ার সাথে সাথে
ঘ) পণ্য দ্রব্য সরবরাহ করার পর
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৮৫. ধারে ক্রয় করা পণ্য ফেরত দেয়া হলে-
ক) ক্রয় জাবেদায় লেখা হয়
খ) প্রকৃত জাবেদায় লেখা হয়
গ) ক্রয় ফেরত বইতে লেখা হয়
ঘ) বিক্রয় জাবেদায় লেখা হয়
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৮৬. কোন হিসাবটির জাবেদা হয় না?
ক) ক্রয় হিসাব
খ) বিক্রয় হিসাব
গ) দালানকোঠা হিসাব
ঘ) পণ্য ক্রয়ের অর্ডার দেওয়া
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. মালিকের ব্যক্তিগত মটর সাইকেলটি কারবারের ব্যবহারের জন্য দেওয়া হলে সংশ্লিষ্ট মূল্য দ্বারা ক্রেডিট হবে কোনটি?
ক) মটর সাইকেল হিসাব
খ) নগদান হিসাব
গ) যানবাহন হিসাব
ঘ) মূলধন হিসাব
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. প্রাপ্ত ও প্রদত্ত বাট্টা কখনও - পাওয়া যায় না।
ক) সরাসরি
খ) পাওনাদারের কাছে
গ) বিক্রেতার কাছে
ঘ) নগদ টাকায়
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১৮৯. ক্রয় জাবেদার তৃতীয় ঘরে কোনটি থাকে?
ক) শর্ত
খ) খতিয়ান পৃষ্ঠা
গ) সূত্র
ঘ) চালান নং
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
১৯০. রহিমকে ২,০০০ টাকার চেক প্রদান করা হয়েছে। এক্ষেত্রে ক্রেডিট হবে-
i. রহিম হিসাব
ii. নগদান হিসাব
iii. ব্যাংক হিসাব
নিচের কোনটি সঠিক?
i. রহিম হিসাব
ii. নগদান হিসাব
iii. ব্যাংক হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)
সঠিক উত্তর: (গ)
১৯১. বাট্টা পাওয়া গেল-
i. বিবিধ পাওনাদার হিসাব ডে: বাট্টা হিসাব ক্রে:
ii. নগদান হিসাব ডে: বাট্টা হিসাব ক্রে:
iii. বাট্টা হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
i. বিবিধ পাওনাদার হিসাব ডে: বাট্টা হিসাব ক্রে:
ii. নগদান হিসাব ডে: বাট্টা হিসাব ক্রে:
iii. বাট্টা হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের চারটি প্রশ্নের উত্তর দাও:
* ২০১২ সালের ১ অক্টোবর তারিখে সাবিনা ইয়াসমিন নিজস্ব জমি বিক্রয় করে ২,০০,০০০ টাকা এবং প্রতিষ্ঠানের নামে ব্যাংক হতে ১,০০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। অক্টোবর ২ তারিখে ৫০,০০০ টাকার পণ্য জনাব মনিরের নিকট হতে বাকিতে ক্রয় করেন। অক্টোবর ১০ তারিখে নগদে জনাব মাসুদের নিকট ৩০,০০০ টাকার পণ্য বিক্রয় করেন। অক্টোবর ১৫ তারিখে মনিরের নিকট ৫,০০০ টাকার পণ্য ফেরত প্রদান করেন।
১৯২. সাবিনা ইয়াসমিনের মূলধনের পরিমাণ কত?
* ২০১২ সালের ১ অক্টোবর তারিখে সাবিনা ইয়াসমিন নিজস্ব জমি বিক্রয় করে ২,০০,০০০ টাকা এবং প্রতিষ্ঠানের নামে ব্যাংক হতে ১,০০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। অক্টোবর ২ তারিখে ৫০,০০০ টাকার পণ্য জনাব মনিরের নিকট হতে বাকিতে ক্রয় করেন। অক্টোবর ১০ তারিখে নগদে জনাব মাসুদের নিকট ৩০,০০০ টাকার পণ্য বিক্রয় করেন। অক্টোবর ১৫ তারিখে মনিরের নিকট ৫,০০০ টাকার পণ্য ফেরত প্রদান করেন।
১৯২. সাবিনা ইয়াসমিনের মূলধনের পরিমাণ কত?
ক) ১,০০,০০০
খ) ২,০০,০০০
গ) ৩,০০,০০০
ঘ) ৩,৪০,০০০
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৯৩. অক্টোবর ৫ তারিখের লেনদেনটি লিপিবদ্ধ হবে-
i. ক্রয় জাবেদায়
ii. নগদ প্রদান জাবেদায়
iii. সাধারণ জাবেদায়
নিচের কোনটি সঠিক?
i. ক্রয় জাবেদায়
ii. নগদ প্রদান জাবেদায়
iii. সাধারণ জাবেদায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. ১০ তারিখের লেনদেনটির সঠিক জাবেদা-
ক) মাসুদ হিসাব ডে. বিক্রয় হিসাব ক্রে.
খ) নগদান হিসাব ডে. বিক্রয় হিসাব ক্রে.
গ) নগদান হিসাব ডে. মাসুদ হিসাব ক্রে.
ঘ) মাসুদ হিসাব ডে. নগদান হিসাব ক্রে.
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
১৯৫. ১৫ তারিখের লেনদেনের উৎস দলিল কোনটি?
ক) ডেবিট ভাউচার
খ) ডেবিট নোট
গ) ক্রেডিট ভাউচার
ঘ) ক্রেডিট নোট
সঠিক উত্তর: (খ)
সঠিক উত্তর: (খ)
⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
(সংগৃহীত, সংকলিত ও পরিমার্জিত)
বিপ্লব ব্লগার=০১৬১৬৯১৮৮৮৮
আপনাদের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র এ প্রয়াস। আশাকরি সবার কাজে লাগবে।
কোন উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল করুন,আপডেট করে দেওয়া হবে। অথবা সঠিক উত্তরটি আপনারা মোবাইল এর মাধ্যমে ০১৬১৬৯১৮৮৮৮ জানাবেন। আমরা আপডেট করে দেবো।
★বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন।
পোস্টটি ভাল লাগলে শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।
-ধন্যবাদ
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "জাবেদা "
Post a Comment